নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে ।

মামুন রশিদ

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগ...

মামুন রশিদ › বিস্তারিত পোস্টঃ

আষাঢ়ের কান্না । ;) :#> :P

১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬





ঈশান কোনে জমে থাকা কালো মেঘ, মেঘ তুমি কান্না হয়ে ঝরে যাও । আমার আকাশ আবার নীল করে দাও । মেঘ তুমি বৃষ্টি হয়ে ঝরে যাও । মেঘ তুমি কান্না হয়ে ঝরে যাও ।



আষাঢ়ে গল্পঃ



হঠাৎ ধেয়ে আসা দমকা বৃষ্টি আমাদের দলটাকে পুরো লন্ডভন্ড করে দিলো । যে যেদিকে পারে দৌড়ে আশ্রয়ের খোঁজ করছে । আমি কোন রকম আধ ভিজে হয়ে জাস ক্যান্টিনের বারান্দায় এসে পৌছলাম । বন্ধ ক্যান্টিনের বারান্দায় চকচকে ইস্পাতের রেলিং দু'হাত দিয়ে ধরে ঠায় দাঁড়িয়ে আছি । চোখে মুখে এসে লাগছে বৃষ্টির ছাঁট । এমন সময় নন্দিতা এলো ।



নন্দিতা আমার পাশে এসে আমার ভঙ্গিতেই দু'হাত দিয়ে রেলিং ধরে দাঁড়ালো । দুজনে নিশ্চুপ বৃষ্টি পড়া দেখছি, বৃষ্টির স্বাদ নিচ্ছি । হঠাৎ খেয়াল করি নন্দিতার হাত আমার হাতকে আলতো স্পর্শ করে আছে । একটা বিদ্যুৎ পুলক যেন বয়ে যায় আমার সারা শরীর জুড়ে । আমি অন্য দিকে তাকানোর ভান করে ওর হাতটা চেপে ধরি । নন্দিতা অমনি ফিক করে হেসে দেয়, অতপর আরো ঘনিষ্ট হয়ে আসে । প্রচন্ড বৃষ্টির সাথে দমকা বাতাসে ভেসে আসছে যেন মহুয়া ফুলের মাতাল গন্ধ ।



আমি নন্দিতার মুখের দিকে তাকাই, চোখে মুখে সলাজ হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে । সেই হাসিতে আমি বারবার বিভ্রান্ত হয়ে যাচ্ছি । আমি নন্দিতাকে খুব কাছে থেকে দেখছি, তার চোখ মুখ ভ্রু ওষ্ঠ জুড়ে ফোটা ফোটা বৃষ্টির জল চুইয়ে পড়ছে । তার মোহন চাহনি আমাকে ক্রমে গ্রাস করে নিচ্ছে । হঠাৎ আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠে । নন্দিতা বুঝতে পেরে আমার হাত তার দু'হাত দিয়ে শক্ত করে চেপে ধরে, সেই হাতের উপর আলতো করে থুতনি রাখে । ওর ভেজা চুল হাওয়ায় দোলে আমার চোখে মুখে মাতাল পরশ বুলিয়ে দেয় । এই ভেজা ঠান্ডা দিনেও ওর শরীর থেকে আগুনের হলকা বের হয়ে আমার শরীরে লাগছে । এই উত্তাপে আমি পুড়ে যাচ্ছি গলে যাচ্ছি ক্রমশ..



আচমকা দৈবাৎ কে যেন আমাকে দিয়ে বলিয়ে নিলো, চুমু খাব । কথাটা আমিই বলেছি কিনা নিশ্চিত হতে চেয়ে দেখি নন্দিতার চোখ থেকে এক অপার্থিব আনন্দআলোর ঝলকানি ঠিকরে পড়ছে । লাজুক হাসি দিয়ে আমার ভেজা বুকে মাথাটা গুজে দেয় । আর আমিও জীবনে প্রথম পুরুষ হয়ে উঠি । পাগলের মত চুমু দিতে থাকি কপাল ভ্রু ওষ্ঠ চোখ অধর নাসিকায়, আর নন্দিতা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপতে থাকে ।



