![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্রোহের বীজ..
দ্রোহ, ক্রোধ আর ঘৃনার আগুনে উত্তাল শাহবাগ । উত্তাল আজ বাংলাদেশের প্রতিটি শান্তিকামী মানুষের হৃদয় । যে রাজাকার-আলবদরেরা একাত্তরে বাংলাদেশের জন্মকে কলংকিত করেছিলো, লক্ষ মা-বোনের ইজ্জত আর লক্ষ লক্ষ ভাইয়ের লাল রক্তে রন্জিত করেছিলো প্রিয় স্বদেশ, সেই হায়েনারা হিংস্র থাবার জুজু দেখিয়ে আবারও চেপে ধরেছে বাংলাদেশের বুক । কিন্তু মুক্তিকামী বীর বাংগালী তা নীরবে মেনে নেয়নি । শহীদ জননী জাহানারা ইমামের ডাকে সাড়া দিয়ে তারা রাজপথে নেমেছিলো হায়েনাদের ফাঁসির দাবী নিয়ে । ৯২ এর সেই আন্দোলন রাজনৈতিক কূশলীদের কূটচালে কিছুটা স্থিমিত হয়ে এলেও তা ধিকি ধিকি জ্বলতে থাকে প্রজন্মান্তরে, কোটি মানুষের হৃদয়ে ।
উত্তাল শাহবাগ..
এ এক নতুন প্রজন্ম, যারা দিনমান ঘুরে বেড়ায় অন্তর্জালে, ব্লগ থেকে ফেসবুক-ট্যুইটারে । আশ্চর্য সেই চেতনার বীজ প্রস্ফুটিত হতে থাকে তাদের মনে-মননে । মাতৃভাষা আর মাতৃভূমির প্রতি এক অদ্ভুত তাড়না বোধ করা এই প্রজন্ম বেছে নেয় নতুন যুদ্ধের ময়দান । সুশীলেরা কী-বোর্ড ভাঙা প্রজন্ম বলে তাদের উপহাস করে । এই উপেক্ষার জবাব দেয়ার জন্য এই তারুন্য ছটফট করতে থাকে । এবং সময়মত তারা ঠিকই নেমে আসে অন্তর্জালের বাঁধন ছিড়ে, শাহবাগ চত্বরে । যুথবদ্ধ হাতে শপথ নেয় রাজাকারের ফাঁসি না হওয়া পর্যন্ত ময়দান না ছাড়ার । ক্রমে এই দ্রোহের আগুন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি জনপদে, মাতৃভূমির কলংক মোচনে । তারুন্যের এই উদ্দীপ্ত আহবানে সাড়া দিয়ে নেমে আসে সব পেশা, সব বয়সী, সব শ্রেনীর মানুষ, যুথবদ্ধ প্রতীজ্ঞায় ।
স্যোশাল নেটওয়ার্ক এবং সামহোয়্যারইন ব্লগ..
ইন্টারনেটের সাথে আমাদের পরিচয় খুব বেশি দিনের নয় । মাত্র এক দশকে তা চরম জনপ্রিয় হয়ে উঠে আমাদের তরুন প্রজন্মের কাছে । স্যোশাল নেটওয়ার্ক যেমন ফেসবুক-ট্যুইটার-ব্লগের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে । মাতৃভাষার মাধ্যমে ব্লগিং বিশ্বময় ছড়িয়ে দেয়ার স্বপ্ন নিয়ে ২০০৫ সালে শুরু হয় প্রথম বাংলা ব্লগ-সাইট সামহোয়্যারইন ব্লগের যাত্রা । সময়ের পরিক্রমায় আরো বেশ কয়েকটি ব্লগ-সাইট যুক্ত হলেও সামুই হয়ে উঠে বাংলাভাষায় বৃহৎ এবং জনপ্রিয় ব্লগিং সাইট । প্রাজ্ঞ, স্বাপ্নিক এবং তরুন ব্লগারদের সমন্বিত পদচারনায় সামহোয়্যারইন ব্লগ হয়ে উঠে একখন্ড ভার্চুয়াল বাংলাদেশ ।
দর্শন, চেতনা এবং সীমাবদ্ধতা..
শুরু থেকেই সামুর ব্লগাররা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে ব্লগিং করে আসছে । এটা সহজেই অনুমেয়, এখানকার সিংহভাগ ব্লগারই আমাদের স্বাধীনতা সংগ্রামের চেতনার ধারক ও বাহক । তবে এটাও অস্বীকার করার উপায় নাই যে, সংখ্যায় নগণ্য হলেও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরাও এখানে ব্লগিং করে যাচ্ছে । যদিও সব সময় সাধারন ব্লগারদের তোপের মুখে কোনঠাসা হয়েই তাদের ব্লগিং করতে হয় । সামু কর্তৃপক্ষ তাদের ব্লগিং করার সুযোগ দিলেও সাধারন ব্লগাররা তা কখনোই মেনে নেয়নি, স্বাধীনতা বিরোধী ব্লগারদের তারা গদাম আর দৌড়ের উপরই রাখে । ছাগুদের এই প্রকাশ্য কর্মকান্ড এই ব্লগের সবচেয়ে বড় সীমাবদ্ধতা । এর পরেই আসে দুর্বল মডারেশন । এক লক্ষ চল্লিশ হাজারের এই বৃহৎ ব্লগ সাইটে মাত্র গুটিকতক মডারেটরের পক্ষে সার্বক্ষনিক নজরদারি কোন ক্রমেই সম্ভব হয়না । আর এই সুযোগে কিছু ব্লগার অনেক সময়ই ব্লগে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সুযোগ পায়, যা মোটেও কাম্য নয় । । তারা জানে কখন মডারেশন অনুপস্থিত থাকে বিশেষ করে ছুটির দিন বা গভীর রাতকেই তারা বেছে নেয় তাদের কুকর্ম প্রকাশ করার জন্য ।
ছুঁয়ে যায় কষ্টের অনুভূতিগুলো..
