![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম ভাঙ্গার পরই যেন একটা ফুড়ফুড়ে অনুভুতি বয়ে যাচ্ছে শরীর-মন জুড়ে । বিভ্রম হচ্ছে, কোন শ্বেত-শুভ্র বরফঘেরা ঈগলু ঘরে শুয়ে আছি কিংবা সাদা কাফনে মোড়া কবরে । আচ্ছা, কবরেও কি এই রকম শীতল আনন্দের অনুভূতি হয় ? কিংবা ঈগলু ঘরে ? ইচ্ছে রইলো কোনদিন বরফের ঈগলু ঘরে রাত কাটিয়ে অনুভুতি পরখ করার । কিন্তু কবরে আদৌ কোন অনুভূতি বোধ থাকবেনা কিনা নিশ্চিত নই । তবে হোটেলের যে কক্ষে শুয়ে আছি তার পুরোটাই সাদা রঙে মোড়ানো- সাদা দেয়াল, জানালায় সাদা রঙের পর্দা, বালিশ-চাঁদর এমনকি সোফার কভারও সাদা ।
ফ্রেশ হয়ে চা-নাশতা খেয়ে নিচে নামলাম । অফিসের কাজে প্রায় এক সপ্তাহ ধরে চিটাগাং আছি, আজ এক বেলার জন্য একটু অবসর সময় পেলাম । যাই একটু আগ্রাবাদ ঘুরে আসি, ইউনি বন্ধু পাপন কয়েকদিন ধরে যাওয়ার জন্য চাপাচাপি করছে । আজকের এই একবেলা অবসর সময়টা কাজে লাগিয়ে আসি ।
চকবাজার মোড়ে একটা সিগারেট ধরিয়ে সিএনজি'র জন্য দাঁড়িয়ে আছি । আগে কখনো আগ্রাবাদ যাইনি, তাই জানিনা ভাড়া কত নিবে । আমারও তাড়া নেই, আয়েশে সিগারেট ফুকছি আর সিএনজি ওয়ালাদের ভাড়া জিজ্ঞেস করছি । সিগারেট শেষ হতে হতে যেটা পাব সেটায়ই উঠে পড়বো । আশেপাশে অসংখ্য চলমান মানুষ আর যানবাহন, কেউ কারো দিকেই তেমন দৃষ্টিপাত করছেনা । হঠাৎ পেছনে তাকিয়ে দেখি একজন আমার দিকে তাকিয়ে আছে । এক নজর দেখেই দৃষ্টি সিএনজি'র দিকে দিলাম, তার দিকে ফের তাকানোর কোন আগ্রহ পেলাম না । আপাদমস্তক কালো বোরখায় ঢাকা, সাথে কালো নেকাব, কালো স্কার্ফ আর বাদামী রঙের রোদচশমা পড়া একজন মহিলা হয়ত আমার মতই, কোন বাহনের অপেক্ষায় । একটা ঝিরঝিরে ঠান্ডা বাতাস ধেয়ে আসছে সাগরের দিক হতে । চিটাগাংয়ের আবহাওয়া আর্দ্র আর ভ্যাপসা বলেই জানি, কিন্তু মার্চের এই সকালবেলার ঝিরঝিরে বাতাস দারুন উপভোগ্য ।
একটা সিএনজি ঠিক করে উঠতে যাব, এমন সময় পেছন দিক থেকে কে যেন ডাক দিলো, মাহমুদ শোন.. ! আশেপাশে সবাই চলমান, শুধু নেকাবধারিনী আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে । জায়গায় দাঁড়িয়েই বললাম, আমাকে কিছু বলছেন ? রোদচশমাটা এক হাত দিয়ে নামিয়ে মুচকি হেসে বললো, হ্যাঁ তোমাকেই বলছি !! ঝিরঝিরে ঠান্ডা বাতাস হঠাৎ যেন লু হাওয়ার রুপ নিয়ে আমার গায়ে গরম ছ্যাক দিলো । গলার স্বরের সাথে চোখ-মুখ পরখ করে নিশ্চিত হলাম, এ যে রুচিতা !! আড়ষ্ট পায়ে হেটে কাছে গেলাম, রুচিতা তখনও মিটমিট করে হাসছে । লং কোটের মতো ডিজাইন করা বোরখা আর রেশমী কাজ করা নেকাব-স্কার্ফে তাকে ভিন্ন পৃথিবীর মানুষ বলে মনে হচ্ছে ।
