![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বশেষ আপডেটঃ ব্লগার আমিনুর রহমান এর প্রশংসনীয় উদ্যোগে এই সংকলনের সবগুলো গল্পের পিডিএফ ভার্সন প্রকাশিত হয়েছে, যা পোস্টের শেষে যুক্ত করা হয়েছে ।
আপডেটঃ নতুন গল্প যুক্ত হয়েছে ।
রিমঝিম বৃষ্টিমুখর জুন মাসে সামহোয়্যারইন ব্লগে এসেছে শতাধিক গল্প । বৈচিত্র, নিরিক্ষা আর ভিন্ন স্বাদ, সব মিলিয়ে দারুন সব গল্পের সমাবেশ । থ্রিলার, স্যাটেয়ার, সাইকো, ট্র্যাজিক, রোমান্টিক, মুক্তিযুদ্ধ- যাপিত জীবনে সব পদের ব্যঞ্জন নিয়ে এক রসালো আয়োজন ।
বাংলা ব্লগিংয়ে সাহিত্যচর্চার দিকে ব্লগারদের আগ্রহ লক্ষ্যনীয় । 'ব্লগার সাদরিল' ব্লগ নিয়ে তার 'একাডেমিক গবেষণায়' দেখিয়েছেন, সামহোয়্যারইন ব্লগে সর্বোচ্চ ৩৬% ব্লগারের পোস্ট সাহিত্য চর্চার (কবিতা+গল্প+রম্য ) সাথে সংশ্লিষ্ট । কেউ কেউ এমনও বলছেন, বাংলা সাহিত্যের প্রাণভোমরা এখন বাংলা ব্লগ মুখী । কথাটিতে কিছুটা অত্যুক্তি থাকতে পারে, কিন্তু অবাস্তব নয় ।
আমরা চার ব্লগার মামুন রশিদ, জনৈক গণ্ডমূর্খ, মাননীয় মন্ত্রী মহোদয়, দলছুট শুভ এবার নিয়ে এসেছি সামহো্য়্যারইন গল্প-সংকলনঃ রিমঝিম জুন'১৩ । এই সংকলনে ৩৮ জন ব্লগারের মোট ৪৩টি গল্পের লিংক যুক্ত করা হয়েছে । শুধুমাত্র ভালোলাগা থেকেই এই গল্পগুলো আমরা পছন্দ করেছি । এর বাইরে অনেক ভালো গল্প থাকতে পারে, কারন সব পোস্ট পড়া সম্ভব হয়নি । তাই আপনাদের ভালোলাগা কোন গল্প থাকলে, দয়া করে লিংক দিয়ে যাবেন । আমরা আপডেট করে দিতে চেষ্টা করবো ।
************************************
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ রিমঝিম জুন'১৩
১। নিখিল বাংলাদেশ সাইকো সমিতি । --হাসান মাহবুব
২। গল্পঃ দ্যা লাস্ট পেগ । --নোমান নমি
৩। চিঠি কবিতা বদল ! --নোমান নমি
৪। আমার বৃষ্টি বিলাস । --কাল্পনিক_ভালোবাসা
৫। প্রেতস্মিনী । --কান্ডারী অথর্ব
৬। গল্পঃ "না" । --কান্ডারী অথর্ব
৭। সত্যের বীজ । --নাজিম-উদ-দৌলা
৮। গল্পঃ অন্য বিভাস । --জুলিয়ান সিদ্দিকী
৯। ছোটগল্প- মানবকুকুর । --খেয়া ঘাট
১০। বিহ্বলা । --অপর্ণা মম্ময়
১১। আত্মহত্যা করা মহাপাপ । --প্রোফেসর শন্কু
১২। গল্প: জীবন থেকে নেয়া । --স্বপ্নবাজ অভি
১৩। নিশি অন্তে চাঁদের আলো । --জনৈক গণ্ডমূর্খ
১৪। রঙের ওপারে (গল্প) । --সাবরিনা সিরাজী তিতির
১৫। রিয়েলিটি । --গ্রাম্যবালিকা
১৬। নাইট শো'র দুটো টিকেট । --নির্লিপ্ত স্বপ্নবাজ
১৭। গল্পঃ অবণী, দাঁড়াও !! আসছি... --নির্লিপ্ত স্বপ্নবাজ
১৮। পিচ্চি গপ- কাঁচের প্লেট । --মাসুম আহমদ ১৪
১৯। অর্চি যে রাতে মারা গেল । --নীরব 009
২০। গল্পঃ শেষ প্রহর । --ইমরান নিলয়
২১। বিবর্তিত পার্সোনালিটি । --সুপান্থ সুরাহী
২২। সুখানুরণ । --শুকনোপাতা০০৭
২৩। গল্প - দায় । --মাহমুদ০০৭
২৪। পারলি না মৌমি । --আমি ময়ূরাক্ষী
২৫। অরন্যানী । --ইসতিয়াক অয়ন
২৬। **তুমি আমার প্রথম সকাল** --সালমাহ্যাপী
২৭। গল্প: টুশি একটি নক্ষত্রের নাম । --সোহাগ সকাল
২৮। গল্পঃ কল্পনাবিলাস । --লেজকাটা বান্দর
২৯। এক অথবা আরও অনেক জাহানারার গল্প --লেজকাটা বান্দর
৩০। গল্পঃ দহন । --না পারভীন
৩১। বাবা, না নীলা ? --কয়েস সামী
৩২। তন্দ্রাবিলাস । --আজ আমি কোথাও যাব না
৩৩। মৃত্যুমাত্রিক পৃথিবী । --আজ আমি কোথাও যাব না
৩৪। বীওন-লীটো কাম উপখ্যান কিংবা প্রেমাভিনয় । --দেহঘড়ির মিস্তিরি
৩৫। মায়া ... --মেঘরোদ্দুর
৩৬। মেন্টাল সুরুজ । --বোকামন
৩৭। কন্সট্রেইন । --একজন আরমান
৩৮। রাহেলার ঈশ্বর । --নাছির৮৪
৩৯। খুঁত (সাইকো থ্রিলার) । --ভাঙ্গা কলমের আঁচড়
৪০। বিশ্ব বাবা দিবসের বিশেষ গল্পঃ বিপা । --শাশ্বত স্বপন
৪১। ছোটগল্পঃ সন্তাপ । --সায়েম মুন
৪২। হার্ট ভার্সেস সেন্সর; বিবৃতমাত্রা । --এরিস
৪৩। গল্পঃ গোয়াইটুলি বাই লেইন । --মামুন রশিদ
আপডেটঃ নতুন সংযোজিত গল্প ।
মোরাল ছোটগল্প- ফাউ । --খেয়াঘাট
# অক্ষরভূলিকা --মাক্স
# বুবুদের কথা ও গতানুগতিক দুঃখবেদনা । --সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
# একজন "বিরক্ত" মানুষ । --মোঃ ইসহাক খান
# গল্প- চৈত্রের শেষ রাত্রি । --হুমায়ুন তোরাব
# গল্পঃ নন্দিনী কিংবা বন্দিনী । --তাসজিদ
-------------------------------------------------
ব্লগার আমিনুর রহমান এর প্রশংসনীয় উদ্যোগে এই সংকলনের পিডিএফ ভার্সন এর ডাউনলোড লিংকঃ
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ রিমঝিম জুন'১৩ পিডিএফ ভার্সন
***********************************
উৎসর্গঃ ঋষি ব্লগার 'ইমন জুবায়ের ' ভাই, যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত সামহোয়্যারইন ব্লগে পরম মমতায় ব্লগিং করেছেন । বাংলা ব্লগ জগৎ তাঁর কাছে চির ঋনী ।
"জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন ।"
********************************
ফটোক্রেডিটঃ মাননীয় মন্ত্রী মহোদয় ।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৭:২৮
মামুন রশিদ বলেছেন: 'ফাউ' গল্পটা চোখ এড়ায়নি, বেবি সিটিং এর নেগেটিভ দিক নিয়ে দারুন একটা গল্প । আমি নিজেও প্রশংসায় ভাসিয়ে দিয়ে এসেছিলাম । আর প্রিয় 'খেয়া ঘাট' এর প্রতিটা লেখাই যে অসম্ভব উপভোগ করি, তা নিশ্চয়ই লেখক বুঝেন ।
'মাইনাস' পাইয়া পোস্টের শুরু !! সামনে যে আরো কি আছে কে জানে !!
