নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে ।

মামুন রশিদ

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগ...

মামুন রশিদ › বিস্তারিত পোস্টঃ

দোহাই তোদের, একটুকু চুপ কর । ভালবাসিবারে দে আমারে অবসর :| ;)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩

'অমিট রয়' কে 'লুল' কহিবো সেই স্পর্ধা আমার নাই । 'অমিত-লাবণ্য' বাঙালী প্রেম পিয়াসী সকলের চির আরাধ্য জুটি । তাই এখানে 'লুল' মানে শুধুই প্রেম । কলকল রবে বয়ে যাওয়া ঝর্ণার স্বচ্ছ জলে উদ্ভাসিত প্রেম । হৃদয় হতে উৎসরিত উৎস জলের উচ্ছলতার প্রেম । তৎকালীন অনেক লেখকই ইংগীত করিতেন 'রবিকবি' তেমন আধুনিক নন । সারাজীবন কাঠগড়ায় যুয্যমান অভিযোগের একটাই মোক্ষম জবাব দিয়েছিলেন 'কবিগুরু', তার শেষ বয়সে । আর সেটাই 'শেষের কবিতা' । আর সেদিন থেকেই বুঝি বাঙালী প্রেমিক-প্রেমিকার সাথে কবিতা বেঁধে নিলো এক অন্তহীন বন্ধনহীন পথচলা ।



ঘটনার শুরু কিন্তু পুরাই সিনেমাটিক !! শিলংয়ের পাহাড়ে আঁকাবাঁকা রাস্তায় মোটরে মোটরে ধাক্কা । গাড়ি দুটো গড়িয়ে পড়তে পড়তে পাহাড়ের কিনারায় হঠাৎ থেমে যাওয়া । আকস্মিক ধাক্কা সামলিয়ে দুজনেই নামলেন গাড়ি থেকে, অমিত আর লাবণ্য । কোথায় কি পরস্পরকে ধোলাই দিবে, তা নয় ! দুজনে জপছে 'মেরে লিয়ে, মেরে লিয়ে' না না না, আমারই দোষ !! আর অমিত তো পুরাই কেষ্ট ঠাকুর, লাবণ্য কে দেখেই তার কবিতার রস চুয়ে চুয়ে পড়তে থাকে, "এ যেন অম্বুরি তামাকের হালকা ধোঁয়া, জলের ভিতর দিয়ে পাক খেয়ে আসছে- নিকোটিনের ঝাঁজ নেই, আছে গোলাপ জলের স্নিগ্ধ গন্ধ" । :| ;)

আহা হা হা, তারপরেই শুরু হলো দুজনের রোমান্টিক পথ চলা,



"পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি

আমরা দুজন চলতি হাওয়ার পন্থী

রঙিন নিমেষ ধুলার দুলাল

পরাণে ছড়ায় আবীর গুলাল,

ওড়না ওড়ায় বর্ষার মেঘে

দিগঙ্গনার নৃত্য ;

হঠাৎ আলোর ঝলকানি লেগে

ঝলমল করে চিত্ত" ।



শুরু হলো শিলং মালভূমির পাহাড়ি বাঁকে ঝর্ণার ফাঁকে দুজনের কাটুস কুটুস আলাপন । অমিত ইংরেজ কবি ডন'র সুবিখ্যাত দুই লাইনকে নিজের বলেই চালিয়ে দিলে,



"For God sake, hold your tongue

and let me love"



"দোহাই তোদের, একটুকু চুপ কর ।

ভালোবাসিবারে দে আমারে অবসর ।"



অবিরত জল ঝরে চপল ঝর্ণায় । অবিরত কথা ঝরে অমিত-লাবণ্য দুজনায় । লাবণ্য হয় 'বন্যা' আর অমিত হয় 'মিতা' । ঝরণার মতো জীবন স্রোতে শুধু চলা নয়, চলার সাথেই কলকল রবে কথা বলা । শুধু কথা বলা নয়, সামনে বসে দুজন দুজনকে 'পত্র' লেখা । অমিত লিখলে,



"Blow gently over my garden

Wind of the southern sea

In the hour my love cometh

And calleth me.."



"চুমিয়া যেও তুমি

আমার বনভূমি

দখিন সাগরের সমীরন,

যে শুভখনে মম

আসিবে প্রিয়তম

ডাকিবে নাম ধরে অকারন" ।



আর লাবণ্য লিখে দিলে,



"মিতা, ত্বমসি মম জীবনং, ত্বমসি মম ভূষণং,

ত্বমসি মম ভবজলধিরত্নম"




দুজনার পত্র দুজনে পড়ে দুজনেই বিষম আশ্চর্য হলে । অমিত লিখেছে মেয়ের মুখের কথা আর লাবণ্য লিখেছে পুরুষের । তবু যেন কিছুই অসংগত হয়নি । শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, যখন জ্বলে তখন আগুনের চেহারাটা একই । :| ;)



