নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে ।

মামুন রশিদ

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগ...

মামুন রশিদ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মহিমান্বিত মে-১৩ ।

০১ লা জুন, ২০১৩ রাত ১২:০২





সর্বশেষ আপডেটঃ ব্লগার মুহম্মদ ফজলুল করিম এর প্রশংসনীয় উদ্যোগে এই সংকলনের সবগুলো গল্পের পিডিএফ ভার্সন প্রকাশিত হয়েছে, যা পোস্টের শেষে যুক্ত করা হয়েছে ।



আপডেটঃ নতুন গল্প সংযোজিত হয়েছে



সামহোয়্যারইন ব্লগে সম্প্রতি বেশ গুনগত পরিবর্তন চোখে পড়ছে । নিয়মিত ব্লগারদের পাশাপাশি এক ঝাঁক নতুন ব্লগারের আগমনে ব্লগ ক্রমশ জমে উঠছে । ব্লগিংয়ের প্রতিটা বিষয়, নাগরিক সাংবাদিকতা-গল্প-কবিতা-রম্য-ভ্রমন-ফিচার-টেকিপোস্ট ইত্যাদিতে উৎকর্ষতার ছাপ লক্ষ্যনীয় । এই 'মে' মাসে ব্লগে শুধু গল্পই এসেছে শতাধিক । হাসান মাহবুব, নোমান নমি, কাল্পনিক_ভালোবাসা, কান্ডারী অথর্ব, কুনোব্যাঙ, ইনকগনিটো, আরজুপনি সহ অনেকেই গল্প লিখে ব্লগ মাতিয়েছেন । এদের পাশাপাশি নতুনরা যেমন প্রোফেসর শন্কু, অপর্ণা মম্ময়, এরিস, নাজিম-উদ-দৌলা, ফারজানা শিরিন, খেয়াঘাট, লেজকাটা বান্দর, ফারুক আব্দুল্লাহ সহ আরো অনেকে বৈচিত্রময়, নিরিক্ষাধর্মী আর ভিন্ন স্বাদের দারুন সব গল্প উপহার দিয়েছেন ।



আমরা চার ব্লগার, মামুন রশিদ , জনৈক গণ্ডমূর্খ , মাননীয় মন্ত্রী মহোদয় , দলছুট শুভ সুরমা নদীর সুদৃশ্য পাড়ে বসে ফুচকা খেতে খেতে মাস-ওয়ারী গল্প-সংকলনের চিন্তা করি । এতে পাঠক যেমন একসাথে ভালো গল্পগুলোর লিংক পাবে, তেমনি নতুন ব্লগারদের ভালো লেখাগুলো পাঠকের সামনে তুলে ধরা সম্ভব হবে । এই গল্প-সংকলন বিভিন্ন মাসে আমাদের চারজনের ব্লগ থেকে পর্যায়ক্রমে পোস্ট করা হবে ।



প্রথম গল্প-সংকলনে আমরা ২৯ জন ব্লগারের ৩৮টি গল্পের লিংক যুক্ত করলাম । শুধুমাত্র ভালোলাগা থেকেই এই গল্পগুলো আমরা পছন্দ করেছি । এর বাইরে হয়ত অনেক ভালো গল্প রয়ে গেছে, মে মাসে সামুতে আসা সবগুলো গল্প আমাদের পক্ষে পড়া সম্ভব হয়নি । তাই আপনাদের ভালোলাগা কোন গল্প এখানে না এসে থাকলে, দয়া করে লিংক দিয়ে যাবেন । আমরা আপডেট দিতে চেষ্টা করবো ।



পরিশেষে একটা অনুরোধ, নতুন ব্লগারদের লেখা পড়ুন । গঠনমুলক মন্তব্য করে তাদের উৎসাহিত করুন ।



**********************************



সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মে-২০১৩



১। ঘুমিয়োনা দীপ্তিময়ী । --হাসান মাহবুব



২। ইউটোপিয়া । --হাসান মাহবুব



৩। তবু যাও তুমি কোথায় চলে । --হাসান মাহবুব



৪। গল্প : জনৈক টিয়া । --নোমান নমি



৫। জোছনা প্রাচীর । --নোমান নমি



৬। গল্পঃ পুতুল খেলা ও একজন ভার্চুয়াল স্রষ্টা । --কাল্পনিক_ভালোবাসা



৭। বাদামী রং এর ডায়রী । --কাল্পনিক_ভালোবাসা



৮। কান্ডারী অথর্ব ও একজন জলপরী । --কান্ডারী অথর্ব



৯। জীবিত লাশ । --কান্ডারী অথর্ব



১০। ছোটগল্প : অপরবাস্তব । --*কুনোব্যাঙ*



১১। ♣☻বিশ্বাসঘাতক!☻♣ --আরজুপনি



১২। ।।--লস্ট এন্ড ফাউন্ড--।। --ইনকগনিটো



১৩। ছোটগল্প - স্কুলব্যাগ । --খেয়া ঘাট



১৪। বনজ্যোৎস্না । --অপর্ণা মম্ময়



১৫। তিতিক্ষার মেঘ - --অপর্ণা মম্ময়



১৬। ছোটগল্প: ঈশ্বরের প্রতিদ্বন্ধী । --প্রোফেসর শন্কু



১৭। ছোটগল্পঃ কাঁচা মানুষ । --প্রোফেসর শন্কু



১৮। Lament; --এরিস



১৯। Kept on Flowing..!! বিজয়ী..!! --এরিস



২০। অসম প্রেম ও সংশ্লিষ্ট উদ্ভট গল্প । --লেজকাটা বান্দর



২১। শায়লা । --লেজকাটা বান্দর



২২। জানালার ওপাশে । --নাজিম-উদ-দৌলা



২৩। এ কোন আষাঢ় আমার !! --মেঘরোদ্দুর



২৪। ছোটগল্প: পাখি । --সায়েম মুন



২৫। গল্পঃ ভালবাসার নগ্নকথা । --নির্লিপ্ত স্বপ্নবাজ



২৬। অনাশ্রিত সংলাপ -১ । --আজ আমি কোথাও যাবো না



২৭। মনোগ্রাম । --হাসান বৈদ্য



২৮। সাইকেল । --সাদাত হোসাইন



২৯। এক কাপ চা, নোনতা বিস্কুট আর একটা বিড়ি । --মাগুর



৩০। ছোট গল্প: টুনটুনি টুনটুনি । --সোর্বিয়ের



৩১। অদল বদল - নিয়তি আয়না । --ফারজানা শিরিন



৩২। ছোটগল্প - মানুষী । --মোহাম্মদ রাফিউজ্জামান সিফাত



৩৩। গল্প: হঠাৎ একদিন । --একলা চলো রে



৩৪। সংশপ্তক । --তালেব মাষ্টার



৩৫। জনৈক হতাশাবাদীর কবলে আমরা । --ফারুক আব্দুল্লাহ



৩৬। পাঁচ টাকার কয়েন । --মোঃ ইসহাক খান



৩৭। গল্প - ম্যাজিক । --মাহমুদ০০৭



৩৮। ছোটগল্পঃ হাইবারনেশন । --মামুন রশিদ



আপডেটঃ নতুন সংযোজিত গল্প ।



# গল্পঃ পঞ্চাশ টাকা । -আলোর পরী



# ভেইল অফ ভিসর; অপরিণত বিভক্তি । --এরিস



# হীরের আংটি । --রহস্যময়ী কন্যা



# গল্পঃ বিব্রতকর বিবাহ । --সোহাগ সকাল



# ঝরে পড়া অশ্রুতে মিশে ছিল সহজ সরল কিছু মৌলিক স্বপ্ন । --মাসুম আহমদ ১৪



# নীলুর ছেড়ে যাওয়ার গল্প । --অপু তানভীর



# মা এবং গর্ভবতী গাভী । --রাজীব হোসাইন সরকার



# আদ্রিরা বেঁচে থাকুক । --দেহঘড়ির মিস্তিরি



ইবুক প্রকাশের কথা---মুহম্মদ ফজলুল করিম (১০/৬/২০১৩)

এই পোষ্টটা সামহোয়্যারইন ব্লগে স্টিকি হতে দেখে- চিন্তা করলাম একটা পিডিএফ করলে কেমন হয়।যেই চিন্তা , সেই কাজ । শুরু করে দিলাম।কাজটা খুব সহজ না হলেও , একরকম প্রানের টানেই করে ফেললাম।অনেকসময় , হাতের কাছে ইন্টারনেট থাকে না।আবার ইন্টারনেট থাকলেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকি।গল্প পড়তে যে মন মানসিকতা দরকার , সেটাও মাঝে মাঝে থাকে না।কিন্তু ,একটি পিডিএফ হাতের কাছে থাকলে কোন সমস্যাই নেই।যেকোনো দিন , যেকোনো সুবিধাজনক সময়ে পড়া যাবে।এছাড়া হাতের কাছে , যখন সেরা সেরা গল্প একসাথে- তখন তো ভাল লাগবেই।অফলাইন হওয়াতে অনেক মানুষের হাতে নাগালে এটা চলে আসবে।



এছাড়া, অনেকে আছেন সামু ব্লগ চিনেন না।এমন শক্তিমান গল্পকার যে এখানে লেখেন তাও অনেকে জানেন না।এর ফলে , এই পিডিএফ বই তাদের হাতে পড়লে তারাও এক সময় ব্লগিং এর আলোকিত ভুবনে পা রাখতে পারবেন। ছোট গল্পকে যে পিডিএফ আকারে প্রকাশ করা হয় – সে ধারনা অনেককেই আরো চমৎকার চমৎকার গল্প লিখতে প্রেরণা যোগাবে।ইবুক সংস্করণ নিয়ে কোন সমস্যায় আমাকে জানাতে পারেন।



মহিমান্বিত মে মাসের সামহোয়্যারইন গল্প-সংকলনের ২ মেগাবাইটের ইবুক ডাউনলোড করে নিন... -মুহম্মদ ফজলুল করিম



***********************************



উৎসর্গঃ ঋষি ব্লগার 'ইমন জুবায়ের ' ভাই, যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত সামহোয়্যারইন ব্লগে পরম মমতায় ব্লগিং করেছেন । বাংলা ব্লগ জগৎ তাঁর কাছে চির ঋনী ।



"জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন

জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন ।"




********************************



ফটো ক্রেডিটঃ মাননীয় মন্ত্রী মহোদয় ।









মন্তব্য ৩২৭ টি রেটিং +৬৪/-০

মন্তব্য (৩২৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:১০

দায়িত্ববান নাগরিক বলেছেন: গ্রেট !

গল্প বেশি পড়া হয় না। তারপরও আজকে ধৈর্য ধরে আরজুপনি আপুর "বিশ্বাসঘাতক" আর রহস্যময়ী কন্যার "হীরের আংটি" পড়লাম। ভালো লাগলো।

ভালো কাজ করছেন আপনারা। আপনার এ লেখার শুরুটা পড়ে সুরমা নদীর সুদৃশ্য পাড়ে বসে ফুচকা খেতে ইচ্ছে করছে !

০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ দানা ভাই । আপনার এই ভালো লাগা আমাদের চারজনকে উৎসাহ দিয়ে যাবে । আসুন সবে মিলে সুস্থ সুন্দর সামহোয়্যারইন ব্লগ গড়ে তুলি ।


আপ্নে বৈদেশ থেকে আসলে সবতে মিলে সুরমা পাড়ে বসে ফুচকা খাব, আগাম দাওয়াত দিয়ে রাখলাম ।

২| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:১১

মাহবু১৫৪ বলেছেন: ২য় ভাল লাগা

++++++

০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মাহবু১৫৪ ।


আসুন সবে মিলে সুস্থ সুন্দর সামু গড়ি ।

৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:১১

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার কাজ করেছেন। আপনাদের চার জনকেই অজস্র ধন্যবাদ। এখন খুব ভালো হবে একটা পোস্ট থেকেই সবগুলো ভালো গল্প পাওয়া যাবে। আমরা সবাই যদি এরকম দায়িত্বশীলতার পরিচয় দেই তবে সামুকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। সাধুবাদ রইল।


ইমন জুবায়ের ভাইয়ের অভাবটা সবসময় থেকেই যাবে :(

০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৯

মামুন রশিদ বলেছেন: আমরা সবাই যদি এরকম দায়িত্বশীলতার পরিচয় দেই তবে সামুকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে।


অবশ্যই, আসুন সবে মিলে সুস্থ সুন্দর সামু গড়ি ।


ইমন জুবায়ের ভাইয়ের কাছে আমরা সব সময় ঋনী ।

৪| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:১২

মাথাল বলেছেন: কোনও কথা নাই, সরাসরি প্রিয়তে।

গ্রেট জব বস। :)

০১ লা জুন, ২০১৩ রাত ১২:৩০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মাথাল ।



আসুন সবে মিলে সুস্থ সুন্দর সামু গড়ি ।

৫| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:১৭

রাতুল_শাহ বলেছেন: দারুণ

০১ লা জুন, ২০১৩ রাত ১২:৩১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ রাতুল_শাহ ।



আসুন সবে মিলে সুস্থ সুন্দর সামু গড়ি ।

৬| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:২২

হাসান মাহবুব বলেছেন: এই মাসটা আসলেই ক্রিয়েটিভ ব্লগিংয়ের জন্যে খুব ভালো ছিলো। এখন টেকনিক্যাল কারণে ইউজার অনেক কমে গেছে, কমেন্টও তেমন পাওয়া যায়না, কিন্তু আজেবাজে পোস্ট, কপি পেস্ট, ছাগুপোস্ট, দলাদলি, সিন্ডিকেট-এসব নাই বললেই চলে। নতুন দারুণ কিছু ব্লগার উঠে এসেছে। ব্লগিং করে সেই পুরোনো মজাটা ফিরে পাচ্ছি। আপনার এই প্রয়াস সেটাকে আরো বেগবান করবে। অনেক শুভকামনা মামুন ভাই।

মোহাম্মদ ইসহাক হোসেনের কোন গল্প নাই? :(

০১ লা জুন, ২০১৩ রাত ১২:৩৫

মামুন রশিদ বলেছেন: এক্সাক্টলি হাসান মাহবুব ভাই । এই মাসে ব্লগ পড়তে এসে অবাক হয়ে গেছি । যেখানে সপ্তাহে দুটো ভালো গল্প পাওয়া যেতোনা, সেখানে ৩৮টা দেওয়ার পরেও আমার ধারনা আরও ৫/৭ টা ভালো গল্প পাওয়া যাবে ।


মোঃ ইসহাক খানের গল্প দিছি তো বস । ৩৬ নাম্বার গল্প, পাঁচ টাকার কয়েন । ;)

৭| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: মামুন ভাই .........
অনেক অনেক ধন্যবাদ .........।।
অনেক গুল পড়েছি , বাকি গুলর জন্য দিলাম ......

