![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি হারানো সময়ের কথা বলে । উপরের ছবিটি তোলা হয়েছিল ১৯৯২ সালের ২৫শে সেপ্টেম্বার । ২১ বছর আগে জাবি তে প্রথম বর্ষে পড়াকালীন আমার জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছিল আমার দুই রুমমেট বন্ধু, বাপ্পী (বামে) আর রুপম (ডানে) । বাপ্পী নাটক ও নাট্যতত্বে পড়ত, অসম্ভব মজার মানুষ । নাটকের প্রতি কখনোই সিরিয়াস ছিলনা । কবিতা পাগল বাপ্পীর মাধ্যমেই আমার শক্তি-বিষ্ণু-অমিয়-সুনীলের সাথে পরিচয় । রুপম গোছানো ছেলে, বাংলায় পড়ত । তখনই কয়েকটা উপন্যাস লিখেছিল । প্রায়ই সে আমাকে তার লেখা উপন্যাস পড়ে শোনাত । এক-দেড় পৃষ্টা শুনেই আমি ঘুমিয়ে পড়তাম । আর আমি ছিলাম কেমেস্ট্রির ছাত্র, কিন্তু পুরো ইউনি লাইফ কাটিয়েছি নাটকের দল করে ।
৯৭ এ আমরা ক্যাম্পাস ছেড়েছি । তখনো মুঠোফোন আসেনি, তাই বহুদিন বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ ছিল না । সম্প্রতি ফেবুর মাধ্যমে আবার সবার সাথে যোগাযোগ, আবার সেই ক্যাম্পাস লাইফে ফিরে যাওয়া । হঠাৎ কাকতালিয়ভাবে আবিষ্কার করলাম, উপরের ছবির আমরা তিন রুমমেট বন্ধুই এখন গল্প লিখি । ওরা দুজন ইতিমধ্যে সাহিত্যাঙ্গনে গল্পকার হিসাবে প্রতিষ্টা অর্জন করেছে, আর আমি হলাম নবিশ । বাপ্পী লিখে 'মুম রহমান' নামে । কয়েকটা বই বেরিয়েছে, জেমকন কথা সাহিত্যিক পুরষ্কার পেয়েছে । রুপম লিখে 'হাসান অরিন্দম' নামে, তারও গল্পের বই বেরিয়েছে । দুজনের লেখাই দৈনিক পত্রিকার সাহিত্য পাতায় প্রায়ই পাওয়া যায় ।
জন্মদিনে লেখা অচল রম্যখানি আমার দুই রুমমেট বন্ধু বাপ্পী আর রুপম কে উৎসর্গ করলাম ।
*****************************************
সওদাগরি আপিসের বানিজ্য উমেদারিতে প্রায়শই চাটগাঁ গমন করিতে হয় । সমুদ্র আর পর্বতের মধ্যবর্তি এই ভুখন্ডখানি রথ দেখা কলা বেচার উৎকৃষ্ট স্থান । চকবাজার হইতে একখানি ত্রিচক্রযানে উপগত হইয়া বহাদ্দারহাটের অর্ধনির্মিত উড়াল সেতু অতিক্রম করিয়া কালুরঘাটের দিকে ধাবমান । চারিদিকের অতি মনোহর দৃশ্যাবলি অবলোকন করিয়া অতিশয় প্রীত বোধ করিতেছি । অকস্মাৎ রাজপথের পাশে দন্ডায়মান কতকের মাঝে পরিচিত একজনকে দেখিবা মাত্র ত্রিচক্রযান হইতে নামিয়া পড়িলাম ।
বিশ্ববিদ্যালয় শ্রেনীবন্ধু আজগর আমাকে দেখিয়া বিপুল হর্ষযোগে উৎফুল্লিত হইয়া আলিঙ্গনাবদ্ধ হইল । বিগত ষোল বছরে উহার দেহখানি ফুলিয়া ফাঁপিয়া যথেষ্ট বাড়িয়া উঠিয়াছে । পাশে দন্ডায়মান বিশাল বপুর অধিকারিনী উহার পত্নী । বুঝিয়া লইলাম উহারা অতিশয় সুখে দিনাতিপাত করিতেছে । উহাদের বাটিতে গমন করিতে পীড়াপিড়ি করিলেও সময়াভাবের ওজর দেখাইয়া পরবর্তি কোনদিন গমনের প্রতিশ্রুতি দিয়া অবশেষে নিস্তার পাইলাম ।
পূনরায় ত্রিচক্রযানে উপগত হইয়া কেবলই আজগরের বিচিত্র হল জীবনের কথা মনে আসিতে লাগিল । আজ এই ক্ষনে কিছু 'আজগরনামা' না বলিলে উদরের অন্ন পরিপাক হইবে বলিয়া মনে হয় না ।
"আজগরনামা":
(কিঞ্চিত প্রাপ্তমনস্ক উপাদান রহিয়াছে, পাঠকের সতর্কতা কাম্য ।)
রসায়নের মত রসহীন বিষয়ে ভর্তি হইয়া আমরা জনাদশেক জাবি'র মঙ্গল গ্রহে (এবি হল) পতিত হইলাম । ইতিপূর্বে বা পরে রসায়নের কেউ বিভাগ হইতে সর্বোচ্চ দুরে ক্যান্টনমেন্ট খ্যাত এই হলে স্থান পায় নাই । আমরাই ছিলাম একমাত্র দূর্ভাগা । আমাদিগের মধ্যে আজগর ছিল অতিশয় উত্ত ছাত্র । রোগা-হ্যাংলা-লম্বা আজগরকে দেখিলে কেবলই গুরু আযম খানের কথাই মনে আসিত । আজগর প্রতিদিন বিকালে টিউশনি উপলক্ষে ঢাকা যাইত আর মাসের শেষে সে আমাদের কাছে ঋনদাতা বিশ্বব্যাংক রুপে আভির্ভুত হইত ।
ঋনদানের সুবাদে আমাদের উপর আজগরের যথেষ্ট প্রতিপত্তি প্রতিষ্টা পায় । সামান্য এদিক ওদিক হইলেই সে আমাদের উপর বেজায় রাগিয়া যাইত । রাগিয়া গেলে সে তোতলানো শুরু করিয়া দিত এবং ডেলিভারি ঠিকমত দিতে না পারিয়া চোখ বড় বড় করিয়া বলিত, এ্যাই শশশালাআআআ চুপ!!