মাতৃভাষায় সবচেয়ে বড় এই ব্লগ সাইটে আমরা বেশিরভাগ ব্লগার স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কলম লড়াই করি । আমাদের এই বোধগত চেতনাই একসময় দ্রোহে পরিনত হয়ে শাহবাগ চত্বরে সমাবেশের রুপ নেয় । শাহবাগ চত্বর এবং সারা দেশের প্রতিটি জনপদে আমরা সামুর ব্লগাররাই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি । ব্লগে এবং রাস্তায় আমরা হাজার হাজার ব্লগার এই গনজাগরনকে এগিয়ে নিয়ে যাচ্ছি । কিছুদিন আগে ব্লগ-ডে উদযাপনের সময়ও আমরা সামুর ব্লগাররা স্বাধীনতাবিরোধী ব্লগারদের প্রকাশ্য বিরোধীতা করেছি এবং প্রতিটি ব্লগ-ডে অনুষ্টানে তাদের অবান্চিত করে রেখেছি । অথচ এই আমি যখন মিডিয়ায় দেখি, সামু ছাগুর খোয়াড়.. সামু মগবাজারের টাকায় চলে.. সামু ছাগ-বান্ধব.. তখন ব্যাথিত হই । কষ্ট আর ঘৃনার অনুভূতি ছড়িয়ে পড়ে দেহ-মনে । কারন আমি যেহেতু এই প্লাটফর্মে ব্লগিং করি, তাই আমি মনে করি এই প্লাটফর্ম এই সামহোয়্যারইন ব্লগ 'জানা'র একার নয় । এই ব্লগ আমার, এই ব্লগ আমাদের সকল ব্লগারের । কিছু হীনমন্য কুচক্রির এই সামু বিরোধী প্রচারনায় তাই আমিও হয়ে যাই ছাগু খোয়াড়ের বাসিন্দা.. আমিও মগবাজারের টাকায় লিখি.. আমিও হয়ে যাই ছাগু.. । কিন্তু কেন এমন হবে ?? মুক্তিযুদ্ধের চেতনা মনে-প্রাণে ধারন করি, ব্লগে-রাস্তায় ছাগুদের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিই, সর্বোপরি একটি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়েও শুধু এই প্লাটফর্মে লেখালেখির কারনে কেন আমার নাম ঘৃনিত রাজাকারদের সাথে উচ্চারিত হবে ?? সামুকে আমার কিংবা আমাদের ভাবাই কি অপরাধ ??
আর ব্লগ-কর্তৃ 'জানা' কেই বা এই অপবাদ কেন শুনতে হবে ?? বাংলাভাষাকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার কাজটা সেই প্রথম করেছে, সামহোয়্যারইন ব্লগ প্রতিষ্টার মাধ্যমে । আমাদের এতটা অকৃতজ্ঞ হলে চলবে কেন ?? আর সিনিয়র ব্লগারদের কাছ থেকেইতো শুনেছি, বাংলা ব্লগাস্ফিয়ারে প্রথমবারের মত যুদ্ধপরাধীদের বিচারের দাবীতে 'জানা' ব্লগারদের সাথে পুরো ঢাকা শহর ঘুরে ঘুরে 'গণস্বাক্ষর' সংগ্রহ করেছে, ২০০৮ সাল থেকে দীর্ঘ সময় । তাহলে 'জানা' ছাগ-বান্ধব হয় কিভাবে ?? ব্লগের মডারেশনে কিছু সীমাবদ্ধতা আছে, বিভিন্ন পোস্টে কমেন্টের মাধ্যমে সে এটা প্রায়ই স্বীকারও করে । আমরাতো জানি ব্লগীয় আচরনের পরিপন্থী কর্মকান্ডের জন্য ঐ ব্লগারদের সামু থেকে ব্যান করা হয়েছে, তাই বলে তাদের এইসব জগন্য অপপ্রচার করে বেড়াতে হবে ??
শুধু দাবী নয়, অধিকার নিয়ে চাইছি..
