![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার মুহম্মদ ফজলুল করিম ভাইয়ের প্রচেষ্টায় এই সংকলনের পিডিএফ ভার্সন প্রকাশিত হয়েছে এবং পোস্টে সংযুক্ত করা হয়েছে ।
(প্রথম আপডেটঃ নতুন দশ টি গল্প যুক্ত হয়েছে !)
আষাঢ়-শ্রাবণের মিলিত ধারাপাতের মাস জুলাই । ঝর ঝর শ্রাবণ ধারায় স্নাত হবার মাস জুলাই । এই জুলাইয়ে সামহোয়্যারইন ব্লগে এসেছে প্রায় দেড়'শতাধিক গল্প । বৈচিত্র, নিরীক্ষা, স্বাদ আর জীবনমুখীতা নিয়ে দারুণ সব গল্পের সমাবেশ । যেন যাপিত জীবনের সব পদের ব্যঞ্জন নিয়ে এক রসালো আয়োজন ।
আমরা চার ব্লগার মামুন রশিদ, জনৈক গণ্ডমূর্খ, মাননীয় মন্ত্রী মহোদয়, দলছুট শুভ এবার নিয়ে এসেছি সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শ্রাবনধারায় জুলাই'১৩ । এই সংকলনে ব্লগে জুলাই মাসে আসা ৪৬ জন ব্লগারের মোট ৫০টি গল্পের লিংক আছে । শুধুমাত্র ভালোলাগা থেকেই এই গল্পগুলো আমরা পছন্দ করেছি । এর বাইরেও অনেক ভালো গল্প রয়ে গেছে । জুলাই মাসে ব্লগে আসা আপনাদের প্রিয় কোন গল্প থাকলে, লিংক দিয়ে যাবার অনুরোধ রইলো । আমরা আপডেটে দিয়ে দিব ।
*************************************
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শ্রাবনধারায় জুলাই'১৩
১। সভ্যতাতাড়ুয়া । -হাসান মাহবুব
২। ফিসফাস । -হাসান মাহবুব
৩। হোসেন আলীর প্রেম । -নোমান নমী
৪। গল্পঃ জলনিশি । -কাল্পনিক_ভালোবাসা
৫। অনিকেত সৈনিক । -নাজিম-উদ-দৌলা
৬। স্বরধ্বনির ষড়যন্ত্র । -মাক্স
৭। মোরাল গল্পঃ বিষফল । -খেয়াঘাট
৮। ছোটগল্পঃ বাবার সঞ্চয় । -খেয়াঘাট
৯। একটি সবুজ প্রজাপতি এবং অসময়ের শ্রাবণধারা । -অপর্ণা মম্ময়
১০। তার চোখে দেখি নীল আকাশ । -অপর্ণা মম্ময়
১১। তোমার তোমাকে খুঁজি । -সমুদ্র কন্যা
১২। কুটিমিয়ার যাত্রা দেখা । -সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
১৩। গল্পঃ রাজনৈতিক । -লেজকাটা বান্দর
১৪। বিদায় । -ড়ৎশড়
১৫। ছোটগল্পঃ বনলতা-- দুরে এবং আরও দুরে । -প্রোফেসর শন্কু
১৬। ছোটগল্পঃ আদম সন্তান । -প্রোফেসর শন্কু
১৭। অন্ধকার সরণী ধরে শেষ হবে এ পথচলা । -কয়েস সামী
১৮। তিমিরহনন । -আজ আমি কোথাও যাবো না
১৯। বৃষ্টিস্নাত এক দুপুরে । -নীল-দর্পন
২০। গল্পঃ আমার শেষ মৃত্যু । -নির্লিপ্ত স্বপ্নবাজ
২১। ছোটগল্পঃ প্রাণবন্ত জলরঙ । -দিকভ্রান্ত*পথিক
২২। গল্পঃ ভালোবাসার বৃষ্টি । -আমি তুমি আমরা
২৩। গল্পঃ দুধভাত । -ৎঁৎঁৎঁ
২৪। ২০১৩ , লাভ স্টোরি । -না পারভীন
২৫। যদি রুপকথারা হয় সাঙ্গ! -টুম্পা মনি
২৬। গল্পঃ হেরেই জিতলাম ! -স্বপ্নবাজ অভি
২৭। একজন পায়েল ও তার কয়েকটি মুহূর্ত । -জুলিয়ান সিদ্দিকী
২৮। গল্পঃ অন্তর্দহন । -স্বপ্নাতুর আহসান
২৯। 'তিথি' আমার কে! -মাহতাব সমুদ্র
৩০। ছোটগল্প- ভদ্রলোক । -নিরুদ্দেশ পথিক
৩১। ছোটগল্পঃ যুধিষ্ঠরের পুরষ্কার । -toysarwar
৩২। দেউড়ি । -কান্ডারী অথর্ব
৩৩।মিরা ও একটি কোল বালিশ বা কিছু অজানা কথা -মেংগো পিপোল
৩৪। গল্প- সাকিন । -মাহমুদ০০৭
৩৫। শেষ যাত্রার আগে । -আফসিন তৃষা
৩৬। অটোপসি রুম । -প্রতিবাদীকন্ঠ০০৭
৩৭। গল্পঃ ভ্রম । -রেজওয়ানা আলী তনিমা
৩৮। একদিন ভালবেসেছিলাম... -ফরহাদ আহমদ নিলয়
৩৯। তিতলীর ভাবি । -শুকনোপাতা০০৭
৪০। তারাবাতি । -নাসির84
৪১। সুখের গল্প । -শুঁটকি মাছ
৪২। একা একটি লোক এবং দুইজন দেবকুমারী । -অলওয়েজ ড্রিম
৪৩। গল্পঃ আলো আমার আলো । -তানজিয়া মোবারক মণীষা
৪৪। গল্পঃ লোভ । -প্রত্যাবর্তন@
৪৫। সৃষ্টিকর্তা তুমি আমায় সাহায্য কোরো । -আলোর পরী
৪৬। গল্পঃ অসভ্যতার প্রথম পাঠ । -তুষার আহাসান
৪৭।একটি মাকড়শা এবং তিনটি শিকড়হীন মানুষ । -মাসুম আহমদ১৪
৪৮। গল্পরূপ: অপ্রাসঙ্গিক ? -বোকামন
৪৯। নাইটমেয়ার ২ । -মোঃ ইসহাক খান
৫০। ছোটগল্পঃ বোকা মানুষ । -মামুন রশিদ
আপডেটঃ নতুন যুক্ত হওয়া দশটি গল্প ।
# সিনেমার নাম মাসের শেষ । -সানড্যান্স
# ছোটগল্পঃ ছায়াসঙ্গী । ইমরান নিলয়
# দ্য বুক অব রেনে শ্যা । -নিথর শ্রাবণ শিহাব
# গল্পঃ কনসেন্ট্রেশন ক্যাম্প । -হারু মিয়া
# গল্পঃ নিজের তীরে নিজেই ঘায়েল । -সুফিয়া
# গল্পঃ তুমি ভুল ছিলে !!!! -শুঁটকি মাছ
# চিঠি । -তীর্থক
# মোরাল গল্প । -খেয়া ঘাট
# মৃত্যু চিঠি । -তাসজিদ
# এমনই এক সকালের শুভ্রতায় আমি নারী হব । -টুম্পা মনি
ব্লগার মুহম্মদ ফজলুল করিম ভাইয়ের প্রচেষ্টায় এই সংকলনের পিডিএফ ভার্সন প্রকাশিত হয়েছে ।
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শ্রাবণধারায় জুলাই'১৩ এর পিডিএফ ডাউনলোড লিংকঃ
http://www.mediafire.com/download/3prc9s7cf8vrufv
সাইজ ২.৯৬ এমবি
************************************
উৎসর্গঃ ঋষি ব্লগার 'ইমন জুবায়ের' ভাই, যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত সামহোয়্যারইন ব্লগে পরম মমতায় ব্লগিং করেছেন । বাংলা ব্লগ জগৎ তাঁর কাছে চির ঋনী ।
"জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন ।"
************************************
ফটোক্রেডিটঃ মাননীয় মন্ত্রী মহোদয় ।
বিশেষ কৃতজ্ঞতাঃ অপর্ণা মম্ময় ।
************************************
পূর্বে প্রকাশিত গল্প-সংকলনঃ
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ রিমঝিম জুন'১৩
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মহিমান্বিত মে-১৩
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:৩৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম আহমেদ
২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১২:৫৬
মাহবু১৫৪ বলেছেন: ++++++
১ম ভাল লাগা
অনেক পরিশ্রম করেছেন
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:৩৮
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মাহবু১৫৪
ভালো থাকবেন
৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:০২
প্রোফেসর শঙ্কু বলেছেন: এই সংকলনের কাজ কখনো যেন না থামে। প্লাস এবং প্রিয়তে।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:৪১
মামুন রশিদ বলেছেন: গল্প-সংকলনের কাজ চলবে
আমি যদি কখনো ব্যস্ত হয়ে পড়ি, আপনারা চালাবেন ।
প্লাস এবং প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ
৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব মানসম্পন্ন একটা সংকলন করেছেন!