অবাক হওয়ার ব্যাপারটা দ্রুত সামলিয়ে কন্ঠ নামিয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করলাম, 'তুমি এখানে ? কিভাবে সম্ভব ??' রুচিতা চোখ নাচিয়ে উত্তর দিলো, 'অসম্ভব হবে কেন ? তোমার সাথে যেকোন জায়গায়ই দেখা হতে পারে । এখানে হয়েছে, তাতে সমস্যা কি ?' রুচিতার কথার কৃত্রিম দৃঢ়তা দেখে হেসে ফেললাম । মজা করে বললাম, 'অবগুন্ঠনে আবদ্ধ রেখে পৃথিবীর আলো-বাতাস থেকে নিজেকে বন্চিত রেখেছো কেন ?' রুচিতা খিক খিক করে হেসে দিলো, সেই আগের মতোই প্রাণখোলা দীর্ঘ হাসি । হাসতে হসতেই বললো, 'তোমার সাথে দেখা হবে এই আশায় চোখ দুটি এখনো খোলা রেখেছি ।' তার এই কথাটি তীব্র শ্লেষ হয়ে যেন আমার বুকে বিঁধলো । প্রসংগ পাল্টিয়ে বললাম, 'কোথায় থাকো ? কি করো ?' আমার গলার স্বরের পরিবর্তন রুচিতা মনে হয় ধরতে পেরেছে । সেও গলা নামিয়ে বললো, 'আমরা জুরিখে থাকি । কিছুদিন আগে দেশে এসেছি । আমার একজন মামা থাকেন চিটাগাংয়ে, মা তাকে দেখার জন্য অস্থির হয়েছিলেন । কালকেই ঢাকা ফিরবো ।' তারপর রোদচশমাটা চোখে দিয়ে বললো, ' কিছু মনে করোনা মাহমুদ, তোমার সাথে বলার মতো অনেক কথা জমে আছে । কিন্তু এখন কিছুটা তাড়া আছে, প্লিজ তোমার সেল নাম্বারটা দাও ।'
সিএনজিতে আগ্রাবাদ যাচ্ছি, কেমন যেন একটা ঘোর ঘোর লাগছে । ঝিরঝিরে ঠান্ডা বাতাসটা আবার গায়ে এসে লাগছে । মাঝে মাঝে কেঁপে উঠছি, গায়ে কাঁটা দিলে যেমন হয় । রুচিতার সাথে এভাবে কখনো দেখা হয়ে যেতে পারে চিন্তাই করিনি । রুচিতার সাথে দেখা হওয়ার ব্যাপারটা কি পাপন কে জানাবো ? আচ্ছা, রুচিতার দেশে আসার খবরটাতো পাপনের জানা থাকা উচিৎ । রুচিতার সাথে ক্যাম্পাসে আমার দীর্ঘ ছয় বছরের প্রেম ছিলো, পাপনও প্রেম করতো । প্রায় সন্ধ্যায় ক্যাম্পাসের কোন নির্জন স্থানে আমি-রুচিতা আর পাপন-তিথী পাশাপাশি বসে প্রেম করতাম । ক্যাম্পাস জীবন শেষে একটা ছোট চাকরি নিয়ে ঢাকায় আসার পর রুচিতার মা আমার বাবা-মায়ের সংগে কথা বলতে চাইলেন । পাপনই তখন দুই পক্ষের মাঝে মিডিয়া হিসাবে আবির্ভুত হয় । আমার মা কথা দিয়েছিলেন ছয় মাসের মধ্যে রুচিতাকে ঘরে তুলে নিবেন । তারপর থেকে পাপনকে নিয়ে আমি প্রায়ই যেতাম রুচিতাদের বাসায় । রুচিতার মা তার হবু মেয়েজামাইকে নিজের পরিবারের সদস্যের মতোই মনে করতেন । মাঝেমধ্যে চুপিসারে রুচিতার ঘরেও চলে যেতাম । সেই একান্ত মুহুর্তগুলো আজো স্মৃতিপটে ভেসে উঠে হৃদয়ে রক্তক্ষরন ঘটায় । এমনি এক একান্ত সময়ে রুচিতার ডায়েরীর ভাঁজ থেকে বেরিয়ে পড়ে সেই চিঠি । তার অলক্ষ্যেই পড়ে নিয়েছিলাম । জুরিখ থেকে তার এক কাজিন লিখেছিলো, প্রয়োজনে সে সারাজীবন অপেক্ষা করবে । যে কোন অবস্থায়, এমনকি রুচিতার বিয়ে হয়ে গেলেও সে তাকে পেতে রাজি ।
