![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনেক প্রতীক্ষিত পোস্ট, কিছু প্রিয় ব্লগারদের নিয়ে 'কাব্য-রম্য' নাটিকা- "সামু রাজার দ্যাশে" । পূজো-ঈদ ধামাকায় এক নির্দোষ বিনোদন প্রচেষ্টা । নাটিকার কারেক্টার সবাই বাস্তবের ব্লগার, কিন্ত তাদের সব সংলাপ কাল্পনিক । তাদের কোন সংলাপ বাস্তবের সাথে মিলে যাওয়া নিতান্তই কাকতাল । আশা করি ব্যাপারটাকে আপনারা সবাই নির্মল আনন্দ হিসাবে উপভোগ করবেন ।
ব্লগারস 'স্যাটেয়ার ড্রামা': সামু রাজার দ্যাশে ।
দৃশ্যঃ এক
সামু'ডে উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন, পাঁচতারা সামুইন বলরুমে । বর্ণিল আলোক সজ্জা আর স্ক্যান্ডিনেভিয়ান রঙিন পানীয় ভর্তি হলরুমে গোল গোল টেবিলে ভাগ হয়ে আড্ডা দিচ্ছে ব্লগাররা । স্টেজে শেষ মুহূর্তের ব্যস্ততায় ব্লগ মালেকিন 'জানা' আর মডু 'অন্যমনস্ক শরৎ' ।
ব্যাকগ্রাউন্ডে বাজছে সামু সংগীত,
"আমরা সামুর ব্লগার
ব্লগাবোই ব্লগাবোই ব্লগাবোই
লুল-সুশীল সব এক সাথে
ব্লগাবোই ব্লগাবোই ব্লগাবোই..."
ব্লগার কৌশিকঃ(মাইক্রোফোন হাতে) হ্যালো হ্যালো টেস্টিং, ওয়ান-টু পোস্টিং । ব্লগারস রেস্টিং, সামু'স বেস্টিং । হ্যালো হ্যালো.., ধুর মাইকের কি হলো ? ডিজগাস্টিং...
হঠাৎ একটা টেবিল ঘিরে উত্তেজনা শুরু হয় এবং সেখানে সবাই ভিড় জমাতে থাকে । ভিড়ের ভিতরে ব্লগার পরিবেশ বন্ধু ব্যাঙের মত ক্রমাগত লাফাচ্ছে, আর কয়েকজন তাকে পেছনদিকে চেপে ধরে আটকানোর চেষ্টা করছে । ঝাটকা মেরে সবাইকে ছাড়িয়ে পরিবেশ বন্ধু এক লাফে টেবিলের উপর উঠে যায় । তারপর স্টেজের দিকে তর্জনি উঁচিয়ে গগন বিদারি চিৎকার দিয়ে বলে,
ম-ডু... সা..ব..ধা..ন....
বন্ধুর ধমক হলরুমের দেয়ালে ধ্বনিত-প্রতিধ্বনিত হতে থাকে, কয়েকটা ঝালরবাতি আচমকা সিলিং থেকে ফ্লোরের উপর ভেঙ্গে পড়ে । তারপর পুরো হলরুম নিঃস্তব্ধ হয়ে যায়..
স্টেজের দিক থেকে একটা চাপা হই-হুল্লোর ভেসে আসে,
জানাঃ শরৎ! শরৎ! আমাকে ফেলে যাচ্ছ কোথায় একা ?
অন্যমনস্ক শরৎঃ মাথায় যেন বাজ পড়েছে, হার্ট ফেইল পাকা ।
যদি বাইচ্যা থাকি আপা, আবার হবে দেখা ।
কৌশিকঃ কনে! কনে! কনে পালাই! হেতায় না হোতায়!
জানাঃ ও আরিল্ড! ও আরিল্ড! তুমি কোথায়...?
(তিনজন পড়িমরি করে দৌড়ে হলরুম থেকে প্রস্থান করে)
দৃশ্যঃ দুই
মডুবিহীন হলরুম জুড়ে বিশৃঙ্খলা । ক্যাচাল-গালিবাজি-ফ্লাডিং-লুলামি চরম সীমায় ।
কয়েকজন মুটু ব্লগার পরিবেশ বন্ধু'কে পাঁজাকুলো করে তুলে এনে মাইক্রোফোন স্ট্যান্ডের সাথে শিকল দিয়ে বেঁধে শুইয়ে রেখেছে ।
মাইকে জিকির ভেসে আসছে "হক মাওলা, মডু সাবধান.."
স্টেজে সামুর ভবিষ্যত নিয়ে সিনিয়র কয়েকজন ব্লগার আলোচনায় বসেছে ।
আমিনুর রহমানঃ গরু খোঁজা করেও পেলাম না কোন মডু ।
সামু যেন গরুর হাট, মাঠ হা-ডু-ডু ।
আরজুপনিঃ আমায় সবাই মডু বলে করে তিরস্কার ।
আমার কি হবে এখন, বন্ধু যদি পায় ছাড়!
হাসান মাহবুবঃ আফা আপ্নে ডরায়েন না, আমরা সাথে আছি না!
আটিয়া নানান ফন্দি, বন্ধুরে করিয়াছি শিকলবন্দি ।
রেজোওয়ানাঃ মাম্মা পনি! মডু মডু ভাব লও, এখন কেন কাঁদুনি!
হাসান মাহবুবঃ রেজু মাম্মা! পিলিজ, এমন বলে না!
কাল্পনিক_ভালোবাসাঃ বাহ! চমৎকার!
এই দুটো শব্দ আমার অলংকার!
ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সর্বজনে
আমায় দিয়েছ স্থান, মডুদের সনে ।
এই মুহূর্তে দরকার, 'হেড মডু' সরকার
চলো নেমে পড়ি 'হেড মডু' নির্বাচনে ।
হাসান মাহবুবঃ ধন্যবাদ কাল্পনিক!
'হেড মডু' হিসাবে পনি আফা ঠিক!
শায়মাঃ ভাইয়ামনি! এ কি কথা বললে শুনি!
আগে ঠিক করা চাই 'হেড মডু'র ক্রাইটেরিয়া
কমেন্ট নাকি হিট গুনবে, ডিসিশন নাও সবে মিলিয়া ।
(হঠাৎ 'একজন আরমানের প্রবেশ)
একজন আরমানঃ রাগছো কেন শায়মামনি?
কে তোমায় কি বলেছে? কার এত সাহসখানি!
একবার শুধু নামটা বল, খোমা সহ তুলে আনি!
কান্ডারী অথর্বঃ তুমি কেন এখানে বাপু! বড়দের মাঝে..
টিনেজ ব্লগার সামলাও, মন দাও নিজের কাজে ।
একজন আরমানঃ এ্যাহ! হইছে নয়া মডু, ভাবের নাহি শেষ,
এইরাম ভাব পুছিনা মুই, বরিশাল মোর দেশ ।
(একজন আরমানের প্রস্থান)
জুনঃ ঘুরিয়াছি পৃথিবীময়, দেখিয়াছি কত দেশ
মঙ্গল গ্রহে যাব এবার, হইয়াছে খায়েশ ।
তোমাদের দুলাভাই, বড়ই বেয়ারা
হয় না রাজি, টাইট দিব কি দ্বারা?
কান্ডারী অথর্বঃ এইডা কুনু বিষয় আপা ?
পরিবেশ বন্ধুরে দেখেন, ভেঙ্গে গেছে চাপা ।
এইভাবে দুলাভাইকেও বাঁধেন শিকল দিয়া
সুড়সুড় করে রাজি হবে, যাবে মঙ্গলে নিয়া ।
রেজোওয়ানাঃ মাম্মারা, আলাপ গুরুতর অতি
আলগা প্যাচালে নাহি সম্মতি ।
ব্লগের পরিবেশ ঠিক যাবে পাল্টে
'হেড মডু' সিলেক্ট কর গোপন ব্যালটে ।
শায়মাঃ রেজুমনি! মনের কথা বলেছ আপুনি ।
হোক গোপন ব্যালটে ভোট এখনি ।
আমিনুর রহমানঃ মডু না হয়েও সয়েছে ম্যালা গঞ্জনা
আরজুপনি ছাড়া হেড-মডু মানি না ।
মামুন রশিদঃ সিদ্ধান্ত হোক ভেবে ধীরে, আমি একটু আসছি ঘুরে..
(মামুন রশিদ উঠে চলে যায় । আলোচনা চলতে থাকে)
দৃশ্যঃ তিন
(হলরুমের কোনায় মামুন রশিদ, মাননীয় মন্ত্রী মহোদয়, দলছুট শুভ, জনৈক গণ্ডমূর্খ, নিয়েল হিমু গোপন আলোচনায় ব্যস্ত)
মামুন রশিদঃ মন্ত্রী, দলছুট, গণ্ড, নিয়েল সবাই শোন !
হেড-মডু হবে আরজুপনি, এটা আমরা মানব কেন ?
নিয়েল হিমুঃ কোথায় আরজুপনি ? ওরে ডেকে আনি!
মামুন রশিদঃ আরজুপনি'র খোজ পরে নিব ।
এখন চল, আমরা সামু দখল করব । আমি সামুর রাজা হব ।
মাননীয় মন্ত্রীঃ আমার কোন প্রমোশন হবে?
নাকি মন্ত্রী মন্ত্রীই থেকে যাবে?
দলছুট শুভঃ মন্ত্রী তো আছেই মন্ত্রী! আমার পাতে কিছু পড়বে কি?
নিয়েল হিমুঃ শুরু হয়ে গেছে খাই খাই । আমার শুধু ব্ল্যাকবক্স চাই ।
জনৈক গণ্ডমূর্খঃ মূর্খ হিমু!
সামু কি উড়োজাহাজ, যে তোরে ব্ল্যাকবক্স দিমু ।
নিয়েল হিমুঃ তুই গণ্ড গণ্ডই থাকবি, ব্ল্যাকবক্সের কাহিনী তুই না বুঝবি!
মামুন রশিদঃ এখন ফ্যাসাদের সময় না ভাই সকল ।
করিতে হবে সামু দখল । সেনাপতি হিমু এগিয়ে চল!
জনৈক গণ্ডমূর্খঃ সেনাপতির অস্ত্রপাতি কিছু কি আছে?
নাকি বুক পকেটের দাঁত খিলানি সম্বল পাছে!
মাননীয় মন্ত্রীঃ সেনাপতি হিমু এগিয়ে চল! দাঁত খিলান উঁচিয়ে চল!
(এই পাঁচজন হলরুমের কোনা থেকে নিয়েল হিমুর নেতৃত্বে হৈহৈরৈরৈ করে স্টেজের দিকে এগিয়ে গেল)
মামুন রশিদঃ মাননীয় মন্ত্রী, মাইকে ঘোষণা দাও সোজা,
আমি এখন সামুর নতুন রাজা ।
মাননীয় মন্ত্রীঃ মাইক তুলতে পারছি না কেন হিমু দাদা?
একি! মাইকের সাথে দেখি পরিবেশ বন্ধু বাঁধা!
মামুন রশিদঃ সেনাপতি...!
নিয়েল হিমুঃ ঐ গণ্ড, দলছুট তোরা ধর, পরিবেশ বন্ধুরে তুইলা খাড়া কর!
(গণ্ডমূর্খ আর দলছুট মিলে পরিবেশ বন্ধুকে টেনেহেচড়ে তুলে দাঁড় করিয়ে রাখে । পরিবেশ বন্ধুর সাথে সাথে মাইক স্ট্যান্ডও দাঁড়িয়ে যায় । পরিবেশ বন্ধু মুখে ম..ম.. করতেই সেনাপতি নিয়েল হিমু এক হাতে তার মুখ চেপে ধরে, আরেক হাতে দাঁত খিলান উঁচিয়ে ধরে বন্ধুর চোখের সামনে ।)
মাননীয় মন্ত্রীঃ হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং, আমি মাননীয় মন্ত্রী মহোদয় বলছি, হ্যালো হ্যালো, আমি মাননীয় মন্ত্রী..
নিয়েল হিমুঃ যেই চান্স পাইলি, অমনি নিজের ঢোল পেটানো শুরু করলি..
মাননীয় মন্ত্রীঃ চুপ সেনাপতি! আমি মাননীয় মন্ত্রী, হ্যালো হ্যালো..
মামুন রশিদঃ মন্ত্রী, এবার আসল কথাটা বলো ।
(মাইকটা নিয়ে) হ্যালো ব্লগারস! আমি মামুন রশিদ । আজ থেকে আমি সামুর মালিক । আমি সামুর রাজা । তোমরা আমার প্রজা ।
মাননীয় মন্ত্রীঃ শুধু নিজের গানই গাইবেন?
আমাদের কথাও কিছু বলেন..
মামুন রশিদঃ হ্যাঁ হ্যাঁ, মাননীয় মন্ত্রী এখন থেকে সামুর মন্ত্রী..
দলছুট শুভঃ আমরা তাইলে কিছু না? ঐ গণ্ড, মাইক স্ট্যান্ড ছেড়ে দে!
(দলছুট আর গণ্ডমূর্খ মাইক স্ট্যান্ড ছেড়ে দিতেই পরিবেশ বন্ধু সমেত মাইকস্ট্যান্ড ধপাস করে নিচে পড়ে যায়)
দৃশ্যঃ চার
(হলরুমের স্টেজে বসেছে সামু রাজার দরবার)
মামুন রশিদঃ মন্ত্রী, সামু তো দখলে এলো খন ।
তা এখানকার ইনকাম-টিনকাম কেমন?
মাননীয় মন্ত্রীঃ ফুটো হাড়িতে জল ধরে যেমন!
মামুন রশিদঃ মানে কি?
মাননীয় মন্ত্রীঃ ইনকাম নাই; পুরাই ফাঁকি ।
দলছুট শুভঃ বাকি বাকি! বিজ্ঞাপনের সব বিল বাকি!
মামুন রশিদঃ এভাবে চলবে কি?
মাননীয় মন্ত্রীঃ নতুন টেকশো ধরবো কি?
মামুন রশিদঃ হ্যাঁ ধরো নতুন টেকশো, ভরে উঠুক বাকশো!
এখন থেকে পোস্ট পিছু টেকশো চার আনা..
