নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে ।

মামুন রশিদ

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগ...

মামুন রশিদ › বিস্তারিত পোস্টঃ

চিঠি লিখেছে সে আমায় ভাঙ্গা ভাঙ্গা হাতে ;) ;)

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২





আমি একটা প্রেমের চিঠি হবো, নীল খামে সাদা চিঠি । ডাকপিয়ন আমাকে তোমার হাতে তুলে দেয়া মাত্রই তুমি আনন্দ পুলকে শিহরিত হতে হতে বাতাসে ভেসে ভেসে দৌড়ে যাবে তোমার ঘরে । দরজাটুকু বন্ধ করে চরম আগ্রহে পরম মমতায় খাম ছিড়ে তুমি আমাকে খুলবে । আমার শরীরটুকু সযতনে খুলে নেড়েচেড়ে দেখবে । তারপর দু'হাতে ধরে নাকে চেপে আমার শরীরের সুভাষটুকু শুষে নেবে । আমার স্পর্শ পেয়ে তোমার শিরদাঁড়ায় বয়ে যাবে আনন্দের শিহরন । তারপর আমার ভাঁজ খুলে যেই না পড়তে যাবে, বাইরে কিসের যেন শোরগোল । তুমি চকিতে আমাকে ভাঁজ করে লুকিয়ে রেখে দিবে তোমার বুকের ওমে । আমিও তোমার বুকের উষ্ণতা থেকে উত্তাপ শুষে নিয়ে সুধা পান করবো । তারপর যখন নিশ্চিত হলে তোমার ঘরে কেউ আসছেনা, আমাকে বের করে আনবে ওম থেকে । আমাকে হাতে নিয়ে নাচের মূদ্রার মত চক্কর দিয়ে তোমার শরীরটা এলিয়ে দিবে বিছানার উপর । উপুর হয়ে আবার আমার ভাঁজ খুলে এক নিঃশ্বাসে পড়ে নিবে । তারপর আবার পরম মমতায় বুকে চেপে ধরবে । আমি কান পেতে শুনতে থাকবো তোমার বুকের ধুকপুক আওয়াজ, সংগীতের গভীর মূর্ছনায় । শুধু আমাকে আবার রেখে দিওনা যেন তোমার বালিশের নিচে, তাহলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে ক্রমশ । আমাকে ঠাঁই দিয়ো তোমার প্রেমময়ী নিটোল বক্ষ জুড়ে ।



আজ মেইল-চ্যাট-ম্যাসেজের যুগে চিঠি'র আবেদন শুন্য প্রায় । কি আবেগ, কি আবেশ, কি ভালোবাসা নিয়ে আমরা চিঠি'র প্রতিক্ষায় থাকতাম । কিংবা সারা রাত ভেবে ভেবে কাটিয়ে দিতাম চিঠিতে কি লিখবো বলে । স্কুলে পড়ার সময় টুকটাক ছড়া-কবিতা লিখে বেশ নাম করেছিলাম । আমার বাবা প্রবাসে থাকতেন, চিঠি'র মাধ্যমে বাবার সাথে চমৎকার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিলো । কিন্তু চিঠি লিখতে গিয়ে জীবনে প্রথম সংকটে পড়ি ক্লাস টেনে পড়ার সময় । আমার এক আদুভাই ক্লাসমেট সদ্য এক বালিকার প্রেমে পড়েছে । সে একদিন আমাকে চেপে ধরলো, আমার নাকি ভাষা সুন্দর তাই তার হয়ে আমাকে প্রেমপত্র লিখে দিতে হবে । কি লিখবো, কিভাবে লিখে প্রেমের চিঠি, সারা রাত ভেবে ভেবে পাগল প্রায় । পরেরদিন আদুভাইকে বললাম সাদা কাগজে প্রেমের চিঠি লেখা যায়না, চিঠি লেখার প্যাড কিনে আনো । বিকেলেই সে আমাকে প্যাড দিয়ে গেলো । সুন্দর রোল করা প্যাডের পাতায় লাল গোলাপের জলছাপ, উপরে ডিজাইন করে লেখা 'মনে রেখো' । তারপর সারা রাত জেগে জেগে প্যাডের সমুদয় পাতা নষ্ট করে যা লিখলাম, এখনও মনে আছে



ওগো আমার সুন্দরী হরিনী, তুমি রাইতের ঘুম কাড়িনি । ঘুমাইলে খালি তুমারেই খোয়াবে দেখি । দুর থাইকা যখন চাইয়া থাক, আমার কইলজায় খালি মোচড় পাড়ে । আমার প্রানের কোকিল তুমি, সারাদিন কুহুকুহু ডাকো কেনে ? তুমারে একদিন না দেখলে আমার ভাত খাইতে ইচ্ছা হয়না । তুমারে না পাইলে আমি মজনু হইয়া যামু..



পরেরদিন ক্লাসে যাবার পর সবাই দেখি আমারে খেপানো শুরু করলো, তুমারে না পাইলে আমি মজনু হইয়া যামু.. । আদুভাই তার প্রেমিকাকে চিঠি দেয়ার আগে ক্লাসের আরো কয়েকজনকে দেখিয়েছে, চিঠি'র ভাষা ঠিক আছে কিনা জানতে । :| :P



জীবনে একটাই চিঠি পেয়েছিলাম, তাও বেনামে প্রেম পত্র । তখন জাবি তে পড়ি । নেড়েচেড়ে দেখলাম, চিঠি পোস্ট হয়েছে আমাদেরই ক্যাম্পাসের ডাকঘর থেকে । ভিতরে গুটিগুটি অক্ষরে সুন্দর করে লেখা একখানা প্রেম পত্র । চিঠি পড়ে বুঝলাম আমার জুনিয়র কোন মেয়ে লিখেছে, অসম্ভব আবেগী ভাষায় লেখা সে চিঠি । তিনি লিখেছেন, তিনি আমাকে দীর্ঘদিন থেকে দুর থেকে দেখে দেখে নিঃশ্বাস ছাড়তেন । মনে মনে ভালোবাসার স্বপ্ন বুনতেন । ভালোবাসার কথা মাত্র প্রকাশ করতে যাবেন, এ হেন সময়ে তিনি আবিষ্কার করেন আমি আরেকজনের সাথে.. । তাই মনের দুঃখে তিনি আমাকে প্রথম আর শেষ চিঠি দিয়ে নিজেকে দায়মুক্ত করেছেন ।