রুচিতাকে এটা নিয়ে জিজ্ঞেস করলে কোন সদুত্তর পাইনি, এক ধরনের সিদ্ধান্তহীনতায় ভূগতে থাকে রুচিতা । আর আমি নিরবেই সড়ে এসেছিলাম তার জীবন থেকে । এর পরের ঘটনা প্রবাহে পাপন আর রুচিতার মা অনেক চেষ্টা করেছিলো দুজনকে মিলিয়ে দেয়ার । এতে রুচিতার মায়ের সাথে পাপনের সম্পর্ক আর যোগাযোগটা থেকে যায় ।
পাপনের সাথে আমার দেখা বছর দশেক পর । আমাকে পেয়ে তার উচ্ছাসের শেষ নেই । তিথীর সাথে তখনই ফোনে আলাপ করিয়ে দিলো । ইউনির বন্ধু, যাদের সাথে আমার যোগাযোগ নেই তাদেরকেও ফোন দিলো । একসাথে ঘন্টা দুই আড্ডা দিয়ে ওর অফিস থেকে নামছি ফেরার জন্য । সিএনজিতে উঠার আগ মুহুর্তে পাপনের কাছে জানতে চাইলাম রুচিতার মায়ের সাথে তার যোগাযোগ আছে কিনা । পাপন একটা উদ্দেশ্যপূর্ণ হাসি দিয়ে বললো, 'শ্বাশুড়ীর কথা এখনও মনে আছে তাহলে ?' আমি বললাম, ফাজলামী রাখ, যোগাযোগ থাকলে বল ।' পাপন বললো, 'হ্যাঁ, সপ্তাহ খানেক আগে ফোনে কথা হয়েছে । রুচিতা আর তার মা আগামী মাসে দেশে আসবে । আমি চিটাগাং আছি শুনে উনিও বললেন চিটাগাং আসবেন ।'
পাপনের শেষ কথাগুলো আমি যেন ঠিকমতো শুনতে পাচ্ছিনা, সাগরের ঢেউয়ের গর্জন আছড়ে পড়ছে আমার কানে । আর কথা না বাড়িয়ে পাপনের কাছ থেকে বিদায় নিয়ে কোন রকম সিএনজিতে উঠে বসলাম । সেই ঝিরঝিরে ঠান্ডা বাতাসটা আবার বইতে শুরু করেছে, আর আমিও সমানে ঘেমে যাচ্ছি । সকালে আমি কার সাথে কথা বললাম ? কোন অশরীরি কি রুচিতা সেজে আমার সংগে কথা বলেছে ? নাকি এটা আমার মনের অন্তরালে নীরবে বয়ে চলা রুচিতা দুঃখগাঁথা ? কোন কিছুই ভাবতে পারছিনা । টাইগার পাস পার হবার সময় মনে হচ্ছে দুপাশের পাহাড়ে কালো বোরখা, কালো নেকাব-স্কার্ফ পড়া রুচিতা হিহি করে হাসছে.. । আর হাসির তরঙ্গ সমুদ্রের ঢেউয়ের মতো গর্জন করে ধেয়ে আসছে আমার দিকে ।
************************************
সামুতে লেখা এই জাতীয় আরেকটি গল্প,
কে হায়, হৃদয় খুঁড়ে বেদনা জাগায় :-< :-&
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২২
মামুন রশিদ বলেছেন: ভালোলাগার জন্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ ভাই ।
২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭
একজন আরমান বলেছেন:
হায়রে রুচিতা সুন্দরী এই ছিল তোমার মনে?
