![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যবাদী খুঁজে বেড়াই
মিথ্যাবাদীর ভিড়ে,
হেথা খুঁজি হোথা খুঁজি
দেখি বারেক ফিরে।
পাইনা খুঁজে পাইনা বুঝে
কি থেকে কি হল,
সত্যবাদী মানুষগুলো
কোথায় চলে গেল?
এত এত জ্ঞানপাপী
কেমন করে হায়,
মিষ্টি মুখে অবলীলায়
মিথ্যা বলে যায়!
চারিদিকে চলছে দেখি
মিথ্যা বলার ধুম,
মিথ্যা বুঝি সত্যটাকে
দিচ্ছে করে গুম।
তাই কি বুঝি পাইনা খুঁজি
সত্যবাদী সাধু,
মিথ্যাকে কি সত্য বলে
মেনে নেবো দাদু?
নাকি কভু সত্যবাদী
আসবে আবার ফিরে,
যাবে দেখা আলোর রেখা
গহীন আঁধার চিরে?
#আবদুল্লাহ আল মামুন... ০৯-০১-২০১৯।
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। শিল্পীর নাম জানা নাই।)
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯
আব্দুল্লহ আল মামুন বলেছেন: এটাই তো দুঃখ।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: দারুন।
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬
মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন কবিতা।
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫০
আব্দুল্লহ আল মামুন বলেছেন: শুভেচ্ছা অফুরান।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সত্য হারিয়ে যাচ্ছে মিথ্যের আড়ালে