ক্রমশ টাইম এন্ড স্পেইস অবজ্ঞা করে আমি উড়তে থাকি মহাকাশে । কানের লতি থুতনি গলা বেয়ে নামতে থাকি যক্ষের পাতাল পুরিতে । নন্দিতা দুহাত দিয়ে আমার মাথার পেছনে চুলের গোছা ধরে হ্যাচকা টান দিয়ে বলে, আহা কি হচ্ছে ? তার মৃদু বাঁধা ডিঙ্গিয়ে আমি পাগলের মত খুজতে থাকি ঐ নরম তুলতুলে শরীরের ভিতর লুকিয়ে থাকা সোনার কাঠি রুপোর কাঠি নামক অধরা মনটাকে ।



হঠাৎ পশ্চাতদেশে একটা প্রচন্ড আঘাত, সাথে সাথে নাক-মুখ ঠোকর খেলো ইস্পাতের শক্ত রেলিংয়ে । দাঁতে দাঁত চেপে কোন রকম মাথাটা মাথাটা ঘুরিয়ে দেখি, শাহেদ !



"শালা পারভার্টেড কোথাকার ! রেলিং চেপে ধরে কার কথা কল্পনা করছিলি শালা ??"



B:-/ :| :P







আষাঢ়ে কাব্যঃ



-

-

----------------------------------------

----------------------------------------



চুপিসারে মাস আষাঢ়ে

হৃদয় খুলে দেখি !

সংগোপনে মনের কোনে

কার ছবি দেয় উঁকি ?

-

বর্ষা আকাশ বাউলা বাতাস

বৃষ্টি ভেজা গায়,

এলোকেশে লাজুক হেসে

বিজুলি চমকায় !

-

রেলিং ধরে মনের ঘোরে

দাঁড়িয়ে আছি ঠাঁয়,

মিষ্টি স্পর্শ জাগায় হর্ষ

পুলক বয়ে যায় ।

-

ভেজা চুলে আঙুল দোলে

ভেজা চোখে ওষ্ঠ,

পরিপাটি সোঁদা মাটি

জড়িয়ে শোধায় 'দুষ্ট' !

-

অঝোর ধারায় হৃদয় হারায়

পলাতক প্রেম ফেরে নব্য,

বিজুলি তর্জনে মেঘের গর্জনে

ফুরায় আষাঢ়ে কাব্য ।



;) :#> :P







আষাঢ়ের কান্নাঃ



"বেদনাকে সাথী করে

পাখা মেলে দিয়েছো তুমি

কত দুরে যাবে বল, কত দুরে যাবে বল

তোমার পথের সাথী হব আমি.."



আজ এই বৃষ্টির কান্না দেখে- নিয়াজ মুহম্মদ চৌধুরী ।







*************************************



উৎসর্গঃ সেই সব ব্লগার, যারা নিঃশ্বাসে-প্রশ্বাসে ভালোবাসার মানুষ খুঁজে ফিরছেন ।



কবিতা আর ছবি এই পোস্ট থেকে নেয়া ।









মন্তব্য ৯০ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:২৫

নিষ্‌কর্মা বলেছেন: বৃষ্টি দেখলে অনেকেরই মাথা ঠিক থাকে না। আপ্নেও ঐ দলের, তাও জানা ছিল না! :(

১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪২

মামুন রশিদ বলেছেন: আমারে কি আপ্নের এলিয়েন বৈলা মনে হয় :| :P

২| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বেশ! ভালো লাগল। অবশ্য প্রথমটা আষাঢ়ে গল্প না আষাঢ়ে কল্পনা :P
তাই নিয়ে কিছুটা দ্বিধায় ছিলাম।

কবিতাটা দারুন হয়েছে। ভালো লাগল পড়ে।
বিজুলি বানানটা কি ইচ্ছে করেই এমনটা লিখেছেন?

১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪৮

মামুন রশিদ বলেছেন: আষাঢ়ে গল্প আর আষাঢ়ে কল্পনার মাঝে তফাৎ টা কি, এই লইয়া আমিও দ্বিধায় আছি :P


আমাদের কবিরা সব শব্দেরই একটা কোমল বা রমনীয় রুপ দিতে চান, বিজুলি অনেকটা সেরকমই । (কবিদের রমনী প্রীতি নিয়া আমি কিছু বলি নাই :#> )

৩| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৪

সোহাগ সকাল বলেছেন: আহা আহা! রেলিং এর ইজ্জতটাও আপনার হাত থেকে বাচলো না! :(

১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫০

মামুন রশিদ বলেছেন: হে হে, পারভার্টেড মন বহু দুরে যায় ।



আপ্নে না, আমার গল্পের নায়কের :P

৪| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: ছবি গুলা সেইরাম হইছে !

