নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে ।

মামুন রশিদ

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগ...

মামুন রশিদ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শরৎ শুভ্র সেপ্টেম্বার

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪





ই-বুক আপডেটঃ ব্লগার মুহম্মদ ফজলুল করিম ভাইয়ের প্রশংসনীয় উদ্যোগে এই সংকলনের পিডিএফ ভার্সন এসেছে এবং সংকলনে যুক্ত হয়েছে ।



প্রকৃতিতে শরৎ ঋতুর আবাহন । 'শরত-আলোর কমলবনে, বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে ।' রবীন্দ্রনাথ জানতেন শরৎকাল স্মৃতির কাল, শরতে অতীত সুখদুঃখময় জীবনের পূর্ণতা । সাদা তুলোর মত মেঘের এখন নীলাকাশ পাড়ি দিয়ে ঘরে ফেরার তাগাদা । ইচ্ছে হলেই ভিজিয়ে দেয় ইচ্ছে দুপুর । কাশবনের দোলাচলে উঁকি দেয় সুনীল আকাশ । শরৎ শুভ্রতায় এবার ৪৫ জন গল্পকারের ৫৬টি গল্প নিয়ে সাজিয়েছি, 'সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শরৎ শুভ্র সেপ্টেম্বার'১৩'



কিছু কথা থেকেই যায় । সংকলনের গল্পগুলো নির্বাচিত হয় শুধুই ভালোলাগা থেকে । সংকলকের নিজের ভালোলাগা অবশ্যই থাকে । পাশাপাশি কোন গল্পের মন্তব্যে ব্লগের গুনী গল্পকারদের ভালোলাগার প্রকাশকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হয় । আর সংকলন অপূর্ণ থেকেই যায়, যতক্ষন না পাঠক তাদের ভালোলাগার গল্পের কথা জানিয়ে যান । পাঠকের ভালোলাগার কোন গল্পের লিংক পাওয়া মাত্রই সংকলনে আপডেট করা হবে ।





**********************************************



সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শরৎ শুভ্র সেপ্টেম্বার'১৩





♣♣ দুর্ঘটনা প্রবণ এলাকার মানুষেরা । -হাসান মাহবুব



♣♣ বেনজোর কর্কশ ব্যাঞ্জো । -হাসান মাহবুব



♣♣ কার কাছে সেই কলম আছে? -হাসান মাহবুব



♣♣ বাতিঘরের সংবিধান । -হাসান মাহবুব



♣♣ কল্প-গল্পঃ ক্লোরোপ্লাসটিক মেসেজ । -শান্তির দেবদূত



♣♣ গল্পঃ পিতা-পুত্র । -জুলিয়ান সিদ্দিকী



♣♣ গল্পঃ প্রতিপক্ষ । -জুলিয়ান সিদ্দিকী



♣♣ গল্পঃ ফিরে পাওয়া হেরে যাওয়া । -নোমান নমি



♣♣ গল্পঃ ভাঙ্গনের শব্দ শুনি । -কান্ডারী অথর্ব



♣♣ গল্পঃ বায়োনিক । -কান্ডারী অথর্ব



♣♣ গল্পঃ প্রিয়তা । -ড়ৎশড়



♣♣ গল্পঃ আকাশে আঁকা প্লাগ । -প্রোফেসর শঙ্কু



♣♣ গল্পঃ এবার আমার পালা । -নাজিম-উদ-দৌলা



♣♣ গল্পঃ প্রযুক্তির পরাজয় । -নাজিম-উদ-দৌলা



♣♣ গপঃ রুমাল । -মাসুম আহমদ ১৪



♣♣ ছোটগল্পঃ প্রতিদান । -খেয়া ঘাট



♣♣ ছোটগল্পঃ জুতো । -খেয়া ঘাট



♣♣ ক্যানভাসে আঁকা জীবনের তৈলচিত্র । -জুন



♣♣ আরিত্রিকা- দ্যা গার্ল অব শ্যাডো । -শায়মা



♣♣ রানু ও তার লাল নীল সংসার । -শায়মা



♣♣ গল্পঃ দি স্ট্রেঞ্জার ইন দি পার্ক । -লেজকাটা বান্দর



♣♣ কার যে কখন সুর কেটে যায় । -সমুদ্র কন্যা



♣♣ গল্পঃ একটি অচল নোট । -অচিন্ত্য



♣♣ আমার ভুলের স্রোতে ভেসে যাওয়া তোমার ভালবাসা । -শুঁটকি মাছ



♣♣ কেঁদেও পাবেনা তারে অজস্র বর্ষার জলে । -শুঁটকি মাছ



♣♣ স্বপ্নভূক সময়ে স্বপ্নের বিকিকিনি । -নেক্সাস



♣♣একটি প্রেমের গল্পঃ চকোলেট । -কয়েস সামী



♣♣ গল্পঃ "লাকি ফায়ার ফ্লাই" । -শশী হিমু



♣♣ প্রেমের গল্পঃ চলো বৃষ্টি বানাই । -মোহাম্মদ রাফিউজ্জামান সিফাত



♣♣ গল্পঃ স্থির চিত্র । -সোমহেপি



♣♣ গল্পঃ একজন রক্তযোদ্ধা । -অপু তানভীর



♣♣ সাইফাই গল্পঃ রামপাল টকশো । -অপু তানভীর



♣♣ গল্পঃ বাসর বিভ্রম । -ভিয়েনাস



♣♣ ~মধ্যপদলোপী কু-কর্মকারক~ । -পুরোনো পাপী



♣♣ কখনও একটি কলম প্রেমে পড়েছিলো এক ভালোবাসার গল্পের । -আদনান শাহরিয়ার



♣♣ সংক্ষিপ্ত যাত্রা বিরতি । -মাগুর



♣♣ গল্পঃ দ্য উইন্ডো । -ফ্লাইং ডাচম্যান



♣♣ গর্ভ (একটি মানবিক সাইন্স ফিকশন) । -বোকা মানুষ বলতে চায়



♣♣ গল্পঃ সীমানা ছাড়িয়ে । -টুম্পা মনি



♣♣ গল্পঃ আলোর মিছিল । -টুম্পা মনি



♣♣ নগরকাকের গল্প । -মুরাদ-ইচ্ছামানুষ



♣♣ গপ্প । -বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর



♣♣ গল্পঃ কাকতালীয় । -রেজওয়ানা আলী তনিমা



♣♣ নিজের গাড়ির গল্প । -তুষার আহাসান



♣♣ আকাশ স্বপ্নের মুখটা তুলে ধরে আলতো করে চুমু খেল কপালে। বললো আমি তোমাকে অনেক ভালোবাসি । -রোকেয়া ইসলাম



