| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ্ আল্ মামুন
একজন তড়িৎ প্রকৌশলী। ****************** বুকের মাঝে স্বপ্ন আর হতাশার যুগলবন্ধী বসবাস...
বাংলাদেশের কোন আইনে আছে, একজন পুরুষ পুলিশ একটা মেয়ের শরীরে হাত দিয়ে তাল্লাশী করবে ?
ইউটিউবে এখানে দেখুন...
এয়ারটেল ইম্পসিবল !!
একটা মেয়ে'কে রাস্তায় দাড় করিয়ে, একজন পুরুষ পুলিশ তার শরীর হাতরাচ্ছে... ছি !
আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বিজ্ঞাপনের মাধ্যমে দেশের আইনের পরিপন্থী একটা বিষয়কে অশ্লীলভাবে উপস্থাপন, এবং সেটা নিয়মিত দেশের সকল টিভি চ্যানেলে প্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি... ![]()
সকলের দৃষ্টি আকর্ষণ করছি... এখনই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এয়ারটেল বর্জন করুন। এরা আমাদের দেশের আইনকে ভুল ভাবে প্রচার করছে এবং অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে ... ![]()
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: কস কি মমিন !!
২|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪২
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: হায় রে । কত্ত পাগল দেখলাম , আপনার মত পাগল তো দেখি নাই ।
চোখ কি পকেটে থাকে নাকি অন্য কোথাও ?
ওইডা একটা পোলা , মাইয়া না । দেখলেই তো বুঝা যায় । অদ্ভুত মানুষ আপনে ।
হুদাই , প্রথম পাতার জায়গা নষ্ট ।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: চুল দেইখা আমার সন্দেহ হয় নাই কইলাম... ভাল কইরা খেয়াল করেন অন্য আলামত চোখে পড়বে ...
৩|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: কি যে বলেন ভাই ডিজিটাল বাংলাদেশে সবই হইবার পারে।
আপনার আমার মতো ব্লগারদের দুই একটা ব্লগ পোস্টে কিচ্ছু যায় আসে না।
যাদের দেখার কথা তারা এখন অন্ধ/বয়ড়া/বুবা এদের এইগুলা দেখার সময় কই ?
তারা এখন নিজের সার্থে নিজের কুর্সির কথা চিন্তায় মগ্ন ।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৫১
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: তারা চোখ বন্ধ করে ভাবছে প্রলয় বন্ধ হয়ে যাবে... !
৪|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫
পুংটা বলেছেন: আরে বোকা.... মেয়েটা ছেলেদের মতো দেখতে ছিল। ঠোলা টের পায় নাই। টের পাইলে কি বগলের নিচে হাত দিতো বলে তুমি মনে করছো....???
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন:
৫|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৫০
রঙ বলেছেন: চোখ কি পকেটে থাকে নাকি অন্য কোথাও ?।। মাইয়া গো বৈশিষ্ট্য বিষয়ক আরও কিছু জানা দরকার মনে হইতেসে।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: ঐ বৈশিষ্ট্যের আলোকেই আপনি চোখ খুলে দেখুন....
এছাড়া আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন, ঐডা পোলা ?
৬|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:০২
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: লেখক বলেছেন: চুল দেইখা আমার সন্দেহ হয় নাই কইলাম... ভাল কইরা খেয়াল করেন অন্য আলামত চোখে পড়বে ... ![]()
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:০৭
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: এইতো ঠিক জায়গায় ধরছেন, তয় আমি কইলাম, ঐ'টা নিয়ে কিছু বলি নাই...
৭|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:৪০
_উল্লাস_ বলেছেন: এই সব বিজ্ঞাপন এর আগাগোড়া বুঝিনা। আজাইরা লাফালাফি করে ৫ মিনিট ধরে তারপর একটা ডায়লগ ছাড়ে, ব্যাস শেষ।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: ওরাও মনে ওয় চায় না, কেউ কিছু বুঝুক। কই থেকে শুরু আর কই থেকে শেষ কে জানে...
আরেক কোম্পানী আছে, পোলামাইয়া দিয়া নর্দন কুর্দন করে একাকার। ঘটনা কি- তারা বাংলালিংকের একটা সিম কিনছে। এই আনন্দে তারা যেন বিয়ের চেয়ে বেশি খুশি...
৮|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৯
আমাদের ইয়াহু বলেছেন: আওরাতইতো মনে হইতাছে। তবে এটাই কি বর্তমান বাংলাদেশের ছেলে মেয়েদের বর্তমান অবস্থা?
হায়রে অপ-সংস্কৃতি!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৩
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: এটাই এখন মর্ডান কালো +আচার= মানে কালচার !
৯|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আমিও এ্যাডটা প্রথমবার দেখে ভেবেছিলাম মেয়ে, পরে দেখলাম ছেলে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪০
ফায়সাল বলেছেন: ure boss, oeta to pola......lomba chul.....bhalo koira dakhen