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩
মামুন রশিদ বলেছেন: মোরাল গল্পঃ ফাউ আপডেটেড
২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:১৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অবশ্যই প্রিয়তে।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৭:২৯
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ ।
৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:১৮
কসমিক- ট্রাভেলার বলেছেন:
লেখা নির্বাচন চমৎকার হয়েছে
অসংখ্য ধন্যবাদ
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৭:৩১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ কসমিক-ট্টাভেলার ।
ভালো থাকবেন ।
৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:২২
হাসান মাহবুব বলেছেন: গত মাসে অনেক ভালো ভালো গল্প এসেছে। প্রায় সবই পড়েছি। চমৎকার কালেকশন। তবে ইসহাক খান এর লেখা মনে হয় আপনাদের চোখ এড়িয়ে গেছে।
শুভরাত্রি এবং শুভকামনা।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৭:৩৮
মামুন রশিদ বলেছেন: হামা ভাই, আপনার সাথে একমত । বিষয় বৈচিত্র আর আর কিছু নিরিক্ষা নিয়ে জুন মাসে প্রচুর গল্প এসেছে । আর গল্পগুলোর বেশিরভাগই ছিলো মোর দেন এভারেজ, ভালো মানের । তবে মে মাসে অসম্ভব ভালো কিছু গল্প এসেছিলো ।
ভালো থাকবেন । শুভকামনা সতত ।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:০৯
মামুন রশিদ বলেছেন: ইসহাক খান এর গল্প সংকলনে দেয়া হয়েছে ।
৫| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:২৯
মাথাল বলেছেন: বরাবরের মতো প্রিয়তে। সময় নিয়ে পড়তে হবে। আপনার মতো কিছু মানুষের জন্যই ব্লগটাতে লগইন হতে মনে চায় এখনো।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:২০
মামুন রশিদ বলেছেন: আপনাদের সঙ্গ ভালো লাগে বলেই এই বুড়ো বয়সে এখনো ব্লগে পড়ে থাকতে আনন্দ পাই । হাঃহাঃহাঃ
৬| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৩৩
মাথাল বলেছেন: আর এই মাসেরটারু PDF চাই কিন্তু।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:২৫
মামুন রশিদ বলেছেন: আশাকরি ব্লগার মুহম্মদ ফজলুর রহমান শীঘ্রই আমাদের জন্য পিডিএফ ভার্সন নিয়ে হাজির হবেন ।
আর আপনার 'আমিনুর রহমান' ভাইতো বলেছেন, আপনার জন্য স্পেশিয়ালি পিডিএফ'র কাজটা করে দিবেন
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:১২
মামুন রশিদ বলেছেন: ব্লগার আমিনুর রহমানের সৌজন্যে পিডিএফ ভার্সন সংযোজিত হয়েছে ।
৭| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৩৬
আমিনুর রহমান বলেছেন:
সময় করে পড়ব সবগুলো, বেশীরভাগই পড়া আছে। আপাতত বিশাল একখানা ভালো লাগা এবং কৃতজ্ঞতা ও শুভ কামনা আপনাদের ৪ জনের জন্য।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:৩১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর রহমান ।
সামহোয়্যারইন গল্প-সংকলনের পেছনে আপনার উৎসাহ প্রদান আমাদের অনুপ্রেরণা যোগায় । ভালো থাকবেন ।
৮| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
মাক্স বলেছেন: বুকমার্কড!