আজো হায় খুঁজে খুঁজে ফিরি সেই বিরহী অনামিকা প্রেমিকার পরিচয় । :-* :(



তো যার সাথে ঘুরাঘুরি করার জন্য অনামিকা প্রেমিকা আমাকে প্রথম আর শেষ চিঠি লিখেছিলেন, তার সাথে তখনও তেমন কিছু হয়ে উঠেনি । বুঝতে পারছিলাম, যে পথ গিয়েছে হেঁটে অনেক দুর, ফেরার আর পথ রাখেনি বাকি । অথচ আমরা নিজেরা কেউই ভালোবাসার কথা প্রকাশ করতে পারছিলাম না । নিজের সাথে যুদ্ধ করে করে একদিন লিখেই ফেললাম একটা প্রেমের চিঠি,



"প্রিয়তমাষু, যেদিন তোমাকে প্রথম দেখলাম, সেদিনই বুঝলাম পৃথিবীতে আমারও অস্তিত্ব আছে । আমার অস্থিত্ব তোমার মাঝে ।

...জানো, আমি একটা নদীকে খুব ভালোবাসি । ছোট্ট শীর্ন নদী কিন্তু তার প্রতিটা বাঁক এমনই মোহনীয়, যেন কোন দেবীর শরীর ।

...জানো, আমি একটা মানবী কে ভালোবাসি । তার মুখ মুখের মত, তার হাত হাতের মত, তার চিবুক চিবুকের মত, আর তার হৃদয় তোমার মত । ঐ নদীর বাঁকের মতই তুমি আমার কাছে দেবী, মানবী নও ।

...জেনো, যদি ভালবাসা না পাই, লন্ডভন্ড করে চলে যাব যেদিকে দুচোখ যায়
।"



যাইহোক সে চিঠি ম্যাজিকের মতই কাজ করলো । পথ আমাদের বন্ধনহীন গ্রন্থিতে আবদ্ধ করলো । এই সময়েই আমার বাবা প্রবাস থেকে দেশে ফিরলেন । বিমানবন্দরে বাবাকে রিসিভ করে ঐ রাত এক সংগে হোটেলে কাটালাম । পরেরদিন বাবা আমাকে সাথে নিয়ে বাড়ি যেতে চাইলেন । আমি এক্সাম-ক্লাস-এসাইনমেন্টের ওজর দেখিয়ে বাবাকে বাড়ি পাঠিয়ে দিলাম । জীবনে প্রথম প্রেম করেছি, তাই একদিনের জন্যেও দুরে থাকতে চাইনা । এদিকে বাড়িতে গিয়েই বাবা চিঠি দিলেন, কয়েকদিনের জন্য যেন বাড়ি যাই । আমিও যথারীতি একই ওজর দেখিয়ে কয়েকদিন পর বাড়ি যাব লিখে উত্তর পাঠাই । হঠাৎ একদিন বিকেলে ডাকঘরের মামা হলে এসে একটা জরূরী টেলিগ্রাম দিলো, "মাদার সিক কাম শার্প" । অজানা আশংকায় আমি ভয় পেয়ে যাই, রাতের ট্রেনেই বাড়ি যাবার সিদ্ধান্ত নেই । টেলিগ্রামের কথা শুনে আমার প্রেমিকারও মন খারাপ, বিভিন্ন কথা বলে আমাকে সাহস দিয়ে যাচ্ছে । পাশে থেকে হেঁটে যাওয়ার সময় আমার হাত চেপে ধরে আছে । রাত ৮টায় ক্যাম্পাস থেকে কমলাপুরের উদ্দেশ্যে রওয়ানা হব । হাটতে হাটতে দুজন লাইব্রেরীর পাশে এসে বসলাম । মায়ের চিন্তায় আমার মন খারাপ, সেও আমার কাঁধে মাথা রেখে চুপ করে বসে আছে । হঠাৎ সে একটা কথা বললো, মাত্র দুটি শব্দ.. । আমার কান লাল হয়ে গেলো । আবারও সে নিচুস্বরে একই কথা বললো.. সেদিনের কথা থাক, আমরা বরং শেষের কবিতার কয়েক লাইন আবৃত্তি করি,



চুমিয়া যেয়ো তুমি

আমার বনভূমি

দখিণ সাগরের সমীরন..




সারা রাত জার্নী করে সকালে বাড়ি গিয়ে পৌছালাম । না, সব কিছুই স্বাভাবিক । আমার বাবা আমার সাথে কয়েকদিন থাকার জন্য এই মিথ্যে টেলিগ্রাম করেছিলেন । আমার বাবার ভালোবাসার কোন তুলনা হয়না ।



চিঠি শুধু আমাদের বাস্তব জীবনেই নয়, আমাদের সাহিত্য-কবিতা আর সংগীতেও একটা বিশাল জায়গা জুড়ে অবস্থান করছে । কবিতার কথাই যদি বলি, প্রথমেই আনতে চাই প্রিয় কবি হেলাল হাফিজের 'প্রস্থান' থেকে কয়েক লাইন,



"এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও

এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটা

খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও ।

ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মত খুব ব্যাথিত

ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও ।

কোন কথাটা অষ্ট প্রহর কেবল বাজে মনের কানে

কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে

পত্র দিও পত্র দিও
।"



চিঠি নিয়ে লেখা কবি মহাদেব সাহা'র কবিতাও খারাপ লাগবে না,



"করুনা করে হলেও চিঠি দিও

খামে ভরে তুলে দিও

আঙুলের মিহিন সেলাই ।

ভূল বানানেও লিখো প্রিয়,

বেশি হলে কেটে ফেলো

তাও

একটু সামান্য দাবী চিঠি দিও
।"



নাজিম হিকমতের 'জেল খানার চিঠি' সুভাষ মুখোপাধ্যায়ের প্রান্জল অনুবাদে হয়ে উঠে ভালোবাসা আর দ্রোহের বিমূর্ত প্রতিক,



"নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে

উজ্জ্বল নীল শাখার মন্জুরীতে ফুলের দিকে আমি তাকিয়ে

তুমি যে মৃন্ময়ী বসন্ত, আমার প্রিয়তমা

আমি তোমার দিকে তাকিয়ে ।

মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে

তুমি যেন মধুমাস, তুমি আকাশ

আমি তোমাকে দেখছি, প্রিয়তমা
।"



আর চিঠি নিয়ে রুদ্র মুহম্মদ শহীদুল্লার সুবিখ্যাত মেটাফোর, যা আমাদের মাতৃভাষায় ভাষায় গাওয়া অন্যতম শ্রুত গান,



ভালো আছি ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি দিও
..