আষাঢ় মাসের শুরুতেই লুমান্টিক হইয়া গেছেন দেখি :P

১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫২

মামুন রশিদ বলেছেন: ছিঃ ছিঃ, এসব কি অপপ্রচার আমার নামে ! আমি লুমান্টিক হতে যাবো কোন দুঃখে ;) :P

৫| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

নন্দিতার নন্দিত ভালোবাসায় দেখি পরিপূর্ণ একজন প্রেমিক আপনি। যাই হোক আমি যেহেতু ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়েছি অতএব উৎসর্গ পত্রে নিজেকে খুঁজে লাভ নেই। তবে আপনার খোঁজ যেন সফল হয় সেই আষাঢ়ের কান্নার জন্য শুভ কামনা রইল।

পোস্টে ভীষণ ভাল লাগা রইল।

১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫৮

মামুন রশিদ বলেছেন: নিজের ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়ে স্বার্থপরের মত বসে থাকলে হবে ?? ভাই-বেরাদরদের জন্য একটু খোজাখুজি করতে হবে না !! কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি বলতে আর কিছু রইলো না :P


এটা আমার সেই সব ভাই-ভগ্নিদের জন্য উৎসর্গীত, যারা ব্রেকআপে আছেন কিংবা ভালোবাসার মানুষটিকে খুঁজে ফিরছেন । ;)

৬| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:২২

মনিরা সুলতানা বলেছেন: চরম গান এর পোস্ট ...
আজ এই বৃষ্টির গান শুনেই ++++++++++++++++++++++ দিয়ে গেলাম :)

১৫ ই জুন, ২০১৩ রাত ৯:০০

মামুন রশিদ বলেছেন: বৃষ্টির গানে প্লাস দেয়ায় অনেক ধন্যবাদ আপু ।



তবে বৃষ্টি নামলে আরো মজা পেতাম । আজকে নির্বাচনী ছুটির দিনে সারাদিন বৃষ্টির অপেক্ষায় ছিলাম, ভিজবো বলে :(

৭| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! জোশ!

আজ বৃষ্টিই হলো না! /:)

১৫ ই জুন, ২০১৩ রাত ৯:০১

মামুন রশিদ বলেছেন: পুরা জমল না বস ।


আসি আসি করেও বৃষ্টি আসলো না :(

৮| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আষাঢ়ে কান্না এমনি হয় ! চমৎকার লিখেছেন !

১৫ ই জুন, ২০১৩ রাত ৯:০৪

মামুন রশিদ বলেছেন: আহারে একটা কোবতে লিখলাম, কবিরা কেউ কিছু বললো না /:) :P

৯| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এই স্বপ্ন তো মাঝে মাঝেই দেখি............. :P :P

১৫ ই জুন, ২০১৩ রাত ৯:০৬

মামুন রশিদ বলেছেন: এই স্বপ্ন যারা দেখে না, তাদের নিয়ে কিচ্ছু বলার নাই :P :P

১০| ১৫ ই জুন, ২০১৩ রাত ৯:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আষাড়ের কান্না দেখলাম,,,,,,বৃষ্টি এল,,,,,তবে তুমুল হলো না,,,,,,,,,,কিন্তু বৃষ্টিতো এল,,,,,,,,,,,,কদম ফুলের শুভেচ্ছা,,,,,,,,,,,,

১৫ ই জুন, ২০১৩ রাত ১০:২৪

মামুন রশিদ বলেছেন: কদম ফুটলো ঠিকই, কিন্তু বৃষ্টি এলো না :(



তবু ভালো, তুমুল না হলেও আপনি কিছুটা আষাঢ়ের ছোঁয়া পেয়েছেন ।

১১| ১৫ ই জুন, ২০১৩ রাত ৯:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শিরোনাম যথার্থই হইছে ।

তবে গল্পের নায়িকার নাম খুব পরিচিত মনে হলো ;) ;) ;) ;)