অত:পর ঠিক হয়ে গেল, আসছে অঘ্রাণে তাহাদের বিয়ে । শীঘ্র মিলনের কল্পনায় তারা হারিয়ে যায় । মধু মিলনের বর্ণে-ছন্দে-গন্ধে তারা রঙ ছড়ায় । লাবণ্য হবু বরের কাছে চুপিচুপি জানতে চায়, " 'মিলনের আর্ট' তোমার মনে কি রকম আছে বুঝিয়ে দাও, আজই আমার প্রথম পাঠ শুরু হোক" । অমিত তার 'মিলনের আর্ট' শিষ্যাকে বুঝিয়ে বলে, "ইচ্ছাকৃত বাধা দিয়েই কবি ছন্দের সৃষ্টি করে । 'মিলন' কেও সুন্দর করতে হয় ইচ্ছেকৃত বাধায়"

(লুল পাঠক-পাঠিকা, শিখে নাও শিখে নাও ;) :P )



ইতিমধ্যে শিলং মালভূমে 'ভিলেনী'দের আবির্ভাব, অমিতের ন্যাকা বোন 'সিসি' আর তার ততোধিক ন্যাকা বন্ধু 'কেটি' (কেতকি) । প্যারাডাইস লস্ট, স্বর্গ হতে বিদায়ের শুরু । এই দুটি মেয়ে পুরো নাড়িয়ে দিলো অমিত-লাবণ্যের প্রেম-বন্ধন । সিসি তার দাদার জন্য আগেই কেতকী কে পছন্দ করে রেখেছিলো, যদিও অমিত নিমরাজি ছিলো । সিসি-কেটি দড়ি ধরে দিলো টান, অমিত-লাবণ্য প্রেম হলো খান খান ;) অবস্থা বেগতিক দেখে মহান প্রেমিক অমিত বাবু পল্টি খাইলেন । সিচুয়েশন সুবিধের নয় দেখে লাবণ্যেরও পুরানো প্রেমিক 'শোভনলাল' এর কথা মনে পড়িতে সময় লাগিলোনা । :| ;)



অমিত-লাবণ্য দুজনেই স্বেচ্ছায় এ্যারেন্জড ব্রেক-আপে সম্মত হইলো । কিন্তু শেষ হয়েও যেন তার হয়না শেষ, কারণ 'শেষের কবিতা' খানি এখনো লেখা বাকী আছে যে ! তাই লাবণ্য অবশেষে অমিত কে লিখলে,



"কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও ?

তারি রথ নিত্যই উধাও... ।

...........

ফিরিবার পথ নাহি

দুর হতে যদি দেখ চাহি

পারিবেনা চিনিতে আমায়

হে বন্ধু, বিদায় ।

............

মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন

ভার তার না রহিবে, না রহিবে দায়

হে বন্ধু, বিদায় ।

.............।

হে ঐশ্বর্যবান

তোমারে যা দিয়াছিনু সে তোমারি দান

গ্রহন করেছ যত ঋণি তত করেছ আমায়

হে বন্ধু, বিদায় ।"



একটা মহৎ প্রেমের মিউচুয়াল ব্রেক-আপ এইভাবেই হইলো । অত:পর মহান ত্যাগী প্রেমিক 'অমিত' কেতকীকে বিয়ের পর আত্মপোলব্ধি করিলেন, "একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিলুম আমার ওড়ার আকাশ । আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা, ডানা গুটিয়ে বসেছি । কিন্তু আমার আকাশও রইলো" । :| ;)



প্রিয় পাঠক-পাঠিকা, 'লুল' পোড়ার গন্ধ পাওয়া যায় ?? আপনাদের নাসিকারন্ধ্রে এখনো উহা না পৌছালে অমিত বাবুর স্বগতোক্তি পাঠ করিয়া দেখুন,



"কেতু হলো ঘড়ায় তোলা জল- প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব । আর লাবণ্যের সংগে আমার যে ভালোবাসা, সে হইলো দিঘী । সে ঘরে আনবার নয়, আমার মন তাতে নিত্য সাঁতার দেবে" । :| ;)



অতএব, হে বাঙালী লুল প্রেমিক প্রবর, যার কাছে যা কিছু আছে তা নিয়ে ঝাপিয়ে পড়ো প্রেমের ময়দানে । বীরবিক্রমে জয় করো জিএফের হৃদয় । তার পর গুডি বয়ের মতো এ্যারেন্জড ম্যারেজে আবদ্ধ হও । তাহলে চুকচুক করে খাবার জন্য ঘড়ার জলও পাইবে, আবার জিএফের দিঘীতে আজীবন 'ডুবসাঁতার'ও কাটিতে পারিবে । ;) B-) :P