আমিও আছি দেখছি এর ভিতরে!! শুভকামনা মামুন ভাই, মোবাইলে, পিসিতে বসলে আবার দেখবো, যা পড়া হয় নি, পড়ার চেষ্টা করব!
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:৪৫
মামুন রশিদ বলেছেন: শুভ কামনা প্রিয় স্বপ্নবাজ ,
ভালো থাকবেন
৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:০৬
আমিই মিসিরআলি বলেছেন: অনেক গল্প পড়া হয়নি এর ভিতর,অনেক ধন্যবাদ এই উদ্যোগের জন্য +++++
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪
মামুন রশিদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
৬| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:২০
আমিনুর রহমান বলেছেন:
+++
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০
মামুন রশিদ বলেছেন: ম্যালা যন্ত্রনার মাঝে আছি ভাইডি, দোয়া রাইখেন ।
পিলাচের জন্য শত ধইন্যা
৭| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:২০
বাংলার হাসান বলেছেন: গ্রেট জব
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫
মামুন রশিদ বলেছেন: থ্যান্কস ব্রো..
৮| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:২১
একজন আরমান বলেছেন:
অনেক গল্পই পড়া হয়েছে। কিছু বাদ পরে গেছে। এখন পড়ে নিতে হবে।
শুভকামনা আপনাদেরকে।
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আরমান ।
শুভকামনা নিরন্তর
৯| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:৩৮
এরিস বলেছেন: এমনিতেই অনেক লেখাই মিস করে গেছে। এই পোস্ট দেখে আরও মন খারাপ হচ্ছে। আর আগের সংকলনের সব প্রায় সব গল্প আগে পড়া ছিল। এখানে মাত্র ৫ টা কি ৬ টা পড়েছি।
প্রিয়তে নিয়ে গেলাম। একে একে সব পড়ে দেখতে হবে।
গ্রেট জব ডান মামুন ভাই।
রেসপ্যাক্ট টু ইউ।
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:০৬
মামুন রশিদ বলেছেন: জুলাই সংকলনে প্রিয় গল্পকার এরিস এর গল্প না দিতে পারায় খারাপ লেগেছে । আশা করি এ মাস থেকে নিয়মিত পাব ।
অনেক ধন্যবাদ এরিস । শুভকামনা সতত ।
১০| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:০৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: এই কয়টা গল্প পড়ে দেখতে পারেন, সংকলনে ঢোকানো যায় কিনা।
১. দ্য বুক অব রেনে শ্যা
(Click This Link)
২. গল্পঃ কনসেন্ট্রেশন ক্যাম্প
(Click This Link)
৩. গল্প- নিজের তীরে নিজেই ঘায়েল
(Click This Link)
৪. গল্পঃতুমি ভুল ছিলে!!!!!!
(Click This Link)
৫. চিঠি
(Click This Link)
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:২০
মামুন রশিদ বলেছেন: গল্পের লিংক দিয়ে সহযোগীতার জন্য অনেক ধন্যবাদ প্রোফেসর সাব ।
৪, ৫ আগেই পড়েছিলাম, খুব ভালো লেগেছিল । বাকি গুলোও পড়ে যথাশীঘ্র আপডেট দিয়ে দিব ।
ভালো থাকবেন
০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:২৫
মামুন রশিদ বলেছেন: অলরেডি আপডেটেড
১১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:২৫
অনাহূত বলেছেন: সোজা প্রিয়তে।
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
১২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:২৬
*কুনোব্যাঙ* বলেছেন: প্রতীক্ষিত পোষ্টে প্লাস এবং শোকেসে।
বুঝতে পারতাম সংকলন শ্রমসাধ্য কাজ কিন্তু গত মাসের একটা সংকলনের সামান্যাংশ করতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি যে যতটুকু ভাবতাম এটা তার চাইতে ঢেড় ঢেড় বেশী কষ্টের।
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৯
মামুন রশিদ বলেছেন: আরে নাহ, সংকলন পোস্ট করা কোন ব্যাপারই না । যাদের অন্য পোস্ট লেখার ক্ষমতা নেই তারাই সংকলন পোস্ট করে । সস্তায় হিট পাওয়ার জন্য সংকলন করে । মডুদের আনুকুল্য পাওয়ার জন্য সংকলন করে । সিন্ডিকেটবাজি করার জন্য সংকলন করে । ফেবু ইনবক্সে লিংক চালাচালি করে স্বজনপ্রীতি করা যায় । সংকলন পোস্ট, চামে জনপ্রিয় হওয়ার সহজ তরীকা ।
আমি যেহেতু সংকলন করি, তাই আমিও এর বাইরে নই ।
০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪
মামুন রশিদ বলেছেন: আপনার মন্তব্যের জবাবে একটু আবেগাক্রান্ত ছিলাম, তাই মন্তব্যের বাইরে প্রতি উত্তর দিয়েছি ।
অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন কুনো ।
ঈদ মোবারক ।
১৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:২৭
মনিরা সুলতানা বলেছেন: গল্প সঙ্কলক দের আর একটি অসাধারন সংগ্রহ ...
সত্যি বলতে কি অপেক্ষা করছিলাম , কবে আপনারা গুছিয়ে সাজিয়ে দিবেন
ঝর ঝর শ্রাবণ ধারায় স্নাত হয়ে উপভোগ এর অপেক্ষায় রইলাম।
আমার দেখা গল্প গুলোর মাঝে সামু র অন্যতম সেরা একটি লেখা খুজে পেলাম না , যদিও লেখক এর অন্য দুটি গল্প স্থান পেয়েছে । লিঙ্ক দিয়ে গেলাম ।
আর একবার ধন্যবাদ ও শুভকামনা আপনাদের জন্য
Click This Link
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু
খেয়াঘাট শুধু আপনারই না, আমারও একজন প্রিয় গল্পকার ।
আপনি যে গল্পের লিংক দিয়েছেন, সেটা আমার বিচারেও জুলাই মাসে 'খেয়াঘাট' এর সেরা গল্প ।
তবু বিচিত্র কারনে গল্পটি সংকলনে অন্তর্ভুক্ত করতে পারিনি
প্রথম কারণ, গল্পটির কোন নাম নেই । নাম ছাড়া গল্প কিভাবে সংকলনে দেয়া যায়, ভেবে ভেবেও কুলকিনারা করতে পারিনি ।
আর পোস্টের শিরোনাম কে গল্পের শিরোনাম ধরলে এই গল্পের শিরোনাম দাঁড়ায় নিম্নরুপ,
চার বছর পূর্তিতে শততম পোস্ট। সাথে একটা মোরাল গল্প। সারা জীবন মনে রাখার মতো
এ ব্যাপারে প্রিয় খেয়াঘাটের সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম । কিন্তু এখানেও সমস্যা, আমি বা খেয়াঘাট কেউই ফেবুতে নিয়মিত না । আমি থাকলে উনি নাই, উনি থাকলে আমি নাই । তাই যথাসময়ে এর কোন সূরাহা করতে পারিনি ।
আর এ জন্যই চমৎকার সুন্দর এই গল্পটি সংকলনে না দিতে পেরে উনার অন্য দুটি গল্প নিয়েছি ।
আশাকরি প্রিয় খেয়াঘাটও বিষয়টি বুঝতে পারবেন ।
০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮
মামুন রশিদ বলেছেন: লিংক অলরেডি আপডেটেড
১৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:২৯
টুম্পা মনি বলেছেন: গ্রেট জব
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮
মামুন রশিদ বলেছেন: থ্যান্কস টুম্পা মনি
১৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:১৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বেশ ভাল, যেহেতু আমিও আছি। থ্যাঙ্কস!