উৎসর্গে নিজের নাম না দেখে খারাপ লাগলো =p~ =p~ =p~ =p~

১৫ ই জুন, ২০১৩ রাত ১০:২৮

মামুন রশিদ বলেছেন: গল্পের নায়িকা তাইলে এক জনের কমন পড়ছে ! এই উপলক্ষে কিছু খাওয়াইতে হবে মন্ত্রী ;)



আপনারে আর আরমানরে মাথায় রাইখাইতো উৎসর্গ লিখলাম, রিলেশনশিপ স্ট্যাটাস এরই মধ্যে উল্টায়া গেছে :| :P

১২| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪

আফসিন তৃষা বলেছেন: শেষে যেই গানটা দিলেন তা শুনতে শুনতে কমেন্ট লিখলে কিন্তু সবারই ভালো ভালো কথা বেরুবে! এই ব্ল্যাকমেইল এর জন্য মাইনাস X((
কবিতা ছন্দময় হয়েছে। :)

১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

মামুন রশিদ বলেছেন: এ লিটল ব্যালেন্স..



খারাপ কথা না শোনার জন্য ব্ল্যাকমেইলিং জায়েজ আছে :P

১৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬

অদ্বিতীয়া আমি বলেছেন: আষাঢ়ে পোস্টে ভাল লাগা । :) গানটা অনেক প্রিয় ।

১৬ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৫

মামুন রশিদ বলেছেন: আষাঢ়ে শুভেচ্ছা :)

১৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৫৪

হাসান মাহবুব বলেছেন: গান-ছবি-রোমান্টিকতা-কবিতা সব মিলিয়ে কমপ্লিট বর্ষা প্যাকেজ। এরকম পোস্ট তুমুল বৃষ্টির বেগে আসুক!

শুভবর্ষা।

১৬ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৩

মামুন রশিদ বলেছেন: মাঝে মাঝে মন হারায় । লুকিয়ে কি লাভ ? তাই দিলাম পোস্ট করে ।

কবিতাটা গত বর্ষায় লেখা । একই থীমের উপর একটা আষাঢ়ে অনুগল্প লিখলাম । গান নিয়েই পোস্ট দেয়ার প্ল্যান ছিলো, সাথে গল্প-কবিতা জুড়ে দিলাম ।



শুভ বর্ষা ।

১৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৪৪

আমিনুর রহমান বলেছেন:


লুল রে লুল :P ;)


গল্প আর কবিতায় +++



উৎসর্গঃ সেই সব ব্লগার, যারা নিঃশ্বাসে-প্রশ্বাসে ভালোবাসার মানুষ খুঁজে ফিরছেন ।


কারে কারে ইংগিত করলেন আমি জানি কমু না ;)

১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:১২

মামুন রশিদ বলেছেন: হাহাহা,

এখানে লুলের কি দেখলেন :P


কাদের ইংগিত করেছি সত্যি সত্যি কইয়েন না কিন্তু ;)

১৬| ১৬ ই জুন, ২০১৩ ভোর ৫:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: সবকিছু মিলাইয়া চমৎকার একটা পোস্ট হইছে

১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:১৩

মামুন রশিদ বলেছেন: এই পজিটিভ কমেন্টগুলো আমার জন্য স্বস্তির ।

১৭| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:০৩

বোকামন বলেছেন:






বৃষ্টি পড়ুক দমকা হাওয়ায় অথবা ইলশেগুঁড়ি বৃষ্টি
পড়ুক ঝরে মেঘ হতে অনাবিল ভালোলাগার সৃষ্টি !!


ভালো থাকুন সবসময় শীত-গ্রীষ্ম-বর্ষায়
রোদ-বৃষ্টি-হিমবাহের অকাল ঋতুর জলসায় :-)

শুভকামনা

১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:১৬

মামুন রশিদ বলেছেন: অনেক সুন্দর কবিতা ।



আপনার এই আষাঢ়স্য শুভকামনায় আপ্লুত হয়েছি ।


শুভকামনা সতত ।

১৮| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৮

বটবৃক্ষ~ বলেছেন: উৎসর্গঃ সেই সব ব্লগার, যারা নিঃশ্বাসে-প্রশ্বাসে ভালোবাসার মানুষ খুঁজে ফিরছেন ।

:(:(

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০০

মামুন রশিদ বলেছেন: উৎসর্গ পছন্দ হয়নি ? :|


তাহাদের নিয়েও তো কিছু ভাবতে হবে ;)

১৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৪৫

নাছির84 বলেছেন: ১৪ নম্বর ভাল লাগা।

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০১

মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু ;)

২০| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:২২

সায়েম মুন বলেছেন: নাইস। বর্ষায় ভিজে গেল পোস্ট।

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪৭

মামুন রশিদ বলেছেন: প্রশংসায় পোস্ট ভিজেছে, কিন্তু বৃষ্টি না হওয়ায় মন ভিজেনি :(

২১| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪১

সাদাত হোসাইন বলেছেন: ভালোলাগা একটি পোস্ট...