আমরা জানি সামহোয়্যারইন ব্লগ প্রি-মডারেটেড নয়, পোস্ট-মডারেটেড ব্লগ । যে ব্লগে প্রতি মিনিটে তিন-চারটি পোস্ট আসে, সেখানে প্রি-মডারেশন খুবই জটিল এবং সময়সাপেক্ষ । আর আমরাও চাইনা প্রি-মডারেশনের নামে আমাদের কোন পোস্ট অসীম সময় ধরে ঝুলে থাকুক । ব্লগ পোস্ট-মডারেশনই থাকুক, তবে ২৪ ঘন্টা মডারেশন এখন ব্লগের অস্থিত্বের জন্যই দরকার । 'জানা'পা কে বুঝতে হবে, সোনা ব্লগ ব্যান হবার পর ছাগুরা এখন দলে দলে সামুতে পোস্ট দিতে চাইবে । মডারেশনের নজরের বাইরের কোন পোস্ট যেকোন সময় ব্লগে অস্থিতিশীলতা তৈরি করতে পারে । আর সামু বিরোধী পক্ষ এই সুযোগটি কাজে লাগিয়ে একে ব্যান করার পায়তারা করবে । তাই ব্লগ-কর্তৃ'র উচিৎ হবেনা এই কুচক্রীদের হাতে কোন সুযোগ তুলে দেওয়া । আমরা সামহোয়্যারইন ব্লগকে হারাতে চাইনা । এই ব্লগ আমার, আমাদের ভালবাসা, শ্রম আর আবেগ দিয়ে গড়া । এই ব্লগে লিখেই আমরা পরিচিতি পেয়েছি, তাই এই ব্লগের প্রতি ভালবাসা বা টান ব্লগ-কর্তৃ 'জানা'র চেয়ে কোন অংশে কম নয়, বরং অনেক বেশি । তাই অনুরোধ, কোন দূর্ঘটনা ঘটার আগেই পর্যাপ্ত ব্যবস্থা নিন ।
একটা আইডিয়া..
এই সংকট সফলভাবে কাটিয়ে উঠতে চাইলে ব্লগারদের সাথে কর্তৃপক্ষের দুরত্ব দ্রুত কমিয়ে আনতে হবে । যদি পর্যাপ্ত সংখ্যক মডারেটর নিয়োগ না হয়, তাহলে আমাদের উপর অর্থাৎ সামুর ব্লগারদের উপর আস্থা রাখুন । আমাদের মধ্যে যেসব ব্লগার দীর্ঘদিন ধরে সুস্থ ব্লগিং চর্চা করে আসছেন, যারা বিচক্ষণ এবং আস্থাশীল হিসাবে সুপরিচিত তাদের দিয়ে একটা স্বেচ্ছাসেবক মডারেশন টীম গঠন করুন । যদি আপনি ডাকেন, আমার মনে হয় সব ব্লগার ইতিবাচক সাড়া দিবেন । আর সামুর এই ক্রান্তিকালে প্রত্যেক বিবেকবান ব্লগারেরই আপনার ডাকে সাড়া দেয়া উচিত । আমার পরামর্শ, স্বেচ্ছাসেবক টীমের জন্য দ্রুত ব্লগার বাছাই করুন, মেইল দিয়ে তাদের এই টীমে যোগ দেবার আহবান করুন । যারা সাড়া দিবেন তাদের যথাশীঘ্র দায়িত্ব বুঝিয়ে দিন । এই স্বেচ্ছাসেবক টীমের সদস্যদের দেশ-বিদেশ হতে বাছাই করলে অল্প দিনেই ২৪ ঘন্টা মডারেশন বাস্তবে রুপ দেয়া সম্ভব হবে ।
আমাদেরও দায়িত্ব আছে..
আমরা যারা সামুতে ব্লগিং করি, আমাদেরও কিছু দায়িত্ব আছে । সামহোয়্যারবিরোধী প্রচারনা শুধু এক 'জানা'র বিরুদ্ধে নয়, এই প্রচারনা আলটিমেটলি সামুর সকল ব্লগারদেরই বিরুদ্ধে । তাই এইসব ন্যাক্কারজনক প্রচারনার বিরুদ্ধে আমাদেরও প্রতিবাদী হতে হবে । যখনই অনলাইনে বা অফলাইনে এই প্রচারনা হবে, আমাদের যে যার অবস্থান থেকে রুখে দাড়াতে হবে । মনে রাখবেন এই হীনমন্য প্রচারনাকারীরা সংখ্যায় অল্প, তাদের প্রচারনার ভিত্তি মিথ্যার উপর প্রতিষ্টিত । সাহস নিয়ে এগিয়ে আসুন, সত্যের জয় হবেই হবে ।
আর ব্লগে যখনই কোন ছাগু পোস্ট, স্বাধীনতাবিরোধী কিংবা যুদ্ধপরাধের পক্ষে কোন পোস্ট আসবে, আপনারা সাথে সাথে সেই পোস্ট রিপোর্ট করুন । এমনকি রিপোর্টে কোন কারন উল্লেখ করারও দরকার নেই । আপনার যেকোন ধরনের প্রতিবাদের চেয়ে এই রিপোর্ট বেশি কার্যকর, কারন একমাত্র রিপোর্ট করার পরেই সেই পোস্ট মডারেশনের নজরে আসে এবং তারা তড়িৎ সেই পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে । আর রিপোর্টের সাথে সাথে গদামও চলবে । অনলাইনে বা অফলাইনে কোথাও ছাগুদের আর এক বিন্দু পরিমান ছাড় দেয়া হবে না ।
অবশেষে..