অল্প টাকা দেইখা চইলা গেলা, মনটা দেখলা না। জুরিখের চাইতে চিটাগং কি খুব খারাপ ছিল?
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৭
মামুন রশিদ বলেছেন: একজন আরমান বলেছেন:
হায়রে রুচিতা সুন্দরী এই ছিল তোমার মনে?
সাধু সাবধান
৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো লাগলো ।
ছদ্ম নাম দেয়ার প্রয়োজন ছিল না,আমরা ঠিকই বুঝছি
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৯
মামুন রশিদ বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো লাগলো ।
ছদ্ম নাম দেয়ার প্রয়োজন ছিল না,আমরা ঠিকই বুঝছি
মন্ত্রী না বুঝলে দেশ চলবে কি করে ?
৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬
আশিক মাসুম বলেছেন: একজন আরমান বলেছেন:
হায়রে রুচিতা সুন্দরী এই ছিল তোমার মনে?
অল্প টাকা দেইখা চইলা গেলা, মনটা দেখলা না। জুরিখের চাইতে চিটাগং কি খুব খারাপ ছিল? / /
/
হাহাহা
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৯
মামুন রশিদ বলেছেন: ভাই, আপনিও সাবধান থাইকেন
৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় বাঁধনহারা ।
৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৭
তারছেড়া লিমন বলেছেন: অনেক ভাল লাগল ভাই.................
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩১
মামুন রশিদ বলেছেন: আপনাদের ভালো লাগাই লেখার স্বার্থকতা । ভালো থাকবেন ।
৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৮
সোনালী ডানার চিল বলেছেন:
খুব চমৎকার!!
একরাশ ভালোলাগা রেখে গেলাম।
শুভকামনা.................
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৩
মামুন রশিদ বলেছেন: একরাশ ভালোলাগা পেয়ে আপ্লুত বোধ করছি ।
আপনার জন্যেও শুভ কামনা ।
৮| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার সাবলীল লেখনী আমার সবসময় চমৎকার লাগে।
বেশ প্রাঞ্জল।
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৪
মামুন রশিদ বলেছেন: জাদীদ ভাইয়ের কমপ্লিমেন্টস পাওয়া আমার জন্য সব সময়ই আনন্দের ।
৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ছিমছাম সুন্দর গল্প! আর আমি যেহেতু অনেক বছর চট্টগ্রামে থেকেছি তাই আপনি যখন চকবাজার বা আগ্রাবাদের কথা লিখলেন, তখন মূহুর্তেই যেন ওখানে চলে গেলাম!
ভালো লেগেছে, আপনার সাবলীল উপস্থাপণা +
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬
মামুন রশিদ বলেছেন: আমি আগে খুব একটা চট্টগ্রাম যাইনি । এখন পেশাগত কারনে প্রতি মাসেই যেতে হয় । ভালোবেসে ফেলেছি এই শহরটাকে ।
আপনার ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ ।
১০| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪০
সানড্যান্স বলেছেন: ঝিরিঝিরি অনুভুতি।
বন্ধুর প্রেমিকার দিকে হাত বাড়ায় এমন মানুষের চামড়া খুলে জুতা বানানো উচিত।
এক শ্রেনীর গুটিবাজ দেখছি জীবনে, আপনের প্রেমিকার কাছে নিপাট ভদ্র সাইজা আপনার নামে গুটি লাগাইব, বাদ দেন মন খারাপ কইরেন না, বেটার লাক নেক্সট টাইম!