০১ লা জুন, ২০১৩ ভোর ৬:৫৮

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু । বাকি গল্প গুলোও সময় করে পড়ে ফেলবেন ।


আসুন সবে মিলে সুস্থ সুন্দর সামহোয়্যারইন ব্লগ গড়ে তুলি ।

৮| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

সিলেট ব্লগারস রক্স !!!

আপনারা করবেন গল্প আর সাথে থাকছে আমাদের কবিতা সংকলন প্রতি মাসেই দারুন দারুন !!!

আমি ৬ নং মন্তব্যে হামা ভাইয়ের সাথে একমত।

০১ লা জুন, ২০১৩ সকাল ৭:০৩

মামুন রশিদ বলেছেন: গল্প-কবিতা পাশাপাশি চলুক । 'একটি কাব্যিক ভ্রমন' এর সাথে আমরাও সবাই আছি ।


অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই ।

৯| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: গ্রেট কালেকশন

০১ লা জুন, ২০১৩ সকাল ৭:০৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম আহমদ ১৪ ।



আসুন সবে মিলে সুস্থ সুন্দর সামহোয়্যারইন ব্লগ গড়ে তুলি

১০| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৪৮

নোমান নমি বলেছেন: হামা ভাইয়ের সাথে সহমত। আজেবাজে পোষ্ট কমে গেছে। পোষ্ট কম আসলেও ভালো পোষ্ট আসতেছে। দারুন কাজ। চালিয়ে যান।

০১ লা জুন, ২০১৩ সকাল ৭:০৯

মামুন রশিদ বলেছেন: পুরানো পিকে নোমান নমি ভাইকে পেয়ে ভালো লাগছে ।



আমি মে মাসে সত্যিই অবাক হইছি । এই যেমন ধরেন আপনি নিজেই গত তিন মাস সামুতে কোন গল্প লিখেন নি । কিন্তু মে মাসে আমরা আপনার কাছ থেকে তিন-তিনটা দারুন গল্প পাইছি । এই ধারা অব্যাহত থাকুক । ভালো থাকুন, শুভকামনা ।

১১| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার এবং কষ্টসাধ্য একটা কাজ। খুবই ভালো লাগল মামুন ভাই। আপনাদের সবাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ :) :)

০১ লা জুন, ২০১৩ সকাল ৭:১৪

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ জাদীদ ভাই ।


আপনার উৎসাহ আমাদের কাজে অনুপ্রেরনা যুগায় । আর তাছাড়া নতুন ব্লগারদের পাঠকের সামনে নিয়ে আসার কাজটা আপনিই শুরু করেছেন । আপনার উদ্যোগ ব্লগে নতুন এবং অপরিচিত ব্লগারের লেখা পড়তে পাঠককে উদ্দীপনা যুগিয়েছে ।

ভালো থাকবেন, আনন্দে থাকবেন সব সময় ।

১২| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৫৯

খেয়া ঘাট বলেছেন: আপনি হয়তো জানেন ,তারপরও একটা সুন্দর তথ্য জানিয়ে রাখছি। আর এ ব্যাপার নিয়ে বিশদ কোনো পত্রিকায়ও কোনো লিখা আসেনি। "
May is National Short Story Month"

নিজের অজান্তেই হয়তোবা ব্লগাররা বেশ কিছু চমৎকার গল্প এ মাসেই উপহার দিয়েছেন।
একসময় কোনো দিবসের বিশেষ কোনো প্রচলন ছিলোনা আমাদের দেশে।তারপর আন্তর্জালিক প্রবাহমনতায় এখন বেশ কিছু দিবসের উত্তোরণ হয়েছে। হয়তোবা বাংলা ব্লগারদের হাত ধরেই "মে মাস ছোটগল্পের মাস" হিসাবে আমাদের সাহিত্যধারায় সংযোজিত হবে ।

এপ্রিল মাসের শেষের দিকেই এখানকার গ্রন্থাগারের আলোচনা কক্ষে ছোটগল্প নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ছোটগল্পকারের যেমন-Ernest Hemingway, Mark Twain, Robindronath প্রমুখের গল্প আলোচিত হয়। ঠিক তেমনি সাধারণ যারা গল্প লিখেন তাদের গল্প ও প্রতি সপ্তাহে আলোচিত হয়। নাগরিক মানুষের জীবনে নানা জটিলতায় একটুকরো সাহিত্যের নির্মল সুবাতাস বইয়ে দিতেই ছিলো মূলত মে মাসের ছোটগল্প নিয়ে সাহিত্য সভা।

আর সৃজনশীল মানুষের মন যেন সুরমার সুরভি নিয়ে চাট্টাহোচি নদীর পাশে এসে এক মোহনায় মিলিত হয়েছে। শিল্পীত মানুষের সৃজনশীল মনন নিরন্তর সুবাসিত হোক।


আপনার মূল পোস্টে - May is National Short Story Month"কথাগুলো সংযোজিত করলে অনেক পাঠকের চোখে পড়বে।

ভালা থাখুওকা ভাইছাব।

০১ লা জুন, ২০১৩ সকাল ৭:২১

মামুন রশিদ বলেছেন: নিজের অজান্তেই হয়তোবা ব্লগাররা বেশ কিছু চমৎকার গল্প এ মাসেই উপহার দিয়েছেন।
একসময় কোনো দিবসের বিশেষ কোনো প্রচলন ছিলোনা আমাদের দেশে।তারপর আন্তর্জালিক প্রবাহমনতায় এখন বেশ কিছু দিবসের উত্তোরণ হয়েছে। হয়তোবা বাংলা ব্লগারদের হাত ধরেই "মে মাস ছোটগল্পের মাস" হিসাবে আমাদের সাহিত্যধারায় সংযোজিত হবে ।

এই তথ্যটা আমার কাছে নতুন এবং অবশ্যই অভূতপূর্ব । মে মাসে চমৎকার সব ছোটগল্প আসাটা কাকতালীয়ও । দেখা যাক, একদিন হয়তো আমরা ছোটগল্পের মাস হিসাবে মে মাস পালন করব ।

আমিও আপনার সাথে কন্ঠ মিলাই,

আর সৃজনশীল মানুষের মন যেন সুরমার সুরভি নিয়ে চাট্টাহোচি নদীর পাশে এসে এক মোহনায় মিলিত হয়েছে। শিল্পীত মানুষের সৃজনশীল মনন নিরন্তর সুবাসিত হোক।

অনেক ধন্যবাদ ।

১৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১:০৫

রৌহান খাঁন বলেছেন: নিচে কয়েকটা দিলাম

Click This Link


Click This Link


Click This Link

Click This Link

Click This Link


Click This Link

Click This Link

০১ লা জুন, ২০১৩ সকাল ৭:২৩

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ কষ্ট করে লিংক দেয়ার জন্য ।



দেখব এবং শীঘ্রই আপডেট দিতে চেষ্টা করব ।

১৩ ই জুন, ২০১৩ রাত ১২:২৩

মামুন রশিদ বলেছেন: আপডেট দেয়া হয়েছে :)

১৪| ০১ লা জুন, ২০১৩ রাত ১:০৫

আমি তুমি আমরা বলেছেন: গুড জব

০১ লা জুন, ২০১৩ সকাল ৭:২৪

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।



ভালো থাকবেন, শুভকামনা ।

১৫| ০১ লা জুন, ২০১৩ রাত ১:১১

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

০১ লা জুন, ২০১৩ সকাল ৭:২৫

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রেজওয়ান মাহবুব তানিম ।




ভালো থাকবেন ।

১৬| ০১ লা জুন, ২০১৩ রাত ১:১২

রহস্যময়ী কন্যা বলেছেন: কিছু গল্প পড়া হয়েছে।কিছু পড়া বাকি।পোষ্ট প্রিয়তে রেখে দিলাম।আপনাদের চার জনকেই অজস্র ধন্যবাদ। :) :)

০১ লা জুন, ২০১৩ সকাল ৭:২৬

মামুন রশিদ বলেছেন: পোস্ট প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ রহস্যময়ী কন্যা ।



আমরা চারজন আপনার ধন্যবাদ বুঝিয়া পাইলাম :)

১৭| ০১ লা জুন, ২০১৩ রাত ১:১২

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক সুন্দর একটা কাজ হয়েছে, প্রিয় মামুন রশিদ।

প্রতি মাসে এরকম একটা করে গল্প আর কবিতার সঙ্কলন হলেই আমাদের মত আলসে ব্লগারদের পোয়াবারো! মানুষের মনে আপনি যুগ যুগ বেঁচে থাকুন:)

শুভেচ্ছা রইল।

০১ লা জুন, ২০১৩ সকাল ৭:৩৪

মামুন রশিদ বলেছেন: প্রশংসা মনকে সিক্ত করে, যদিও অতটা পাওয়ার যোগ্য নই । তবু প্রিয় প্রোফেসর শন্কু'কে জানাই ধন্যবাদ আর শুভকামনা ।


আমরা চেষ্টা করবো প্রতি মাসে গল্প-সংকলনের ধারাবাহিকতা ধরে রাখতে । আর প্রতি মাসে ব্লগে একটি কবিতা সংকলন আসে । সংকলনটির নাম 'একটি কাব্যিক ভ্রমন', সম্পাদনা করেন ব্লগার 'কান্ডারী অথর্ব' আর ব্লগার 'একজন আরমান' । এই মাসের কবিতা সংকলন হয়তো দুই/এক দিনের মধ্যেই আসবে ।

১৮| ০১ লা জুন, ২০১৩ রাত ১:১৬

বাংলার হাসান বলেছেন: চমৎকার এবং কষ্টসাধ্য কর্ম। +++++

০১ লা জুন, ২০১৩ সকাল ৭:৩৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই ।



আপনার প্লাস পেয়ে ভালো লাগছে ।








১৯| ০১ লা জুন, ২০১৩ রাত ১:১৯

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: কষ্টের কাজ করেছেন ।

নিজের একটা গল্প আছে দেখে ভালো লাগলো

ধন্যবাদ ।

০১ লা জুন, ২০১৩ সকাল ৭:৩৮

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ রাফিউজ্জামান সিফাত ।



শুধু গল্প নয়, অন্যান্য ভালো ভালো লেখা লিখুন । অন্য ব্লগারের ভালো লেখা পড়ে তাদের উৎসাহ দিন । শুভকামনা ।

২০| ০১ লা জুন, ২০১৩ রাত ১:২২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমি আপাতত প্লাসায়িত করে গেলাম+++++++++++

উইথ পোস্ট প্রিয়তে!!!

০১ লা জুন, ২০১৩ সকাল ৭:৪১

মামুন রশিদ বলেছেন: নিজে লিখে নিজেই প্লাস দেয়া :| :|




হাহাহা, ভালো থাইকেন ।

২১| ০১ লা জুন, ২০১৩ রাত ২:০৮

ঘুড্ডির পাইলট বলেছেন: চমতকার উদ্যোগ । :)




ফুচকা কি আমরাও পামু ?

০১ লা জুন, ২০১৩ সকাল ৭:৪৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ রাফাত ভাই ।




ফুচকা কেমনে পাইবেন, আপনার কথা শুনলেতো ফুচকাওয়ালা হাসতে হাসতে সুরমা নদীতে গিয়া পড়বো ;) :P

২২| ০১ লা জুন, ২০১৩ রাত ২:০৯

আমিই মিসিরআলি বলেছেন:

০১ লা জুন, ২০১৩ সকাল ৭:৪৪

মামুন রশিদ বলেছেন: বিশাল একটা প্লাস !