**********************************



আরো কিছু "লুলমর্টেম",



বাংলা সাহিত্যের চিরায়ত 'লুল' নায়কেরা : 'কুবের মাঝি' পর্ব । ;) :P



বাংলা সাহিত্যের চিরায়ত লুল নায়কেরা : শ্রীকান্ত-দেবদাস পর্ব । ;) :P



************************************



উৎসর্গ : ঘুম কাড়ানিয়া স্বপ্ন দেখা আর স্বপ্নের কারিগর 'ব্লগার' দম্পতি 'একটু স্বপ্ন ' ভাই আর 'মেঘরোদ্দুর ' আপু ।

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে :) :)

মন্তব্য ৮৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল। 'শেষের কবিতা' আবার পড়তে হবে।

"For God sake, hold your tongue
and let me love" ;)

একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিলুম আমার ওড়ার আকাশ । আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা, ডানা গুটিয়ে বসেছি । কিন্তু আমার আকাশও রইলো" :|

শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ স্বর্ণাপু ।


ক্লাস নাইনে উঠে নতুন বই কিনতে এসে 'শেষের কবিতা' বইটি কিনেছিলাম । তার পর থেকেই লাবণ্যের প্রেমে হাবুডুবু খাচ্ছি আজ অবধি, ২৬ বছর ধরে ;)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

মামুন রশিদ বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪

আয়না বাবা০০৭ বলেছেন: আমার পছন্দ.......

হে ঐশ্বর্যবান
তোমারে যা দিয়াছিনু সে তোমারি দান
গ্রহন করেছ যত ঋনি তত করেছ আমায়
হে বন্ধু, বিদায় ।"

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১

মামুন রশিদ বলেছেন: ঐ লাইন গুলি আমারও পছন্দ ;)



অনেক ধন্যবাদ আয়না বাবা০০৭ ।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: দোহাই তোদের, একটুকু চুপ কর ।
ভালোবাসিবারে দে আমারে অবসর ।"

"For God sake, hold your tongue
and let me love"

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

মামুন রশিদ বলেছেন: "For God sake, hold your tongue
and let me love"


অনন্য, অসাধারন ;)


অনেক ধন্যবাদ সেলিম ভাই ।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

আমিনুর রহমান বলেছেন:

লুলমর্টেমে +++


অতএব, হে বাঙালী লুল প্রেমিক প্রবর, যার কাছে যা কিছু আছে তা নিয়ে ঝাপিয়ে পড়ো প্রেমের ময়দানে । বীরবিক্রমে জয় করো জিএফের হৃদয় । তার পর গুডি বয়ের মতো এ্যারেন্জড ম্যারেজে আবদ্ধ হও । তাহলে চুকচুক করে খাবার জন্য ঘড়ার জলও পাইবে, আবার জিএফের দিঘীতে আজীবন 'ডুবসাঁতার'ও কাটিতে পারিবে ।

:P :P :P :P ;) ;) ;)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫

মামুন রশিদ বলেছেন: কিন্চিত 'লুল' হইলেও আপনার ঝাঁপানোর দরকার নাই, পরে ভাবী আমারে দোষ দিবে ;) :P

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০১

আমি বাঁধনহারা বলেছেন:




খুব ভালো লাগলো:+++++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ কবি বাঁধনহারা ।



আপনিও ভালো থাকবেন :)

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

রাতুল_শাহ বলেছেন: ++


বৈশাখী শুভেচ্ছা।

শুভ নববর্ষ।

কেমন কাটলো আজকে?

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ রাতুল ভাই ।


বেশ কিছুদিন পর আপনাকে পেলাম । কেমন আছেন ?
পহেলা বৈশাখের দিনটা সত্যিই খুব চমৎকার কেটেছে । আমরা তিন বন্ধু সপরিবারে সারাদিন টইটই করে ঘুরেছি । সকালে এমসি কলেজ, দুপুরে একটা বিশেষ রেস্টুরেন্টে লান্চ আর বিকালে শাহজালাল ইউনিভার্সিটি । মজার ব্যাপার হলো কয়েকজন ব্লগারের সাথেও দেখা হয়েছে আজকে ।

আপনার জন্যেও শুভেচ্ছা রাশি রাশি । শুভ নববর্ষ ।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: For God sake, hold your tongue
and let me love"

এই লাইন দুইটা যে এজ পর্যন্ত কত জায়গায় ব্যবহার করেছি তা নিজেও বলতে পারবো না । ;)

যাই হউক ,
জয়তু অমিত জয়তু লাবন্য ...