জনৈক গণ্ডমূর্খঃ সুলতানা বিবিয়ানা সাহেব বিবির বৈঠক খানা
মামুন রশিদঃ কমেন্ট পিছু পাঁচ পাই ।
আর কোন ছাড় নাই..
মাননীয় মন্ত্রীঃ পাঠকের ঠেকা পড়ে নাই!
নিজের গাঁটের পয়সা দিয়ে কোন পাগলে কমেন্টায়?
মামুন রশিদঃ পাঠক খরচ করবে কেন? খরচ করবে তো লেখক!
কারণ তার হিট পাবার হয়েছে শখ ।
নিয়েল হিমুঃ আর আমার ব্ল্যাক বক্স?
মামুন রশিদঃ ওটার ভিতরে কি আছে ফক্স?
দেখা যাবে পরে খন, হিসাবের বেলায় ঠনঠন ।
গণ্ড, নোটিশবোর্ডে পোস্ট দাও জানিয়ে পাই পাই
দিকে দিকে জানুক সবাই টেকশো ছাড়া ব্লগিং নাই
জনৈক গণ্ডমূর্খঃ পোস্ট করেছি স্টিকি, জানাতে দেরি নাই
মামুন রশিদঃ টেকশো দিতে যদি করে কেউ গড়িমসি একটুক
জনৈক গণ্ডমূর্খঃ সুলেমানি ব্যানের চাবুক
মামুন রশিদঃ হুম.. আচ্ছা দলছুট, তুমি না বৈজ্ঞানিক?
দলছুট শুভঃ কথা টা নয় কাল্পনিক!
মামুন রশিদঃ দেখাও তোমার কিছু আবিস্কার ।
টেকশো আদায় হয় যেন পরিষ্কার ।
দলছুট শুভঃ একটা কল!
মামুন রশিদঃ কল?
দলছুট শুভঃ ইঁদুর মারার কল!
নিয়েল হিমুঃ সামু ভর্তি ইঁদুরের মল!
জনৈক গণ্ডমূর্খঃ টেকশো আদায়ের কত ছল!
মামুন রশিদঃ বৈজ্ঞানিক বল! বল! বল! কি এমন গোপন কল?
দলছুট শুভঃ টেকশো দিতে যে হয় না রাজি
এই কল খুঁজে বের করে সেই পাজি ।
এ এমন এক কল,
মডারেশন হয়ে যায় জল..!
মামুন রশিদঃ বাহ্ বাহ্ বাহ্!
কাজ করে কি না, দেখেছো করে পরীক্ষা ?
দলছুট শুভঃ করেছি জনাব, পরিবেশ বন্ধুরে নীরিক্ষা..
মামুন রশিদঃ টেকশো দিতে রাজি হয়েছে বন্ধু?
জনৈক গণ্ডমূর্খঃ বন্ধুর মুখ চেপে ধরে আছে সেনাপতি, সে এখন বুদ্ধু!
মামুন রশিদঃ যদি করে এই কলে কাজ..
বৈজ্ঞানিক দলছুট, তুমি হবে সামুর টিনেজ রাজ!
দলছুট শুভঃ বলতে লজ্জায় বুক কাঁপে!
আমি আছি টিনেজের শেষ ধাপে!
মামুন রশিদঃ হবে হবে!
এজ থাকতেই সামুতে তুমি টিনেজ জিএফ পাবে!
নিয়েল হিমুঃ সামু রাজার সাথে দেখা করতে চায় দুই জন
জনৈক গণ্ডমূর্খঃ হরতন রুহিতন ইস্কাপন
নিয়েল হিমুঃ এদের আছে অভিযোগ
মামুন রশিদঃ আনো দেখি! এটা একটা রোগ! অভিযোগ!
(হাত-মুখ বাঁধা অবস্থায় গেন্দু মিয়ার প্রবেশ)
মামুন রশিদঃ গেন্দু মিয়ার হাত-মুখ খুলে দাও মন্ত্রী মহোদয়
গেন্দু মিয়াঃ হোক সামু রাজার জয়
মামুন রশিদঃ বল, কি তোমার অভিযোগ?
গেন্দু মিয়াঃ কবিতা লিখি শত শত ।
টেকশো চায় চার আনা মত
মামুন রশিদঃ লিখতে হলে দিতে হবে টেকশো,
নাইলে কি করে ভরবে আমাদের বাকশো?
তা রোজ লেখা হয় কত টা?
গেন্দু মিয়াঃ তা হবে পাঁচটা সাতটা!
জনৈক গণ্ডমূর্খঃ গোটা চারেক মাল্টি মিলে এক কুড়ি বারোটা
মামুন রশিদঃ না না না, এটা হতে পারে না ।
বৈজ্ঞানিক, তোমার কাজ শুরু করো দিকি!
গেন্দু মিয়াঃ আমায় ছেড়ে দাও, আমি নিরিহ কবি!
দলছুট শুভঃ ইঁদুর ধরা আমার কলের হবি!
(গেন্দু মিয়াকে যন্তরমন্তর ঘরে নিয়ে যাওয়া হয় । এবার হাত-মুখ বাঁধা অবস্থায় সেলিম আনোয়ারের প্রবেশ)
মামুন রশিদঃ আরে, সেলিম আনোয়ার!
তোমার একি দশা, ঐ ওরে ছাড়!
(মন্ত্রী এসে হাত মুখের বাঁধন খুলে দেয়)
সেলিম আনোয়ারঃ আমি নিরিহ ব্লগার!
মামুন রশিদঃ তা তো জানি! কি যেন লেখ তুমি? রোজ কতটা?
সেলিম আনোয়ারঃ গল্প-রম্য-কবিতা । রোজ মাত্র কয়েকটা ।
মামুন রশিদঃ হুম! তা শোনাও দেখি একটা কবিতা?
সেলিম আনোয়ারঃ শোনাব কবিতা? ঠিক আছে, খুললাম খাতা..
"কতই রঙ্গ দেখি সামুতে, ও ভাইরে..
কতই রঙ্গ দেখি সামুতে..
আমি যেদিকে যাই,
দেখে অবাক বনে যাই
সব ছেলেরই একটা জিএফ আছেরে..
দেখ ভাল জনে একা একা দুর্বা ঘাস ছিড়ে
মন্দ জনে বউ-জিএফ নিয়ে কত মজা করে
ও ভাইরে, ও ভাইরে..
মামুন রশিদঃ (রেগে গিয়ে) মন্ত্রী! ইঁদুর মারার কল ছাড়ো জলদি!
দৃশ্যঃ পাঁচ
(হল রুমে ব্লগারদের আড্ডার মাঝেই গোপনে সামু রাজার বিরুদ্ধে শলা পরামর্শ চলছে)
হাসান মাহবুবঃ স্বৈরাচারি সামু রাজার চাই অবসান ।
কে দিবে এর সমাধান?
আমিনুর রহমানঃ ভাই, রাজনৈতিক ব্লগারদের ডাকান ।
(চারজন রাজনৈতিক ব্লগারের প্রবেশ)
ব্লগার১: সামু রাজা হাম্বা..
ব্লগার২: সামু রাজা ছুপা ছাগু..
ব্লগার৩: সামু রাজা চিন্কু খাশি..
ব্লগার৪: সামু রাজা নাস্তিক..
(তারা পরষ্পরের সাথে ক্যাচালে জড়িয়ে পড়ে)
হাসান মাহবুবঃ হবে না! হবে না! অন্য কেউ আসুক..
আমিনুর রহমানঃ কবিদের ডাকবো কি? তারা তো ভাবুক!
হাসান মাহবুবঃ কবিতায় ঘোর লাগে, আরো লাগে জট..
আমিনুর রহমানঃ ফিচার লেখিয়েরা দিবে সমাধান ফটাফট!
হাসান মাহবুবঃ উইকিপিডিয়ায় সার্চ দিয়ে সমাধান নাহি মিলে..
আমিনুর রহমানঃ আপ্নেতো গল্পকার! আপ্নেই সমাধান দেন তা'লে
হাসান মাহবুবঃ হুম! রাসো রাসো!
গল্প যদি শুনতে চাও আমার কাছে এসো..
আমিনুর রহমানঃ গল্প শুনার টাইম নাই । সামু রাজার উৎখাত চাই
হাসান মাহবুবঃ সেটাইতো চাই!
এজন্য লাগবে দুজন আপন ভায়রা ভাই
আমিনুর রহমানঃ ভায়রা ভাই! কোথায় পাই?
হাসান মাহবুবঃ খোঁজ দা সার্চ, পাঁই পাঁই ।
আমিনুর রহমানঃ কান্ডারী অথর্ব-কাল্পনিক_ভালোবাসা, দুই আপন ভায়রা ভাই খাসা!
কাল্পনিক_ভালোবাসাঃ আমি কেন? আমিতো এখনো বিয়েই করি নাই?
কান্ডারী অথর্বঃ তবু তুমি আমার ভায়রা ভাই
কাল্পনিক_ভালোবাসাঃ এ্যাঁ, আপ্নেরতো কোন শ্যালিকাই নাই!
কান্ডারী অথর্বঃ শ্যালিকার জন্ম হবে, তুমি আমি ভায়রা ভাই
কাল্পনিক_ভালোবাসাঃ না না, আমার ভয় করে,
শুনেছি ওরা ইঁদুর ধরার কল ছাড়ে!
যদি কল খুঁজে পায় ইদুর,
আর বিয়ে করা হবে না মোর!
আমিনুর রহমানঃ বড় ভাই আছি না? কেন যে ভয় পায়!
কাল্পনিক_ভালোবাসাঃ হায় আল্লাহ! একি পড়লাম মাইনকা চিপায়!
কান্ডারী-কাল্পনিকঃ(দুজনে দুজনের গলা জড়িয়ে গান ধরে)-
মোরা খাইদাই ঘুরি ফিরি
সময় পেলেই ব্লগিং করি
মোরা রাতে করি বাবুগিরি
আর দিনে আয়েশে ঘুমাই..
মোরা ভায়রা ভাই, মোরা রাজার জামাই ।
দৃশ্যঃ ছয়
(সামু রাজার দরবার)
মামুন রশিদঃ মন্ত্রী! আজকে আসবে দুজন আরবীয় অতিথী
ওদের মেজবানে করো না কার্পণ্য
ওদের যত্নআত্তি ভাল হয় যেন !
নিয়েল হিমুঃ কয়টা ছাগু ধরে আনি!
আজকে খাব কাচ্চি বিরিয়ানি!
জনৈক গণ্ডমূর্খঃ কাচ্চির কথা শুনে আবেগে ফেনীভূত!
ফেনী হোক সামুর রাজধানী, আমি আপ্লুত!
(হঠাৎ একজন আরমানের প্রবেশ)
একজন আরমানঃ কি শোনলাম কি শোনলাম ফেনী-নোয়াখালি?
বরিশাইল্যা পুলা মুই, মনে রাখবা খালি!
মোর বরিশালানুভুতিতে কেউ দিলে আঘাত
সামুতে আগুন জ্বলবে, ফেনীতে বজ্রাঘাত ।
দলছুট শুভঃ আরে লাগো লাগো বরিশাল-নোয়াখালি
রেফারি হইয়া আমি, দিব হাততালি ।
নিয়েল হিমুঃ বন্দুক-কামান যা লাগে দিব সাপ্লাই
আমি সামুর সেনাপতি, কর তোমরা এপ্লাই ।
মাননীয় মন্ত্রীঃ আছে তো এক দাঁত খিলানি, ওতেই কত ফাল-ফালানি!
নিয়েল হিমুঃ মন্ত্রী খামোশ! এক কোপে হয়ে যাবা বেহুঁশ!
মামুন রশিদঃ আর গোল করো না, বেলা বয়ে যায়
অতিথী আসার সময় হল, আরমান ভাই বিদায়!
(একজন আরমানের প্রস্থান । আরবীয় ছদ্মবেশে দুজনের প্রবেশ)
মামুন রশিদঃ আরে আসেন আসেন ভাইজান! আহলান ওয়া সাহলান
কান্ডারী অথর্বঃ আমরা দুজন ভায়রা ভাই, আরব রাজার মেয়ের জামাই
মামুন রশিদঃ সেতো দেখেই চেনা যায়!
আসেন বসেন, মজেন খানাপিনায়
কাল্পনিক_ভালোবাসাঃ শ্বশুর সাহেব বললেন, যাও!
সামুতে ঘুরে আসো!
জ্ঞান হবে, বিজ্ঞান হবে! কিঞ্চিত শিখে এসো!
মামুন রশিদঃ হবে হবে, সব হবে! আগে রেস্টো নাও
এই কে আছিস! ভদকার বোতলটা দিয়ে যাও ।
দৃশ্যঃ সাত
(পরেরদিন, দুই ভায়রা ভাই সামুর খাশমহলে ঘুরে বেড়াচ্ছে । হঠাৎ বৈজ্ঞানিক দলছুটের সাথে দেখা)
কান্ডারী অথর্বঃ আরে বৈজ্ঞানিক!
আরব দেশে চল, পাবে অনেক পিনিক!
দলছুট শুভঃ এই খানে আছি বেশ! বড়ই সুখের দেশ!
কাল্পনিক_ভালোবাসাঃ তোমার কি জিএফ আছে? টিনেজ..
আমার একটা শ্যালিকা আছে, সেইরাম প্যাকেজ!
দলছুট শুভঃ টিনেজ জিএফ বড় লোভনীয়!
কাল্পনিক_ভালোবাসাঃ আমার শ্যালিকাকে তুমি নিও!
দলছুট শুভঃ বাহ্ বেশ বেশ! বড় খুশি হলাম..
কান্ডারী অথর্বঃ শুধু শালি কেন? শালি'র টিনেজ বান্ধবীও তোমায় দিলাম!
দলছুট শুভঃ এত সুখ কোথায় রাখি!
কাল্পনিক_ভালোবাসাঃ শুধু কল ছাড়ার মন্ত্রটা একবার বল দেখি!
দলছুট শুভঃ কি মন্ত্র চাও? এখনি দিচ্ছি বলে..
আমি হতাশ, সামু রাজার ছলে!
কান্ডারী অথর্বঃ সামু রাজার পতন চাই, একটাই সমাধান!
দলছুট শুভঃ দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান!
দড়ি ধরে মারো টান, সামু রাজা খান খান!