অনেক ধন্যবাদ আমিই মিসির আলি ।

২৩| ০১ লা জুন, ২০১৩ রাত ২:২৭

সায়েম মুন বলেছেন: আমি এক সময় গল্পের দিকে বেশী নজর দিয়েছিলাম। ইদানীং কবিতার দিকে ঝুকায় গল্প নিয়ে তেমন ভাবা হয় না। সময়াভাবে অনেক গল্প পড়াও হয় না। আপনার পরিশ্রমী কাজকে সাধুবাদ জানাই। বেশ কিছু সুন্দর গল্প উঠে এসেছে পোস্টে। কিছু পড়া হয়েছে। বাকীগুলো না হয় সময় করে পড়া যাবে।

০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:৫২

মামুন রশিদ বলেছেন: আপনার কবিতার দিকে ঝুঁকে পড়াটা আমিও খেয়াল করেছি । আপনার গল্প লেখার হাত ভালো । আশাকরি এখন থেকে কবিতার পাশাপাশি নিয়মিত গল্পও পাব ।

২৪| ০১ লা জুন, ২০১৩ ভোর ৬:২০

*কুনোব্যাঙ* বলেছেন: হামার ভাইয়ের সাথে অনেকাংশে একমত। অনেকেই দেখি অভিযোগ করছে যে সামুতে পোষ্ট কমে গেছে সাথে রিডারও কমে গেছে। হতে পারে অভিযোগ সত্য কিন্তু এটাও সত্য যে তুলনামূলক ভালো পোষ্ট অনেক বেশী আসছে ক্রিয়েটিভ রাইটিং এর চর্চা বেড়েছে।


সংকলন পোষ্টের প্রতি দুর্বলতা আমার বরাবরেরই আর একই সাথে চমৎকার সব গল্প গল্পকারের মাঝে নিজের নামটি দেখে কিঞ্চিত লজ্জার সাথে কিছুটা আনন্দিও হয়েছি। অনেক অনেক কৃতজ্ঞতা মামুন ভাই।

০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:০১

মামুন রশিদ বলেছেন: হামা ভাইয়ের অবজারভেশন শতভাগ সঠিক, কারন তিনি নতুন পুরাতন সবার লেখা পড়েন । আমি এই মাসে ব্লগ মোটামুটি নিয়মিত পড়েছি, এবং অবাক হয়ে গেছি ।


প্রিয় ব্লগারের বাইরেও যেকোন বিচারে তোমার গল্প লেখার হাত খুবই ভালো । তবে তোমার একটা সমস্যা আছে, গল্প তুমি অকেশনালি লিখ । আমি চাই প্রিয় কুনোব্যাঙ মামুন নিয়মিত গল্প লিখুক । শুভকামনা ।

২৫| ০১ লা জুন, ২০১৩ সকাল ৭:০৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সামুতে কি রিফর্মেশান টাইপের কিছু চলছে। কয়েকদিন পর পরই ভাল লেখার সংকলন, ভাল ব্লগারদের লিস্ট।

গল্প অনেক কম পড়ি। কিন্তু পোষ্ট ভাল লেগেছে। ভাল থাকবেন।

০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:০৭

মামুন রশিদ বলেছেন: এটাকে ঠিক রিফর্মেশন বলা যুক্তিযুক্ত হবেনা । এই মে মাসে এত এত ভালো লেখা এসেছে যে, রিফর্মেশনের কোন প্রয়োজন নেই । তবে অপেক্ষাকৃত নতুন আর অপরিচিত নিক গুলো ভালো লিখেও তেমন একটা পাঠক সাড়া পায়নি । আমাদের সংকলন পোস্ট করার অন্যতম উদ্দেশ্য, এই ব্লগারদের ভালো লেখাগুলোর সাথে পাঠককে পরিচয় করিয়ে দেয়া ।


অনেকদিন পর স্বর্ণা'কে পেয়ে ভালো লাগছে । মাঝে মাঝে গল্পের ঘরে ঢুঁ মেরে যেও । শুভ কামনা ।

২৬| ০১ লা জুন, ২০১৩ সকাল ৭:১১

রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাদেরকে।

অনেকগুলোই পড়া, বাকি গুলো আস্তে আস্তে পড়া হবে।

০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:০৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ রোজেল০০৭ ।



এই মাসেই আপনার লেখা একটা গল্প আমার মন কেড়েছে । আশাকরি সামনের দিনে আরো ভালো ভালো গল্প পাব । ভালো থাকবেন ।

২৭| ০১ লা জুন, ২০১৩ সকাল ৭:৫৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ফটো ঝাপসা আসার জন্য আমি দায়ী নই । জানা আপা দায়ী । উনার এই সার্ভার আপগ্রেডেশনের পর থেকেই ছবিগুলান ঝাপসা আসতেছে । /:)


জানা আপার দৃষ্টি আকর্ষণ করলাম ।

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

মামুন রশিদ বলেছেন: ছবিতে পিলাচ +++++++++


আর কেউ না দিক, আমি দিলাম । কারন আমি জানি কত অল্প সময়ে এই ছবিটা আপনি তৈরি করেছেন ।

২৮| ০১ লা জুন, ২০১৩ সকাল ৯:২৪

আরজু পনি বলেছেন:

সামুতে ভালো পোস্ট আসে না যারা বলেন, তাদের জন্যে এই ধরনের সংকলন পোস্টগুলো দারুণ জবাবের।

আমার গল্পটার কথা একটু বলে যাই, গল্পটা প্রথমে বেনামে দিয়েছিলাম অন্যকোথাও... ঠিক স্বস্তি পাইনি। পাঠক প্রতিক্রিয়া দেখতে ইচ্ছে করছিল। কারণ গল্পটাতে বর্তমান নষ্ট সময়ের বিরুদ্ধে একটা মেসেজ রেখেছি...

প্রিয় নজরুলকে নিয়ে পোস্ট করার পর কান্ডারী অর্থব ফেসবুকে একদিন অভিযোগ করলো আমি নাকি অনেকদিন পোস্ট দেই না, যদিও ততদিনে কথাটা আমি মানি নি।
কিন্তু কান্ডারী অর্থব-এর অভিযোগের কথা মাথায় রেখেই বেনামে পাবলিশ করা গল্পটাকে স্বনামে পাবলিশ করলাম।
কাজেই কান্ডারীকে বিশেষ ধন্যবাদ জানাতেই হয়।


আমার লেখা থাকুক বা না থাকুক...উদ্যোগটা অসাধারণ।
কাল্পনিক ভালবাসা, এসআরজনি, আপনি...খুব ভালো কাজ করছেন...চালিয়ে যান।
শুভকামনা রইল।।

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মামুন রশিদ বলেছেন: সামুতে ভালো পোস্ট আসে না যারা বলেন, তাদের জন্যে এই ধরনের সংকলন পোস্টগুলো দারুণ জবাবের।

পনি'আপুর এই কথার সাথে আমি শতভাগ সহমত । আমিও বলি, যারা বলেন ব্লগে লেখার মান খারাপ হয়ে গেছে তারা এই মাসের গল্পগুলো পড়লেই জবাব পেয়ে যাবেন ।


আপনার লেখা গল্পটা আর যাই হোক, পাঠক মহলে ব্যাপক কনফিউশন জাগাতে পেরেছে । শেষ পর্যন্ত পাঠকেরা দ্বিধায় ছিলো যে, এটা কোন সত্যি কাহিনী নাকি গল্প !!


আমরা 'আশা জাগানিয়া' সিরিজের কথা ভুলিনি আপু । গত বছর আমি যখন ব্লগে নতুন আসি তখন সারা মাস অপেক্ষায় থাকতাম কখন আপনার সংকলন পোস্ট আসবে । আর আপনার সংকলনে কোন লেখা স্থান পেলে কি যে আনন্দ পেতাম । সত্যি, ব্লগিংয়ে থেকে যাওয়ার পেছনে 'আশা জাগানিয়া' সংকলন সিরিজের ভূমিকা কম নয় ।

শুভ কামনা রইলো ।

২৯| ০১ লা জুন, ২০১৩ সকাল ১০:০৭

অন্তহীন বালক বলেছেন: মামুন রশিদ ভাই, আপনি তো দারুন এক কাজ করেছেন। এক মোড়কে মে মাসের সব গল্প। প্রতিমাসে এমন সংকলন চাই।

পরিশেষে একটা অনুরোধ, নতুন ব্লগারদের লেখা পড়ুন । গঠনমুলক মন্তব্য করে তাদের উৎসাহিত করুন ।

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

মামুন রশিদ বলেছেন: প্রথমেই বিনয়ের সাথে জানাতে চাই, এই সংকলন পোস্ট আমি একা তৈরি করিনি । জনৈক গণ্ডমূর্খ, মাননীয় মন্ত্রী মহোদয়, দলছুট শুভ সহ আমরা চারজন মিলে এটা তৈরি করেছি । আমরা আশাবাদি ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে । আর সংকলন পোস্ট পর্যায়ক্রমে আমাদের চারজনের ব্লগ থেকেই পোস্ট করা হবে ।

আপনাকে অনুসরনে নিলাম । আশাকরি আপনার ব্লগবাড়িতে যাওয়া আসা হবে নিয়মিত ।

৩০| ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:০৮

আনাড়ী নং ৪২০ বলেছেন: সুন্দর একটা কাজ


শুভকামনা

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আনাড়ী নং ৪২০ ।



শুভকামনা নিরন্তর ।

৩১| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব মানসম্পন্ন একটা সঙ্কলন মামুন ভাই ! বেশীরভাগ গল্পই পড়েছি ! সামুতে পেজের পর পেজ খুজে ভালো পোষ্ট খুজি , যতক্ষণ অনলাইনে থাকি ! ইদানিং ভালো পোষ্ট বাড়ছে , আফসোসের ইমু হবে গল্প লিখতে পারিনা ,স্টোরি মাথায় আসলেও লিখলেই অখাদ্য কবিতা টাইপ হয়ে যায় , গল্প হবে প্রাঞ্জল , ঠিক আপনার সঙ্কলনের গল্পগুলোর মত ! তাই গল্প লিখার ইচ্ছা কবর দিয়েছি আগেই !!

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় অভি ।



না না না, গল্প লেখার ইচ্ছেটা এত আগেই কবর দিবেন না । এক সময় গল্প আর কবিতা ভিন্ন পথের যাত্রী ছিলো । তখন বলা হত গল্পের ভাষা হবে নির্মেদ পুরুষালী আর কবিতার ভাষা হবে কোমল রমনীয় । এখন ধারনা অনেক পাল্টে গেছে । এখন গল্পের ভেতর কাব্য বসত করে কিংবা কবিতার ভেতর অনেকখানি গল্প । সুতরাং কবিতা টাইপ হয়ে যাওয়া ভাষাই এক সময় জন্ম দিবে দারুন সব গল্প ।

শুভ কামনা ।

৩২| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: এরিসের এই গল্পটা ! আমার দেখা পাঠক ধরে রাখার সেরা গল্প মামুন ভাই !

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

মামুন রশিদ বলেছেন: লিংক দেয়ার জন্য ধন্যবাদ প্রিয় অভি ।


এরিসের 'ভেইল অফ ভিসর; অপরিণত বিভক্তি' গল্পটি আমিও পড়েছি । ভয়ংকর গল্প, প্রথমে অর্ধেক বুঝেই কমেন্ট করেছিলাম । পরে এরিস বুঝিয়ে বলায় পুরোটা বুঝতে পেরেছি । কিন্তু কিভাবে যেন গল্পটা মিস হয়ে গেলো । একটু ফ্রী হলেই পোস্টে একটা আপডেট দিবো, তখন এই গল্পটাও নিশ্চিত থাকবে ।

১৩ ই জুন, ২০১৩ রাত ১২:২৫

মামুন রশিদ বলেছেন: আপডেট দেয়া হয়েছে :)

৩৩| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৩০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: প্রিয়তে ।

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় তিতির আপু ।

৩৪| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: শুভ, মন্ত্রী, গণ্ডমূর্খ, মামুন ভাই এই চারজনকেই অনেক ধন্যবাদ সুন্দর একটা সংকলন উপহার দেবার জন্য মে মাসের। আশা করি কবিতার সংকলনও পাবো ।
এরিসের একটা গল্প বাদ পড়ে গেছিল , পরে অভি এটা যোগ করে দিয়েছে কমেন্ট লিঙ্কে।

পোস্ট প্রিয়তে রাখলাম ।

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ অপর্ণা মম্ময় । ধন্যবাদ লিংক দিয়ে সংকলন তৈরিতে সহযোগিতা করার জন্য । ভবিষ্যতেও আশাকরি এই সহযোগিতা পেয়ে যাব ।

এরিসের এই গল্প বাদ পরাটা নিতান্তই অমনযোগীতা প্রসূত । নেক্সট আপডেটেই যোগ করে দিবো ।

শুভ, মন্ত্রী আর গণ্ডমূর্খের পক্ষ থেকেও ধন্যবাদ জানবেন ।

৩৫| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৫৯

তুষার আহাসান বলেছেন: প্রি্য় তে রাখলাম,সময় মত যে গুলো পড়া হয়নি,পড়ে নেব।

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ তুষার আহাসান । ভালো থাকবেন ।

৩৬| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রতি মাসেই কবিতা সঙ্কলন করে থাকেন কান্ডারী অথর্ব ও একজন আরমান ! খুব শীঘ্রই আমরা মে মাসের টা পাবো আশা করি ! একজন আরমানের ব্লগে গেলেই পাবেন সঙ্কলন গুলো @ অপর্ণা মম্ময়

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

মামুন রশিদ বলেছেন: @অপর্ণা মম্ময় এবং আরো যারা কবিতা প্রেমি ।

৩৭| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১:৩০

শিপু ভাই বলেছেন:
গুড জব ব্রো!!!