তাহার এই অল্পতে রাগিয়া যাওয়ায় স্বভাবের দরুন আমরাও তাহাকে বারবার রাগানোর মওকা খুজিয়া লইতাম । একদিন এক কুক্ষনে উহাকে 'অজগর' সম্বোধন করিতেই চরম রাগিয়া যায় । আমরা মজা পাইয়া বারকয়েক বলিতেই সে মশারি বাঁধিবার লৌহদন্ড লইয়া আমাদের হলব্যাপি চরম একটা দৌড়ানি দিয়েছিল ।
অত:পর আমরা আজগরের নাম বিভিন্ন ভাষায় অনুবাদ করিয়া লইলাম এবং উহা দ্রুততার সহিত ক্যাম্পাসে ছড়াইয়া দিলাম,
প্রকৃত নাম ঃ আজগর
বাংলা নাম ঃ অজগর
ইংলিশ নাম ঃ পাইথন
পোলিশ নাম ঃ আজগরেস্কু
রাশান নাম ঃ আজগরভ
মঙ্গোলিয়ান নামঃ আজঙ গুরঙ
কিছুদিন পর আজগর তাহার সাংগঠনিক দক্ষতার প্রমান দেয়া শুরু করিল । তাহার নেতৃত্বে একদল টাংপু বন্ধু রাত্রি জাগিয়া ভিডিও দর্শনের আয়োজন করিল । সব হলের সব ব্যাচমেট বন্ধুদের দাওয়াত দেওয়া হইল । রাত্রি দশ ঘটিকায় আজগরের নেতৃত্বে তিনজন সাভার বাজার যাইয়া তিনশত টাকা দিয়া ভিডিও যন্ত্র ভাড়া করিয়া নিজ কাঁধে বহন করিয়া বীরদর্পে হলে প্রত্যাবর্তন করিল । টিভি কক্ষে ঐ বিশাল যন্ত্রখানি লইয়া প্রবেশ করিতেই জৈষ্ঠ ভাইয়েরা মুচকি হাসিয়া কক্ষ পরিত্যাগ করিলেন । কিছুক্ষনের ভিতরেই শত খানেক ব্যাচমেট বন্ধু টিভিকক্ষের বাইরে জটলা করিতে লাগিল । কিন্তু আজগর কাহাকেও ঢুকিতে দিবে না, তাহার হস্তে পাঁচ টাকা চাঁদা অর্পন করিয়া তবেই প্রবেশাধীকার পাওয়া গেল ।
ভিডিওতে 'তিন গুনন' মুভি শুরু হইতেই দর্শকদের মধ্যে সাড়া পরিয়া গেল । মজার মজার অশ্রাব্য মন্তব্য আর হাস্যরসে কক্ষটি মাতিয়া উঠিল । হাস্যরস-উত্তেজনা চরম সীমায় পৌছাইলে আজগর ভিডিও যন্ত্রটি বন্ধ করিয়া দিয়া সামনের সারির চেয়ারে দাড়াইয়া তর্জনি উচাইয়া কঠোর হুমকি জারি করিল- কেউ বেশি বাড়াবাড়ি করিলে তৎক্ষনাৎ কক্ষ হইতে বাহির করিয়া দেওয়া হইবে । আমাদের ব্যাচের দুধর্ষ নেতা-ক্যাডাররা পর্যন্ত আজগরের মাতবরি মানিয়া লইয়া রাতব্যাপি 'রেটেড মুভি' উপভোগ করিল ।
আমাদের মধ্যে নাসের ছিল টাংপুমিতে সবার সেরা । সে ছিল একটি বাম দলের একক নেতা, একমাত্র কর্মী ছিল তাহার প্রেমিকা । নাসের অতি মনোহর পেন্সিলচিত্র আঁকিতে পারিত, আর মুখখানি নিরসবদন রাখিয়া এডাল্ট চুটকি বলিত । তার চুটকি শুনিয়া আমরা আনবিক বোমার মত ফাটিয়া লুটোপুটি খাইতাম । সে পেন্সিল দিয়া কাগজে নানান উদ্দেশ্যহীন আঁকিবুকি করিত, যাহাতে কিছুই স্পষ্ট হইতো না । কিন্তু পেন্সিলের শেষ আঁক দেয়ার পরেই ছবিতে বাৎস্যায়নের কামসূত্রের কোন অপরুপ ভঙ্গিমা ফুটিয়া উঠিত । সেই টাংপু নাসের আমাদের আজগরকে লইয়া একটা চুটকি বানিয়েছিল, যাহা আমাদের ডার্লিংদের সুবাধে ছাত্রী হলগুলোতেও ব্যাপক জনপ্রিয়তা পাইয়াছিল ।
চুটকি'টা এইরুপ, এক আপা তাহার নিম্নাঙ্গের বস্ত্র ত্যাগ করিয়া পদযুগল একটুকু ফাঁক করিয়া বসিয়া আছে । আজগর সম্মুখ অতিক্রমকালে উহা দেখিতে পাইল এবং ব্যাপক কৌতুহলে জিজ্ঞাসা করিল পদযুগলের ফাঁকে বস্তুটা কি ? আপা বলিলেন উহা ওয়াশিং মেশিন । আজগর উহাতে ওয়াশড হওয়ার ইচ্ছা পোষণ করিল এবং ওয়াশড হয়ে খুশি মনে প্রত্যাবর্তন করিল । পরেরদিন আবার গমন করিয়া ওয়াশড হওয়ার ইচ্ছে ব্যক্ত করিলে আপা কহিলেন- সবাই ওয়াশিং মেশিনের উপযুক্ত নহে, তুমি নিজ হস্তে ওয়াশ করিয়া লও ।