(বৈজ্ঞানিক দলছুট মন্ত্রটা বলতেই ইঁদুর মারার কল হলজুড়ে ছুটতে লাগলো । ইঁদুর মারার কল থেকে বাঁচতে সব ব্লগার সামুর দড়ি ধরে টানতে লাগলো )
সমবেত ব্লগারসঃ দড়ি ধরে মারো টান, সামু রাজা খান খান
দড়ি ধরে মারো টান, সামু রাজা খান খান..
(যন্তরমন্তর ঘর থেকে পরিবেশ বন্ধু, গেন্দু মিয়া আর সেলিম আনোয়ার বেরিয়ে এল)
গেন্দু মিয়াঃ পোস্টের ফ্লাডিং করুম না, পোস্ট প্রতি চার আনা..
সেলিম আনোয়ারঃ ডেইলি পোস্ট নাহি চাই, পোস্টের টেকশো দেয়া চাই
পরিবেশ বন্ধুঃ মডু মডু সাবধান, দড়ি ধরে মারো টান..
সমবেত ব্লগারসঃ দড়ি ধরে মারো টান, সামু রাজা খান খান..
(ইঁদুর মারার কল থেকে বাঁচতে সামু রাজা আর তার সহযোগীরাও দড়ি ধরে টানতে লাগলো)
মামুন রশিদঃ দড়ি ধরে মারো টান, সামু রাজা খান খান..
নিয়েল হিমুঃ ধ্যাত্তেরি! ব্ল্যাক বক্সের চাবি টা পাইলাম না..
মাননীয় মন্ত্রীঃ ব্ল্যাক বক্সে আছে কি এমন সোনাদানা?
নিয়েল হিমুঃ আমার ব্যান হওয়া নিক করতে চাইছিলাম আনব্যান
সমবেত ব্লগারসঃ দড়ি ধরে মারো টান, সামু রাজা খান খান
সমবেত ব্লগারদের সবার সামনে দড়ি ধরে টানছে ব্লগ মালেকিন জানা, মডু শরৎ আর কৌশিক । হঠাৎ জানা চিৎকার করে বলে,
জানাঃ সুপ্রিয় ব্লগারস, কৃতজ্ঞ 'জানা',
ব্লগের মালিক আপনারাই, আমি কেউ না
পিলিজ লাগে, এত জোড়ে দড়ি টানবেন না!
বেশি জোড়ে টানলে সামুর পিলার নড়ে যাবে,
তখন আমি ব্লগ দিয়ে ইন্টারনেট চালাবো কিভাবে?
*******************সমাপ্ত*****************
অনুপ্রেরণাঃ বাংলা চলচ্চিত্রের প্রবাদপুরুষ সত্যজিত রায়ের 'হিরক রাজার দেশে' । আমার দুই মেয়েকে নিয়ে প্রতি মাসেই এই ছবিটা দেখি । যতই দেখি, মুগ্ধতা ফুরোয় না ।
উৎসর্গঃ আমি যাদের সবচেয়ে বেশি পছন্দ করি, ব্লগের সকল কবি বৃন্দের প্রতি এই 'কাব্য-রম্য' নাটিকা উৎসর্গিত ।
ফটোক্রেডিটঃ মাননীয় মন্ত্রী মহোদয় ।
১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
মামুন রশিদ বলেছেন:
২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১
ইমরাজ কবির মুন বলেছেন:
টু থাম্বস আপ !!
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩
মামুন রশিদ বলেছেন: থ্যান্কস বাড্ডি ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৬
সুমন কর বলেছেন: চরম মজা পাইছি!! হিহিহিহিহিহি.....
অনেক কষ্ট করে টাইপ করেছেন, ধন্যবাদ।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫
মামুন রশিদ বলেছেন: আঙুলের অবস্থা শেষ!
৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১
শায়মা বলেছেন: মাই গড!!!
অসাধারণ রম্য সিনেমার জন্য তোমাকে সামু পদক দেওয়া হইল ভাইয়ামনি
সোনার খনি,হীরের দানি, বেহেস্তের পানি, সোনা যাদু মনি...
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮
মামুন রশিদ বলেছেন: মি আই মামুন রশিদ গট 'সামু রাজা' পদক
কে দিলো ? কে দিলো ??
সে আদরের ছোট বোন,
বড় আদরের ছোট বোন..
থ্যান্কু থ্যান্কু আপ্পিমনি,
৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৩
শায়মা বলেছেন: দড়ি ধরে মারো টান, সবে মিলে গাই গান
আর চল খাই পান..............
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫
মামুন রশিদ বলেছেন: এসো পান খাবে মোর,
পান খাবে মোর
পান খাবে মোর, পা.....ন
আমি শায়মা পানওয়ালি...
সেই সত্তুরের দশকের একটা পোষাকি ছবির গান, মনে পড়ে গেল
৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০
মাসুম আহমদ ১৪ বলেছেন: পুরাই এপিক পোস্ট হইছে
০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৮
মামুন রশিদ বলেছেন: হাহাহা, যাক বাঁচা গেছে
৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬
সেলিম আনোয়ার বলেছেন: আসি একজন নিরীহ ব্লগার আমার .......কোথায়?
০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:১৮
মামুন রশিদ বলেছেন: হাহাহা, সে আছে বিশ্বচরাচরে, খুজে নিন তারে ।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৪
আম্মানসুরা বলেছেন: অসাধারণ!!!!! হাসতে হাসতে শেষ
আমি নোবেল কমিটিতে থাকলে আপনেরে শান্তিতে নোবেল দিতাম কারন আপনার এই পোষ্ট পড়ে সবাই কিছুক্ষণের জন্য হলেও কষ্ট ভুলে হাসবে।
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩
মামুন রশিদ বলেছেন: দুই হাত প্রসারিত করিয়া আমার ফটুক উঠাইতে ইচ্ছা হইতেছে ।
ঐ কে আছিস, তোরা ক্যামরা নিয়া আয়
আপু আমায় নুবেল দিবে, দেরি হয়ে যায় ।
৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫
সোহাগ সকাল বলেছেন: সিরাম ভিনুদুন!! পরিবেশ ভন্দু সিরাম অভিনয় কর্ছে!!
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯
মামুন রশিদ বলেছেন: পরিবেশ ভন্দু বেস্ট অব দা বেস্টস
১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯
কয়েস সামী বলেছেন: সার্থক রম্য! অসাধারন!
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪১
মামুন রশিদ বলেছেন:
১১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০
খাটাস বলেছেন: হাহাহাহা
হাসতেই থাকি কিছু দিন। অসাধারণ লিখেছেন।
অনেক বেশি ভাল লাগা।
আপনি তো ভাই সিরাম রসিক মানুষ, আগে বুঝি নি। আগে বেশি সিরিয়াস মনে হইত।
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪
মামুন রশিদ বলেছেন: আমাকে আপনার বেশি সিরিয়াস মনে হইত..
হা হুতুম্মি
অল্প কয়েকটা সিরিয়াস গল্প লিখলেও সামুতে আমার রম্য রচনাই বেশি
১২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২
প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহাহা! দারুণ লেগেছে প্রিয় মামুন রশিদ!
হিরক রাজার দেশে আমারও খুব প্রিয় একটা ছবি।
শুভেচ্ছা।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩
মামুন রশিদ বলেছেন: প্রোফেসর শঙ্কু'র ভালো লেগেছে, তারমানে আমি ভালো ভাবেই পাস করেছি
১৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
নাটক হিট!!!!!
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১
মামুন রশিদ বলেছেন: হাততালি পড়বে
১৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭
অপর্ণা মম্ময় বলেছেন: নাটকে অনেক তারার মেলাই দেখলাম ভাইয়ামনি
পরিবেশ বন্ধুর রশির বাঁধন আলগা করা হোক। বন্ধুরে ইদানীং মিছাই নতুন পাগলের ভিড়ে বন্ধু হারাইয়াই গেলু
ড্রামা উপভোগ করেছি
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২
মামুন রশিদ বলেছেন: নতুন পাগলের ভিড়ে বন্ধু হারাইয়াই গেলু
না না না, এটা হতে পারে না
শিকলের তালা ভাঙ্গব
ভন্দুকে মুক্ত করে আনবো..
পরিবেশ ভন্দুর কিছু হলে
জ্বলবে আগুন সামু ব্লগে..
বন্ধু, তুমি কই গেলা রে,
সামুরে ছাড়িয়া তুমি কই গেলারে..
১৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০০
আরজু পনি বলেছেন:
এইভাবে হেড মডুর তিরস্কারে পুরষ্কৃত করিবারর জন্যে পোস্ট শোকেসায়িত করিতে বাধ্য হইলাম :#>
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫
মামুন রশিদ বলেছেন: হেড-মডু জিন্দাবাদ
১৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০২
তওসীফ সাদাত বলেছেন: অস্থির পোস্ট মামুন ভাই। সিরাম বিনুদুন পাইলাম।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু, থ্যান্কু সাদাত
১৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩
আরজু পনি বলেছেন:
এখন সবাই যদি আমায় হেড মডু সন্দেহ করিয়া ব্যান বা ডিমোশন খাইলেই আমার উদ্দেশ্যে গালির বাঁধ ভেঙ্গে ফেলে তবে সেই গালিতে বাঁধ কে দিবে শুনি ?
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২১
মামুন রশিদ বলেছেন: পরিবেশ বন্ধুর নেতৃত্বে বাঁধ ভাঙ্গার আওয়াজ শুনিতে আমরা গ্যালারিতে বসিব,,
১৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯
গোর্কি বলেছেন:
এসে সামু দ্যাশে / হাসতে হাসতে শ্যাষ সংলাপ পড়ে / মন ভরে গেছে তাই / সেই কথা জানাই।
বল, সামু রাজার জয় / এমন রাজা কী কোনো দ্যাশে হয়?
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩
মামুন রশিদ বলেছেন: বল, সামু রাজার জয় / এমন রাজা কী কোন দ্যাশে হয়?
ভাই, অরিজিনাল অংশ নিয়ে এসেছেন । চমৎকার ।
'হিরক রাজার দেশে' অল টাইম লাইক
১৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৬
মামুন রশিদ বলেছেন: আমি একটা ব্যাপার নিয়ে খুব টেনশনে ছিলাম । টেনশন দুর হলো, জ্বর দিয়ে ঘাম ছাড়লো :-&
হেটস অফ সেলিম আনোয়ার ভাই, এটা যে স্রেফ একটা মজা তা ধরতে পেরেছেন বলে ।
শুভ কামনা
১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০১
মামুন রশিদ বলেছেন:
২০| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮
মাহমুদ০০৭ বলেছেন: হাহাহা কি লিখলেন মামুন ভাই ? রস ত গড়াই গড়াই পড়ে !
দুঃখিত আর কিছু বলতে পারছি না !
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৩
মামুন রশিদ বলেছেন: আমার বাসার পাশে চা-বাগান আর রাবার-বাগান আছে । রাবার গাছের রস কালেকশনের জন্য ছোট ছোট পাতিল বাঁধা থাকে ।
ভাবছি, পোস্টের নিচে দু'চারটা হাড়ি-পাতিল রাখবো কি না!
২১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১
নিমচাঁদ বলেছেন: উফফফফ !
কি সুন্দর লিখেছেন ভাইয়ামণি, আপনার হাতে কি যাদু আছে ??
আমার না ------
আমার না ------- আমার না
আপনার লেখা পড়ে এত্ত এত্ত ভালো লাগে
তা ভাইয়ুমণি, লাবণী বিচে না কাকড়া আছে ,জানো --- আমার না কাকড়া ভীষণ পচা লাগে
ঢাকা এসে ভালো করে প্যাডিকিউর করে যেয়ো কিন্তু ভাইয়াজান।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫১
মামুন রশিদ বলেছেন: আপ্নারে মাইনাচ নিমচাঁদ ভাই
এইভাবে কেউ ভয় দেখায়?
আজকে বীচে নামার আগে ভাবছি ডাবল আন্ডারওয়ার পড়ে নিব কিনা
আফটার অল, প্যাডিকিউরের হ্যাপা তো কম না
২২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪১
বোধহীন স্বপ্ন বলেছেন: চমৎকার লাগছে, সুন্দর মিল খাইছে
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৬
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু! থ্যান্কু!
২৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫
মামুন রশিদ বলেছেন: নিমচাঁদ ভাই, লাবনী বিচে থাকতে পারলাম কই ?
কাঁকরার ভয়?
না না না, তাও কি হয়!
রম্য লিখে ছিলাম খুব টেনশনে
কি জানি কে কি করে মনে..
তাই বিচ ছেড়ে ছুটে চলে এসেছি,
আপনাদের সনে ।
(ফিলিং- আমি কবি হনু!)
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৬
মামুন রশিদ বলেছেন: :-&
২৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: তুইলা নে রে আমারে কেউ তুইলা নে!!!!
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
মামুন রশিদ বলেছেন: যাইবেন কই! দড়ি ধরে টানতে হবে না!
২৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪
শায়মা বলেছেন: ভাইয়ামনি, ভাইয়ুমনি, ভাইয়াজান!!!!!!!!
তুমি কি লাবনীবিচে নাকি এখন!!!!!!!!!!
ওপস এতক্ষনে কমেন্টে দেখলাম । লেখায় দেখিনি তো।
যাইহোক কয়েকটা কাঁকড়া ধরে এনোতো.....
তোমাকে আমি মজাদার কাঁকড়ার রেসিপি দেবো ওকে??????
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
মামুন রশিদ বলেছেন: এত্ত গুলা লাল কাঁকরা ধরেছি আপ্পি,
কিন্তু ছবি দিলেতো পেজ লোড হয়ে যায়
রেসিপিটা দাও, সেই অনুযায়ী রান্না করে একটা পোস্ট দিয়ে দিব
আমি কিন্তু খুব ভাল শেফ, বরফকুঁচি মিক্সড ফ্রুট ডেসার্ট বানিয়ে একবার এ্যাওয়ার্ড জিতেছিলাম
২৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪
এম মশিউর বলেছেন: পরিবেশ বন্ধু'র রশি খুলে দেওয়া হোক। বন্ধু কোথায় গেল? বন্ধুকে হারাতে চাই না!