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:৩২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রিয় মাক্স স্যার
৯| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৪৮
আমিনুর রহমান বলেছেন:
আরমানের লিঙ্কটা কাজ করছে না। একটু ঠিক করে দিয়েন।
@ মাথাল এবার যদি ব্লগার মুহম্মদ ফজলুল করিম নাও করেন আমি তোমাকে করে দিবো নে, তয় মামুন ভাইরে দিমু না
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৪
মামুন রশিদ বলেছেন: সবারটা কাজ করলেও আরমানের টা কাজ করেনা ক্যান ?? এটা নিশ্চয়ই আরমানের বিরুদ্ধে গভীর কোন ষড়যন্ত্র ।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৫
মামুন রশিদ বলেছেন: না না আমারে দিবেন ক্যান, আমিতো আপনার শত্তুর
১০| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৪৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এরিসের গল্পটা দেখে ভাল লাগল
কেন যে একটা গল্প লিখলাম না
০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:১৯
মামুন রশিদ বলেছেন: এরিস চমৎকার লিখেন । গত মাসে ব্যক্তিগত ব্যস্ততার জন্য ব্লগে সময় কম দিয়েছেন । আশাকরি এখন থেকে উনাকে নিয়মিত পাব ।
আপনিও গল্প লেখা শুরু করুন আপু । কমপক্ষে একটা গল্প যেন প্রতি মাসে পাই ।
১১| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১:৩৫
টেস্টিং সল্ট বলেছেন: বন্ধুবর নাজিমের পোস্ট আসতে দেখে ভালো লাগলো। প্লাস এবং প্রিয় তে, বাকি গল্প গুলো পড়ে নেবো অবসরে
০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:২৬
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ টেস্টিং সল্ট । আমার ব্লগে স্বাগত ।
নাজিম-উদ-দৌলা অসম্ভব শক্তিশালী একজন গল্পকার । তার 'ব্রীজরক্ষক' খুবই উঁচু মানের একটি গল্প । জুন মাসে লেখা 'সত্যের বীজ' গল্পটাও অসাধারণ ।
নাজিম ভাইয়ের দেয়া লিংক থেকেই আপনার ব্লগে যাওয়া । আপনিও চমৎকার লিখেন । আশাকরি আপনার কাছ থেকে নিয়মিত লেখা পাব ।
১২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার কাজ! দারুন একটা ব্যাপার।
সত্যি বলতে আমার লেখা যে গল্পটা এবার সংকলনে স্থান পেল, তার মান নিয়ে আমি নিজেই সন্তুষ্ট ছিলাম না। তাও ভালো গল্পের তালিকায় বিবেচনা করেছেন দেখে কিছুটা স্বস্তি পেলাম।
এই ধরনের সংকলন নিঃসন্দেহে সবাইকে আরো ভালো লেখার জন্য অনুপ্রেরনা যোগাবে।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:২৯
মামুন রশিদ বলেছেন: আপনার দেয়া উৎসাহ আমাদের সব সময় অনুপ্রেরণা দেয় জাদীদ ভাই ।
সদা আনন্দময় থাকুন, শুভ কামনা ।
১৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ২:১৫
মোঃমোজাম হক বলেছেন: একটি সুন্দর কাজ।সময় করে সব পড়তে হবে।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:৩০
মামুন রশিদ বলেছেন: মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে মোজাম ভাই । গল্পগুলো চমৎকার, পড়ে মজা পাবেন ।
ভালো থাকবেন ভাই । শুভকামনা ।
১৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ২:২২
মাসুম আহমদ ১৪ বলেছেন: প্লাসসহ প্রিয়তে - অবসরের সঙী হবে আপনার এই পোস্ট
০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:৩৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই । আপনার লেখা খুব ভালো লাগে । লিখতে থাকুন নিয়মিত ।
ভালো থাকবেন । শুভকামনা ।
১৫| ০১ লা জুলাই, ২০১৩ রাত ২:৩৭
হাসান মুহিব বলেছেন: প্রিয় তে
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মুহিব ।
ভালো থেকো ভাই
১৬| ০১ লা জুলাই, ২০১৩ রাত ২:৪৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সব কাজ মামুন ভাই একাই করেছেন , আমরা শুধু নামেই আছি
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
মামুন রশিদ বলেছেন: যুথবদ্ধতার এই নিয়ম, এই সুবিধে । কেউ একজন দায়িত্ব নিয়ে এগিয়ে আসবে । একজন ব্যস্ত হলে আরেকজন দায়িত্ব নিবে । কিন্তু কাজটা সফল ভাবে চলতে থাকবে ।
খুব তাড়াতাড়ি দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত হন মন্ত্রী
১৭| ০১ লা জুলাই, ২০১৩ রাত ২:৪৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ছবিটা আসলেই ভালো হইছে :!> :!>
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
মামুন রশিদ বলেছেন: কার ঘাড়ে কয়টা মাথা ??
মন্ত্রীর ছবিকে খারাপ বলবে এমন লোক দ্যাশে নাই
১৮| ০১ লা জুলাই, ২০১৩ ভোর ৪:০৭
বাংলাদেশী দালাল বলেছেন:
দারুণ কাজ করেছেন। +++
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
মামুন রশিদ বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ
১৯| ০১ লা জুলাই, ২০১৩ ভোর ৪:১৭
*কুনোব্যাঙ* বলেছেন: অবশ্যই প্রিয়তে
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
মামুন রশিদ বলেছেন: কুনোব্যাঙের শোকেসে জায়গা পাইলে আর কি লাগে
২০| ০১ লা জুলাই, ২০১৩ ভোর ৪:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
সোজা প্রিয়তে
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন
২১| ০১ লা জুলাই, ২০১৩ ভোর ৪:৫৫
কাজী মামুনহোসেন বলেছেন: +++++++++++
মোঃমোজাম হক বলেছেন: একটি সুন্দর কাজ।সময় করে সব পড়তে হবে।
ছবিটা অসাধারন হয়েছে।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
মামুন রশিদ বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ মামুন ।
একদিন ফোন দিয়েছিলাম, পাইনি ।
২২| ০১ লা জুলাই, ২০১৩ ভোর ৫:০৫
রমিত বলেছেন: একটি সুন্দর কাজ!
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ রমিত ।
ভালো থাকবেন ।
২৩| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৪
শ্যাম সুব্রত বলেছেন: পিডিএফ এ চাই
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
মামুন রশিদ বলেছেন: আশাকরি খুব তাড়াতাড়ি পিডিএফ ভার্সন পাব ।
পিডিএফ আসলে সাথে সাথে আপডেট করে দিব
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:১৪
মামুন রশিদ বলেছেন: ব্লগার আমিনুর রহমানের সৌজন্যে পিডিএফ ভার্সন পোস্টে দেয়া হয়েছে ।
২৪| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:০০
তুষার আহাসান বলেছেন: পোস্ট প্রিয়তে।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ তুষার আহাসান
২৫| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:০৪
মায়াবী ছায়া বলেছেন: এবারের সংকলনের Pdf file কবে পাবো...?