আর রূপম তুই মারা খা /:) /:)


=p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯

মামুন রশিদ বলেছেন: For God sake, hold your tongue
and let me love"


ইংরেজ কবি ডনের এই দুই লাইন স্বয়ং রবীন্দ্রনাথ মুগ্ধ চিত্তে ব্যবহার করেছেন, আর আমরা কোন ছাড় :|

আবার তিনি ইহার ভাবানুবাদও করেছেন,

দোহাই তোদের, একটুকু চুপ কর ।
ভালবাসিবারে দে আমারে অবসর ।

যাই হোক, দুনিয়া সেই রবি বাবুর আমল থেকেই 'লুল' প্রেমিকদের । তাই মন খারাপ না করিয়া 'অমিত' বাবুর মতো 'লুলামিতে ঝাঁপাইয়া পড়েন ।

অবশ্য আপনি শুরুও করে দিয়েছেন, সাম্প্রতিক কবিতা পোস্ট দিয়ে । প্রেমের ময়দানে আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি । ;) :P

৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

নিয়েল হিমু বলেছেন: আহা হা হা, তারপরেই শুরু হলো দুজনের রোমান্টিক পথ চলা, :!> :!> :!> :!>

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

মামুন রশিদ বলেছেন: লজ্জা পেয়ে আর কি হবে নিয়েল ।



অমিতের দেখানো পথেই পথচলা শুরু কইরা দেন ;)

৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

মেঘরোদ্দুর বলেছেন: শুভ নববর্ষ ভাইজান। প্রথমতঃ আপনার লেখনী অতি মনোহর। দ্বিতীয়তঃ অভিনবভাবে স্মরণ করার জন্য। 'শেষের কবিতা' নবম বারের মত পড়ার সাধ জাগলো। ভালোলাগা দোলা দিয়ে গেল.....। অনেক শুভকামনা রইলো।

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৩

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ যুঁথী আপু ।



শেষের কবিতার আরেকটা পূণঃপাঠ হয়ে যাক । খুব লোভ হয়, মন্ত্রমুগ্ধের মতো আপনার পাঠ শ্রবণ করি । :)

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯

মামুন রশিদ বলেছেন: ফেবু'র মতো ব্লগেও নিয়মিত আপনার কবিতা চাই ।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আজ মন খুব খারাপ। আপনার পোষ্ট দাগিয়ে গেলাম, অন্যএকদিন এসে পড়বো।

ভালো থাকবেন।

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৫

মামুন রশিদ বলেছেন: রাতেই বুঝতে পেরেছিলাম, আজ কবির মন খারাপ ।



মন প্রফুল্ল হয়ে উঠুক যথা শীঘ্র, শুভকামনা ।

১১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

দি সুফি বলেছেন: B:-/ B:-/ B:-/ B-)) B-))

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৭

মামুন রশিদ বলেছেন: ঈমো'র আবেদন বুঝতে আমি ব্যর্থ,



তবু পাঠে ধন্যবাদ ।

১২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

*কুনোব্যাঙ* বলেছেন: আমিও ভাই দুইটাতেই থাকতে চাই! সাঁতার আমার খুবই প্রিয় :#> :!> ;)

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৫

মামুন রশিদ বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: আমিও ভাই দুইটাতেই থাকতে চাই! সাঁতার আমার খুবই প্রিয় :``>> :`> ;)


হাঃহাঃহাঃ, রবি বাবু পুরুষ মানস কম বুঝিতেন এই অপবাদ কখনো দেয়া যাবে না । তাঁর নিজের সারাজীবন ধরে আহরিত সকল 'লুল' বৈশিষ্টে তিনি অমিত কে গড়েছেন । তাই বাঙালী মানসে চুকচুক করে বউয়ের ঘড়ার জল পান আর প্রেমিকার দিঘীতে ডুবসাতার যুগপৎ চলমান ;)

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

কি বলিব ভাই আমি যতই পড়িতেছি ততই লুল হইবার বাসনা মন হইতে দূর করিতে পারিতেছিনা।


++++++++

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৫

মামুন রশিদ বলেছেন: কান্ডারী ভাই, পড়ুন পড়ুন । প্রতিবার পাঠে এক নতুন লাবণ্য ধরা দেবে হৃদয় পটে ।


চিরায়ত বাঙলা সাহিত্যের নায়কদের মধ্যে অমিত অন্যতম । শ্রীকান্ত, দেবদাস বা কুবের মাঝির চেয়ে সে কম লুল এটা কখনোই বলা যাবেনা । রবি বাবু 'শেষের কবিতা'য় বাঙালী মানসপটের পুরুষ রুপটাকে যথেষ্ট সরস ভাবেই এঁকেছেন ।

যে জাতিগোষ্ঠির চিরায়ত সাহিত্যের নায়কেরা যথেষ্ট পরিমান 'লুলামি'তে আক্রান্ত, সেই বাঙালী পুরুষের কিন্চিত 'লুল' না হওয়াটাই বিস্ময় :| ;)

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

লাবনী আক্তার বলেছেন: কতবার যে শেষের কবিতা পড়েছি হিসেব নেই। কবিতাগুলো ভিশন ভাললাগে।

ওগো তুমি নিরুপম
হে ঐশ্বর্যবান
তোমারে যা দিয়াছিনু সে তোমারি দান
গ্রহন করেছ যত ঋনি তত করেছ আমায়
হে বন্ধু, বিদায় ।"

এই কথাটা এতো ভাল লাগে!