মামুন রশিদ ভাইয়ের বায়োস্কোপ উপভোগ করছি।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
মামুন রশিদ বলেছেন: না না না, বন্ধুকে হারাতে চাই না ।
বন্ধু কৈ গেলারে বন্ধু কৈ গেলারে
সামুরে ছাড়িয়া বন্ধু কৈ গেলারে..
যাক, শেষ পর্যন্ত একটা বায়োস্কোপ হলেও বানাতে পেরেছি
২৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮
মনিরা সুলতানা বলেছেন: এত্তগুলা বিনুদন
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
মামুন রশিদ বলেছেন: এত্তগুলা ধইন্যা
২৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: আমিনুর রহমানঃ ভাই, রাজনৈতিক ব্লগারদের ডাকান ।
(চারজন রাজনৈতিক ব্লগারের প্রবেশ)
ব্লগার১: সামু রাজা হাম্বা..
ব্লগার২: সামু রাজা ছুপা ছাগু..
ব্লগার৩: সামু রাজা চিন্কু খাশি..
ব্লগার৪: সামু রাজা নাস্তিক..
(তারা পরষ্পরের সাথে ক্যাচালে জড়িয়ে পড়ে)
সিরাম হৈচে !
আমাকে বোল্ড ট্যাগ
মার্কায় ভোট দিয়ে সামু রাজা নির্বাচিত করুন ! আম - ব্লগারদের স্বার্থ দেখবো কথা দিলাম
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
মামুন রশিদ বলেছেন: স্বপ্নবাজ অভি কে বোল্ল্ড ট্যাগ মার্কায় ভোট দিয়ে নির্বাচন করুন ।
নির্বাচিত হলে তিনি সব ব্লগারকে আম খাওয়াবেন
২৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫
ইখতামিন বলেছেন:
হিহিহি.
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
মামুন রশিদ বলেছেন: ধইন্যা
৩০| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯
জুন বলেছেন: মঙ্গলে যেতে চাইনা মামুন ... মঙ্গল গ্রহে কি সামু আছে
দারুন মজা লাগলো
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
মামুন রশিদ বলেছেন: অইখানে গিয়ে সামুর মঙ্গল ভার্সন বের করবেন । আপনার সারা পৃথিবী ভ্রমনের কাহিনী মঙ্গলবাসীরা উপভোগ করবে নিশ্চিত
ইয়ে আপু, দুলাভাইকে পোস্ট টা পড়তে দিবেন প্লিজ..
৩১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩
দুঃস্বপ্০০৭ বলেছেন: অনেকদিন পর একটা চরম মজার পোস্ট পড়েছি । সত্যি দারুণ এবং খুব ভালো লেগেছে +
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
মামুন রশিদ বলেছেন: পোস্ট ভাল লাগায় অনেক ধন্যবাদ দুঃস্বপ্ন০০৭
৩২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯
নিক নূরুল বলেছেন: "জানাঃ সুপ্রিয় ব্লগারস, কৃতজ্ঞ 'জানা',
ব্লগের মালিক আপনারাই, আমি কেউ না
পিলিজ লাগে,এত জোড়ে দড়ি টানবেন না!
বেশি জোড়ে টানলে সামুর পিলার নড়ে যাবে,
তখন আমি ব্লগ দিয়ে ইন্টারনেট চালাবো কিভাবে?"
প্রপার ফিনিশিং।
পড়ে মনে হল কাব্য নাটক খুব সহজ জিনিস!!! তাই কি?
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, সহজ ভাবলেই সহজ
৩৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন:
এ কি কারবার
হইয়াছে চমৎকার
মামুন ভাই
নাটিকায় আমি নাই
অভিনয়ের ছিল প্রতিভা
এখন আর বলে লাভ ই কিবা
তবে শেষ কথা বলে যাই
হিরক রাজার দেশ - তুলনা নাই
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭
মামুন রশিদ বলেছেন: হাহাহা,
আহা কি চমৎকার
মন্তব্যের কি বাহার
জানিলাম প্রতিভার কথা
কাজে দিবে, ওয়েট ভ্রাতা
প্রশংসায় খুশি যারপর নাই
হিরক রাজার দেশের তুলনা নাই
৩৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০
নিয়েল হিমু বলেছেন: ব্লাক বক্সের চাবি
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪
মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, ব্ল্যাক বক্সের চাবি!!
সেনাপতি যেটা হন্যে হয়ে খুঁজছিলো
৩৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০১
নিয়েল হিমু বলেছেন: সামু সংগিত
আমরা সামুর ব্লগার
ব্লগাবই ব্লগাবই ব্লগাবই
শ্রবণ করে তিন বছর আগের একটা কথা মনে পড়ে গেল । ঢাকা গাজিপুর গেছিলাম রোভার স্কাউট এর আমার কলেজ টিমের সাথে । ৭দিন ছিলাম । ঐ ৭দিনই ফজরের আজানের আগে আগে একটা গান ছেরে কেম্পের পোলাপানরে ঘুম থেকে তোলা হত । গানটা ছিল
আলকিত জীবনের জন্যে
রোভারিং রোভারিং রোভারিং
চরম বিরক্তির ৭টা ভোর কেটেছিল । সামু সংগিত আজকে মেলাদিন পরে স্মৃতী মনে করিয়ে দিল ।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২
মামুন রশিদ বলেছেন: হাহাহা, আপনার অভিজ্ঞতা শুনে কষ্ট লাগলো ।
আমি কখনো রোভারিং এ যাই নাই । শুনেছি ক্যাম্পে নাকি খুব মজা হয় ।
৩৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৪
কাজী মামুনহোসেন বলেছেন: দারুন বস দারুন, হাস্তে হাস্তে কাহিল হয়া গেলাম।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু! থ্যান্কু মামুন । ভাল লাগছে একটু হলেও হাসাতে পারলাম বলে
৩৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩১
আমিই মিসিরআলি বলেছেন: ভালো লাগলো খুব
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও খুব ভাল লাগছে
৩৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩২
আমিই মিসিরআলি বলেছেন: ভালো লাগলো খুব
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১১
মামুন রশিদ বলেছেন:
৩৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩২
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সুপ্পার...
সেইরকম হৈছে ।
আপনি অনেক ভালো লেখেন , তাই বলে এত্তো এত্তো ভালো যে লিখবেন তা কল্পনাও করতে পারি নি ।
হ্যাটস অফ টু ইউ মামুন ভাই ।
যে রকম সংলাপ,ঠিক সেইরকমই ছন্দ । সত্যজিৎ রায় জীবিত থাকলে দাঁড়িয়ে উঠে হাততালি দিতেন নির্ঘাত ।
গ্যালারিতে বইলাম , দেখি কমেন্টে কি মজা হয় ।
বিঃদ্রঃ কমেন্টের রিপ্লাইও যেন ছন্দে ছন্দে হয় ।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭
মামুন রশিদ বলেছেন: আপনার মুখে এত্তগুলা ফুল চন্দন..
পোস্ট দিছি কক্সবাজারে এসে, অফিসের কাজে এখানে এসেছি । সারাদিন কাজকর্ম করে যেটুকুন অবসর পেয়েছি, তাতে মন্তব্যের উত্তর দিতেই ঘাম বেরুচ্ছে ।
আপনার আইডিয়া চমৎকার, হাতে সময় থাকলে চেষ্টা করা যেত ।
৪০| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মজা পেলাম মামুন ভাই।
আপনি তো সব দিক দিয়েই প্লাস পাওয়া।
শুভকামনা।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ কবি
আমি গল্পের দুনিয়ায় নতুন, বাট অনেক পুরাতন নাট্যকর্মী । জাহাঙ্গীরনগর থিয়েটারে কাজ করেছি ১৯৯১-৯৭ পর্যন্ত ।
৪১| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার সব গল্পের পর রম্যেও মুগ্ধ হলাম।
আপনার লেখার মুন্সিয়ানার কথা স্বীকার করতেই হবে।
রম্য আনন্দ দিল। কবি সেলিম আনোয়ারের চরিত্রে কবিতা ও তার আগমন ও আনন্দের।
ভালো থাকবেন।
শুভকামনা।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬
মামুন রশিদ বলেছেন: রম্যটা খানিক অসম্পূর্ণ, হঠাৎ কক্সবাজার ট্যুর আমার শেষ মুহূর্তের পরিকল্পনা অদলবদল করে দিয়েছে । আমিনুর রহমান যখন বলে- 'কবিদের ডাকবো কি? তারাতো ভাবুক'- তখন চারজন কবির চারটা কবিতার অংশ দেয়ার কথা । হলোনা, তাড়াহুড়ায় ঐ অংশটা বাদ দিতে হলো ।
আপনার মুগ্ধ হওয়া আমাকে প্রীত করেছে । ভালো থাকবেন ।
৪২| ০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৪
অনাহূত বলেছেন: হা হা হা। আগে হাসি কিছুক্ষণ।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১
মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, আগে হেসে নেন । তারপর পোস্ট নিয়ে কথা বলবেন
৪৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৬
অস্পিসাস প্রেইস বলেছেন: হা হা হা । ঘটনাটাগুলো কল্পনা করে মজা পেলাম। চোখ রাখলাম , দেখি কমেন্টে কি মজা হয়!
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪
মামুন রশিদ বলেছেন: এই আপনাকে পেলাম, যিনি ঘটনাগুলো সঠিক ভিজুয়ালাইজ করতে পেরেছেন ।
শুভ কামনা
৪৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
(দলছুট শুভ আমার শ্যালিকা আর শ্যালিকার বান্ধবীরে নিয়া আরব দেশে আইসা ব্যালে নৃত্য পরিবেশন করতেছে)
দলছুট শুভঃ খোলো খোলো দুয়ার রাখিয়ো না আর আমারে বাঁধিয়া
শ্যালিকাঃ মারিবো চাবুক, শরীরের চামড়া নিবো তুলিয়া
শ্যালিকার বান্ধবীঃ না দলছুট শুভ আমার প্রাণ ভোমরা ওকে তুই দে ছাড়িয়া
দলছুট শুভঃ আহা :!> আহা :#> চলো যাই আমরা দুজনা ভাগিয়া
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০০
মামুন রশিদ বলেছেন: নাটকের ভিতর আরেকটা নাটক ঢুকিয়ে দিলেন
পুরা ডাইমেনশন চেঞ্জ..
আপনাকে দিয়েই হবে, কান্ডারী
৪৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপডেটঃ
কাল্পনিক_ভালোবাসা মামুন রশিদ ভাইয়ের ষড়যন্ত্রের শিকার হইয়া ভেজাল ভদকা পানের ফলে এখন শুধু ইনকামিং আর আউটগোয়িং এর উপর ব্যাস্ত রহিয়াছে।
মোরা খাইদাই ঘুরি ফিরি
সময় পেলেই ব্লগিং করি
মোরা রাতে করি বাবুগিরি
আর দিনে আয়েশে ঘুমাই..
মোরা ভায়রা ভাই, মোরা রাজার জামাই ।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯
মামুন রশিদ বলেছেন: এখনতো মনে হচ্ছে পুরো কাহিনীই ফাঁস করে দেয়া দরকার ছিল । কান্ডারী-কাল্পনিক শুধু ভায়রা ভাই ই না, তারা দুজনেই কচি বাচ্চার পিতা
আর আছে পোলাপান
এক খান এক খান
কচি তারা কথা ফুটে নাই
মোরা ভায়রা ভাই, রাজার জামাই
৪৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আপডেটঃ
জুন আপু আমার পরামর্শ অনুযায়ী তাহার হাসবেন্ডকে শেকলে বাঁধিয়া রাখার অপরাধে এখন ৫৭ ধারায় কেন্দ্রীয় কারাগারে বন্দী রহিয়াছেন।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪
মামুন রশিদ বলেছেন: আমার কোন দোষ নাই, সব দোষ কান্ডারীর
কান্ডারী, পারলে! জুনাপুর মত পতিব্রতা আপু'কে এত্তগুলা দুষ্ট দুষ্ট পরামর্শ দিতে
৪৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আপডেটঃ
একজন আরমান আমার পা ধরিয়া অনশন চালাইতেছে আর জপিতেছে
ভাইয়ামনি,সোনার খনি,হীরের দানি, বেহেস্তের পানি, সোনা যাদু মনি আমার একজন সুলতানা বিবিয়ানা চাই চাই চাই....... পোস্ট ইস্টিকি করিয়া আমার বিবাহের পথ সুগম করিয়া তুলেন।
অন্যথায় সামুর সবাইরে "আরমান" বানাই ফেলবো এইরাম ভাব পুছিনা মুই, বরিশাল মোর দেশ ।
আমি ভয়ে ডাকি ও গেলু তুমি কই ?
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬
মামুন রশিদ বলেছেন: ভাইয়ামনি,সোনার খনি,হীরের দানি, বেহেস্তের পানি, সোনা যাদু মনি আমার একজন সুলতানা বিবিয়ানা চাই চাই চাই.......
হাহাহা,
নাহ, এইভাবে জনসম্মুখে একজন আরমানের প্রেস্টিজ পাংচার করা ঠিক হয় নাই ।
৪৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮
শীলা শিপা বলেছেন: নাটক একটা বানিয়েই ফেলেন... দরকার হলে আমরা টিকেট কেটে দেখতে যাব!!! খুব ভাল লাগল...
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২
মামুন রশিদ বলেছেন: হাহাহা, চোখ বুঝে কল্পনা করে নেন যে আপনি সত্যি সত্যি এি নাটকটা স্টেজে বসে দেখছেন । টিকেট কাটার হ্যাপা টা আর থাকলো না
৪৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৭
মাহবু১৫৪ বলেছেন:
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ মাহবু১৫৪
৫০| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩
শায়মা বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
আপডেটঃ
একজন আরমান আমার পা ধরিয়া অনশন চালাইতেছে আর জপিতেছে
ভাইয়ামনি,সোনার খনি,হীরের দানি, বেহেস্তের পানি, সোনা যাদু মনি আমার একজন সুলতানা বিবিয়ানা চাই চাই চাই....... পোস্ট ইস্টিকি করিয়া আমার বিবাহের পথ সুগম করিয়া তুলেন।
অন্যথায় সামুর সবাইরে "আরমান" বানাই ফেলবো এইরাম ভাব পুছিনা মুই, বরিশাল মোর দেশ ।
আমি ভয়ে ডাকি ও গেলু তুমি কই ?