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১০
মামুন রশিদ বলেছেন: সানড্যান্স বলেছেন: ঝিরিঝিরি অনুভুতি।
বন্ধুর প্রেমিকার দিকে হাত বাড়ায় এমন মানুষের চামড়া খুলে জুতা বানানো উচিত।
এক শ্রেনীর গুটিবাজ দেখছি জীবনে, আপনের প্রেমিকার কাছে নিপাট ভদ্র সাইজা আপনার নামে গুটি লাগাইব, বাদ দেন মন খারাপ কইরেন না, বেটার লাক নেক্সট টাইম!
আমার বলার কিছু ছিলোনা, এখনো নাই
১১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৯
একজন আরমান বলেছেন:
নাহ মাইয়া মানুষরে আর বিশ্বাস নাই।
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২
মামুন রশিদ বলেছেন: আরমান ভাইয়া, এতো তাড়াতাড়ি হতাশ হলে চলপে কেমনে
আগে দু'চারটা বাঁধনে জড়িয়ে মধু পান কর, তাহলে না বুঝবে মধুরেণ সমপায়েতে কত মজা (কত জ্বালা)
১২| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
একজন আরমান বলেছেন:
মধু তো খাইতে ইচ্ছাই করে, কিন্তু বিশ্বাসই তো কাউরে করতে পারি না।
সুস্বাদু খাবার না হলে শুধু পেটই ভরবে, কিন্তু টেস্ট আর লাগবে না।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১
মামুন রশিদ বলেছেন: পুলাপান পার্মানেন্ট সুস্বাদু খাবারের নিশ্চয়তা চায় । আরে দুই/একটা বিস্বাদ খাবার গলদঃকরন না করলে সুস্বাদু খাবারের কদর বুঝবা কেমনে ?
১৩| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
জাকারিয়া মুবিন বলেছেন: সিম্পলি খুব ভাল্লাগছে।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মুবিন
১৪| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
হাসান মাহবুব বলেছেন: প্রকাশ করা হয়েছে: জীবন থেকে নেয়া বিভাগে।
আসলেই এরকম কিছু ঘটসিলো নাকি!
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৫
মামুন রশিদ বলেছেন: হা-মা ভাই@ এইডা কুনু কথা হইলো বস !! আপ্নে এইভাবে এস্কেইপ করে যেতে পারলেন
গল্প নিয়া আপ্নে দু-চারটা কথা না বললে উন্নতি করবো কিভাবে ?
'জীবন থেকে নেয়া' আমার গল্প লেখার বিভাগ । এখানে আমার জীবন থেকে নেয়া এবং আমার দেখা বা শুনা অন্যের জীবন থেকে নেয়া কাহিনীগুলোকে গল্পের আকারে পরিবেশন করা হয় । আর স্বীকার করতে কুন্ঠা নেই, এখন পর্যন্ত যে দু-চারটা লেখার সাহস করেছি, সবগুলোতেই আপনার অনুপ্রেরনা আর প্রনোদনায় উৎসাহিত হয়েছি ।
ভালো থাকবেন হাসান মাহবুব ভাই
১৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩১
রেজোওয়ানা বলেছেন: গ্রেইট!!
দারুন গল্প!
আমার প্যারানরমাল গল্প পড়তে খুব ভাল লাগে।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
মামুন রশিদ বলেছেন: থ্যান্কস রেজোওয়ানা
'প্যারানরমাল গল্প' টার্ম টা শুনতে খুব ভালো লাগলো । হয়তো এই টার্মের অর্থটাও খুব সুন্দর কিছু একটা হবে । আমি এখনো অতো কিছু জানিনা । কোনদিন গল্প লিখবো এটাও ভাবিনি । ব্লগে আসার পর 'হাসান মাহবুব' ভাইয়ের গল্প পড়তে পড়তে মনে হলো, দেখিনা আমিও কিছু লিখতে পারি কিনা । 'হা-মা ভাইয়ের স্টাইল-ভাষা-ফর্ম-থিম-ট্যুইস্ট অনেক উঁচু মানের, তাই ঐদিকে না হেটে মাঝে মাঝে নিজের মতো সহজ-সরল করে কিছু একটা লিখার চেষ্টা করি, এইগুলো আদৌ গল্প হয়ে উঠে কিনা, আমি জানিনা ।
১৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই আমি একজন ভাল পাঠক হিসেবে শুধু বলব আমি অনেক লেখা পড়েছি তবে আপনার লেখার গাঁথুনি সত্যি অসাধারন।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৯
মামুন রশিদ বলেছেন: কান্ডারী ভাই@, ব্লগে বিষয় বৈচিত্র আর গভীরতার জন্য যে কয়েকজনের লেখা পড়ে আনন্দিত হই তাদের মধ্যে আপনি একজন । তাই আপনার কোন প্রশংসা নিঃসন্দেহে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
গাঁথুনির পাশাপাশি গল্প কেমন হয়েছে জানাবেন ।
১৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
মাক্স বলেছেন: ভালো লাগলো জীবন থেকে নেয়া কাহিনী।
৮ম প্লাস!