♣♣ ছোটগল্পঃ তোমারে ভালবেসেছি । -লাবনী আক্তার



♣♣ তিথি কিংবা বৃত্তের গল্প । -নষ্ট কাক



♣♣ ধূসর অন্ধকার । -ইমরাজ কবির মুন



♣♣ ছোটগল্পঃ এমভী জলরাজ । -আলোর পরী



♣♣ গল্পঃ মেমোরী ইরেইজ । -সুমন কর



♣♣ অপত্য । -আফসিন তৃষা



♣♣ সৈয়দ সাহেবের ধুমপান বৃত্তান্ত । -toysarwar



♣♣ ছোটগল্পঃ বিষ । -নাছির৮৪



♣♣ গল্পঃ ইলিশ । -মাহমুদ০০৭



♣♣ ডেবিট ক্রেডিট জীবন ও একটি ফাইল । -আজমান আন্দালিব



♣♣ ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া । -মামুন রশিদ







আপডেটঃ সংকলনে নতুন গল্প যুক্ত হয়েছে ।



## জমি । -আল-বিরুনী প্রমিথ



## ক্ষুদেবার্তা । -মৌমিতা আহমেদ মৌ



## এই গল্পের নাম কবিতা । -ইসতিয়াক অয়ন



## ব্যাচেলরং পাত্রীনং তপঃ !! -শিসতালি





ই-বুক আপডেটঃ ব্লগার মুহম্মদ ফজলুল করিম ভাইয়ের প্রশংসনীয় উদ্যোগে এই সংকলনের পিডিএফ ভার্সন এসেছে, যারা ডাউনলোড করতে চান লিংকে ক্লিক করুন ।

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শরৎ শুভ্র সেপ্টেম্বার'১৩ পিডিএফ



*********************************************



উৎসর্গঃ ঋষি ব্লগার 'ইমন জুবায়ের' ভাই, যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত সামহোয়্যারইন ব্লগে পরম মমতায় ব্লগিং করেছেন । বাংলা ব্লগ জগৎ তাঁর কাছে চির ঋনী ।



"জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন

জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন ।"






*********************************************



ফটোক্রেডিটঃ মাননীয় মন্ত্রী মহোদয়



বিশেষ কৃতজ্ঞতাঃ অপর্ণা মম্ময়





পূর্বে প্রকাশিত গল্প-সংকলনঃ



সামহোয়্যারইন গল্প-সংকলনঃ আশিস বহি আগস্ট'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শ্রাবণধারায় জুলাই'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ রিমঝিম জুন'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মহিমান্বিত মে-১৩

মন্তব্য ১৪১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪১) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: ভাই, আমাকে বাদ দিলেন কেন ? আমি ছোট বলে আমাকে অবহেলা করবেন না।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৮

মামুন রশিদ বলেছেন: হুম...

২| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

মাহবু১৫৪ বলেছেন: ভাল পোস্ট

+++

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৮

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ :)

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: আবার ধনে পাতা প্রিয় মামুন ভাইকে :)
প্রিয়তে নিলাম ।
আর সবাইকে আন্তরিক শুভকামনা দিয়ে গেলাম :)
ভাল থাকুন মামুন ভাই :)
সেপ্টেম্বর মাসের জন্মদিনের শুভেচ্ছাও দিলাম আপনাকে ।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩২

মামুন রশিদ বলেছেন: সেপ্টেম্বার মাস অনবদ্য B-)

৪| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমি দেখি মাত্র ৩/৪ টা পড়ছি।
পুরাই ফেল!

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৪

মামুন রশিদ বলেছেন: চিন্তা নেই, আপনার জন্যই সংকলন :D

৫| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:২০

এহসান সাবির বলেছেন: সংকলন ভালো লাগে, এক সাথে অনেক লিংক পাওয়া যায়। না পড়া ভালো লেখাগুলি সহজে পাওয়া যায়। ধন্যবাদ মামুন ভাই।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৫

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই ।

৬| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটা প্রচ্ছদ হয়েছে। খুব চমৎকার লাগছে। আর আপনি যে ডেডিকেশন নিয়ে এই কাজ করছেন, তা অবশ্যই সমর্থন, সাধুবাদ বা প্রশংসার যোগ্য।

প্রতিবারই বলি আমার মত একজন আলসে পাঠকের জন্য এই ধরনের সংকলন সত্যি অনেক উপকারী। অনেকের অনেক লেখা পড়া হয় না, সেটা এক সাথেই পড়তে পারি।

এই কাজের সাথে সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৮

মামুন রশিদ বলেছেন: মন্ত্রী রকজ B-)


আপনার গল্প থাকলে আরো ভাল লাগত ।

৭| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: এতো পরিশ্রম ক্যামনে করেন কে জানে ! প্রচ্ছদটা ভারি সুন্দর ! আর আপনার শ্রমে স্রদ্ধা ! +++

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:০১

মামুন রশিদ বলেছেন: প্রচ্ছদটা সত্যি সুন্দর । সাথে থাকার জন্য ধন্যবাদ ।

৮| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মামুন ভাই, এই পোষ্ট বোধহয় আমার মতো অলসদের। যারা সারামাস ধরে কিছু পড়ে না। আপনার এই পোষ্ট অবশরের ব্যস্ততম আয়োজন হয়ে থাকবে।