দিনশেষে দেখতে চাই, ফাঁসির দড়িতে দোদুল্যমান রাজাকারের শবদেহ ।
চাই, রাজাকার আর সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ ।
চাই, সামহোয়্যারইন ব্লগ হয়ে উঠুক স্বাধীনতার চেতনা আর তারুন্যের শক্তিতে স্পন্দিত এক খন্ড বাংলাদেশ ।
জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
**********************************
ছবি : ফেসবুক ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ নিয়েল । ফাইটের পাশাপাশি রিপোর্ট বাটনটার কথাও মনে রাখতে হবে । আর সামু তো আমাদের ব্লগ, তাই এর পরিবেশ ঠিক রাখার দায়িত্ব আমাদেরই ।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
সাউন্ডবক্স বলেছেন: joy bangladesh
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
মামুন রশিদ বলেছেন: জয় বাংলাদেশ ।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লিখেছেন!
সহমত!
সহমত!!
সহমত!!!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
মামুন রশিদ বলেছেন: সহমত পোষনের জন্য অনেক ধন্যবাদ কবি । আমাদের ব্লগের সুস্থতা আমাদেরই ঠিক রাখতে হবে ।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ভাই । +++++++++++++
২৪/৭ মডারেশন রাখা হোক , সামু সাবধান ! ভিজিটর সংখ্যা দেখেছেন ? সোনা ব্লগের সব ছাগু এখন সামুতে ঝাঁপাইয়া পড়বে ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
মামুন রশিদ বলেছেন: ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ ভ্রাতা ।
২৪/৭ মডারেশন এখন আমাদের অস্তিত্বের স্বার্থেই প্রয়োজন ।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দারুন পোস্ট মামুন ভাই!!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । সামুর সুস্থ পরিবেশ নিশ্চিত করা নিবাসী-প্রবাসী সকল ব্লগারেরই কর্তব্য ।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
মাক্স বলেছেন: সময়োপযোগী সচেতনতামূলক পোস্ট। এখনই সচেতন হওয়া প্রয়োজন সকলের।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, এখনই সচেতন হওয়া প্রয়োজন আমাদের সকলের ।
অনেক ধন্যবাদ ভাই ।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার, ব্রো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সিস্ট স্বর্ণা ।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
নিষ্কর্মা বলেছেন:
মামুন ভাই, বড়ৈ সৈন্দর্জ হৈসে লেখাডা। পৈড়া বুঝলাম, আমার লেখাগুলান সব ডাস্টবিনে ফালানি লাগবো। উত্তেজনা আর থিসিসের ভিত্রে থিসিস-রেই বাইচ্ছা নিতে হৈল, কেননা ঐডা না শ্যাষ করলে উত্তেজনার পারদ চড়িবে না!
অনেক শুভ কামনা।
সাফল্য আসবেই।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
মামুন রশিদ বলেছেন: আপনার লেখাগুলো ধারালো বর্শার মতো বিঁধে যায় মৌলবাদিদের বুক বরাবর ।
থিসিসের জন্য শুভকামনা, তয় মৌলবাদ নিপাত না হওয়া পর্যন্ত আপনার লেখাগুলি খুবই দরকার ।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল।মন ছুঁয়ে গেল।
+++++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
মামুন রশিদ বলেছেন: কবি বাঁধনহারাকে ব্লগে দেখলে আমারও মন ছুঁয়ে যায় । ভালো থাকবেন সব সময় ।
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
জাতিস্বর বলেছেন: ধন্যবাদ,মামুন ভাই এমন সুন্দর একটা পোস্টের জন্য।
সহমত প্রকাশ করলাম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ জাতিস্বর ।
সহমত প্রকাশের জন্য কৃতজ্ঞ রইলাম ।
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
ক্ষুধিত পাষাণ বলেছেন: সময়োপযোগী পোস্ট।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ক্ষুধিত পাষাণ ।
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
রকসটারডিমটিবি বলেছেন: We all shouting every day for the highest death penalties for few bastards but We don't shout at all for the death penalties of War criminals, Pakistani military forces who killed and raped more Bengali's than these little bastards. We need to gather more and more crowd to force these Pakistanis to say SORRY for their sins and all alive Pakistanis(Military and Civil who were actively involved with genocide) need to be punished for their crimes.
If you can say Yes with me than spread the word 'We Want All to be hanged'.
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
মামুন রশিদ বলেছেন: 'We Want All to be hanged
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: চমৎকার পোস্ট মামুন ভাই
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সপ্তম ইন্দ্রিয় ।
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২
শায়মা বলেছেন: +++ ভাইয়া
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
মামুন রশিদ বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ আপুনি ।
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
টানিম বলেছেন: আমি তো ব্লকে আছি। ভাল ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
htusar বলেছেন: খুব ভাল লেখা। আসলেই সামু আমাদের সবার।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
হ্যাঁ, আসলেই সামু আমাদের সবার ।
১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
বোকামন বলেছেন:
এই ধরনের লেখাগুলো পড়লে ব্লগে আসাটা সার্থক মনে হয় । খুবই ভালো লিখছেন । চালিয়ে যান.....
শুভকামনা থাকলো
জয় বাংলা
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ বোকামন । আপনাকেও শুভকামনা ।
এই ব্লগ আমাদের । তাই ব্লগের ভালো মন্দ আমাদেরই দেখা উচিত ।
জয় বাংলা ।
১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১
দায়িত্ববান নাগরিক বলেছেন: Onek valo laglo..