হা হা ভাইয়া আমি ফেসবুকে একজন সুলতানা বিবিয়ানাকে চিনি মানে চিনতাম......... তার চুল সাদা সাদা নানা মানে স্বর্নকেশী সে। দরকার পরলে আমাকে বলো তার আইডি দিয়ে দেবো আহারে এত করে তোমাকে সাধাসাধি করছে আমার লক্ষীসোনা, চাঁদের কনা আরমানভাইয়াটা!!!!
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫
মামুন রশিদ বলেছেন: সাদা চুলের কোন না কোন পেত্নীকে তোমরা স্বর্নকেশি সুলতানা বিবিয়ানা বলে চালিয়ে দিয়ে আরমানের বারোটা বাজানোর মওকা করছ, তোমরাই জানো
আরমান আমার ভাই ।
আরমানকে নিয়ে কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না ।
৫১| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
শায়মা আপু প্লীজ তুমিই একমাত্র আমাকে এখন এই আরমানের হাত থেকে বাঁচাতে পার । আরমানের বিয়ের জন্য নাহয় তুমি এই গুরু দায়িত্ব নিয়ে আরমানকে সুখি করার ব্যবস্থা টুকু করে দাও প্লীজ আপু।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮
মামুন রশিদ বলেছেন: হুম.. এইডা ঠিক আছে ।
শায়মা প্লিজ দেখো কিছু করা যায় কি না আমার ছোট ভাইডির জন্য
৫২| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৩
শায়মা বলেছেন: বুঝেছি কান্ডারীভাইয়া তোমাদের পাল্লায় পড়ে এখন আমাকে ঘটক পাখিবোন হতে হবে।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০
মামুন রশিদ বলেছেন: ঘটক পাখিবোন- শায়মা ঘটক
৫৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা হা হা দারুণ বলেছো শায়মা আপু ঘটক পাখিবোন
দারাও একটু হাইসা নেই
আপু চলো একটা ব্যাবসা করি, মনে হচ্ছে ভালই ইনকাম হবে। আমাকে তোমার অফিসে ম্যানেজার পদে নিয়োগ দিতে পার আর আমাদের প্রথম সফলতা হবে একজন আরমানের বিয়ে।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৩
মামুন রশিদ বলেছেন: প্রজেক্ট 'একজন আরমান' এর বিয়ে সফল হউক
৫৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
মামুন ভাইর লগে পরে কথা আগে হাইসা লই।
@ঘটক পাখিবোন ,
আপুনি আমিও কিন্তু লাইনে আছি। সকল ব্যাচেলরের হোক সুদিন ইহাই হোক তোমার বানী।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০
মামুন রশিদ বলেছেন: দুয়ারে দাড়িয়ে কস্টমার- না না, পাত্র
৫৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৫
এহসান সাবির বলেছেন: ওরে মামুন ভাই...........!! চরম হইছে.....!!! সুপার লাইক.....!!
@কান্ডারী ভাই আপডেট চলুক..........!!!
স্নিগ্ধ শোভন বলেছেন:
@ঘটক পাখিবোন ,
আপুনি আমিও কিন্তু লাইনে আছি। সকল ব্যাচেলরের হোক সুদিন ইহাই হোক তোমার বানী।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৭
মামুন রশিদ বলেছেন: লাইনে আরেকজন কাস্টমার- থুক্কু আরেকজন পাত্র
৫৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭
শায়মা বলেছেন: কান্ডারী ভাইয়া ব্যাবসা শুরুর আগেই সফল। দেখোনা লিস্টে অলরেডী একজন
ফর্ম ফিলাপ করে বসে আছে।
মিঃ স্নিগ্ধ শোভন ভাইয়াজী। আপনার বায়োডাটা দেন তাড়াতাড়ি ছবি দেখে তো মনে হচ্ছে সবেমাত্র কলেজে পা। তাও আবার উদাস নয়নে সাগরকন্যার আশায় দূর নিলীমায় তাকায় থাকা। নাহ বাবা এত বড় সর্বনাশ কি করতে পারি আমরা তোমার!!! আকাশ কুসুম সাগরকনা, বাদলকন্যা ভাব না ছাড়া পর্যন্ত ও বিয়ের বয়স না হওয়া পর্যন্ত তোমার আবেদন অকার্য্যকর বলিয়া বিবেচিত হইবে।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫
মামুন রশিদ বলেছেন: কাস্টমার অলরেডি তিনজন ।
একজন আরমান ভাইয়া,
স্নিগ্ধ শোভন ভাইয়া
আর
এহসান সাবির ভাইয়া
৫৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
@স্নিগ্ধ শোভনের বৈবাহিক আবেদন ফর্ম বাতিল বলিয়া গণ্য হইলো এবং পরামর্শ রহিলো যেন আগে প্রাপ্ত বয়স্কের সার্টিফিকেট প্রদান পূর্বক আমাদের সাথে যোগাযোগ করেন। মিয়া আসলেই সুন্দরীদের ছাইড়া সাগরের দিকে এমুন চাইয়া থাকার কি হইল ? ভাইজানের কি কুন সমস্যা আছেনি কুন ?
শায়মা আপু ব্যাবসার সফলতা দেখে খুব ভালো লাগছে। এই নাও একটু এই খুশিতে মিষ্টি মুখ করঃ
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮
মামুন রশিদ বলেছেন: প্রাপ্ত বয়স্ক সার্টিফিকেট পাওয়ার জন্য হলেও অন্তত একবার বিবাহ করা উচিত । বিয়ে না করলে কে সার্টিফাই করবে পাত্র বিবাহের উপযুক্ত কিনা!
৫৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ঠা ঠা ঠা মডু সাবধান। পাখি সাবধান।
বাকিরা সব
কর কলরব।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৩
মামুন রশিদ বলেছেন: এইবার হইলো তো!
এত এত পাত্রের নাম আসতেছে, অথচ সেলিম আনোয়ারের কথা কেউ বলছে না
এখন সে একে৪৭ নিয়া মাঠে নামছে, মডু সাবধান-পাখি সাবধান দিয়া বেড়াচ্ছে
সামুর সার্ভার আরেকবার ডাউন না হলেই হলো
৫৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫
শায়মা বলেছেন: এত মিষ্টি!!!!
তোমার দেখি অভিসন্ধি ভালো না ভাইয়া। এত মিষ্টি খাইয়ে আমাকে মুটকি বানাতে চাও!! এমনিতেই গ্লেজড ডোনাট রিসেন্ট ফেভারিট নিয়ে ঝামেলায় আছি।
মনে হচ্ছে বাচ্চাদেরকে নাচ শিখাতে গেলে এইবার স্কুল বিল্ডিং ভেঙে সব সহ নীচে পড়বো!!
না না মিষ্টি শোভন ভাইয়াকে খাওয়াও বেচারা মনের দুঃখে আবার বনে যায় কিনা কে জানে ।আবার সাগর ছেড়ে তখন বাঘের পিঠে বনকন্যা নিয়ে হাজির হলে তুমি আর আমি পালিয়ে পথ পাবোনা তার চাইতে চলো এহসান ভাইয়ার ফর্মখানা বিবেচনা করিয়া দেখি।
( কানে কানে- ভাইয়া আমার ধারনা এহসানভাইয়ার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে মানে আইবুড়ো। এর জন্য বেশি সুন্দরী না খুঁজলেও চলবে। মানে সহজেই পেত্নী, পেঁচি ঘুঁচি জুটাই দিলেই চলবে।
)
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৪
মামুন রশিদ বলেছেন: আবার ষড়যন্ত্র! এহসান সাবির ভাইকে পেত্নী পেঁচি ঘুঁচি গছিয়ে দেয়ার ষড়যন্ত্র মানি না
৬০| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই পোষ্ট দেখার পর আমার অনাগত বিবাহিত জীবনে এক বিশাল প্রভাব পড়ল!! আমি বিবাহিত না হয়েও বিবাহিত হইলাম!!! ইনশাল্লাহ! সামনে আমিও আসিতেছি লইয়া পরকীয়ার বার্তা!!!
মাইর হপে সাউন্ড হবে না
আর রস যে শুধু আমার এই বিশাল দেহে আছে তা নয়, আপনার তো থই থই করছে মামুন বাবু!!!!!!!!!!!!!
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:১৪
মামুন রশিদ বলেছেন: তথ্য আইনে জনগনের সব কিছু জানার অধিকার আছে । দিলাম আরো কিছু ফাঁস করে...
কান্ডারী-কাল্পনিক শুধু ভায়রা ভাই ই না, তারা দুজনেই কচি বাচ্চার পিতা
আর আছে পোলাপান
এক খান এক খান
কচি তারা কথা ফুটে নাই
মোরা ভায়রা ভাই, রাজার জামাই
৬১| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০
লাবনী আক্তার বলেছেন:
দারুন লাগল।
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:১৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপু
৬২| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫০
এহসান সাবির বলেছেন: মানি না.. মানি না... মানি না....!! আমি খেলবো না....
সবাই বলে আমার বয়স বাইশ/তেইশ(!!??!!).... :#> আমি বলি আরো কম.... :!>
(মনে মনে - ঘটক পাখিবোনের মুখে ফুল চন্দন পড়ুক, পেত্নী, পেঁচি ঘুঁচি জুটাই না হয় দিক )
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৮
মামুন রশিদ বলেছেন: হাহাহা
৬৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২
মামুন রশিদ বলেছেন: প্রথমে ভাবছিলাম ৫৭ ধারায় নিজেই ফাইস্যা যাব, এখন দেখছি আরেকজনকে ফাঁসাতে হবে
৬০ নাম্বার কমেন্টের 'মাইর হপে সাউন্ড হপেনা' মডু সাবধান এলার্ট, ৫৭ ধারা রেডি
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪
মামুন রশিদ বলেছেন: এটা কি করলেন কা_ভা । ইজ্জতের ফালুদা বানায়া দিলেন
৬৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
@শায়মাপি,
চিরতরুন বইলা আমারে ইয়াং দেখতে লাগলে আমার কি করার আমি কিন্তু বিয়ের উপযুক্ত। ভার্সিটি শেষ করলাম সেই কবে কিন্তু আপনার কাছে লাগতেছে কলেজ পড়ুইয়া
আমার মত চিরতরুন টাইপের পোলার জন্য একটা সুন্দরী কন্যা লাগবো বইলা দিলাম। :-<
@কাণ্ডারী ভাই,
এতই বয়স হইয়া গেছে আপনার পাত্র চিনতে ভুল করেন। আপি হয়তো আমারে চিনতে পারে নাই তাই বলে আপনেও। বুড়া লোক নিয়া এই এক সমস্যা
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪০
মামুন রশিদ বলেছেন: আপনি বিয়ের উপযুক্ত কি না, তা কেবল কোন নারীই সার্টিফাই করতে পারে
৬৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬
শায়মা বলেছেন: ইয়া আল্লাহ!!!
এহসানভাইয়া মাত্র বাইশ/ তেইশ!!! তার মানে জবলেস!! পড়ালেখা তো অবশ্যই শেষ হয়নাই। নো নো নো ওয়ে!!!! বেকার মানুষের হাতে কোনো কন্যা সম্প্রদান চলিবেক না ।
তোমার আবেদনও বাতিল ফর্মের বাস্কেটে চালান করিয়া দেওয়া হইলো।
আরও ১০ বছর পর যোগাযোগ করিও ভাইয়ামনি সোনার খনি, পড়ালেখা শেষ করিয়া আসো দেখিনি।
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৬
মামুন রশিদ বলেছেন: আরো দশ বছর
পিলিজ এহসান ভাই, প্রতিদিন দুই বালতি করে তিন বেলা মাথায় পানি ঢালা রিকমেন্ডেড !!
৬৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
শায়মা আপু নো টেনশন নিচের দুইটা ছবি দেখোঃ
আর এহসান সাবির ভাইয়ের জন্য তোমার বিবেচনায় আমি মুগ্ধ। তোমার বিবেচনার উপর আমার আর কোন বিবেচনাই থাকতে পারেনা।
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৮
মামুন রশিদ বলেছেন:
৬৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০০
মামুন রশিদ বলেছেন: আপ্পিমনি, ভাইয়ামনি(কান্ডারী) সামুতে কোন বিজনেস শুরু করার আগে 'সামু রাজা'র পারমিশন লাগবে, ভুলে যেও না, কেমন? ঊপযুক্ত দাক্ষিনা সহ রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য 'মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে অতি সত্তর যোগাযোগ করবে ।
১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
মামুন রশিদ বলেছেন: ঈদে স্পেশাল ডিসকাউন্টে ঘটকালি পারমিট দেয়া হচ্ছে, হেলায় সূবর্ণ সুযোগ হারাবেন না
৬৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
@স্নিগ্ধ শোভন শায়মা আপি ঠিকই চিনছে তোমারে । আমিও আপুনির সাথে থাকতে থাকতে কিঞ্চিত পরিমাণ বিচক্ষণ হতে শিখিয়াছি।
যেই ছেলে উদাস হয়ে সুন্দরী ললনা ছাড়িয়া সাগর পানে চাহিয়া থাকে তার সাথে যে কোন মেয়ের বিবাহ হইলেই সেই মেয়েরই কপাল পুড়িবে।
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৫
মামুন রশিদ বলেছেন:
৬৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫
হুমায়ুন তোরাব বলেছেন: Noman vai,Apu tanvi,Nazim vai nai keno ?
+ dimu na.
mind korchi...
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৭০| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৬
এহসান সাবির বলেছেন: @শায়মা আপু @কান্ডারী অথর্ব
আমার প্রোপিক একটা একটা জাহাজের ছবি.... ঐ জাহাজে কইরা কিন্তু দেশান্তরী হমু...... হুমকি দিলাম.....
(ওরে আমার কি হপে গো এখন
আরো ১০ বছর....!!!!
দাঁত মাত সব পইড়া যাইবো তখন..