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৬
মামুন রশিদ বলেছেন: ওয়েলকাম!
আপনি আরও আগে থেকেই আছেন
০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
মামুন রশিদ বলেছেন: আপনার গল্প এখানে ও ছিল
১৬| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:৪৫
দি সুফি বলেছেন: একটা পড়তে এসে ৫০টা জুটিয়ে দিলেন! বেশ কয়েকটা পড়েছি। বাকিগুলোও মনে থাকলে পড়ার চেষ্টা করব। সময়টাও একটা ব্যাপার!
++++++
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ দি সুফি
ভালো থাকবেন
১৭| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৮
সোহাগ সকাল বলেছেন: বারোটার আগে একবার আপনার ব্লগে ঢুঁ মেরে গিয়েছিলাম। তখন পোস্টটা দেয়া হয়নি। প্রতিক্ষিত পোস্ট পেয়ে ভালো লাগছে। গল্পগুলো পড়ে শেষ করবার আশা রাখি।
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭
মামুন রশিদ বলেছেন: জুলাই মাসে আপনার গল্প মিস করেছি । এখন থেকে নিয়মিত পাওয়ার আশা রাখি ।
১৮| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৮
কয়েস সামী বলেছেন: শ্রমসাধ্য কাজটা চালিয়ে যাচ্ছেন দেখে ভাল লাগছে।
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
আপনাদের পাশে পাই, আর এটাই অনুপ্রেরণা ।
১৯| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
+++ রইল
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৬
মামুন রশিদ বলেছেন:
২০| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভাই , পিডিএফ এর কাম শুরু করতেছি ...
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফজলুল করিম ভাই । তাড়াতাড়ি লিংক দেন, আমি আপডেট দেয়ার জন্য অপেক্ষায় আছি ।
২১| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:২৬
অপর্ণা মম্ময় বলেছেন: প্রিয়তে নিলাম। সব গল্প পড়া হয় নাই। আর বিশেষ কৃতজ্ঞতা দিয় আত ভাই আমারে লজ্জায় ফালায় দিলেন। আপনাদেরও শুভেচ্ছা রইলো অনেক অনেক। ভালো থাকুন সবাই ।
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩১
মামুন রশিদ বলেছেন: সংকলন পোস্ট দেয়ার আগে মনে হয়, এইবারেরটা পারফেক্ট হইছে । পোস্ট দেয়ার পর দেখা যায় কত ভাল ভাল গল্প থেকে যায় চোখের আড়ালে ।
প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ অপর্ণা । ভালো থাকবেন ।
২২| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০
আমিনুর রহমান বলেছেন:
ফজলু ভাই রক্স, পিডিএফ এর কাজ শুরু করে দিয়েছে।
জুলাই মাসে গল্প পড়াই হয়নি বলা চলে, প্রিয়তে রইল সময় নিয়ে অবশ্যই পড়বো।
অশেষ অশেষ ধন্যবাদ সংকলনের কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ।
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৪
মামুন রশিদ বলেছেন: গল্প-সংকলনের পিডিএফ ভার্সনের জন্য ফজলুল করিম ভাই আর আমিনুর রহমান ভাই দুজনের কাছেই আমরা কৃতজ্ঞ ।
আপনারা দুজনেই গল্প-সংকলন টীমের অবিচ্ছেদ্য সদস্য ।
শুভকামনা দুই টেকি ব্লগারকেই
২৩| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১
সায়েম মুন বলেছেন: নাইস কালেকশন। ব্লগের বেহাল দশায় অনেক গল্প মিস হয়ে গেছে। সময় করে আপনার পোস্ট থেকে পড়ার চেষ্ঠা করবো।
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম মুন ভাই ।
ভালো থাকবেন
২৪| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৫
মামুন রশিদ বলেছেন: কেউ না বলুক, আমাকে বলতে হবে ।
এবারের সংকলনের প্রচ্ছদ 'অসাম' । থীম, কম্পোজিশন সব কিছুই ভালো হয়েছে ।
এ্যা বিগ থ্যান্কস টু মাননীয় মন্ত্রী মহোদয়
০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১
মামুন রশিদ বলেছেন: মন্ত্রী রকজ
২৫| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৮
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপলোড করতেছি ...
আমিনুর ভাই লাস্টু ,আমি ফাস্টূ
তয় , আমিনুর ভাইয়ের টাই বেশি সুন্দর হইত
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১২
মামুন রশিদ বলেছেন: ওয়েটিং ফর আপডেট..
২৬| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭
আমিনুর রহমান বলেছেন:
মামুন ভাই, স্পেশাল তো স্পেশালই তাই ও নিয়ে বলার কিছু নাই তাই বলি নাই, আমাগো মন্ত্রী সাব অলওয়েজ 'অসাম'
ধইন্ন্য ফজলু ভাই
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬
মামুন রশিদ বলেছেন: মন্ত্রীর করা প্রচ্ছদ আবার দেখা যাক,
২৭| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০
মামুন রশিদ বলেছেন: নির্বাচিত পাতা গত রাত ১১টার পর আর আপডেট হয়নি ।
০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩
মামুন রশিদ বলেছেন:
২৮| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:২২
অদৃশ্য বলেছেন:
মামুন ভাই
চমৎকার কাজ... এর ভেতরে বেশ কিছু গল্পই পড়া হয়েছে আমার, অবশ্য অনেকগুলোই বাদ আছে... চেষ্টা থাকবে না পড়া গল্পগুলো পড়বার...
শুভেচ্ছা... আপনাকে, জনৈক গণ্ডমূর্খ, মাননীয় মন্ত্রী মহোদয়, দলছুট শুভ ও অপর্ণা মন্ময়কে...
শুভকামনা...
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য,,
আপনার ধন্যবাদ আমরা পুরো সংকলন টীম বুঝিয়া পাইলাম ।
ভালো থাকবেন ।
২৯| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩০
মামুন রশিদ বলেছেন: অবশেষে ১৪ ঘন্টা পর 'পোস্ট' নির্বাচিত পাতায় স্থান পেয়েছে ।
মডু দের অশেষ ধইন্যা ।
০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬
মামুন রশিদ বলেছেন: এক সাথে অনেকগুলো পোস্ট নির্বাচিত হওয়ায়, ঘন্টাখানেক পরেই পোস্ট পরের পাতায় চলে গেল
৩০| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৩
দুঃস্বপ্০০৭ বলেছেন: +++
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:১৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।
৩১| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৬
দুঃস্বপ্০০৭ বলেছেন: +++
০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫১
মামুন রশিদ বলেছেন:
৩২| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৩
মাহতাব সমুদ্র বলেছেন: ধীরে ধীরে পড়বো। এটা ঈদের খোরাক হিসেবে প্রিয়তে নিলাম।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:১৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ মাহতাব ।
আপনার ঈদ আনন্দময় হোক ।
৩৩| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭
এহসান সাবির বলেছেন: চমৎকার একটি পোস্ট। ধন্যবাদ।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:২৪
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ এহসান সাবির
৩৪| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: লেখক বলেছেন: আরে নাহ, সংকলন পোস্ট করা কোন ব্যাপারই না । যাদের অন্য পোস্ট লেখার ক্ষমতা নেই তারাই সংকলন পোস্ট করে । সস্তায় হিট পাওয়ার জন্য সংকলন করে । মডুদের আনুকুল্য পাওয়ার জন্য সংকলন করে । সিন্ডিকেটবাজি করার জন্য সংকলন করে । ফেবু ইনবক্সে লিংক চালাচালি করে স্বজনপ্রীতি করা যায় । সংকলন পোস্ট, চামে জনপ্রিয় হওয়ার সহজ তরীকা ।
আমি যেহেতু সংকলন করি, তাই আমিও এর বাইরে নই ।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৩
মামুন রশিদ বলেছেন: আপ্নেও যেহেতু সংকলনে সম্পৃক্ত, তাই আপ্নেও এর বাইরে নন
৩৫| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কষ্টটুকুর জন্য মন থেকে কৃতজ্ঞতা মামুন ভাইয়া। সরাসরি প্রিয়তে!