শুভেচ্ছা।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৯

মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, আপনি ঠিক জায়গায় এসেছেন । B-)



শুভ কামনা ।

৯| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৫১

এম মশিউর বলেছেন: জীবনে প্রথম একটা ছোটগল্প (মতিভ্রম) লিখেছিনু! কারো নজরেই পড়লো না। হাতের লেখা কাঁচা বলে কি ঠাই মেলে না এই সংকলনে? /:)

ব্লগে আসা ৩ মাস হল। একদম নতুন। হাতের লেখা কাঁচা হওয়া স্বাভাবিক।



কিচ্ছু কমু না! প্রিয়তে নিলাম। :#>

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৭

মামুন রশিদ বলেছেন: মন খারাপ করবেন না মশিউর, এখন থেকে আপনার গল্প নিয়মিত পড়ব ।


আপনার সেপ্টেম্বার মাসে লেখা গল্পটার লিংক দিয়ে যান দয়া করে । সংকলনে আপডেট করে দিব ।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮

মামুন রশিদ বলেছেন: আপনার গল্প দেখলাম, ওটা আগস্ট মাসে লেখা ।


এনি ওয়ে, গল্প লেখা চালিয়ে যান । শুভকামনা ।

১০| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:২৮

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বুকের মাঝ থেকে অভিনন্দন। আর প্রচ্ছদওয়ালাকে বুকের গহীন থেকে অভিনন্দন।

এই প্রচ্ছদের কাছে ধ্রুব এষ ফেল।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৪

মামুন রশিদ বলেছেন: আমারটা গ্রহন করলাম । প্রচ্ছদওয়ালারটাও পৌছাইয়া দিব । :)

১১| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:৩৪

the lady killer বলেছেন: সিন্ডিকেট ব্লগিং এর জয় হোক !!!

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩০

মামুন রশিদ বলেছেন: সিন্ডিকেট কই দেখলেন ? X( X((


কিছু বলার থাকলে মুল নিকে আসুন ।

১২| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: উপরে একজন ফাতরামো করতে এসেছে , সে নাকি লেডি কিলার ! ওরে গদাম দেন !
মন্ত্রী সুস্থ হয়ে ফিরে এসেছে খুবিই ভালো কথা , প্রচ্ছদ চমৎকার হয়েছে , ভালো লেগেছে সংকলন শুরুর কথামালা ! প্রত্যাশিত সব গল্পই আছে ! শুভকামনা অনেক মামুন ভাই !

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৯

মামুন রশিদ বলেছেন: শুভ কামনা অভি :)

১৩| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৩:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: বরাবরের মতো এবারও দেখি অধিকাংশ গল্পই মিস করে গেছি। প্রতি মাসে এমন কষ্ট সাধ্য কাজ করে ভালো গল্পগুলোকে আমাদের সামনে উপস্থিত করার জন্য আন্তরিক ধন্যবাদ। আমি তো ৩ মাস ধরে সংকলনের অর্ধেক অর্ধেক কাজ করেই হাঁপিয়ে গেছি।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪

মামুন রশিদ বলেছেন: কুনোব্যাঙের জন্য শুভেচ্ছা :)

১৪| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৩

শান্তির দেবদূত বলেছেন: অনেক কষ্ট করেছেন। শুভেচ্ছা রইল।

০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া :)

১৫| ০১ লা অক্টোবর, ২০১৩ ভোর ৬:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
আসি, আমি আসি ! B-)

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮

মামুন রশিদ বলেছেন: B-) B-)

১৬| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৮

আম্মানসুরা বলেছেন: চমৎকার কাজ!
এই সংকলনের কারণে এখন আর সামুতে আগের মতন খোজা খুঁজি করি না, জানি মাস শেষে ভালো লেখা গুলো নিয়ে হাজির হবেন মামুন ভাই।

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৫

মামুন রশিদ বলেছেন: আমি কি সবাইকে আলসে বানিয়ে দিচ্ছি! :-B

১৭| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:০১

দুঃখী__ বন্ধু বলেছেন: কেন গল্প লিখতে পারিনা :( , পোস্ট প্রিয়তে

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

মামুন রশিদ বলেছেন: চেষ্টা করে দেখেন, পারবেন ।


শুভ কামনা ।

১৮| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:১১

কয়েস সামী বলেছেন: গুড জব এগেইন! উই আ' প্রাউড টু হ্যাভ এ ডেডিকেটেড ব্লগার লাইক ইউ!

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

মামুন রশিদ বলেছেন: প্লীজ, একসেপ্ট মাই গ্রেটিচুড :)

১৯| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৭

টিসেলিম বলেছেন: খুব ভাল লাগলো .। প্রিয়তে

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ :)

২০| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৮

আমি অপদার্থ বলেছেন:

সংকলন আন্তর্জাতিক মানের হইছে কারণ ভাইয়ামনির পোষ্ট স্থান পেয়েছে। B-) ;)

নেক্সাস ভাই যে কোন কারনে শুধু কবিতা লেখে আমার মাথায় ধরে না। মাসে অন্তত একটা গল্পও যদি লিখতেন তাহলে সংকলন নিন্দুকের কবল হতে বাঁচত B-)) B-)) B-))
আপনার উদার মনাভাবের জন্য ধন্যবাদ।

উপরে the lady killer কি যেন কহিল #:-S সত্য না কি? ;) :P

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

মামুন রশিদ বলেছেন: কিছু মনে করবেন না, অল্প যেটুকুন সময় পাই ব্লগে পোস্ট পড়েই কাটাই । তাই আপনার এমবিগিউয়াস কমেন্টের অর্থ বুঝতে পারছি না বা বুঝার চেষ্টাও করছি না ।

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২১| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৮

আরজু পনি বলেছেন:

অনেকগুলোই পড়া ।
কিছু কিছু বাকী আছে ।

প্রচ্ছদ খুবই চমৎকার হয়েছে ।

ইয়ে, আমার কোন লেখাকে গল্প বলে চালিয়ে দেয়া গেল না ? :P =p~

অনেক শুভকামনা রইল ।।

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মামুন রশিদ বলেছেন: অল ক্রেডিটিবিলিটি অব প্রচ্ছদ গোজ টু মাননীয় মন্ত্রী B-)


শুধুই আপনার লেখা নিয়ে একটা সংকলন, আমার এম্বিশান ;)


ধন্যবাদ পনি'পু :)

২২| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার !!! বরাবরের মতই ভাল লাগলো।

প্রিয়তে...