)
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৯
মামুন রশিদ বলেছেন: ভেরি স্যাড
৭১| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
@কাণ্ডারী ভাই,
আপনি দেখি শায়মা আপুর সাথে তদলে ভিড়েও আপনার নলেজ বাড়াইতে পারেন নাই। শায়মাপির কমেন্ট দেখেন আমি কার জন্য অপেক্ষা করছি। এখন ঘটক পাখিবোন এর আশীর্বাদ পড়লে সব ঠিকছে হইয়া যাইব।
@ঘটক পাখিবোন,
আমি কিন্তু বিয়ের উপযুক্ত
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০০
মামুন রশিদ বলেছেন: নিজের সার্টিফিকেট নিজেই দিচ্ছেন
৭২| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০
স্নিগ্ধ শোভন বলেছেন:
@সাবির ভাই,
সমস্যা নাই দাঁত আমি নতুন করে লাগাইয়া দিমু। তবুও আমার সিরিয়াল আগে
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০২
মামুন রশিদ বলেছেন: উপযুক্ত দামে একটা সিরিয়াল বিক্রি হইবে
৭৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
@মামুন রশিদ সামুর মুকুট বিহীন রাজা এবং @ আপনার তলোয়ার বিহীন মন্ত্রীর তা তা ধিন ধিন করার দিন শুরু
আছে আপনাদের জন্য আমাদের @ কাল্পনিক_ভালোবাসা লাভ গুরু
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৬
মামুন রশিদ বলেছেন: আপনার কথা শুনে,
আছি বড়ই টেনশনে..
:-&
৭৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: লালটুকটুকে বউ
এমন কোন কেউ
লাল শাড়িতে ফুলে ফুলে
নাচের তালে কোমর দোলে
কন্ঠে যাহার মধু ঝরে
ঠোটে যাহার মধুর বচন
রাগলে বেজায় লাগে আপন
যার সোহাগে বারিষ ঝরে
প্রখর রৌদ্রেও ছায়া পরে
এমন কোন কেউ
লাল টুকটুকে বউ
যার পরশে সুখের ছুঁয়া
যার বিহনে বাঁচাই মরা
যার জন্যে এ মন পাগলপারা
এম কোন কেউ
তেমন একটা বউ
লালটুকটুকে বউ
আসল কথা কও।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
মামুন রশিদ বলেছেন: কারে কইলেন
সামুতে কবিতা লিখলে লালটুকটুকে বউ পাওয়া যায়, ঝানতাম না
৭৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
@এহসান সাবির জাহাজে চড়িয়া আপনি যে ভুল করিয়াছেন তাহার জন্য আপনার দাঁত পরিয়া গেলেও চিন্তা নাই কনো, আপনার জন্য অপেক্ষায় রহিয়াছে বেদের মেয়ে জোছনা এখনো।
@ স্নিগ্ধ শোভন তুমার এন্টেনার ফ্রিকুয়েন্সি বাড়াও শায়মা আপি বলেছে তুমাকে কুন টারজান কন্যা খুঁজিয়া লইতে।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
মামুন রশিদ বলেছেন: @এহসান সাবির, @স্নিগ্ধ শোভন
৭৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০
অদৃশ্য বলেছেন:
প্রিয় মামুন ভাই
সাত সকালে আপনার এই লিখাটি পড়েছি আজ... প্রচুর হাস্যরসে ভরপুর লিখাটি যথেষ্ট উপভোগ করেছি... মাঝে মাঝে আপনার কাছ থেকে মাত্রাতিরিক্ত মজা পাওয়া যায়... এটা সত্যই অসাধারণ
মন্তব্য পরে করবো ভেবে অন্য কাজ করছিলাম... হিরক রাজার দেশের স্টাইলটা বেশ মনে ধরেছে... দারুন ভাবেই মিলিয়েছেন...
তাই শেষঅবধি এসে বলতেই হয়___ এভাবে
সামু রাজার দ্যাশে
চরিত্রগুলান অসাধারণ ব্যাশে
মুগ্ধ আমি পুরা নাটকের শ্যাষে
শুভকামনা...
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মামুন রশিদ বলেছেন: সামু রাজার দ্যাশে
চরিত্রগুলান অসাধারণ ব্যাশে
মুগ্ধ আমি পুরা নাটকের শ্যাষে..
দারুণ! চমৎকার!!
আপনার জন্যেও শুভকামনা ।
৭৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২
এহসান সাবির বলেছেন: স্নিগ্ধ শোভন ভাই আপনি দাঁতের কষ্ট কিছুটা লাঘব করলেন
তবে আমার সিরিয়ালটা আপনার পরপরই দেওন যায়না....?? আপনার শলিকা...
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
মামুন রশিদ বলেছেন: সুলভে সিরিয়াল বিক্রি করা হবে
৭৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
@কাণ্ডারী ভাই,
কন্যা সমুদ্রের হোক আর বনের হোক আমার কোন সমস্যা নাই । কিন্তু কন্যা উপরের ডান পাশের কন্যার মত সুন্দরী হলেই চলবে।
আর বামেরটা কি সাবির ভাইর জন্য ? বেচরা মনের দুঃখে জাহাজে উঠে গেলো বুঝি
ডানের নাচনেওয়ালী মেয়েটা আবার যদি আপনাদের ঘটকালিতে পাত্রীর নাম লিখাইয়া থাকে আমি কিন্তু রাজি আছি
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
মামুন রশিদ বলেছেন:
৭৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫
মামুন রশিদ বলেছেন: পরিবেশ ভন্দু মাইন্ড করেছে মনে হয়! পেজ আপলোড হইতে আধঘণ্টা লেগে যায়
পেজ লোডিং প্রবলেম এড়াতে কমেন্টের সাথে কোন ছবি আপলোড না করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি ।
০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
মামুন রশিদ বলেছেন:
৮০| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
@ স্নিগ্ধ শোভন তুমার ফর্ম বাস্কেটে ফেলা হয়েছে। রাস্তা মাপ, নেক্সট
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
মামুন রশিদ বলেছেন: একটু কনসিডার করা যায় ঘটক ভাইয়ামনি
৮১| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
সাবির ভাই টেনশন নাই। আমার যদি শালিকা থাকে তাহলে আপনার জন্য কিন্তু না থাকলে আমার কিছু করার নাই। তবুও আপনে জাহাজ থেকে নামেন।
@শায়মাপি,
পাত্র হিসাবে মাঠে নামাইয়া তুমি ভাগছ। তোমার সাথে আর খেলতাম না তুমি এত্তগুলো পচা।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
মামুন রশিদ বলেছেন: @শায়মাপি,
পাত্র হিসাবে মাঠে নামাইয়া তুমি ভাগছ। তোমার সাথে আর খেলতাম না / তুমি এত্তগুলো পচা।
নিজে বিয়ে করার চেয়েও অন্যকে বিয়ে করানো কঠিন শায়মমনি
৮২| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন:
@কাণ্ডারী,
তুমি এত্তগুলো দুষ্টু। তোমাদের এজেন্সি পচা। এই এজেন্সি থেকে বিয়ে করবো না।
@সাবির ভাই, ঘটক পাখি ভাই আমাদের ভরসা।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
মামুন রশিদ বলেছেন: @কাণ্ডারী,
তুমি এত্তগুলো দুষ্টু। তোমাদের এজেন্সি পচা। এই এজেন্সি থেকে বিয়ে করবো না। B
ব্যবসায় নাইমা এইরাম ধরা খাইলেন কান্ডারী
৮৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭
শায়মা বলেছেন: হায় হায় কান্ডারী ভাইয়া আগেই বুঝেছিলাম তোমার দুরাভিসন্ধি তুমি আমাকেও ঐ মুটকি নাচের টিচারের মত মুটকি বানানোর পরিকল্পনায় আছো তাই অত অত মিষ্টি খেতে দিয়েছো!!!!
বিজনেস পার্টনারের এত মীরজাফরি বুদ্ধি চলিবেনা তোমাকে আমি পিজ্জা হাট কে এফসি, ওয়েসটিন, রেডিসন, শেরাটন, সোনার গাঁ রুপার গা সবকিছুর চিজ, বাটার চকলেট ঘি তেলে চুবানো খানা পিনা খাওয়ায় দেবো যেন তুমিও নিচের সাদা শার্ট পরা ভটকুটার মত হয়ে যাও।
আর মামুন ভাইয়া মনি কিসের পারমিশন এহ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমরা সবাই রাজা আমাদেরই সামুর রাজত্বে
নইলে মোরা মনের দুঃখ বলবো কি শর্তে??????
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
মামুন রশিদ বলেছেন: শায়মামনি, কান্ডারী খাওয়াতে চাচ্ছে খেয়ে নাও । পরে জিমটিম করে নিও
আমরা সবাই রাজা আমাদেরই সামুর রাজত্বে
নইলে মোরা মনের দুঃখ বলবো কি শর্তে??????
ঠিকাচে
৮৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৯
শায়মা বলেছেন: শোভন ভাইয়া, এহসানভাইয়া রাগ করেনা.......
আরও কারা কারা যেন লাইনে আছো সবাই অপেক্ষায় থাকো........
আমি শপিং থেকে ফিরে আসি তারপর তোমার বাস্কেটে ফেলা ফর্ম আবার সেখান থেকে তুলে পুনঃ বিবেচনার জন্য বিবেচনা করিয়া দেখিবো।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
মামুন রশিদ বলেছেন: শপিং কি ঈদের আগে শেষ হওয়ার কোন সম্ভাবনা আছে ??
৮৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
@শায়মাপি,
শপিং যাইতেছ ভাল কথা!! এই চুডু ভাইর লাইগা কিছু লইয়া আইসো। না হয় কিন্তু তোমার সাথে অ্যাঁড়ি।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
মামুন রশিদ বলেছেন: আড়ি আড়ি আড়ি
কাল যাব বাড়ি
পরশু যাব ঘর
কি করবি কর!
৮৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপুনি আমাকে তুমি এই চিনলা, একজন সৎ ও আদর্শবান বিজনেস পার্টনার হিসেবে আমি শুধু বিবেচনা করে দেখলাম ভারতের সকল সফল কোরিওগ্রাফারেরাই মুটকি এবং ভটকু কিন্তু নাচনেওয়ালি গুলো চিকনি চামেলী তাই ভাবলাম মিষ্টি খেলে আর এমন কি সমস্যা
যাই হোক তুমি যখন এভাবে মিষ্টি ফিরিয়ে দিয়ে আমাকে ভুল বুঝলে তখন কান্না ছাড়া আর আমার অন্য উপায় নেই
তবে আপুনি আমার কিন্তু কে এফসি, ওয়েসটিন, রেডিসন, শেরাটন, সোনার গাঁ রুপার গা সবকিছুর চিজ, বাটার চকলেট ঘি তেলে চুবানো খানা পিনা খেয়ে ভটকুটার মত হতে আপত্তি নেই।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
মামুন রশিদ বলেছেন:
৮৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০১
অশ্রু কারিগড় বলেছেন: শরৎঃ মাথায় যেন বাজ পড়েছে, হার্ট ফেইল পাকা ।
যদি বাইচ্যা থাকি আপা, আবার হবে দেখা ।
ব্যাপক বিনোদন
।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
মামুন রশিদ বলেছেন: ব্যাপক টেনশনে আছি, কখন জানি ভ্যান হয়ে যাই
৮৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২১
শায়মা বলেছেন: ওকে ওকে ডান!!!
তোমার জন্য ঈদ গিফট শোভনভাইয়া তবে ঈদের আগের রাতে পাবে । আমি রেডি হয়ে গেছি । শপিং এ চলিলাম বাই বাই টা টা !! যাই যাই ........
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
মামুন রশিদ বলেছেন: ভাগ নগদে বুঝাইয়া দিতে হবে শোভন
৮৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৭
সেলিম আনোয়ার বলেছেন: (ঈদ গিফট)কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না।
সামু রাজত্বে সবাই সমান। @ শায়মা
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
মামুন রশিদ বলেছেন: সামু কি দুনিয়ার আইনের বাইরে
৯০| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৮
মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো। সুন্দর হয়েছে।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ মাহতাব
৯১| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৮
মামুন রশিদ বলেছেন: শায়মামনি@ বীচে যাচ্ছি । দেখি আপ্পিমনির জন্য কিছু লাল কাঁকরা ধরে আনতে পারি কি না
০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
মামুন রশিদ বলেছেন:
৯২| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনবদ্য। রম্যনাট্যের ‘সতের কলা’ পূর্ণ হয়েছে। ছন্দের জন্য এক কলা বেশি
অনেক হাসলাম। আপনি মজার মানুষ, বুঝা গেলো।
মেয়ের সংখ্যা বিচারে আপনি কিন্তু আমার মিতা হন! অতএব...
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
মামুন রশিদ বলেছেন: "মিতা, ত্বমসি মম জীবনং, ত্বমসি মম ভূষনং,
ত্বমসি মম ভবজলধিরত্নম"
যে বিচারেই হোক, আমরা না হয় মিতা ই হলাম ।
শুভকামনা মিতা
৯৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭
বটবৃক্ষ~ বলেছেন: আমি যেদিকে যাই,
দেখে অবাক বনে যাই
সব ছেলেরই একটা জিএফ আছেরে..
দেখ ভাল জনে একা একা দুর্বা ঘাস ছিড়ে
মন্দ জনে বউ-জিএফ নিয়ে কত মজা করে
ও ভাইরে, ও ভাইরে..
মামুন রশিদঃ (রেগে গিয়ে) মন্ত্রী! ইঁদুর মারার কল ছাড়ো জলদি!
কান্ডারী ভাইয়া কাভা ভাইয়ার গলা জড়িয়ে গানটাও অসাধারণ!
জলদি এই নাটকের মন্চায়ন চাইঈঈঈঈ!!! টিকিট কাইট্টা দেখতে আসমু!!
প্রত্যেকের ডায়লগ গুলা অসাধারণ!!! হাহাহহাহাহা!
ভাইয়া , লা জওয়াব হইসে নাটক!!!
আর উৎসর্গে এইডা কি??? আমি কই!! আপনি সব কবিদেরকে করসেন!
:'(
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০০
মামুন রশিদ বলেছেন: কিছু গোপন খবর আপনার কাছে ফাঁস করি, কাউকে বলবেন না কিন্তু..
