![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত জানুয়ারীতে নিজ প্রতিষ্টানে বানিজ্য ব্যবস্থাপকের দায়িত্ব নেয়ার পর থেকেই দেশের পূর্বাংশ অর্থাৎ বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী আর চট্টগ্রামে নিয়মিত ট্যুর করতে হয় । এদের মাঝে চট্টগ্রাম যেতেই বেশি ভালো লাগে । অনবদ্য ভূপ্রকৃতি, সাগর-পাহাড়, ভাষা এবং সাংস্কৃতিক বৈচিত্রই যার মুল কারন । আমার নিজের শহর সিলেটের সাথে চট্টগ্রামের বেশ সাদৃশ্য আছে, তবে সবচেয়ে বড় মিল মনে হয় আতপ চাল । সিলেটীদের মতো চাঁটগাইয়ারাও আতপ চালের ভাত খায়, যা আমার কাছে বিরাট স্বস্তির কারন ।
এই মাসে দ্বিতীয় বারের মতো চট্টগ্রামে বানিজ্য ভ্রমনে এসে আজকে স্বাধীনতা দিবসের ছুটির দিনে কি করা যায় ভেবে পাচ্ছিলাম না । আমার জোনাল ম্যানেজার চমৎকার একটা আইডিয়া দিলো । মটর সাইকেল নিয়ে পটিয়া-চন্দনাইশ-দুহাজারী-কেরানীহাট-সাতকানিয়া যাবো । ঐ অন্চলে কাজ করা কলিগদের সাথে দেখা করে তাদের মটিভেটশন-উৎসাহও দেয়া যাবে, আবার ঘুরে বেড়ানোও হবে । তথাস্ত বলে তখনই হোটেল থেকে নেমে গেলাম । দৈনিক পূর্বদেশ পত্রিকার একটা কপি কিনে রওয়ানা হয়ে গেলাম ।
চট্টগ্রাম এলেই 'দৈনিক পূর্বদেশ' নামক পত্রিকাটা পড়ি । কামাল লোহানীর সম্পাদনায় আট পৃষ্টার এই স্থানীয় দৈনিকের মুল্য মাত্র তিন টাকা, কিন্তু অসম্ভব ভালো রিপোর্ট আর ঝকঝকে ছাপায় নিঃসন্দেহে অনেক জাতীয় পত্রিকার সাথে চেয়েও ভালো মানের । আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে বারো পৃষ্টার বিশেষ সংখ্যা বেরিয়েছে । মটর সাইকেল ট্যুরে একেকটা গন্তব্যে পৌছাচ্ছি, আর কলিগদের সাথে গল্প-আলোচনার ফাঁকে পত্রিকাটি পড়ছি । স্বাধীনতা দিবস সংখ্যার একটা রিপোর্ট আর একটা কবিতা পড়ার পর কিছুতেই মাথা থেকে সড়াতে পারছিনা । তাই ১৫০ কিলোমিটার মটর সাইকেল জার্নী শেষ করে এসেই বসে গেলাম, আপনাদের সাথে শেয়ার করার জন্য ।
একজন জাতিসংঘের দূত আর অন্যজন ?