পোস্টে অনেক অনেক ভাল লাগা ।।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মায়াবী ছায়া ।
পিডিএফ আসার সাথে সাথে পোস্টে আপডেট দিব ।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:১৬
মামুন রশিদ বলেছেন: ব্লগার আমিনুর রহমানের সৌজন্যে পিডিএফ ভার্সন পোস্টে দেয়া হয়েছে ।
২৬| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:১১
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++ ভ্রাতা
শুভ সকাল
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা ।
ভালো থাকবেন
২৭| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৯
অপর্ণা মম্ময় বলেছেন: সুপ্রভাত।
আমি যে ব্লগারের নাম বলতে চেয়েছিলাম উপরে হাসান মাহাবুব ভাই বলে দিয়েছেন। ইসহাক খান এর গল্প বা তার লেখার হাত ভালো লাগে। যদিও উনি অন্যের ব্লগে কমেন্ট কম করেন তবুও বলব উনার লেখা পড়ে মুগ্ধ হই। আমি উনার যে গল্পটা প্রিয়তে নিয়েছিলাম তার নামা -
একজন বিরক্ত মানুষ
মূল পোস্টের সাথে এই গল্পটা এড করলে খুশী হবো।
আর সারা মাসের ভালো ভালো গল্প বেছে এভাবে শ্রম সাধ্য পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ মামুন ভাই আপনাদের টিমকে
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ অপর্ণা
ইসহাক খান নিঃসন্দেহে ভালো লিখেন । উনার গল্পগুলো খুঁজে খুঁজে আমিই বের করেছিলাম । গত সংকলনেও উনার গল্পের লিংক দিয়েছিলাম । এই মাসে উনার ব্লগে যাওয়া হয়নি । দেখি, নেক্সট আপডেটেই দিয়ে দিব ।
আসলে কমিউনিটি ব্লগের নিয়মই হলো পরষ্পরের ব্লগ-বাড়িতে যাওয়া আসা । কিন্তু ইসহাক খান কে কখনো অন্যের ব্লগে যেতে দেখিনি । এ নিয়ে হাসান মাহবুব ভাই উনার ব্লগে গিয়ে একবার প্রশ্নও তুলেছিলেন । যাই হোক, এটা কোন বিষয় না । গল্প-সংকলনে ভালো গল্প পেলেই আমরা যোগ করে দেই, কে লিখেছেন এটা কখনো দেখা হয় না ।
ভালো থাকবেন অপর্ণা । শুভকামনা সতত ।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:১৭
মামুন রশিদ বলেছেন: ইসহাক খান এর গল্প পোস্টে আপডেট করে দেয়া হয়েছে ।
২৮| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার এই মাসে প্রচুর পোস্ট দেয়া হয়েছে। মানের দিক থেকে বিবেচনা করলে কোন পোস্টই ভাল হয়নি। যাচ্ছে তাই অবস্থা যা আমার ধাঁচের সাথে কিংবা লেখার কোয়ালিটির সাথে আমি নিজেই মেলাতে পারিনা। তবু এই অখাদ্য গল্প দুটি স্থান দিয়ে আমাকে যে লজ্জায় ফেলেছেন সেটার জন্য কিছু বলার ভাষা নেই। তবে এই মাসে চেষ্টা থাকবে আমার স্বভাবসুলভ জীবনে ফিরে যাওয়া।
আমার নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা থাকবে। আমি হারিয়ে গিয়েছি। দোয়া করবেন যেন আমার অতীত স্বত্বা ফিরে পাই।
পোস্ট প্রিয়তে অবশ্যই।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
মামুন রশিদ বলেছেন: সামহোয়্যারইন গল্প-সংকলনের জন্য গল্প পছন্দ করা হয় ভালো লাগার জায়গা থেকে । আপনার দুইটা গল্প আমাদের টীমের পছন্দ হয়েছে, তাই এখানে এসেছে । সো এটা নিয়ে ভাবাভাবি করার কোন প্রয়োজন নেই ।
এটা হতে পারে এই সময়ে আপনি কোন বাহ্যিক বা গুহ্য কোন অস্থিরতার মাঝে আছেন । আর এর প্রভাব আপনার লেখায় কিছুটা পড়তে পারে । তবে আমি ব্যক্তিগতভাবে আপনার কোন খারাপ পোস্ট দেখিনি । অথবা আরো ভালো করার প্রেরণা থেকেও আপনার এমন বোধ হতে পারে ।
যাই হোক, কান্ডারী ভাইয়ের জন্য সব সময় আমার হৃদয়ের অন্তস্থল থেকে শুভ কামনা থাকে । ভবিষ্যতেও তাই থাকবে বলেই মনে করি ।
অনেক অনেক ভালো থাকবেন । শুভকামনা নিরন্তর
২৯| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:১৫
হুমায়ুন তোরাব বলেছেন: ভাই এটা পড়ে দেখেন । ইনশাল্লাহ ভালো লাগবে
গল্প- চৈত্রের শেষ রাত্রি ।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
মামুন রশিদ বলেছেন: লিংক দিয়ে সহযোগীতার জন্য অনেক ধন্যবাদ হুমায়ুন তোরাব ।
পড়ব এবং খুব শীঘ্র আপডেট দিতে চেষ্টা করবো
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:১৮
মামুন রশিদ বলেছেন: আপনার গল্প পোস্টে আপডেট করে দেয়া হয়েছে
৩০| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:০১
হাসান মুহিব বলেছেন: স্টিকি করা হউক
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মুহিব ।
:!> :#>
৩১| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:২২
সায়েম মুন বলেছেন: সুন্দর একটা সংকলন। কোন গল্প বাদ বাকী থাকলে এখান থেকে পড়া যাবে। অনেক কষ্টকর একটা কাজ। আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম মুন ভাই ।
আপনার দেয়া উৎসাহ আমাদের অনুপ্রেরণা হয়ে কাজ করবে ।
ভালো থাকবেন
৩২| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:২০
~মাইনাচ~ বলেছেন: চমৎকার একটি কাজ মামুন ভাই।
মাইনাচ
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০০
মামুন রশিদ বলেছেন: যাক, এবার শেষ পর্যন্ত ~মাইনাচ~ এর কাছ থেকে মাইনাচ পেলাম ।
৩৩| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:৩২
সোহাগ সকাল বলেছেন: আপনাদের এই কষ্টসাধ্য কাজের জন্যই আমরা বুঝতে পারি, ব্লগের প্রতি মানুষের কতটা ভালোবাসা থাকতে পারে। ব্লগের প্রতি তীব্র ভালোবাসা না থাকলে এইসব কাজ সম্ভব নয়। আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই। আমার একটা গল্প দেখতে পেয়ে ভালো লাগছে।
ভালো থাকবেন অনেক।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সোহাগ সকাল
ভালো থাকবেন । শুভ কামনা নিরন্তর ।
৩৪| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৭
টুম্পা মনি বলেছেন: ++++
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৩৫| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: মাইনাচ~ বলেছেন: চমৎকার একটি কাজ মামুন ভাই।
মাইনাচ
+++
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
মামুন রশিদ বলেছেন: এইডা হপে না ।
এইডা ~মাইনাচ~ থেকে মাইনাচ চুরি
৩৬| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:০৩
ডি মুন বলেছেন: ধন্যবাদ +++++++
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ডি মুন
৩৭| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:০৪
~মাইনাচ~ বলেছেন: স্বপ্নবাজ অভি মিয়া এসব কোনা চোখ মারা ঠিক না
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
মামুন রশিদ বলেছেন: এক দম ঠিক না..