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো..
ছাগুদের গদামের উপর রাখা চাই, পাশাপাশি রিপোর্ট বাটনের কথাও মনে রাখা চাই ।
১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার পোষ্ট মামুন ভাই।
খুব প্রয়োজন ছিলো এমন একটি পোষ্টের।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর ।
সুন্দর পোস্টের চেয়েও এখন বেশি দরকার সকল ব্লগারের সহযোগীতা এবং অংশগ্রহন, সুস্থ ব্লগীয় পরিবেশ নিশ্চিত করার স্বার্থে । কারন এই ব্লগ আমাদের, সকল ব্লগারের ।
জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
সাইকেলার বয় বলেছেন: তোমরা করিবা আন্দোলন , আমরা দিবো বাশ। পড়ে দেখুন : Click This Link
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
মামুন রশিদ বলেছেন: আমরা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ।
কিন্তু এই মূহুর্তে দাবী একটাই
সকল রাজাকারের ফাঁসি চাই ।
২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
একজন আরমান বলেছেন:
চলছে লড়াই চলবে,
বীর বাঙালি লড়বে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
মামুন রশিদ বলেছেন: চলছে লড়াই চলবে,
বীর বাঙালি লড়বে।
লড়াই একযোগে চলবে ব্লগ আর শাহবাগে ।
২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
স্বপনবাজ বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: সুন্দর বলেছেন । যথাযথ গুরুত্বের দাবি রাখে এই পোষ্ট কারন লক্ষাধীক ব্লগারের মনের কথা গুলো বলেছেন ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ ।
২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
মামুন রশিদ বলেছেন: জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
অনেক ধন্যবাদ ।
২৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
বনলতা মুনিয়া বলেছেন: দিনশেষে দেখতে চাই, ফাঁসির দড়িতে দোদুল্যমান রাজাকারের শবদেহ ।
চাই, রাজাকার আর সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ ।
চাই, সামহোয়্যারইন ব্লগ হয়ে উঠুক স্বাধীনতার চেতনা আর তারুন্যের শক্তিতে স্পন্দিত এক খন্ড বাংলাদেশ ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
মামুন রশিদ বলেছেন: দিনশেষে দেখতে চাই, ফাঁসির দড়িতে দোদুল্যমান রাজাকারের শবদেহ ।
চাই, রাজাকার আর সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ ।
চাই, সামহোয়্যারইন ব্লগ হয়ে উঠুক স্বাধীনতার চেতনা আর তারুন্যের শক্তিতে স্পন্দিত এক খন্ড বাংলাদেশ ।
অনেক ধন্যবাদ বনলতা মুনিয়া ।
২৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
রেজোওয়ানা বলেছেন: ভাল লিখেছেন ভাইয়া।
জয় বাংলা
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ রেজোওয়ানা ।
জয় বাংলা ।
২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
মিত্র বলেছেন: অত্যন্ত সময়োপযোগী পোষ্ট। ব্লগের গুণগত মান বজায় রাখার জন্য আপনার দাবীগুলো বিবেচনায় নেয়া যৌক্তিক হবে বলে মনে করি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
কর্তৃপক্ষ শুধু দাবী মানলে হবেনা । ব্লগের পরিবেশ ঠিক রাখতে আমাদেরও দায়িত্বশীল হতে হবে । কারন এই ব্লগ আমাদের ।
২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অপূর্ন বলেছেন: ১ম ভালোলাগা ভাই । +++++++++++++
২৪/৭ মডারেশন রাখা হোক , সামু সাবধান ! ভিজিটর সংখ্যা দেখেছেন ? সোনা ব্লগের সব ছাগু এখন সামুতে ঝাঁপাইয়া পড়বে ।
শত ভাগ সহমত । মডু'র সংখ্যা বাড়ানোর তীব্র দাবী জানাচ্ছি ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
মামুন রশিদ বলেছেন: অপূর্ন ভ্রাতার ভালোলাগা বুঝিয়া পাইছি । মন্ত্রীর ভালোলাগা কই ??