মুক্তিযুদ্ধের আগুনে পোড়া চট্টগ্রামের খুকি দেবী, আর ভিয়েতনামের কিম ফুক ।
(রিপোর্টার: দেবদুলাল ভৌমিক)
সত্তরের দশকে পৃথিবীতে দুইটি বড় মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিলো । একটি ভিয়েতনাম যুদ্ধ । অন্যটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ । দুই যুদ্ধে দুই দেশের দুই কন্যাশিশু শত্রুপক্ষের আগুনে পুড়ে যায় । পরবর্তীকালে নিজ নিজ স্বাধীন দেশে ঐ দুইশিশু কীভাবে বেড়ে উঠেছিলেন, তারই একটা তুলনামূলক চিত্র উপস্থাপন করা হল এ প্রতিবেদনে ।
ভিয়েতনাম যুদ্ধে আগুনে পুড়ে গিয়েছিল ছোট্ট শিশু কিম ফুক । দুনিয়ার সবচেয়ে ভালো হাসপাতালের নিবিড় চিকিৎসায় সুস্থ হয়ে উঠে কিম । বিশেষ তদারকিতে আধুনিক শিক্ষা-দীক্ষা নিয়ে শিশুটি বড় হয় । তারপর সংসারও হয়েছে তার । স্পট লাইটিংয়ের আলোর ঝলকে আগুনে পোড়া সেই শিশুটি এখন জাতিসংঘের শান্তির দূত । অপরদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকবাহিনীর দোসরদের দেয়া আগুনে ঝলসে গিয়েছিলো খুকী দেবী । এখনো পোড়ার চিহ্ন দগদগ করছে শরীরে, কোন চিকিৎসা হয়নি । লেখাপড়াও নয় । সংসারও হয়নি । সবার দৃষ্টির আড়ালে থেকে মুক্তিযুদ্ধের আগুনে পোড়া সেই শিশুটি দুর্বিসহ জীবন অতিক্রম করে পৌঢ়ত্ব পেরিয়ে এখন মৃত্যুর প্রহর গুনছেন ।
কিম ফুক: ১৯৭২ সালের ৮ জুন দক্ষিন ভিয়েতনামের একটি গ্রাম ট্রাং ব্যাং দখল করে নেয় ভিয়েতনামের স্বাধীনতাকামী সৈনিকেরা । শত্রুপক্ষ এই খবর পেয়ে ঝাঁকে ঝাঁকে বোমাবর্ষন করতে থাকে ঐ গ্রামে । অসংখ্য মানুষ মারা যায়, বাড়িঘরে আগুন ধরে যায় আর জীবিতরা ভয়ে পালাতে থাকে । সে সময় এপি'র সাংবাদিক নিক পলায়নরত মানুষদের মাঝে বোমার আঘাতে ঝলসে যাওয়া দশ বছরের একটা শিশুকে দেখতে পান, নাম কিম ফুক । সাংবাদিক নিক মেয়েটিকে হাসপাতালে পৌছে দিলেন, সেখানকার চাইল্ড প্লাস্টিক সার্জারী হাসপাতালে তার সতেরোবার অস্ত্রোপচার হয়েছিলো ।
খুকি দেবী: উত্তাল একাত্তরের ৩১ মার্চ, পাকবাহিনীর সহযোগীতায় সশস্ত্র বিহারীরা চট্টগ্রামের হালিশহরের নাথপাড়ায় আক্রমন চালিয়ে ৪০ জন ইপিআর সদস্য আর ৩৯জন সাধারন মানুষকে হত্যা করে । সেই নির্মম আক্রমনে খুকীদেবীর দুই ভাই, বাবা আর দাদু মারা যান । হত্যাকান্ডের পর বিহারীরা ঘরে আগুন লাগিয়ে দিলে অষ্টম শ্রেনীতে পড়ুয়া খুকীদেবীর শরীর ভয়ংকরভাবে ঝলসে যায় । কোনরকম দৌড়ে পাশের ডোবায় ঝাপিয়ে পড়ে আত্মরক্ষা করেন তিনি । সেই ভয়ংকর স্মৃতি আর দগ্ধ শরীর নিয়ে আজও একাকি জীবনযাপন করছেন খুকিদেবী ।
কিম ফুক এখন শান্তির দূত: ভিয়েতনাম যুদ্ধের পর সাংবাদিক নিকের তোলা আগুনে পোড়া পলায়নরত কিমের ছবিটি 'পুলিৎজার' পুরষ্কার পায় । কিমের লেখাপড়া এবং চিকিৎসা একসাথে চলতে থাকে । ভিয়েতনাম সরকারের তত্বাবধানে তাকে কিউবা ইউনিভার্সিটিতে ভর্তি করা হয় । সেখানে সহপাঠি বুই হু তোয়ানের সাথে প্রেম, অতপর বিয়ে । এখন কিম দুই সন্তানের মা এবং জাতিসংঘের শুভেচ্ছা দূত ।