আমিও বকে দিয়েছি
৩৮| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:৫৬
তন্ময় ফেরদৌস বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তন্ময় ভাই ।
৩৯| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮
অনাহূত বলেছেন:
এই শুভ উদ্যোগ চলুক সব সময়। +++
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ অনাহূত ।
আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, আশা রাখছি ।
৪০| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মাহমুদ০০৭ বলেছেন: অনেক কষ্ট করছেন মামুন ভাই ।
আপনার সংকলনটি অনেকের জন্য অনুপ্রেরনার উৎস হিসেবে কাজ করবে ।
এমন পরিশ্রম সাধ্য কাজের জন্য আন্তরিক শুভাশিস রইল ।
সংকলনে আমার গল্প আছে দেখে ভাল লাগছে ।
আমার পক্ষ হতে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি । আর ভাই , ইসহাক খানের গল্প সঙ্কলনে জায়গা পেলে ভাল লাগত । উনি খুব ভাল লিখেন ।
অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি । ভাল থাকবেন প্রিয় মামুন ভাই ।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ।
ব্লগার 'আরজুপনি' আপু 'আশা জাগানিয়া' নামে একটা মাসিক সংকলন সিরিজ করতেন । ঐ সংকলনে যখনই আমার কোন পোস্ট জায়গা পেত, আনন্দে আত্মহারা হয়ে যেতাম । তাই আমি সংকলন পোস্টের অনুপ্রেরণা কিছুটা হলেও অনুধাবন করতে পারি ।
আপনি ভালো লিখেন । আপনার প্রচেষ্টা অব্যাহত থাকুক ।
শুভ কামনা নিরন্তর
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:২০
মামুন রশিদ বলেছেন: ইসহাক খান এর গল্প পোস্টে আপডেট করে দেয়া হয়েছে ।
৪১| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
স্বপ্নবাজ অভি বলেছেন:
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:২২
মামুন রশিদ বলেছেন: না না, ঠিক আছে । আর কান্দে না
৪২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:২৪
এরিস বলেছেন: মামুন ভাই, সবসময়কার আন্তরিক চেষ্টা থাকবে আপনার এই সুন্দর উদ্যোগে লিখে হলেও কিছুটা অংশীদার থাকার। নিজের নাম দেখে খুব উৎসাহ পাই। আর অনেকগুলো গল্পের মধ্যে যখন দেখি যে এর বেশিরভাগই আমি আগে পড়েছি, ভালোলাগাটুকু আরও অনেক অনেক বেশিগুণ বাড়ে।
ইসহাক ভাইয়ের কথা বলতাম। অনেকেই এর আগে বলে ফেলেছেন। আসলে উনাকে অন্যদের ব্লগে খুব একটা দেখা যায়না বললেই চলে। তবে আমার দেখামতে ব্লগে ভিন্নধর্মী লেখকের মধ্যে তাকে নিঃসন্দেহে প্রথম সারিতে রাখা যায়। আর নিজস্ব প্যাটার্ন ধরে রেখে তিনি লিখে যান।
উৎসাহের এই চমৎকার প্রচেষ্টায় শ্রদ্ধার্ঘ।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ এরিস । সংকলনের কাজটা আমরা কয়েকজন করলেও মানসিক ভাবে সব গল্পকারকেই সাথে পাই । আর এই বোধটাই আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যায় । এই গল্প-সংকলন সামহোয়্যারইন ব্লগের সব গল্পকারের । তাই সংকলন নিয়ে যেকোন মত বা চিন্তার সাথে আমরা যূথবদ্ধ হতে চাই ।
আমি জানি জুন মাসে আপনি একটু ব্যস্ত ছিলেন, জুলাই মাসে আমরা চাইব আপনি সেটা পুষিয়ে দিবেন ।
ইসহাক খান এর গল্প সংকলনে সংযোজিত হয়েছে ।
ভালো থাকবেন এরিস । শুভকামনা নিরন্তর ।
৪৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:২৫
এরিস বলেছেন: ওহ, প্রিয়তে নিয়ে গেলাম।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৩
মামুন রশিদ বলেছেন:
৪৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৩৮
আমিনুর রহমান বলেছেন:
পিডিএফ ভার্সন
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৬
মামুন রশিদ বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতায় বাঁধলেন আমিনুর রহমান । সব সময় আপনাকে কাছে পাই ।
পিডিএফ ভার্সন পোস্টে আপডেট করে দিয়েছি
৪৫| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৪২
আমিনুর রহমান বলেছেন:
উপরের লিঙ্কটা কাজ করছে না কেন যেন তাই আবার দিলাম
পিডিএফ ভার্সন
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৯
মামুন রশিদ বলেছেন:
৪৬| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৪৪
আমিনুর রহমান বলেছেন:
https://www.dropbox.com/s/ieiwa63te5ttzq1/Samu June'13.pdf
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৭
মামুন রশিদ বলেছেন:
৪৭| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৭
মাগুর বলেছেন: বরাবরের মতোই প্রিয়তে রাইখা দিলাম
ধইন্যা নিয়েন গো মামুন ভাই
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৪০
মামুন রশিদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মাগুর
৪৮| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:২২
একজন আরমান বলেছেন:
সোজা প্রিয়তে।
ইয়ে মানে আমার নাম দেইখা একটু শরম লাগতাছে। :!> :!> :#>
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৪৩
মামুন রশিদ বলেছেন: একটু আধটু শরমের অভ্যাস থাকা ভালো । শাশুড়িরা নতুন জামাই এর এই গুন টা খুব পছন্দ করে ।
৪৯| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৫২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
একটা পড়েছি
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৪৫
মামুন রশিদ বলেছেন: আরে ব্বাস !! শুরু করতে পারাই তো শেষের ধাপে পৌছার মেইন স্টেপ !!
শুভকামনা স্বর্ণা । ভালো থাকবেন
৫০| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:২৮
কয়েস সামী বলেছেন: গুড জব। ভাল থাকুন আপনারা।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৪৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ কয়েস সামী ।
ভালো থাকবেন
৫১| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৪১
দায়িত্ববান নাগরিক বলেছেন: শুরুর ছবিটা দারুন লাগল ! রিমঝিম জুন ১৩ ! সুন্দর নাম দিয়েছেন মামুন ভাই ! ক্রিয়েটিভ !
চেষ্টা করব বেছে কিছু পড়ার !