:)

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪৯

মামুন রশিদ বলেছেন: থ্যান্কু, থ্যান্কু :)

২২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার গল্প এবং কবিতায় ভালোলাগা

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৫০

মামুন রশিদ বলেছেন: থ্যান্কু সেলিম আনোয়ার ভাই ।

২৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: ভাই গরমে মরতাছি , আজ ২০ টা আইসক্রিম খেলাম , ব্লগে আইসা দেখি
বৃষ্টিও পড়ে লগে আবার .............. :P :P :
হাহাহাহ , আপনে পাতালপুরী খুজতে থাকেন আমি যাই :P :P

ভাল লাগল ভাই । শাহেদ মিয়ার জবাব নাই :)
+++++++

১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:০৯

মামুন রশিদ বলেছেন: ২০ টা আইসক্রিম একদিনে একলা :|


পাতালপুরী তাদের জন্য, যাদের নামে পোস্ট উৎসর্গীত :P

২৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:০৬

সপ্নাতুর আহসান বলেছেন: চমৎকার একটা পোস্ট

১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:১০

মামুন রশিদ বলেছেন: থ্যান্কু ব্রো.. :)



ব্লগে স্বাগতম ।

২৫| ১৭ ই জুন, ২০১৩ ভোর ৪:০০

খেয়া ঘাট বলেছেন: গল্পের চেয়ে মিষ্টি কাব্যখানা একেবারে অমৃত মনে হয়েছে। আর নিয়াজ মুহম্মদের মতো ওস্তাদী শিল্পীর গান.....আহ!!!!

ভালোবাসাও পাইলাম না, ভালো বাসা ও পাইলামনা। যা পাইলাম তা শুধু ভাসা ভাসাই পাইলাম।

+++++++++++++++++++++++++++++++++
পোস্টে একলাইন প্লাস।

১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:১২

মামুন রশিদ বলেছেন: ভালোবাসাও পাইলাম না, ভালো বাসা ও পাইলামনা। :||



হ্যাঁ হ্যাঁ, আপনি সঠিক পোস্টেই আসছেন, পোস্টের উৎসর্গনামা আপনার জন্যই :P

২৬| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:৩৭

খেয়া ঘাট বলেছেন: আচ্ছা, উৎসর্গ যেন ভালোবাসা আর ভালো বাসার স্বর্গদুয়ার খুলে দেয়।

ভালা থাখউক্কা। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৮

মামুন রশিদ বলেছেন: ভালোবাসা আর ভালো বাসার স্বর্ণদুয়ার খুলে যাক ।



শুভ কামনা নিরন্তর :) :)

২৭| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৭

ঘুড্ডির পাইলট বলেছেন: আহারে ভাবছিলাম সইত্য সইত্য রুমান্স হইতাছে !!! অইটা যে কল্পনা !!!!! লেখার ধরনটা খুব ভালো লাগছে , গল্প, কবিতা , ইউটিউব লিংক :)

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:১০

মামুন রশিদ বলেছেন: কেডা কইছে অইটা কল্পনা :P



গুড্ডির পাইলটের প্রশংসা পাইছি ।

আমার পোস্ট স্বার্থক :) :)

২৮| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:৫৫

একজন আরমান বলেছেন:
ভাই আপনার জরিমানা হবে। X( X( X((

কতো আশা নিয়া পড়া শুরু করছিলাম। ধুরও... /:) /:) /:)

১৮ ই জুন, ২০১৩ সকাল ৭:১৩

মামুন রশিদ বলেছেন: হে হে, আমার লেখা একটু সময়ের জন্য হলেও কারো শরীর-মনে আশা জাগিয়েছিলো, এইটা ও কি কম পাওয়া :-B :#> :P