গল্পের শেষে এসে টাশ্কিত হৈয়াছি! লেখার বিষয়ে কি বলব। বরাবরের মতই সাবলিল বর্ণনা ভাল্লাগসে।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪২
মামুন রশিদ বলেছেন: জীবন থেকে নেয়া কাহিনী ভালো লাগার জন্য স্যারকে ম্যালা ধন্যবাদ ।
কাহিনী আমরা জীবন থেকেই (নিজের জীবন বা অন্য কারো জীবন) ধার নেই । তবে আপনি জানেন একজন গল্পকার কখনোই শুধু কাহিনীকার নন । জীবন থেকে নেয়া কাহিনীটুকু সংশ্লেষন-বিশ্লেষন, সংযোজন-বিযোজন, মডিফিকেশন-ইনোভেশন প্রক্রিয়ার ভিতর দিয়ে চালিত হওয়ায়, সেটা আর লেখকের ব্যক্তিগত ঘটনা থাকেনা । একটা সার্বজনীন অভিজ্ঞতায় রুপ নেয় ।
গল্পের শেষে স্যারকে টাশ্কিত করতে পারায় কিন্চিত চিত্ত চান্চল্য বোধ করছি
১৮| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০০
মাক্স বলেছেন: এই প্রথম আমার মনে হৈসে মন্তব্যের জবাবেও প্লাস বাটন রাখা উচিত ছিল!
মাঝে মাঝে এসে আপনার মন্তব্যটা পড়ে যাব। ভালো থাকবেন ভাই।
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২
মামুন রশিদ বলেছেন: কিছু কিছু মন্তব্যের জবাবে লিখতে হয়,
'লা জবাব'
১৯| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১
মেঘরোদ্দুর বলেছেন: লেখাটি পড়ার সময় পুরো পরিবেশের সাথে মিশে যেতে পেরেছি। সব লেখা পড়ে এমনটা হয়না। যেমন হয় সুনীল কিম্বা সমরেশ পড়লে।
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২
মামুন রশিদ বলেছেন: যুঁথী আপু@, আপনিতো আমাকে ওপাড়ে পাঠানোর মতলব করছেন :-&
আপনি বাংলা সাহিত্যের মহাজনদের সাথে এই নাদান আমার নাম নিয়েছেন, এখন আমি আকাশে ডানা মেলে উড়ছি । খানিক বাদেই ধপাস করে যখন মাটিতে পড়বো, এপাড়ে আমার আর কোন প্রয়োজন থাকবেনা ।
প্লীজ আপু, বলেন আমার এখন হি হবে ? :#>
২০| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪
নেক্সাস বলেছেন: জীবনটা বোধহয় এমনি।
যা কিছু শুরু তা কিছু শেষ হয়না
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
মামুন রশিদ বলেছেন: নেক্সাস বলেছেন: জীবনটা বোধহয় এমনি।
যা কিছু শুরু তা কিছু শেষ হয়না
২১| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
মেহেরুন বলেছেন: দারুন
কিছু পোড়া দেহ ... কিছু জীবনের অর্থহীন সমাপ্তি
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
ভাইজানের ব্লগেও ঘুরে এসেছি
২২| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
ভিয়েনাস বলেছেন: গল্প সাবলিল সুন্দর হয়েছে।
ভাইজান দু:খ নিয়েন না জীবনের গল্পগুলো তো বেশিরভাগ সময় এমনি হয় এমনি
একজন আরমান বলেছেন: অল্প টাকা দেইখা চইলা গেলা, মনটা দেখলা না। জুরিখের চাইতে চিটাগং কি খুব খারাপ ছিল?