কান্ডারী-কাল্পনিক শুধু ভায়রা ভাই ই না, তারা দুজনেই কচি বাচ্চার পিতা
"আর আছে পোলাপান
এক খান এক খান
কচি তারা কথা ফুটে নাই
মোরা ভায়রা ভাই, রাজার জামাই"
৯৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২
আমি ইহতিব বলেছেন: পরিবেশ বন্ধুর উপস্থিতি আর ডায়লগের অংশ পড়ে হাসতে হাসতে শেষ
কাল্পনিক_ভালোবাসাঃ আমি কেন? আমিতো এখনো বিয়েই করি নাই?
কান্ডারী অথর্বঃ তবু তুমি আমার ভায়রা ভাই
কাল্পনিক_ভালোবাসাঃ এ্যাঁ, আপ্নেরতো কোন শ্যালিকাই নাই!
কান্ডারী অথর্বঃ শ্যালিকার জন্ম হবে, তুমি আমি ভায়রা ভাই
দারুন নাটক হয়েছে ভাইয়া, নেক্সট ব্লগার ডেতে এই নাটক মন্ঞ্চায়িত করার ব্যবস্থা করা যায়না?
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০২
মামুন রশিদ বলেছেন: এই প্রস্তাবটা দারুণ আপু,
নেক্সট ব্লগ'ডে তে এই নাটক মঞ্চায়িত করা হউক ।
পরিবেশ বন্ধু অলটাইম রকজ
৯৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৮
একজন আরমান বলেছেন:
পোস্টে মাইনাচ
হাসতে হাসতে খিদা লাইগা গেছে।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩
মামুন রশিদ বলেছেন: উপরে কান্ডারী ম্যালা খানাদানা নিয়ে আসছে
৯৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৭
হাসান মাহবুব বলেছেন: ছন্দ এবং কাহিনী বিন্যাস দুটোই খুব ভালো হয়েছে। শুভেচ্ছা।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ হামা ভাই
ছোট মন্তব্যে দ্বিধান্বিত, আসলেই কি ভাল হয়েছে
৯৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
নেক্সাস বলেছেন: বেশ মজার
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই
৯৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
তুষার মানব বলেছেন:
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ :-& :-&
৯৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
@শায়মাপি,
থেঙ্কু আপুনি তুমি আমার গিফট নিয়ে রাইখো আমি ঈদের পর এসে নিবো।
সামুর রাজার দেশের সকলকে জানাই অগ্রিম ঈদ মোবারক।
আল্লাহ্ হাফেজ।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৭
মামুন রশিদ বলেছেন: আমার ভাগটা ঠিক মত রাইখা দিও
ঈদ শুভেচ্ছা
১০০| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দারুণ মজার পোস্ট
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ বিথি
১০১| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: একজন শপিংএ গেছে বলে গেল। কি কিনলো না কিনলো কোন খবর নাই।শপিং প্লেসে এখন চোর ডাকাত ছিনতাইকারীর ভয়। কোরবানীর গরুর গোতা খাওয়ার ও ব্যাপক চান্স। কি চিন্তার বিষয় !!
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৭
মামুন রশিদ বলেছেন:
১০২| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৩
ড. জেকিল বলেছেন: সব কিছুই ঠিকঠাক হয়েছে, এবার মঞ্চায়িত করে ফেলেন
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৮
মামুন রশিদ বলেছেন: চলে আসেন, রিহার্সেল শুরু করে দেই
১০৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫
দলছুট শুভ বলেছেন: যাই হোক। এক পোস্টেই সামু চক্কর হয়ে গেল ।
বহুদিন চক্ষর দেই না ।
আর যদিও আমার সংলাপ খুবই কম তবুও বলতে চাই " ইয়ে মানে, জ্ঞানীরা কম কথা বলে "
অনেক ভালো লাগলো মামুন ভাই। অনেক দিন পর শুধু আপনার পোস্টের জন্য সামুতে আসা ।
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২
মামুন রশিদ বলেছেন: বৈজ্ঞানিক দলছুট শুভ স্বাগতম
১০৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ সামু রাজার দেশে!
এটাও অদ্ভুত মানুষের সম্মিলনে আজব এক দেশ!!!!!!
শুভ কামনা মামুন ভাই।
১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৩
মামুন রশিদ বলেছেন: এটাও অদ্ভুত মানুষের সম্মিলনে আজব এক দেশ!!!!
সত্যিই দারুণ বলেছেন । অদ্ভুত মানুষের আজব সম্মিলনি ।
প্রিয় সোনাবীজ ভাইকে হাসাতে পেরে ভাল লাগছে ।
ভালো থাকবেন ভাইয়া ।
শুভকামনা সতত ।
১০৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: মজার ছলে স্যটায়ার ! বেশ বেশ !
১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৭
মামুন রশিদ বলেছেন: সোনাবীজ ভাইয়ের কমেন্টের সাথে ছন্দমিল দিলেন, আহা বেশ বেশ!
১০৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: এই ভদ্রলোক নৃত্য পরিবেশন করতে চায়
গ্যাঙনাম নৃত্য
১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
মামুন রশিদ বলেছেন: দেখে তো মনে হয় ভলিবল খেলছে ।
১০৭| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬
নাজিম-উদ-দৌলা বলেছেন:
সামু রাজার দ্যাশে আমি উপেক্ষিত থেকে যাওয়ার কারন বুঝলাম না! আমি কি প্রিয় ব্লগারদের তালিকায় নাই আপনার?
পুষ্ট ব্যাপক আনন্দ দিয়েছে।
ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল।
১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
মামুন রশিদ বলেছেন: হাহাহা, কিছু প্রিয় ব্লগারকে নিয়ে পোস্ট.. বাকিরাও রেডি থাকেন, যেকোন দিন যে কোন সময়
পোস্ট পড়ে আনন্দ পাওয়ায় প্রীত বোধ করছি প্রিয় নাজিম ।
শুভকামনা । ঈদ শুভেচ্ছা
১০৮| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২
রেজোওয়ানা বলেছেন: জম্পেস হয়েছে মাম্মা ভাইয়া
১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু, থ্যান্কু রেজু মাম্মা আপু
১০৯| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪
আমিনুর রহমান বলেছেন:
রসের ভরপুর পোষ্ট। আরজুপনি ছাড়া হেড-মডু মানি না । আমার মনের কথা আপনে জানলেন কেমনে
দলছুট শুভ, নিয়েল, একজন আরমান, কান্ডারী অথর্ব আর কাল্পনিক ভালোবাসা - চরিত্রগুলো মজা দিয়েছে দা্রুন।
জুনাপুর মঙ্গল গ্রহে যাওয়ার সাধ পূরণ হউক
অসাধারণ রম্য +++
১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
মামুন রশিদ বলেছেন: তার মানে আরজুপনির ঘটনা সত্যি
আমিনুর রহমান মজা দেয় নি ?
জুনাপু আমার বারোটা বাজাবে বলেছে
আপনার মন্তব্য পড়ে মনে হল পোস্ট খুব মনোযোগ দিয়ে পড়েছেন ।
শুভকামনা ।
১১০| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০২
এম ই জাভেদ বলেছেন: সামু রাজার দ্যাশের রানী নির্বচন করে ফেলেন এবার। জোস নাটক।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯
মামুন রশিদ বলেছেন: সামু রাজার দ্যাশের রানী নির্বাচনের কাজটা আপনি একটু নেন না ভাই :#>
১১১| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪০
শ্যামল জাহির বলেছেন: চরম মামুন ভাই! আপনার কৌটা রসে ভরা।
পাওয়ার খোঁজে অবশেষে-
এসে গেলাম সামুর দেশে…
শাসক নিয়ে দ্বিধা-দ্বন্দ(!)
অবাক যত- মরছি হেসে!
কোন কারণে কাউকে আবার
বাঁধলো ধরে এমন কষে!
ফয়সালাটা হবে বলে-
রাজ দরবারে বিচার বসে।
রাজনীতিবিদ, কবি’র আসর
কেউবা আবার খোঁজছে দোসর-
কেউবা ঘটক সাজে,
পাত্রী ছাড়াই মিথ্যে আশ্বাস
পাত্র মরে লাজে! :#>
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪
মামুন রশিদ বলেছেন: এত সুন্দর ছন্দময় কাব্যিক কমেন্টের কি উত্তর দিব ভেবে পাচ্ছি না । পোস্টে অংবং জোড়াতালি দিয়ে ছন্দ মিলাতে গিয়ে পরাণ ওষ্টাগত হয়ে গিয়েছিল প্রায় ।
কমেন্টে অনেক অনেক ভালোলাগা ।
শুভকামনা
১১২| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঢাকায় আসেন। আসার আগে ফেবু বা মোবাইল যেখানে পারেন একটা টেক্সট দিয়েন। আশাকরি চরম আড্ডা হবে।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯
মামুন রশিদ বলেছেন: এগারলি ওয়েটিং...
ঢাকায় আসলে খবর দিয়েই আসব । আড্ডার লোভ সামলাতে পারি না ।
শুভকামনা প্রিয় কবি
১১৩| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৮
শান্তির দেবদূত বলেছেন: মাননীয় মন্ত্রীঃ মাইক তুলতে পারছি না কেন হিমু দাদা?
একি! মাইকের সাথে দেখি পরিবেশ বন্ধু বাঁধা! -- এখানে এসে হাসতে হাসতে শেষ! পুরাটাই শতভাগ হাসির। কি লিখছেন! উফ! কমেন্ট করার সময়ও মুখের মুচকি হাসি লেগে ছিল
হা হা হা
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ শান্তির দেবদূত ভাই ।
খুব মজার একটা অংশ তুলে এনেছেন ।
আপনি মজা পেয়েছেন জেনে আর আপনার কমপ্লিমেন্ট পেয়ে খুব ভাল লাগছে ।
শুভকামনা
১১৪| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭
সায়েম মুন বলেছেন: সেইরাম হৈছে।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম মুন ভাই
১১৫| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১২
শুঁটকি মাছ বলেছেন:
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩
মামুন রশিদ বলেছেন: এত্ত গুলা ইমো
১১৬| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৪
রোকেয়া ইসলাম বলেছেন: সামু রাজার দ্যাশে......... মজার পোষ্ট।
খূব ভাল লাগলো।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপু
১১৭| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪
সপ্নাতুর আহসান বলেছেন: হা হা হা বেশ মজার।
"কতই রঙ্গ দেখি সামুতে, ও ভাইরে..
কতই রঙ্গ দেখি সামুতে..
আমি যেদিকে যাই,
দেখে অবাক বনে যাই
সব ছেলেরই একটা জিএফ আছেরে..
দেখ ভাল জনে একা একা দুর্বা ঘাস ছিড়ে
মন্দ জনে বউ-জিএফ নিয়ে কত মজা করে
ও ভাইরে, ও ভাইরে..
- - -
হেড মডুরে দরকার। নেট স্লো তাই কমেন্ট করার সময় ইমো কাজ করে না। ব্লগ দিয়ে নেট চালাইলে হয়তবা এই সমস্যার সমাধান হবে। আপনি একটু ব্যবস্থা করেন।
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৩
মামুন রশিদ বলেছেন: হেড-মডু কে আমিও খুঁজছি । সেই ভোর থেকে চেষ্টা করে করে অবশেষে চার ঘন্টা পর ব্লগে ঢুকতে পেরেছি ।
অনেক ধন্যবাদ স্বপ্নাতুর আহসান
১১৮| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮
হাসান মুহিব বলেছেন: ভাই, এর পরের টায় আমার জন্য একটা ছোট পাট রাইখেন .।। অনেক ভাল হইসে মামুন ভাই
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২২
মামুন রশিদ বলেছেন: পাট রাখতে আপত্তি নাই, জেনে শুনে পঁচতে চাইলে আমার কি!
১১৯| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৬
তারছেড়া লিমন বলেছেন: অবশেষে শেষ করলাম অভাবনীয় মজাক সন্চারীত হইল মন কুঠুরে..লেখায় ১০০০টা প্লাস...........
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪০
মামুন রশিদ বলেছেন: আপনার মনের কুঠুরে কুঠারাঘাত করতে পারায় ব্যাফুক মজা পাইছি
ধইন্যা! ধইন্যা!
১২০| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬
আমি ময়ূরাক্ষী বলেছেন: মজা পেলাম ।
১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু! থ্যান্কু আপু
১২১| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০
আমিনুর রহমান বলেছেন:
মামুন ভাই যতবারই ব্লগে ঢুকেছি আপনার পোষ্ট কিছু লাইন হলেও পড়েছি। যত পড়ছি ততই মজা পাচ্ছি।
১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২
মামুন রশিদ বলেছেন: বারবার না পড়লে আমার হিট বাড়বে কিভাবে
১২২| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৩
আমিনুর রহমান বলেছেন:
হঠাৎ একটা টেবিল ঘিরে উত্তেজনা শুরু হয় এবং সেখানে সবাই ভিড় জমাতে থাকে । ভিড়ের ভিতরে ব্লগার পরিবেশ বন্ধু ব্যাঙের মত ক্রমাগত লাফাচ্ছে, আর কয়েকজন তাকে পেছনদিকে চেপে ধরে আটকানোর চেষ্টা করছে । ঝাটকা মেরে সবাইকে ছাড়িয়ে পরিবেশ বন্ধু এক লাফে টেবিলের উপর উঠে যায় । তারপর স্টেজের দিকে তর্জনি উঁচিয়ে গগন বিদারি চিৎকার দিয়ে বলে,
ম-ডু... সা..ব..ধা..ন....
শুনলাম। বন্ধু আপনার জন্য এইবার বন্দুক রেডি রাখছে সাবধান থাইকেন।
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬
মামুন রশিদ বলেছেন: বন্ধুর দুই খান চোখ,
যেন দুই নলা বন্দুক :-&
খুব ভয়ে আছি আমিনুর, কি জানি কি হয়ে যায়!
আমার ধারণা ফারাবী জেলে যাওয়ার আগে তার পোষা জ্বীন গুলো বন্ধুর কাছে রাইখা গেছিল । তার পর থাইকাই বন্ধুর এত পাওয়ার!
১২৩| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬
টুম্পা মনি বলেছেন:
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি
১২৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮
প্রত্যাবর্তন@ বলেছেন: চরমস !!
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ
১২৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫২
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ওরে বাপ্রে ...
এই জিনিস কি দেখলাম...
আমারতো মনে সত্যজিৎ রায়রে , আপনিই পরামর্শ দিছেন...!!!!!