আজগর ঢাকা হইতে নতুন শিমুল তুলার লেপ কিনিয়া আনিয়াছে । নতুন দ্রব্য ক্রয় করিলে বন্ধুদের মিষ্টিমুখ করানোর রেওয়াজ আছে । আমরা খবর পাইয়া দল বাঁধিয়া তাহার কক্ষে গিয়া দেখি, সুবিশাল ডাবল মাপের নতুন লেপের ভিতর আজগর গুটিশুটি মারিয়া শুইয়া আছে । তাহার কক্ষসঙ্গী মোর্শেদ শোধাইল, আজগর সেই কলেজ লাইফ থেকেই বিবাহের জন্য অর্থ সঞ্চয় করিয়া আসিতেছে । সে সিদ্ধান্ত লইয়াছে, এখন থেকে যাহাই কিনিবে তাহাই যেন ডাবল মাপের হয় ।
মোর্শেদ একদিন খবর পৌছাইল, আজগর সারাদিন ধরে লেপের ভেতর শুইয়া রহিয়াছে । মোর্শেদকে দেখিলেই কিছু গোপন রাখিবার চেষ্টা করে । অতঃপর সেই রহস্য উদঘাটন করিতে আমরা একযোগে তাহার কক্ষে অভিযান চালাইলাম । আলমিরা, বইয়ের র্যাক, বালিশের নিচ সব খুজিয়া অবশেষে বিছানার নিচ হইতে যত্ন করিয়া গুছাইয়া রাখা গুপ্তবাবুর পাঁচখানা সাহিত্য আবিষ্কার করিলাম ।
আমাদের এক বন্ধু লোকমান, সীমাহীন পাগলামোর জন্য সবার কাছে লোকম্যাড নামে পরিচিত ছিল । তাহার যেকোন মাপের পাগলামোতেও ছেলে-মেয়ে কেহই রাগ করিত না । কেমেস্ট্রি ল্যাবে একমনে গবেষণারত কোন সুন্দরী ললনার কানের কাছে চুমু খাওয়ার 'উম্মাহ" আওয়াজ দিলেও তাহা সার্বজনীন বিমল আনন্দের ব্যাপার হইত । সেই লোকমানের সৌজন্যে সবগুলো গুপ্তসাহিত্য পরেরদিন শ্রেনীকক্ষে চলিয়া যায় । রমরমা গল্পের পাতাগুলো ছিড়িয়া ছেলেদের মধ্যে সমবন্টন করা হইল । মেয়েরা উৎসুক হইয়া আজগর কোথায় জিজ্ঞেস করিল, কিন্তু আজগর বিষয়টি টের পাইয়া আগেই নীরবে প্রস্থান করিয়াছিল । লোকমান গুপ্তসাহিত্য বিলিবন্টনে বিশাল অসাম্য করিয়াছিল, তাহা বুঝা গিয়াছিল ক্লাস শুরু হওয়ার পর । ক্লাস চলাকালিন মেয়েরা তাহাদের খাতা খুলিতে গিয়া একটা করিয়া সচিত্র সাহিত্য পাতা আবিষ্কার করিতে লাগিল আর বিপুল হাস্যরসে একে অপরের উপর লুটাইয়া পড়িতে লাগিল ।
বয়োবৃদ্ধ অধ্যাপক চশমার ফাঁক দিয়া তীক্ষ্ন দৃষ্টি বর্ষন করিয়া বিষয়টি বোঝার চেষ্টা করিয়াছিলেন, কিছু বোধগম্য হয়েছিল কিনা তাহা আমরা বুঝিতে পারি নাই ।
*************************************
(রম্যখানি প্রকাশের পূর্বে আজগরকে ফোন দিয়েছিলাম । সব শুনে আজগর বলল, এ্যাইইশশশালা করছিস কি! )
উপরের ছবিতে আজগরও ছিল । টেবিল ল্যাম্প ধরে ছবির জন্য লাইট সাপ্লাই দিচ্ছিলো । তখনকার দিনের রিল-ক্যামেরা, এংগেলেও এরর ছিল । তাই আজগর সহই ছবিটা চলে আসে । ও দিতে না করল, তাই তার ছবি এডিট করে দিয়েছি ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ শুভ । কাল আপনাদের আড্ডায় যাচ্ছি
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: হ্যাপি শুভ বার্থ দিবস ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৬
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ অভি
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা! সারসে রে!!! আপনারা তো বেশ ভালোই বিটলা ছিলেন!!
শুভ জন্মদিন মামুন ভাই! অনেক অনেক শুভেচ্ছা রইল!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
মামুন রশিদ বলেছেন: না না না, আমরা অতি সুবোধ ছিলাম
ধন্যবাদ কা_ভা ।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২
রাতুল_শাহ বলেছেন: শুভ জন্মদিন।
আপনার ছবিটা দেখে আমার পুরোনো বন্ধুদের ছবি দেখছিলাম।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ রাতুল ভাই । পুরোনো ছবি আসলেই দারুন জিনিস ।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০
অপর্ণা মম্ময় বলেছেন: আজগর কাহিনী মজা পাইলাম। হলের লাইফ ব্যাপারটাই মনে হয় অন্যরকম আনন্দের ছোটখাটো কিছু পেইন ছাড়া। যারা হল লাইফ কাটাইছে আমি তাদের আজীবন হিংসাইয়া যাবো !