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫
মামুন রশিদ বলেছেন: ছবিটা আসলেই খুব সুন্দর । এটা তৈরি করেছেন ব্লগার মাননীয় মন্ত্রী মহোদয় । আর রিমঝিম জুন'১৩ নামটা আমিই দিয়েছি ।
অনেক ধন্যবাদ দানা ভাই । আপনার দেয়া উৎসাহ আমাদের অনুপ্রেরণা ।
৫২| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১২
আমিনুর রহমান বলেছেন:
পিডিএফ ভার্সনের লিঙ্কতো কাজ করে দেখছি
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৪৬
মামুন রশিদ বলেছেন:
সম্ভব হলে পৃষ্ঠা নাম্বার যোগ করে দিবেন ।
৫৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:১৪
সাদরিল বলেছেন: য়ামার গবেষণার কথা উল্লেখ করায় সম্মানিত বোধ করলাম।ব্লগে সাহিত্য চর্চা প্রচুল হলেও ক্যাচল পোস্টের তুলনায় সাহিত্য পোস্টের পাঠক তুলনামূলক কম যা দুঃখজনক।আশা করি আপনাদের এই উদ্যগ সামুর পাঠকদের সাহিত্যের প্রতি আরো আগ্রহী করে তুলবে।শুভ কামনা রইলো
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৫০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সাদরিল । আপনার গবেষণা নিঃসন্দেহে ইউনিক । ভবিষ্যতে অনেকেই ব্লগের সামাজিক/রাজনৈতিক প্রভাব নিয়ে গবেষণা করবেন, তখন আপনার গবেষণা পত্র বেসিক রেফারেন্স হিসেবে কাজ করবে ।
ভালো থাকবেন সব সময় । শুভকামনা নিরন্তর ।
৫৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:২২
আরমিন বলেছেন: বাহ, চমৎকার উদ্যোগ ! আমারও তো গল্প লিখতে ইচ্ছে করছে এখন!
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৫২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আরমিন২৯ ।
আপনি এমনিতেই ভালো লিখেন । এ মাস থেকে গল্প লিখা শুরু করে দেন ।
৫৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৫
~মাইনাচ~ বলেছেন: আমিনুর রহমান ভাই পরের বার পিডিএফ করার সময় পৃষ্ঠা নাম্বারটাও দিতে চেষ্টা করবেন। আরো সুন্দর দেখাবে।
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৫৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ~মাইনাচ~
'আমিনুর রহমান' এর দৃষ্টি আকর্ষণ করছি ।
৫৬| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৪
হাসান মুহিব বলেছেন: মামুন ভাই; কবিতা সংকলন কবে দিবেন //
ওয়ান্টিং মাই মাইন্ড সফটলি
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৫৮
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মুহিব । আমি কবিতা লিখতে পারি না ।
ব্লগার 'একজন আরমান' প্রতি মাসে কবিতা সংকলন প্রকাশ করেন । 'একটি কাব্যিক ভ্রমন: সামহোয়্যারইন কবিতা সংকলন জুন'১৩' শীঘ্রই আসবে বলে আশা রাখছি ।
৫৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৮
একজন আরমান বলেছেন:
ইসস কি যে বলেন বউয়ের খবর নাই আর শাশুড়ি ! ! !
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০২
মামুন রশিদ বলেছেন: নিজেকে এখন থেকেই উপযুক্ত হিসাবে গড়ে তুলতে হবে । শুধু বউয়ের কাছেই প্রিয় হলেই হবে না, শাশুড়ীর কাছেও 'প্রিয় জামাই' হিসাবে নিজেকে প্রমান করতে হবে ।
৫৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪১
নাজিম-উদ-দৌলা বলেছেন: অসংখ্য ব্লগার ব্লগিং করে চলেছেন সামুতে। সারাদিন কত পোস্ট আসে যায়! সব গুলোতে খেয়াল রাখা প্রায় অসম্ভব একটা কাজ। তেমনই একটা কাজ করে চলেছেন আপনারা। এজন্য ধন্যবাদ আর সাথে শুভকামনা রইল। আমিনুর রহমান ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি কষ্ট করে সংকলনের একটা পিডিএফ ভার্সন তৈরির জন্য।
অনেক নামের ভিড়ে নিজের নামটাও আছে দেখে ভাল লাগছে। সত্যের বীজের পেছনে আমার প্রচুর পরিশ্রম গেছে।
লিস্টের শেষের দিকে বেশ কয়েকটা লেখা পড়া হয়নি। পড়ে ফেলব।
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১৬
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নাজিম-উদ-দৌলা ।
আমরা চেষ্টা করছি । কিন্তু সামুতে প্রতিদিন এত বেশি পোস্ট আসে, সেখান থেকে প্রতিটা গল্প আমাদের পড়া সম্ভব হয়ে উঠেনা । অফিস/ফ্যামিলি'র ব্যস্ততা সেড়েই তবে এই কাজ করতে হয় । তাই এটাকে এগিয়ে নিয়ে যাওয়া সত্যি কঠিন ।
ব্লগার 'আমিনুর রহমান' এর প্রতি অশেষ কৃতজ্ঞতা । শুধু পিডিএফ ভার্সনই নয়, গল্প-সংকলনের ব্যাপারেও আমিনুর সারা মাস খোজ খবর নেয়, উৎসাহ দিয়ে যায় ।
'সত্যের বীজ' অনন্য, অসাধারন একটা গল্প । ডিকোডিং টার্ম গুলো বুঝতে নিশ্চয়ই অনেক পড়াশোনা করতে হয়েছে । তবে পরিশ্রম বৃথা যায় নি, গল্পের পাঠক প্রতিক্রিয়া তাই রিফ্লেক্ট করে ।
৫৯| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২
অদৃশ্য বলেছেন:
___ দারুন ___
শুভকামনা...
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা নিরন্তর ।
৬০| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:০৪
নীল-দর্পণ বলেছেন: সুন্দর কিছু লেখা পড়া হয় এরকম পোষ্টের জন্যে +
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।
৬১| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৩
আমিনুর রহমান বলেছেন:
ভুল হয়ে গেছিলো
এইবার দেখেন ঠিক করে দিয়েছি তবে পৃষ্ঠা নাম্বার ইংরেজী সংখ্যায় হয়েছে ... আগামীতে আরো সুন্দর করে একদম বই এর মতো করে দিবো ...