মডু'র সংখ্যা বাড়ানোর তীব্র দাবী জানাচ্ছি ।
২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
নাইট রিডার বলেছেন: এক লক্ষ ৪০ হাজার ব্লগারের মধ্যে ১২ জন ব্লগার খুঁজে বের করে তাদেরকে দু ঘন্টা করে দায়িত্ব দেয়াটা কঠিন কিছু না। এই ব্লগার রা হতে পারে দেশের এবং দেশের বাইরের, যাতে দিনে ও রাতে মডারেশনটা সহজ হয়। মডারেটর হিসেবে যারা সিলেক্টেড হবে তাদের থাকতে হবে সবার কাছে গ্রহনযোগ্যতা (জাসি দের কাছে গ্রহনযোগ্য না হলেও চলবে), মডারেশন করার যোগ্যতা, দায়িত্বশীলতা এবং আগ্রহ, এই সব গুনাবলী সহ ব্লগার সামুতে ১২ জন পাওয়া যাবে না, এটা অসম্ভব।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ, খুব চমৎকার বলেছেন ।
মডারেশন করার যোগ্য, দায়িত্ববান এবং আগ্রহী ১২জন ব্লগার সামুতে অবশ্যই খুজে পাওয়া যাবে । এবং আমার ধারনা তারা স্বেচ্ছাশ্রমে আনন্দ নিয়েই কাজটি করবে ।
২৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
ইউসুফ আলী রিংকূ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই, যেন আমার মনের কথা গুলো বললেন
জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । এই কথাগুলো যেন হয়ে উঠে সকল ব্লগারের মনের কথা ।
জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
কয়েস সামী বলেছেন: সহমত।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ । সহমত পোষনে কৃতজ্ঞ রইলাম ।
৩১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
পীপিলিকা বলেছেন: ছাগুমুক্ত সামু চাই
ছাগুমুক্ত সামু চাই
ছাগুমুক্ত সামু চাই
ছাগুমুক্ত সামু চাই
ছাগুমুক্ত সামু চাই
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
মামুন রশিদ বলেছেন: ছাগুমুক্ত সামু চাই
ছাগুমুক্ত সামু চাই
ছাগুমুক্ত সামু চাই
ছাগুমুক্ত সামু চাই
ছাগুমুক্ত সামু চাই
পাশাপাশি আমরা আরো দায়িত্বশীল ব্লগার হয়ে উঠতে চাই ।
৩২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
মাথাল বলেছেন: ১০০/১০০ ফুল মার্কস।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
মামুন রশিদ বলেছেন: তাইলে কি গোল্ডেন এ+ পাইলাম । ইন্জিনিয়ার সাহেবেরতো অংকে ভূল হবেনা ।
৩৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
একুশে২১ বলেছেন: মনের কথাগুলো বলেছেন। সামুকে আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে এবং তা হবে সম্পূর্ণ ছাগু মুক্ত।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ । আপনার মন্তব্যের সাথে পুরোপুরি সহমত পোষন করি ।
সামুকে আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে এবং তা হবে সম্পূর্ণ ছাগু মুক্ত।
৩৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
তারছেড়া লিমন বলেছেন: জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
মামুন রশিদ বলেছেন: জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
জয় হোক এই দুখী বাংলারও ।
অনেক ধন্যবাদ লিমন ভাই ।
৩৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
একাকি একজন বলেছেন: যুগোপযোগী !!!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
৩৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
অথৈ সাগর বলেছেন: ++ । সহমত ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০
মামুন রশিদ বলেছেন: প্লাস এবং সহমত পোষনের জন্য অনেক ধন্যবাদ ।
৩৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
দিনশেষে দেখতে চাই, ফাঁসির দড়িতে দোদুল্যমান রাজাকারের শবদেহ ।
চাই, রাজাকার আর সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ ।
চাই, সামহোয়্যারইন ব্লগ হয়ে উঠুক স্বাধীনতার চেতনা আর তারুন্যের শক্তিতে স্পন্দিত এক খন্ড বাংলাদেশ ।
জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
এমন একটি পোস্টের অনেক প্রয়োজন ছিল ভাই। +++++ ধন্যবাদ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । সচেতনতামূলক পোস্টগুলো বেশি বেশি লিখতে হবে । সামহোয়্যারবিরোধীরা যেকোন মূল্যে এই ব্লগের পরিবেশ নষ্ট করতে চাইবে, কিন্তু আমরা এটা হতে দিতে পারিনা । কারন এই ব্লগ আমাদের ।
জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
৩৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: দারুন লিখেছেন। এই সময়ের জন্য একদম পারফেক্ট পোস্ট। আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময়োপযোগী এই পোস্টটির জন্য।
++++++++
জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
মামুন রশিদ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।
জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
৩৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সচেতনতামূলক পোস্টগুলো বেশি বেশি লিখতে হবে । সামহোয়্যারবিরোধীরা যেকোন মূল্যে এই ব্লগের পরিবেশ নষ্ট করতে চাইবে, কিন্তু আমরা এটা হতে দিতে পারিনা । কারন এই ব্লগ আমাদের ।