যাই হোক, শুভ জন্মদিন মামুন ভাই
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২
মামুন রশিদ বলেছেন: হিংসান । কিচ্ছু করার নাই । এখন আর চাইলেও হল লাইফে যেতে পারবেন না
ধন্যবাদ অপর্ণা ।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আগে হ্যাপি বার্থ ডে মামুন ভাই। পড়ে গল্প পড়ছি। শুভ জন্মদিন। অনেক অনেক শুভ হোক। আর এই আনন্দ ছড়িয়ে থাকুক পরবর্তী জন্মদিন পর্যন্ত!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সজীব ভাই । ভাল থাকবেন ।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহাহা! দারুণ লিখেছেন!
ছাত্রাবস্থায় হ্যাংলাপাতলা ছিলেন দেখা যায়!
শুভ ভূমিষ্ঠক্ষণ, প্রিয় ব্লগার। অনেক শুভেচ্ছা রইল।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রোফেসর সাব । ছুডু কালে হ্যাংলাপাতলাই ছিলাম । এখন তো মডু
আপনার রম্যটা মাথায় ছিল, চেষ্টা করেছি সাধুতে লিখতে । গুরুচন্ডালি হয়ে গেছে জানি ।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভ জন্মদিন, মামুন ভাই
আপনার সাথে দেখাটা আর কয়টা দিন পর হলেই দারুন হত
পোস্ট পড়া বাকি
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয়
হাহাহা, আশাকরি আরো অনেকবার দেখা হবে ।
হ, পইড়েন ।
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৬
গোর্কি বলেছেন: -শুভ পয়দা দিবসে অন্তরের অন্তস্তল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।
-সাধু ভাষায় চমৎকার একটি লেখা পড়ে হাসতে হাসতে শ্যাষ।
-খুব ভাল থাকবেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । খুব সুন্দর একগোছা ফুল পেলাম । সত্যিই ভাল লাগছে
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ১ম এ শুভ জন্ম রাত - দিন মামুন ভাই
২য় রম্য মজাদার হইছে
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সিফাত ।
রম্য ভাল লাগায় আমারও ভাল লাগছে
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০
আমিনুর রহমান বলেছেন: Mamun bhai mobile achi.
Happy birthday.
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫১
মামুন রশিদ বলেছেন: থ্যান্কস আমিনুর । ভাল থাকবেন
১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
আদনান শাহ্িরয়ার বলেছেন: শুভ জন্মদিন মামুন ভাইয়া । অনেক অনেক শুভেচ্ছা! আনন্দে আনন্দে কেটে যাক আরও একটি বছর !
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৯
বিলাল বলেছেন: জন্মমোবারক রহিল।
আপনি রম্য লিখিয়া হাসাইবার চেষ্টা করিয়াছেন, কিন্তু একেবারেই হাসিতে পারিলাম না। আপনার লিখা হয়তোবা সরস হইয়াছে, কিন্ত মনে হয়ে নিজেরই রস কমিয়া গিয়াছে।
লিখা হয়তোবা হইয়াছে সরস,
কিন্তু পাইলাম না কোনো রস,
বুঝিতে পারিলাম বাড়িতেছে মোর বয়স।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৮
মামুন রশিদ বলেছেন: শুকরিয়া..
আমি নিজেও হাসিতে পারি নাই । বিশ বছর বয়সের আনন্দ একচল্লিশে এসে ফিকে হয়ে যাওয়াই স্বাভাবিক । এজন্যই শিরোনাম দিয়েছি 'অচল রম্য'
অনেক অনেক ধন্যবাদ বিলাল ভাই । ভাল থাকবেন
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৫
রেজওয়ান তানিম বলেছেন: শুভ জন্মদিন, আপনে কোনজন ?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ তানিম ভাই । আমি মাঝখানে
১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১২
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ছাত্রাবস্থায় আপনি অনেক কিউট ছিলেন মামুন ভাই । অবশ্য আপনি এখনও ছাত্র আর এখনও কিউটই আছেন , শুধু চুলগুলো নাই ।
আপনার বন্ধুর নাম আমার নামের সাথে মিলে গেছে দেখে একটু তব্দা খেয়েছি,এতো আগেও মানুষ এই রকম নাম রাখতো তাহলে !
গল্প অনেক অনেক মজার হইছে । আজগর ভাই রক্স ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২২
মামুন রশিদ বলেছেন: ওগো মন্ত্রী মশাই
ষড় যন্ত্রী মশাই...............
মন্ত্রীরা এত খারাপ হয় কেনু
ভাল থাকবেন, প্রস্তুত থাকবেন- আপনারে নিয়া অভিযানে যাব
১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২০
তারছেড়া লিমন বলেছেন: শুভ জন্মদিন মামুন ভাই।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ লিমন ভাই ।
ভাল থাকবেন ।
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৩
*কুনোব্যাঙ* বলেছেন: শুভ জন্মদিন মামুন ভাই। নষ্টালজিক জাবি। দিনগুলি মোর সোনার খাঁচায় রইলো না।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ কুনো..
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩২
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: শুভ জন্মদিন
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ
১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১১
শান্তির দেবদূত বলেছেন: রম্য অতিশয় উপাদেয় হয়েছে।
আহা! হল লাইফ!! নষ্টালজিতে ফেলে দিলেন!
আর জাবি! সে তো আমার অন্যতম প্রিয় ক্যাম্পাস!! ছুটি পেলেই ছুট লাগাতাম সেখানে! কামালউদ্দিন হলে যে কত রাত কাটিয়েছি!!
