নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে ।

মামুন রশিদ

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগ...

মামুন রশিদ › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্পঃ বোকা মানুষ ।

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩১







সম্প্রতি ঘটে যাওয়া এক প্রলয়ঙ্করী দুর্ঘটনায় আমার পরিবার পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে । এরকম একটা আঘাত আমাদের উপর আসতে পারে, এটা আমরা কেউ কস্মিনকালেও ভাবিনি । ঘটনার আকস্মিকতায় আমার বউ নির্বাক, হতভম্ব হয়ে গেছে । সাথে এসে যোগ দিয়েছে তার দুই ছোট বোন, তাদের জামাই সহ সপরিবারে । তিন বোন কখনো একসাথে ভূমিকম্পের মত আগ্নেয় লাভা উদগিরণ করে যাচ্ছে, আবার কখনো বিপর্যয় পরবর্তী আফটার শকের মতই কবরের নীরবতা তৈরি করছে । আমার শ্যালিকাদ্বয়ের বরেরাও সেই রকম পত্নী ভক্ত । বউয়ের সাথে সাথে তাল মিলিয়ে সমান তালে চিক্কুনি দেয়, আবার বউরা চুপসে গেলে নিজেরাও গর্তে ঢুকে যায় । কিন্তু এই ঘটনায় আমি বেশ ফুরফুরে আনন্দ পাচ্ছি । রাগতো হচ্ছেইনা, বরং ওদের কান্ডকারখানা দেখে মোচের নীচে শুধু মুচকি হেসেই চলেছি । যদিও ঘটনাটি হাসির নয় মোটেও । ঘটনাটি আমাদের জন্য সত্যিই বিব্রতকর, অনাকাঙ্ক্ষিত । আমার শ্রদ্ধেয় শ্বশুর সাহেব তার প্রিয় ছেলেমেয়েদের অথৈ কান্নার সাগরে ভাসিয়ে দিয়ে দিব্যি আরেকটা বিয়ে করে ফেলেছেন ।



আমার শাশুড়ী মারা যান বছর দশেক আগে, তিন কন্যা আর ছোট একটি ছেলে রেখে । পত্নী বিয়োগে শ্বশুর সাহেব কষ্ট পেলেও ভেঙ্গে পড়েন নি । বাবা-মা যৌথ ভূমিকায় রোল প্লে করে তিন কন্যাকে বড় করে বিয়ে দিয়েছেন । আর ছোট ছেলেটিকে স্টুডেন্ট ভিসায় ইউকে পাঠিয়েছেন বছর খানেক আগে । মেয়েদের বিয়ে আর ছেলে প্রবাসী হওয়ার পর শ্বশুর সাহেব একা হয়ে যান । পঞ্চাশ উত্তীর্ণ শক্ত পোক্ত মানুষটিকে হঠাৎ একাকিত্বের যন্ত্রনায় পেয়ে বসে । মেয়ে তিনটেই তার বাবা অন্তঃপ্রান । সবাই উনাকে নিজের বাসায় রেখে দিতে চায় । কিন্তু শ্বশুর সাহেবের মেয়েদের বাসা ভালো লাগেনা, কেমন যেন হীনমন্যতা আর অস্বস্থিতে ভোগেন । মেয়েরা যত্নআত্বির অভাব না রাখলেও তিনি কারো বাসায়ই বেশীদিন থাকতে চান না । এইবার মাস খানেক নিজের বাড়িতেই ছিলেন, তারপর হটাৎ করেই একদিন আমরা দুঃসংবাদটা পাই ।



আমার বাসায় সপ্তাহ খানেক ধরে থেমে থেমে ভূমিকম্প চলছে ।

বাবা এটা করতে পারলো ??

বাবা এই বয়সে এতটা নীচে নামতে পারলো ??

আমাদের কথা একবারও ভাবলোনা ??



ইত্যাদি ইত্যাদি । সাথে শীত লাগা রাতে শেয়ালের মত দলবেঁধে কান্না সঙ্গীতের আয়োজন, শ্যালিকাদের জামাইরা বায়া তবলা নিয়ে সেই সুর সংহত করে চলেছে সমান তালে । আমার মুচকি হাসিও দিনকে দিন পাংশুটে রুপ নিচ্ছে । আর সহ্য করতে না পেরে সবাইকে একদিন ডাকালাম । বিজ্ঞের মত ভাব নিয়ে ওদের বুঝাতে শুরু করলাম,



-দেখো, যা হবার হয়েছে । বাবাতো আমাদেরই, তাকে তো আর আমরা ফেলে দিতে পারবো না । উনার বিয়ে করার ইচ্ছে থাকলে দশ বছর আগেই তা করতে পারতেন । কিন্তু তা না করে তোমাদের বড় করেছেন, পড়াশোনা করিয়েছেন এবং শেষে ভালো পাত্র দেখে বিয়ে দিয়েছেন । তোমরা যখন উনার পাশে ছিলে তখন কোন সমস্যা ছিল না । এখন এই বয়সে উনার একাকীত্ব ভর করেছে । আমি বলি, তোমরা সবাই বাবার ভুলকে ক্ষমা করে দাও । বাবা তোমাদের সব ভাইবোন কে তার জীবনের চেয়েও বেশী ভালোবাসেন ।



যাক, গত দুদিনে মনে মনে প্র্যাকটিস করে সময় মত ভালোই একটা বক্তৃতা ঝেড়ে দিলাম । বক্তৃতা দেয়ার সময়ই নিজেকে বেশ জ্ঞানী জ্ঞানী লাগছিলো । অফিসে বসের সামনে আর বাসায় বউয়ের সামনে সারাক্ষন তো মুখ কাচুমাচু করেই রাখি । আজকে আমি ডায়াসে বীরদর্পে লেসন দিচ্ছি, সামনে আমার সদা মুখরা বউ সহ পাঁচজন মুখ কাচু মাচু করে বসে আছে । আহা, জীবনে এরকম বিমল আনন্দ আর দুর্লভ সম্মান খুব কমই পেয়েছি । তবে বক্তৃতা দেবার সময় ভয় পাইনি, এটা হলফ করে বলতে পারবো না । বরং আশন্কা হচ্ছিলো, তিন বোন তেড়েমেরে না আমার উপর ঝাঁপিয়ে পড়ে । কিন্তু সব আশন্কা দূর হয়ে গেলো যখন দেখলাম তিন বোনই অপরাধীর মত মাথা নিচু করে বসে আছে আর নীরবে শাড়ির আঁচল দিয়ে চোখ মুচছে । এই দৃশ্য দেখে শ্লাঘা বোধ হচ্ছিলো, আমার জীবনের সবচেয়ে বুদ্ধিমত্তার কাজটি এই মাত্র করতে পেরেছি বলে । আমার বক্তৃতাকালীন সময়ে শ্যালিকা জামাইরা বুঝে উঠতে পারছিলো না আমাকে সাপোর্ট দিবে না কি বিরোধিতা করবে । বারবার অসহায়ের মত তারা তাদের বউদের দিকে তাকিয়ে ছিলো, নিজ নিজ বউয়ের মনোভাব বোঝার জন্য । পরিস্থিতি আমার দিকে অনুকুল দেখে এক পর্যায়ে তাদের মুখেও খোল তবলার বোল বাজতে থাকলো ।



