নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাতির মামা আজ এসেছে ভাগ্নেকে উদ্ধার করতে । কিন্তু ভাগ্নে মামুর কথা শুনছে না ।

মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে ।

জাতির মামু

আমি অনেক কিছু জানি তবে বলি কম ।

জাতির মামু › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ শোভনের মোবাইলে প্রেম এবং......।।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

শোভনের আচরণ কয়েক দিন থেকে অন্য রকম লাগছিল । আমার সাথে ঠিক মত কথা বলছে না । ব্যাপারটা সন্দেহ জনক । সে আমাকে ছাড়া কোথাও যায় না । একদিন তার সাথে আমার মুখোমুখী দেখা । তাকে জিজ্ঞাস করলাম,

“কি হয়েছে, শোভন কোথায় যাচ্ছ?”

“কোথাও না?”

“তোমার আচরণ দেখে মনে হচ্ছে কারো প্রেমে পড়েছিস ।”

“তুই কি করে বুঝলি?”

“এসব জিনিস এমনিই বুঝা যায়।”

তারপর থেকে তার সাথে আর দেখা হয়নি । কোন দিন তার গালফ্রেন্ড কেউ দেখেনি । পরে শুনলাম সে নাকি মোবাইলে প্রেম করছে । আমার মাথা নস্ট হবার যোগাড় । শোভন যাকে ভালোবাসে তাকে আজ পর্যন্ত দেখি নি । কি আমার প্রেম রে!!!

একদিন কাদতে কাদতে এসে আমার কাছে আসলো । বলে কি তার মিস মোবাইলকে আর পাওয়া যাচ্ছে না । আমি শুনে একটু হাসলাম । তবে তার করুণ মুখটা দেখে খারাপ লাগলো । এই তরুণ বয়সে সে বিভ্রান্ত হয়েছে । বর্তমান যুগে আমাদের বাবা মায়েরা বিয়ের ব্যাপারে অনেক লেট করে ফেলছে । ফলে ছেলেপেলেরা নিজারেই নিজেদের ব্যাবস্থা করার চিন্তা করছে । যারা একটু চালু মাল তারা ডিজুস টাইপ কোনো মাইয়াকে পটাইয়া ফেলছে । কাউকে কাউকে দেখছি তথাকথিত বোরকাওয়ালীকেও সহজেই বাগিয়ে ফেলছে । এই সব দেখলে সব চেয়ে খারাপ লাগে । বাপে আর মায়ে মেয়ের গায়ে ডিজুস টাইপ বোরকা চাপিয়ে স্কুল কলেজ পাঠিয়ে নিশ্চিন্তে বাড়িতে বসে থাকবে আর সাধূ মাইয়া তার চাহিদা পূরন করতে মাস্তান ছেলেটার সাথে গাছের আড়ালে চলে যাবে । বাবা মার উচিত তাদের ছেলে মেয়েদের ১৮ বছর বয়স হবার সাথে সাথেই বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করে দেয়া । নয়ত তার ছেলে মেয়েরা পেকে পেকে পচে যেতে পারে । তখন তাকে না যাবে ঘরে রাখা আর না যাবে বাইরে ফেলা । যাই হোক শোভনকে নিয়ে ঐ মেয়ের বাড়ি খোজ খবর করে গেলাম । খোজ নিয়া দেখলাম মেয়ের বাপ তাকে বিয়ে দিয়ে দিয়েছে । শুনে বন্ধুর জন্য কিছুটা খারাপ লাগলেও মনে মনে খুশি হলাম । যাক ওই মেয়ের বাপকে আল্লাহ হেদায়েত দিয়েছে । নাতো কে জানে ওই মেয়ে কত আকাম কুকাম করত ।

মোবাইল নামের এই শয়তানের অয়্যারলেস নিয়ে পোলাপান কার সাথে কথা বলে তা বাপেদের খোজ নেয়া খুবি দরকার হয়্যা পড়সে । কি কন??

(বিদ্রঃ ঘটনাটা কাল্পনিক । একান্তই আমার মন প্রসূত হলেও বাস্তব জীবনের সাথে এর যথেষ্ট মিল রয়েছে । )

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

শুকনোপাতা০০৭ বলেছেন: ১৮বছর বয়স থেকেই বিয়ে?!!!!! !:#P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

জাতির মামু বলেছেন: হ্যা । তাই দরকার ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

শাকিল ১৭০৫ বলেছেন: ভাই আফনে দি দেহি ফুরাই হাচা কতা কইয়া ফালাইসেন

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

জাতির মামু বলেছেন: তাই নাকি!

৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫

তন্দ্রা বিলাস বলেছেন: :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.