শুভ জন্মদিন, প্রিয় রম্য লেখক। দীর্ঘজীবি হোন আর আমাদের এমন আরও লেখা উপহার দিতে থাকুন। শুভেচ্ছা ও শুভকামনা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭
মামুন রশিদ বলেছেন: কামাল উদ্দিন হল ? আমিও বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে অনেক রাত ঐ হলে কাটিয়েছি ।
আপনার শুভকামনায় আপ্লুত হয়েছি ভাইয়া ।
শুভকামনা নিরন্তর । ভাল থাকবেন সব সময় ।
২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৫
প্রতিভাবান বালক বলেছেন: শুভ জন্মদিন মামুন ভাই
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রতিভাবান বালক আদনান
২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৯
শ্যামল জাহির বলেছেন:
সামু'তে প্রবেশ করিবা মাত্রই ....অচল রম্য গাঁথা দৃষ্টি গোচর হইলো।
ঋণদাতা, সাংগঠনিক দক্ষ আজগর(তোতলা)নামা পড়িতে যাইয়া- পেন্সিল আর্টিস্ট; বাম দলের একক নেতা নাসেরের(টাংপুমিতে সেরা) ওয়াশিং মেশিনের সন্ধান মিলিলো!
বয়োবৃদ্ধ অধ্যাপকের বোধগম্য না হইলেও; লোকম্যাড লোকমানের সৌজন্যে গুপ্তসাহিত্যের পাতা খাতায় আবিষ্কার করিয়া ক্লাসের বালিকারা মজা লুটাইয়া, উৎসুক হইয়া আজগর কোথায়(?) খোঁজ করিল ঠিকই!
শিমুল তুলার ডাবল লেপ বিশেষ সময়ে ব্যাবহারের আগাম বার্তাখানি আজগর-ই দিয়াছিল কিন্তু!
***************************************************
শুভ জন্মদিন প্রিয় মামুন ভাই!
হাসি-খুশী আর শান্তিতে থাকুন সব সময়।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৬
মামুন রশিদ বলেছেন: হাহাহা,
অনেক ধন্যবাদ শ্যামল জাহির ভাই ।
আপনার সুন্দর মন্তব্যে মন টা আরো ভাল হয়ে গেল ।
ভাল থাকবেন সব সময় ।
শুভকামনা নিরন্তর
২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভ জন্মদিন, ভ্রাতা।
এমন দিনে কেক ছাড়া কিছু জমে
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১১
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু শোভন..
হবে হবে, সব হবে । আপাতত জমা থাকল
২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৪
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, মজার হৈসে ।
হ্যাপ্পী বার্থডে !!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় মুন ।
২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৮
এহসান সাবির বলেছেন: শুভ জন্মদিন প্রিয় মামুন ভাই! ভালো থাকুন সব সময়।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ এহসান সাবির ।
শুভকামনা সতত
২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২১
অদৃশ্য বলেছেন:
প্রিয় মামুন ভাই
জন্মদিনের শুভেচ্ছা রইলো...
_________
সকাল বেলাতেই এমন একটি লিখা আজ পড়া হবে সেটাতো আর ভাবনায় ছিলোনা... চরম রম্য... হাসতেই আছি...
আমি ধারনা করেছিলাম মাঝেরটা আপনি... আপনার প্রিয় কিছু বন্ধুর কথা জেনে খুবই ভালো লাগলো...
''আজগরেস্কু'' আর ''আজঙ গুরঙ'' এই দুইটা নাম খুব পছন্দ হইছে...
শুভকামনা...
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
মামুন রশিদ বলেছেন: হাহাহা, অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার ।
রম্যটা অত ভাল হয় নি । হল জীবনের প্র্যাকটিকাল জোকস বলা যায় । তবু আপনার ভাল লেগেছে জেনে প্রীত বোধ করছি ।
আপনার ধারণা সঠিক, মাঝেরটাই আমি ।
নাম বিকৃত করে ডাকলে এখনো আজগর খেপে যায়, সেই আগের মতই তোতলায় ।
২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪০
মাসুম আহমদ ১৪ বলেছেন: আজগর কাহিনির কথা আমার একটা লেখায় কমেন্টে বলছিলেন।
লেখাটা এনজয় করলাম
শুভ জন্মদিন!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮
মামুন রশিদ বলেছেন: হ্যাঁ মাসুম ভাই, আপনার ঐ পোস্ট পড়েই আজগরের কথা মনে এসেছিল । কিছু এডাল্ট কন্টেন্ট (ইয়াং লাইফে যা হয় আর কি! ) থাকায় ইতস্তত করছিলাম, কিন্তু আপনার আর খেয়াঘাট এর উৎসাহ পেয়ে লিখেই ফেললাম
ভাল থাকবেন প্রিয় মাসুম ভাই ।
২৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১০
অশ্রু কারিগড় বলেছেন: প্রকৃত নাম ঃ আজগর
বাংলা নাম ঃ অজগর
ইংলিশ নাম ঃ পাইথন
পোলিশ নাম ঃ আজগরেস্কু
রাশান নাম ঃ আজগরভ
মঙ্গোলিয়ান নামঃ আজঙ গুরঙ[/sb
।
।
কতদিন প্রাণ খুলে বন্ধুদের সাথে আড্ডা দেই না ।
শুভ জন্মদিন । কেক খাইতে ইচ্ছা করে ........
।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । সত্যিই দিন গুলো কি মজারই না ছিল । কোথায় হারিয়ে গেল..
ভাল থাকবেন । শুভকামনা
২৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৬
আমি তুমি আমরা বলেছেন: শুভ জন্মদিন মামুন ভাই। আপনার আগামীর পথ চলা শুভ হোক
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার ।
শুভকামনা নিরন্তর
২৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
শ্রদ্ধেয় মামুন ভাই আপনার এই জন্মদিন বয়ে আনুক আপনার জীবনে অবারিত চিরধারা, সুন্দর আর অনিন্দের সাথে হোক নতুন করে আপনার জীবনের গতিধারা।
শুভ জন্মদিন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
মামুন রশিদ বলেছেন: বর্ণাঢ্য সাজসজ্জা, রঙিন আলোর ঝলকানি, ব্যাপক খানাপিনা, উচ্ছল তরল থ্রী-চিয়ার্স এবং শেষে পান-সুপারি..
