![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অনেক কিছু জানি তবে বলি কম ।
"আজকে আমি, আমার বড় ভাইয়া, আমার এক আংকেল, ও আংকেলের এক ফ্রেন্ড একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। সাথে চায়ের কাপে সুরুত্ সুরুত্ চলতেছিলো। আংকেল আমারে জিগাইলো তোমার অনার্স কোন ইয়ার যেন চলতেছে?
আমি কৈলাম সামনে সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম।
আংকেল কয় তুমার বয়স কত চলতাছে?
আমি হিসাব নিকাশ কৈরা কৈলাম বাইশ বছর ১ মাস ১ দিন মানে তেইশ বছর চলতাছে।
আংকেল তখন আমারে কয় শুনো বাবা ২৫ বছরের আগেই বিয়া করবা।
আমি কৈলাম ততদিনে তো আমার অনার্স কমপ্লিট ই হৈবো না।
আংকেল কয় নিকুচি করি তোমার অনার্সের । তোমার অনার্স কমপ্লিট করতে গিয়া একটা মেয়ের জীবন নষ্ট করবা নাকি?
আমি কৈলাম জীবন নষ্ট করবো মানে, কি কন এইসব উলটা-ফুলটা?
আংকেল কয় রোমান্টিকতার বয়স পার করার পর একটা মাইয়ারে বিয়া কৈরা কি লাভ? আর তা ছাড়া যদি কারো স্বাভাবিক আয়ুস্কাল ধরা হয় ৫৫ বছর সেদিক থেকে তার তো ২৫ বছর বয়স পার করার উপায় ই নাই।বাচ্চাদের মানুষ করা, তাদের লেখাপড়া শেখানো, তাদের বিবাহ শাদী ইত্যাদি ইত্যাদি সব ঠিকঠাক মত সম্পাদন করতে চাইলে ২৫ বছর পার হতে দেয়া যাবেনা।
আমি কৈলাম আমার চেয়ে ম্যালা সিনিয়র সিটিজেন আছে যারা এখনো বিয়া করে নাই।
আংকেল কয় তাদের জন্যই ত সমাজ টা আজ কলুষিত। বয়স থাকতে অন্যের বউ বেটিরে জ্বালায়। বয়স গেলে বিয়া করে এরপর বউ চালাইতে পারে না তাদের বউ অন্যের লগে সিসটেম করে।
এরপর আংকেল কয় কোন রকম ঘটনা অথবা দুর্ঘটনা ক্রমে যদি তুমার ২৭ বছর পার হয় তবে বিয়ার নাম আর মুখে ও আনবা না...
আমি কৈলাম আংকেল আপনার পুলার বয়স কত?
আংকেল কয় ২৩ বছর । ইলেট্রিক্যালে বি.এস.সি পড়তেছে। ও চাকরি পাক অথবা না পাক ২৫ বছরেই ওরে বিয়া দিমু । প্রেমিকা থাকলে প্রেমিকার লগেই না থাকলে দেখেশুনে দিয়া দিমু... ইনশাআল্লাহ্।
আমি মনে মনে কৈলাম ইয়া আল্লাহ তুমি বাংলার ঘরে ঘরে এইরকম একপিস পিতা দিয়া দিও। যারা পিতা হিসেবে পাইবো না তারা যেন আংকেল হিসেবে পায়। ;-)"
ফেসবুক পেজঃ প্রেম নয়, বিয়ে করুনঃ আল্লাহর সন্তুষ্টি অর্জন করুনhttp://www.facebook.com/prem.noy.bie
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
জাতির মামু বলেছেন: আমিন।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
মাহমুদডবি বলেছেন: আল্লাহ যদি তাওফিক দেয় আমিও ছেলেমেয়েকে তারাতারি বিয়ে দিয়ে দিব। প্রয়জনে ছেলে ইনকাম করার আগ পর্যন্ত কামাই করে খাওয়াবো।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
+++++
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
জাতির মামু বলেছেন: ধন্যবাদ ।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
আসলে বাস্তবতা হচ্ছে, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এসব বলা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন। যদিও স্বীকার করতেই হবে এই জটিলতা আমাদেরই সৃষ্টি!!!!
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
মিকন মোদক বলেছেন: মনে হল একটা ঘুম থেকে উঠলাম.... স্বপ্ন টা দারুন মাগার বাস্তবে আইলেই শেষ....
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
কারেকশন পিলিজ: :#>
----------------------------------------------------------
বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এসব বলা যতটা সহজ, করা ঠিক ততটাই কঠিন।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
ভিটামিন সি বলেছেন: আমিও ওই চাচা মিয়ার সাথে একমত। সেই জন্যই ২৪ শে কাম সাইরা ফালাইছি।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
মেফতাহুল সাগর বলেছেন: আঙ্কেল খুব ই সইত্য কইছে
বয়স থাকতে অন্যের বউ বেটিরে জ্বালায়। বয়স গেলে বিয়া করে এরপর বউ চালাইতে পারে না তাদের বউ অন্যের লগে সিসটেম করে।
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
পাপাই বলেছেন: বিডি আমিনুর বলেছেন: ইয়া আল্লাহ তুমি বাংলার ঘরে ঘরে এইরকম একপিস পিতা দিয়া দিও
আমিন ।
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
বিত্তবান ফকির বলেছেন: সেই আশায় আছি বাংলাদেশে সেই সিস্টেম কবে শুরু হবে যে ছেলেমেয়েদের খুব দ্রুত বিয়ে দেওয়া হবে। ২১ আর ২২ নাই ১৭ আর১৮ নাই। মেয়ে পক্ষ ছেলে পক্ষ যার যার সন্তান সে সে ভরণ পোষণ দিবে। কিন্তু বিয়ে দিবে তাড়াতাড়ি। তাহলে সমাজে ব্যাভিচার কমবে। ধর্ষণ কমবে। লিটনের ফ্ল্যাট কেউ খুজবে না।
সহজ চোখে দেখলে তারুণ্যের কাম (সেক্স) কে অস্বীকার করার উপায় নাই, না কোনভাইবেই নাই। তাই, এটাকে বৈধতা দেওয়ার উপায় ১টাই। পুলা মাইয়ার কুরকুড়ি শুরু হইলেই বিয়া দেওয়া। তবে শর্ত বাচ্চা নেয়া লাগবে নির্দিষ্ট সময় পর।
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
আবুল খায়ের বলেছেন: আমিও ওই চাচা মিয়ার সাথে একমত। সেই জন্যই 26 শে কাম সাইরা ফালাইছি।
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
লাবনী আক্তার বলেছেন: আমি মনে মনে কৈলাম ইয়া আল্লাহ তুমি বাংলার ঘরে ঘরে এইরকম একপিস পিতা দিয়া দিও।
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
মূসা আলকাজেম বলেছেন: আলহামদুলিল্লাহ। এক কথায়, দারুণ।
আংকেল কয় তাদের জন্যই ত সমাজ টা আজ কলুষিত। বয়স থাকতে অন্যের বউ বেটিরে জ্বালায়। বয়স গেলে বিয়া করে এরপর বউ চালাইতে পারে না তাদের বউ অন্যের লগে সিসটেম করে।
এখানে একটা টিপ মাইরা দেখেন আপনে কেমনে আপনের মাইয়্যার ইজ্জত লুটনের ব্যবস্থা করতাছেন
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
বিডি আমিনুর বলেছেন: ইয়া আল্লাহ তুমি বাংলার ঘরে ঘরে এইরকম একপিস পিতা দিয়া দিও
আমিন ।