আমার বক্তৃতা সফল হওয়ায় নিজেকে আজ দুনিয়ার সবচেয়ে সমঝদার জ্ঞানী লোক বলেই মনে হচ্ছে । নিজের শ্বশুরের পুনর্বিবাহের ঘটনায় মুচকি হেসে কয়েকবার বউয়ের রক্তচক্ষুর সামনেও পড়েছিলাম । কিন্তু পরিস্থিতি প্রতিকুল থাকায় আমার বউ এই মিচকে হাসির হিসাব নিকাষ ভবিষ্যতের জন্য তুলে রেখেছিলো । আজকের এই সফল বক্তৃতায় আমার মিচকে হাসিটাকে সার্থক করে দিলাম । সারাদিন তাই বুক ফুলিয়ে এ ঘর ও ঘর ঘুরলাম । শালীদের বস্তাপচা কিছু জোক শুনিয়ে কাতুকুতু হাসানোর চেষ্টা করলাম । আর শ্যালিকার জামাইদের সামনে এমনি ভাব নিলাম যেন ছাগ সম্প্রদায়ের সামনে সিংহ পুরুষ !



রাতে বিছানায় ওপাশ হয়ে ঘুমিয়ে পড়া বউয়ের পাশে চুপচাপ শুয়ে আছি । সারাদিন মনের ভেতর বয়ে চলা চিত্তচাঞ্চল্যের রেশ তখনো কিছু পরিমাণে রয়ে গেছে । এর প্রভাবে ঘুম আসতে দেরী হচ্ছিলো, ঘুম ঘুম চোখ নিয়ে এপাশ হয়ে শুয়ে রয়েছি । হঠাৎ বউ ওপাশ থেকে এপাশ হয়ে ঘুরে আমার বুক গলায় হাতড়ে কি যেন খুঁজতে থাকে । আহা, আমি বেশ পুলক অনুভব করতে থাকি । শ্বশুর সাহেব যেদিন থেকে নতুন বিয়ে করে আনন্দ ফুর্তি করে চলেছেন, সেদিন থেকে আমার সংসারে নিরানন্দ এসে ভর করেছে । তাই বউয়ের বুক গলা হাতড়ে বেরানোতে অনেকদিন পর আমার রোমান্টিক অনুভুতি হতে থাকে । আজকের এই সফল বক্তৃতায় আমার সংসারে শুধু শান্তিই আসেনি, পুরানো রোমান্সটাও ফিরে এসেছে । আমিও আমার বউয়ের হাত আলতো করে ছুঁয়ে দিচ্ছি আর নিজের বুদ্ধিমত্তার জন্য নিজেকে ধন্য ধন্য করছি ।



নাক মুখ হাতড়াতে হাতড়াতে বউ মাথার পেছনে থাকা টেবিল ল্যাম্পের সুইচ টাশ করে অন করে দিলো । হটাৎ তীব্র আলোর ঝলকানি চোখে পড়ায় হাত দিয়ে চোখ ঢেকে বিরক্ত হয়ে বললাম, লাইট জ্বালিয়েছো কেন ?? ‘তোমাকে দেখার জন্য’- বলেই আবার টাশ করে লাইটের সুইচ অফ করে দিলো । এত সুন্দর একটা রোমান্টিক বাক্য আমার বউ এমনই শ্লেষাত্মক ভঙ্গিতে উচ্চারণ করলো, আমার কর্ণগুহরে প্রবেশ মাত্রই যেন আত্মারাম খাঁচা ছেঁড়ে পালাতে চাইলো । ভয়ঙ্কর বিপদের গন্ধ টের পেয়ে আমি হিম হয়ে কুঁচকে যেতে থাকি । এই সময়ে আবার লাইট জ্বেলে সে শুয়া থেকে বিছানার উপর উঠে বসলো । তার চোখের রক্তচাহনী দেখে আমিও শুয়া থেকে উঠে গুটিসুটি মেরে বসে করুণ স্বরে জিজ্ঞেস করি, ‘কি হয়েছে ??’



-কি হয়েছে তুমি জানোনা ? বাবার বিয়ের পক্ষে উকালতি করে তুমি কি বুঝাতে চাইছো ?? নিজে আরেকটা বিয়ে করার সব বন্দোবস্ত পাকা করে রাখছো, তাইনা ?? আমি কিছু বুঝিনা মনে করেছো । তোমার মিচকে হাসি দেখেই তোমার ভিতরের মিনমিনে শয়তানিটা ধরতে পেরেছিলাম ।



-আহ কি বলছো এসব । আমি আমি কেন আবার...



-একদম চুপ । একটা কথাও বলবা না । কোন সিন ক্রিয়েট করার চেষ্টা করবা না...



আমতা আমতা করেও কোন কথা বলার সুযোগ না পেয়ে হা করে চোখ বড় করে বউয়ের কথা শুনতে থাকলাম । এর আগে কারো সামনে নিজেকে কখনো এতটা অসহায় এতটা নার্ভাস এতটা বোকা লাগেনি । জীবনের সবচেয়ে বড় বোকামির শাস্তিটা আমি পেতে চলেছি...