সহমত । এই ব্লগ নিয়ে আমিও কিছু পোষ্ট দিয়েছি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই । একটু ব্যস্ততার জন্য কয়েকদিন অনিয়মিত ছিলাম । দেখব আপনার পোস্টগুলো ।
৪০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
বাংলার হাসান বলেছেন: চমৎকার, ব্রো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
৪১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮
*কুনোব্যাঙ* বলেছেন: জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ *কুনোব্যাঙ*
জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
৪২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার বলেছেন।সম্পূর্ন একমত।+
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব । ম্যালা দিন পর দর্শন পেলাম । ভালো থাকবেন ।
৪৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার বলেছেন মামুন ভাই। ভাষা শৈলী ছিল দেখার মত। পোস্টের প্রত্যেকটা কথার সাথেই পূর্ণ সহমত।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
মামুন রশিদ বলেছেন: সহমত পোষণের জন্য ধন্যবাদ । আমাদের ব্লগের সুস্থ পরিবেশ আমাদেরই ঠিক রাখতে হবে ।
৪৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: অনেক কার্য্যকরি কথা বলেছেন।
স্বাধীনতাকামী সকল ব্লগারের অক্লান্ত পরিশ্রম সার্থক হোক।
রাজাকারদের ফাঁসি চাই।
আগাছামুক্ত বাংলাদেশ চাই।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই । আমরা সচেতন ব্লগাররা দায়িত্বশীল হলে ব্লগ রাজাকার মুক্ত করা সহজ হয়ে যাবে ।
রাজাকারদের ফাঁসি চাই।
আগাছামুক্ত বাংলাদেশ চাই।
৪৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
ফ্রাস্ট্রেটেড বলেছেন: বাংলাদেশ যেমন আমার দেশ, আমাদের দেশ। তেমনি সামুও আমার ব্লগ, আমাদের ব্লগ। স্বাধীনতাবিরোধী কাউকে দেশ কিংবা সামু কোনটাতেই বিন্দুমাত্র ছাড় দেয়া যাবে না।
অসাধারণ পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
মামুন রশিদ বলেছেন: বাংলাদেশ যেমন আমার দেশ, আমাদের দেশ। তেমনি সামুও আমার ব্লগ, আমাদের ব্লগ। স্বাধীনতাবিরোধী কাউকে দেশ কিংবা সামু কোনটাতেই বিন্দুমাত্র ছাড় দেয়া যাবে না।
অবশ্যই ছাড় দেয়া হবেনা । অনেক ধন্যবাদ ।
৪৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: মামুন ভাই, দারুন পোস্ট।
সর্বতো ভাবে একমত।
কোন মডারেটর কোন পোস্ট সিলেক্ট করলো- এটা ডিটেক্ট এর ব্যাবস্থাও থাকা উচিত।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
মামুন রশিদ বলেছেন: কোন মডারেটর কোন পোস্ট সিলেক্ট করলো- এটা ডিটেক্ট এর ব্যাবস্থাও থাকা উচিত।
অনেক ধন্যবাদ ভাই । আপনার পরামর্শের সাথে পুরোপুরি একমত প্রকাশ করছি ।
৪৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
mrikadey বলেছেন: সোনার বাংলার সব গোলা এখন সামুতে ডুকছে। ২৪ঘন্টা মডারেশন জরুরী।
সামুর মডারেশনকে বলছি, আমার পোষ্ট বল্ক করা হয়েছে...কিন্তু আমার ভুলটা কী ??
আবার কোন নোটিশও দেওয়া হয় নাই ?? এই পোষ্টে কী এমন ছিল ??
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
মামুন রশিদ বলেছেন: ২৪ ঘণ্টা মডারেশন খুবই জরুরী ।
আপনার সমস্যাটির ব্যাপারে মডারেশনের মনযোগ আকর্শন করছি ।
৪৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
আশিক মাসুম বলেছেন: অনেক ভা লাগলো লাগলো ভাইয়া , ভাল লিখেছেন। আসলে এসবের বিরুদ্দে আমরা যাই আর জানা আপা জাক কিন্তু একজন কে ছারা আরেকজন এগিয়ে যেতে পারবেনা।
এখনি সময় জানা আপার উচিৎ খুব দ্রুত সামুর সিনিয়র ব্লগারকে নিয়ে মিটিং করা(যদি তিনি আমাদের সামুকে বাঁচাতে চান) । আশাকরি আপনার লিখাটি জানা আপা পড়বে।
এখনো বুকে ১০০% ভাগ আশা নিয়ে বসে আছি এদেশের মাটি থেকে রাজাকার সমূলে উৎখাত হবেই ইনশাল্লাহ , তারুণ্যের রক্ত স্ফুলিঙ্গ দাবিয়ে রাখার কোন শক্তি এই দুনিয়াতে নাই।
জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
মামুন রশিদ বলেছেন: এখনো বুকে ১০০% ভাগ আশা নিয়ে বসে আছি এদেশের মাটি থেকে রাজাকার সমূলে উৎখাত হবেই ইনশাল্লাহ , তারুণ্যের রক্ত স্ফুলিঙ্গ দাবিয়ে রাখার কোন শক্তি এই দুনিয়াতে নাই।
অনেক ধন্যবাদ আশিক ভাই । আশাকরি জানা'পা লেখাটি পড়েছেন কিংবা পড়বেন ।
জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
৪৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
হাসান মাহবুব বলেছেন: গত কিছুদিনের ঘটনাপ্রবাহে ব্লগ এবং ব্লগাররা 'কাল্ট' সোসাইটি বা মিডিয়া না, এখন মেইনস্ট্রিমে চলে এসেছে। সবকিছুর জন্যে জবাবদিহিতা অনেক বেড়ে গেছে। সামু নিশ্চয়ই বুঝতে পারছে পরিস্থিতির গুরুত্ব। চমৎকার লিখেছেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই । চমত্কার বলেছেন ।
আশা করি সামু পরিস্থিতির গুরুত্ব এবং দাবীর ব্যাপারে অবগত এবং সচেতন আছে ।
৫০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: সময়োপযোগী পোস্ট।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ পিয়েল ।