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭

মামুন রশিদ বলেছেন: সত্যিই 'শেষের কবিতা' অসাধারন । এটা পড়ার সময় এক অদ্ভূত মুগ্ধতা ছুঁয়ে যায় । মিলিত পাঠ আরও আনন্দময় ।


আমার এই সিরিজের লেখাগুলো বাঙলা সাহিত্যের চিরায়ত বইগুলোর সাথে এই প্রজন্মের পাঠকের পরিচয় করে দেয়ার উদ্দেশ্য থেকেই করা । গতানুগতিক 'বুক রিভিউ' না লিখে একটু মজা করে লিখেছি, এই যা ।


পাঠে অনেক ধন্যবাদ আপু ।

১৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

যে জাতিগোষ্ঠির চিরায়ত সাহিত্যের নায়কেরা যথেষ্ট পরিমান 'লুলামি'তে আক্রান্ত, সেই বাঙালী পুরুষের কিন্চিত 'লুল' না হওয়াটাই বিস্ময়


তথাস্তু !!!

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪

মামুন রশিদ বলেছেন: কান্ডারী ভাই@, মজার ব্যাপার হলো আমি এপর্যন্ত যে চারজন নায়কের 'লুলমর্টেম' করেছি, সেই শ্রীকান্ত-দেবদাস-কুবেরমাঝি-অমিত এরা কেউই কিন্তু বাংলা সাহিত্যের সর্বসেরা 'লুল' নায়ক নয় ।

বাঙলা সাহিত্যের অবিনশ্বর 'লুল সম্রাট' এর চরিত্র সেই মধ্যযুগেই একজন মহান কবি লিখে গিয়েছেন । সেই মহান 'লুল' নায়ক কে নিয়ে না হয় অন্য দিন আলাপ হইবেক :| ;)

১৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

রাইসুল সাগর বলেছেন: লুলে লুলে লুলায়ীত আমাদের সাহিত্য। যার নায়কেরাই ছিল লুল।


তাইতো

তারা চির উন্নত মম লুল। :P :P


লিখায় +। শুভকামনা সব সময়।

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯

মামুন রশিদ বলেছেন: সাহিত্য লেখা হয় মানুষের জন্য । আমাদের সাহিত্যিকেরা জানেন, বাঙালী পাঠককুল মাত্রই সেইরাম 'লুল' । আর এই জন্যই তারা এইসব মহান 'লুল' নায়কের চরিত্র সৃষ্টি করে গেছেন ।


তারা চির উন্নত মম লুল :P :P


আপনাকেও অনেক ধন্যবাদ আর অশেষ শুভকামনা, রাইসুল সাগর ভাই ।

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হা হা চরম!!! লুল মর্টেম ভালো পাইলাম।

উৎসর্গপত্রে মোরশেদ ভাই- সানজিদা আপু এর চেয়ে আর ভালো কিছু হয় না।

কিন্তু কথা হইতাছে আপ্নে যেভাবে ব্রিটিশ আমলের নায়ক নায়িকা গো কাহিনীতে লুল খোঁজার পায়তারা করতাছেন এতে তো আধুনিক যুগের লুলরা মাইন্ড খাইবে!!!!

অলরেডি আমার লুলানুভুতিতে সামান্য এটাক আসিয়াছে। :P

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

মামুন রশিদ বলেছেন: একটি ডিসক্লেইমার,

"বাঙলা সাহিত্যের চিরায়ত নায়কদের 'লুলামি' পড়িয়া বা দেখিয়া কারো লুলানুভূতিতে এটাক আসিলে 'স্বর্গীয়' লেখকদের সাথে কনটাক্ট করিবেন, এই নগন্য পোস্টদাতাকে দায়ী করিয়া কাকতাল করিবেন না" :P


'লুল' আধুনিক যুগে আবিষ্কৃত কোন বিস্ফোরক 'জিন' নহে, উহা আমাদের বাঙালী ব্লাডে বহমান পূর্বপুরুষের উত্তরাধিকার মাত্র । :| ;)

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

জাকারিয়া মুবিন বলেছেন:
শুভ নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ জাকারিয়া মুবিন ।



আপনার জন্যেও রাশি রাশি শুভেচ্ছা । শুভ নববর্ষ ।

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

আশিক মাসুম বলেছেন: হাহাহা ভাল উপলব্দী , অনেক হাসলাম :P =p~

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২০

মামুন রশিদ বলেছেন: হাসাতে পেরে ভালো লাগছে ।



অট: ভাইজানের তো সামুতে ঘোরাঘুরি ঠিক হচ্ছেনা । বোম্বেতে একটু ঘোরাঘুরি করলেই এতদিনে আরেকটা খান, মানে আশিক খান বা মাসুম খান নামের এক সুপার হিরো সিনেমা হল ফাটিয়ে দিতো :P =p~

২০| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬

যুবায়ের বলেছেন: শেষের কবিতা অনেক আগে পড়েছিলাম তবে বর্তমানে মনে নেই!!
আবারো পড়বো......
পোষ্টে ভালোলাগা+