আর আমাদের খুকি দেবী: মুক্তিযুদ্ধকালীন নিরাপত্তাহীনতা আর আর্থিক কারনে খুকিদেবীর চিকিৎসা হয়নি, লেখাপড়াও না । অবিবাহিত থেকেছেন । স্বাধীনতার ৪২ বছর পরেও কোন সরকারী-বেসরকারী পর্যায় থেকে সহযোগীতা পাননি তিনি, এমনকি তার ত্যাগের রাস্ট্রীয় স্বীকৃতিটুকুও মেলেনি । নিজের দুঃসহ অবস্থা আর দুইভাই, বাবা আর দাদুকে হারালেও শহীদ পরিবার হিসাবে তালিকাভুক্ত হয়নি খুকিদেবীর পরিবার । সবার সম্মিলিত বা একক কোন উদ্যোগে শান্তির দূত না হোক, শ্রদ্ধাবনত শিরে ন্যূনতম একটি 'স্যালুট' তো আমরা তাকে জানাতে পারতাম ।
(ঈষৎ সংক্ষেপিত)
আজকের 'দৈনিক পূর্বদেশ' পত্রিকায় প্রকাশিত একটি কবিতা ।
পেরেকগুলো
(মাকিদ হায়দার)
পেরেক মারি নিজ কপালে
পেরেক মারি পায়ের নিচে ।
কপালগুনে পেয়েছিলাম
পা দু'খানি ।
হাঁটতে গিয়ে বুঝতে পারি
পায়ের নিচে পেরেক গাঁথা ।
পেয়েছিলাম দু'খানি চোখ
দিয়েছিলেন জগত পিতা ।
এদিক সেদিক দেখেশুনে
নিজের চোখে পেরেক মারি ।
আজ সকালে পাড়ার বুড়ো
আলী হোসেন, দিনের শেষে
বলে গেলেন,
আমরা যারা গিয়েছিলাম
মুক্তিযুদ্ধে,
আসুন তাদের পায়ে পায়ে,
পেরেক মারি, মারতে থাকি
নিজ কপালে পায়ের নিচে
মরচে পড়া মেশিন গানে
আর শ্মশানে মুজিববাণী ।
আসুন সবে মারতে থাকি
নিজ কপালে চোখের মাঝে ।
মরচে পড়া পেরেকগুলো ।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ কবি বাঁধনহারা ।
২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫০
মনিরা সুলতানা বলেছেন: সবার সম্মিলিত বা একক কোন উদ্যোগে শান্তির দূত না হোক, শ্রদ্ধাবনত শিরে ন্যূনতম একটি 'স্যালুট' তো আমরা তাকে জানাতে পারতাম ।
ভাইয়া লেখাটা পড়ে কাঁদলাম ।।
এমন অসংখ্য না জানা খুকি দেবী র জন্য রইল শ্রদ্ধা ।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
মামুন রশিদ বলেছেন: আমাদের অবশ্যই কাঁদা উচিত ।
এমন অসংখ্য না জানা খুকি দেবী র জন্য রইল শ্রদ্ধা ।
৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২
রেজোওয়ানা বলেছেন: কি অসামান্য একটা লেখা!
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ রেজোওয়ানা ।
সত্যই রিপোর্ট টি অসাধারন । একটা রিজিওনাল পত্রিকায় এমন সুন্দর রিপোর্ট দেখে আমি অভিভূত হয়ে গেছি ।
পুরো রিপোর্ট টি আমি দিতে পারিনি । রিপোর্টার খুকিদেবীর সাথে সরাসরি কথা বলেছেন, তারপর ভিয়েতনামের কিম ফুকের সাথে রিলেট করে খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছেন । খুকিদেবীর দুইটি ছবিও ছিলো ঐ রিপোর্টে ।
তার জন্য আমরা কিছুই করতে পারিনি । এটা পড়েও যদি আমরা কাঁদতে পারি ।
৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯
মেহেরুন বলেছেন: Click This Link
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
মামুন রশিদ বলেছেন: পড়ছি । ভালো লাগছে ।
৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: রেজোওয়ানা বলেছেন: কি অসামান্য একটা লেখা!
সবইতো পূর্বদেশ পত্রিকার নিউজ!!
আপনার নিউজ কই??