++++++++++++++++

০৩ রা জুন, ২০১৩ সকাল ৭:২০

মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু । পিলাচের জন্য ধন্যবাদ ।

৩৮| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১:৪১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাল কাজ বটে

+++

০৩ রা জুন, ২০১৩ সকাল ৭:২১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।

৩৯| ০১ লা জুন, ২০১৩ দুপুর ২:২৪

প্রিয়তমেষূ বলেছেন: ভাল লাগলো।

০৩ রা জুন, ২০১৩ সকাল ৭:২১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়তমেষু ।

৪০| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:০৫

ইনকগনিটো বলেছেন: চমৎকার উদ্যোগ, চমৎকার পোস্ট। অনেক ধন্যবাদ মামুন ভাইকে এতো সুন্দর একটা পোস্ট এর জন্য।

দিনটাই ভালো হয়ে গেলো।

০৩ রা জুন, ২০১৩ সকাল ৭:২৩

মামুন রশিদ বলেছেন: প্রিয় ইনকগনিটো'র প্রতিটা দিন ভালো যাক । আর আমাদের জন্য সুন্দর সুন্দর সব কবিতা গল্প লিখতে থাকুন ।

৪১| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইয়া শুধু আপনাদের জানাই জাস্ট স্যালুট দারুন একটি কাজ করছেন আপনারা।

০৩ রা জুন, ২০১৩ সকাল ৭:২৬

মামুন রশিদ বলেছেন: প্রিয় ইভান ভাই, শুধু শুধু শরমিন্দা বানাচ্ছেন ।



ভার্সেটাইল ব্লগার কান্ডারী অথর্ব'র একটু খানি কমপ্লিমেন্টও আমার জন্য বিরাট অনুপ্রেরনা হয়ে যায় ।

৪২| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আজকের দিন তাইলে এইগুলি পড়তে পড়তেই কেটে যাবে....

++++++++++ :) :) :) :) :) :)


অনেক অনেক ধন্যবাদ।

০৩ রা জুন, ২০১৩ সকাল ৭:২৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষন ।



ভালো থাকুন সব সময় । শুভকামনা ।

৪৩| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:৫৯

যুবায়ের বলেছেন: চমৎকার উদ্যেগ...
প্রতিমাসেই এরকম একটা করে সংকলন চাই।

০৩ রা জুন, ২০১৩ সকাল ৭:২৮

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ যুবায়ের ভাই ।



প্রতি মাসে সংকলন করার চেষ্টা আমাদের অব্যাহত থাকবে, আশা রাখছি ।

৪৪| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:১১

জানা বলেছেন:

দারুণ কাজ মামুন ভাই। শ্রম, সময় এবং ভালবাসার সমন্বয়ে চমৎকার একটি কাজ করেছেন। অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি। বাস্তবতা সামলে ভার্চুয়াল জগতের এই মোহটা যে শুধুই মোহ নয়; সমাজ ও সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক তার উদাহরণ দেখতে খুব ভাল লাগে, গর্ব হয় ব্লগারদের নিয়ে।

হাসান মাহবুবের সাথে সম্পূর্ণ সহমত। মাস জুড়ে চমৎকার সব ব্লগ/ পোস্ট নজরে এসেছে। হাসান মাহবুবের লেখাতো বরাবরই চমৎকার এবং জনপ্রিয়, নতুনদের অনেকই খুব ভাল লিখছেন। টেকনিক্যাল সমস্যাটা দুঃখজনক! সমস্যাগুলো এতখানি সময় নেবে ভাবিনি। আমাদের প্রচেষ্টা চলছে জোরেসোরেই।

শুভকামনা রইলো। ইয়ে... আপনার জন্য আমার কাছে কয়েকটা ক্যান্ডি রইলো। কাউকে আবার বলেবেন না যেন। :)

০৩ রা জুন, ২০১৩ সকাল ৭:৫০

মামুন রশিদ বলেছেন: বাস্তবতা সামলে ভার্চুয়াল জগতের এই মোহটা যে শুধুই মোহ নয়; সমাজ ও সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক তার উদাহরণ দেখতে খুব ভাল লাগে, গর্ব হয় ব্লগারদের নিয়ে।


এই না হলে ব্লগ-কর্তৃ !! আমাদের প্র‌্যাকটিকেল সিচুয়েশন কত সহজে অনুধাবন করেছেন । এই পোস্ট দেয়ার পর থেকেই সিলেট-কুমিল্লা-চট্টগ্রাম, দিনে অফিসিয়াল মিটিংয়ে এটেন্ড করছি আর রাতে জার্নী করছি । আর এই পথচলা আর ব্যস্ততার মাঝেই চুরি করে ব্লগে ঢুকে মন্তব্যের উত্তর দিয়ে যাচ্ছি ।

হাসান মাহবুব ভাইকে মেনশন করে বলা আপনার কথাটা সত্যি প্রনিধানযোগ্য । গত এক বছর ধরে দেখছি, তিনি নিজে যেমন দারুন ক্রিয়েটিভ সব গল্প লিখেন, সবার পোস্টে গিয়ে কমেন্ট করেন বিশেষ করে নতুন আর অপরিচিত ব্লগারদের উৎসাহ দেয়ার ব্যাপারে হা-মা ভাইয়ের জুড়ি নাই । ব্লগারদের প্রতিটি পজিটিভ ইস্যুতে হা-মা ভাইয়ের সক্রিয়তা আর অংশগ্রহন করেন । আর অন্য সব সেলিব্রেটি ব্লগার থেকে হাসান মাহবুব ভাই সম্পুর্ন ব্যতিক্রম, অনন্য । পজিটিভ আর আদর্শ ব্লগিংয়ের অনুপম দৃষ্টান্ত প্রিয় ব্লগার হাসান মাহবুব ।

আপনার কাছ থেকে এই কমপ্লিমেন্ট হাসান মাহবুব ভাইয়ের অনেক আগে থেকেই পাওনা আছে ।


আর ক্যান্ডি'র ব্যাপারে কিছু বলতে চাইনা, স্নেহাশীষ আর প্রশ্রয় আপনার কাছ থেকে সব সময়ই বেশি পাই । :) :)

৪৫| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:১৯

জানা বলেছেন:


আহারে! এইসব সংকলনে ঠাঁই পাবার মত যদি দু'কলম লিখতে পারতাম!!! :(

লেখাপড়া আমাকে দিয়ে কোনদিন হয়নি, হবেও না জানি। তা ছাড়া বয়সও তো কম হলোনা। এখন কি আর নতুন করে লেখা পড়ার মত বিষয় মাথায় কুলায়! মূরুক্ষুই রয়ে গেলাম এই বৃদ্ধ বয়স পর্যন্ত!! :|

০৩ রা জুন, ২০১৩ সকাল ৭:৫৯

মামুন রশিদ বলেছেন: হাঃহাঃহাঃ মূরুক্ষু জানা আফা :P


শোনেন, একটা গোপন খবর আপনাকে আজ ফাঁস করে দেই । বেশিরভাগ ব্লগারই কিন্তু জানে ব্লগ মালিকিন 'জানা' একজন চশমাওয়ালী (কড়া ম্যাডাম X(( ), হান্টারওয়ালী (খালি ব্যান করে =p~ ) ।

কিন্তু তারা জানেনা, 'জানা'পা কতটুকু সুতীক্ষ্ণ রসবোধ সম্পন্ন একজন মানুষ ।

৪৬| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:৪৩

শুকনোপাতা০০৭ বলেছেন: দারুন পোষ্ট,অনেক ধন্যবাদ... বেশির ভাগ গল্পই পড়া হয়েছে যেগুলো হয়নি পড়ে ফেলবো ইনশাআল্লাহ :)

০৩ রা জুন, ২০১৩ সকাল ৮:০৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ শুকনোপাতা০০৭ ।



আপনার লেখা কবিতা খুব পছন্দ করি । শুভকামনা সতত ।

৪৭| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:৩৬

আমিনুর রহমান বলেছেন:

আপনাদের চারজনকে অনেক অনেক ধন্যবাদ অসাধারণ একটি পোষ্টের জন্য। প্লাস ও প্রিয়তে আগেই নিছি এখন কমেন্টস করলাম :D

আমার মনে হচ্ছে আরো ২/৩ ভালো গল্প বাদ পড়েছে। আমি পরে লিঙ্কগুলো দিয়ে যাচ্ছি।

০৩ রা জুন, ২০১৩ সকাল ৮:০৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর রহমান । প্রতি মুহুর্তে আপনার দেয়া উৎসাহ আমাদের অনুপ্রেরনা হিসাবে কাজ করে ।


বাদ পড়া গল্পগুলোর লিংক দিলে খুব ভালো হত । কারন আজকে রাতে একটা আপডেট দিতে চাই ।

৪৮| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ইদানীং গল্প পড়া হয় খুবই কম! কতদিন ধরে কিছু গল্প বানিয়ে বসে আছি, লেখা হচ্ছেনা! :( খুব দ্রুত গল্প লেখা শুরু করে গল্পের রাজ্যে ঢুকতে হবে! বিশেষ বিশেষ উপকারী পোস্ট!

অনেক ধন্যবাদ জানবেন! প্রিয়তে না নিয়ে উপায় নেই!


শুভকামনা !

০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৫৪

মামুন রশিদ বলেছেন: প্রিয় কবি ৎঁৎঁৎঁ কে গল্পের রাজ্যে স্বাগতম । আশাকরি আপনার কবিতার মতই গল্পগুলোও উপাদেয় এবং সুখপাঠ্য হবে ।


সেই সাথে রইলো শুভকামনা । ভালো থাকবেন কবি ।

৪৯| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:৫৬

লেজকাটা বান্দর বলেছেন: অস্থির একটা কাম করসেন। স্যালুট!!

০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৫৬

মামুন রশিদ বলেছেন: হাঃহাঃহাঃ, আপনাদের এতো এতো ভালো লেখা আমাকে স্থির থাকতে দিলো না ।


অনেক ধন্যবাদ আর শুভকামনা ।

৫০| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:৫০

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: প্রিয়তে :D

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:০০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ নির্লিপ্ত স্বপ্ন :)

৫১| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৫৯

রুপ।ই বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাইকে এতো সুন্দর একটা পোস্ট এর জন্য।
সবার লেখা কত যে সুন্দর প্রিয়তে নিলাম ।

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:১১

মামুন রশিদ বলেছেন: আপনার লেখাও অনেক সুন্দর রুপ।ই ।


ভালো থাকবেন । শুভকামনা ।

৫২| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:০৯

বটবৃক্ষ~ বলেছেন: বেশিরভাগই পঠিত....অনেক ধন্যবাদ ভালো কাজটির জন্য....।+++

ছবিটা দেইখা চোখে ঘোলা দেখতেসি!! /:) B:-) B:-)

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:১৪

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ বটবৃক্ষ~ ।



ছবি ঘোলা দেখার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে মোটেই দায়ী করা চলবে না ।

তবে এখন থেকে সামুতে আর ঘোলা ছবি আসবেনা । ঘোলা ছবি, লগইন প্রবলেম সহ আরও কিছু সমস্যার সমাধান হয়েছে বলেই জানি ।

৫৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:০১

এরিস বলেছেন: ১-১৭, ২২, ২৪, ২৬, ২৯, ৩১, ৩৬, ৩৭, ৩৮ আগেই পড়েছিলাম। বাকিগুলোও পড়ে নেবো। অনেক ভালো ভালো লেখা চোখ এড়িয়ে যায়। সেগুলো দেখার সুযোগ করে দিলেন মামুন ভাই। চমৎকার প্রয়াসে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।।

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:১৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় এরিস । এই ক'দিনেই আপনার লেখার ভক্ত হয়ে গেছি । সামহোয়্যারইন ব্লগে আপনার অনবদ্য লেখনি অব্যাহত থাকবে বলেই আশা রাখি ।


শুভকামনা ।

৫৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:২৭

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: আমি তো পৃথিবীর বাইরের মানুষ
সবার মুখের দিকে হা করে তাকিয়ে থাকি......আর কথা শুনি শুনতেই থাকি......
এই লিস্টে ৫টা গল্প ছাড়া বাদবাকি গুলো আমি পড়েছি, মজার ব্যাপার হলো মামুন ভাইর হাইবার্নেশন টা ঐ ৫টার মাঝে একটা।
এই পোস্ট ডাইরেক্ট প্রিয়তে কারণ ৩৮টা গল্পের লিঙ্ক একসাথে।
ধন্যবাদ মামুন ভাই .