২৯| ১৮ ই জুন, ২০১৩ রাত ৮:১৫

একজন আরমান বলেছেন:
ধুরও শেষে এইটা কিছু হইলো? :(

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৯

মামুন রশিদ বলেছেন: না শেষে এইডা একদম কিছু হয় নাই :-0




এর জন্য বেরসিক বন্ধু শাহেদ কে একটা বিশাল মাইনাচ :P

৩০| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:২০

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
হাসতেই আছি আষাড়ের প্রেমগদ্য পড়ে ...হাহাহাহা =p~

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২২

মামুন রশিদ বলেছেন: হাসতেই থাকুন...



আপুদের হাসাহাসি দেখে পোস্টদাতা বেচারা পুরা শারমিন্দা :!> :#>



৩১| ১৯ শে জুন, ২০১৩ রাত ২:৪৩

বাঘ মামা বলেছেন: ভালো লিখেছনতো আপনি।

বিশেষ করে ছবি দুটো অসাধারণ,ভিজতে চাইবেনা এমন শুকনো মন নেই মনে হয়।

কবিতার কথা আর নাইবা বল্লাম।

শুভ কামনা সব সময়

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৫

মামুন রশিদ বলেছেন: আমার ব্লগে বাঘ মামা'র আগমন এবং মন্তব্য প্রদান দুটোতেই যারপরনাই আনন্দিত বোধ করছি :)



কবিতা এবং ছবিগুলো এই পোস্ট থেকে নেয়া ।

অনেক অনেক ধন্যবাদ ।

৩২| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৮

অদৃশ্য বলেছেন:




খুবই মজার হয়েছে... আমার দারুন লেগেছে সবগুলোই



শুভকামনা...

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৬

মামুন রশিদ বলেছেন: হাহাহা, অনেক ধন্যবাদ ।



আমারও দারুন লেগেছে ।

৩৩| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২

লেজকাটা বান্দর বলেছেন: ভাই, চরম রোম্যান্টিক। সত্যিই খুব সুন্দর। গদ্য পার্টটুকু খুব ভালো লেগেছে। এখন কিউরিয়াস মাইন্ড অয়ান্টস টু নো, ভাই কয়জনকে চুমু খেয়েছেন?

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩১

মামুন রশিদ বলেছেন: হে হে, জানিতো ! রোমান্টিক পাঠক ছাড়া গদ্যটুকু আর কারো ভালো লাগার কথা না ! ;)


ইয়ে মানে, কোনটার কথা বলব ? বাস্তবে যাদের খেয়েছি তাদের কথা বলা যাবেনা, এই বয়সে বউ হারানোর রিস্ক নেয়া ঠিক হবে না । আর কল্পনার চুমুকে সসীম সংখ্যায় মাপা যাবে না :P =p~

৩৪| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

আরমিন বলেছেন: নাইস পোস্ট ! :)

বৃস্টি হলেই এই গানটা মাথার ভেতর বাজতে থাকে! ধন্যবাদ প্রিয় গানটা সংযোজন করায়!

২৩তম প্লাস!

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আরমিন২৯ ।


গানটি খুবই সুন্দর আর আমারও খুব প্রিয় :)

৩৫| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: আজ এই বৃষ্টির কান্না দেখে গানটা আমার খুবই প্রিয়।

সুন্দর পোস্টে ভাল লাগা জানিয়ে গেলাম। +++++++

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৩

মামুন রশিদ বলেছেন: গানটা খুবই সুন্দর আর টাচি, আমারও খুব প্রিয় ।



পোস্ট ভালো লাগায় অনেক ধন্যবাদ নাজিম-উদ-দৌলা :)

৩৬| ২০ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৬

গিরিনদী বলেছেন: নিয়াজ মুহম্মদ প্রিয় শিল্পী। ওনার গানটার জন্য অনেক ধন্যবাদ। আর সারা লেখা জুড়ে যে আষঢ়ের তুমুল বৃষ্টির ছন্দ শুনতে পেলাম, সেই ছন্দ লেখকের জীবনেও বেজে উঠুক। শুভেচ্ছা। :)

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৫

মামুন রশিদ বলেছেন: আপনার সুন্দর আর আন্তরিক কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ।



ভালো থাকুন সব সময় । শুভ কামনা সতত :)

৩৭| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১

হাসান মুহিব বলেছেন: বাহ ; অনেক সুন্দর তো; আর এই কল্পনা । স্বপ্ন তো সব সময় করি

লেখকের প্রতি রইল শুভ কামনা

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৯

মামুন রশিদ বলেছেন: আষাঢ়ে কল্পনা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।



শুভ কামনা ।

৩৮| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৯

জালিস মাহমুদ বলেছেন: তুমি কান্নার রঙ.......................