মন্তব্য ১০০ টি রেটিং +২৭/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহাহাহাহা ! হায়রে মেয়ে জাতী , সন্দেহই ওদের বেঁচে থাকার একমাত্র ভেলা , আশা নিরাশার নদীতে , নদীতে তরংগ নিয়ে আসতে মেসির মত ড্রিবল দিয়ে ডিফেন্স ভেঙ্গে কিভাবে সন্দেহ করা যায় তা আর বুঝতে বাকী নেই , যা কিছু দেখছি আর আপনাদের গল্প শুনে আমার তো জনি ভাইয়ের জন্য মায়াই লাগছে , বেচারা কি সাধে বিয়ে করতে ভয় পাচ্ছে , আমার ই তো ভয় লাগছে এখন ! বেচারার সিংহ পুরুষ থেকে আবার যে কিসে পরিণত হয়েছে সেটা বুঝতে পারছিনা ! আর হ্যা মামুন ভাই প্রথমেই ছবিটাতে প্লাস ! এমন গল্প আরো লিখবেন তাহলে আমরা আগে থেকেই একটু আধটু ধারণা পাবো , সামনে সাবধান থাকতে পারবো , " তোমার ঠোঁট জোড়া এক টা আরেক টাকে খুব পছন্দ করে! পন্থা অবলম্বনের শিক্ষা নিয়ে গেলাম "
লম্বা ঘুম দিয়ে উঠেই আপনার গল্প চোখে পড়লো , আরেকটু বড় হলে আরো ভালো হতো , পড়তে ভালোই লাগছিল , আজকে গল্প পড়ার মুডে ছিলাম ! ;) ;)
শেষের দিকে টুইষ্ট টা দুর্দান্ত হয়েছে ! ঘুমঘুম চোখে আমাকে হাসানোর জন্য ধন্যবাদ মামুন ভাই

১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:০০

মামুন রশিদ বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ অভি । :)


হায়রে মেয়ে জাতী , সন্দেহই ওদের বেঁচে থাকার একমাত্র ভেলা , আশা নিরাশার নদীতে , নদীতে তরংগ নিয়ে আসতে মেসির মত ড্রিবল দিয়ে ডিফেন্স ভেঙ্গে কিভাবে সন্দেহ করা যায় তা আর বুঝতে বাকী নেই

না না, আমি কোন জাতি নিয়ে কিছু লিখিনি । গল্পে ট্যুইস্টের প্রয়োজনে হয়ত এভাবে লিখতে হয়েছে । কিন্তু এটার সাথে ছেলে বা মেয়ে কোন জাতীরই কোন সম্পর্ক নাই । :P

আর ভালোবেসেই সিংহ পুরুষেরা অন্য প্রজাতীর চরিত্র ধারণ করে, কাউকে ভয় টয় পেয়ে না । সবই ভালোবাসার খেলা ।

খুব সুন্দর কমেন্ট করেছেন । দুর্দান্ত কমেন্টে প্লাস :) :)

২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: টুইস্টটা আসলে ভালা হইছে।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৯

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ ।

৩| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৭

আহমেদ জী এস বলেছেন: মামুন রশিদ,

জম্পেশ একটা গল্প হয়েছে ।
একদম বাস্তব চিত্র এঁকেছেন । "অফিসে বসের সামনে আর বাসায় বউয়ের সামনে সারাক্ষন তো মুখ কাচুমাচু করেই রাখি ।" এর চে' বাস্তব আর কিচ্ছুটি নেই । :)

" আমি কিছু বুঝিনা মনে করেছো " স্ত্রীদের এই ডায়ালগটি যে কী ভিষন বিভীষিকাময় তা আপনি আমি তো কোন ছাড়... স্বয়ং চীফ অব আর্মি ষ্টাফ ও হাড়ে হাড়ে টের পান । :((

আজকে আর শুভেচ্ছা নয় ..... আপনার জন্যে সমবেদনা রইলো :P

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ জী এস ।



গল্প ভালো লাগায় কৃতজ্ঞ । উত্তম পুরুষে লিখেছি, তাই সমবেদনাটুকু গল্প কথকের প্রাপ্য ।

আমার প্রাপ্য শুভেচ্ছা আমাকে ফিরিয়ে দিন :P

৪| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: গল্প দারুন মজার হইছে ! সাথে একটা বাস্তব সত্যও উঠে এসেছে।

তবে এটা ঠিক যখন এরকম বয়সের মানুষরা বিয়ে করেন তাদের অনেক গঞ্জনা সহ্য করতে হয় ! বুড়া বয়সে ভীমরতিতে ধরছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ! কিন্তু সন্তানরা বড় হয়ে যাবার পর বাবা বা মা'কে কতটা সময় দেয় সে কথা কেউ খেয়াল রাখে না ! বাবার বিয়ে যাও বা মেনে নেয় , মায়ের অবস্থাটা যে কি হয় সেটা মা ছাড়া কিংবা ভুক্তভোগী মাত্রই জানেন। এরকম বেশ কিছু ঘটনা দেখেই বললাম।

শুভকামনা রইলো।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৮

মামুন রশিদ বলেছেন: এটা যিনি বিয়ে করছেন এবং তার আত্মীয়স্বজন বিশেষ করে তার সন্তান, দুই পক্ষের জন্যই বিব্রতকর । বুড়ো বয়সে বিয়েটা তাই একটা সামাজিক এবং পারিবারিক সমস্যা ।


যাই হোক, বিষয়টি বাস্তব এবং এখনো এটা আমাদের সমাজে ঘটে চলেছে । দ্বিতীয় বিয়ের সামাজিক পারিবারিক প্রভাব অবশ্যই ব্যাপক, আমি ঐ দিকে না গিয়ে শুধু কিছু মজা করতেই চেয়েছি ।


অনেক ধন্যবাদ অপর্ণা । আমি আসলে দুইটা অনুগল্প লিখেছিলাম পোস্ট দিব বলে । আগের রাতে আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম বেড়াতে আসা ওর শ্বশুরকে দেখার জন্য । ভদ্রলোক দ্বিতীয় বিয়ে করায় উনার সন্তানদের সাথে অনেকদিন যোগাযোগ বন্ধ ছিলো । অনেক বছর পর সম্প্রতি আবার তাদের মধ্যে সম্পর্ক পূণঃপ্রতিষ্টিত হয়েছে । আর তখনই মাথায় এই শয়তানি বুদ্ধিটা আসে, শ্বশুরের বিবাহ নিয়ে একটা মজার গল্প লেখার ।

ভালো থাকবেন :)

৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

জান্নাতুল এন পিয়াল বলেছেন: হায়রে! আপনার চারপাশে সবাই-ই দেখছি বোকার হদ্দ! তাই আপনার জ্ঞানের কেউ প্রকৃত সম্মান করতে পারল না।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪০

মামুন রশিদ বলেছেন: হাহাহা, উল্টো করে দেখলে তাই হয় ।



ধন্যবাদ জান্নাতুল এন পিয়াল :)

৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: হা হা হা চরম হইসে +++++++++ =p~ =p~ =p~ =p~

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪১

মামুন রশিদ বলেছেন: পিলাচের জন্য অনেক ধন্যবাদ ভ্রাতা ।




;) :) :)

৭| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:১২

সায়েম মুন বলেছেন: বুকমার্কড করে রাখলাম। কালকে পড়বো। /:)

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪২

মামুন রশিদ বলেছেন: পড়ে জানাবেন, কেমন লেগেছে..