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ শোভন :)

২৩| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০০

অপর্ণা মম্ময় বলেছেন: কি আর কহিবো ! মামুন ভাই এত্ত গুলি খারাপ কাজ করলেন ! আপ্নারে কতবার কহিনু আমার পুরান গল্পই না হয় সংকলনে জায়গা দেন, দিলেন না ! হুহ্‌ !

এবারের সংকলনের অনেক গল্পই পড়া, কয়েকটা বাদে। পড়ে ফেলব আশা করি।

সুন্দর প্রচ্ছদ সহ সংকলনে যারা যারা শ্রম দিয়েছেন তাদের ধন্যবাদ।প্রিয়তে নিলাম।

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

মামুন রশিদ বলেছেন: অপর্ণা মম্ময় বলেছেন: কি আর কহিবো ! মামুন ভাই এত্ত গুলি খারাপ কাজ করলেন ! আপ্নারে কতবার কহিনু আমার পুরান গল্পই না হয় সংকলনে জায়গা দেন, দিলেন না ! হুহ্‌ !

সারাদিন অফিসে খুব চাপের মাঝে ছিলাম, এখন আপনার মন্তব্য পড়ে প্রাণ খোলে হাসলাম ।

খুব মিস করলাম আপনার গল্প ।

সুন্দর প্রচ্ছদের কৃতিত্ব মাননীয় মন্ত্রীর ।

ধন্যবাদ । শুভ কামনা ।

২৪| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪

সায়েম মুন বলেছেন: নাইস। বেশীর ভাগ পড়া হয়েছে। কষ্টসাধ্য পোস্টে হাজার প্লাস।

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সায়েম মুন ভাই :)

২৫| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


চুপি চুপি প্রিয়তে নিলাম। কাউকে বইলেন না কিন্তু :D

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মামুন রশিদ বলেছেন: বিরিয়ানি খাওয়ালে কাউকে বলবো না :P

২৬| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৭

অচিন্ত্য বলেছেন: এমন চমৎকার গল্পকারদের সাথে আমার নাম ! ফিলিং এক্সাইটেড !
ধন্যবাদ। প্রচ্ছদটা দারুণভাবে মনকাড়া হয়েছে।

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ অচিন্ত্য । প্রচ্ছদটা আসলেই সুন্দর ।

২৭| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২২

লাবনী আক্তার বলেছেন: পোস্টতো প্রিয়েতে নিলাম। সেই সাথে ভাইয়া এতো পরিশ্রমের জন্য সাধুবাদ জানাচ্ছি।

প্রচ্ছদটা ভালো লেগেছে। শরতের কাশফুল ভীষণ ভালো লাগে।

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:১৩

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপু :)

২৮| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আগের মতই রাখছি... নতুন কিছু করি নাই...পার্ট পার্ট করে ... তবে সোলায়মানী লিপি ইউজ করছি।

পোস্টে আপডেট করে দেন , মামুন ভাই...

আর একটা কথা - এই মাসের সঙ্কলনের নাম হওয়া উচিত ছিলো - দুক্কিত এই মুহূর্তে গল্প সঙ্কলন টিম(সার্ভার) ব্যস্ত আছে!!! ;) ;) ;)

যাই হোক , ফান করলাম - লিঙ্ক হইল - http://storage.fusionbd.com/121594

চিন্তা করতেছি , মিডিয়াফায়ার ছেড়ে দেবো , কিছুদিন পরেই ডিলিট করে দেয় - মনে হয় ৬ মাস।এরপর কেউ , ডাউনলোড করতে গেলে এরর দেখায়...
অন্য হোস্টিং খুজতেছি।

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফজলুল করিম ভাই । ঠিক প্রয়োজনের সময়টাতেই আপনি স্বেচ্ছায় চমৎকার ইবুক উপহার নিয়ে সারপ্রাইজ দেন । ধন্যবাদ দিয়ে ছোট করবনা ভাই, আপনি সংকলন টীমের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছেন ।

টেকি ব্যাপারগুলো আমি অত ভাল বুঝি না । এবারের ই-বুকও দারুণ হয়েছে :)

২৯| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩২

অদৃশ্য বলেছেন:





বরাবরের মতোই চমৎকার কাজ... সংকলনের অনেকগুলো গল্পই পড়া হয়েছে... কিছু বাদ আছে, চেষ্টা থাকবে তা পড়বার...



প্রিয় মামুন ভাইয়ের জন্য
শুভকামনা...

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:০৪

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি :)

৩০| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: বড় করে কমেন্ট দিছিলাম , কিন্তু , সার্ভার এই মুহূর্তে জিএফ এর সাথে ডেটিং এ গেছে দেখে , ডিলিট হয়ে গেলো।
দেখাইলো -

দু:খিত, সার্ভার এই মুহূর্তে জিএফ এর সাথে ফোনালাপে ব্যস্ত আছে।
একটু পর আবার কল দিন।
এছাড়া এই লিংকে ক্লিক করে এখনি এই লম্বরে আবার কল করতে পারেন!!!!!
;) ;) ;) ;)

তাড়াহুড়া করতে গিয়ে ভুল লিঙ্ক দিছিলাম-
আসলটা হচ্ছে –
ইবুক ডাউনলোড লিঙ্ক--
http://storage.fusionbd.com/121608



পরপর পাঁচটা সঙ্কলন কন্টিনিউ করা মোটেই সহজ ব্যাপার না , আপনি সেই কাজ করে যাচ্ছেন...আপনার পাশে এই কাজে থাকতে পেরে আসলেই আনন্দিত অনুভব করছি...