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:১৮

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মোহাম্মদ আলমগীর খান ।



৩৮টি গল্পের সাথে আরো চারটি সংযোজন করে দিয়েছি ।


হ্যাপি গল্পপাঠ !

৫৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৩৪

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: ৩/৪ দিনে আজকে লগ্‌ইন করতে পারলাম এই ৩/৪ দিন শুধু পাঠক ছিলাম।

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:২৩

মামুন রশিদ বলেছেন: আশাকরি লগইন প্রবলেম সলভ হয়ে যাবে ।

৫৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৪২

মাগুর বলেছেন: পোস্টের শিরোনম দেখেই আগ্রহ নিয়ে ঢুকলাম। পড়তে পড়তে ২৯ নাম্বারে নিজের নামটা দেখে মনটাই খুশি হয়ে গেল B-)

নামী-দামী সব ব্লগারের পাশে নিজের নামটা দেখতে পেলে কারনা ভালো লাগবে বলেন ;) ধন্যবাদ আপনাদের চারজনকে। সম্ভব হলে প্রতিমাসে এরকম একটা সংকলন বের করবেন। তাহলে অনেকেই লেখার উৎসাহ পাবে।
শুভাকামনা রইলো :)

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৩৪

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মাগুর ।


আমরা চারজন চেষ্টা করে যাব প্রতি মাসে সংকলন পোস্ট বের করতে । ভালো ভালো গল্প লিখে আমাদের উৎসাহ দিয়ে যাবেন আশা রাখছি । :)

৫৭| ০৩ রা জুন, ২০১৩ সকাল ৭:১৯

মামুন রশিদ বলেছেন: দুই দিন পর লগইন হতে পারলাম, তাই মন্তব্যের উত্তর দিতে কিছুটা দেরি হওয়ায় দুঃখিত ।


গল্প-সংকলনে আরো কিছু গল্প যোগ হবে । আশাকরি আজ রাতেই আপডেট দিতে পারবো ।

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৩৬

মামুন রশিদ বলেছেন: প্রথম আপডেটে ইতিমধ্যে আরো চারটি গল্প যোগ হয়েছে ।

৫৮| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:১৬

লেখোয়াড় বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে বা আপনাদের।
ব্লগ থেকে বর্তমানে ভেজাল অনেকটা কমে গিয়েছে।
এটা শাহবাগ আন্দোলনের ফসল কিনা জানি না।
এখন ব্লগে উপস্থিতির সংখ্যা অনক কম।
যারা আসে তারা বেশিরভাগই মান সম্পন্ন।
দু-এক জন বাদে।

আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।
পোস্ট প্রিয়তে।

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৩৯

মামুন রশিদ বলেছেন: আপনার বিশ্লেষনি মন্তব্য ভালো লাগলো । আপনার এই উৎসাহ আমাদের উদ্যোগকে অনেক খানি এগিয়ে নিতে সাহায্য করবে আশা রাখছি ।

৫৯| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:০৭

প্রতিভাবান বালক বলেছেন: প্রিয়তে রাখলাম, পরে সময় নিয়ে সব পড়বো :)

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৪০

মামুন রশিদ বলেছেন: প্রতিভাবান বালক কে অনেকদিন পর দেখলাম । আশাকরি ভালো আছেন । দেখা হয়ে যাক একদিন :)

৬০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


পোস্ট স্টিকি করার দাবি জানিয়ে যাচ্ছি ।


যদিও দেরী হয়ে গেল আরও আগেই এই দাবী তোলা উচিত ছিল কিন্তু আমার দ্বায় বদ্ধতা থেকেই আমিও দাবী রেখে গেলাম। এখন মনে হয় একটু হলেও ঋণের বোঝা হালকা হল কি বলেন মামুন ভাই।

আর আমি যদি ভার্সেটাইল হই তবে আপনি ভার্সেটাইল টু দি পাওয়ার কিউব। আপনার প্রেরনা নিয়ে এখনো ব্লগে আমার চলার পথ রয়েছে অবিচল নতুবা কবেই হোঁচট খেতে হত। আমার ভালোবাসা জানবেন নিরন্তর।

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মামুন রশিদ বলেছেন: আপনার চমৎকার সব লেখার মতোই আপনার বিনয়েরও গুনমুগ্ধ আমি । থাক এটা নিয়ে ব্লগে না হয় আর কথা নাই বাড়ালাম..


পোস্ট স্টিকি হবে কিনা, এটা পুরোটাই কর্তৃপক্ষের বিবেচনা । তবু পোস্ট স্টিকি করার পক্ষে আপনার উচ্চারন বরাবরের মতোই আমায় ঋনী করে তোলে ।


আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই এখনো ব্লগিং চালিয়ে যেতে পারছি । শুভ কামনা প্রিয় কান্ডারী ভাই, শুভকামনা সতত ।

৬১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২৬

একজন আরমান বলেছেন:
পিসির প্রবলেম এর জন্য দেরি হয়ে গেলো। সরি। :(

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

মামুন রশিদ বলেছেন: দ্যাটস ডাসন্'ট প্রবলেম ব্রো..




প্রিয় ভাইডি একজন আরমান আমার ব্লগে অলটাইম ওয়েলকাম । :)

৬২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:২৪

ভিয়েনাস বলেছেন: ফুচকা ফুচকা খেতে খেতে চমৎকার প্লান করে ফেলেছেন।

অনেক গল্প পড়া হয়নি, প্রিয়তে রাখলাম । আস্তে ধীরে পড়বো।

৩০তম ভালো লাগা জানালাম :)

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি ভিয়েনাস ।



ভালো থাকুন সব সময়, শুভকামনা সতত ।

৬৩| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:০৬

আমি রেদওয়ান বলেছেন: পোষ্ট প্রিয়তে

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আমি রেদওয়ান ।



সময় পেলেই আপনার ব্লগ বাড়িতে আসব, গল্প পড়তে ।

৬৪| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:২৬

মেঘরোদ্দুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় মামুন ভাইকে। সুন্দর করে উপস্থাপনের জন্য। উৎসাহ পাচ্ছি।

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ যুঁথী আপু ।



আপনার সুন্দর মন্তব্যে আমিও উৎসাহ পাচ্ছি ।

৬৫| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৫০

সাদাত হোসাইন বলেছেন: বাঃ! দারুণ একটি পোস্ট। আমার "সাইকেল" গল্পটাও দেখি আছে। দেখে ভালো লাগলো। নিঃসন্দেহে নতুন ব্লগারদের উদ্দিপ্ত করবে এবং সামু ব্লগকে আরও বেশী জমজমাট করে তুলবে আপনাদের এই প্রচেষ্টা।

আর হ্যা, আমাদের বেশী বেশী করে পড়বার চেষ্টাটা থাকা খুব জরুরী। আপনাদের প্রচেষ্টা প্রশংসার দাবীদার। এমন যেকোন প্রচেষ্টার সাথে থাকবার ইচ্ছে রইল।

অনেক ধন্যবাদ!

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় গল্পকার সাদাত হোসাইন ।




আপনার অনেকগুলো গল্প পড়েছি । তবে 'সাইকেল' অনবদ্য, মন ছুঁয়ে যাওয়া গল্প, নিঃসন্দেহে ।

৬৬| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৫০

প্রতিভাবান বালক বলেছেন: সিলেটে থাকা হয় না, গত মাসে বিসিএস দেয়ার জন্য আসছিলাম। সাথে আত্মীয়- স্বজন থাকার কারণে কারো সাথে দেখা করার সময় হয় নি। ১০ তারিখের পর ১২-১৩ দিনের জন্য সিলেট আসব। ইনশাল্লাহ সবার সাথে কয়েকদিন জমিয়ে আড্ডা দিয়ে যাব :) @মামুন ভাই

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, আমিও সেটাই বলছিলাম । অনেকদিন হয়ে গেলো প্রতিভাবান বালকের দেখা নাই ।



সিলেটে আসলে খবর দিবেন, আপনার প্রথম জঙলনিবাস নিয়ে একটা আড্ডা হয়ে যাবে ।

৬৭| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ ।সংকলন তেকে বাছাইকৃত পড়া সহজেই পড়া যাবে। ধন্যবাদ ।

০৫ ই জুন, ২০১৩ সকাল ৭:২৪

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই ।

৬৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৩০

রেজোওয়ানা বলেছেন: ভাইয়া আগেই দেখেছি, মোবাইল থেকে বলে মন্তব্য করা হয়নি!

দারুন একটা কাজ করেছেন..

প্রিয়তে নিয়ে নিলাম।

০৫ ই জুন, ২০১৩ সকাল ৭:২৮

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রেজোওয়ানা ।



তোমার ব্লগিং সামুতে পজিটিভ ব্লগিংয়ের এক চমৎকার উদাহরন । আশাকরি তোমার ব্লগিং থেকে নতুন ব্লগাররা অনুপ্রেরনা পাবে । শুভকামনা সতত ।

৬৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৩৬

~মাইনাচ~ বলেছেন: দারুন একটা কাজ।

০৫ ই জুন, ২০১৩ সকাল ৭:৩০

মামুন রশিদ বলেছেন: মাইনাচ দিলেন না তো :P


আনার মাইনাচ সামুতে প্লাস বলিয়া গন্য হয় ।

৭০| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:৫২

একজন আরমান বলেছেন:
ওয়েলকাম না করলেও পছন্দের ব্যাক্তিদের ব্লগে আসা আমার অভ্যাস। :)
তবে স্বাগত জানালে সেটা বোনাস। :)

০৫ ই জুন, ২০১৩ সকাল ৭:৩১

মামুন রশিদ বলেছেন: স্বাগত ! স্বাগত !



প্রিয় ভাইডির জন্য সার্বক্ষনিক বোনাস চালু থাকবে :)

৭১| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:০২

অদৃশ্য বলেছেন:




দারুন কাজ করেছেন... এখানের বেশকিছু লিখা পড়া হয়েছে... আশাকরছি অন্য গুলোও পড়বার সুযোগ হবে...

মামুন রশিদ , জনৈক গণ্ডমূর্খ , মাননীয় মন্ত্রী মহোদয় , দলছুট শুভ ... আপনাদের সবার জন্য রইলো শুভকামনা

০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৬

মামুন রশিদ বলেছেন: আমাদের চার ব্লগারের পক্ষ থেকে আপনাকেও অনেক ধন্যবাদ ।



শুভকামনা সতত ।

৭২| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১০

সোহাগ সকাল বলেছেন: আমার গল্পটাও দেখা যায় আছে! :)
আপনারে ধন্যবাদ জানাইয়া ছোট কইরা গেলাম মামুন ভাই। :#>
ভালা থাইকেন।

০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

মামুন রশিদ বলেছেন: আপনার গল্পটা প্রথম তালিকায় থাকার কথা ছিলো, অমনযোগিতায় স্কিপ হয়ে গেছে ।



ভালো থাকবেন ।

৭৩| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১২

সোহাগ সকাল বলেছেন: ওহ স্যরি! "প্লাস ও প্রিয়তে" এই কথা জানাইতে ভুইলা গেছি! :!>

০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সোহাগ সকাল ।

৭৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: otulonio post :) +++ post sticky kora hok :) mobile theke tai banglish .. Khomaprarthi :(

০৭ ই জুন, ২০১৩ সকাল ৮:০২

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,
@তাসনুভা সাখাওয়াত বিথি ।



স্টিকি হলে মন্দ হয় না । পোস্ট স্টিকি করার দাবি জানিয়ে কৃতজ্ঞতায় বাঁধলেন । শুভকামনা, ভালো থাকবেন সব সময় ।

৭৫| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পোস্ট প্রিয়তে নিলাম

০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:০০

মামুন রশিদ বলেছেন: আবারো ধন্যবাদ :) :)

৭৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: অনেকগুলো গল্প পড়া হয়নি দেখছি! সময় নিয়ে পড়ব! :)

০৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৪

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ নাজিম-উদ-দৌলা :) :)

৭৭| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩০

একলা চলো রে বলেছেন: এত এপ্রিসিয়েশন কই রাখব ভাইয়া?
নেন, আপনারেও দিলাম ++++++++++++++++++

০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:২৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।



সবগুলো প্লাস বুঝিয়া পাইলাম :)

৭৮| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৫২

ইখতামিন বলেছেন:
অনেক ভালো একটা সংকলন
প্রিয়তে নিলাম :)

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:১৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ইখতামিন :)

৭৯| ১০ ই জুন, ২০১৩ সকাল ৮:৫০

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: বেশিরভাগই পড়া
বাকিগুলো পড়ে ফেলতে হবে B-)

কশটসাধ্য কাজ অবলীলায় করার জন্য আপনাকে অভিনন্দন :)

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:০৪

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ দেহঘড়ির মিস্তিরি :)

৮০| ১০ ই জুন, ২০১৩ সকাল ৯:২৫

আশিক মাসুম বলেছেন: পরিশ্রমী পোষ্ট। :P =p~

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:০৯

মামুন রশিদ বলেছেন: সে আর বলতে !! :)