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৭
মামুন রশিদ বলেছেন: ভাইজান, এইডা ( ) দুঃখের ঈমো হইলো কবে থাইকা
এই যে এইডা হইলো দুঃখের ঈমো
কমপ্লিমেন্টস এর জন্য অনেক ধন্যবাদ কবি ভিয়েনাস ।
২৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৫
ধানি মরিচ বলেছেন: মেঘরোদ্দুর বলেছেন: লেখাটি পড়ার সময় পুরো পরিবেশের সাথে মিশে যেতে পেরেছি। সব লেখা পড়ে এমনটা হয়না। যেমন হয় সুনীল কিম্বা সমরেশ পড়লে।
এই জাতীয় একটা মন্তব্য আমিও যে করতে চেয়েছিলাম.. যাই হোক, পাপন যখন মাহমুদকে বললেন কিছুদিন পর রুচিতা আসবে তখন আক্ষরিক অর্থেই আমার গায়ের লোম দন্ডায়মান.. কিভাবে পারেন এত ভাল লিখতে?
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ । আপনার নিক এবং প্রোপিক খুবই সুন্দর (নাকি খুবই ঝাল)
আমি এই মরিচ খেতে পারিনা । তবে প্রতি শুক্রবার সকালে নাগা মরিচের (বোম্বে মরিচ) আচার দিয়ে ভূনা খিচুরি খাই । ভেরী ভেরী হট
আপনার মনোযোগী পাঠে প্রচুর আনন্দ পেয়েছি
২৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:০১
ভিয়েনাস বলেছেন: ব্রো ( ) এইটা হলো আপনাকে সান্তনা দেওয়ার ইমো
২১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৩
মামুন রশিদ বলেছেন:
২৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: গপ পড়ে ভালা লাগছে
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
মামুন রশিদ বলেছেন: আপনাকে ধইন্না
২৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
ইনকগনিটো বলেছেন: গল্পের পরে আরও একটা গল্প থাকলে খারাপ হইতো না।
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯
মামুন রশিদ বলেছেন: হাঃহাঃহাঃ
ঠিক আছে বস, আপনি বললে লিখে ফেলবো
২৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:০২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: মামুন ভাই ঘটনা সত্যি নাকি???
এককথায় চমৎকার লাগলো।
অন্যদের কমেন্টগুলো পড়ে আরো মজা পেলাম। মিশ্র অনুভূতি, মিশ্র কমেন্ট!!
আচ্ছা মানুষের জীবনে এমন করে ঘটে নাকি?? অবাক হইলাম।
ভালো লাগা জানিয়ে গেলাম।
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
মামুন রশিদ বলেছেন: মানুষের জীবনে এমন করে ঘটে কিনা জানিনা, তবে গল্পের মানুষদের ক্ষেত্রে এটা ঘটা সম্ভব ।
গণ্ডমূর্খের ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে
২৮| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪
একজন আরমান বলেছেন:
এইটা অবশ্য ঠিক ই বলছেন।
তা এখন খাবারের খোঁজ করতে হবে মনে হচ্ছে।
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯
মামুন রশিদ বলেছেন: আরমান ভাইয়া, কোনটা যে ঠিক বলেছি মনে করতে পারছিনা
টিউবলাইট মার্কা এই ভাইটিকে বুঝিয়ে বললে হয়ত বুঝতে পারবো
২৯| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮
একজন আরমান বলেছেন:
উহু।
আর বলা যাবে না।
সামহাজদারকে লিয়ে ইসারা হি কাফি হে।
আর আমি জানি আপনি বুঝেছেন।
দুস্টু বড় ভাই।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭
মামুন রশিদ বলেছেন:
৩০| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
বোকামন বলেছেন: চমৎকার উপস্থাপন !