৫১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
সঞ্জয় নিপু বলেছেন: সামু যেমন একটি মুক্ত সাংবাদিকতার প্লাট ফরম তেমনি শুধুমাত্র গন জাগরণ নয় , নারীদের অধিকার, ইভটিজিং সহ অনেক গুরুত্ত পূর্ণ বিষয়ের উদ্যোক্তা ও বটে ।
ভালো কাজের সময় এটা নিয়ে আলোচনা হয় না হয় সমালোচনা ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
মামুন রশিদ বলেছেন: সামু যেমন একটি মুক্ত সাংবাদিকতার প্লাট ফরম তেমনি শুধুমাত্র গন জাগরণ নয় , নারীদের অধিকার, ইভটিজিং সহ অনেক গুরুত্ত পূর্ণ বিষয়ের উদ্যোক্তা ও বটে ।
অনেক ধন্যবাদ ভাই সত্য কথাটি বলার জন্য । যার যা অবদান তা স্বীকারে আমাদের কুন্ঠা থাকা উচিত নয় । সামুর বিরুদ্ধে উদ্দেশ্যমুলক এই সব সমালোচনার প্রতিবাদ এখন থেকে আমাদেরই করতে হবে ।
৫২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার পোস্ট। অনেক বড়, কিন্তু অপ্রয়োজনীয় নয় একটুও।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ জাকারিয়া মুবিন ।
৫৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
মোঃ হাফিজুর রহমান বলেছেন: আজ আমিও জামালপুর থেকে শাহাবাগ আন্দলনে যাইতেছি
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
মামুন রশিদ বলেছেন: জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
৫৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
একজনা বলেছেন: সময়োপযোগী, প্রয়োজনীয় চমৎকার পোস্ট।ভালো লাগল।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
৫৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
ইনকগনিটো বলেছেন: এই ব্লগের কিচ্ছু হবে না। আমরা কখনোই হতে দেবো না।
ভয় নাই, ভয় নাই
আমরা জানি, আমরা কি করতে পারি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
মামুন রশিদ বলেছেন: এই ব্লগের কিচ্ছু হবে না। আমরা কখনোই হতে দেবো না।
ভয় নাই, ভয় নাই
আমরা জানি, আমরা কি করতে পারি।
অনেক ধন্যবাদ ।
৫৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
দূর্যোধন বলেছেন: থাম্বস, ম্যান !
সামহোয়ারিনে বিরুদ্ধে কয়েকটা পরজীবি আছে,সারাজীবনই থাকবে । একবার বলবে এইটা ছাগুদের অভয়ারন্য হইয়া গেছে,আরেকবার বলবে এইটা নাস্তিক ভাদার দালাল সাইট । মাঝে মাঝে সামুতে ঢুইকা কনফিউজড হইয়া যাই,এইটা আসলে কি !
বকনেওয়ালারা সারাজীবন পিছনে বকতেই থাকবো । পিছনেই থাকবো । সামনে আসা আর হইবো না ।
গুড ওয়ান ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
মামুন রশিদ বলেছেন: থ্যাংকস বস !
বকনেওয়ালারা সারাজীবন পিছনে বকতেই থাকবো । পিছনেই থাকবো । সামনে আসা আর হইবো না ।
৫৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
এেলােমেলা সব বলেছেন: ভালো লিখেছেন। একদম মনের কথাগুলোই বলেছেন। ধন্যবাদ..
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
৫৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
এেলােমেলা সব বলেছেন: ভালো লিখেছেন। একদম মনের কথাগুলোই বলেছেন। ধন্যবাদ..
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।
৫৯| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭
আরজু পনি বলেছেন:
চাই, রাজাকার আর সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ ।
চাই, সামহোয়্যারইন ব্লগ হয়ে উঠুক স্বাধীনতার চেতনা আর তারুন্যের শক্তিতে স্পন্দিত এক খন্ড বাংলাদেশ ।
++++++++
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আরজুপনি আপু,
জয় বাংলা ।
জয় তারুন্য ।
জয় হোক শুভ চেতনার ।
৬০| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২
তন্ময় ফেরদৌস বলেছেন: চমৎকার লিখেছেন ভাই।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ তন্ময় ভাই ।
৬১| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২
জনৈক মুক্ত মানব বলেছেন: পোষ্টটি অতি দরকারী বিবেচনা করলাম।
কর্তৃপক্ষ নিশ্চয়ই বিবেচনা করবেন পরামর্শগুলো এমন আশাও করলাম।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ জনৈক মুক্ত মানব । কর্তৃপক্ষের সুবিবেচনা আশা করি ।
৬২| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬
নস্টালজিক বলেছেন: ভালো লিখসেন, মামুন!
গুড ওয়ান!
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৬৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
একটু স্বপ্ন বলেছেন:
বেশ সময়োপযোগী লেখা মামুন। মনে হচ্ছে সামু'র সাম্প্রতিক ব্যাবস্থাপনা এ পোষ্টের প্রত্যাশার সহগামী হয়েছে।
শুভ আর সুন্দর থাকুক সবকিছু, থাকুক প্রিয় স্বদেশ।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ, একটু স্বপ্ন ভাই ।
এটা খুব ভালো খবর যে, সামু কর্তৃপক্ষ ব্লগারদের ফিডব্যাক কে গুরুত্ব দিচ্ছে ।
শুভ আর সুন্দর থাকুক সবকিছু, থাকুক প্রিয় স্বদেশ।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
নিয়েল ( হিমু ) বলেছেন: সুন্দর বলেছেন । যথাযথ গুরুত্বের দাবি রাখে এই পোষ্ট কারন লক্ষাধীক ব্লগারের মনের কথা গুলো বলেছেন ।