![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল ভুলে প্রাণটা খুলে
দিয়ে অট্টহাসি,
খানিক সময় কচু গাছে
নিয়ে নেবো ফাঁসি।
তারপরেতে খাড়া হয়ে
ঝেড়ে গায়ের ধুলা,
আচ্ছা করে দুই কানেতে
গুঁজে নেবো তুলা।
হয়তো এখন শুনবো না আর
মিথ্যা যত বুলি,
সত্যটাকে রেখে দেবো
শিকার মাঝে তুলি।
তবু যদি শুনে ফেলি
মিথ্যা কথা ডাহা,
দেখো তুমি মুগ্ধ হয়ে
বলে দেবো আহা!
আরো আমি বলে দেবো
যেমন তোমার চাই,
বুঝই তো এখন আমার
উপায় কোন নাই।
সত্যটাকে আঁকড়ে ধরে
জীবন যদি যায়,
যদি দেখি বাঁচতে পারি
মিথ্যা কথার ছায়।
তবে ভাবি তা-ই ভালো
তবুও তো বাঁচি,
সত্য রেখে মিথ্যাকেই
মাথায় তুলে নাচি।
তারপরেও মনের কোনে
আবেগ দিয়ে ঠাসা,
কোনরকম আগলে রাখি
একটু ক্ষীণ আশা।
#আবদুল্লাহ আল মামুন… ০৩-০২-২০১৯।
আমারই তোলা ছবি, বুড়িগঙ্গায় লঞ্চের পথ নির্দেশক আলো।
ডিভাইসঃ স্যামসাং জেটু প্রাইম মোবাইল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৬
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৭
আব্দুল্লহ আল মামুন বলেছেন: শুভেচ্ছা অফুরান।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।