![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুলবালিকা ফুলবালিকা
একটু কাছে আয়না,
মনটা খুলে আমার কাছে
ধরনা কিছু বায়না।
কি খাবি তুই বলনা আমায়
পিজা নাকি সর্মা?
বললে নাহয় এনে দেবো
পোলাও এবং কোর্মা।
চাইতে পারিস ল্যাহেঙ্গাও
নয়তো পাখি ড্রেস,
পরিস যদি সেজেগুজে
লাগবে তোকে বেশ।
ফুলবালিকা কাছে এসে
বললো ওসব চাই না,
সারাদিনে দুমুঠো ভাত
খেতেই আমি পাই না।
কিছু দিতে চাইলে তুমি
ফুলটা কিনে নাও,
বেলি ফুলের মালা আছে
নিতে পার তাও।
ফুল বিকিয়ে যা-ই পাবো
তাতেই আমি খুশি,
চাই না আমি অত কিছু
চাই না অত বেশি।
#আবদুল্লাহ আল মামুন... ১১-০২-২০১৯।
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। শিল্পীর নাম জানা নাই।)
২| ১৬ ই জুন, ২০১৯ রাত ১০:০১
খায়রুল আহসান বলেছেন: সুন্দর লিখেছেন, তবে শেষ লাইনের শেষ শব্দটা অন্ত্যমিলে মিলেনি। দেখুন সম্পাদনা করে অন্য কিছু করা যায় কিনা।
রাজীব নুর এর ছবিটাও সুন্দর!
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন:
নিজের হতে তোলা একটি ছবি।