নাজিম ভাইয়ের মতো - আমারো রাজার দেশে থাকতে মুঞ্চায়
:!> :#>
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩১
মামুন রশিদ বলেছেন: আমি সত্যজিত রায় কে পরামর্শ দিছি
হাহাহাহাহাহাহাহহ, হাসতে হাসতে আমার কান্না আসতেছে ।
রাজার দ্যাশে থাকবেন ভাল কথা, ঐ দ্যশে সবার ইজ্জতের ফালুদা বানায়া খাওয়া হয়
চমৎকার মন্তব্যে খুব মজা পেয়েছি ফজলু ভাই ।
ঈদ শুভেচ্ছা
১২৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১
ভিয়েনাস বলেছেন: ভাইজান চরম লিখেছেন... মোবাইল ফোনে পড়ে কমেন্ট করতে পারিনি।আজ পিসি থেকে কমেন্ট করতে এসে আবার পড়ার লোভ সামলাতে পারলাম না প্রতিটা দৃশ্যে হাসতে হাসতে শেষ ভাইজান
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬
মামুন রশিদ বলেছেন: প্রতিটা দৃশ্যে হাসতে হাসতে শেষ ভাইজান
কিভাবে জানি প্লট টা মাথায় এসেছিল ভুলে গেছি.. আজকে মনে হচ্ছে এটা লিখে আমি ব্লগার হিসাবে স্বার্থক, আপনাদের এত ভালোলাগা ভালোবাসা পেয়ে আমি সত্যিই আপ্লুত ।
ধন্যবাদ প্রিয় কবি ভিয়েনাস
১২৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯
ইনকগনিটো বলেছেন: দারুন পোস্ট! কয়দিন আগেই দেখসিলাম, কিছু একটা লিখসেন, কিন্তু পড়তে পারিনাই। আজকে পিসি তে বইলাম, এবং পড়লাম
একটা সিনেমা নামাইতে পারলে চ্রম হইবো।
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৭
মামুন রশিদ বলেছেন: সামুতে রোজ যা যা ঘটে
সিনেমার চেয়েও বেশি বটে
হাহাহা, ধন্যবাদ প্রিয় ইনকগনিটো
১২৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫১
সেলিম আনোয়ার বলেছেন: এটা কোন বললেন ভাইএরকম বিখ্যাত নাচ দেখে ভলিবল মনে হচ্ছে।ওনার কাছেএই বিশেষ ধরনের নাচ শিখেছেন ব্রিটনী স্পেয়ারস ।ইউ টিউবএড করতে পারলাম না দুঃখিত।
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
মামুন রশিদ বলেছেন: আমার এখন গ্যাংনাম স্টাইলে নাচতে মন চাইতেছে । কিন্তু পার্টনার পাই কই ?
১২৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ব্রিটনীমনিকে ডাকুন। ওনি আপনার সঙ্গে নাচতে পারবেন।
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
মামুন রশিদ বলেছেন: ব্রিটনী রে ভালা পাই :#>
আমার মত বুড়োর সাথে সে নাচবে কোন দুঃক্ষে
১৩০| ১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: স্টিকি মুবারক...
সামুতে গত ঈদের চেয়ে ব্লগাররা এই ঈদে বেশি ব্লগে একটিভ মনে হচ্ছে
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ ফজলু ভাই । এই পোস্ট স্টিকি হয় নাই, স্টিকি পোস্টে এটার লিংক দেয়া হয়েছে ।
হ্যাঁ, এই ঈদে অনেক মজার মজার পোস্ট আসছে ।
১৩১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০
জানা বলেছেন:
নিজেকে অনাহূত মনে হলেও (শুধু কবিদের উদ্দেশ্য এই পোস্ট উৎসর্গ করা হয়েছে ) আসতেই হলো।
লেখক বলেছেন:
জানাঃ সুপ্রিয় ব্লগারস, কৃতজ্ঞ 'জানা',
ব্লগের মালিক আপনারাই, আমি কেউ না
পিলিজ লাগে, এত জোড়ে দড়ি টানবেন না!
বেশি জোড়ে টানলে সামুর পিলার নড়ে যাবে,
তখন আমি ব্লগ দিয়ে ইন্টারনেট চালাবো কিভাবে?
না না না। এসব আমি কোনদিন বলিনি....।
আসলে 'সামু'র মালিকানা নিয়ে জল ঘোলা হতে এখনও অনেক বাকী। এত তাড়াতাড়িই সেই জলে মাছ শিকার করার সিদ্ধান্তে পৌঁছনো ভুল হবে
। ইতিমধ্যে মগ..., ...ভবন, ....সদন সবাই কিন্তু 'সামু' মালিকানা পেয়েছেন নানা সময়ে বা প্রয়োজনে
। দুঃখের বিষয় এখনও তেঁতুল ব্যবসায়ীরা এর মালিকানায় আসতে পারেননি
। তাই আমি কিংবা কেবল 'ব্লগার'রাই এর মালিক তা সঠিক নয়
। আর এজন্যেই 'সামু'র পিলার ধরে ঝাঁকাঝাঁকি করে কোন লাভ নেই, অত সহজে ধ্বসে পড়বে না
। তবে এটা প্রায় নিশ্চিত করে বলে যায় যে শেষোক্ত মালিকানা অন্তর্ভুক্ত হলে ব্লগ দিয়ে ইন্টারনেট চালানোর মত অসাধারণ প্রযুক্তি দিয়ে ডিজিটাল বাংলাদেশ সফল করে তুলবে। (এটি একটি নিষ্পাপ গবেষণামূলক মন্তব্য। এটি কোনভাবেই 'আই সি টি এ্যাক্টের এ্যাক্টিং এ পড়বে না।)
পাশে থাকুন, সাথেই থাকুন।
আপনার ডিজিটাল বাংলাদেশ সমুন্নত রাখুন।
সবাইকে শারদীয় ও ঈদের শুভেচ্ছা।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ এবং ঈদ শুভেচ্ছা আপু
মনে মনে নিজেকে কবি ভেবে নেন..
ইতিমধ্যে মগ..., ...ভবন, ....সদন সবাই কিন্তু 'সামু' মালিকানা পেয়েছেন নানা সময়ে বা প্রয়োজনে
তেঁতুল ব্যাবসায়ীদের হেলা করবেন না, ব্লগ দিয়ে ইন্টারনেট না চালালে ভবিষ্যতে ৫৭ ধারায় পড়ে যেতে পারেন
পরিশেষে রম্য লিখে নিজেই কোন ধারায় পড়ে গেলাম, নাকি পড়ব.. বুঝতে পারছিনা
১৩২| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩
রাইসুল সাগর বলেছেন: বাহ চমৎকার পোষ্ট।
শুভেচ্ছা এবং শুভকামনা নিরন্তর।
১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সাগর ।
ঈদ শুভেচ্ছা
১৩৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩০
রহস্যময়ী কন্যা বলেছেন: জটিল পোষ্ট ভাইয়া
পরিবেশ বন্ধুঃ মডু মডু সাবধান, দড়ি ধরে মারো টান..
১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ আপু ।
ঈদ শুভেচ্ছা
১৩৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: মামুন ভাই সেলিম আনোয়ার বাদ পড়েছে আপনি বিবাহিত দলের সহ অধিনায়ক এখন.!
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৩
মামুন রশিদ বলেছেন: দেখেছি দেখেছি :#>
এমনিতেই তো হারতেন, আমাকে ঢুকিয়ে ব্যবধান আরও বাড়িয়ে দিলেন
১৩৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২১
না পারভীন বলেছেন: পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার জীবণ --- ঈদ মোবারক মামুন ভাই ।
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৪
মামুন রশিদ বলেছেন: ঈদ কাটুক আনন্দে ।
আপনার জন্যেও শুভেচ্ছা আপু।
ঈদ মোবারক
১৩৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬
শেরজা তপন বলেছেন: দারুন হয়েছে
১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
১৩৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ শুভেচ্ছা মামুন ভাই। ঈদের দিন আনন্দে কাটুক । আপনার।
১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা সেলিম । অনেক অনেক আনন্দময় হোক আপনার ঈদ ।
ঈদ মোবারক
১৩৮| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২
বৃতি বলেছেন: সামু রাজার দ্যাশে আগেই পড়েছিলাম ভাইয়া, তবে অফলাইনে ছিলাম বলে মন্তব্য করতে পারিনি । চমৎকার লেগেছে! ঈদের কারণে অনেক মজার মজার রম্য পড়া যাচ্ছে ।
ঈদের শুভেচ্ছা নেবেন
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু ।
ঈদ শুভেচ্ছা
১৩৯| ১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪
একটু স্বপ্ন বলেছেন:
অসামান্য রসবোধের প্রকাশ ঘটেছে এ রম্যে মামুন। একসাথে বহু বিষয়ের সমন্বয় করা সোজা নয় মোটেই। নির্মল আনন্দের ভেতর দিয়ে চারপাশের অনিয়ম আর ক্ষতিকর বিষয়কে টোকা দেয়া সবার কাজ নয়, বিশেষভাবে সক্ষমদের কাজ। চলুক এ কাজগুলো।
চারপাশ নিয়ে ভাল থাকবে প্রিয় মামুন এ আর বিচিত্র কি!
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । আপনাকে ব্লগে পেয়ে সত্যি খুব ভাল লাগছে ।
আপনার সাম্প্রতিক গুরু-শিষ্য সিরিজটা এগিয়ে নেয়ার অনুরোধ থাকলো । আমাদের চারপাশের ঘটমান অপ্রিয় বাস্তবতা খুব চমৎকারভাবে উঠে আসে গুরু-শিষ্যের কথপোকথনে ।
ঈদ শুভেচ্ছা । শুভকামনা রাশি রাশি
১৪০| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৭
শায়মা বলেছেন: ভাইয়া তোমার জন্য আচার মাংস নিয়ে আসছি। ফোটোটা পরে দিতে হবে।
আর ভুলে যেওনা শোভনভাইয়া ছুটি থেকে ফিরে আসলে তার ঘটকালি পাক্কা!
১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬
মামুন রশিদ বলেছেন: নাইস! ভেরি নাইস!!
তাড়াতাড়ি ফটুক আপলোডাও, আর দেরি সয় না !!
শোভন জানেনা, এই ঈদে তার গলায় পড়ানোর জন্য কয় সূতি রশি বোনা হইছে
১৪১| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
সেলিম আনোয়ার বলেছেন: পোস্টে সংশোধনী এনেছি মামুন ভাই। পোস্টেআপনার কোথধায় সংশোধনআনতে হবে তেমন পরামর্শ চাচ্ছি।
১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩
মামুন রশিদ বলেছেন: ব্লগিং জগতটা যতই ভার্চুয়াল হোক, প্রজ্ঞা এবং বিবেচনাবোধ হারিয়ে ফেলা কোন কাজের কথা না ।
১৪২| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৭
তাসজিদ বলেছেন: হা হা হা। বেশ বেশ।
ঈদ কেমন কাটলো ?
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ তাসজিদ ।
ঈদ চমৎকার কেটেছে ।
ভালো থাকবেন । শুভকামনা ।
১৪৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
@শায়মাপি,
আমাকে পাত্র হিসাবে নির্বাচন করায় তোমাকে থেঙ্কু! :!> :!> :!> নিজেকে পাত্র ভাবতেই কেমন লজ্জা লাগছে :#> :!>
আমি ঈদ গিফট নেওয়ার জন্য প্রস্তুত
@মামুন ভাই,
শায়মাপি এমনটা করবেনা। উনি যথেষ্ট রুচিশীল। তাই আপুনি আমার জন্য কিউট একটা পাত্রী দেখবেন।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯
মামুন রশিদ বলেছেন: শোভন, আমি রশির বর্ণনা দিয়েছি যেটা আপনার গলায় আটকানোর জন্য শায়মা'পু রেডি করছে ।
যাই হোক, লেইট ঈদ শুভেচ্ছা শোভন ।
১৪৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫
হৃদয় রিয়াজ বলেছেন: শিরোনাম "সামু মামুর দেশে" হলেও মন্দ হত না
০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
মামুন রশিদ বলেছেন: হেহে, ঠিক বলেছেন
ধন্যবাদ হৃদয় রিয়াজ ।
১৪৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অনেক আগেই পড়ে গেছি। কিন্তু কমেন্ট করা যাচ্ছিল না। অচাম হইছে মামুন ভাই। তয় আমারে কিন্তু ইচ্ছা করলে আপনার মন্ত্রীসভার বুদ্ধিজীবী ক্যারেকটারটা দিবার পারতেন। আপচুচ খাইলাম!
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯
মামুন রশিদ বলেছেন: জনৈক গণ্ডমূর্খ সামু রাজার বুদ্ধিজীবী বিষয়ক উপদেষ্টা
১৪৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪
অদ্বিতীয়া আমি বলেছেন: লেখাটা আগেই পড়েছিলাম বটে ,ভাল লেগেছিল , কিন্তু সত্যি কথা হল হিরক রাজার দেশে আমি আগে দেখিনি , যদিও পিসিতে ছিল । আপনার লেখাটা পড়ে মনে হল দেখা দরকার , সত্যি অসাধারন ,এটা দেখে গুপী বাঘার সব মুভি দেখলাম , আগে কেন দেখিনি তাই ভাবছি ।
১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
মামুন রশিদ বলেছেন: দেখে ফেলেন আপু । প্রথমে গোপী গাইন বাঘা বাইন দেখা ঠিক আছে । এখন হিরক রাজার দেশে দেখেন, অনবদ্য একটা সিনেমা । আর শেষে দেখবেন 'গোপী বাঘা ফিরে এল' ।
ভালো থাকবেন
১৪৭| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
উদাস কিশোর বলেছেন: মচত্কার , না থুক্কু !
চমত্কার , মচত্কার !
অসাধারন রম . . . . .
হেব্বি লাগছে
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩
মামুন রশিদ বলেছেন: হাহাহা, থ্যান্কু থ্যান্কু কিশোর
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬
মামুন রশিদ বলেছেন: যত পড়বেন তত বেশি রস আস্বাদন করতে পারবেন । বারবার পড়ুন আর বেশি বেশি কমেন্ট দিতে থাকুন । এই সুযোগে লাবনী বীচ (কক্সবাজার) থেকে আমি একটু সাঁতরিয়ে আসি