এত এত আয়োজন দেখে আমারতো মাথা ঘুরছে কান্ডারী :#>
এখন আমার কি হপে! কখন হপে!
৩০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা, খুব চমৎকার করে লিখেছেন!
শুভ জন্মদিন মামুন ভাই!
কোনোদিন বেহেস্তে দাখিল হইতে পারলে আল্লারে বলমু বাগিচা, হূর লাগবোনা, ,;আবার একটা হল বানায়ে দাও, অইখানে সুখে দুক্ষে থাকি সব কইটা একসাথে! বেশ নস্টালজিক হয়ে যাচ্ছিলাম আপনার লেখা পড়ে! এক স্কুলের বন্ধু, আরেকটা হল হল জীবনের বন্ধু- এই দুইটা বন্ধুত্তের কেমিস্ট্রি আলাদারকম, সহজ, সাবলীল!
আমাদের যুগে আবার গুপ্ত সাহিত্যের ডিজিটাল ভার্শন চলে আসছে, আমরা দল বেঁধে পরীক্ষার আগে কিছু সংগ্রাহকের রুমে যেতাম ঘুম কাটাতে, কাজও হইতো বেশ ভাল! আরও কত যে স্মৃতি! আপনি লিখেছেন খুব চমৎকার করে!
শুভকামনা রইলো মামুন ভাই!
জন্মদিন মোবারক!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
মামুন রশিদ বলেছেন: কোনোদিন বেহেস্তে দাখিল হইতে পারলে আল্লারে বলমু বাগিচা, হূর লাগবোনা, ,;আবার একটা হল বানায়ে দাও, অইখানে সুখে দুক্ষে থাকি সব কইটা একসাথে!
হাহাহা, আপনার এক্সপ্রেশন পড়ে টাশকি খাইছি ।
গুপ্ত সাহিত্যের ডিজিটাল ভার্সন তাইলে ঘুম কাটানোর টনিক!
খুব মজা পেয়েছি আপনার মন্তব্য পড়ে ।
শুভকামনা ইফতি ভাই । ভাল থাকবেন সব সময় ।
৩১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
মাহমুদ০০৭ বলেছেন: শুভ জন্মদিন মামুন ভাই!
জওয়ানকালেই দেখি আপনার চুল কমে গেছিল
পোস্ট পড়ে ত হাসতে হাসতে শেষ ।
আপনি মানুষ টা অতীতে সুবিধার ছিলেন না বুঝতে পারলাম
মুম রহমান ভাইয়ের লিখা আমি পরেছি । খুব ভাল লাগছে জেনে এখন
৩ বন্ধুই লিখালিখিতে আছেন ।
ভাল থাকুন মামুন ভাই
সুস্থ সুন্দর জীবন উপভোগ করুন
ইতি
মাহমুদ০০৭
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৬
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় মাহমুদ ।
আপনার আন্তরিক মন্তব্যে প্রীত বোধ করছি ।
শুভকামনা নিরন্তর । ভাল থাকবেন সব সময়
৩২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫২
নেক্সাস বলেছেন: Many Happy returns of the day.....
Happy Birthday dear Mamun vai. Wish you longlife
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস ভাই ।
আপনার জন্যেও শুভকামনা । ভাল থাকবেন ।
৩৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
সায়েম মুন বলেছেন: হল লাইফে কত শত মজার ঘটনা দেখো শোনা জানার অভিজ্ঞতা হয়। যে না থাকিয়াছে। তাহার লাইফের আটআনা বৃথা।
আজগর কাহিনী যথেষ্ঠ আনন্দ দিলো।
এরকম প্রাণবন্ত্য থাকুন। লিখে যান নিয়ত।
শুভ জন্মদিন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
মামুন রশিদ বলেছেন: হুম, যে না থাকিয়াছে তাহার লাইফের আট আনাই বৃথা..
আজগর কাহিনী আসলে প্র্যাকটিকাল জোকস, যা লিখেছি তার চেয়ে ঘটনাগুলো ছিল বেশি মজার ।
অনেক অনেক ধন্যবাদ সায়েম মুন ভাই ।
শুভকামনা নিরন্তর
৩৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
সোমহেপি বলেছেন: happy birth day
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
মামুন রশিদ বলেছেন: থ্যান্কিউ প্রিয় ব্লগার ।
ভাল থাকবেন
৩৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
খাটাস বলেছেন: ওহে ভায়া, আজগর নামা পাঠে ব্যাপক তর হাস্য রসে সিক্ত হইয়া হিংসিত বোধ করিতছি।
শুভ জন্মদিন ও অনেক অনেক শুভেচ্ছা মামুন ভাই।
ইয়ে মানে আপনার জন্মদিনের দিনের কোন ছবি নাই। :!> :#>
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
মামুন রশিদ বলেছেন: হাহাহা, আজগর নামা ভাল লাগায় প্রীত বোধ করছি ।
অনেক ধন্যবাদ খাটাস ভাই ।
জন্মদিনের ছবি দেখতে চান!