একটা গল্পের আইডিয়া বের করতে যারা দিনের পর দিন চিন্তা করে, তারপর সেই আইডিয়াকে গল্পে রুপান্তর করে ব্লগে দেয়া- একটা গল্পের পেছনে গল্পকারের অনেক পরিশ্রম আর ডেডিকেশন কাজ করে । ব্লগে সিরিয়াস গল্পের পাঠক কম, তবু তারা লিখে যায় ।

৮১| ১০ ই জুন, ২০১৩ সকাল ৯:৪১

অপূর্ণ রায়হান বলেছেন: ৩৭তম ভালোলাগা ভ্রাতা :) অসাধারন একটি কাজ করেছেন +++

ভালো থাকবেন সবসময় :)

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:১০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ ভ্রাতা :)




শুভকামনা সতত ।

৮২| ১০ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৮

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: আনকোরা ধন্যবাদ

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:১১

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ কুড়িয়ে নিলাম :)

৮৩| ১০ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৩

এসএমফারুক৮৮ বলেছেন: ভাল উদ্যোগ। প্রিয়তে রাখলাম।

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:১১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । ভালো থাকবেন ।

৮৪| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:০৯

না বলা কথা বলেছেন: অনেকগুলো গল্প অফলাইনে পড়লাম।
কিছু গল্প অনেক উঁচুমানের । মনেই হয়না যেন এগুলো কোনা সাধারণ বল্গ লিখিয়েদের গল্প। চমৎকার একটি সংকলন। ধন্যবাদ।

আর কিছু গল্প মনে হয় মুখ রক্ষার্থে এ্যড করছে। একেবারে যাতা
সংকলন যেন স্খলন হয়ে না যায়। যতবেশী এ্যাড করা হবে তত বেশী কমেন্ট পাওয়া যাবে , সবার মুখ রক্ষা হবে এরকম উদ্দ্যেশ্য যেন না হয়।

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:২৬

মামুন রশিদ বলেছেন: বিশ্লেষনি এবং গঠনমুলক মন্তব্যের জন্য ধন্যবাদ ।


নিঃসন্দেহে কিছু গল্প অনেক উঁচু মানের । তবে সংকলনের ধারনা যখন আমাদের মাথায় আসে, তখন আমরা দুইটি বিষয় নিয়ে চিন্তা করেছি । প্রথম্‌তঃ সারা মাসে ব্লগে প্রকাশিত ভালো গল্প গুলোকে এক জায়গায় নিয়ে আসা । কিন্তু ভালো ব্যাপারটাই আপেক্ষিক, আর আমাদের চারজনের ভালো লাগার ব্যাপারটাকেও সম্মান করতে হয় । দ্বিতীয়তঃ অপেক্ষাকৃত নতুন অথবা কম পরিচিত ব্লগারদের লেখা গল্প গুলোকে পাঠকের সামনে নিয়ে আসা ।

আর প্রথম সংকলন পোস্ট হিসাবে আমরা চেষ্টা করেছি যত বেশি ব্লগারের লেখা এক জায়গায় নিয়ে আসতে । সেই হিসাবে গল্প নির্বাচনে কিছুটা ফ্লেক্সিবল ছিলাম আমরা । কিন্তু আপনাকে নিশ্চিত করতে চাই, এখানে কারো মুখ রক্ষার কোন ব্যাপার ছিলো না । আর ভবিষ্যতেও কারো মুখ রক্ষার দায়িত্ব পালন করব না । চেষ্টা করব একটা সুন্দর আর ভালো সংকলন উপহার দিতে ।

৮৫| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:০৯

হ্যাজাক বলেছেন: ভাললাগা দিলাম, সোকেসে জমা করছি। হ্যাজারের ব্লগে নেমন্ত্রন। সিন্নি দিয়া আপ্যায়ন করামু

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:২৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ হ্যাজাক । নিমন্ত্রন গ্রহন করে আপনাকে অনুসরনে নিলাম । সিন্নি খাইতাম চাই ।


ভালো থাকবেন :)

৮৬| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৫

আমিনুর রহমান বলেছেন:


স্টিকি মোবারক। সামু মামু দেহি আজকাল ভালা হইয়া গেছে :P

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২

মামুন রশিদ বলেছেন: স্টিকি মোবারক ।



হয়, সামুর মডু মামুরা বহুত ভালু হয়া গেছে ;) :)

৮৭| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: হ্যাটস অফ মামুন ভাই!! সরাসরি প্রিয়তে।

গল্প প্রিয় পাঠক দের যেন হাড়ি ভর্তি রসগোল্লা এনে দিলেন !!!

আপনাদের চারজন কে অনেক অনেক অনেক ধন্যবাদ।

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৫

মামুন রশিদ বলেছেন: আমাদের চারজনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, প্রিয় রুমী ভাই ।


এখন বসে বসে গল্প গুলো পড়ে নেন । ভালো থাকবেন :)

৮৮| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস! নাইস!

আমি গত একমাস ব্লগে নাই। অনেক পোষ্ট মিস করেছি। এই পোষ্ট কাজে দিবে।

আর হ্যাঁ, ভালো উদ্যোগ। আশাকরি কন্টিনিউ করবেন।

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৭

মামুন রশিদ বলেছেন: আপনার কথা চিন্তা করেইতো এই কাজ করেছি ;)



আমরা চেষ্টা করব কন্টিনিউ করতে । আশাকরি আপনার সহযোগিতা সব সময় পাব । ভালো থাকবেন প্রিয় কবি ।

৮৯| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:১২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: যাক স্টিকি করার দাবী সার্থক । আমিনুর রহমান বলেছেন স্টিক মোবারক :)

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৪২

মামুন রশিদ বলেছেন: আবারো ধন্যবাদ, স্টিকি করার দাবি নিয়ে এগিয়ে আসার জন্য ।



ভালো থাকবেন । শুভ কামনা । :)

৯০| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:১২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার গল্প নায় :(

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৫২

মামুন রশিদ বলেছেন: আপনাকে নিয়ে কেউ গল্প লিখুক, সংকলনে দিয়ে দিবো :P



আপনার চমৎকার ফেবু স্ট্যাটাস সংকলনের পুরো ভক্ত হয়ে গেছি । ঐ পোস্ট স্টিকি করার জন্য মডু বরাবর দাবি জানাচ্ছি ।

৯১| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:২২

আমি ইহতিব বলেছেন: ভাই আপনাদের এমন পোস্টগুলো দেখলে নিজেকে খুব অভাগা মনে হয়। নিজের ব্যস্ততার জন্য এই চরম ভালোবাসার জায়গাটাতে সময়ই দিতে পারিনা, আর তাই অনেকের অনেক ভালো লেখা পড়ারও সুযোগ হয়না। এই ভালো উদ্যোগগুলো আজীবন চলতে থাকুক, ধন্যবাদ জানাবোনা শ্রদ্ধা ও সম্মান জানাই আপনাদেরকে এমন পোস্টের জন্য।

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু । আপনার উপর দিয়ে অনেক ধকল গেলো । আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা, ভাইয়া পুরোপুরি সুস্থ হয়ে উঠায় ।


ভালো থাকবেন সব সময় । শুভকামনা নিরন্তর ।

৯২| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:২২

হাসি .. বলেছেন: বাহ বাহ, দারুন কাজ দেখি ভাইয়া।


এতগুলো প্লাস :)

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।



সব গুলো প্লাস বুঝিয়া পাইলাম :)

৯৩| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:০১

ৈজয় বলেছেন:

অনেকে কিছুদিন ব্লগে উড়াউড়ি ঘুড়াঘুড়ি করে দূরে দূরে দূরে দূরে দূরে দূরে দূরে দূরে বহুদূরে চলে যা্য়, আর ফিরে আসে নাকো- এই ভাল উদ্যোগটা নিশ্চিতভাবে ব্লগারদের এই প্রবণতা প্রতিরোধ করবে।

১০ ই জুন, ২০১৩ দুপুর ২:০০

মামুন রশিদ বলেছেন: অনেকে কিছুদিন ব্লগে উড়াউড়ি ঘুড়াঘুড়ি করে দূরে দূরে দূরে দূরে দূরে দূরে দূরে দূরে বহুদূরে চলে যা্য়, আর ফিরে আসে নাকো- এই ভাল উদ্যোগটা নিশ্চিতভাবে ব্লগারদের এই প্রবণতা প্রতিরোধ করবে।


আপনার সাথে সাথে আমিও আশাবাদ রাখছি । ধন্যবাদ ।

৯৪| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মামুন ভাই দারুন একটা কাজ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি, এটা নিয়মিতই করবেন।

১০ ই জুন, ২০১৩ দুপুর ২:০৩

মামুন রশিদ বলেছেন: কৃতজ্ঞতা আপনার প্রতিও । ব্লগে নতুন ব্লগারদের পাঠকের সামনে নিয়ে আসার কাজটা আপনিই শুরু করেছেন আগে । আপনার কাজ থেকেই অনুপ্রেরনা পেয়েছি ।


আমাদের চেষ্টা থাকবে নিয়মিত করার জন্য । আর আপনাকে সব সময় যেন কাছে পাই ।

৯৫| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৬

সুস্মিতা শ্যামা বলেছেন: বাহ্, ভাল উদ্যোগ। গল্পগুলো ভাল লাগল।

১০ ই জুন, ২০১৩ দুপুর ২:০৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সুস্মিতা শ্যামা ।



ভালো থাকবেন ।

৯৬| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৭

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আমিও গল্প দিতে পারব এখানে? নাকি চৈাট বলে দৌড়ানি দিবেন আবার!

১০ ই জুন, ২০১৩ দুপুর ২:০৮

মামুন রশিদ বলেছেন: দৌড়ানিতো দিবোই !! দৌড়াতে দৌড়াতে আপনার ব্লগে যাব গল্পের লিংক নিয়ে আসতে :P

৯৭| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মাশাল্লাহ , আজকে আর উঠা লাগবো না পিসি থিকা।

১০ ই জুন, ২০১৩ দুপুর ২:০৯

মামুন রশিদ বলেছেন: হাঃহাঃহাঃ,



ভালো থাকবেন :)

৯৮| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: চিন্তা করতেছি এই গল্পগুলিকে পিডিএফ আকারে ছাড়বো।।


কি ,বলেন!!!

কালেকশন আপনাদের , আপনাদের মতামত চাই।

১০ ই জুন, ২০১৩ দুপুর ২:১২

মামুন রশিদ বলেছেন: দারুন কাজ হবে নিঃসন্দেহে । আপনার এই উদ্যোগ সবার কাছে প্রশংসা পাবে ।


তবে যে গল্পটি সিলেক্ট করবেন, গল্পকারের সংগে কথা বলে নেয়াটা ভালো হবে ।

৯৯| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:১৩

বটবৃক্ষ~ বলেছেন: ক্যান আই সাজেস্ট ওয়ান!!! ??

নীলুর ছেড়ে যাওয়ার গল্প

টাচি একটা গলপো!

১০ ই জুন, ২০১৩ দুপুর ২:৪২

মামুন রশিদ বলেছেন: লিংক দিয়ে সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন । :)



গল্পটা আমিও পড়েছি । যথা শীঘ্র আপডেট দিতে চেষ্টা করব ।

১৩ ই জুন, ২০১৩ রাত ১২:১৩

মামুন রশিদ বলেছেন: আপডেট দিয়েছি :)

১০০| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:০৮

না পারভীন বলেছেন: ব্লগের উন্নত মানের গল্প লেখক হিসেবে খেয়া ঘাট আর হাঁসান মাহবুবের নাম জানতাম প্রথম দিকে ।

সত্যি ই এখন অনেক ভাল গল্পকার এসেছেন । তাঁদেরকে অভিনন্দন । মামুন ভাই , আপনাকেও ধন্যবাদ ।


১০ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৭

মামুন রশিদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ পারভীন আপু ।




হ্যাঁ ব্লগে এখন অনেক ভালো গল্পকার আছেন । তারা বিচিত্র স্বাদের গল্প লিখে যাচ্ছেন । আর আমাদের সংকলনের উদ্দেশ্যই হলো এই গল্পকারদের গল্প গুলোকে এক সাথে পাঠকের সামনে নিয়ে আসা ।

১০১| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:২০

আরমিন বলেছেন: অনেক গল্পই পড়া ! +

চমৎকার একটি সংকলনের জন্য ধন্যবাদ ! :)

১০ ই জুন, ২০১৩ রাত ৯:৪৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আরমিন২৯ ।


শুভকামনা ।

১০২| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! স্টিকি পোষ্টের শুভেচ্ছা মামুন ভাই ! পরপর ৩ টা স্টিকি পোষ্টের মালিক আমার প্রিয় কিছু মানুষ ! হ্যাট্রিক হয়ে গেলো দেখি !

