নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাতির মামা আজ এসেছে ভাগ্নেকে উদ্ধার করতে । কিন্তু ভাগ্নে মামুর কথা শুনছে না ।

মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে ।

জাতির মামু

আমি অনেক কিছু জানি তবে বলি কম ।

জাতির মামু › বিস্তারিত পোস্টঃ

আমার সাইমুম সিরিজ পড়া অভিজ্ঞতা ও পুরা সাইমুম সিরিজ এক সাথে এক পিডিএফ ফাইলে ডাউনলোড করার সাইট ।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

ছোট বেলা থেকেই গল্প পড়তে খুব ভালো লাগতো । কিন্তু সেভাবে কোন ভালো গল্পের বই পেতাম না। একবার পরীক্ষা শেষে গ্রীষ্মের ছুটি পেলাম । আমার উমাইর মামার কাছে বই আবদার করলাম । উনার কাছে দেখি বিশাল লাইব্রেরী গল্পের বইয়ে ভর্তি । মামা আমাকে কিছু তিন গোয়েন্দার বই দিলেন । কিছু দিনের মধ্যে পড়ে শেষ করে ফেললাম । আরো বই চাই । মামার কাছে যা তিন গোয়েন্দার বই ছিলো সব শেষ । এবার তিনি বললেন তোমাকে নতুন একটা বই সিরিজ দিবো । উনি বললেন সাইমুম সিরিজ । আমি বুঝতে পারলাম না । সাইমুম আবার কি জিনিস! উনি বললেন সাইমুম হলো মরু ঝড় । কিন্তু সাইমুম সিরিজে এটা একটা সংগঠনের নাম । এর নেতা হলো আহমদ মুসা । আমি তখনো কিছু বুঝলাম না । উনাকে বললাম, ‘আচ্ছা দেন । দেখি কেমন লাগে!’(আসলে তখনো আমার মন তিন গোয়েন্দার জন্য ছটফট করছে)। তারপর অনেকটা ভাবলেশ হীন ভাবে পড়া শুরু করলাম । বইয়ের নাম অপারেশন তেল আবিব১ । কিছু দূর পড়ার পর কাহীনি বুঝতে শুরু করলাম । তারপর শুরু হলো রোমাঞ্চ । এক দমে বাকি টুকু শেষ করে ফেললাম । এর পরের ২নম্বর সিরিজ পরার জন্য মামার কাছে ছুটে গেলাম । কিন্তু মামা আমাকে হতাশ করে বললেন । ২ নম্বর সিরিজ নেই তবে তিন নম্বর আছে । তিন নম্বর সিরিজ পড়লাম । বরাবরের মত ভালো লাগলো । নতুন ধরনের স্বাদ পেলাম । এর লেখক আবুল আসাদের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেলো । তার কত জ্ঞান । গোটা দুনিয়াটাই যেনো তার চেনা । গোটা বিশ্বের মুসলিমদের অবস্থা যেন তার দেখা আছে । সাইমুম পড়লে এর নায়ক আহমদ মুসার মত হতে ইচ্ছা করে । তার মত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে লড়াই করতে ইচ্ছা করে। তিন গোয়েন্দার প্রতি আমার টান চলে গেলো। ভাবলাম তিন গোয়েন্ডা কেউ পড়ে!! ওটা তো ছোটরা পড়ে আর সাইমুম পড়ে বড়রা!! মামার কাছে যে কয়টা পেলাম পড়লাম । এরপর আমি নিজেই কিনা শুরু করলাম । নতুন মার্কেটে পেলাম না । তাই পুরাতম মার্কেটে খোজ করে কিনলাম । ফলে একসাথে পেতাম । কখনো ১৮,১৯ আবার কখনো ২৭,২৮সিরিজ এভাবে পরতাম । একসাথে সব গুলা পড়ার খুব ইচ্ছা ছিলো । ভাবলাম একসাথে ১-৫০ সিরিজ কিনবো । কিন্তু এতো টাকা আমার ছিলো না । তাই কিনতে পারি নি । তাই নেট থেকে ডাউনলোড করে কিছু পরলাম । কিন্তু সেগুলো ছিলো স্ক্যান করা কপি । তাই পড়তে অসুবিধা । অবশেষে আমার এক প্রিয় ভাই শেখ নুরে আলম তার একটা ফেসবুক গ্রুপে পুরা সাইমুম সিরিজকে প্রায় ১০০ জন ভাইয়ের পরিশ্রমের মাধ্যমে ইউনিকোডে রূপান্তর করলেম । এজন্য নুরে আলম ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ । তিনি সব গুলা সাইমুম http://www.saimumseries.com এ সাইটে আপলোড দিয়েছেন । এখান থেকে ১-৫৩ সাইমুম সিরিজ একসাথে ডাউনলোড করে পড়তে পারা যাবে । এখন সাইমুমের রোমাঞ্চ আসা করি সবাইকে ছুয়ে যাবে ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

এ সামাদ বলেছেন: ধন্যবাদ। দেখি পারি কি না।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২

জাতির মামু বলেছেন: dekhen..apnakeo dhonnobad

২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

লিন্‌কিন পার্ক বলেছেন:
সাইমুম ত শিবিরের !

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০২

জাতির মামু বলেছেন: শিবিরের সাইমুম!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.