বাংলা ভাষায় চিঠি নিয়ে গান হয়েছে শত শত । নীল খামে সাদা চিঠি, চিঠি দিও প্রতিদিন, শেষ চিঠি কেন এমন চিঠি হয়, আরো কত শত ।

সবশেষে, সিলেটের গ্রামে গঞ্জে হোটেল-রেস্তোরায় হাল আমলের জনপ্রিয় বাউল কালা মিয়া'র চিঠি নিয়ে গাওয়া এই গান শুনতে খুব দারুন লাগে,



চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে..





*************************************************



ব্লগার প্রিয়তমেষু'র চিঠি নিয়ে লেখা একটি পোস্টে কমেন্ট করতে গিয়ে এই বিষয়ে কিছু লেখার অনুপ্রেরনা পেয়েছি ।









মন্তব্য ১০৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

লোনলিফাইটার বলেছেন: চিঠিময় পোস্ট ;) :P

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

মামুন রশিদ বলেছেন: প্রিয়তমেষু আপু আমারে চিঠি লিখে নাই, শুধু আপনেরে লিখছে ।


মনের দুঃখে তাই এই পোস্ট দিলাম ব্রো.. :-0 :(

২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

প্রিয়তমেষূ বলেছেন: যাক কাউকে অনুপ্রানিত করতে পেরে ভাল লাগছে!!! :-B :-B :-B

আপনার চিঠির যে অসাধারন ক্ষমতা!!! আপনার চিঠিময় সাহিত্য যাত্রা শুভ হোক।

ভাল থাকবেন।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

মামুন রশিদ বলেছেন: আপনার জন্যেও অনেক অনেক শুভ কামনা রইলো আপু । :) :)

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

জাকারিয়া মুবিন বলেছেন: পুরানো দিনের স্মৃতি মনে করিয়ে দিলেন ভাই।

++++++

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

মামুন রশিদ বলেছেন: চিঠি'র দিনগুলি সত্যিই দারুন ছিলো ।


প্লাসের জন্য ধন্যবাদ ভাই । :)

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: চিঠি লিখেছে বউ আমার ভাংগা ভাংগা হাতে ..... :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

মামুন রশিদ বলেছেন: চিঠি লিখেছে বউ আমার ভাংগা ভাংগা হাতে ..


কি দারুন, তাই না ?? ;)

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

একজন আরমান বলেছেন:
অসাধারণ লিখেছেন মামুন ভাই।

আপনার চিঠির ইতিহাস পইড়া তো আমার আবার প্রেমের দ্বিতীয় ইনিংস শুরু করতে ইচ্ছে করতেছে। ;)

আপনার আর ভাবীর জন্য শুভকামনা। :)
ভালো থাকবেন। :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

মামুন রশিদ বলেছেন: আপনার চিঠির ইতিহাস পইড়া তো আমার আবার প্রেমের দ্বিতীয় ইনিংস শুরু করতে ইচ্ছে করতেছে।


প্রথম ইনিংস ঠিকঠাক মত শেষ করেন আগে ;) ;)

অট: আপনার ভাবীর সাথে এই সব চিঠি পত্রের কোন সম্পর্ক নাই :(

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

শায়মা বলেছেন: চিঠিকাব্য পড়ে মুগ্ধ হলাম ভাইয়া।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

মামুন রশিদ বলেছেন: মুগ্ধ পাঠে অশেষ কৃতগ্গতা জেনো আপু :)

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই জীবনে একটা চিঠিও লিখলাম না। পাইলামও না :(

পোষ্টে ভালো লাগা।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

মামুন রশিদ বলেছেন: জীবন কি শেষ হয়ে গেলো কবি ? দেখেন না, আরো কত ট্যুইস্ট অপেক্ষা করছে আপনার জীবনে ;) ;)


ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ ।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

আমিনুর রহমান বলেছেন: চমত্কার চিঠিময় লিখা। আমার জীবনে ও চিঠি অনেক বড় ভুমিকা রেখেছিলো। আমাদের ভালবাসার মাধ্যম ছিলো চিঠি। তখন মোবাইল ছিলো কিন্তু খুব অল্প কিছু মানুষের হাতে তাই চিঠি ই ছিলো ভাব প্রকাশের মাধ্যম। আমাদের সম্পর্ক ভালবাসার দিকে গড়াতে থাকে উপর্যপরি একের পর এক চিঠির মধ্যে দিয়ে

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

মামুন রশিদ বলেছেন: আপনাদের তো এখনও চিঠি পত্র লেখার দারুন সুযোগ আছে । পোস্ট অফিসের জায়গায় না হয় কুরিয়ার সার্ভিস হলো, কিন্তু ভিতরেতো ঐ চিঠিই থাকবে । ;)


শুভ কামনা থাকলো আপনাদের জন্য ।

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

বোকামানুষ বলেছেন: পুরনো দিনের কথা মনে পরে গেল
প্রেমের চিঠি না লিখলেউ চিঠি লিখা হয়েছে অনেক
ছোটবেলায় দেশের বাইরে থাকা চাচাকে লিখার মাধ্যমে চিঠি লেখার শুরু তারপর একটু বড় হয়ে সমবয়সী কাজিন দূরে থাকতো ওকে লিখতে শুরু করলাম আমার লেখা ওর বান্ধবীদেরও অনেক পছন্দ হলো সেখান থেকে একজন আমার পত্র মিতালী হয়ে গেল

চিঠি সব সময়ই স্পেশাল
পোস্টে ++++++

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

মামুন রশিদ বলেছেন: চিঠি সব সময়ই স্পেশাল । :)



প্লাসের জন্য অনেক ধন্যবাদ ।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: যে যাই বলুক এখনও চিঠি ইজ দ্যা বেস্ট। বর্তমান ডিজুস যুগের এসএমএসীয় আবেগহীন প্রেম আগের আমলের প্রেমগুলোর কাছে কিছুই না।

অচাম হইছে মামুন ভাই। চিঠিকাব্য ভাল পাইলাম।+++++

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

মামুন রশিদ বলেছেন: যে যাই বলুক এখনও চিঠি ইজ দ্যা বেস্ট। বর্তমান ডিজুস যুগের এসএমএসীয় আবেগহীন প্রেম আগের আমলের প্রেমগুলোর কাছে কিছুই না।


শত ভাগ সহমত । চিঠিকাব্য ভালো লাগায় আনন্দ পেলাম । :)

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

দলছুট শুভ বলেছেন: আচ্ছা এই চিঠি পড়ে কে বুঝবে আপনে..................