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ লিও ভাইয়া ।
ভালো থাকবেন ।
৩৬| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: আরে রে, আমার গল্পও সঙ্কলনে আসছে!
ঈদের চেয়ে বেশী খুশী লাগতাসে মামুন ভাই!
গল্প লেখা যে কি কষ্টের কাজ!
এই সঙ্কলনের সাথে জড়িত সবাইকে শুভেচ্ছা!
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৭
মামুন রশিদ বলেছেন: আপনাকেও অভিনন্দন কবি ।
ঈদ আনন্দময় হোক ।
৩৭| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৯
না পারভীন বলেছেন: প্রথমেই মাননীয় মন্ত্রীমহোদয় কে অনেক ধন্যবাদ মনকাড়া প্রচ্ছদ করার জন্য ।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:০৪
মামুন রশিদ বলেছেন: @মাননীয় মন্ত্রী মহোদয়
৩৮| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৪
আরজু পনি বলেছেন:
সামুর অসুস্থতায় অনেক পোস্টেই যেতে পাচ্ছি না ঠিকমতো।
ভালো লাগছে সুন্দর একটা কালেকশান দেখে।
আর প্রচ্ছদটা্ও অনেক চমৎকার হয়েছে।
ইসহাক খান-এর জুলাই মাসে অনেকগুলো ভালো পোস্ট আছে। তার মধ্যে সম্পাদক, খেলোয়াড়, বুলেটপ্রুফ, ষাট হাজার ডলার সহ আরো অনেকগুলি বেশ ভালো ভালো লেখা আছে দেখতে পারেন।
শুভ কামনা রইল সংশ্লিষ্ট সবার জন্যে।।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৩৮
মামুন রশিদ বলেছেন: পোস্টে আপনাকে পেয়ে ভালো লাগছে পনি আপু ।
সারা মাস চোখ খোলা রেখে ব্লগ পড়তে হয়, যেন কোন গল্প বাদ না পড়ে যায় । তারপরও দেখা যায় অনেক ভাল গল্প মিস হয়ে গেছে । অবশ্য কিছু ব্লগার গল্পের লিংক দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেন । সব মিলিয়ে কাজটা আর একার থাকে না, একটা টীমওয়ার্কই বলা যায় । আমার সৌভাগ্য, চমৎকার কিছু ব্লগারের সহযোগীতা সব সময়ই পাই ।
সংকলন করার কী যন্ত্রনা তা আপনি ভালোই জানেন আপু ।
কালেকশন ভালো লাগায় ধন্যবাদ । পড়লে দেখবেন সবগুলো গল্পই ভালো লাগবে ।
প্রচ্ছদটা আসলেই চমৎকার হয়েছে । ব্লগার 'মাননীয় মন্ত্রী মহোদয়' নিয়মিত সংকলনের জন্য প্রচ্ছদ তৈরি করেন ।
ইসহাক খান নিঃসন্দেহে ব্লগের একজন ভাল গল্পকার । প্রতিটা সংকলনেই উনার গল্প থাকে । এবারও আছে, ৪৯ নাম্বার গল্প- নাইটমেয়ার ২ । তবে ভালো গল্পকার হলেও কমিউনিটি ব্লগিংয়ের ব্যাপারে তিনি অতটা সচেতন নন ।
৩৯| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭
আম্মানসুরা বলেছেন: বাহ!! এভাবে রেডি পেলে প্রতিদিন সামুতে ঢু মারার দরকার কি? এভাবে রেডি করার জন্য আপনাকে ধন্যবাদ।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:০৪
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
ভালো থাকবেন
৪০| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯
শুঁটকি মাছ বলেছেন: আমার একটা গল্পও দেখি আছে!!!!!
ইয়েসসসসসসসসসসসসসসসসসস
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:২৮
মামুন রশিদ বলেছেন: আপনি খুব ভালো লিখছেন । প্রচেষ্টা চালিয়ে যান ।
পাঠক অনুরোধে আপনার আরও একটি গল্প 'তুমি ভুল ছিলে' আপডেটে যুক্ত হয়েছে ।
শুভকামনা
৪১| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৩
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: ডাইরেক্ট প্রিয়তে....
কয়েকটা পড়ার বাকি ছিল...পড়ে নিব ধন্যবাদ।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৪০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আলমগীর খান
৪২| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: "সামহোয়্যারইন কবিতা সংকলন " কাব্যিক ভ্রমণ জুলাই -২০১৩ " এর প্রচ্ছদ মাননীয় মন্ত্রী মহোদয়কে করতে হবে " - হাইকোর্টে রুল জারি হইছে , আপনি শুনছেন মামুন ভাই ???? আমি মাত্র শুনলাম ! সব চ্যানেলে ব্রেকিং নিউজ দেখাচ্ছে !
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৫০
মামুন রশিদ বলেছেন: দৃষ্টি আকর্ষণঃ
@মাননীয় মন্ত্রী মহোদয়
৪৩| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৯
স্বপ্নবাজ অভি বলেছেন: "সামহোয়্যারইন কবিতা সংকলন " কাব্যিক ভ্রমণ জুলাই -২০১৩ " এর প্রচ্ছদ মাননীয় মন্ত্রী মহোদয়কে করতে হবে " - হাইকোর্টে রুল জারি হইছে , আপনি শুনছেন মামুন ভাই ???? আমি মাত্র শুনলাম ! সব চ্যানেলে ব্রেকিং নিউজ দেখাচ্ছে !
০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৫
মামুন রশিদ বলেছেন:
৪৪| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪০
মামুন রশিদ বলেছেন: প্রথম আপডেটঃ
সংকলনে নতুন ৮ টি গল্প যুক্ত হয়েছে !!!
০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯
মামুন রশিদ বলেছেন: আরো দুইটি গল্প যুক্ত হওয়ায় মোট ১০ টি গল্প আপডেট হলো ।
৪৫| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: অবস্থা খুবই ভয়াবহ ! মন্ত্রী মহোদয় যদি ২-৩ দিনের মধ্যে "সামহোয়্যারইন কবিতা সংকলনঃ একটি কাব্যিক ভ্রমণ জুলাই -২০১৩ " এর প্রচ্ছদ সর্বশেষ সংকলন প্রকাশকারী ব্লগারের ফেসবুক ইনবক্সে জমা না দের তাহলে নাকি জরুরী অবস্থা জারি হবে ! আমার তো হেব্বি ভয় লাগতেছে , আপনি একটু কাইন্ডলি মন্ত্রীরে নিউজ টা জানাইয়া দিয়েন !
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৪১
মামুন রশিদ বলেছেন: জরুরী দৃষ্টি আকর্ষণ,,,
@মাননীয় মন্ত্রী মহোদয়
৪৬| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অবশ্যই প্রিয়তে..................
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
৪৭| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২১
ইখতামিন বলেছেন:
দারুন সংকলণ
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ইখতামিন ভাই
৪৮| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কাজটা অবৈতনিক, কিন্তু খুব পরিশ্রমের। অভিনন্দন এবং শুভেচ্ছা থাকলো।
০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯
মামুন রশিদ বলেছেন: প্রিয় কবির শুভেচ্ছা সব সময়ই অনুপ্রেরণাদায়ি..