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৪

মামুন রশিদ বলেছেন: দু:খিত, সার্ভার এই মুহূর্তে জিএফ এর সাথে ফোনালাপে ব্যস্ত আছে।
একটু পর আবার কল দিন।


হাহাহা, রসবোধের প্রশংসা করতেই হয় :)

এটা খুব বাজে এবং বিরক্তিকর, একটা বড় কমেন্ট লেখার পর সার্ভার ডাউন হয়ে যাওয়া । সামুর বাগ গুলো অনেক ভোগাচ্ছে, সাথে যোগ হয়েছে ব্যাড গেটওয়ে । আশাকরি কর্তৃপক্ষ বিষয়টিতে গুরুত্ব দিবেন ।

এক সাথে আছি, এই অনুভুতির জন্যই এখনো এটা কন্টিনিউ করে যেতে পারছি ।

পিডিএফ চমৎকার হয়েছে, আমি বিকেলেই ডাউনলোড করেছি এবং পোস্টের সাথে আপডেট করে দিয়েছি ।

ধন্যবাদ । শুভ কামনা ।

৩১| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০

সেলিম আনোয়ার বলেছেন: অনেক কষ্টসাধ্য কাজ সম্পন্ন করেছেন তাই অভিনন্দন থাকলো । :)

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার :)

৩২| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৪

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: সরাসরি প্রিয়তে

ধন্যবাদ মামুন ভাই

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ রাফিউজ্জামান সিফাত :)

৩৩| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: লিখবো ঠিক করেও এই মাসের গল্পটা লেখা হইল না! :( আপনার সংকলনটা দেইখাই মন খারাপ হইলো! :(


সঙ্কলন টিমের সবাইকে অভিনন্দন!


০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮

মামুন রশিদ বলেছেন: এই মাসে দুইটা গল্প লিখেন ইফতি B-)


সংকলন টিমের পক্ষ হতে আপনাকে শুভেচ্ছা!

৩৪| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১

আমি ইহতিব বলেছেন: স্যালুট টু ইউ মামুন ভাই। পোস্ট অবশ্যই প্রিয়তে।

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ বিথি আপু ।


মা-ছেলে দুজনেই খুশি, বেশ লাগছে!


শুভ কামনা নিরন্তর ।

৩৫| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪১

হাসান মাহবুব বলেছেন: আনকোরা কিছু গল্প ভাবসিলাম যোগ করবো, কিন্তু আপনার চোখ কিছুই এড়ায় না। কী যে করি আপনাকে নিয়ে!

পাইছি!

এই লেখকের লেখা পড়ে দেখতে পারেন।

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১০:১০

মামুন রশিদ বলেছেন: আপনার দেয়া সাম্প্রতিক মন্তব্য ফলো করার চেষ্টা করি B-)


আজকে লেখা পড়ার সময় পেলাম না । 'আল-বেরুনী প্রমিথ' এর সর্বশেষ গল্পটি সংকলনে এড করে দিয়েছি ।


লিংক দিয়ে সহযোগীতার জন্য কৃতজ্ঞতা ।

৩৬| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২

সুমন কর বলেছেন: কাল রাত থেকে আমার নেট ছিল না, তাই আজ অফিস থেকে এসেই ফ্রেশ হয়ে নেটে ঢুকেই আপনার এই পোস্টটি খুঁজে পাই এবং গত মাসের মত এই মাসেও সোজা প্রিয়তে। আপনাকে অনেক ধন্যবাদ কারণ অনেক সময় এবং র্ধেয্য নিয়ে আপনি পুরো একমাসের গল্পগুলো আমাদের উপাহার দিয়ে থাকেন। যা আমরা পরে সময় করে পড়ে নিতে পারি।

ভালো থাকবেন।

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সুমন কর ।

৩৭| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৪

শ্যামল জাহির বলেছেন: সংকলনের অনেকগুলো গল্পই পড়া হয়নি। আশা করি বাকী গুলো সময়মত পড়ে নিতে পারবো।

এমন একটি সুন্দর কাজের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। :)

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ শ্যামল জাহির :)

৩৮| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫০

টুম্পা মনি বলেছেন: অনেক কষ্টসাধ্য কাজ সাধন করেছেন। B:-) B:-) B:-)

আমি হলে সত্যি পারতাম না।

অনেক অনেক শুভেচ্ছা জানুন।

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি ।

৩৯| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৩

আমি তুমি আমরা বলেছেন: ভাল প্রচেষ্টা।চলতে থাকুক :)

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩

মামুন রশিদ বলেছেন: ব্লগে পেয়ে ভাল লাগছে ।


অনেক অনেক ধন্যবাদ :)

৪০| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: প্রিয়তে......

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ বর্ষণ :)

৪১| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪১

মামুন রশিদ বলেছেন: সারাদিন অফিসের মিটিঙে ব্যস্ত থাকায় মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গিয়েছে । তাই সবার কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি ।

মুহম্মদ ফজলুল করিম ভাই@ চমৎকার একটা পিডিএফ করে আবারো কৃতজ্ঞতায় বাঁধলেন ।

পিডিএফ ভার্সন সংকলনে আপডেট করা হয়েছে

ধন্যবাদ ।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১

মামুন রশিদ বলেছেন: নতুন তিনটি গল্প সংকলনে আপডেট হয়েছে ।

৪২| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

জুন বলেছেন: মিটিং এ ব্যাস্ত ছিলে বলে কমেন্ট করিনি ।এখন বলছি চমৎকার হয়েছে সংকলন ।
+

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪০

মামুন রশিদ বলেছেন: ফাঁকিবাজ জুনা'পু :P

৪৩| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

শুঁটকি মাছ বলেছেন: ইদানীং প্রতি মাসের শুরুতে এই গল্প সংকলনটার জন্য অপেক্ষা করি।তারপর যখন পোস্টটা দেখি প্রকাশ করেছেন তখন খুব ভয়ে ভয়ে ওপেন করি আর ভাবি আমার গল্প থাকবে তো?
ভাইয়া,সত্যি বলতে আপনার এই পোস্টটা ভীষণ মাত্রায় উৎসাহদায়ক।অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে এটা করার জন্য!!!!!!