আমার অনুমান কিন্তু ঠিক ছিল। :P :P :P :P

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

মামুন রশিদ বলেছেন: আচ্ছা আমি কি ???????




মডু'র অনুমান সঠিক না হয়ে পারে ;) ;)

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি স্কুলে থাকতে অনেক চিঠি লিখসিলাম, বাংলা ২য় পত্র পরীক্ষায় :D
পোস্ট ভাল্লাগসে ||

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

মামুন রশিদ বলেছেন: টাকা চাহিয়া বাবা'র নিকট পত্র লিখ ?? :P :P




পোস্ট ভালো লাগায় অনেক ধন্যবাদ ।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:
আমার জীবনের প্রেমের জয় হয়েছিল চিঠির মাধ্যমে। প্রথমে একটা চিঠি দিলে সে আমাকে প্রত্যক্ষান করে, দ্বিতীয় চিঠি ছিঁড়ে ফেলে, তারপর চিঠির পর চিঠি একদিন সে ঠিকই মেনে নেয় এবং আজ আমার বউ ।

আপনার চিঠি পোষ্ট আমার সেই স্মৃতি মনে করিয়ে দিল। আমাদের সেই সময় মোবাইল ছিলনা তখন একমাত্র ভরসাই ছিল চিঠি। আজো মনে পরে কত রং বেরং এর আর্ট করা কাগজে চিঠি লিখতাম। সবই ছিল প্রেম পত্র। আহারে ভাই অতীতে হারিয়ে গেলাম।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

মামুন রশিদ বলেছেন: আপনার জিতে আসার গল্প শুনে খুব ভালো লাগলো । আপনাদের জন্য শুভ কামনা ।



আমি জীবনে একটাই চিঠি পেয়েছি, বেনামী । আর একটা চিঠিই লিখেছিলাম । কিন্ত তাকে পাইলেও আজ সে হারানোর তালিকায় । :(

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

একজন আরমান বলেছেন:
কেমতে কি?
খেলোয়াড় আরেকজন তো পলায়ন করেছে ! :( :'(

অঃটঃ এর উত্তরঃ
শুভকামনা তো শুভকামনাই। :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

মামুন রশিদ বলেছেন: এক সংগে দুজনের সাথে খেলতে যাওয়া হিম্মতি ব্যাপার । যদিও একটু রিস্ক থাকে, কখনও হয়ত দেখবেন মাঠে আপনি একলাই আছেন । :P

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

একজন আরমান বলেছেন:
ধুরও মিয়া আপনে উল্টা দিকে লয়া গেছেন।

অঃটঃ
আপনে কি ফেবুতে আছেন?

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

মামুন রশিদ বলেছেন: সবাই যদি একদিকে টানে তয় ব্যালেন্স করব কেডা ?


হ্যা আছি ।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

মনিরা সুলতানা বলেছেন: আমার আর আমার উনার বিশ্ব বিদ্যালয় জীবনে লেনদেন কৃত ৫২০ খানা চিঠি এখন ও আমার গোপন গয়নার বাক্সে রক্ষিত আছে :#>


কি কথা মনে করাইয়া দিলেন ... ( দীর্ঘ নিশ্বাস এর ইমু হবে )

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

মামুন রশিদ বলেছেন: ৫২০ খানা চিঠি এখনও আপনার গোপন গয়নার বাক্সে রক্ষিত আছে । :| :|



আপনার গোপন গয়নার বাক্সোকে আর্কাইভ হিসাবে ঘোষনা করা হউক । ;) ;)

মাত্র ১টা চিঠি পেয়েছি (তাও বেনামী) আর ১টা চিঠি লিখেছি, সেই যন্ত্রনায় দেড় যুগেরও বেশি সময় ধরে পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছি । আর আপনি... কেমনে কি ?? B:-) :-/ :P

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

গ্রাম্যবালিকা বলেছেন: আমি কখনো চিঠি লিখিনি। আফসুস :(

তবে মেসেজ লিখা আমার খুব পছন্দ। প্রয়োজনীয় কথাতেও আমি কলের চেয়ে মেসেজ প্রিফার করি। :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

মামুন রশিদ বলেছেন: হুম, ম্যাসেজ হলো চিঠি'র ডিজিটাল ভার্সন ।



বালিকে গ্রাম্য হলে কি হবে, পুরাই ডি জি টা ল ;) :P

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: চিঠি নিয়ে অসাধারন লিখেছেন। আহা, এই চিঠি নিয়ে কত সময়ে কত কাহিনী ! কলেজ পর্যন্ত তাও চিঠি লেখা চলেছে, বিশ্ববিদ্যালয়ে ওঠার পর থেকে আস্তে আস্তে চিঠি কেমন হারিয়ে গেল! আমারও প্রথম লেখা প্রেমপত্র আমার এক বন্ধুর হয়ে তার পছন্দের বালিকা কে। পরে সেই চিঠি ঘুরতে ঘুরতে চলে গেল আমাদের ক্লাস টিচার এর হাতে, ডাক পড়ল আমার :( । আরও যে কত কাহিনী!! আপনার লেখা পড়ে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

মামুন রশিদ বলেছেন: খুব মজা পেলাম আপনার চিঠি বৃত্তান্ত পড়ে । সেই চিঠি যখন ক্লাস টিচারের কাছেই পড়লো, বালিকাও নিশ্চয়ই ভেবেছিলো তাকে আপনিই লিখেছেন :P ;)


অনেক ধন্যবাদ সুন্দর মন্থব্যের জন্য ।

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

নিষ্‌কর্মা বলেছেন:
আফনের মত চিডি লেইখ্যা আমার পেরেম হয় নাই। আমি যে চিডিডা দিস্লাম, হেইডা বৈয়ের ভিত্রে ছিল, আর হেয় হেইডা বাসায় না নিয়া কেলাশেই খুসিলো। বুঝেনই তো কাহিনী কি হৈছিল। আর আমাগো ভার্ছিটি ছিল এক্কেরে ঝকঝকা নতুন!