শুভকামনা সতত
৪৯| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:১৩
নাছির84 বলেছেন: হায় আল্লাহ ! আমার লেখা একটা গল্পও দেখি জায়গা পেয়েছে ! অশেষ কৃতজ্ঞতা। তবে,এই সংকলনে এমন কিছু গল্প আছে যার স্বাদের মাহাত্ন্য বর্ণনার সাধ্য আমার নেই। এক কথায় দারুন সংকলন। প্রিয়তে++।
০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:১৮
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ নাছির,
ভালো থাকবেন ।
৫০| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৪০
শহুরে আগন্তুক বলেছেন: সময় নিয়ে পড়বো ।
০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৫১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:১৪
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: প্রিয়তে নিচ্ছি ভাইয়া, অনেক ধন্যবাদ ঈদের আগে এত সুন্দর একটা উপহারের জন্য। সব কয়টা পড়ার ইচ্ছে আছে।
০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মণীষা,
ভালো থাকবেন ।
৫২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২৫
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: http://www.somewhereinblog.net/blog/fzrockynonstop/29861608 - ভাই দেরি কইরা ফালাইছি...মাফ কইরা দিয়েন
০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯
মামুন রশিদ বলেছেন: এত চমৎকার একটা কাজ করেছেন, দেরি তো হতেই পারে । আমার পক্ষ হতে, হাজার পাঠকের পক্ষ হতে কৃতজ্ঞতা জানবেন ।
৫৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২৬
না পারভীন বলেছেন: ব্লগার মামুন রশিদ, জনৈক গণ্ডমূর্খ, মাননীয় মন্ত্রী মহোদয়, দলছুট শুভ , অপর্ণা মম্ময় কে অনেক ধন্যবাদ ।
নতুন মাস এলেই সংকলনের আশায় থাকি কারণ অনেক সুন্দর পোস্ট চোখের আড়ালে থেকে যায় ।
নিচ থেকে ধরে ধরে উপরে পড়তে গিয়ে তাজ্জব হয়ে যাচ্ছি , কত সুন্দর সুন্দর গল্প যে এসেছে । পাঠকের কথা চিন্তা করে কি যে যত্নে লেখা হয়েছে গল্প গুলো ।
বাকি গুলো ও পড়ে ফেলব আশা রাখি । মামুন ভাই কে বিশেষ ধন্যবাদ আমার গল্প টি সংযুক্ত করার জন্য , খেয়া ঘাটের মোরাল গল্পটি শেষ মেষ দেয়ার জন্য , আর আপনার লিখা গল্পটির কথা ত ভুলতেই পারছিনা ।
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ পারভীন আপু । আমাদের টীমে আমিনুর রহমান এবং মুহম্মদ ফজলুল করিমও আছেন । এর বাইরে বিশেষ করে প্রোফেসর শন্কু'র কথা বলতে হয়, যিনি পোস্টে না আসা গল্পের লিংক দিয়ে সংকলন কে আরো সমৃদ্ধ করতে সহযোগীতা করে চলেছেন সব সময় ।
ভালো থাকবেন । শুভকামনা নিরন্তর ।
৫৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২৮
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: বিরাট এক ঝামেলায় পইড়া গেছিলামতো --- তাই এই অবস্থা!!!
পিডিএফ বানাইলেই শালার পিডিএফ ১৭/১৮ এমবি হয়া যায়...কোনমতেই কমানো যায় না... পরে অনেক ঝামেলা কইরা ৩.৭ এ আনছি...
দেখি আরও কমানো যায় নাকি।
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২০
মামুন রশিদ বলেছেন: অনেক কষ্ট করছেন ভাই । যদি আরো ডেভেলপ করা যায়, তাহলে দয়া করে জানাবেন । আমি পোস্টে আপডেট দিয়ে দিব ।
৫৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৩৪
হাসান মাহবুব বলেছেন: মাত্র ৬০% পড়া হৈসে। কে বলে সামুর মান পড়ে যাচ্ছে? শুভকামনা নিরন্তর।
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৮
মামুন রশিদ বলেছেন: সামু'র মান কিছুতেই পড়ে নাই হামা ভাই । যেটা হয়েছে, পুরো ব্লগ দুনিয়ায়ই পাঠক কমে গেছে । তাৎক্ষনিক মজা, যোগাযোগ আর প্রযুক্তিগত উৎকর্ষতার জন্য এখন পাঠক ব্লগ হতে ফেবু মুখী ।
আপনার জন্যেও শুভকামনা । ভালো থাকবেন ।
৫৬| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৫১
যুবায়ের বলেছেন: চমৎকার গল্প সংকলন...
সময় নিয়ে পড়তে হবে।
পোষ্টে ভাললাগা++
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৬
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ যুবায়ের ভাই ।
ভালো থাকবেন । শুভকামনা ।
৫৭| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৫৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সামুতে কী অইছে.....পেইজ ওপেন অয় না কেন?
যা হোক, ভালো উদ্যোগ। দু’একটি গল্প পড়া আছে দেখে গর্ববোধ করছি
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ।
সময় পেলে আরও কিছু গল্প পড়ে নিবেন । আশা করি ভালো লাগবে ।
৫৮| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:১৫
তন্দ্রা বিলাস বলেছেন: দারুন! চালিয়ে যান। সাথে আছি, থাকব।
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৮
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ তন্দ্রা বিলাস ।
ভালো থাকবেন
৫৯| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৩০
মামুন রশিদ বলেছেন: আপডেটঃ গল্প-সংকলনের পিডিএফ ইবুক পোস্টে সংযুক্ত হয়েছে ।
কৃতজ্ঞতাঃ ব্লগার মুহম্মদ ফজলুল করিম ।
০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫
মামুন রশিদ বলেছেন:
৬০| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৫২
প্রিন্স হেক্টর বলেছেন: +
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রিন্স,
৬১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৫৪
প্রত্যাবর্তন@ বলেছেন: চোখ কচলিয়ে পোস্টটি আবার পড়লাম । এ ভুল দেখছি না তো !!
অনেক কৃতজ্ঞতা রইল ।
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রত্যাবর্তন@
৬২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পিডিএফ ভার্সনটা দেখলাম। এর মান আরো আকর্ষণীয় করার জন্য যা দরকারঃ
১) ফন্ট হবে সোলায়মানলিপি, ফন্ট সাইজ-১২।
২) পেইজ সেট আপ দিন সাড়ে ৮ বাই সাড়ে ৫। মার্জিন সব দিক থেকে পয়েন্ট ফাইভ।
৩) একটা সূচিপত্র দিন।
৪) পিডিএফ করার জন্য Adobe Acrobat Writer Pro 9.0 [Extended] অথবা Adobe Acrobat Writer Pro 8.0 ব্যবহার করুন। ৪০ টাকার সিডিতে এগুলো বাজার সয়লাব। পিডিএফ ক্রিয়েটর ফ্রি ডাউনলোড করা যায়।
৫। এরপর ‘রেফ‘, য-ফলা ইত্যাদি ঠিক করার একটা ব্যাপার থাকে।
এবার পিডিএফ-এ কনভার্ট করলে ঝকঝকে দেখাবে, পড়তে আরাম পাওয়া যাবনা।প্রতি পৃষ্ঠার নিচে ঐ কথাগুলো আর দেখা যাবে না।
ভালো কনভার্টার না থাকলে সব কিছু রেডি করে আমাকে মেইল করুন সফট কপিটি।
শুভ কামনা থাকলো আবারও।
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ কবি ।
দৃষ্টি আকর্ষণ,
@মুহম্মদ ফজলুল করিম এবং @আমিনুর রহমান
৬৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪
মাক্স বলেছেন: বরাবরের মতই দারুণ কাজ করেছেন!
সংকলনে আমার মত অভাজনের পোস্টও সংযুক্ত হয়েছে দেখে যুগপত্ আনন্দিত ও সম্মানিত বোধ করছি।
ভালো থাকুন!