১০ ই জুন, ২০১৩ রাত ১০:০৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় স্বপ্নবাজ অভি ।



আপনার আনন্দের সাথে আমার আনন্দ মিলে গেছে ।

১০৩| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:৪০

মামুন রশিদ বলেছেন: পোস্ট স্টিকি করার জন্য ব্লগকর্ত্রী জানা'পা এবং অন্যান্য মডারেটরদের ধন্যবাদ জানাই ।

সাম্প্রতিক ব্লগের পজিটিভ পরিবর্তনে ব্লগার এবং মডারেশন উভয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । বিগত কিছুদিনের স্টিকি হওয়া পোস্ট দেখলেই বুঝা যায়, যারা সুস্থ ব্লগিং চর্চার মাধ্যমে ব্লগ মাতিয়ে রাখেন, যারা ভালো লিখেন, যারা ব্লগে নতুন এবং যারা ব্লগে দীর্ঘদিন ধরে থাকলেও এখনো অপরিচিত- মডারেশন তাদের প্রণোদনা এবং প্রমোট করতে চাচ্ছেন । এটা ব্লগিংয়ের জন্য খুবই ইতিবাচক ।

১০৪| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৩

মাহতাব সমুদ্র বলেছেন: দারুন দারুন

১০ ই জুন, ২০১৩ রাত ১০:২৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মাহতাব সমুদ্র ।

১০৫| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই পোষ্টটা স্টিকি হবে আমি জানতাম।

১০ ই জুন, ২০১৩ রাত ১০:৩৬

মামুন রশিদ বলেছেন: তা তো জানবেই,
মডু না জানলে কে জানবে ;) :| :P



অনেক ধন্যবাদ স্বর্ণা আপু :)

১০৬| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:২১

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ নিলাম :P ;)

১০ ই জুন, ২০১৩ রাত ১০:৩৮

মামুন রশিদ বলেছেন: আপ্নেও মডু নাকি ?? :P ;)

১০৭| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৪

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ++++++++

১০ ই জুন, ২০১৩ রাত ১০:৩৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নবাজ বাউন্ডুলে ।



সব প্লাস বুঝিয়া পাইলাম :)

১০৮| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৪

শুঁটকি মাছ বলেছেন: সুন্দর লেখা!!!!!!!!ব্যাপারটা বেশ প্রেষনাদায়ক!!!!!!!!

১০ ই জুন, ২০১৩ রাত ১১:১৬

মামুন রশিদ বলেছেন: আপনার কমপ্লিমেন্ট আমার জন্যেও প্রেরনা হয়ে থাকবে ।



অনেক ধন্যবাদ শুঁটকি মাছ :)

১০৯| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৫

জিএম শুভ বলেছেন: বেশ ভালো। গল্প লেখা স্টার্ট করতে হবে, কারন সংকলন তালিকাতে আমার একটা গল্প দেখতে চাই

১০ ই জুন, ২০১৩ রাত ১১:২৮

মামুন রশিদ বলেছেন: অবশ্যই, আজই গল্প লেখা শুরু করে দেন :)



ভালো থাকবেন ।

১১০| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

যাক এবার তাইলে ( কা - মা - কা ) হইল। একদম ছক্কা মাঠ চইলা গেল বলের বাইরে। B-)

ইষ্টিকি মুবারাক তাইলে। !:#P

বিরিয়ানি খাইতে মুন চায় :P


মামুন ভাই আপনারা অসাধারন একটি কাজ করেছেন ধন্যবাদ দিলেও কম হবে। আমার একটি গল্পও দিলেন না :( এইটা কিছু হইল কিছুই হইল না। আমার গল্প নাই কেন আপনারে মাইনাস। ;)

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:০৭

মামুন রশিদ বলেছেন: বিরিয়ানি খাইতে চান, হায়দরাবাদি বিরিয়ানি খাবেন । কিন্তু আ-কা মা-কা কি সব বলেন, আমার এন্টেনায় ধরেনা :P :P


আগে এই জুন মাসে ব্লগে একটা ফাটাফাটি গল্প দেন, তারপর অন্য কথা । ;)

১১১| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: মহিমান্বিত মে মাসের সামহোয়্যারইন গল্প-সংকলনের পিডিএফ ডাউনলোড করে নিন ।


দেখে নিন কেমন হয়েছে।অনেক পরিশ্রম করে করেছি।সব এক পিডিএফ ফাইলে(২ মেগা)।


যদি কোন সমস্যা না থাকে - আপনি এই পোস্টের লিঙ্কটা আপনার আপডেট অংশে দিয়ে দিন । এতে অনেকেই উপকৃত হতে পারবে বলে আমার বিশ্বাস।

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:১০

মামুন রশিদ বলেছেন: আপনার এই পরিশ্রমী প্রশংসনীয় উদ্যোগের কোন তুলনা হয়না । গ্রেট জব..



পোস্টে সাথে সাথেই আপডেট করে দিয়েছি । :)

১১২| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: গল্প ও লেখকের লিঙ্ক উল্লেখ থাকায় গল্পকারদের কোন আর্গুমেন্ট থাকার কথা না।

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:১১

মামুন রশিদ বলেছেন: আর্গুমেন্টের প্রশ্নই উঠেনা, সবার এসে ধন্যবাদ জানিয়ে যাওয়া উচিত ।

১১৩| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

রোকেয়া ইসলাম বলেছেন: চমৎকার... অনেক সুন্দর বলেছেন।
অনেকগুলোই পড়া হয়েছে বাকিগুলোও পড়ে নেব।
ধন্যবাদ আপনাকে।

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:১২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।



ভালো থাকবেন ।

১১৪| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

বাংলাদেশী দালাল বলেছেন:
দরুন কাজ সাথে মোবারক বাদ।

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:১৩

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

১১৫| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

হুমায়ুন তোরাব বলেছেন: আমার নাম নাই,
আমি কানমু । :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:১৪

মামুন রশিদ বলেছেন: আপনার নাম না থাকায় পোস্টে মাইনাচ :P



এইবার কান্দন থামান ভাই ।

১১৬| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

খাটাস বলেছেন: ভাল কাজ। গল্প গুলো মিস হয়ে যায়, আর খুজে পাই না। বুদ্ধিদীপ্ত ভাল উদ্যোগ। প্লাস।

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:১৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।




ভালো থাকবেন ।

১১৭| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:০৭

শাহেদ খান বলেছেন: ভাল উদ্যোগ !

+

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:১৬

মামুন রশিদ বলেছেন: কৃতজ্ঞতা ।



প্লাসের জন্য ধন্যবাদ ।

১১৮| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:৫৮

হাসান বৈদ্য বলেছেন: সাধুবাদ জানাই

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:১৭

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ হাসান বৈদ্য ।

১১৯| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:৩৭

সকাল রয় বলেছেন:
শাহেদ খান বলেছেন: ভাল উদ্যোগ !
শাহেদ কবি বলেছে যেহেতু সেহেতু ....

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:১৭

মামুন রশিদ বলেছেন: কৃতজ্ঞতা ।



ভালো থাকবেন ।

১২০| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:০৪

জুন বলেছেন: + দিলাম :||

১০ ই জুন, ২০১৩ রাত ১১:৪২

মামুন রশিদ বলেছেন: প্লাস তো পাইলাম, কিন্তু মন খারাপ করেন কেন ? এটা তো দেশে-বিদেশে সংকলন নয় :| :-B


আইচ্ছা ঠিক আছে, পরের মাসের গল্প-সংকলন আপনার নামেই করা হবে- সামহোয়্যারইন গল্প-সংকলনঃ জুন-১৩ ।


আমার জোনাকি আপু এইবার নিশ্চয়ই খুশি B-) ;) :P

১২১| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:০৯

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: পড়া শুরু করলাম এক নম্বর থিকা

+++++

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:১৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।



৩৮ নাম্বারে আসতে যে কত দিন লাগে :(

১২২| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:২৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: স্টিকি মুবারক্স :)

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:১৯

মামুন রশিদ বলেছেন: স্টিকি মুবারক্স ;) :)

১২৩| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:১০

মৃন্ময় বলেছেন: প্রিয়তে নিলাম,এক এক করে সব পড়তে হবে।
ধন্যবাদ এমন একটি কাজের জন্য।

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:২০

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।



ভালো থাকবেন ।

১২৪| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:২৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রিয়তে নিলাম প্রায় সবগুলোই পড়া অবশ্য। আবারো পড়বো। :)

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:৪১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ । শুভকামনা ।

১২৫| ১১ ই জুন, ২০১৩ রাত ৩:১৫

কাজী মামুনহোসেন বলেছেন: মৃন্ময় বলেছেন: প্রিয়তে নিলাম,এক এক করে সব পড়তে হবে।
ধন্যবাদ এমন একটি কাজের জন্য।

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:৪২

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন ।

১২৬| ১১ ই জুন, ২০১৩ ভোর ৬:১০

দায়িত্ববান নাগরিক বলেছেন: "মামুন রশিদ বলেছেন: সাম্প্রতিক ব্লগের পজিটিভ পরিবর্তনে ব্লগার এবং মডারেশন উভয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । বিগত কিছুদিনের স্টিকি হওয়া পোস্ট দেখলেই বুঝা যায়, যারা সুস্থ ব্লগিং চর্চার মাধ্যমে ব্লগ মাতিয়ে রাখেন, যারা ভালো লিখেন, যারা ব্লগে নতুন এবং যারা ব্লগে দীর্ঘদিন ধরে থাকলেও এখনো অপরিচিত- মডারেশন তাদের প্রণোদনা এবং প্রমোট করতে চাচ্ছেন । এটা ব্লগিংয়ের জন্য খুবই ইতিবাচক । "

এই কথাটা আমিও বলতে চাই। চাই সামু একটি আদর্শ ব্লগ হোক। সবাই যেনো সামুর কথা শুনলে ভালো বলে, সুন্দর ব্লগ বলে। ব্লগের এই পজিটিভ পরিবর্তনে আপনারা ব্লগাররা যারা কাজ করছেন, উৎসাহ দিচ্ছেন তাদেরকেও মনের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।

পোষ্ট স্টিকির শুভেচ্ছা মামুন ভাই।

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৫

মামুন রশিদ বলেছেন: এই কথাটা আমিও বলতে চাই। চাই সামু একটি আদর্শ ব্লগ হোক। সবাই যেনো সামুর কথা শুনলে ভালো বলে, সুন্দর ব্লগ বলে। ব্লগের এই পজিটিভ পরিবর্তনে আপনারা ব্লগাররা যারা কাজ করছেন, উৎসাহ দিচ্ছেন তাদেরকেও মনের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই ।


অনেক ধন্যবাদ দা-না ভাই । সত্যি ব্লগটাকে নিজের করে ভাবলে আর কোন সমস্যা থাকেনা ।

আপনাকে সব সময় কাছে পাই । শুভকামনা নিরন্তর । :)

১২৭| ১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৫২

লেজকাটা বান্দর বলেছেন: মামুন ভাই একবার কিন্তু কমেন্ট করছিলাম। বাট কি করছিলাম খেয়াল নাই।

যাই হোক, সামু ক্যাচালের আড্ডাখানা বা বাজার টাইপ না হয়ে পিওর বিনোদনের আসর হোক। গল্প রম্য কবিতা সবকিছু দিয়ে ভরে উঠুক সামু। উল্টাপাল্টা পোস্ট ভ্যানিশ হয়ে যাক। আর অবশ্যই, সামুতে ক্যাটাগরাজেশন হোক যাতে আমাদের মত গল্পখোররা এক ক্লিকে গল্পের পেজে চলে যেতে পারি, আমাদের যেন আর খুঁজে খুঁজে পড়তে না হয়। খুঁজে খুঁজে পড়তে গেলে অনেক গল্প মিস হয়ে যায়।

আবারও অনেক ধন্যবাদ আমাকে স্মরণ করার জন্য এবং চমৎকার এই কাজটা করার জন্য।

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৩

মামুন রশিদ বলেছেন: এই ভাবে ভুলে গিয়ে বারবার কমেন্ট করবেন, না হলে দুটো হীট বেশি পাবো কিভাবে !! :P


শুধু গল্প-কবিতা নয়, সব বিষয়েই সুন্দর সুন্দর পোস্ট আসা উচিত এবং আসছেও । সামুতে প্রতিদিন আড়াইশ থেকে তিনশ পোস্ট আসে, বিবিধ বিষয়ের উপর । ক্যাটাগরাইজ হলে ভালো হয়, কিন্তু সামুর মডারেশন এখনো খুবই ছোট আকারের । ভবিষ্যতে হয়ত এই সমস্যাগুলোর সুন্দর একটা সমাধান বেরুবে ।

ভালো থাকবেন, শুভকামনা ।

১২৮| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: পোস্টটিকে স্টিকি পোস্ট হিসেবে দেখে ভাল লাগছে। সামুকে ধন্যবাদ। এটা ব্লগারদের ব্লগিং করার উৎসাহ বাড়িয়ে দেয় বহুগুন।

মামুন রশিদ ভাইকে অভিনন্দন জানাই।

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৫

মামুন রশিদ বলেছেন: আপনার সাথে একমত নাজিম-উদ-দৌলা ।


ভালো থাকবেন সব সময়, শুভ কামনা নিরন্তর ।

১২৯| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৪

রাজীব হোসাইন সরকার বলেছেন: আরেকটা গল্পের লিঙ্ক দেওয়া হল। :) যোগ্যতা সম্পন্ন হলে আশা করি আপডেটে দেওয়া হবে। :)
Click This Link

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৬

মামুন রশিদ বলেছেন: লিংক দিয়ে সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ ।



আমি দেখবো এবং যথাশীঘ্র আপডেট দিতে চেষ্টা করবো ।

১৩ ই জুন, ২০১৩ রাত ১২:২২

মামুন রশিদ বলেছেন: আপডেট দেয়া হয়েছে :)

১৩০| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:০৮

সিটিজি৪বিডি বলেছেন: আপনার এই সুন্দর আয়োজনকে স্বাগত জানাই। আমার পোষ্টগুলো দিয়ে একটি ই-বুক তেরী করতে চাই। ই-বুক কিভাবে তৈরী করব? আপনি আমাকে একটু সাহায্য করবেন?

