![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে দিলাম বউকে ছুটি
রান্না ঘরের কাজে,
বলে দিলাম রসুইঘরে
আসবে তুমি না যে।
যা পারি আজ রাঁধবো আমি
থাকুন সবাই সাথে,
না পারলে বলে দেবেন
ভুল হয় না যাতে।
চালটা ধুয়ে ভাত বসাবো
পানি দেবো কত?
পুরো পাতিল ভরবো নাকি
থাকবে কিছু নত?
ডিম ভাজি আর আলু ভর্তা
রাঁধতে হবে তাই,
বটি নিয়ে পিঁয়াজ নিয়ে
কাটতে বসে যাই।
খুব আবেগে চোখ দুটো মোর
উঠছে আজি ভিজে,
কেন এতো অশ্রু ঝরে-
বুঝতে পারিনি যে।
ডিম ভাজিতে আদা রসুন
দেবো কতখানি?
দয়া করে বলুননা কেউ
আমি তা না জানি।
আলুগুলো পিষে নিলাম
ভর্তা করার জন্য,
হলুদ দিলাম কয়েক চামচ
খেয়ে হবেন ধন্য।
ভাতের সাথে গরম মশলা
দিয়ে দিলাম এবার,
খুবই মজার হবে জানি
আমার এসব খাবার।
বউকে এবার ডেকে নিলাম
কই গো তুমি এসো,
রান্নাবান্না শেষ হয়েছে
খাবার খেতে বসো।
আপনারাও আসতে পারেন
কোন চিন্তা নাই।
আসুন তবে সবাই মিলে
একসাথেই খাই।।
আবদুল্লাহ আল মামুন
রচনাকাল - ১২ আগস্ট ২০২
(ছবি নেট থেকে নিয়ে এডিট করা। শিল্পীর নাম জানা নেই।)
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫২
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। নিরন্তর শুভেচ্ছা রইল।
২| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩০
শায়মা বলেছেন: মশলা দিয়ে ভাত রেঁধেছো
হলুদ দিয়ে আলু
রসুন আদায় ডিমের ভাজি
খেতে বড়ই ভালু!
কিন্তু ভাবী ওয়াক থু থু
করলো কেনো বলো
সেই উত্তর পেতে সবাই
ভাইয়ার বাড়ি চলো!!!
১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০১
আব্দুল্লহ আল মামুন বলেছেন: দারুণ লিখেছেন। আমি মুগ্ধ। চলে আসুন। সদা স্বাগতম।
৩| ১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৪
অজ্ঞ বালক বলেছেন: ছড়া সুন্দর হইছে। কিন্তু, শায়মা আপুনি যেইভাবে আলুর সাথে ভালুর মিল দিলো সেইটারে বিট করা রিটন ভাই বা রোমেন ভাই ছাড়া আর কারও পক্ষে পসিবল না!
২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৫
আব্দুল্লহ আল মামুন বলেছেন: তাই তো । পসিবল না।
৪| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:১১
শায়মা বলেছেন: অজ্ঞ ভাইয়া
আমি আলু, ভালু, বালু, খালু এমন কিছু নাই যে মিলাতে পারিনা
যেমন
মশলা দিয়ে ভাত রেঁধেছো
হলুদ দিয়ে আলু
রসুন আদায় ডিমের ভাজি
খেতে এলো খালু,
চেখেই বলে কি রেঁধেছিস?
ভাত ভর্তি বালু!!!
স্যরি বাবা না পারিলাম
বলতে আমি ভালু!!!
পানি তো না দিয়েই এ ভাত হইসে গেলু গেলু মানে গলা গলা .......।
২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৬
আব্দুল্লহ আল মামুন বলেছেন: সেলুট আপনাকে।
৫| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৫
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫০
ওমেরা বলেছেন: রান্না যা করেছেন তা কি আর মুখে দেয়া যাবে।
না খেয়েই তাই বল্লাম খুব মজা খুব মজা।
ছড়া সুন্দর লাগছে।