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:০২

মামুন রশিদ বলেছেন: আপনার গল্পগুলো দারুন হচ্ছে । নিজেকে ক্রমাগত ছাড়িয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকুক ।

শুভ কামনা ।

৪৪| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৭

শুঁটকি মাছ বলেছেন: Click This Link ভাইয়া এটা পড়ে দেখতে পারেন)

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৬

মামুন রশিদ বলেছেন: লিংক কাজ করছেনা আপু, এরর দেখায় । আরেকটা লিংক দিয়ে যাবে প্লিজ ।

৪৫| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: বরাবরের মতই কিছু বলার নেই। টুপি খুলে রেখে গেলাম।

এবং অবশ্যই প্রিয়তে।

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৭

মামুন রশিদ বলেছেন: কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন প্রোফেসর সাহেব ।

৪৬| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি একটা জিনিষ জানতে আগ্রহী-
আপনার আইডি তো মামুন রশিদ, কিন্তু সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন লিস্টে মামুন৬৫৩ শো করে কেন ?? :-B

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:১১

মামুন রশিদ বলেছেন: মামুন৬৫৩ আমার অরিজিনাল আইডি, পরে মেইল দিয়ে চেঞ্জের অনুরোধ করায় কর্তৃপক্ষ 'মামুন রশিদ' করে দিয়েছেন । তবে অনেক জায়গায় এখনো মামুন৬৫৩ দেখায় ।

৪৭| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন মামুন ভাই ও টিমকে চমৎকার সংকলনের জন্য।

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:১২

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সোনাবীজ ভাই ।


ভাল থাকবেন । শুভ কামনা ।

৪৮| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

আমিনুর রহমান বলেছেন:




পুরো টিমকে ধন্যবাদ দিয়ে ছোট করবো। অসাধারণ কাজ করছেন আপনারা।

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৩

মামুন রশিদ বলেছেন: আমরা আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না :P

৪৯| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: +++++++

কয়েকটা পড়া নাই। পড়ে নিমু !

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৪

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রিয় মাসুম ভাই :)

৫০| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৮

শুঁটকি মাছ বলেছেন: Click This Link ট্রাই।দেখেন তো ভাইয়া এইবার হয় কিনা!!!!)

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

মামুন রশিদ বলেছেন: আপু দুঃখিত, এখনো ডাটাবেজ এরর দেখাচ্ছে । লিংক কপি করার সময় প্যান থেকে http মুছে দিতে হয়, তুমি মনে হয় দাওনি ।

নিচে ইমরাজ কবির মুন একটা লিংক দিয়েছেন, (এই গল্পের নাম কবিতা- ইশতিয়াক অয়ন) আপডেট দিয়েছি । যদি অন্য কোন গল্প হয়ে থাকে, প্লীজ সঠিক লিংক দিয়ে যেও ।

৫১| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
শুঁটকি ম্যাডাম সম্ভবত এটার কথা বলতেসেন ||

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

মামুন রশিদ বলেছেন: লিংক দিয়ে সহযোগীতার জন্য ধন্যবাদ ।

আপডেট করে দিয়েছি :)

৫২| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

মাগুর বলেছেন: উত্তেরী! এই অধম মাগুরের একখান লেখাও দেখি এত এত সম্মানিত লেখকের মাঝে স্থান পেয়েছে! ধন্যবাদ দিবো মামুন ভাই? না থাক... :P

কাল্পনিক ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাই,
অসাধারন একটা প্রচ্ছদ হয়েছে। খুব চমৎকার লাগছে। আর আপনি যে ডেডিকেশন নিয়ে এই কাজ করছেন, তা অবশ্যই সমর্থন, সাধুবাদ বা প্রশংসার যোগ্য।

প্রতিবারই বলি আমার মত একজন আলসে পাঠকের জন্য এই ধরনের সংকলন সত্যি অনেক উপকারী। অনেকের অনেক লেখা পড়া হয় না, সেটা এক সাথেই পড়তে পারি।

সরাসরি প্রিয়তে চালান করে দিলাম। অনেক অনেক শুভকামনা ভাই :)

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮

মামুন রশিদ বলেছেন: হাহাহা, অনেক সুন্দর কমেন্ট । মজা পেয়েছি :)


ভাল থাকবেন মাগুর ।

৫৩| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৪

আমি ইহতিব বলেছেন: মাগুর ভাইয়ের মন্তব্যে + কারন আমিও একজন অলস পাঠক :)

আর মামুন ভাই আমার কোলে তো আমার কন্যা আমার একমাত্র সম্পদ - ঈশিত্ব।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫

মামুন রশিদ বলেছেন: ঈশিত্ব মামনি'র জন্য আদর । হ্যাঁ, ঈশিত্বের কথা মনে পড়েছে আপু । :)

৫৪| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৭

গোর্কি বলেছেন:
গুড জব। শ্রমলব্ধ সুন্দর পোস্টে অগণিত তারা দাগালাম। শুভ কামনা রইল।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩

মামুন রশিদ বলেছেন: তারা গুলো জ্বলতে থাকুক আমার আকাশে ।


ধন্যবাদ :)

৫৫| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০

এ্যংরি বার্ড বলেছেন: নাইস জব

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৫

মামুন রশিদ বলেছেন: থ্যান্কু এ্যংরি বার্ড :)

৫৬| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০১

সমুদ্র কন্যা বলেছেন: মাসের শুরুর দিকে বেশ ভালই পড়েছিলাম তবে শেষের দিকের বেশিরভাগই পড়া হয় নি। আমি আসলে একটানা ধৈর্য ধরে রাখতে পারি না। আপনার এই অসামান্য ধৈর্যের প্রশংসা করতেই হয়। :)

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২

মামুন রশিদ বলেছেন: ধৈর্য্যে যেন অবিরত থাকতে পারি,


ভালো থাকবেন আপু :)

৫৭| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার একটা সংকলন।
গুড জব ব্রো!!!