অনেক ধন্যবাদ :)

৮| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! এতো শুধু গল্প নয়! এটা তো শিক্ষামূলক গল্প :) ;)

এই গল্পের মোরাইল হইল, যে বউ সন্দেহই করেনা, তার স্বামী সুপুরষ নয়। ;) ;)

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৬

মামুন রশিদ বলেছেন: হাহাহা, দারুন শিক্ষামূলক কমেন্ট বাই কা-ভা :) :)



তাইতো, বউ যদি সন্দেহই না করলো তাহলে কিসের পুরুষ মানুষ ;) :P

৯| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: মামুন ভাই প্লিজ আপনার এই গল্পে উৎসর্গপত্র যোগ করেন , আর ওখানে আমাদের হারিয়ে যাওয়া অভিমানী এস আর জনির নাম নিয়ে আসেন ! উনি বিয়ে নিয়ে বিরাট টেনশানে আছেন , বিয়ে করা মাত্রি উনার স্বাধীনতা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মুখোমুখি হবে এই ভয়ে উনি তটস্থ !

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪১

মামুন রশিদ বলেছেন: এস আর জনি'র কপালটাই এমন, যখনই সে বউ দেখতে যায় তখনই নানান বিড়ম্বনা এসে তার সামনে হাজির হয় । বিয়ে নিয়ে এমনিতেই জনি খুব ভয়ের মাঝে আছে । তার উপর এই পোস্ট উৎসর্গ করে এস আর জনি কে আরো ভয় পাইয়ে দেয়া ঠিক হবে না ;) :P


এস আর জনি'র জন্য শুভকামনা । সব অভিমান দুরে ঠেলে আবার জনি ব্লগে ফিরে আসুক ।

১০| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: হাহাহাহা শেষের দিকে এসে বেশ মজা পাইলাম!

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪২

মামুন রশিদ বলেছেন: গপ ভালো লাগায় ধন্যবাদ :)

১১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৫২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হা হা হা সেইরকম ভাবে কট খাইছেন :P

গল্পে প্লাস ।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৫

মামুন রশিদ বলেছেন: কে কট খাইলো :| B:-/ B:-)



আরে মন্ত্রী, কট আমি খাওয়াইছি.. গল্পের কথক'কে ;) B-)


ভালো থাকবেন ।

১২| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১০

সোহাগ সকাল বলেছেন: হাহাহা! মাদবরি ফলাইতে গিয়া ফাইসা গ্যালেন! তবে বৌদের মাথায় সারাক্ষণই সন্দেহ লাফালাফি করার একটা নজীর আছে। বেশি ভালবাসলে বেশি কেয়ার। গল্প পড়ে মজা পেলাম।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৭

মামুন রশিদ বলেছেন: এটা ভাই জীবনের একটা কঠিন শিক্ষা যে সব জায়গায় মাতবরি ফলাতে নেই । বিশেষ করে নিজের বউয়ের আবেগ-ভালোলাগা-মন্দলাগা যেখানে জড়িত :-B :P


ভালো থাকবেন সোহাগ সকাল ।

১৩| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২১

প্রত্যাবর্তন@ বলেছেন: হা হা হা

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৯

মামুন রশিদ বলেছেন: :D :-B B-)

১৪| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০০

হাসান মাহবুব বলেছেন: গল্পটি মজার, একই সাথে ভাবনার খোরাকও আছে। দারুণ লাগলো মামুন ভাই।

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই, সুন্দর মন্তব্যের জন্য ।



:) :) :)

১৫| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২

মেঘরোদ্দুর বলেছেন: সত্যি বলছি মামুন ভাই, আমি গল্পটা পড়ার সময় একটু ঘাবড়ে গিযেছিলাম- বিষয়টা কি!! সামুতে লগইন করাটা যথেষ্ট বিরক্তির। চারদফায় পেরেছি, শুধু এই গল্পটা পড়ার জন্য। শুরু থেকে শেষটা দারুণ মজা লেগেছে। রাত দুপুরে লাইট অন অফ করে বৌয়ের এমন সন্দেহমূলক আচরণ নিঃসন্দেহে বিব্রতকর। সুন্দর করে ফুটিয়ে তুলেছেন বিষয়টা। এখানে শিক্ষামূলক অনেক কিছুই আছে। গল্পাকারে একটা বাস্তব কাহিনী যেনো চোখের সামনেই ভাসছে।

১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:০১

মামুন রশিদ বলেছেন: আপনি কষ্ট করে গল্পটা পড়েছেন, সত্যি খুব ভালো লাগছে আপু । আমি যতটুকু জানি, সামুর লগইন প্রবলেম মোটামুটি সলভ হয়েছে । সামুতে আপনার স্মোথ লগইন কামনা করি ।


গল্পটা বাস্তবে অহরহই ঘটছে । যিনি এই বয়সে পূনর্বিবাহ করেন তার প্রথম পক্ষ এবং নতুন পক্ষের মাঝে ব্যাপক সামাজিক এবং মানসিক প্রভাব পড়ে । বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনার সুন্দর পরিণতি হয় না । অনেক হৃদয়বিদারক ঘটনা আমাদের আশেপাশেই ঘটছে । আমি চেষ্টা করেছি স্যাটেয়ারের মাধ্যমে মজা করে এ বিষয়ে কিছু ইংগিত দিতে ।

ভালো থাকবেন আপু । শুভকামনা সতত ।

১৬| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫

মাক্স বলেছেন: মজার! হাসলাম কিছুক্ষন!