এরফরে আর চিডি লিখার ঝামেলায় যাই নাইক্কা! ফুন আর ফুন। আর হেই সমুয় তো জানেন বাসায় একডা ফুন মানে শিরাম বেপার। তার উপ্রে আমাগো ফুনে আমার বাপে তালা মাইরা রাখত। বাপে যে সুময় বাইত থাকত না, হেই সুমে লাইন কাডনের ঐডার উপরে ইসপিছাল চাপ দিয়া হেরে কল দিতাম। হেও ঠিক পাইত কেমনে আল্লাই মালুম!

বুঝেনই তো, বাল্য কালের পেরেম, কঠিন পেরেম। হেরে বউ কর্সি, কিন্তুক পেরেম করনের সেই মজাডা আর নাই! আফনেও জানেন ব্রোহোঃ পেরেম কৈরা বিয়া কর্সেন না!

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

মামুন রশিদ বলেছেন: আফনের মত চিডি লেইখ্যা আমার পেরেম হয় নাই। আমি যে চিডিডা দিস্লাম, হেইডা বৈয়ের ভিত্রে ছিল, আর হেয় হেইডা বাসায় না নিয়া কেলাশেই খুসিলো। বুঝেনই তো কাহিনী কি হৈছিল। আর আমাগো ভার্ছিটি ছিল এক্কেরে ঝকঝকা নতুন! :) ;)

ইউনি লাইফ পুরাটাই হল টু হল মাগনা ফোনের উপর দিয়া চালিয়েছি । মুশকিল হয়ে গেলো জব নিয়ে আমি যখন সিলেটে আর সে রাজশাহী । রাতে একদিন কি কারনে অফিসে গিয়েছি, দেখি গার্ড বসের রুমের টেলিফোনের তালা খুলে ফোনে কথা বলছে, চোরাই চাবী দিয়া । আর পায় কে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং.. :P

আফনেও জানেন ব্রোহোঃ পেরেম কৈরা বিয়া কর্সেন না! :( B:-/ :-*

ভাইজানের নিক এতোদিন পর আইডেনটিফাইড :) :)

২০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

মনিরা সুলতানা বলেছেন: ক্যামনে ???????????

প্রথমত ।। আমার জিবনে কোন পুড়ে ছারখার হবার কাহিনী নাই ;)

দ্বিতীয়ত চিঠির প্রেরক , আবার আমার নেক্সট পিলু নেবার :#)

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

মামুন রশিদ বলেছেন: দ্বিতীয়ত চিঠির প্রেরক , আবার আমার নেক্সট পিলু নেবার :#)



সন্দেহ হচ্ছে, আপনাদের চিঠি পাবার মাধ্যম আবার ঢিল ছুড়াছুড়ি নয়তো ;) :P


আপনাদের জন্য শুভ কামনা ।

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২২

তন্ময় ফেরদৌস বলেছেন: কি সুন্দর লেখা

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ তন্ময় ভাই ।

২২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬

লোনলিফাইটার বলেছেন: লেখক বলেছেন: প্রিয়তমেষু আপু আমারে চিঠি লিখে নাই, শুধু আপনেরে লিখছে ।


মনের দুঃখে তাই এই পোস্ট দিলাম ব্রো..


আমি লাকি ;) B-)) :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

মামুন রশিদ বলেছেন: ;) B-)) :P

২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

নিয়েল ( হিমু ) বলেছেন: যেই আদু ভাইটার কথা বল্লেন ঐটা কি খালিস ভাই জিন্দাবাদ ? ;) ;)


কি এমন কথা ছিল যে কান লাল হয়ে গিয়েছিল ? :P :P



আবেগী চিঠির যুগ শেষ হয়ে আসছে । কিচ্ছু করার নাই ।
ভাল লাগা জানবেন :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

মামুন রশিদ বলেছেন: হাহাহা খালিছ ভাই আমার জীবনের অনেক কিছুরই গুরু ;)


আবেগী চিঠির যুগ শেষ হয়ে আসছে । কিচ্ছু করার নাই । :( B:-)


অনেক সুন্দর মন্থব্য করেছেন হিমু :)

২৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

অন্তি বলেছেন: সুন্দর

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: চিঠিকাব্যে প্লাস

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

মামুন রশিদ বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ ভাই ।

২৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

আমি নষ্ট কবি বলেছেন: amar o pream potro valo lage. 3 bosor age o chitir pream kortam. But kisudin por bujlam tar chitir kotha moner kotha na. Ami tokon chiti likesi o khub. Apnar post ta shei shiriti mone korie dilo.

Akn jini to be my mrs take sms korte khub feeling pai kintu she phn a kotha sara kisui buje na.

