নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে ।

মামুন রশিদ

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগ...

মামুন রশিদ › বিস্তারিত পোস্টঃ

আজি হতে এক বৎসর আগে কে তুমি প্রেমিক ;) !:#P B-)

১০ ই মে, ২০১৩ রাত ১১:৫৫





ব্লগার 'মামুন৬৫৩' এখন ব্লগার 'মামুন রশিদ' । 'সামু' কর্তৃপক্ষের প্রতি অশেষ কৃতজ্ঞতা । এই সুযোগে আমিও একটু কনফেস করে নেই । ২০০৮ থেকেই ফেবুতে ঘুরাঘুরি । তখন পুরানো দিনের বন্ধুদের ফেবুতে পেয়ে সে কি উল্লাস ! ফেবুটাকে ততদিনে ইউনি'র চৌরঙ্গী চত্বর বানিয়ে ফেলেছি, বন্ধু-বান্ধবীদের সাথে সারাক্ষন হৈচৈ-আড্ডা-ফাজলামো । ফেবু ক্রমে এই মজার আড্ডা থেকে রাজনৈতিক ক্যাচালে রুপ নেয়, আর রাজনীতিবিমূখ আমি বিচিত্র বিষয়ে ফিচার নোট লিখতে থাকি । কিন্তু সে সব নোট আর তেমন কেউ পড়েনা । এরই এক পর্যায়ে সামুর লিংক পেয়ে ব্লগার বনে যাই । আর আমার সবটুকু ভালবাসা এক সময়ের প্রচন্ড প্রিয় ফেবু থেকে সামুতে দিক বদল করে ।



আসলে নতুন একটা প্লাটফর্মকে বুঝতেও সময় লাগে । প্রথম দিকে প্রচুর কপি/পেস্ট পোস্ট আর রিপোস্ট দিতাম । ছাগুদের গালিগালাজও করেছি প্রচুর । কিন্তু আমাদের গৌরবময় প্রিয় মাতৃভাষার অপব্যবহার নিয়ে ইদানিং দ্বিধা কাজ করছে । স্বাধীনতার স্বপক্ষে আমার চেতনা অটুট থাকবে, কিন্তু ভাষার পরিশীলিতাও ঠিক রাখতে চাই । আর এক বছর পূর্তিতে শপথ থাকলো আরো পরিশীলিত ব্লগিং করার । সুস্থ-সুন্দর ব্লগিং আর গালিবাজি-দলবাজি-ট্যাগবাজি-মাল্টিবাজি মুক্ত আনন্দময় সামহোয়্যারইন ব্লগের সাথে থাকতে চাই আজীবন ।



অনেক গুরুগম্ভীর কথা হলো, এবার কোবতে পড়ুন । সামুতে এক বছর পূর্তিতে এই বিদঘুটে কোবতেটা লেখার অপচেষ্টা করেছি :P :P



আজি হতে এক বৎসর আগে

কে তুমি প্রেমিক ??

ফেবু হতে এসে সামু ব্লগে

খুলিয়াছিলে নিক !!



ফেবুতে তখন শুধুই হাহাকার

তুমি তুমি করে যায় বেলা,

তোমার খোঁজে ক্লান্ত দিনমান

তোমাতে ভাসাই ভেলা ।।



"তুমি নাই ফেবুটা তাই

শুধুই লাগে নীল ।

আড্ডা বন্ধু সংসার জব

সব খানে গড়মিল ।।



তুমি নাই তাই বুকটা আমার

বড়ই লাগে ফাঁকা ।

শার্টের বোতাম খুলে দেখো

শুধু তোমার ছবি আঁকা ।।"



আজ সামুতে তোমায় পেলাম

যাকে খুঁজি দিবানিশি,

কাব্য-গল্প-রম্য-হম্য-ছবি-দিনলিপি

সব মিলিয়ে সামুকে ভালবাসি ।।



নিজকীয়া হতে পরকীয়ায়

বেশি সুখ বেশি ডোপামিন

সামু আমার পরকীয়া প্রেম

************** ।

(শেষ লাইনটা ইচ্ছেমত মিলিয়ে নিবেন ;) :P )