৩৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
সুমন কর বলেছেন: আপনার পোস্টটি রাতেই পড়ছিলাম কিন্তু নেট চলে যাওয়ায় মন্তব্য করতে পারি নাই।
এখন বাসায় এসেই আপনাকে বলছি, শুভ জন্মদিন মামুন ভাই।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর ।
ভালো থাকবেন
৩৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫
আমি ইহতিব বলেছেন: গল্প পড়তে সময় লাগবে, আগে জন্মদিনের শুভেচ্ছা জানাই। অনেক অনেক শুভ কামনা আপনার ও আপনার মা- বাবার জন্য। অনেক ভালো থাকুন সবাই এই দোয়া করি।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ বিথী আপু ।
আপনারাও সবাই ভাল থাকুন ।
শুভকামনা
৩৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কেক খাওয়াইলেই হপে
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
মামুন রশিদ বলেছেন: মনে থাকে যেন
৩৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
ভিয়েনাস বলেছেন: শুভ জন্মদিন ভাইজান
সারাটা জীবন এমন আনন্দময় হোক আপনার অনাগত দিন গুলো।
শুভকামনা রইলো
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি ।
আপনার জন্যেও শুভকামনা । ভাল থাকুন সব সময়
৪০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩
মুম রহমান বলেছেন: শুভ জন্মিদন দোস্ত! জন্মদিনে তুই আমাকে এই অসধারণ লেখাটা উপহার দিলি! আমি তোকে কী দেই? ভালবাসা। নিবি? আর সময় থাকলে একদিন গুলশান আয়। আমি এখন বিবিসি মিডিয়া একশ্যানে কাজ করি। চল দেখা করি। রূপমকে পারলে নিয়ে আয়।
আমার ফোন নাম্বার তোর এফবি ইনবক্সে দিলাম।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
মামুন রশিদ বলেছেন: তুই ব্লগে আসায় খুব ভাল লাগছে দোস্ত । এটাকে কোন লেখা হিসাবে ধরা ঠিক হবে না, বলা যায় প্র্যাকটিকাল জোকস । কারেক্টারগুলোকে তুইও চিনিস । অনেকটা নস্টালজিয়ায় আপ্লুত হয়ে পুরাতন বন্ধুদের নিয়ে একটু মজা করা আর কি !
আসব তোর অফিসে । রুপমকেও বলব তোর কথা । ভালবাসার বন্ধনে আছি আজীবন । তুই, তোর পরিবার সবাই ভাল থাকিস ।
শুভকামনা নিরন্তর
৪১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০
টুম্পা মনি বলেছেন: শুভ জন্মদিন। পার্টি দেন, কেক খাওয়ান, সাথে কাচ্চি বিরিয়ানীরও ব্যবস্থা রাখতে পারেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২
মামুন রশিদ বলেছেন: হাহাহা, পার্টি দিতে তো আপত্তি নেই, কিন্তু খাবে কে ?
অনেক ধন্যবাদ আপু । ভাল থাকবেন
৪২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
হাসান মাহবুব বলেছেন: রম্য সরস হয়েছে। কিছু নতুন শব্দ আর বাক্য বেশ মজা দিলো। যেমন, তিন গুনন ছবি, টাংপুমি, চুটকি শুনিয়া আণবিক বোমার মত ফাটিয়া পড়া...ইত্যাদি।
মুম রহমান আপনার বন্ধু! তাকে অনেক আগে থেকেই ছিনি ব্লগে। তার পুরোনো পোস্টে আমাদের মন্তব্য প্রতিমন্তব্য পাবেন। সিনেমা নিয়ে তার বইও সংগ্রহে ছিলো।
শুভ জন্মদিন। জীবন আনন্দময় হোক।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ হামা ভাই ।
কি বলব, ইদানিং বন্ধুদের খুব ফিল করি । ন্যাংটা কালের, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সব বন্ধুর কথা স্মৃতিপটে কেবলই আসা-যাওয়া করে ।
বাট, প্র্যাকটিকেল লাইফের জব-ফ্যামিলি সার্কেল থেকে বেরুতে পারি না । বৃত্তের ভেতর ঘুরতে ঘুরতে হঠাৎ বন্ধুদের কথা মনে আসলে রিফ্রেস বোধ করি ।
একদিন ছুটি হবে, অনেক দুরে যাব..
ভাল থাকুন । শুভ কামনা ।
৪৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯
লাবনী আক্তার বলেছেন: শুভ জন্মদিন মামুন ভাই! জীবনের প্রতিটি মুহুর্ত শুভ হোক।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু ।
ভাল থাকবেন । শুভ কামনা
৪৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬
একজন আরমান বলেছেন:
শুভ জন্মদিন প্রিয় মামুন ভাই। শুভ হোক আগামি দিনগুলো।
উইশ করতে দেরি কইরা ফালাইলাম।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরমান ভাইডি ।
দিনের ভিতরেইতো শুভেচ্ছা পেয়েছি ।
ভাল থাকবেন
৪৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভ জন্মদিন!!!!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ বর্ষণ ।
ভালো থাকা হোক সব সময়
৪৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০
তন্দ্রা বিলাস বলেছেন: শুভ জন্মদিন প্রিয় মামুন ভাই। দোয়া করি আপনি যেন দীর্ঘজীবী হোন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তন্দ্রা বিলাস ।
আপনিও ভাল থাকুন সব সময় । শুভকামনা
৪৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শুভ জন্মদিনে প্রিয় মামুন রশিদ ভাইয়াকে অনেক অনে শুভেচ্ছা সরি ফর লেট
মাত্র হসপিটাল থেকে আসছি
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮
মামুন রশিদ বলেছেন: উমম.. ইয়াম্মি চকোলেট কেক
খেতে না পারলেও দেখেই জিভে জল এসেছে বিথী ।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা
৪৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: শুভ জন্মদিন!!!
অনেকদিন পড়ে লগইন হলাম ...
ছবিটা দেখে -নির্মলেন্দু গুনের সেই লাইনটা মনে পড়ে গেলো -
আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম
এখন , মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি...
চিরন্তন , চিরঞ্জীব শুভকামনা রইলো...
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১
মামুন রশিদ বলেছেন: আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম
এখন , মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি...
হ্যাঁ, অমোঘ নিয়তির পথেই হাটছি । একেকটা জন্মদিন আসা মানেই জীবন থেকে আরো একটা বছর কমে যাওয়া ।
অনেক ধন্যবাদ ফজলুল করিম ভাই । প্রিয় কবির চমৎকার লাইন দুটো শেয়ার করার জন্য ।
৪৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭
অদ্বিতীয়া আমি বলেছেন: শুভ জন্মদিন মামুন ভাই
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু
৫০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮
শাহেদ খান বলেছেন: একেবারে 'ইলেভেন্থ আওয়ার'এ আসলাম !