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ স্যার । ভালো থাকবেন ।
৬৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:০৪
সুপান্থ সুরাহী বলেছেন:
কষ্টের ভাল কাজ...
ধন্যবাদ নেন...
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা
৬৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল কাজের আনন্দই মনের প্রশান্তি
ধন্যবাদ মামুন
শুভশান্তি
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু
শান্তি শান্তি
৬৬| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:২২
তন্ময় ফেরদৌস বলেছেন: +++++
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ তন্ময় ভাই
৬৭| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটি কাজ আপনারা নিয়মিত করে যাচ্ছেন। অনেক কঠিন একটা ব্যাপার। এতে নতুনরা যেমন অনেক উৎসাহিত হচ্ছে তেমনি পুরানরাও চ্যালেঞ্জের স্বীকার হচ্ছে। আমি চাই সবার এই ধরনের লেখালেখীর চর্চা অব্যাহত থাকুক। সুস্থ মননশীলতার জন্য লেখালেখি চর্চার বিকল্প নেই। আমার খুব ভালো লাগছে এই ভেবে যে অনেকেই নতুন নতুন লেখা লিখছেন, চেষ্টা করছেন, দারুন দারুন সব লেখা আসছে। এটা সত্যি আনন্দের। অন্যদের ভালো লেখা দেখলে আমার অনেক ভালো লাগে। সহব্লগারদের জন্য গর্ববোধ করি।
আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করার কোন মানেই নেই। ভালো থাকবেন।
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০
মামুন রশিদ বলেছেন: এতে নতুনরা যেমন অনেক উৎসাহিত হচ্ছে তেমনি পুরানরাও চ্যালেঞ্জের স্বীকার হচ্ছে। আমি চাই সবার এই ধরনের লেখালেখীর চর্চা অব্যাহত থাকুক। সুস্থ মননশীলতার জন্য লেখালেখি চর্চার বিকল্প নেই।
অনেক ধন্যবাদ কা_ভা । চমৎকার মন্তব্যে মনটা ভরে উঠলো । আপনি সব সময়ই নতুন ব্লগার আর ভালো ব্লগিংয়ে অনুপ্রেরণা দিয়ে থাকেন । আপনাকে সব সময় কাছে পাই ।
ভালো থাকবেন । শুভকামনা ।
৬৮| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:০৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মামুন রশিদ বলেছেন: কেউ না বলুক, আমাকে বলতে হবে ।
এবারের সংকলনের প্রচ্ছদ 'অসাম' । থীম, কম্পোজিশন সব কিছুই ভালো হয়েছে ।
এ্যা বিগ থ্যান্কস টু মাননীয় মন্ত্রী মহোদয় ।
না পারভীন বলেছেন: প্রথমেই মাননীয় মন্ত্রীমহোদয় কে অনেক ধন্যবাদ মনকাড়া প্রচ্ছদ করার জন্য ।
আমিনুর রহমান বলেছেন: মামুন ভাই, স্পেশাল তো স্পেশালই তাই ও নিয়ে বলার কিছু নাই তাই বলি নাই, আমাগো মন্ত্রী সাব অলওয়েজ 'অসাম'
স্বপ্নবাজ অভি বলেছেন: "সামহোয়্যারইন কবিতা সংকলন " কাব্যিক ভ্রমণ জুলাই -২০১৩ " এর প্রচ্ছদ মাননীয় মন্ত্রী মহোদয়কে করতে হবে " - হাইকোর্টে রুল জারি হইছে , আপনি শুনছেন মামুন ভাই ???? আমি মাত্র শুনলাম ! সব চ্যানেলে ব্রেকিং নিউজ দেখাচ্ছে !
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
মামুন রশিদ বলেছেন: আমরা আবার প্রচ্ছদ টা দেখি,
৬৯| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:২২
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এতো এতো ধন্যবাদ পেয়ে ঝলসে গেলাম
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
মামুন রশিদ বলেছেন: হেহে, মন্ত্রীর তো খ্যাতির বিড়ম্বনায় পড়ার দশা
৭০| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: মন্ত্রী কাজে লেগে যাও !@
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০৫
মামুন রশিদ বলেছেন: @মন্ত্রী
৭১| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:০০
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আহ, অবশেষে।
খুশি লাগছে অনেক।
অনেক ধন্যবাদ।
পোস্ট প্রিয় তে রাখলাম। সবগুলা পড়ব আস্তে আস্তে।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:১১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রতিবাদীকন্ঠ০০৭
৭২| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৪
মাহমুদ০০৭ বলেছেন: মামুন ভাই ,
আপনার এখানে ২ বার কমেন্ট করছি , ২ বারই ভ্যানিশ !
কেমন লাগে বলেন ?
যাই বলেন পরিবেশ বন্ধুর অভিশাপ কাজে দিছে !
সংকলন পোস্ট করা কোন ব্যাপারই না । যাদের অন্য পোস্ট লেখার ক্ষমতা নেই তারাই সংকলন পোস্ট করে । সস্তায় হিট পাওয়ার জন্য সংকলন করে । মডুদের আনুকুল্য পাওয়ার জন্য সংকলন করে । সিন্ডিকেটবাজি করার জন্য সংকলন করে । ফেবু ইনবক্সে লিংক চালাচালি করে স্বজনপ্রীতি করা যায় । সংকলন পোস্ট, চামে জনপ্রিয় হওয়ার সহজ তরীকা ।
প্রিয় মামুন ভাই ,
জানি খারাপ লেগেছে , আহত হয়েছেন বলেই এমন ক্ষোভের উদ্গীরণ ।
এসব মন থেকে একদম ফেলে দেন , যারা বলে তারা যখন এত কিছুই
বোঝে তাহলে তারা কেন সংকলন পোস্ট করেনা ? আপনি ত আর তাদের হাত বেধে রাখেন নাই ।
সব কাজেই ভাই বলার জন্য লোক রেডি থাকেই ।
কা ভা ভাইয়ের সাথে একমত ।
আপনাদের টিমের প্রতি রইল হৃদয়ের আন্তরিক উষ্ণতা ।
ব্লগার ফজলুর রহমান ভাইয়ের প্রতিও শুভেচ্ছা রইল ।
++++++++++++++
শুভকামনা মামুন ভাই ।
ভাল থাকবেন আর আরেক টা কথা '' বরফকুঁচি মিক্সড ফ্রুট ডেসার্ট '' কিন্তু একা একা খেতে নেই
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:২২
মামুন রশিদ বলেছেন: পরিবেশ বন্ধু এই পোস্টে শান্তির বারতা নিয়ে কমেন্ট করে গেছে (১১৩নং ক.) । সুতরাং আশা করা যায় এখন থেকে ব্লগে শান্তি বিরাজ করবে
আপনাকেও ধন্যবাদ মাহমুদ । ভালো থাকবেন ।
৭৩| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৪
মাহমুদ০০৭ বলেছেন: মামুন ভাই ,
আপনার এখানে ২ বার কমেন্ট করছি , ২ বারই ভ্যানিশ !
কেমন লাগে বলেন ?
যাই বলেন পরিবেশ বন্ধুর অভিশাপ কাজে দিছে !