এইবার গত বছরে আমার ব্লগিংয়ের কিছু স্ন্যাপশট দিয়ে দেই ।



সামুতে আমার প্রথম পোস্ট : ৯ ই মে, ২০১২ ।



কবিগুরুর ১৫১ তম জন্মবার্ষিকী : রবিরাগের এক করুন রস ।



আমার প্রিয় পোস্ট :



চারিদিকে আগ্নেয় বিদ্বেষ, ঝাপসা হয়ে যাচ্ছে আমার দেশ ।



আমার প্রিয় সিরিজ : বাংলা সিনেমার সোনালী ইতিহাস ।



বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । ১ম পর্ব ।



বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । ২য় পর্ব ।



বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । শেষ পর্ব ।



আমার রম্য: আগডুম বাগডুম



চিঠি লিখেছে সে আমায় ভাংগা ভাংগা হাতে ;) ;)



বিষ্ময়ে আর জাগেনা প্রান, মাঝে মাঝে 'তব্দা' খাই



খালিছ ভাইয়ের আত্মত্যাগ (সড়ি বস্ত্রত্যাগ) B-) :#> :P



=p~ ;) :P খালিছ মিয়াভাই জিন্দাবাদ :P ;) =p~



দোহাই তোদের, একটুকু চুপ কর । ভালবাসিবারে দে আমারে অবসর ।



বাংলা সাহিত্যের চিরায়ত 'লুল' নায়কেরা : 'কুবের মাঝি' পর্ব । ;) :P



বাংলা সাহিত্যের চিরায়ত লুল নায়কেরা : শ্রীকান্ত-দেবদাস পর্ব । ;) :P



ভবিষ্যতে যা লিখতে চাই: গল্প, জীবন থেকে নেয়া গল্প । আর গল্প লেখার হাতে খড়ি আমার সামুতে ।



দি হেলো ইফেক্ট



সব কিছু ভেংগে পড়ে স্নানঘাটের সিঁড়িতে



কে হায়, হৃদয় খুঁড়ে বেদনা জাগায় :-< :-&



সামুতে আমার ছয়মাস পূর্তিতে লেখা সংকলন পোস্ট:



সামহ্যোয়ারইন ব্লগে ছয়মাস : আমার মানস ভ্রমন । B-) ;) =p~



সামহোয়্যারইন ব্লগের প্রতি ভালবাসার মুল কারন এখানকার ব্লগাররা । গত এক বছর ব্লগিংয়ের সকল আনন্দ সকল ভালোলাগা তাই আমি উৎসর্গ করতে চাই আমার সকল প্রিয় ব্লগারের উদ্দেশ্যে । আমি কৃতজ্ঞ সেই সব ব্লগারের প্রতি, নিকের আড়ালে থাকা সেই সব সজ্জন মানুষগুলোর প্রতি যারা কষ্ট করে আমার ছাইপাশ লেখাগুলো পড়েন, মন্তব্য/ভালোলাগা জানিয়ে উৎসাহিত আর ভালোবাসায় সিন্চিত করেন । আর সাথে অবশ্যই 'জানা'পু, যার জন্য এই চমৎকার প্লাটফর্মে পদচারনা ।





***********************************



ছবি: আমার প্রথম প্রোপিক ।







মন্তব্য ৬২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ রাত ১২:০৭

স্বপনবাজ বলেছেন: বর্ষ পুর্তির অভিনন্দন আপনাকে !