যাই হোক পত্রিকার লেখাগুলো ভালো পাইলাম।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
মামুন রশিদ বলেছেন: পূর্বদেশ পত্রিকার নিউজের আগে কৌশলে আমার নিউজও দিয়ে দিসি । দেখেন নি ?
রিপোর্ট আর কবিতা দুটোই অসাধারন ।
৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
আশিক মাসুম বলেছেন: ভাল লাগলো।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই ।
৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭
জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার লাগলো।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মুবিন ভাই ।
৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৩
আমিনুর রহমান বলেছেন: শ্রদ্ধাবনত মাথায় স্যালুট খুকি দেবী কে।
আমরা কি কিছুই করতে পারি না এদের মত নাম না জানা আরো খুকি দেবীদের জন্য।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩
মামুন রশিদ বলেছেন: আমরা কিছুই করতে পারিনি । আমাদের অন্তত কাঁদতে পারা উচিত ।
কাঁদো বাঙালী কাঁদো ।
অট: আজকে আপনারে চিটাগাংয়ে খুজছি । সোমবারে আসার কথা ছিলো মনে হয় ।
৯| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমরা কি কিছুই করতে পারি না এদের মত নাম না জানা আরো খুকি দেবীদের জন্য।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১০
মামুন রশিদ বলেছেন: আমরা কিছুই করতে পারিনা । জাতি হিসাবে আমরা এমনই কপালপোড়া, আমরা কাঁদতেও পারিনা ।
কাঁদো বাঙালী কাঁদো ।
১০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এই লজ্জা কার ??
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১১
মামুন রশিদ বলেছেন: এই প্রশ্নটা মুল লেখায় রিপোর্টারও করেছিলেন ।
এই লজ্জা সম্মিলিতভাবে আমাদের ।
১১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অসাধারণ পোষ্ট। চমৎকার সংকলন।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৯
মামুন রশিদ বলেছেন: অসাধারন হইলো ঐ রিপোর্ট । আমি যাস্ট শেয়ার দিসি ভাই ।
শ্রদ্ধাবনত শিরে 'স্যালুট' খুকিদেবী সহ সবাইকে, যাদের আত্মত্যাগে পেয়েছি আমরা স্বাধীনতা ।
১২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
ঘুড্ডির পাইলট বলেছেন:
আমরা কতোটা অপদার্থ তার প্রমান এই খুকি দেবি
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০
মামুন রশিদ বলেছেন: সত্যি ভাই, আমরা একটা অপদার্থ অকৃতজ্ঞ জাতি ।
১৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৩
তারছেড়া লিমন বলেছেন: আসুন সবে মারতে থাকি
নিজ কপালে চোখের মাঝে ।
মরচে পড়া পেরেকগুলো ।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫১
মামুন রশিদ বলেছেন: সত্যিই অসাধারন, কবিতাটিও ।
১৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৭
মাক্স বলেছেন: ৯ম ভালোলাগা!
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৬
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ স্যার ।
১৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:২৮
হাসান মাহবুব বলেছেন: প্রতিবেদনটার সাথে কবিতাটা যুৎসই হয়েছে। অনেক ধন্যবাদ শেয়ারের জন্যে।
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৮
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ হাসান মাহবুব ভাই ।
১৬| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৪
মোহাম্মদ আলমগীর খান বলেছেন:
আপনার ভ্রমণ কাহিনীরে হিংসাই
রিপোর্ট আর কবিতা দুটোই অসাধারন ।
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৯
মামুন রশিদ বলেছেন: হাঃহাঃহাঃ,
ধন্যবাদ ইন্জিনিয়ার ।
১৭| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৩
রুদ্র মানব বলেছেন: চমৎকার পোস্ট। কিন্তু পড়ে মনটা খারাপ হয়ে গেল
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩১
মামুন রশিদ বলেছেন: সত্যিই মন খারাপ হওয়ার মতোই খবর ।
আপনাকে অনেক ধন্যবাদ রুদ্র মানব ।
১৮| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
কাঁদো বাঙালী কাঁদো ।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০০
মামুন রশিদ বলেছেন: কেঁদেও যদি আমরা আমাদের কিছু পাপ মোচন করাতে পারতাম ।
১৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:০২
নিশীপাখি বলেছেন: আন্তর্জাতিক মানের একটি রিপোর্ট হয়েছে।
শেয়ারে ধন্যবাদ
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
মামুন রশিদ বলেছেন: অবশ্যই যেকোন বিচারে এটা খুবই ভালো মানের রিপোর্ট ।
আপনাকেও ধন্যবাদ ।
২০| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪২
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোলাগা ভাইয়া!