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর রহমান ।
আপনি যে টেকি এক্সপার্ট, এইটা মনেই থাকে না
৬২| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক কষ্ট করেছেন ভাইয়া এই পোষ্টের জন্য
+++++++++++++++
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
৬৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর উদ্যুগ
নিরন্তর শুভকামনা
৬৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:১৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্দু ।
৬৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৫৭
~মাইনাচ~ বলেছেন: এটাও কিন্তু নিতে পারতেন।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৩৯
মামুন রশিদ বলেছেন: আমি খুব দুঃখিত, এই কষ্টের কথাটা আমাকে বলতেই হবে । মাক্স ভাইয়ের 'অক্ষরভুলিকা' আর 'সোনাবীজ; অথবা ধুলোবালিছাই' এর 'বুবুদের কথা ও গতানুগতিক দুঃখ বেদনা' এই দুটি লেখা আমার বিবেচনায় জুন মাসের সেরা লেখাগুলোর মধ্যে অন্যতম । একেতো দুজনেই আমার অসম্ভব প্রিয়, তার উপর লেখা দুটি এতটাই হৃদয় ছোঁয়া ছিলো যে মন-প্রাণ ঢেলে তাদের লেখায় কমেন্ট করেছি । ঐ দুটো পোস্টে আমার কমেন্ট দেখলেই আমার কথার সত্যতা বুঝতে পারবেন ।
কিন্তু মুশকিল হয়ে গেলো গল্প-সংকলনের জন্য লেখা সিলেকশনের সময় । আমরা আগেই ঠিক করেছিলাম পর্ব করে লেখা কোন গল্প আমরা নিব না, কারন এতে একই গল্পের প্রতি মাসেই পূনরাবৃত্তি ঘটতে পারে । আর এই কারনেই আমি ব্যক্তিগত ভাবে 'মাক্সিয়' স্টাইলের লেখার দারুন ভক্ত হলেও প্রিয় মাক্স ভাইয়ের গল্পটি সংকলনে নিব কি না, এ ব্যাপারে কনফিউজ হয়ে যাই । 'অক্ষরভুলিকা' পূর্ণ গল্প নয়, একটা গল্পের প্রথম পর্ব । যদিও জানি মাক্স বেশিরভাগ সময়ই পরের পর্বগুলো আর শেষ করেন না । তবুও এই মাসের গল্প-সংকলন করার সময় আমি সবচেয়ে বেশি ভেবেছি এটা নিয়ে, আর গল্পটি সংকলনে না দিতে পেরে আমিই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি ।
একই ভাবে দুর্দান্ত ভালো একটা লেখা হওয়ার পরেও 'বুবুদের কথা ও গতানুগতিক দুঃখবেদনা' কোন গল্প নয়, ব্যক্তিগত স্মৃতিচারন । এই লেখাটিকেও সংকলনে স্থান দিতে না পেরে খুব কষ্ট পেয়েছিলাম ।
তবে এখন আপনার সাপোর্ট পেয়ে আমার সব দ্বিধা সব কনফিউশ কেটে গেছে । অবশ্যই গল্প দুটি সংকলনে যাবে । বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ । আর একই সাথে লেখা দুটি সংকলনে দেরিতে যাওয়ার জন্য প্রিয় 'মাক্স' স্যার আর প্রিয় কবি 'সোনাবীজ; অথবা ধুলোবালিছাই' এর নিকট দুঃখ প্রকাশ করছি ।
৬৬| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: উদ্যোগটা যে চালিয়ে যাবেন ভাবি নাই। খুব সুন্দর উদ্যোগ!!
অসংখ্য কৃতজ্ঞতা রইলো!!!
আমার দুটো গল্প দেখে সামান্য ভিড়মি খেয়েছিলাম। :!> :#>
০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
মামুন রশিদ বলেছেন: হাঃহাঃহাঃ, দেখা যাক কত দিন চালানো যায় ।
গত মাসে আপনার তিনটি গল্পই অসাধারণ হয়েছে আপু । কোন কারন ছাড়াই একটা কমিয়ে দিয়েছি । সামনে আপনার দারুন কিছু গল্প পড়ার অপেক্ষায় আছি ।
৬৭| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৫
হাসি .. বলেছেন: হুম এরকমি একটা পোষ্ট খুজছিলাম।
প্রিয়তে
+++
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
ভালো থাকবেন ।
৬৮| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫
তাসজিদ বলেছেন: would you try this one:
click this link
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৩
মামুন রশিদ বলেছেন: লিংক দিয়ে সহযোগীতার জন্য অনেক ধন্যবাদ তাসজিদ ।
গল্পের লিংক সংকলনে আপডেট করে দিয়েছি ।
৬৯| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ পোস্ট । হলুদ তারা ।
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ তিতির আপু ।
বুঝিয়া পাইলাম
৭০| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪১
সকাল রয় বলেছেন:
দারুন কাজ
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৬
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সকাল রয় ।
ভালো থাকবেন । শুভ কামনা ।
৭১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:১২
না পারভীন বলেছেন: আমি এই পোস্ট ৬ দিন পরে দেখলাম । ৩০ নম্বরে আমার লেখা দেখে তাস্কিত । :#>
তবে অসাধারণ এক গল্প বাদ পড়ছে ।যা জুন মাসে সর্বোচ্চ পঠিত গল্প । ১০৭১ বার । ৪৭ টি লাইক পাওয়া । গল্প সংকলনে ১ নং হওয়ার কথা । এখন নিচে লিংক যোগ করলে কি আর হবে ? মোরাল ছোটগল্প-"ফাউ"
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৫
মামুন রশিদ বলেছেন: ব্লগার খেয়াঘাট এত ভালু লিখে কেনু, তাই তার সাথে আড়ি । আর এজন্যই তার সবচেয়ে হীট গল্পটাকে সংকলনে জায়গা দিই নি
কিন্তু 'খেয়াঘাট' এর সাথে আড়ি আর রাখতে পারলাম কই !! উনার ভক্তবৃন্দের চাপে আড়ি ভাঙ্গতেই হলো
দিয়েছি ! দিয়েছি !! আপনাদের জন্য কারো সাথে ঠিকমত শত্রুতাও করতে পারি না
৭২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:২২
না পারভীন বলেছেন: আবার এলাম , ব্লগার খেয়া ঘাট উ গল্প টি ২নং বেশি পঠিত । ১ নং বেশি পঠিত
নিখিল বাংলাদেশ সাইকো সমিতি । --হাসান মাহবুব । ২ টি গল্প ই পড়া । ভাল লাগার একটি গল্প এখানে নাই ।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৬
মামুন রশিদ বলেছেন:
৭৩| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৪
আমিনুর রহমান বলেছেন:
@ না পারভীন
যারা দেরি করে পোষ্ট দেখে তাদের জন্য মাইর হবে কিন্তু সাউন্ড হপে না
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৯
মামুন রশিদ বলেছেন: ছিঃ আপু কে এসব কি বলছেন
(সাউন্ড ছাড়া মাইর হয় কেমনে
)
কা-ভা কে মাইনাচ ।
৭৪| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০০
মনিরা সুলতানা বলেছেন: আমিও আসলাম দেখলাম ,তবে অনেক দেরীতে মাস ফুরাবার পর , না পারভিন এর সাথে একমত ...