১১ ই মে, ২০১৩ রাত ১২:৩২

মামুন রশিদ বলেছেন: আপনাকে প্রথম ধইন্যা পাতা :)

২| ১১ ই মে, ২০১৩ রাত ১২:১৮

পাকাচুল বলেছেন: অভিনন্দন। শুভ হোক আপনার ব্লগ যাত্রা।

১১ ই মে, ২০১৩ রাত ১২:৩৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ পাকাচুল :)

৩| ১১ ই মে, ২০১৩ রাত ১২:২৬

আমিনুর রহমান বলেছেন:

আপনার ও আপনার পরকীয়া'র প্রতি শুভ কামনা :P ;)

১১ ই মে, ২০১৩ রাত ১২:৩৫

মামুন রশিদ বলেছেন: আমার পরকীয়ার দিকে কেউ নজর দিবানা কইলাম ;) :P

৪| ১১ ই মে, ২০১৩ রাত ১২:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বর্ষপূর্তির অভিনন্দন।।

১১ ই মে, ২০১৩ রাত ১২:৩৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫| ১১ ই মে, ২০১৩ রাত ১২:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন, নাম্বার থেকে মুক্তি পেলেন। যদিও সেই নাম্বারটি ছিল আপনি কয়টি মেয়েকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছেন তার নাম্বার। যাই হোক, নতুন করে না হয় হলো শুরু। :P :P :P

১১ ই মে, ২০১৩ রাত ১২:৩৯

মামুন রশিদ বলেছেন: রিফ্রেশ করে নিলাম আর কি !


আর কাউকে নতুন করে স্বপ্ন দেখাতে চাই না । এখন সময় কাল্পনিক_ভালোবাসা'র । :P

৬| ১১ ই মে, ২০১৩ রাত ১২:৪৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ফেবুতে কিন্তু মামুন ভাই আমি আপনার ১ বছরের সিনিয়র :P :P


কবিতা পুরাই চখাম হইছে । প্লাসের বস্তা কুরিয়ার কইরা পাঠাই দিছি । বুইঝ্যা লন । :P

১১ ই মে, ২০১৩ দুপুর ২:০৩

মামুন রশিদ বলেছেন: ফেবুতে মন্ত্রী আমার সিনিয়র হয় কেমনে, আমি ২০০৮ থেকে ফেবু ইউজাই । তয় ব্লগে মন্ত্রী আমার চেয়ে বুড়ো :| :P



এক বস্তা প্লাস ধইন্যা সহকারে বুঝিয়া পাইলাম ;)

৭| ১১ ই মে, ২০১৩ রাত ১:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: স্বাধীনতার স্বপক্ষে আমার চেতনা অটুট থাকবে, কিন্তু ভাষার পরিশীলিতাও ঠিক রাখতে চাই ।

বর্ষপুর্তির অভিনন্দনের সাথে সাথে কবিতায়ও ভালোলাগা :)

১১ ই মে, ২০১৩ দুপুর ২:০৯

মামুন রশিদ বলেছেন: হ্যাঁ কুনো, ভাষার পরিশীলতা রক্ষা করা দরকার । অনেক সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি, এমন সমৃদ্ধ একটা ভাষার সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য ।


অভিনন্দন আর ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ ।

৮| ১১ ই মে, ২০১৩ রাত ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: বাংলা সিনেমা নিয়ে আপনার সেই দারুণ লেখাটার পরেই আপনাকে খপ করে ফলোয়িং লিস্টে নিয়ে ফেলি!

৬৫৩ সংখ্যাটার মাজেজা কি?

শুভ ব্লগিং!

১১ ই মে, ২০১৩ দুপুর ২:১৫

মামুন রশিদ বলেছেন: ৬৫৩ অর্থহীন একটা সংখ্যা । ব্লগ খোলার সময় 'মামুন রশিদ' একসেপ্ট না করে সামু সংখ্যাযুক্ত কয়েকটা নাম রিকমেন্ড করেছিলো । এর থেকেই 'মামুন৬৫৩' বেছে নেই । ৬৫৩ দীর্ঘ এক বছর আমার সাথে ছিলো, একটু মায়া পড়ে গেছে । ভাবছি এটা দিয়ে একটা মাল্টি করে রাখবো কিনা :P


অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার :)

৯| ১১ ই মে, ২০১৩ রাত ১:৪২

আমিভূত বলেছেন: অভিনন্দন ! সুন্দর একটা সংকলিত পোস্টের জন্য ++

শুভ কামনা ।

১১ ই মে, ২০১৩ দুপুর ২:১৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা,
@আপনিভূত :P