১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । শেষের কবিতা পুনঃ পাঠের ইচ্ছা সফল হউক ।


পোস্ট ভালো লাগায় অশেষ ধন্যবাদ ।

২১| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৬

মনিরা সুলতানা বলেছেন: শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, যখন জ্বলে তখন আগুনের চেহারাটা একই ......।
=p~ =p~ =p~ =p~ =p~
এইটা কি ভাই আপনার একান্ত ব্যাক্তগত আবিষ্কার ;)


আমিত এর সব ই ঠিক আছে খালি সাতার কাটে একটু বেশী পরিমানে X((




শুভ নববর্ষ ভাইয়া ......। :)

১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২২

মামুন রশিদ বলেছেন: শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, যখন জ্বলে তখন আগুনের চেহারাটা একই ......।

রবি বাবু থাকতে আমাদের আর কষ্ট করে নতুন কোন আবিষ্কার দরকার নাই । =p~


অমিত বাবুর মতো বাঙালী সব পুরুষের সব কিছু ঠিক আছে, শুধু এদিক-ওদিক সাঁতার কাটা ছাড়া । :P


অনেক ধন্যবাদ আপু । আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।

২২| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: লুলমর্টেম পড়ে আনন্দিত হলাম। নস্টালজিকও হলাম 8-|

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই ।


তিন দিন সেলস ট্যুরে বাইরে ছিলাম । সাথে ল্যাপ্পি নেইনি, তাই মন্তব্যের উত্তর দিতে দেরী হয়ে গেলো ।

২৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

একটু স্বপ্ন বলেছেন: ইহা যে বলিয়া কহিয়া এক্কেবারে এ্যারেঞ্জড উৎস্বর্গপত্র। উচ্চ আদালতের বিচারকগনের মতন ঘটা করিয়া একটু বিব্রতবোধ করিব তাহার জো নাই! তবে কৃতজ্ঞ হইবার সুযোগখানি এখনও অবশিষ্ট রহিয়াছে বলিয়াই এ যাত্রায় রক্ষে!

আচ্ছা, অমিত কি ডন এর লাইন দু'খানি আসলেই নিজের বলিয়া চালাইয়াছিল নাকি নিজের বলিয়া চালাইতে মন চাহে জাতীয় কিছু বলিয়াছিল? অবশ্য আমারও ভ্রম হইতে পারে, বৃদ্ধ হইতেছি কিনা.. এইটুকু সমালোচনা করা যাইতেই পারে, নাকি? :)

মামুনের এ জাতীয় জনকল্যাণমূলক রচনাগুলো রস কিন্তু ক্রমবর্ধমান হারে বাড়িতেছে, জানিনা একদিন ইহা কোনখানে গিয়া ঠেকিবে। :D

তবে এক্ষনে অমিত চরিত্রটি স্রষ্টার কিঞ্চিত সমালোচনা করার সাহস দেখানো যাক। চরিত্রটি সৃষ্টি করিবার মাধ্যমে তিনি যদি নিজের দীঘির জলে সন্তরনের গোপন অভিলাষের (মতান্তরে চর্চা :P) যৌক্তিকতা তুলে ধরেন তা্হাতে সমস্যা নাই। তবে শত-সহস্র তরুনের মস্তিস্কে এ দীঘি তত্ত্ব যে প্রভাবটি ফেলিল তাহা সহস্র তরুনীর মহাসর্বনাশ না ঘটাইলেই সর্বদিক রক্ষা হয়..:P

জগতের সকল প্রাণী সুখী হোক, তবে সর্বাগ্রে মামুন, তা না হইলে এমন রসালো গদ্য পাইব কোথায়? :P

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মোর্শেদ ভাই । আপনার এই অতি মনোহর মন্তব্যের উত্তর আমাকে কিছুদিন ভাবিয়া দিতে হইবে । আগামীকল্য হইতে সেমিস্টার ফাইনাল এক্সাম শুরু, তাই একই সাথে ক্ষমা ও দোয়া প্রার্থী ।

২৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

অদ্বিতীয়া আমি বলেছেন: লুলমর্টেম =p~ =p~

ভাল লাগছে । :)

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অদ্বিতীয়া আমি ।



ভালো থাকা হোক নিরন্তর । :)

২৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০২

একটু স্বপ্ন বলেছেন:
দোয়া যথারীতি করা হইল। তবে ক্ষমার বিষয়টি অবান্তর বিবেচনাপূর্বক এক্সপাঞ্জ করিলাম।

পরীক্ষা উত্তম হউক.. :)

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

মামুন রশিদ বলেছেন: হাঃহাঃহাঃ, মোর্শেদ ভাই ।



মন-মনন-বিনয় সবকিছু মিলিয়েই আপনি বড় ভাই :)

২৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: লুলমর্টেম পড়ে মজা পাইলাম :)

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম আহমদ ১৪ ।

২৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা পোস্ট। মন ছুঁয়ে গেল।
লেখায় +++++

ভাল থাকবেন .....শুভকামনা রইলো.

