![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেথায় হোথায় দেখলে নারী
মুচকি হাসো ফিক,
তোমার অমন ভাব-গতিটা
লাগছে নাতো ঠিক।
মনটা বুঝি তোমার সদা
আঁকুপাঁকু করে,
তাইতো বলি মনটা আমি
পাই না কেন ঘরে!
উড়ু উড়ু মনটা নিয়ে
অন্য কোথাও গেলে,
মনে রেখো নলি দুটো
দিবো কেটে ফেলে।
চেনো নাতো তুমি আমায়
আমি কেমন চিজ,
বিয়ে করে তোমার জীবন
নিয়েছিলাম লিজ।
তাইতো তোমার দখল স্বত্ব
আছে আমার হাতে,
মনে রেখো কেউ যদি বা
বাগড়া বাঁধায় তাতে;
তাকেও তো ফেলবো পিষে
মারবো গুলি ঠুস,
তাই তো বলি ভেবেচিন্তে
রেখো তোমার হুঁশ।
#আবদুল্লাহ আল মামুন... ৩১-০১-২০১৯।
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। শিল্পীর নাম জানা নাই।)
৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭
আব্দুল্লহ আল মামুন বলেছেন: পড়ার ফুসরত হয়নি কি?
২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনটা বুঝি তোমার সদা
আঁকুপাঁকু করে,
তাইতো বলি মনটা আমি
পাই না কেন ঘরে!
........................................................................
আমার মনটাও আঁকুপাঁকু করে,
পাই না তোমার দেখা ।
.........................................................................
৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৩
আব্দুল্লহ আল মামুন বলেছেন: এটা পুরুষ মনের চিরায়ত ব্যাধি। কিচ্ছু করার নাই........। হা হা হা....।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: মজার।
৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ নুর ভাই।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১
সিগন্যাস বলেছেন: ছবি দেখে কমেন্ট করলাম