১০| ১১ ই মে, ২০১৩ রাত ১:৫৩

কালোপরী বলেছেন: অভিনন্দন

১১ ই মে, ২০১৩ দুপুর ২:১৮

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, কালোপরী :)

১১| ১১ ই মে, ২০১৩ ভোর ৫:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অভিনন্দন মামুন ভাই।

আপনাকে কোন পোষ্ট পড়ে অনুসরনে নেই মনে নাই, তবে আপনি মেবি তখন ৫-৬ মাস ধরে লিখসেন ব্লগে!

আপনার যাত্রা অব্যাহত থাকুক।

১১ ই মে, ২০১৩ দুপুর ২:২১

মামুন রশিদ বলেছেন: প্রিয় কবি আলাউদ্দিন আহমেদ সরকারকে সাথে পাই সব সময় ।


অনেক ধন্যবাদ কবি :)

১২| ১১ ই মে, ২০১৩ ভোর ৬:৫৯

সিলেটি জামান বলেছেন: বর্ষ পুর্তির শুভেচ্ছা। অনেক অনেক শুভ কামনা।

১১ ই মে, ২০১৩ দুপুর ২:২৪

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জামান ভাই :)


ইউকে তে স্ত্রী-পুত্র নিয়ে দিনকাল ভালোই যাচ্ছে আশাকরি । শুভকামনা সবার জন্য ।

১৩| ১১ ই মে, ২০১৩ সকাল ৯:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: এক বছর পূর্তিতে শুভেচ্ছা -

১১ ই মে, ২০১৩ দুপুর ২:২৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম আহমদ ১৪ :)

১৪| ১১ ই মে, ২০১৩ সকাল ৯:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: নিক চেন্জ করার প্রসেসটা জানান প্লিজ - আমি আমারটা চেন্জ করতে চাই

১১ ই মে, ২০১৩ দুপুর ২:৩০

মামুন রশিদ বলেছেন: কি কারনে নিক চেন্জ করতে চান তা জানিয়ে সামুর অফিসিয়াল মেইল এড্রেস বা ফিডব্যাকে একটা মেইল দিয়ে রাখুন । কোন একদিন এক সোনালী ভোরে হয়ত দেখবেন আপনার কাঙ্খিত নিক টি পেয়ে যাবেন ।


আমার 'ইউজার নেম' আর ইউআরএল এ 'মামুন রশিদ' আছে । এজন্যই নাকি মোটামোটি সহজে নিক চেন্জ হয়েছে বলে সামু কর্তৃপক্ষ জানিয়েছে । অনেক ধন্যবাদ ।

১৫| ১১ ই মে, ২০১৩ দুপুর ২:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আজ থেকে বছরখানেক আগে আমার নিক চেঞ্জ করার জন্য একটা মেইল করসিলাম! এখন পর্যন্ত সামু জবাব দেয় নাই। /:)

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

মামুন রশিদ বলেছেন: আরেকবার মেইল করে দেখতে পারেন । কোন টেকনিক্যাল প্রবলেম না থাকলে চেন্জ করে দেয়ার কথা ।

১৬| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বস্তা ভরা শুভকামনা।

নতুন মামুন রশিদকে স্বাগতম। =p~ =p~

১৮ ই মে, ২০১৩ সকাল ১০:৩৭

মামুন রশিদ বলেছেন: বস্তা ভরা শুভকামনা বুক পেতে নিলাম ।



ভালো থাকা হোক । :)

১৭| ১১ ই মে, ২০১৩ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিত কিছুই বুঝলাম না নাম কি করে পরিবর্তন করে ফেললেন । যাই হোক আমার নিরন্তর ভালোবাসা থাকবে আপনার জন্য।

১৮ ই মে, ২০১৩ সকাল ১০:৪৪

মামুন রশিদ বলেছেন: হে হে, ;) ;)