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি :)

৫৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমিনুর রহমান বলেছেন:

পুরো টিমকে ধন্যবাদ দিয়ে ছোট করবো। অসাধারণ কাজ করছেন আপনারা।


@আমিনুর রহমান , সকল প্রশংসা মামুন ভাইয়ের একারই প্রাপ্য ।

০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫৬

মামুন রশিদ বলেছেন: এ কেমন মন্ত্রী, প্রশংসায় যে খুশি হয় না ! #:-S

৫৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২

ভিয়েনাস বলেছেন: সুন্দর উদ্যোগ ভাইজান। এই মাসে ব্লগে ভালোমতো এ্যাকটিভ ছিলাম।বেশির ভাগ গল্প পড়েছি।তারপরও অনেক গুলো ছুটে গেছে। আপনার পোস্ট থেকে খুঁজে পেলাম।নিজের লেখা গল্পটা দেখেও ভালো লাগলো :D

এমন পরিশ্রমী কাজের জন্য আপনাদের পুরো টিম কে অসংখ্য ধন্যবাদ :)

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯

মামুন রশিদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় কবি ।

:) :)

৬০| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

নেক্সাস বলেছেন: প্রচ্ছদটা জটিল ভাই। কে করছে এটা?

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫

মামুন রশিদ বলেছেন: ব্লগার 'মাননীয় মন্ত্রী মহোদয়' ।

৬১| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ইনকগনিটো বলেছেন: পোস্ট দেখে মনে পড়লো-

এক কালে আমি গল্প লিখতাম। :)

সুন্দর পোস্ট, মামুন ভাই। সময় করে গল্পগুলো পড়ে নেবো।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৮:০২

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ইনকগনিটো :)


আপনার লাস্ট গল্পটা এমনই মুগ্ধকর ছিল যে এখনো মাথায় রয়ে গেছে ।

কম হলেও মাঝে মাঝে গল্প লিখলে ভাল হয়, মাসে কমপক্ষে একটা গল্প ।

শুভকামনা ।

৬২| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: এই প্রথম কোনো লিস্টে আমার নাম উঠল। আমার খুঊঊউব খুশি লাগতেছে। কি মজা। :#) B-)) B-)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৪

মামুন রশিদ বলেছেন: এই খুশি বয়ে যাক জীবনভর ।


শুভ কামনা :)

৬৩| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:
যথারীতি ধন্যবাদ মামুন ভাই। প্রচ্ছদ চমৎকার হয়েছে।
সেপ্টেম্বরে লেখা নিজের গল্প দুটি নিয়ে আমি নিজেই সন্তুষ্ট না।
কোথায় যেন খেই হারিয়ে ফেলেছি! ভাল লাগছে না বলে আর লিখছি না, ব্লগ ছেড়েও কিছুদিন দূরে থাকলাম। আবার লিখা ধরব ইনশাল্লাহ।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৯

মামুন রশিদ বলেছেন: মাঝে মাঝে এরকম হতেই পারে নাজিম । তবে আপনার রিহেবিটেশন প্রোগ্রাম আমি খেয়াল করেছি- রেডিওতে প্রোগ্রাম করলেন, বন্ধুদের নিয়ে জম্পেস আড্ডা দিলেন । আপনি রাইট ওয়েতে আছেন- আশা রাখছি খুব তাড়াতাড়ি নিজেকে ফিরে পাবেন ।

শুভকামনা নিরন্তর :)

৬৪| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯

নাভিদ কায়সার রায়ান বলেছেন: এখনো সব পড়ে শেষ করতে পারলাম না। কিভাবে এসব সংকলন করেন ভাইয়া? এতো ধৈর্য পান কোথায়? দারুণ!

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৫

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ রায়ান ।


শুভকামনা নিরন্তর ।

৬৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৫

নাছির84 বলেছেন: উমদা ! উমদা !....
রয়ে-সয়ে একটি বাদে সবগুলো লেখা পড়লাম। ধৈর্য মানুষকে অনেক দুর নিয়ে যায়..............
মসিবাজদের অদ্ভুত সব শব্দবাজি একসুত্রে গেঁথে আপনি যা উপহার দিয়েছেন, তার অর্পুব খুশবুর জন্য শব্দটা আপনার পাওনা। উমদা.!..উমদা..!

১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০

মামুন রশিদ বলেছেন: উমদা! উমদা!..

নাইস! সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৬৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

আকাশ১৩ বলেছেন: জয়ন্তী !

একজন মেয়ের নাম, একজন মায়ের নাম!
একজন দায়িত্ববান ডাক্তারের নাম !
প্রাণঘাতী ক্যান্সার যার শরীরে সবসময় জানিয়ে দিচ্ছে তার অস্তিত্ব!