১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:০২

মামুন রশিদ বলেছেন: হাহাহা, স্যারকে কিছুক্ষণ হাসাতে পেরে ভালো লাগছে । :)

১৭| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৮

মহামহোপাধ্যায় বলেছেন: মামুন ভাই, এই জন্মে আর আপনার সৌভাগ্য কামনা করতে পারলাম না। ছোট ভাইয়ের এই অক্ষমতাটা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন =p~ =p~ =p~

বেটার লাক পরের জন্মে ;) ;) ;) ;)

১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৬

মামুন রশিদ বলেছেন: পরের জন্মে আপনার সৌভাগ্য কামনা মিস করতে চাইনা মোটেই । আশাকরি ঐ জন্মে ব্যাচেলর হিসাবেই বাঁচতে পারব । :P


ও হ্যাঁ, পরের জন্মে আপনি আবার আমার সিচুয়েশনে পড়বেন না কিন্ত । তাহলে এরও পরের জন্মের জন্য বেটার লাক উইশ করা ছাড়া উপায় থাকবে না । B-) :#)

১৮| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর গল্প

১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু ।

১৯| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৪

এরিস বলেছেন: এই দৃশ্য দেখে শ্লাঘা বোধ হচ্ছিলো, আমার জীবনের সবচেয়ে বুদ্ধিমত্তার কাজটি এই মাত্র করতে পেরেছি বলে ।

শ্যালিকার জামাইদের সামনে এমনি ভাব নিলাম যেন ছাগ সম্প্রদায়ের সামনে সিংহ পুরুষ !

আমতা আমতা করেও কোন কথা বলার সুযোগ না পেয়ে হা করে চোখ বড় করে বউয়ের কথা শুনতে থাকলাম । এর আগে কারো সামনে নিজেকে কখনো এতটা অসহায় এতটা নার্ভাস এতটা বোকা লাগেনি । জীবনের সবচেয়ে বড় বোকামির শাস্তিটা আমি পেতে চলেছি...

আহা হা হা। সিংহ পুরুষের কি উত্থান পতন!!! :D শেষের লাইনগুলো মজা লেগেছে। বৌ নিয়ে এতো এতো কথা শুনে মাঝে মাঝে কিঞ্চিৎ আফসোস হয় কেন মেয়ে হলাম। ( অবশ্য মেয়ে হয়েও বিবাহের ধারে কাছে আমি নেই, ছেলে হলে কি করতাম, আল্লাহ্‌ই জানেন। :| ) একটা বৌ পেলে পড়াশোনা ছেড়ে বৌয়ের সাইকোলজির উপর পিএইচডি করতাম। B-)


গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত হাসির খোরাক জুগিয়ে গেলেও কিছু মোর‍্যাল ছিল। বৃদ্ধ বয়সে এসে দ্বিতীয় বিয়ে খুব একটা ভালো চোখে কেউ দেখেনা। অন্যদিকে একজন নিঃসঙ্গ মানুষের কষ্ট বুঝবার মানুষ হিসেবেও সেই সমালোচকদের পাওয়া যায় না। আমি নিজের অবস্থান থেকে খুব সমর্থন করি, অন্তত গল্পের বক্তার শ্বশুর যে কাজটি করেছেন, লোক হাসাহাসির জন্যে নেই, সেন্সুয়াল কোন ডিসায়ার থেকেও নয়, শুধুমাত্র একাকীত্ব দূর করতেই দ্বিতীয় বিয়ের কথা ভেবেছেন, এবং করেছেন। সব কাজ শেষে করে পড়ন্ত বেলায় একাকী মনের সঙ্গ দিতে আরেকটি মনের প্রয়োজন। ব্যস্ততার পৃথিবীতে সন্তানের কাছে মা বাবার জন্যে সময় কোথায়? বলবনা সন্তানরা বদলে গেছে, সময়ের দাবি, জীবনের চাহিদাগুলো ওদের বদলে দেয়। একাকিত্বের বেদনা সবার জন্যেই সমান, কি শিশু, কি যুবক, কি বৃদ্ধ।

খুব সুন্দর আদলে গল্পটি করা হয়েছে। বৌয়ের ব্যাপারটা দিয়ে এমনভাবে ঢেকে রেখেছেন যেন বাইরে থেকে দেখে মনে হয় এটি একটি রম্য। হাস্যরসের মধ্য দিয়ে চরম সত্য। অসাধারণ।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় এরিস । মনোযোগী পাঠে কৃতজ্ঞতা জানবেন ।


একটা বৌ পেলে পড়াশোনা ছেড়ে বৌয়ের সাইকোলজির উপর পিএইচডি করতামB-)


হাহাহা, দারুন বলেছেন । বউ নিয়ে যুগে যুগে দেশে দেশে এই সব রহস্যময় মীথ ছড়িয়েছে, বিশেষ করে সাহিত্যে । 'মুখরা রমনী বশীকরণ' এর একটা চমৎকার উদাহরণ হতে পারে । এটা সম্ভবত বউ বা নারী জাতিকে কটাক্ষ করা নয়, এর পেছনে পুরুষ সম্প্রদায়ের আদিম শিকার প্রথাই দায়ী । নীরিহ প্রাণী শিকারে গৌরব নেই, বরং চন্চলা হরিনী বা অদম্য বাইসন শিকারেই তাদের আনন্দ হত বেশী । তাই পুরুষের অবচেতন মন আটপৌরে সাদামাটা নারীর চেয়ে সাপের মত ফোঁসে উঠা মুখরা রমনীকে জয় করে আত্মতৃপ্তিতে ভোগতে চায় । পুরুষ নারীকে ভালোবেসেই তার পায়ে নৈবেদ্য দিয়ে আত্মসমর্পন করতে চায় । অর্থাৎ আমি বলতে চাই, বউয়ের অনুগামী হওয়া স্ত্রৈণতা নয় বরং ভালোবাসার এক অনুপম প্রকাশ । লাখো বছরের বিবর্তনে পুরুষের এই আকুতি বউয়েরা ভালোই অনুধাবন করেছে এবং নিজেদের মাঝে সুনিপুণ ভাবে এই ওদ্ধত্য ধারণ করেছে ।


গল্পের প্লট সিলেকশন ছিল একটা চ্যালেন্জ, স্পর্শকাতর এই বিষয়টা নিয়ে আমরা সাধারণত মুখ খুলতে চাই না । তাই আমাকে মুখরা বউয়ের আদলে একটা স্যাটেয়ারের আশ্রয় নিতে হয়েছে । কথকের নিজেকে পুরুষ সিংহ ভেবে আত্মশ্লাঘায় ভোগা আর শেষে বউয়ের সামনে নিদারুন আত্মসমর্পন কে একটা কৌশল হিসাবেই নিয়েছিলাম, শ্বশুরের বিয়ের মত স্পর্শকাতর বিষয়টিকে আপাত আড়াল করার জন্য । তবু গল্পের মুল ম্যাসেজ অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে এবং কিছুটা হলেও ভাবনার খোরাক জুটিয়েছে দেখে আমিও খুব তৃপ্তি পেয়েছি ।