Post . ++++

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

মামুন রশিদ বলেছেন: যাক, আপনাদের সেই পুরানো স্মৃতিগুলো মনে করিয়ে দিতে পারায়ই আমার পোস্টের সার্থকতা ।



প্লাসের জন্য অনেক ধন্যবাদ ।

২৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

নিষ্‌কর্মা বলেছেন:
সুনেন মামুন বাই, আফনে যাতে ধরবার পারেন শি জন্নি তো কুলু দিছিলাম এইদিক ঐদিকে। ধর্ছেন বৈল্লা এক হাঁড়ি গুল্লা পাঠাইলাম ... ছরি, অনেক দূরের পথ, প্যাকেট মিষ্টিই খান, কি আর করা (বেলাডে চিনি-মিনি নাই তো আবার? খিয়াল কৈরা) =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

মামুন রশিদ বলেছেন: মিষ্টির লাইগ্যা ধইন্যা লন উস্তাদ । ডাবল ধইন্যা একটা কুলু দেয়ার লাইগ্যা । আর মাইনাস লন এদ্দিন আপনের ব্লগ থাইকা বন্চিত করার জন্য ।



প্যাকেট মিষ্টিতে হইবোনা কইলাম । ফিইরা আইলে মোহনলালে বইসা পেটচুক মিষ্টি খামু, খিয়াল কইরা ;) :P

২৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

হাসান মাহবুব বলেছেন: চিঠি...মূলত কাজিনদের সাথে দেয়া নেয়া হত। তারপর ভার্সিটিতে ওঠার পর বাবা-মার সাথে কুশল বিনিময়। তারপর মুবাইল ফোন আইসা সব শেষ কৈরা দিল! ওহ, আমিও এক বন্ধুরে ভালোবাসার চিঠি লেইখা দিসিলাম। এবং তাগো প্রেমও হৈসিলো (কিছুদিনের জন্যে)। তো সেই প্রেমের পেছনে আমারও ভূমিকা আছে ভাইবা আত্মপ্রসাদ লাভ করতাম।

আপনি দেখি টেলিগ্রামের যুগেও ছিলেন! ঐডা পাই নাই।

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

মামুন রশিদ বলেছেন: আপনি যুগসন্ধিক্ষনের মানুষ, মানে চিঠি আর মোবাইল যুগের মাঝে আপনি বেড়ে উঠেছেন । আমরা এনালগ সিস্টেমে বেড়ে উঠেছি, তাই ঐ জিনিসগুলোর প্রতি প্রীতি ব্যাপক । কয়েক বছর জব মায় বিয়েসাদিরও পরে মোবাইল ব্যবহার শুরু করেছি ।

আমার বাবা যখন দেশে থাকতেন, কোন চিঠিপত্র না দিয়ে আমাকে দেখার জন্য হুটহাট ক্যাম্পাসে চলে আসতেন । তো হলে এসে আমার খোজ করলে বন্ধুরা বাবাকে গেস্টরুমে বসিয়ে আমার খোজে বেরিয়ে পড়তো । মুশকিল হলো চেনা জায়গায়তো আর সবসময় প্রেম করা যায়না, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা আমাকে খুজে বের করত । ভাবুন একবার, তখন মোবাইল থাকলে এতগুলো মানুষের কত কষ্ট কমে যেতো ।

২৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

মাক্স বলেছেন: বাংলা ২য় পত্র পরীক্ষা ছাড়া আর কবে কোথায় চিঠি লিখসি ভুলে গেছি। :( :(

হুমায়ূন আহমেদের বাদশা নামদার বইটাতে কয়েকটা চিঠি ছিল, বইটা পড়ার পরে বেশ কয়েকটা চিঠি লিখসিলাম তবে তাও বিভিন্নজনের ফেসবুকের ওয়ালে। আপনার পোস্ট পরে ভাবতেছি ঐ চিঠিগুলো নিয়েও একটা পোস্ট দেয়া যায়।

চিঠিপোস্টে ভালোলাগা।

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্ট হবে, দিয়ে দেন তাড়াতাড়ি ।



ভালো লাগা'র জন্য অনেক ধন্যবাদ স্যার ।

অট: কিছুদিন আগে মাইজদি গিয়েছিলাম । আসার পর শুনলাম আপনি ওখানে থাকেন । বাই দ্য ওয়ে, কখনও হয়তো দেখা হয়ে যাবে । ;)

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

মাক্স বলেছেন: অঃটঃ আমি কমেন্ট করার সময়ই ভাবতেসিলাম আপনারে এইটা জিগামু পরে আবার অভদ্রতা হয় কিনা ভেবে আর জিজ্ঞাস করি নাই।

আপনি শুধু মাইজদীই আসেন নাই প্রাইম, মাদারল্যান্ড, গুডহিল এই হসপিটালগুলাতেও ঘুরাঘুরি করছেন বইলা খবর পাইসি। আমি ঐ এলাকাতেই থাকি। নেক্সট টাইম আসলে অবশ্যই দেখা হবে।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

মামুন রশিদ বলেছেন: কেমনে কি ?? আপনি কি ফেলুদা নাকি ?? :| ;)

৩১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

ইখতামিন বলেছেন: ভালো লেগেছে বেশ.





মনে হয় বহুদিন পর দুই বন্ধুর পরিচয়? ;) B-)) :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

মামুন রশিদ বলেছেন: মনে হয় বহুদিন পর দুই বন্ধুর পরিচয়! ;) B-)) :P


ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ ।

৩২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১

লিন্‌কিন পার্ক বলেছেন:
দুই একবার বাদে কাউরে কোনদিন চিঠি লেখার দরকার হয় নাই :|

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

মামুন রশিদ বলেছেন: বাইচ্যা গেছেন । তেমন কাউকে চিঠি লেখার অভ্যাস থাকলে আজকে চিঠি নিয়ে আপনিও নস্টালজিক পোস্ট দিতেন । :-B :P

৩৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দুঃখের কথা আর কি কমু মামুন ভাই ...

একখান চিঠিই পাইছিলাম জীবনে তাও ক্লাস টেনে । সুন্দর কইরা গুছাইয়া রাখছিলাম বাংলা বইয়ের চিপায় । প্রত্যেকদিন একবার কইরা চিঠিটা পড়তাম আর আনন্দ লইতাম । এমনি করতে করতে এস এস সি পাশ করলাম ।

অতঃপর এক বিকালে দেখিলাম চিঠিসহ আমার পুরা বাংলা বইখানাই উধাও । মা'রে জিগাইলাম ।
মা কইলো ইংলিশ বাদে আমার বাকী সব বই ফেরীওয়ালার কাছে বেইচ্চা দিছে । :(( :(( :(( :(( :(( :(( :((

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

মামুন রশিদ বলেছেন: এখন আর কাইন্দা কি হইবো । মা ই দেখবেন একদিন চিঠিওয়ালীকে ধরে এনে মন্ত্রীর হাতে তুলে দিবে । ;) ;)



চিঠি আসুক আটলান্টিকের ওপার হতে । তার আগে মন্ত্রীর দুঃখে আমিও একটু কাইন্দা লই । :(( :(( :(( :(( :P