ভালো লেগেছে ....
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান
৩১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৩০
নিয়েল ( হিমু ) বলেছেন:
তোমার সাথে দেখা হবে এই আশায় চোখ দুটো এখনো খোলা রেখেছি বুকে গিয়ে লাগার মত কথা........ আর কিছু বল্লাম না পরে না আবার খুচা টুচা দেন
এইটা গল্প ?
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪
মামুন রশিদ বলেছেন: ক্যান পছন্দ হয় নাই ??
ঠিক আছে হিমুর জন্য একটা টিনেজ গল্প লিখে দিমুনে
৩২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৩
মেহেদী হাসান মানিক বলেছেন: আরেকবার পড়তে অইব
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৬
মামুন রশিদ বলেছেন: হাঃহাঃহাঃ পইড়েন
অট: তোমার বাস কোথা যে পথিক ?
(উত্তর চিটাগাং হইলে আমিও আছি সপ্তাহখানেক)
৩৩| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪
ফারজানা শিরিন বলেছেন: আরমান ভাইয়া নিরবে সরে আসছে কে ??? ঃ@
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
মামুন রশিদ বলেছেন: @আরমান ভাইয়া..
৩৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০
বটবৃক্ষ~ বলেছেন: তোমার সাথে দেখা হবে এই আশায় চোখ দুটো এখনো খোলা রেখেছি .....
শেষাংসে এসে আসলেই কিসুটা টাশকিত!!
+++
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
মামুন রশিদ বলেছেন: তাহলে কিসুটা টাশকিত করতে পেরেছি
৩৫| ২২ শে মে, ২০১৩ রাত ৮:২১
লেজকাটা বান্দর বলেছেন: মজা পাইলাম, ব্যাখ্যা পাইলাম না।
৩০ শে মে, ২০১৩ রাত ৮:২৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
হ্যালো ইফেক্ট ফ্রম হ্যালুসিনেশন ।
দি হেলো ইফেক্ট, কোন রহস্যপূর্ণ ঘটনার সংস্পর্শে আসার পর ব্যক্তির মনোজগতে পড়া প্রভাব ।
ভ্রাতা, এইবার নিশ্চয়ই ক্লিয়ার
৩৬| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:১১
প্রোফেসর শঙ্কু বলেছেন: অসম্ভব ভালো লাগল, প্রিয় মামুন রশিদ।
লিখুন আরও।
৩০ শে মে, ২০১৩ রাত ৮:৩৫
মামুন রশিদ বলেছেন: পুরানো লেখা খোজে পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
প্রোফেসর শন্কু'র কমপ্লিমেন্টে মন ভরে গেলো । দেখি, মাহমুদ-রুচিতা কে আর একটা গল্প লিখে ট্রিলজি টা পূর্ন করে ফেলা যায় কি না ।
৩৭| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯
নাভিদ কায়সার রায়ান বলেছেন: লেখাটা পড়া শেষে মনে একটা প্রশ্ন আসলো, " কি হইল এটা?"
দি হেলো ইফেক্ট, কোন রহস্যপূর্ণ ঘটনার সংস্পর্শে আসার পর ব্যক্তির মনোজগতে পড়া প্রভাব । ;
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯
মামুন রশিদ বলেছেন: মনোযোগী পাঠে কৃতজ্ঞতা ।
৩৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯
তাসজিদ বলেছেন: আসলে প্রেম ও নারী এক অদ্ভুত জিনিস।
বেটার ওপশান পেলে নারীদের প্রেমকে লাথি মারতে এক মুহূর্ত সময় লাগে না।
যথারীতি দারুণ। চালিয়ে যায়।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ তাসজিদ ।
৩৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৬
ইলুসন বলেছেন: চমৎকার। এরকমভাবে শেষ হবে আশা করিনি। শেষটা অন্যরকম ভাল লেগেছে।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ইলুসন
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: গল্পটি বেশ ভাল লাগলো ভাই! +++++