সংকলন পোস্ট করা কোন ব্যাপারই না । যাদের অন্য পোস্ট লেখার ক্ষমতা নেই তারাই সংকলন পোস্ট করে । সস্তায় হিট পাওয়ার জন্য সংকলন করে । মডুদের আনুকুল্য পাওয়ার জন্য সংকলন করে । সিন্ডিকেটবাজি করার জন্য সংকলন করে । ফেবু ইনবক্সে লিংক চালাচালি করে স্বজনপ্রীতি করা যায় । সংকলন পোস্ট, চামে জনপ্রিয় হওয়ার সহজ তরীকা ।
প্রিয় মামুন ভাই ,
জানি খারাপ লেগেছে , আহত হয়েছেন বলেই এমন ক্ষোভের উদ্গীরণ ।
এসব মন থেকে একদম ফেলে দেন , যারা বলে তারা যখন এত কিছুই
বোঝে তাহলে তারা কেন সংকলন পোস্ট করেনা ? আপনি ত আর তাদের হাত বেধে রাখেন নাই ।
সব কাজেই ভাই বলার জন্য লোক রেডি থাকেই ।
কা ভা ভাইয়ের সাথে একমত ।
আপনাদের টিমের প্রতি রইল হৃদয়ের আন্তরিক উষ্ণতা ।
ব্লগার ফজলুর রহমান ভাইয়ের প্রতিও শুভেচ্ছা রইল ।
++++++++++++++
শুভকামনা মামুন ভাই ।
ভাল থাকবেন আর আরেক টা কথা '' বরফকুঁচি মিক্সড ফ্রুট ডেসার্ট '' কিন্তু একা একা খেতে নেই
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:২৫
মামুন রশিদ বলেছেন:
৭৪| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বরাবরের মতোই পরিশ্রম করেছেন ভাইয়া। আমার লিখা গল্পটি স্থান পাওয়ায় আনন্দ লাগতেছে খুব!
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৩২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু,
এই মাস টা কাটুক আপনার গল্প পড়ে
৭৫| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই ,
হ্যাঁ , আপনার কথা ঠিক । আরও আকর্ষণীয় করা যেতে পারতো - বিশেষ করে সূচি দেয়া যেতে পারতো।আসলে , সময় খুব কম ছিল , দেখে - করা সম্ভব হয়নি।
মাইক্রোসফট অফিস দিয়ে করেছিলাম , এবং পিডিএফ অ্যাড অন দিয়ে সেভ করি , সাইজ সবসময় কম থাকে - কিন্তু কালকে দেখি কোনমতেই কমে না - ১২/১৪ এমবি হয়ে যায়।অবশেষে কি আর করবো -তাড়াহুড়া করে নোভা পিডিএফ দিয়ে সেভ করে ফেললাম।ফ্রি ভার্সন দেখে - নিছে দিয়ে লেখাগুলো থেকে গেলো।
আপনার সাজেশন মাথায় রাখলাম - এখন থেকে আক্রবট ইউয করব ভাবতেছি।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৪
মামুন রশিদ বলেছেন:
৭৬| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২০
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: একটা জিনিশ ভুলেই গেছিলাম...
পৃষ্ঠা নং দেওয়ার কথা ...
ফন্টও পরিবর্তন করে সোলায়মান লিপি ইউয করছি ...
ফাইল সাইজ 2.96MB এ নামিয়ে এনেছি...
মামুন ভাই আপডেট করে দেন...
লিঙ্কু - Click This Link
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৯
মামুন রশিদ বলেছেন: ওকে এখনই আপডেট করে দিচ্ছি ।
৭৭| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:২০
আমিনুর রহমান বলেছেন:
@খলিল ভাই,
চমৎকার পরামর্শের জন্য ধন্যবাদ। আমি আপনার কথার সাথে সহমত।
তবে আমি আবার কালপুরুষ ফন্টটা বেশী ভালো ভাই।
০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩
মামুন রশিদ বলেছেন: দৃষ্টি আকর্ষণ,
@সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
৭৮| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪০
toysarwar বলেছেন: নাম, পরিচয়হীন একজন মানুষের লেখা আপনাদের সংকলনে স্থান দেয়ায় কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ আপনাদের।
০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
মামুন রশিদ বলেছেন: জুলাই মাসে লেখা আপনার তিনটি গল্পই ছিল চমৎকার । এদের মাঝে 'যুধিষ্ঠরের পুরষ্কার' অসাধারণ!
নিয়মিত লিখে যান । শুভকামনা ।
৭৯| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০
প্রিয়ভাষিণী বলেছেন: আমার একটা পোস্ট দেখা যায় মনে হচ্ছে
প্রিয় প্রিয় প্রিয়
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:১৯
মামুন রশিদ বলেছেন: কোন এক চান্নি পশর রাতে লিখে ফেলবেন মনে যা আসে । তারপর আমরা চন্দ্রাহত লেখিয়েরা বের করব একটা সংকলন । সেখানে আপনার কমেন্ট থাকবে,
প্রিয়ভাষিণী বলেছেন: আমার একটা পোস্ট দেখা যায় মনে হচ্ছে
প্রিয় প্রিয় প্রিয়
রেজা ঘটক!
৮০| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
নীল-দর্পণ বলেছেন: ভাবতেই পারিনি আমার লেখাও স্থান পানে এখানে!
অনেক অনেক ধন্যবাদ। সুন্দর কালেকশন
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু ।
ভালো থাকবেন
৮১| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
জুন বলেছেন: অসাধারন গল্পের সমাহারে শ্রাবন মেঘের দিনের এই সংকলন পোষ্ট। খুব ভাললাগলো দেখে মামুন। আর এর নেপথ্যের কুশীলবদের জন্যও রইলো একরাশ শুভেচ্ছা
+
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬
মামুন রশিদ বলেছেন: আপনার শুভেচ্ছা আমাদের জন্য আশীষবহি..
অনেক ভালো লাগলো জুনাপু, পোস্টে আপনাকে পেয়ে ।
ভালো থাকবেন সব সময় । শুভকামনা নিরন্তর
৮২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:১৫
মেংগো পিপোল বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই। আমার লেখা এই সংকলনে দেখে ভালো লাগলো। একজন অতি সাধারন মানুষের অতি সাধারন লেখা নির্বাচীত পোষ্টে দেখলে আবার লেখার ইচ্ছা হয়। অনেক খেটেছেন। শুভ কামনা। ভালো থাকবেন।
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
আপনার গল্পটি অসাধারণ
৮৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:২৬
তীর্থক বলেছেন: দারুন ভালো লাগা।নিজের নাম দেখেতে পেয়ে সম্মানিত বোধ করছি।
অনেক ধন্যবাদ!
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন ভাই ।
৮৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কালেকশন। প্রিয়তে নিলাম্।
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ।
ভালো থাকবেন ।
৮৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০
অলওয়েজ ড্রিম বলেছেন: যে কোনো সংকলন বের করাই খুবি পরিশ্রমী একটি কাজ। এই কাজটা নিয়মিত আপনারা সাফল্যের সাথে করে যাচ্ছেন। সারা মাস আমরা সাধারণ ব্লগাররা অপেক্ষায় থাকি কবে আরেকটা নতুন সংকলন আসবে। প্রতিটা নতুন সংকলন আমাদের কাছে আসে বিশেষ উপহার হিসাবে। আর যাদের গল্প ঠাঁই পাচ্ছে তারা যখন সংকলনটিতে নিজের গল্প খুঁজে পায় তখন তাদের মুখে, তাদের মনে যে হাসি ফুটে ওঠে তার কোনো তুলনা হয় না।
এমন অতুলনীয় হাসির জোগানদারদেরকে আমি কিভাবে ধন্যবাদ দেব? দোয়া করি তাদের জীবন হাসিময় হোক।
বিঃদ্রঃ প্রচ্ছদটা কিন্তু অসাধারণ হয়েছে।
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ অলওয়েজ ড্রিম,
সুন্দর মন্তব্যে প্লাস +
প্রচ্ছদ সত্যই অসাধারণ!
শুভ কামনা নিরন্তর ।
৮৬| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৯
সানড্যান্স বলেছেন: আমি খুব লজ্জা পেয়ে গেলাম রে ভাই!!! আমি এমন কিছু লেখক না!!! আপনারা দোয়া করবেন!
এই এত্তোগুলো শুভকামনা আপনাদের এই ঐকান্তিক প্রচেস্টার জন্য!!!
সম্মানিত বোধ করছি, সেই সাথে আপনাদের প্রতি সম্মান প্রকাশ করছি!!!