শুভ জন্মদিন !
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় শাহেদ খান ।
শুভ কামনা নিরন্তর । ভালো থাকবেন
৫১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১২
দুঃস্বপ্০০৭ বলেছেন: অনেক আগেই মন্তব্য করতে চেয়েছিলাম কিন্তূ মন্তব্য পোস্ট করার সময় বারবার লগআউট হয়ে যাচ্ছিলো ।
শুভ জন্মদিন মামুন ভাই । ভালো থাকুন । আল্লাহ আপনার মঙ্গল করুন । এই দিনটি বারবার ফিরে ফিরে আসুক ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ দুঃস্বপ্ন
৫২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সময় করে পড়ব আবার। হুমায়ূন আহমেদের মতন আপনিও কেমিস্ট্রির মানুষ ।ভাল। আবার গলপ ও লেখেন।যখন আপনি জাবিতে পড়েন তখন আমি স্কুল ছাত্র মামুন ভাই।অষ্টম শ্রেণীতে পড়ি বোধ হয়।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০০
মামুন রশিদ বলেছেন: এতদিন আপনাকে আমার চেয়েও মুরুব্বী মনে করেছিলাম, ক্যাম্নে কি
৫৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১২
খাটাস বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: যখন আপনি জাবিতে পড়েন তখন আমি স্কুল ছাত্র মামুন ভাই।অষ্টম শ্রেণীতে পড়ি বোধ হয়।
বলতে ভুলে গেছিলাম। তখন আমি পারিবারিক ছাত্র, হাটা শিখছিলাম। :!>
আপনাকে ভাই ডাকব>? কনফিউজড :!>
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৩
মামুন রশিদ বলেছেন: কেন! কেন! আমাকে ভাই ডাকবেন কেন ?
আমার লেখায় যতক্ষন তারুন্য থাকবে, আমাকে টিন এজার ভাবলেই খুশি হব
৫৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮
খাটাস বলেছেন: আমার লেখায় যতক্ষন তারুন্য থাকবে, আমাকে টিন এজার ভাবলেই খুশি হব
তাহলে আপনি সারা জীবন আমার ছোট ভাই হয়েই থাকবেন।
কমেন্ট এ লাইক দিলাম মামুন ভাই।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮
মামুন রশিদ বলেছেন:
৫৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬
প্রত্যাবর্তন@ বলেছেন: আজগর কাহিনীটা জোস ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৩
মামুন রশিদ বলেছেন: থ্যান্কিু থ্যান্কু
৫৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
শুঁটকি মাছ বলেছেন: সেই কবেকার কথা!!!!!!!!!!!!!তখন কেবল জন্ম নিছি!!!!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪
মামুন রশিদ বলেছেন: বুড়ো হয়ে গেলাম তো..
৫৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২
শুঁটকি মাছ বলেছেন: সরি ভাইয়া।উইশ করতে ভুলে গেছি।হ্যাপি বাড্ডে!!!!!!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু আপু, থ্যান্কু
৫৮| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫
আরজু পনি বলেছেন:
হাহা মজা পেলাম আর আপনার ইয়ারটাও জানা হলো ...যদিও এটা কোন ব্যাপার না ...লেখাই মূল কথা ।
তব আপা কে নিয়ে কৌতুকটা হয় বুঝি নাই, না হয় পছন্দ হয় নাই
আর 'টাংপু' দ্বিতীয়বারে বুঝতে পেরেছি
বাহ, এর মাঝে যে আপনার জন্মেদিনও চলে গেল জানি না তো ...অবশ্য কয়দিন ভেজালে ছিলাম বলে শুধু নিজের ব্লগেই টুকটাক এসে ঘুরে যেতাম ।
জন্মদিনের দিরং শুভেচ্ছা রইল
০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৫
মামুন রশিদ বলেছেন: আফাগো, আপ্নে আমার কাছে সুদ্দর আফার লাহান
আপাকে নিয়ে কৌতুকটা বয়সের দোষ, আমার নিজের কাছেই এটা এখন অশ্লীল
দিরং শুভেচ্ছা গৃহিত হইলো
৫৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪২
কালীদাস বলেছেন: লেট হেপি বার্থডে।
এই হইল ইরেগুলার হওয়ার কুফল
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫
মামুন রশিদ বলেছেন: দুঃখিত কালিদাস ভাই, আপনার মন্তব্য খেয়াল করি নি ।
কিট্টি হৈয়া গেল
উইশ করার জন্য অনেক ধন্যবাদ ।
শুভ কামনা
৬০| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৮
শেরজা তপন বলেছেন: চরম হৈসে! অনেক দেরিতে জন্মদিনের শুভেচ্ছা। ব্যস্ততার জন্য এইটুকু লেট ক্ষমা করিবেন।
১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শেরজা তপন ।
ঈদ শুভেচ্ছা
৬১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
উদাস কিশোর বলেছেন: জন্মদিনের শুভেচ্ছাটা নাহয় আগামি বারই জানাবো
৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬
মামুন রশিদ বলেছেন: হাহাহা, আগাম নিয়ে নিলাম
৬২| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১২:৫৬
খেয়া ঘাট বলেছেন: ইহাতো আমি আগেও বেশ কয়েকবার পড়িয়াছিলাম। কী পরিমাণ যে হাসিয়াছি। এই নাছিরই তবে সেই নাছির...................ব্যাপক মজা পাইলাম।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৫১
মামুন রশিদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬
দলছুট শুভ বলেছেন: শুভ জন্মদিন মামুন ভাই।
হ্যাপি শুভ বার্থ দিবস ।