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৪

মামুন রশিদ বলেছেন: সুন্দর বলেছেন ;)

৩৯| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভেজা চুলে আঙুল দোলে
ভেজা চোখে ওষ্ঠ,
পরিপাটি সোঁদা মাটি
জড়িয়ে শোধায় 'দুষ্ট' ! B-) B-) B-) ;) ;) ;) ;) ;) ;) ;)
আমিনুর ভাইয়ের কমেন্ট দ্রষ্টব্য !
উৎসর্গে ভালোলাগা !
এই কমেন্ট টি একজন আরমান এবং লেখক মামুন ভাইকে উৎসর্গ করলাম ! ;) ;)

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

মামুন রশিদ বলেছেন: কমেন্ট উৎসর্গ পেয়ে প্রীত হলেম ;)



পোস্ট যাদের জন্য উৎসর্গিত, একজন আরমান এবং স্বপ্নবাজ অভি তাদের অন্যতম :)


যদিও একজন আরমান প্রচন্ড মন খারাপ করেছে, গল্পে হটাৎ কল্পনাভঙ্গ হওয়ায় :P

৪০| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: তবে কবিতায় কিন্তু যথেষ্ট .. এর ইংগিত রয়েছে ! আমি যারপরানই মুগ্ধ !
আর একজন আরমানের সাথে অন্তত এ ব্যাপারে আমাকে তুলনা করে আমাকে লজ্জায় মাটির সাথে মিশে যেতে বাধ্য করবেন না ! এ ব্যাপারে তিনি একজন ই - একজন আরমান !! ;) B-)

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৫

মামুন রশিদ বলেছেন: কবিতায় 'যথেষ্ট ..' ব্যাপারটা ঠিক বুঝি নাই :P



এটা ঠিক, একজন আরমান শুধু একজন ই - একজন আরমান । বাংলা ব্লগিস্ফিয়ারে ওয়ান এন্ড ওনলি দুখি লুল :P

(তথ্য সূত্রঃ কা-ভা )

৪১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৯

তারছেড়া লিমন বলেছেন: মন ছাড়া নেই আজ কিছুই দেবার তামায় ভালবাসার উপহার..................................

এইটা শুধু আজ আপনার জন্য...........
link

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিমন ভাই ।



খুব সুন্দর গান, শুনছি...

৪২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৩

প্রত্যাবর্তন@ বলেছেন: :P :P :P

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৪

মামুন রশিদ বলেছেন: B-) B-)

৪৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

তাসজিদ বলেছেন: হঠাৎ পশ্চাতদেশে একটা প্রচন্ড আঘাত, সাথে সাথে নাক-মুখ ঠোকর খেলো ইস্পাতের শক্ত রেলিংয়ে । দাঁতে দাঁত চেপে কোন রকম মাথাটা মাথাটা ঘুরিয়ে দেখি, শাহেদ !
"শালা পারভার্টেড কোথাকার ! রেলিং চেপে ধরে কার কথা কল্পনা করছিলি শালা ??


B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

প্রথমে ভেবেছিলাম রোমান্টিক............পরে বুঝতে পারিলাম.........।। B-)) B-)) B-)) B-))

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

মামুন রশিদ বলেছেন: হাহাহা, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৪৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: উৎসর্গপত্র নির্লজ্জের মতো কোলে পিঠে গ্রহন করলাম । :( আষাঢ় শেষ, তাতে কি, সাদাটে মেঘের শুভেচ্ছা ! :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৬

মামুন রশিদ বলেছেন: হেহে, উৎসর্গ তার সঠিক মানুষ খুঁজে পেয়েছে :D

৪৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

উদাস কিশোর বলেছেন: গল্প টা দূর্দান্ত ছিলো :)
আহা ! কি রোমান্স ! :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭

মামুন রশিদ বলেছেন: লুল! লুল!! ;) :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.