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৫

মামুন রশিদ বলেছেন: আমাদের এই গল্প-সংকলনের ই-বুক ভার্সন করে দিয়েছেন ব্লগার মুহম্মদ ফজলুল করিম । এই পোস্টের নিচের দিকে উনার ব্লগ আর পোস্টের লিংক আপডেট করে দেয়া হয়েছে । উনার পোস্টে গিয়ে সহযোগিতা চাইলে আশা রাখি উনি আপনাকে হেল্প করবেন । ধন্যবাদ ।

১৩১| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:১৭

আমি কবি নই বলেছেন: এইরকম একটি ভালো কাজের জন্য মন থেকে ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।

১৩২| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৪

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ ... :)

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ । শুভ কামনা ।

১৩৩| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৫১

জানা বলেছেন:

মামুন ভাই,

ভ্রমণ ব্লগ এবং ছবি ব্লগ নিয়ে কিছু করার ইচ্ছা আমার অনেক দিনের। কারণ এ দুটো বিষয়েই অনেক ব্লগারের আগ্রহ, অংশগ্রহণ ও পারদর্শিতায় ইতিমধ্যে আমাদের প্ল্যাটফর্মটি সমৃদ্ধ করেছেন বেশ কিছু গুনী ব্লগার, যাঁদের উপর সামু নজর রাখছে B-) । ২২০ নং মন্তব্যে তো আপনি সেইরকম একজন গুনী মানুষের সাথেই কথা বল্লেন। মানে আমি আমাদের 'লেডি বতুতার' কথা বলছি :)



১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ জানা'পু ।


সামহোয়্যারইন ব্লগের ভ্রমন পোস্ট এবং ছবি ব্লগ গুলো নিঃসন্দেহে খুবই সুন্দর, আকর্ষনীয় এবং প্রাণবন্ত । এ ব্যাপারে আপনার আগ্রহ বিষয় দুটোতে নতুন মাত্রা নিয়ে আসবে আশা রাখছি ।

ভ্রমনে আমাদের প্রিয় জুনা'পু ওরফে 'লেডি বতুতা' একমেদ্বিতীয়ম । সাথে আরো অনেক প্রাজ্ঞ ব্লগার নিয়মিত এবং অনিয়মিতভাবে ভ্রমন পোস্ট লিখে থাকেন । আর ছবি ব্লগে অন্যমনস্ক শরৎ অতুলনীয় । এর বাইরে আমিনুর রহমান সহ আরো অনেক 'ক্লিকসবাজ' নিয়মিত 'ক্লিকস ক্লিকস' দিয়ে ব্লগ মাতিয়ে রাখেন । এই দুটি বিষয়ে মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে দারুন কিছু করার সুযোগ আছে । তবে ভ্রমন পোস্ট আর ছবি ব্লগ অনেক সময়ই আলাদা করা কঠিন হয়ে পড়ে, ব্লগারদের সুলেখনি আর সুন্দর ছবির মেল বন্ধনে ।

জুনা'পুর কথা বললেন, জানা'পুর নিজের কথাতো বললেন না । মাঝে মাঝে ফেবুতে কিছু ছবির ঝলক দেখে চমকে উঠি । সাংবাৎসরিক ইউরোপ-এশিয়া ছোটাছুটি, স্কেটিং-জেটিং দেখেতো ভিরমি খাই :| :P

১৩৪| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৭

হুমায়ুন তোরাব বলেছেন: এই গল্পটি পড়ে আসতে পারেন ।

গল্প-জন্ম মৃত্যুর সন্ধিক্ষণ

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৬

মামুন রশিদ বলেছেন: লিংক দিয়ে সহযোগিতার জন্য ধন্যবাদ ।


দেখেছি, এটা গত জানুয়ারি মাসের পোস্ট, আর আমরা করেছি মে মাসের গল্প সংকলন । নিয়মিত লিখে যান, আমরা প্রতি মাসেই গল্প-সংকলন করার চেষ্টা করব ।

১৩৫| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৮

গ্রাম্যবালিকা বলেছেন: চ ম ৎ কা র উদ্যেগ।

এরকম চলতে থাকলে আর কোন ভালো গল্প মিস হবে না :)

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।



গ্রাম্যবালিকা'র কাছ থেকে নিয়মিত গল্প চাই :)

১৩৬| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৭

মুশাসি বলেছেন: চমৎকার উদ্দ্যোগ+++

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৮

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । ভালো থাকবেন । :)

১৩৭| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

নাহুয়াল মিথ বলেছেন: B-) :-B B-)) :P

১২ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৩

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ :) :)

১৩৮| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:৫৮

বিষাদ আব্দুল্লাহ বলেছেন: ভালো লাগা ও শুভেচ্ছা

১২ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৪

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ বিষাদ আব্দুল্লাহ :)

১৩৯| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:১৯

ডি মুন বলেছেন: ++++++++++++++++++++

১২ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৪

মামুন রশিদ বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ ।

১৪০| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটি উদ্যোগ,,,,,,,,,সামু সামনের দিকে এগিয়ে যাক,,,,,,,,
আপনার জন্য অনেক অনেক শুভকামনা

১২ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।



ভালো থাকবেন । শুভকামনা নিরন্তর ।

১৪১| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:৫৯

বাপ্‌পী পাল বলেছেন: চমৎকার! দারুন একটি উদ্যোগ!!

১২ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।

১৪২| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৭

নির্ণায়ক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে এরকম একটা পোস্ট দেয়ার জন্য।শুভকামনা নিন।

১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৪৩| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:১৯

পরিবেশ বন্ধু বলেছেন:

শুভকামনা ++

১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৪৪| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৩

নাছির84 বলেছেন: চমৎকার একটা উদ্যোগ। উৎসাহ বেড়ে গেল এবং দুর্দান্ত কিছু লেখা বুঝিয়া পাইলাম।++++++++++++++++++++++++++++++++++++++++

১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩১

মামুন রশিদ বলেছেন: অনেকগুলো প্লাস বুঝিয়া পাইলাম ।



ধন্যবাদ :)

১৪৫| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১

তীর্থক বলেছেন: ভালোলাগে যখন দেখি নিজেকে এবং অন্যকে প্রেজেন্ট করার জন্য আপনাদের হাতে রয়েছে অফুরন্ত সময় ।

ভালো একটা সংকলিত পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ।

১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩৩

মামুন রশিদ বলেছেন: ভালোলাগে যখন দেখি নিজেকে এবং অন্যকে প্রেজেন্ট করার জন্য আপনাদের হাতে রয়েছে অফুরন্ত সময় । :|


ধন্যবাদ ।

১৪৬| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার উদ্যোগ ।
সব গুলি পড়বো , আপাতত বুকমার্কে ।

১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ গিয়াসলিটন ভাই :)

১৪৭| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪

মামুন রশিদ বলেছেন: মুল পোস্টের সাথে এখন পর্যন্ত ছয়টি গল্প আপডেট করে দেয়া হয়েছে ।

১৪৮| ১৩ ই জুন, ২০১৩ রাত ২:৫৪

তৌফিক মাসুদ বলেছেন: জেনে ভাল লাগল, পরবর্তি আয়োজনে থাকব আশা করি।

১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:২০

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।

১৪৯| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৮:২৭

সমানুপাতিক বলেছেন: প্রিয়তে নিলাম । ++++

১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:২২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।

১৫০| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:২১

কসমিক- ট্রাভেলার বলেছেন:

















প্রতি মাসেই এরকম একটি চমৎকার উদ্যোগ নেয়া যেতে পারে।








১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ কসমিক_ট্রাভেলার ।



আমরা চেষ্টা করবো সংকলনটির ধারাবাহিকতা রক্ষা করতে ।

১৫১| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৫

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: মামুন ভাই এইডা একটু চেখে দেখেনতো
এখানে ক্লিক করুন

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৪

মামুন রশিদ বলেছেন: লিংক দিয়ে সহযোগিতার জন্য ধন্যবাদ ।



দেখব খুব শীঘ্রই :)

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫২

মামুন রশিদ বলেছেন: আপডেট করে দিয়েছি :)

১৫২| ১৩ ই জুন, ২০১৩ রাত ৯:১৮

নাসরীন খান বলেছেন: ছোট গল্প্ আমার ব্লগেও লিখেছি বেশ কতক।জানা থাকলে দেয়া যেতো।।আশাকরছি পরে দেয়া যাবে।

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ । আপনাকে অনুসরনে নিয়েছি । আপনার ব্লগে কোন গল্প লিখলে পড়ে আসব ।

১৫৩| ১৩ ই জুন, ২০১৩ রাত ৯:২১

শহুরে আগন্তুক বলেছেন: আমার কয়েকদিন আগে দেয়া লেখাটা কি মনে করে খুঁজে ফেলেছিলাম! গুঁড়ে কঙ্কর :P

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৯

মামুন রশিদ বলেছেন: আপনার ব্লগ ঘুরে অনেকগুলো গল্প পেলাম । অনুসরনে নিলাম, আশাকরি নিয়মিত আপনার গল্প পড়তে পারব । :)

১৫৪| ১৩ ই জুন, ২০১৩ রাত ৯:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার উদ্যোগ। নতুন ও পুরাতন সবার প্রতি অফুরন্ত ভালোবাসা থাকলো।

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৫১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ কবি ।



আপনার ভালোবাসায় উদ্দীপ্ত হোক প্রতিটি নতুন পুরাতন লেখক । :)

১৫৫| ১৩ ই জুন, ২০১৩ রাত ৯:২৪

নাসরীন খান বলেছেন: ধীবর স্কুলের [মেঘনার পাড়ের]গত সংকলনে আমার একটি গল্প ছাপা হয়েছিল ।'কুসুম ও স্বাধীনতা'নামে।

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২

মামুন রশিদ বলেছেন: আশা রাখছি এখন থেকে আপনার লেখা নিয়মিত পড়ব । ধন্যবাদ ।

১৫৬| ১৩ ই জুন, ২০১৩ রাত ১০:৩৮

তানিয়া হাসান খান বলেছেন: দারুন.......। ++++++++
প্রিয়তে..........। :)

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।



ভালো থাকবেন । :)

১৫৭| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৫৫

যুবায়ের বলেছেন: চমৎকার.... একটি উদ্যেগ...
+++++++++++++++++

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।



শুভ কামনা । :)

১৫৮| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:০০

তাসজিদ বলেছেন: এপ্রিল ও জুনে আমার দুটি লেখা আছে। চেক করা যায় কি?

click this link

click this link

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:১৭

মামুন রশিদ বলেছেন: লিংক দেয়ার জন্য ধন্যবাদ ।



সময় করে দেখব ।

১৫৯| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৬

আলোর পরী বলেছেন: মে মাসে আমার একটি গল্প ছিল , " পঞ্চাশ টাকা " সেটি কি এই লিস্ট এ আসতে পারে ?

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৯

মামুন রশিদ বলেছেন: আপনাকে অনুসরণে নিলাম । নতুন গল্প লিখুন, পরের সংকলনে দিতে চেষ্টা করব ।


আপনার মে মাসের গল্পের লিংকটা দিয়ে যাবেন, এ্যাড করে নিব ।

১৬০| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৯

আলোর পরী বলেছেন: জনাব মামুন, আপনার নির্দেশ মত , গল্পের লিঙ্কটি দিলাম , সময় করে দেখে নিবেন,

Click This Link

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:০৯

মামুন রশিদ বলেছেন: নির্দেশ শব্দটার প্রয়োগে লজ্জা পেলাম আপু । আপনি লিংক দিয়ে আমাকে সহযোগীতা করেছেন । :)


সংকলনে গল্পটি আপডেট দিতে গিয়ে দেখলাম আমি এটা পড়েছি । গল্প নিঃসন্দেহে চমৎকার হয়েছিল । আমারই ভুল, কোনভাবে মিস হয়ে গিয়েছিল ।


ভালো থাকবেন । শুভকামনা সতত ।

১৬১| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:২৩

ভাইটামিন বদি বলেছেন: খুবই প্রশংসনীয় উদ্যোগ.....আশাকরি হারিয়ে যাবে না।

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।



আশাকরি পাশেই পাব ।

১৬২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৯

আলোর পরী বলেছেন: আপনার গল্প তালিকায় নিজের নাম দেখে খুব ভাল লাগছে , কৃতজ্ঞতা গ্রহন করুন । :)

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫২

মামুন রশিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ ।



:) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.