৩৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনি লেখেন ভালো, তবে এত অদ্ভুত ভালো লিখেন, বুঝতে পারিনি। অসাধারন বল্লেও কিছুই বলা হবে না।

তবে লেখা পড়ে তীব্র ভালো লাগায় আক্রান্ত হবার বদলে হিংসায় জ্বলে যাচ্ছি।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

মামুন রশিদ বলেছেন: :#> :#> :#> :#> :#> :#> :!>




একটু বেশিই বলে প্রশ্রয় দিচ্ছেন, তবু অনেক সম্মানিত বোধ করছি ভাই ।

৩৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

ভিয়েনাস বলেছেন: আপনার লেখা পড়ে ভাবছি আপনি এতো চমৎকার করে লিখেন কেমনে? মোবাইল এসে চিঠির বাক্স বন্ধ হয়ে গেছে... আফসোস।

প্রেমময় থুক্কু চিঠিময় পোস্টে অনেক ভালো লাগা :)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

মামুন রশিদ বলেছেন: প্রেমময় থুক্কু চিঠিময় পোস্ট ভালো লেগেছে জনে খুব ভালো লাগছে ।



ভালো থাকুন সব সময় :)

৩৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

আমি ইহতিব বলেছেন: মামুন ভাই কিসব দারুন দিনের কথা মনে করিয়ে দিলেন যদি সেইসব দিনে ফিরে যাওয়ার মতো কোন রিমোট কন্ট্রোল থাকতো!!!
আমাদের প্রেমের প্রথম ২ বছর আমরা অনেক চিঠি লেখালেখি করেছি আর তা ছিলো প্রায় প্রতিদিন। কেউ একজন একদিন চিঠি না লিখতে পারলে অন্যজনের সে কি মান অভিমান :!>

অনেক অনেক ভালো লাগলো আপনার চিঠিময় পোস্ট। চিঠির আবেদন আসলে অন্যরকমই।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

মামুন রশিদ বলেছেন: আমি ইহতিব বলেছেন: মামুন ভাই কিসব দারুন দিনের কথা মনে করিয়ে দিলেন যদি সেইসব দিনে ফিরে যাওয়ার মতো কোন রিমোট কন্ট্রোল থাকতো!!!



সত্যই সেই সব আবেগী দিন কোথায় হারিয়ে গেলো !! চিঠির আবেদন, চিঠি'র প্রতিক্ষায় থাকার উত্তেজনাময় অনুভূতি কাউকে বুঝিয়ে বলা যাবেনা, যদি না সে প্রেমের চিঠি কখনো পেয়ে থাকে । চিঠিময় পোস্ট ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ আপু । ;) :)

৩৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

লাবনী আক্তার বলেছেন: চুমিয়া যেয়ো তুমি
আমার বনভূমি
দখিণ সাগরের সমীরন..
যে শুভক্ষনে মম
আসিবে প্রিয়তম
নাম ধরে ডাকিব অকারন!



পত্র দিও
আর নাহলে যত্ন করে
ভুলেই যেও।


আপনার লেখনি অনেক সুন্দর। ভালো লাগল পড়ে।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

মামুন রশিদ বলেছেন: লেখা ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ । :)




Blow gently over my garden
wind of the southern sea
In the hour my love cometh
and calleth me !

৩৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

একটু স্বপ্ন বলেছেন:
মামুন, আপনার কিছু অসাধারণ টুকরো চিঠি আর চিঠি নিয়ে তথ্যবহুল আলাপচারিতায় আমার লজ্জিত হওয়ার উপাদান আছে, কারণ "প্রেয়সীকে চিঠি" নামের একটি সিরিজে হাত দিয়েছিলাম সামুতে। এখন মনে হচ্ছে সেটাকে আর এগিয়ে নেয়া ঠিক হবেনা। বড়ই বর্ণহীন লাগবে আপনার চিঠির সামর্থ্যের কাছে।

শুভকামনা চিঠিতেও। :)
ভাল হোক।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মামুন রশিদ বলেছেন: মোর্শেদ ভাই, উল্টো আমিই লজ্জিত বোধ করছি, আপনার স্নেহময় কমপ্লিমেন্টস পেয়ে । আমার এই পোস্ট শুধুই মজা করার জন্য লিখেছিলাম, ব্লগার প্রিয়তমেষু'র চিঠি নিয়ে লেখা একটি পোস্টে কমেন্ট করার সুবাদে ।


আমাদের জেনারেশন পর্যন্ত চিঠি একটি ব্যাপক আবেদনময় নস্টালজিক ইস্যু । আমরা অনেকেই চিঠি নিয়ে আবেগ-আবেশ-স্মৃতি কাতরায় ভুগি । বিভিন্ন লেখক তাদের লেখায় চিঠি'র প্রসংগ নিয়ে আসেন । বাংলা ভাষায় চিঠি নিয়ে কত গান গাওয়া হয়েছে, কত কবিতা লেখা হয়েছে তার হিসাব নেই । তাই আমার এই পোস্টের পরে আপনি আপনার চিঠি নিয়ে লেখা সিরিজ এগিয়ে নিবেন না, এটাতে আমি খুব ব্যথিত বোধ করছি । আপনার লেখার একটা স্বতন্ত্র স্টাইল এবং ভাব আছে, আমি খুব পছন্দ করি । তাই আমি অনুরোধ করবো এবং আশা রাখবো, আপনার সিরিজটা আপনি চালিয়ে যাবেন ।

আপনার জন্য শুভ কামনা । ভালো থাকুন নিরন্তর । :)

৩৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

রাতুল_শাহ বলেছেন:
চিঠি লিখেছে বউ আমার ভাংগা ভাংগা হাতে.


হেব্বী সুন্দর একটা গান।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

মামুন রশিদ বলেছেন: হাঃ হাঃ হাঃ


আসলেই হেব্বী সুন্দর একটা গান । ভালো থাকবেন রাতুল ভাই ।

৪০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

ইনকগনিটো বলেছেন: একটাও চিঠি পেলাম না!