ভালো থাকবেন এরিস । শুভকামনা সতত । :)



২০| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৮

নাজিম-উদ-দৌলা বলেছেন:
হেহে! যেচে অন্যদের ভাল করতে গেলে নিজের কপালে খারাবী জুটে! গল্প পড়ে মজা পাইছি মামুন ভাই। গলায় হাতড়ে কি খুজছিল? গলা চেপে ধরার মতলব ছিল নাকি? তাহলে তো সর্বনাশ!! B:-)

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫০

মামুন রশিদ বলেছেন: ঠিকই বলেছেন নাজিম ভাই, যেচে অন্যদের ভাল করতে গেলে নিজের কপালে খারাপী জুটে! আর বউয়ের পালস না বুঝে যেচে কারো ভাল করতে গেলে এই রকম পরিণতি অবশ্যম্ভাবী ।


গলা চেপে ধরার মতলব মনে হয় ছিল না । হয়ত লাইটের সূইচ খুঁজতে গিয়ে কথকের গলা-বুক হাতড়ে ছিল । যদিও কথক একে রোমান্সের পূর্বরাগ ভেবে ফিলিংস নেয়ার মত ভুল করছিল ।


গল্প পড়ে মজা পেয়েছেন জেনে ভাল লাগছে । ভালো থাকবেন । :)

২১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

হা হা হা

মজার গল্প।

B-) B-) B-)


++++

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৮

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন ।



ভালো থাকবেন :) :)

২২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

ওরে অস্থির গল্প মামুন ভাই। মাথাই নষ্ট গল্প পড়ে । :) :) :D :D

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬

মামুন রশিদ বলেছেন: হাঃহাঃহাঃ...



ভালো থাকবেন প্রিয় কান্ডারী ভাই ।
;) :) B-)

২৩| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: মজা পেলাম। রাঝাসযুক্ত গল্প আরকি!

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬

মামুন রশিদ বলেছেন: প্রোফেসর সাহেব কে মজা দিতে পেরে ভালো লাগছে ।



ভালো থাকবেন ।

২৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৯

সানড্যান্স বলেছেন: খুব মজা পাইসি! গ্রেট! রিয়েলী ! তো, ভাবী শেষ পর্যন্ত কি করল?

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সানড্যান্স ।



ভাবী শেষ পর্যন্ত কি করল, তা ভাবীর জামাই অর্থাৎ গল্পের কথক ই বলতে পারবে :P

২৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩১

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহাহা , মামুন ভাই আপনার গল্প পড়ে আজ প্রথম হাসলাম ।
আপনি কি এখন চিটাগাং ?
সিলেট ঘুরে চলে আসলাম ।
:)
অনেক ভাল লাগল ঘুরে ।

অনেক সময় মানুষ বুঝতে পেরেও বুঝতে চায়না । কত হিসাব - কিতাব
সামনে এসে পড়ে ।
অথচ বৃদ্ধ মানুষের সমস্যার সমাধানও আমরা দিতে পারবনা ।
সমালোচনা করতে ঠিকই পারব ।
বউয়ের ব্যাপারটা দারুণ লাগছে । জগত এমনি ।

বরাবরের মতই আরেকটা সার্থক গল্প আপনার ।
এ গল্পে আমার ভাল লাগার মাত্রাটা একটু বেশিই ।
১ হাজার প্লাস এ গল্পের জন্য ।

শুভকামনা রইল প্রিয় মামুন ভাই :)

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ । আশাকরি সিলেট ভ্রমন আনন্দময় হয়েছে । আমি দিন দশেক ছিলাম চট্টগ্রামে, চলে এসেছি ।



গল্প ভালো লাগায় অশেষ ধন্যবাদ ।


ভালো থাকবেন :)

২৬| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৬

খেয়া ঘাট বলেছেন: এর আগে কারো সামনে নিজেকে কখনো এতটা অসহায় এতটা নার্ভাস এতটা বোকা লাগেনি । - হাহাশে। হাহাশে।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩

মামুন রশিদ বলেছেন: এত্ত গুলা প্লাস :| :D




অনেক ধন্যবাদ প্রিয় খেয়াঘাট :)

২৭| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬

মাহতাব সমুদ্র বলেছেন: রাতে গল্পটা মনোযোগ পড়লাম। মন্তব্যা করতে পারি নাই। আপনি বউরে ভয় পান ক্যান?

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪

মামুন রশিদ বলেছেন: হাহাহা, আমি বউরে ভয় পাবো কেন ?? :| B:-/



অইটা শুধুই একটা গল্প । আর গল্পের ক্যারেক্টর 'কথক' তার বউরে ভয় পায় :P =p~

২৮| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :) :) :) :)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।



:) :) :)

২৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: a foolish man tells a women to stop talking but a wise man tels her she extremely looks beautiful when her lips are closed :)

++++

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:০১

মামুন রশিদ বলেছেন: বিথি আপু, আপনি কেন এটা পড়তে গেলেন ? সব ঝাড়িঝুড়ি ফাঁস হইয়া গেলো :-B :P



প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩০| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৮

তীর্থক বলেছেন: যদিও কাহিনিতে নতুনত্ব কিছু নাই কিন্তু উপস্থাপনটা হয়েছে ফাঁটাফাঁটি.....।
+

"হঠাৎ বউ ওপাশ থেকে এপাশ হয়ে ঘুরে আমার বুক গলায় হাতড়ে কি যেন খুঁজতে থাকে" এই লাইনটা পড়ে ভয় পেয়েছিলাম, হয়ত টুটি চেপে ধরতে চাচ্ছে ;-) কিন্তু যাই হোক, বউরা যে অতটা ভয়ংকর হয়না তা আপনি লিখেছেন আর খুশি হয়েছি আমি আর আমার বউ ;-)

একটা কথা এ্যাড করতে চাই। কোনও কারনে কেউ যখন বলে নারী জাতী বা পুরুষ জাতীটাই এমন তখন আমার খুব গা'য়ে লাগে। এটা এক ধরনের ডিসক্রিমিনেশান এন্ড আনফেয়ার।