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু ।



পোস্ট ভালো লাগায় কৃতজ্ঞতা জানবেন । আপনার জন্যেও শুভকামনা । ভালো থাকা হোক সব সময় ।

২৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

একজন আরমান বলেছেন:
আরে ভাই অমিট এর কি দোষ ?
সব দোষ ঐ ব্যাটা রবির ! ;)

আর ঐ ব্যাটারে আমি আমার ওস্তাদ মানি। আর তাই আমিও একটু একটু... ;) ;) ;)

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৭

মামুন রশিদ বলেছেন: হে হে, জানি জানি ;) ;)



'একজন আরমান' হইলো গিয়া ঐ বুড়োর বর্তমান কালের 'অমিত' । যে কিনা সাঁতরানোর দিঘী পেয়ে গেছে । এখন শুধু একটা ঘড়ার জল চাই, চুকচুক করে পানের তীব্র অপেক্ষায় ;) :P

২৯| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

একজন আরমান বলেছেন:
হে হে হে।

হ্যাঁ জল চাই। :!> :#> ;)

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬

মামুন রশিদ বলেছেন: এই ব্লগে আছেন কোন নেক্কার 'জলওয়ালী', থাকলে এখনই 'একজন আরমান'কে ইনবক্স করেন ;) :P


আসেন এই ফাঁকে আমরা 'মৈমনসিংহ গীতিকা' হইতে কিছু পাঠ করি,

"জল ভর সুন্দরী কইন্যা
জলে দিছ মন
কাল কি যে কইছিলাম কথা
আছে নি স্মরন ??"

"জল ভর সুন্দরী কইন্যা
জলে দিছ ঢেউ
হাসি মুখে কউ না কথা
সঙ্গে নাই মোর কেউ ।"


;) ;) :P

৩০| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২

একজন আরমান বলেছেন:
:!> :!> :#> :#>
ইনবক্স কইরেন কিন্তু। আর নাইলে কল দিলেও হইবে। :!> :!> :#>

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩

মামুন রশিদ বলেছেন: ;) B-)

৩১| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪

নিষ্‌কর্মা বলেছেন: উস্তাদ, একবার তো ঝাঁপ দিছিলাম না-বুইঝ্যা। এই বারের নিদান কি?

এইরাম এক্ষান দিঘী পাইলে বুইঝ্যা-শুইন্না আরেক বার ঝাঁপ দিবার মুঞ্চায়!

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

মামুন রশিদ বলেছেন: উস্তাদ, আপ্নেতো চান কপালী :| :(


একদা আস্ত সাঁতারের দিঘীটাকেই আপ্নে বীরবিক্রমে ঘড়ার কলসি বানাইয়া ফালাইছেন । এখন বৈদেশ গিয়া ঘড়ার জলকে দিঘী ভাইবা সাঁতরাইতে পারতাছেন ।


হিংসা ! ব্যাফুক হিংসা !! ;) :P

৩২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

কালা মনের ধলা মানুষ বলেছেন: ভুলেই গিয়েছিলাম গল্পটা। কঠিন একখান রিভিউ দিলেন রে ভাই। সব মনে পড়ে গেল। লাবন্য কে নিয়ে ফ্যান্টাসী টাও !!

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩

মামুন রশিদ বলেছেন: লাবণ্য কে নিয়ে ফ্যান্টাসী ! দারুন বলেছেন ;) B-)



অনেক ধন্যবাদ ভাই । ফিরে আসায় ভালো লাগছে । নিকের আড়ালের কিছু কিছু মানুষকে খুব ফীল করি । ভালো থাকবেন ।

৩৩| ০২ রা মে, ২০১৩ রাত ১০:৩৬

জুন বলেছেন: ডানের
"For God sake, hold your tongue
and let me love"

"Blow gently over my garden
Wind of the southern sea
In the hour my love cometh
And calleth me.."
এই দুটি কবিতার পংতি দুটো আমার অসাধারণ লাগে সবসময় । সাথে আপনার শেষের কবিতার দারুন বিশ্লেষন মামুন।
+

০২ রা মে, ২০১৩ রাত ১১:২৪

মামুন রশিদ বলেছেন: For God sake,
প্রিয় জুন/জোনাকি আপুকে স্বাগতম ।



Blow gently over my garden
Wind of the southern sea
In the hour my love cometh
And calleth me..