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

মামুন রশিদ বলেছেন: ইশশ :( :-<


আসবে, চিঠি আসবে । আপাতত নিজেকেই নিজে চিঠি লিখে সেই চিঠি পড়েন । কোন একটা নাটকে এরকম একটা গল্প ছিলো ।

৪১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার মামুন ভাই! চিঠি নিয়ে আহা কত স্মৃতিই না আছে। :)

পোষ্টে ভালোলাগা

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ জাদীদ ভাই । যাক চিঠি নিয়ে আপনারও তাহলে সুখস্মৃতি আছে । সত্যিই একদিন চিঠির আবেদন ছিলো কতো আবেগময় । চিঠি নিয়ে আপনিও একটা পোস্ট দেন, আমরা আপনার আনন্দ স্মৃতির ভাগ পাব ।

পোস্ট ভালো লেগেছে যেনো কৃতার্থ বোধ করছি । :)

৪২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

চয়নিকা আহমেদ বলেছেন:

নিঃসন্দেহে চমৎকার!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু । :)

৪৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক বলেছেন চিঠির অনেক আবেগ আছে। আমার এটা নিয়ে একটা লেখাও আছে। সময় পেলে পড়বেন।

ইচ্ছে খাতা - যেখানে লিখেছিলাম কিছু প্রেমের চিঠি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

মামুন রশিদ বলেছেন: আপনার লেখাটি তখনই পড়েছিলাম, এবং ২৩ নং কমেন্টে বলেছিলাম,

পুরানো স্মৃতির নস্টালজিক ভালবাসাতো আছেই, সাথে আপনার সহজ সুন্দর ভাবে বলে যাওয়ার কৌশল, সব মিলিয়ে অভূতপূর্ব । :)

আজ আবার পড়লাম । ইচ্ছে খাতা ভাসিয়ে দিই সময়ের স্রোতে ।

৪৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬

তারছেড়া লিমন বলেছেন: ভাল........বেসম্ভব ভাল.............চিঠিময় পোষ্ট..............কেউ চিঠি লেখে না আর এইটাই আপসুস..........

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

মামুন রশিদ বলেছেন: .......বেসম্ভব ভাল.............চিঠিময় পোষ্ট..............কেউ চিঠি লেখে না আর এইটাই আপসুস.......... :| :(



হাহাহা, ভালো থাকুন লিমন । শুভ কামনা ।

৪৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল++++++

কেমন আছেন???

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

মামুন রশিদ বলেছেন: প্রিয় কবি বাঁধনহারা, কোথায় হারিয়ে যান আপনি ? আপনাকে মিস করি ভাই ।


পোস্ট ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ । ভালো থাকবেন সব সময় ।

৪৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

আরজু পনি বলেছেন:

আহা্ যেন ফিরে গেলাম, সবে কলেজ শেষ করা ভার্সিটি জীবনে ! যখন চিঠির গুরুত্ব বড্ড বেশিই ছিল।

অনেক দারুন।।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

মামুন রশিদ বলেছেন: আহা্ যেন ফিরে গেলাম, সবে কলেজ শেষ করা ভার্সিটি জীবনে ! যখন চিঠির গুরুত্ব বড্ড বেশিই ছিল।


সেই স্বর্নালী দিনগুলোর স্মৃতি মনে করিয়ে দিতে পারায় আমার পোস্ট সার্থকতা খুজে পেয়েছে । :)

অনেক ধন্যবাদ আরজুপনি আপু । শুভ কামনা নিরন্তর ।

৪৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: দারুণ... মনে হচ্ছিল টাইম মেশিনে চইড়া ১৪-১৫ বছর আগে ফিরা গেসিলাম... লেখনীটাও হইসে সেইরাম টানটান...
অনেক ভাললাগা।

এককালে চিঠি লিখতাম... আহ, ভাবলেই কেমুন কেমুন লাগে... সেই যে আমার নানা রঙের দিনগুলি !!!! আর এহন মনেই করতে পারি না, শেষ কবে কাগজ কলমে বাংলা লিখেছি।

মোবাইল একটা ফাউল জিনিস... কাউরে ফুনও দেই না, কেউ ফুন দিলেও অস্বাভাবিক বেরক্ত হই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মামুন রশিদ বলেছেন: দারুণ... মনে হচ্ছিল টাইম মেশিনে চইড়া ১৪-১৫ বছর আগে ফিরা গেসিলাম... লেখনীটাও হইসে সেইরাম টানটান...


অনেক ধন্যবাদ । সত্যি ভাই, কোথায় হারিয়ে গেলো সোনালী দিন গুলো সেই !!

মোবাইলের ব্যাপারে আপনার অনুভূতির সাথে আমার শতভাগ মিল আছে । অফিস থেকে যে মোবাইল এলাউন্স পাই তার এক-তৃতীয়াংশও ব্যবহার করিনা । মোবাইলে কথা বলতে একটুও ভালো লাগেনা । যদিও এলাউন্সের বাকীটা আর পাওয়া যায়না ।

৪৮| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১০

স্বপনবাজ বলেছেন: চিঠির আত্বকথা !
বেশ বেশ !

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৮

মামুন রশিদ বলেছেন: হাঃহাঃহাঃ, ধন্যবাদ ভাই ।

৪৯| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

এরিস বলেছেন: আজো হায় খুঁজে খুঁজে ফিরি সেই বিরহী অনামিকা প্রেমিকার পরিচয় । জেনে গেলে জানাবেন কিন্তু। প্লাস দিয়ে গেলাম। :)

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২০

মামুন রশিদ বলেছেন: হাহাহা, পড়ার জন্য ধন্যবাদ এরিস ।


কুড়ি বছর আগে কে হায় তুমি ভাসাতে চেয়েছিলে হৃদয় খানি..

৫০| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: দারূণ পোস্ট।

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:১৬

মামুন রশিদ বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ স্বপ্নবাজ :)

৫১| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬

শেরজা তপন বলেছেন: সত্যিই মুগ্ধ হলাম! দারুন............

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ শেরজা । ভাল থাকবেন :)

৫২| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪

ভুং ভাং বলেছেন: পুরানো প্রেমময় দিনের কথা মনে করিয়ে দিলেন ভায়া।ব্যপক ।
ভাল থাকবেন

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩১

মামুন রশিদ বলেছেন: চিঠি আসলেই আমাদের কাছে দারুণ ব্যাপার ছিল । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.