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪১
মামুন রশিদ বলেছেন: আসলেন দেখলেন, এবার জয় করে নেয়ার পালা
কেমন আছেন আপু ?
৭৫| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৬
না পারভীন বলেছেন: @ আমিনুর রহমান , আপ্নে ভাই এটা কি পিডিএফ ভার্সন করলেন , দেখে চোক্ষে পানি এসেছে । :-< কেমন ছাপা বই এর মত । আপনার এই কাজ ধন্যা দিয়া ছোট করবনা ।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪২
মামুন রশিদ বলেছেন: :-<
৭৬| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩১
আমিনুর রহমান বলেছেন:
ভুলে বইয়ের দাম লিখতে ভুলে গেছিলাম
যাক এবারের জন্য ফ্রিতেই দিলাম আগামীতে কিন্তু কোন ফাও চলবে না কইলাম। @না পারভীন ও যারা পিডিএফ ডাউনলোড করেছেন
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৪
মামুন রশিদ বলেছেন: আপনার কি মনে হয়, আপনাকে আমরা দাম কম দিই
তাহলে শুধু শুধু দরদামের কথা আসছে কেন ??
৭৭| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২০
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: খুব ই ভাল উদ্যোগ। কন্টিনিয় করে যাচ্ছেন দেখে ভাল লাগল।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ।
৭৮| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪
জালিস মাহমুদ বলেছেন: ভালো কাজ
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৭৯| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৫
আমি তুমি আমরা বলেছেন: ভাল প্রচেষ্টা। শুভকামনা রইল
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৮
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ
৮০| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ইসসরে, , কই যে ছিলাম?গ্রামের বাড়ি বেড়াইতে গেছিলাম , ১৫ দিনের জন্য।নেট কানেকশন নাই।ব্লগও নাই
আমিনুর ভাইরে অসংখ্য ধইন্না।পিডিএফ ভার্শনের জন্যে।
আপনাকেও অন্নেক অন্নেক ধন্যবাদ, এই অসাধারণ কাজটি চালিয়ে যাওয়ার জন্য।এগিয়ে চলুন , আমরা আছি আপনার সাথে।
০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫
মামুন রশিদ বলেছেন: আপনাকে অনেক মিস করেছি ভাই । অনেকেই পিডিএফ ভার্সন চাইছিলেন, তাই আমিনুর রহমান এগিয়ে এসেছেন ।
ভালো থাকবেন । শুভকামনা নিরন্তর ।
৮১| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
আমিনুর রহমান বলেছেন:
মুহম্মদ ফজলুল করিম ভাই আপনাকে মিস করছিলাম। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৬
মামুন রশিদ বলেছেন: @মুহম্মদ ফজলুল করিম ।
৮২| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমিনুর রহমান ভাই, আপনার পিডিএফটা আসলেই অসাধারণ হয়েছে।আমি যেটা বানিয়েছি তার চাইতে ১০০গুন বেশি।আপনাদের মতো ব্লগাররা আছে দেখেই, ব্লগ আজ ...
অনেক শুভকামনা রইলঃ)
১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ফজলুল করিম ভাই ।
@আমিনুর রহমান ।
৮৩| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: চমত্কার পোস্ট ভাইয়া, অনেক গুলো প্লাস।
১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
৮৪| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
আমি বাঁধনহারা বলেছেন:
খুব সুন্দর উদ্যোগ।শুভ হোক নতুন পথচলা....।নিরন্তর শুভ কামনা রইল....।
+++++++++++++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!!
১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৩
মামুন রশিদ বলেছেন: প্রিয় কবি বাঁধনহারা ব্লগে ফিরে আসায় খুশি হলাম ।
ভালো থাকবেন । শুভ কামনা
৮৫| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪২
আমিনুর রহমান বলেছেন:
ফজলুল করিম ভাই অনেক ধন্যবাদ। তবে ভাই একটু বেশীই প্রশংসা করে ফেলেছেন।
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২
মামুন রশিদ বলেছেন: না না ঠিক আছে । পিডিএফ ভার্সন আসলেই চমৎকার হইছে ।
৮৬| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্টে মুগ্ধতা (এবং প্লাস) রেখে গেলাম।
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর শন্কু ।
৮৭| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৮
নাছির84 বলেছেন: এক সঙ্গে অনেকগুলো গল্প পেয়ে গেলাম। মুগ্ধতা..... প্রিয়তে।
১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ নাছির84
ভালো থাকবেন ।
৮৮| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩
প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক শ্রমসাধ্য পোস্ট । +
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৮৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:১৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সংকলকদের ধন্যবাদ জানিয়ে যাই।
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩
মামুন রশিদ বলেছেন:
৯০| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: নোমান নমি'র চিঠি কবিতা বদল! পড়লাম। শুধু ভালো না। অদ্ভুদ ভালো লাগলো। সব গুলোই পড়বো। আস্তে আস্তে।
সত্যি কথা কি আমার না এখন একটা গল্প লিখতে মনে চাইছে। কিন্তু মাথায় কোনো প্লট নেই। ধুর কিছুই হবে না (আমাকে দিয়ে)।
অনেক অনেক সুন্দর কাজ। ভালো লাগলো। আর এইটা যদি প্রতি মাসে হতো । আরো কতো ভালো লাগতো। কিন্তু সময় দেয়া সবার পক্ষে সম্ভব না। এইটার অভাব সবচেয়ে বেশি।
ভালো থাকবেন। সব সময়।
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫
মামুন রশিদ বলেছেন: সজীব ভাই, আপনি এমনিতেই ভাল লিখেন । গল্প লেখা শুরু করে দিন ।
গত মে মাসে শুরু হয়েছে, সংকলনটা প্রতি মাসের ১তারিখে বেরোয় । আগস্ট সংকলন শীঘ্রই আসবে, আমন্ত্রণ রইলো ।
ভালো থাকবেন । শুভকামনা ।
৯১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: একটাই জিজ্ঞাসা কেমনে পারেন ??
আগেইন অসাধারণ কাজ
আমার মত অলস পাঠকের জন্য আশীর্বাদ স্বরূপ পোষ্ট
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।
এটার পর জুলাই আর আগস্ট সংখ্যাও এসেছে
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:১২
খেয়া ঘাট বলেছেন: আমার মোরাল গল্প "ফাউ" টা কি দোষ করলো।

গল্পটি পড়ে আটলান্টা, সাউথক্যারোলিনা, ভার্জিনিয়ার বেশ কয়েকজন ফাউয়ের চিন্তা পুরোপুরি বিসর্জন দিয়েছেন। যেটা আমার গল্প লিখা জীবনের সর্বোচ্চ অর্জন।
আপনাকে মাইনাস