আমার কাছে এটা, যখন পড়ি এক অপার্থিব আনন্দে ভরে যায় প্রাণ মন ।


আপনার মন্তব্য পেয়ে একই রকম আনন্দ পেলাম আপু । অনেক অনেক ধন্যবাদ, প্রশংসা আর প্লাসের জন্য ।

৩৪| ০৯ ই মে, ২০১৩ ভোর ৬:১১

একজন আরমান বলেছেন:
আকীকার মিস্টি কই মামুন ভাই? ;) ;) ;)

১১ ই মে, ২০১৩ দুপুর ২:৪৭

মামুন রশিদ বলেছেন: ময়রা জ্বাল দিচ্ছে, আপ্নেরা আসলেই উনুন থেকে নামিয়ে গরম গরম মিষ্টি পরিবেশন করা হবে । B-) B-)

৩৫| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৫

রোমেন রুমি বলেছেন: "For God sake, hold your tongue
and let me love"


মিতা, ত্বমসি মম জীবনং, ত্বমসি মম ভূষনং,
ত্বমসি মম ভবজলধিরত্নম" ।


লাইনগুলো আমার ভীষণ ভাল লাগে ।

পোস্টে রেখে গেলাম অনেক ভাল লাগা ।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৪

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ রোমেন রুমি । লাইন গুলো আমারও ভীষণ প্রিয় ।


ভাল থাকবেন । শুভ কামনা ।

৩৬| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাসতে হাসতে আমি শ্যা-----ষষষষষষষ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার রসবোধে আমি মুগ্ধ। লেখার গুণে একটানে পড়ে ফেললাম, মাঝখানে হাসতে হাসতে কাহিলও হলাম =p~ =p~ =p~ =p~

আবদুল্লাহ আবু সাইয়ীদ তাঁর এক প্রবন্ধে লিখেছেন, শেষের কবিতা দ্বারা রবিমামা পরকীয়া জায়েজ করে গেছেন ;) ;)

আর আমিও কি কম উদ্বুদ্ধ হয়েছি? ;) ;) সময় পেলে ঢুঁ মারুন এখানে আমরা মেয়েদের কথা মনে রাখি; মেয়েরা ভুলে গেছে এবং ওখানে প্রিয় বান্ধবীদের বিয়ে হয়ে গেলে ;)

আরেকটা আইডিয়ার কথা বলি। আপনার পড়া বিখ্যাত গল্পগুলোকে সংক্ষেপে লিখে দেখুন নিজের ভাষায়, কেমন হয় ;)

শুভ কামনা মামুন ভাই।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৭

মামুন রশিদ বলেছেন: হাহাহা, আমিও আজ প্রাণ খোলে হাসলাম । হাসার কারণ অবশ্যই আপনার ঐ দুটি পোস্ট ;) ;) ;) ;) ;) ;)


রবি মামা জায়েজ করেছেন, আমাদের আর দোষ কি :P :P


আইডিয়াটা চমৎকার । কিন্তু তুলা রাশি জাত ব্যাপক আলসেমির কারণে বাংলা সাহিত্যের চিরায়ত লুল নায়কদের সিরিজটা এখনো শেষ করতে পারি নি । শ্রীকান্ত, দেবদাস, কুবের মাঝি আর অমিট রয়ের লুলামি নিয়ে পোস্ট দিয়েছি, কিন্তু বাংলা সাহিত্যে এরা কেউই সেরা লুল নন । সেরা লুলের পর্বটা এখনো লিখতে পারিনি :(

৩৭| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: একটানে প্রিয়তে।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:২০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রোফেসর সাব । এই সিরিজে চারজন লুল নায়কের লুলমর্টেম করা হয়েছে । ভবিষ্যতে আমাদের সেরা লুল নায়কের(এই চারজনের কেউ নন) লুলমর্টেম দিয়ে সিরিজ সমাপ্ত করা হবে ।

সাথে থাকুন ;) :P

৩৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৮

উদাস কিশোর বলেছেন: লুলমর্টেম পড়ে মজা পাইলাম ।
কমেন্ট গুলোও কম লুল নয় :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০০

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ কিশোর :) :)

৩৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//হে বাঙালী লুল প্রেমিক প্রবর, যার কাছে যা কিছু আছে তা নিয়ে ঝাপিয়ে পড়ো প্রেমের ময়দানে ।//

ময়দানে= দিঘী হইবে ;)


মজার লেখাটি এত বিলম্বে কেন আমার দৃষ্টিতে আসিলো?
লেখকের নিকট আমার জিজ্ঞাস্য... :)


শুধুই ভালোবাসা!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪

মামুন রশিদ বলেছেন: হাহাহা, :)


ভালোবাসা নিরন্তর প্রিয় মইনুল ভাই ।

৪০| ২০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৬

লিরিকস বলেছেন: ''এই নীল মনিহার
এই স্বর্নালী দিনে
তোমায় দিয়ে গেলাম
শুধু মনে রেখো ''

আমার মনে হয় এই গানটি আপনার পছন্দের।

২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৫

মামুন রশিদ বলেছেন: হ্যাঁ হ্যাঁ, কিভাবে বুঝলেন! থ্যান্কস আপু :)


দীপজালা রাত জানি আসবে আবার
কেটে যাবে জীবনের সকল আঁধার
স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে
শুধু আমায় ডেকো...

৪১| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩১

লিরিকস বলেছেন: :) :) :) :) :) :) :)

ভালো থাকুন।

২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৩

মামুন রশিদ বলেছেন: থ্যান্কস,

:) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.