হ্যাঁ... জয়ন্তীর শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের জীবাণু একটু একটু করে নিঃশেষ করে দিচ্ছে জয়ন্তীকে! কিন্তু জয়ন্তীর স্বামী অসুখের পর থেকে একটা টাকা দিয়েও তাকে সাহায্য করেনি, তার নাকি নিজেরই নিজের চালচুলো ঠিক নেই। এর মধ্যেই জয়ন্তীর অসুখ ধরা পরে। তার স্বামী তাদের সাথে থাকে না চাকুরীর খাতিরে... মাঝে মাঝে এসে মেয়েকে দেখেই চলে যায়... ব্যাস! দায়িত্ব শেষ! এর মাঝে জয়ন্তীর শ্বশুর চাইছেন বাচ্চাটাকে জয়ন্তীর কাছ থেকে কেড়ে নিতে, অজুহাত কেবলই তার অসুস্থতা! স্বামীও সায় দিচ্ছে তাকে।

জয়ন্তীর এই অসহায়ত্বে তার পাশে এসে দাঁড়িয়েছে তার প্রাক্তন স্কুল ভিকারুন্নিসার বন্ধু এবং সহপাঠীরা, তার কলিগরা। রিটায়ার্ড বাবার শেষ সম্বল আর বন্ধুদের দেয়া সাহায্যে ওর অপারেশন সম্পন্ন হয়েছে। কেমোথেরাপিও শেষের পর্যায়ে! কিন্তু ক্যান্সার এখুনি ছাড়ছে না তাকে।

খুব খারাপ ধরণের এই ক্যান্সার পুরোপুরি শেষ হতে রেডিও থেরাপিসহ আরও বেশ কিছু ইনভেস্টিগেশন করতে হবে। ক্যান্সারের ধরণ খারাপ হওয়ায় তার এই চিকিৎসা বাংলাদেশের সব হসপিটালে করা সম্ভব হচ্ছে না। কেবলমাত্র এপোলো বা ইউনাইটেড হসপিটালেই এই চিকিৎসা দেয়া সম্ভব, নইলে তাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। যদিও ইন্ডিয়াতে জয়ন্তীর অপারেশন করা হয়েছিলো এবং সেখানকার এক ডাক্তারের পরামর্শেই এখন জয়ন্তীর চিকিৎসা চলছে।

জয়ন্তীর পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৪ লাখ টাকা প্রয়োজন। অবসরপ্রাপ্ত বাবা যে আর পারছেন না। অসুস্থতার কারণে জয়ন্তী নিজেও তার চাকরি ঠিকমতো করতে পারছে না। পুরানো ঢাকার এক প্রাইভেট হাসপাতালে জয়ন্তীর চেম্বার। যেখানে এখন জয়ন্তীর মানুষকে সেবা দেবার কথা সেখানে ডাঃ জয়ন্তী নিজেই বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে! নিজের একমাত্র সন্তানকে হারাবার ভয় অসুস্থ জয়ন্তীকে কুড়ে কুড়ে খাচ্ছে...

কিছু কি করা যায় এই মায়ের জন্য?
কিছু কি করা যায় এই মানবসেবীর জন্য??

আমরা কজন পদক্ষেপ নিয়েছি, মুখিয়ে আছি আপনাদের সহযোগিতার জন্য...

সাহায্য সংক্রান্ত তথ্যাদিঃ-

বিকাশ নম্বরঃ
01713122021 [রাসিন]
01822365151 [রাসিন]
01922276824 [রাসিন]

ব্যাঙ্ক একাউন্টঃ
Dutch-Bangla Bank Limited
Name of A/C : Md.Humayun Kabir
A/C No : 157.101.30382
Savings Account

বিদেশ থেকে মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠাতেঃ
Arjit Saif Zaman
মোবাইল নম্বরঃ +8801777000800

ফিন্যানশিয়াল ডকঃ http://bit.ly/1bj0czR
[এখানে প্রতিটি টাকার হিসাব দিয়ে দেয়া হবে]

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য । কমেন্টে শেয়ার দিলে শুধু পোস্টদাতা দেখবে । তারচেয়ে একটা পোস্ট দিয়ে দেন, অনেকের চোখে পড়বে ।

৬৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

আকাশ১৩ বলেছেন: আমি অনেক আগেই নিজে পোস্ট দিয়েছি।আপনাকে অনুরধ করবো আপনি নিজ দায়িত্তে পোস্ট টি শেয়ার করুন ।এগিয়ে আসুন একটি মানুষের জীবন বাঁচাতে :)

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭

মামুন রশিদ বলেছেন: আপনার মহৎ কাজে সাধুবাদ ।


আমি চেষ্টা করব :)

৬৮| ০১ লা মে, ২০১৪ সকাল ৯:৫৮

শিস্‌তালি বলেছেন: Click This Link

ব্যাচেলরং পাত্রীরং তপঃ

০১ লা মে, ২০১৪ সকাল ১০:০৮

মামুন রশিদ বলেছেন: আপডেট করে দেয়া হয়েছে । ধন্যবাদ ।

৬৯| ০২ রা মে, ২০১৪ রাত ১১:৫৭

শিস্‌তালি বলেছেন: ধন্যবাদ। পিডিএফ এ কি পরে আপলোড হবে?

০৩ রা মে, ২০১৪ রাত ১২:১৫

মামুন রশিদ বলেছেন: পিডিএফ ভার্সন টা স্বপ্রনোদিত হয়ে অন্যরা করে দেন । দুই মাস ধরে তারা কেউই আর কাজটা করছেন না । পরবর্তীতে করা গেলে আপনার ব্লগে গিয়ে জানিয়ে আসব ।

৭০| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:২০

শিস্‌তালি বলেছেন: ধন্যবাদ। ভাইয়া একটি তথ্য জানতে চাচ্ছি, যদি ডিসেম্বরের পর মার্চ এ এরকম সংকলন প্রকাশ করেন তাহলে মার্চ এর সংকলনে কি গত তিন মাসের গল্প থাকবে নাকি শুধু মার্চ মাসের গল্পই থাকবে? এইমাত্র আমার একটি গল্প পোস্টাইব। পড়ার অনুরোধ রইলো :)

৭১| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:২৭

মামুন রশিদ বলেছেন: এই সংকলন প্রতি মাসে প্রকাশিত হয় । তবে সংকলন থেকে আমি অবসর নিয়েছি । আগামি মাস থেকে সংকলন করবেন ব্লগার 'মাহমুদ০০৭' ।

ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.