আশা করছি বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। কাউকে পারসোনালি আঘাত করতে চাইনি কিন্তু।

ভালো একটা লেখা উপহার দেয়ার জন্য ধন্যবাদ। আরও ভালো ভালো লেখার অপেক্ষায় রইলাম।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮

মামুন রশিদ বলেছেন: কোনও কারনে কেউ যখন বলে নারী জাতী বা পুরুষ জাতীটাই এমন তখন আমার খুব গা'য়ে লাগে। এটা এক ধরনের ডিসক্রিমিনেশান এন্ড আনফেয়ার।

দারুন একটা কথা বলেছেন ভাই । কিছু কিছু কমেন্ট পোস্টের দীপ্তিকেও ছাড়িয়ে যায় । অনেক ধন্যবাদ ।

১৯ নাম্বার কমেন্টের উত্তরে আমি আমার ডিসক্রিমিনেশন আরো পরিষ্কার ভাবে ব্যাখ্যা করেছি ।

আমাদের সময়ের খুব পছন্দের একটা ব্যান্ড 'তীর্থক' । 'ভালো আছি ভালো থেকো', 'ও লাল শাড়ি রে' সহ অনেক চমৎকার কিছু গান করেছিলো । আপনার সাথে ঐ ব্যান্ডের কোন সম্পর্ক নাই তো !! :) :)

৩১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৯

নিষ্‌কর্মা বলেছেন: বেস্ট ডায়ালগঃ

আমি কিছু বুঝিনা মনে করেছো । তোমার মিচকে হাসি দেখেই তোমার ভিতরের মিনমিনে শয়তানিটা ধরতে পেরেছিলাম ।


সাবধানে থাইকেন ভাইজান। :-0 :-0 :-0

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫

মামুন রশিদ বলেছেন: হে হে, কবি বলেছেন

সাগরে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়..


:-B :|| B:-/

৩২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: হিহিহিহি হাহাহা ,সেইরাম হৈচে :)

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৬

মামুন রশিদ বলেছেন: আপু, ধইন্যা ধইন্যা..


:) :D B-)

৩৩| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯

শায়মা বলেছেন: হা হা ভাইয়া


তোমার বক্তৃতা দেবার সময়ই বুঝেছিলাম এরপর তুমি ভাবীজির রোষানলে পড়বে।:P

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০২

মামুন রশিদ বলেছেন: পরী আপু আগে থেকেই কিভাবে বুঝে গেলো :| B-)



ভাবীজিদের সাইকোলজি একটু একটু করে ধরতে পারছি মনে হয় । হাহাহা,

৩৪| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫

আম্মানসুরা বলেছেন: গল্পটা মজা করে লিখেছেন। কাল্পনিক ভালবাসার কমেন্ট আপনার গল্পকে আরেক মাত্রা দিয়েছে।
আমি বুঝিনা বাবা মা যদি একাকীত্ব ঘোচাতে বিয়ে করেন তাহলে সমস্যা কোথায়??? বরং সন্তান হিসাবে ব্যর্থতার অপরাধ বোধ কমে, মনে হয় আমার বাবা বা মা ভালো আছেন।

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আম্মানসুরা ।



ভালো থাকবেন ।

৩৫| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৮

সায়েম মুন বলেছেন: গল্প মজাক হৈছে। আপনার মতিগতি ভাবী ঠিকই বুঝতে পেরেছিল। অখন দেখেন ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে যায়। ঠেলা সামলান। ;)

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৯

মামুন রশিদ বলেছেন: গল্প কথকের জন্য কষ্ট হচ্ছে । বউয়ের ঠেলা এখন কিভাবে যে সামলাবে !! বেচারা.. :|| :P



হাহাহা, অনেক ধন্যবাদ সায়েম মুন :)

৩৬| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

সেলিম আনোয়ার বলেছেন: আশাকরি গতিমতি ঠিক থাকবে..নাহলে তো সমস্যা। পোস্টে +।

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮

মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ সেলিম ভাই ।

৩৭| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

নাছির84 বলেছেন: ভাগ বুঝে নিতে কেউ ছাড়েনা। এ বিষয়ে তো নয়ই...।
গল্প ভাল হয়েছে। লেখাটাও স্বচ্ছন্দ। পোষ্টে ++++।

১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ নাছির84



ভালো থাকবেন ।

৩৮| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে হে, বেশ মজার ছিল ভাইয়া! প্লাস দিলাম।

আমার পাতায়ও স্বাগতম! শুভকামনা রইলো, নিরন্তর ভালো থাকুন। :)

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।



ভালো থাকবেন । :) :)

৩৯| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪০

শাশ্বত স্বপন বলেছেন: ‌বাবার বিয়ের পক্ষে উকালতি করে তুমি কি বুঝাতে চাইছো ?? নিজে আরেকটা বিয়ে করার সব বন্দোবস্ত পাকা করে রাখছো, তাইনা ?? আমি কিছু বুঝিনা মনে করেছো । তোমার মিচকে হাসি দেখেই তোমার ভিতরের মিনমিনে শয়তানিটা ধরতে পেরেছিলাম ।'

দারুন হয়েছে গল্পটা। নিজের পরিবারের গল্প?

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ শাশ্বত স্বপন । গল্প ভালো লাগায় কৃতজ্ঞতা জানবেন ।


গল্প তো গল্পই । না ভাই, আমার শ্বশুর জীবিত নেই । বিয়ে তো বিয়ে, শ্বশুরের সাথে আমার কখনো কথা বলারও সৌভাগ্য হয়নি ।

৪০| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

লেখোয়াড় বলেছেন:
আমাদের চারপাশে এমন অজস্র ঘটনা ঘটছে অহরহ, আর আমরা মন না চাইলেও বিব্রত হয়ে পড়ছি। গল্পকার সমাজচিত্র যেভাবেই অংকিত করুক না কেন, সেটা যদি জীবনঘনিষ্ট হয় তো আমার খুব ভাল লাগে, তা বার বার হলেও, প্রত্যেক বারই নতুন কিছ তো পাওয়া যায়।

একটি অপ্রয়োজনীয় ঘটনা যা অসময়ে একজন মানুষের জীবনে আবির্ভূত হলো, সেই ঘটনার সূত্র ধরে আরো কিছু বিশ্বাস অবিশ্বাসের দোলাচালে জীবনকে দেখার প্রয়াস লেখকের পরিশ্রমকে স্বার্থক করেছে।