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সানড্যান্স ।
ভালো থাকবেন
৮৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭
ইমরান নিলয় বলেছেন: খুব অসম্ভবরকম ভালো একটা উদ্যোগ। নিজে গল্প লিখলেও ভালো ভালো গল্পগুলো খুব একটা নজরে আসতো না। সেক্ষেত্রে এই উদ্যোগ একটা মাইলফলক। ভালো লেখা চেনাতে, ভালো লেখক চেনাতে। নিজের লেখা আছে দেখে না, মে মাসেরটায় আমার লেখা ছিল না। তবুও সেটা বুকমার্ক করে রাখা অসম্ভব সুন্দর কিছু গল্পের জন্য। আপনাদের লাল সালাম না জানিয়ে উপায় নেই।
নিজের গল্প দেখে ভালোলাগা আছে। পিডিএফে দেখলে আরো ভালো লাগত হয়ত। ব্যাপার না। অনেক ধন্যবাদ।
০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ইমরান নিলয় ।
আপনার গল্প পিডিএফ ভার্সনেও আছে, ৩৭০ পৃষ্ঠায় । সবগুলো গল্পই আছে । তবে সূচিপত্রে কিছু ভুল আছে । সূচিপত্রে আপডেটকৃত গল্পগুলো যোগ হয়নি, এটা অনিচ্ছাকৃত ভুল ।
এ ব্যাপারে আমি ফজলুল করিম@ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি ।
৮৮| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৫
আলোর পরী বলেছেন: নিজের লেখা দেখে প্রথম খুব লজ্জা হল , এখন খুব ভাল লাগছে , একটা হাওয়াই মিঠাই এর মত ভাল লাগা ছড়িয়ে গেল ।
মানুষকে মাঝে সুখের বুদবুদ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা সবার থাকে না ,
আপনার কষ্টের বিনিময়ে কিছু মানুষের সৃজনশীলতা একটা মাত্রা পায় ।
কিছু হিংসুকের কথা ভুলে যান না , ভাসিয়ে দিন বাতাসের ময়লার মত।
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৫
মামুন রশিদ বলেছেন: সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো আলোর পরী ।
ভালো থাকবেন । শুভকামনা ।
৮৯| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এমন একটি কষ্টসাধ্য কাজের জন্য। অধমের একটা লেখাও দেখলাম। অ-নেক অ-নেক কৃতজ্ঞতা রইলো। ভালো থাকবেন , অ-নেক ভালো। শুভেচ্ছা রইল।
০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৯
মামুন রশিদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ তনিমা,
ভালো থাকবেন । শুভ কামনা রইলো ।
ঈদ মোবারক ।
৯০| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫
ভিয়েনাস বলেছেন: অনিয়মিত হওয়ায় অনেক লেখা পড়ার বাঁকি ছিল। আপনার পোস্ট আমাকে অনেক সাহায্য করবে। মনে হচ্ছে এ পোস্ট শুধু আমার জন্য
পোস্টে প্লাস ও সোজা প্রিয়তে
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০
মামুন রশিদ বলেছেন: অবশ্যই, এ পোস্ট শুধু আপনারই জন্য
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি ।
ভালো থাকবেন । শুভকামনা নিরন্তর ।
৯১| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৬
শহুরে আগন্তুক বলেছেন: সবাইকে দিয়ে বেড়াচ্ছি :!>
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৩
মামুন রশিদ বলেছেন: মানে বুঝি নাই ব্রো..
ঈদে আনন্দময় হোক, শুভকামনা ।
৯২| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৯
সুফিয়া বলেছেন: আমার গল্পের লিংক নীচে।
Click This Link
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।
৯৩| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ মামুনুর রশিদ ভাই । পোস্ট আগেই পড়েছি । অনেক গুলো সুন্দর গল্প একসাথে পেয়ে ভাল লাগল । একটা একটা পড়তে খুব সুবিধা হবে। +++
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ দুস্বপ্ন০০৭
ভালো থাকবেন । শুভকামনা ।
৯৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৯
শহুরে আগন্তুক বলেছেন: Facebook এ এই পোস্টটার লিঙ্ক দিলাম ফ্রেন্ডদের ।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০১
মামুন রশিদ বলেছেন: ওহ আচ্ছা আচ্ছা!!
থ্যান্কু ব্রো.. খুব ভালো লাগল । সম্মানিত বোধ করছি ।
আমি ফেবুতে তেমন একটা এক্টিভ নই । ব্লগার দেখলেই বন্ধু তালিকাভুক্ত করি । আপনার সাথে ফেবুতে আছি কিনা নিশ্চিত নই । এটা আমার ফেবু আইডি । চলে আসুন ফেবুতে ।
৯৫| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৫
খেয়া ঘাট বলেছেন: সব গুলো গল্প পড়ে মন্তব্য করবো বলে মনে মনে ইচ্ছে করেছিলাম। একেবারে সব পড়ে শেষ করলাম। আপনাদের এ প্রচেষ্টাকে সাধুবাদ। অনেক শুভকামনা আপনাদের জন্য।৬০টি গল্পের জন্য ৬০ টি তরতাজা গোলাপ। পরিবারের সবার জন্য এক দূর পরবাসীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদমোবারক।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৬
মামুন রশিদ বলেছেন: মাই গুডনেস!
ঈদের আগে একটা বিস্ময় উপহার দিয়ে চমকে দিলেন ভাই সাহেব । গোলাপগুলো তরতাজা হয়ে থাক আজীবন, গল্পগুলোর পাশে ।
দূর পরবাসী ভাই সাহেবের কথা মনে থাকবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামায আদায় কালে । দোয়া করি আপনার ঈদ যেন হয় আনন্দময় ।
**ঈদ মোবারক**
৯৬| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮
শহুরে আগন্তুক বলেছেন: পাঠালাম এড । এটা আমার আইডি
https://www.facebook.com/mdkhalid.rahman
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।
একসেপ্টেড
৯৭| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮
ইমরাজ কবির মুন বলেছেন:
এত্ত এত্ত কষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার ১টা গল্প পাবলিশ করার ইচ্ছা ছিল, কিন্তু এ মাসে আর লিখা হয়ে উঠবেনা।ঈদের পরপরই পরীক্ষার প্রস্তুতি শুরু করতে হবে।এক্সাম শেষ হবে মাসের শেষে।
আগামী মাসে পোস্ট করবো দেখি, সংকলনে দিবেন কিন্তু ||
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৮
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মুন ।
গল্পের দুনিয়ায় আগাম স্বাগতম । এক্সাম ভালো হোক ।
আনন্দময় একটা একটা ঈদ উদযাপন করেন ।
ঈদ মোবারক!!
৯৮| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪২
সপ্নাতুর আহসান বলেছেন: যারা এর পিছনে শ্রম দিয়েছেন তাঁদের সবাইকে ''মাইনাস''
আপনারা তো ভাই সবাইকে আইলসা বানায়া দিতাছেন। কেউ টাটকা লেখা পড়ে না। ফ্রিজের লেখা পড়ে। এই ধরণের পোস্টের জন্য বসে থাকে।
আমি আইসাই উপ্রের কয়েকটা নাম দেইখা ফ্রিজে নিছি। আমার গল্প যে দিছেন এইডা পোস্টে কমেন্ট দেইখ্যা জানলাম। পুনরায় ''মাইনাস''। ভাল থাইকেন।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।
৯৯| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫০
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: চমৎকার সমগ্র!
১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৪
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকবেন নিথর শ্রাবণ শিহাব ।
১০০| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৩
নিরুদ্দেশ পথিক বলেছেন: আমার লেখাও যে এখানে থাকবে ভাবিনি। দেখে ভালো লাগলো। খুব ভালো একটা উদ্যোগ।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২৭
মামুন রশিদ বলেছেন: সাথে থাকুন
১০১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
তুষার আহাসান বলেছেন: কৃতজ্ঞতা জানিয়ে গেলাম।
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।
১০২| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯
গেন্দু মিয়া বলেছেন: দারুণ সংকলন! ডাউনলোড দিলুম।
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১২:৪৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: আবারও গ্রেট জব ----------