আপনার জন্যেও অনেক শুভকামনা ।

১৮| ১২ ই মে, ২০১৩ রাত ১২:৩৯

বটবৃক্ষ~ বলেছেন: হুম!! গভীর রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে!! B:-) B:-)

নিক কিভাবে চেন্জ করা সম্ভব!!! :-/ :-/

অশেষ অভিনন্দন!! বর্ষপূর্তির !!
পার্টি কই!! !:#P !:#P

১৮ ই মে, ২০১৩ সকাল ১০:৪৭

মামুন রশিদ বলেছেন: কোন রহস্য নাই, সবই কপাল :-B :-B



আপনার জন্য অনেক শুভ কামনা । পার্টিও হবে ;)

১৯| ১২ ই মে, ২০১৩ ভোর ৫:২৫

একজন আরমান বলেছেন:
তুমি নাই তাই বুকটা আমার
বড়ই লাগে ফাঁকা ।
শার্টের বোতাম খুলে দেখো
শুধু তোমার ছবি আঁকা ।।


সিরাম হইছে ভাই।

কতো পার্টি জমা হইছে আপনি জানেন?

কবিতা লিখার পার্টি+আকীকা পার্টি+বর্ষপূর্তির পার্টি

কবে দিবেন বলেন?

১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৪৪

মামুন রশিদ বলেছেন: ভাবছি একটা পার্টি খুইলা দিমু ।




পার্টির নাম অলরেডি সিলেক্ট করে ফেলেছি ।




'আরমান' পার্টি ;) B-) :P

২০| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নতুন করে মেইল দিবো নাকি একটা নিকই খুলে ফেলবো এই দ্বিধা দ্বন্দে আছি অনেকদিন ধরে! :|

১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৪৮

মামুন রশিদ বলেছেন: একটা নতুন মেইল দিয়ে রাখেন ।



সাথে একটা নিকও খুলে রাখেন 8-| ;)

২১| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:৫১

লাবনী আক্তার বলেছেন: অভিনন্দন!

কবিতাটা কিন্তু জব্বর হইছে! ;) ;) B-)) B-))

১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৫০

মামুন রশিদ বলেছেন: থ্যান্কু ! থ্যান্কু !!



ভালো থাকা হোক নিরন্তর :)

২২| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৯

মেঘরোদ্দুর বলেছেন: পথ হোক কন্টকহীন। তৈরী করুন বন্ধুর পথ। অভিনন্দন আর শুভকামনা ভাই।

১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৫৩

মামুন রশিদ বলেছেন: বন্ধুর পথে বন্ধু হতে কেউ হয়না রাজি :P :P




অনেক ধন্যবাদ আপু । শুভকামনা নিরন্তর ।

২৩| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: বছর পূর্তিতে অভিনন্দন শুভকামনা ।

১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৫৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ কবি সেলিম আনোয়ার :)

২৪| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:০৬

জুন বলেছেন: আমিতো জানাপু কে মাইক্রোসেকেন্ডের জন্য জুনাপু পড়ে ফেলছিলাম প্রায় :P
এত সুন্দর সুন্দর পোষ্ট লিখে এত তাড়াতাড়ি অবসর :-*
:)
+

১৮ ই মে, ২০১৩ রাত ৯:০৩

মামুন রশিদ বলেছেন: হাহাহা, জানাপু আর জুনাপু দুজনেই প্রিয় । :)


'মামুন৬৫৩' এর জন্য মায়াই হয় আপু । বেচারা গত এক বছরে কষ্ট করে নিজেকে চিনিয়েছে, আর এখন কোথাকার কোন 'মামুন রশিদ' এসে তাকে রিপ্লেস করে ফেললো ।

২৫| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১৬

ভিয়েনাস বলেছেন: অনূসারিত লিস্টে নতুন নাম দেখে একটু ভড়কে গিয়েছিলাম... ক্ষনিকের তরে ভেবেছিলাম আমার ব্লগ হ্যাক হয়েছিলো :D

১৮ ই মে, ২০১৩ রাত ৯:০৯

মামুন রশিদ বলেছেন: হাহাহা, অনেক মজা পেলাম কবি ।



ভালো থাকা হোক নিরন্তর । :)

২৬| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০২

রোকেয়া ইসলাম বলেছেন: অপূর্ব সুন্দর একটা পোস্ট ....
অনেক ভাল লাগলো .....