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি ।
২১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩
মেহেদী হাসান মানিক বলেছেন: লেখায় ভাল লাগা।
খারাপ লাগল এইরকম আরো অনেককেই আমরা যথাযথ সম্মান দেখাইনি।
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯
মামুন রশিদ বলেছেন: সত্যি ভাই, এইরকম কত শত ত্যাগের কথা আমরা মনে রাখিনি ।
অনেক ধন্যবাদ মানিক ভাই ।
২২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫
নিয়েল ( হিমু ) বলেছেন: মন খারাপ করা বিষয় ।
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১
মামুন রশিদ বলেছেন: হুম, খুবই মন খারাপ করা বিষয় ।
ধন্যবাদ নিয়েল ।
২৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা লেখা মামুন ভাই। মনটা কেমন যেন করছে।
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৫
মামুন রশিদ বলেছেন: সত্যি জাদীদ ভাই, এইরকম কত ত্যাগ আর নিঃশেষে কত প্রাণের আত্মদানে আমরা আমাদের প্রিয় স্বাধীনতা পেয়েছি তা নিজেরাই জানিনা ।
২৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:২১
আমি তুমি আমরা বলেছেন: ভালো লাগল।অনেক অজানা তথ্য জানা হল।
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
২৫| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭
জোহার হুল বলেছেন: ডাক্তার ব্লগ আর ফেবু ধরতে নিষেধ দিসে তাই তোমার লেখা খুব মিসাইতেসি।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
মামুন রশিদ বলেছেন: বাইরের ডাক্তারের কথা তাও ফেলা যায়, কিন্তু ঘরের ডাক্তারের কথা কাভি নেহি
শুধু ব্লগে না, ব্যক্তিজীবনেও মিস করি । শুভকামনা ।
২৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১২
মাসুম আহমদ ১৪ বলেছেন: খুকি দেবীদের জন্য শুধু মন খারপ হয় ! শুধু 'স্যালুট' নয় সত্যি যদি কিছু করার উদ্দো্গ নেন পাশে পাবেন।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৬
মামুন রশিদ বলেছেন: সত্যি শুধু স্যালুট নয়, তাদের জন্য অর্থপূর্ণ কিছু করা উচিত । আর কিছু করার জন্য খুব বেশি টাকাওয়ালাও হওয়ার দরকার নেই । শুধু কিছু শুভ আত্মার শুভ উদ্যোগই যথেষ্ট ।
কিছুদিন আগে আমরা কয়েকজন একজন নিঃস্ব মুক্তিযোদ্ধার জন্য ফেবুতে ক্যাম্পেইন করে প্রায় দু'লাখ টাকা তুলেছি । সেই টাকায় একটা আধপাকা ঘর আর মুদির দোকান করে দিয়েছি ।
এখানে দেখুন
২৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭
মেহেরুন বলেছেন: চমৎকার লাগলো। কেমন আছেন ভাইয়া??? +++
সময় পেলে ঘুরে আসুন Click This Link
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপু ।
২৮| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১১
রোকেয়া ইসলাম বলেছেন: অসাধারন একটা পোস্ট।
খুব ভালো লাগলো। ভিন্ন স্বাদের এবং সুন্দর লেখায় অনেক ভালো লাগা রেখে গেলাম।
শুভেচ্ছা জানবেন।
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু ।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা । ভালো থাকুন সব সময় ।
২৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮
রোকেয়া ইসলাম বলেছেন: শুভ নববর্ষ............।
ভালো কাটুক ১৪২০ সালের প্রতিটি খন।
অনেক অনেক শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১০
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু
আপনার জন্যেও শুভকামনা নিরন্তর । শুভ নববর্ষ ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল।অনেক অজানা তথ্য জানা হল।
শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
++++++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!