এই গল্পে ভাষার মিশ্রণটা অসামঞ্জস্য মনে হলো। সমসাময়িক ভাষার সাথে সাথে কোথাও কোথাও তিরিশের দশকে ব্যবহৃত কিছু শব্দ এসেছে। আমি মনে করি ওই শব্দগুলো ভাঙতে পারলে গল্পটি টান টান বা মসৃণ হতে পারতো আরো।

আপনি সুগল্প লেখক এটা এই ব্লগে প্রতিষ্ঠিত, দিন দিন আরো শিল্পোত্তীর্ণ হওয়া চাই, মামুন রশিদ।

ধন্যবাদ, ভাল থাকুন।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি লেখোয়ার ।


গল্পের জীবন ঘনিষ্টতা আর সামাজিক দায় নিয়ে আপনার বক্তব্য মনে ধরেছে । ভাষার মিশ্রণ আমার সীমাবদ্ধতা, চেষ্টা করে যাচ্ছি কাটিয়ে উঠার । তবে আপনার একটা কথার সাথে আমি এক মত নই । আমি মোটেই সুগল্প লেখক নই, গল্পে আমার শিক্ষানবিশ পর্যায় শুরু হয়েছে । তবে গল্পের প্রতি আকর্ষিত হওয়ার পর থেকে প্রচুর গল্প পড়ি, আর একটু একটু করে গল্পের ব্যাকরণ আর ভাষা বুঝে উঠার চেষ্টা করছি ।


আপনার মন্তব্যে উৎসাহিত বোধ করছি ।


ভালো থাকবেন । শুভকামনা নিরন্তর :)

৪১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৩

না পারভীন বলেছেন: খুব ঝরঝরে লেখা । উপস্থাপন চমতকার । আমার মত পালাই পালাই পাঠকের জন্য আদর্শ । মামুন ভাই শেষ লাইন পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন । খুব মজা পেলাম । এরকম সুন্দর লেখা আর চাই । :)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ পারভীন আপু । :)



এত সুন্দর কমেন্ট পেয়ে সত্যিই খুব উৎসাহিত বোধ করছি ।



ভালো থাকবেন সব সময় । শুভকামনা সতত ।

৪২| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৯

অদৃশ্য বলেছেন:





মামুন ভাই

অত্যন্ত চমৎকার গল্প, কোন কারনে পড়া হয়ে ওঠেনি... দারুন লাগলো আমার আর দারুন মজাও পেলাম...

শেষের দৃশ্যটা ভেবে আমার খুবই হাসি পাচ্ছে...


শুভকামনা...

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ :)


শেষের দৃশ্যটাই গল্পের প্রাণ । ভালো লাগায় কৃতজ্ঞতায় বাঁধা রইলাম ।


ভালো থাকবেন ।

৪৩| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৯

সমুদ্র কন্যা বলেছেন: গল্প পড়ে খুব মজা পেলাম। সেইসাথে খুব ভাল একটা মেসেজও পাওয়া গেল।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।



ভালো থাকবেন ।

৪৪| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

শুঁটকি মাছ বলেছেন: আর কুনো কতা নাইক্কা!!!!সোজা প্রিয়তে রাইখ্যা দেলাম!!!! :) :) :) :)

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:০৬

মামুন রশিদ বলেছেন: :) :) :)

৪৫| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

অলওয়েজ ড্রিম বলেছেন: মানুষের নিঃসঙ্গতার ভার কী যে যন্ত্রণার, বেদনার নিঃসঙ্গ মানুষটি ছাড়া কে আর বুঝবে। আমি শ্বশুরের ২য় বিয়েটা সমর্থন করি। এবং মনে করি সমাজের সবার উচিত এরকম পরিস্থিতির মুখোমুখি হলে ইতিবাচকতার সাথে সেটা গ্রহণ করার।
আপনি তো দারুণ লেখেন। আরও বেশি বেশি লেখেন না কেন? শুভেচ্ছা জানবেন। সবসময় ভাল থাকবেন।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ অলওয়েজ ড্রিম ।


আপনার বক্তব্যের সাথে একমত পোষণ করি । বাবা, শ্বশুর বা বয়স্ক যে কেউ পত্নীবিয়োগে নিঃসঙ্গতা বোধ করা স্বাভাবিক । আর ছেলে মেয়েদের পক্ষে বাবাকে সময় দেয়ার মত সময় বাস্তবিকই থাকেনা । সেই ক্ষেত্রে দুজন মানুষ যদি তাদের নিঃসঙ্গতা কাটাতে নতুন জীবন বেছে নেন, সন্তানদের উচিত উনাদের সহযোগীতা করা ।

ভাল থাকবেন । শুভকামনা ।

৪৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৬

তাসজিদ বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।

বওয়ের সামনে সবাই কি বিড়াল হয়েই থাকে?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

মামুন রশিদ বলেছেন: হাহাহা, সবার কথা কেমনে বলি !!


ভাল থাকবেন তাসজিদ ।

৪৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হে হে হে হে হে!!!! স্বপ্নবাজ অভির একটা পোস্ট পড়ে মন একটু উদাস হয়েছিল, এটা পড়ে পেট কাঁপায়ে হাসছি !!!! :D :D

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৮

মামুন রশিদ বলেছেন: আপনাকে হাসাতে পেরে ভাল লাগছে । ভাল থাকবেন :)

৪৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

উদাস কিশোর বলেছেন: গল্প পড়তে পড়তেই ধারনা করছিলাম , "-কি হয়েছে তুমি জানোনা ? বাবার বিয়ের পক্ষে উকালতি করে তুমি কি বুঝাতে চাইছো ?? নিজে আরেকটা বিয়ে করার সব বন্দোবস্ত পাকা করে রাখছো, তাইনা ?? আমি কিছু বুঝিনা মনে করেছো । তোমার মিচকে হাসি দেখেই তোমার ভিতরের মিনমিনে শয়তানিটা ধরতে পেরেছিলাম ।" < এমনা টা হবে ।
বরাবরের মতই ভাল লাগা :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ কিশোর ।

৪৯| ১৪ ই মে, ২০১৪ রাত ৮:২২

নাভিদ কায়সার রায়ান বলেছেন: আল্লাহরে কত কমেন্ট! মজা লাগল

১৪ ই মে, ২০১৪ রাত ১০:১৯

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ নাভিদ ।

৫০| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৩

লিরিকস বলেছেন: +

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৩

মামুন রশিদ বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.