ভাল থাকবেন .....শুভকামনা রইলো

২০ শে মে, ২০১৩ সকাল ৮:৪৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু..



শুভকামনা নিরন্তর ।

২৭| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

শেরজা তপন বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন। কবিতাটা(প‌্যারডি)পড়ে মজা পেয়েছি :)

২৬ শে মে, ২০১৩ রাত ১০:২৪

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ শেরজা তপন । ভালো থাকা হোক সব সময় ।

২৮| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮

হাসান বৈদ্য বলেছেন: কবিতার ভঙ্গীটা সেই রকম মজারু হয়েছে

০৮ ই জুন, ২০১৩ সকাল ৯:০৬

মামুন রশিদ বলেছেন: এটাকে কবিতা বলে কেন লজ্জা দিচ্ছেন :!> :#>



পড়ার জন্য ধন্যবাদ ।

২৯| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

মনিরা সুলতানা বলেছেন: ভাই দুঃখিত দেরিতে দেখলাম :(
বর্ষ পূর্তির অনেক অনেক শুভেচ্ছা ...

আপনি সামুর লিঙ্ক পেয়ে খুশী হয়ে ব্লগিং শুরু করছিলেন,আর আমি ২০০৮ এ সামুর কবিতা পড়ে ভয়ে , এত বছর আর ব্লগ এ আসি নাই এর পর আবার ১১ তে ঘুরাঘুরি শুরু করছি ।

০৯ ই জুন, ২০১৩ রাত ৮:১২

মামুন রশিদ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা বুঝিয়া পাইলাম আপু । :)

৩০| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৭

শুঁটকি মাছ বলেছেন: চৌরঙ্গী দেখে দৌড়ায়ে পড়তে আসলাম!ক্যাম্পাসে আসার পর ফ্রেন্ডরা কিছু করলেই সবসময় একটা গালি দেই!
এক লাত্থি দিয়া চৌরঙ্গীতে ফালায়ে দিমু অথবা বস্তায় ভইরা চৌরঙ্গীর ঝিলে ফালায়ে এমন চুবানী দিমু!!!!
চৌরঙ্গী এখন আমাদের নিয়মিত আড্ডাখানা।চৌরঙ্গীতে না বসলে কিছুতেই আড্ডা দিয়ে মজা পাই না!

১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫০

মামুন রশিদ বলেছেন: পুরাতন পোস্ট খুজে পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু ।


ক্যাম্পাসে যখন ছিলাম তখনতো পুরোপুরি মিশে ছিলাম । কিন্তু ক্যাম্পাস ছেড়ে আসার পর এর প্রতি প্রকৃত ভালোবাসা বা টান অনুভব করা যায় । যত দিন যাচ্ছে এই টান বেড়েই চলছে । এখনও সুযোগ পেলেই চলে যাই পুরো পরিবার নিয়ে । নিজেদের ব্যাচের কোন অনুষ্টান বা জাহাংগীরনগর থিয়েটারের কোন অনুষ্টানের দাওয়াত পেলে মন আকুপাকু করে ।

"প্রাণের বীজ ছড়িয়েছি কত, এই সবুজ প্রান্তরে
ভালোবাসা হারায় না কভু, আসে ফিরে ফিরে "

আমাদের সময়ে চৌরঙ্গী


৩১| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:৪৬

শুঁটকি মাছ বলেছেন: হাহাহাহহাহা
ছবিটা দেখে খুব্বি ভাল লাগল ভাইয়া!!!!!!
শুভকামনা!!!!!!!!!

১১ ই জুন, ২০১৩ রাত ৯:১৫

মামুন রশিদ বলেছেন: আজি হতে বিশ বছর আগে...
:) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.