নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে ।

মামুন রশিদ

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগ...

মামুন রশিদ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ 'মমতাময়ী' অক্টোবর'১৩

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১





আপডেটঃ ব্লগার মুহম্মদ ফজলুল করিম ভাইয়ের সৌজন্যে গল্প-সংকলনের পিডিএফ সংযুক্ত হয়েছে ।



সামহোয়্যারইন ব্লগে ২০১৩ সালের অক্টোবার মাস দুটি কারণে বিশেষ স্মরণীয় । ঈদ-পূজো উপলক্ষে আসে এক ঝাঁক রম্য পোস্ট, সাথে মায়ের জন্য ভালোবাসা । ব্লগার স্বপ্নবাজ অভি আহবান করেছিলেন মা নিয়ে বেশি বেশি পোস্ট দিতে । তার আহবানে সাড়া দিয়ে ব্লগ পাতা ভরে যায় মায়ের প্রতি ভালোবাসায় । আমাদের প্রিয় মা আর মাতৃভাষাকে সকল পন্কিলতা থেকে দুরে রাখার এই শুভ উদ্যোগ বয়ে যাক অনাদি কাল । মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা বুকে ধারণ করে আমরা নিয়ে এসেছি, 'সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মমতাময়ী অক্টোবর' ।



কিছু কথা থেকেই যায় । সংকলনের গল্পগুলো নির্বাচিত হয় শুধুই ভালোলাগা থেকে । সংকলকের ভালোলাগার পাশাপাশি গল্পের মন্তব্যে ব্লগের গুনী গল্পকারদের ভালোলাগার প্রকাশকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হয় । আর সংকলন অপূর্ণ থেকেই যায়, যতক্ষন না পাঠক তাদের ভালোলাগার গল্পের কথা জানিয়ে যান । পাঠকের ভালোলাগার কোন গল্পের লিংক পাওয়া মাত্রই সংকলনে আপডেট করা হবে ।





♣♣ সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মমতাময়ী অক্টোবর । ♣♣







♣♣ প্রযত্নে শাপলাপুকুর । -হাসান মাহবুব



♣♣ থট ডায়েরি । -হাসান মাহবুব



♣♣ মূল্য এক টাকা মাত্র । -হাসান মাহবুব



♣♣ কল্পগল্পঃ খাস্তগীরের পাঠশালা- 'ভিশন ২০৪০' । -শান্তির দেবদূত



♣♣ কল্পগল্পঃ কৃত্রিম মা ও অকৃত্রিম মাতৃপ্রকৃতি । -শান্তির দেবদূত



♣♣ কৃষ্ণচূড়ায় আবৃত ভালোবাসা । -কান্ডারী অথর্ব



♣♣ মিরিন্ডা । -কান্ডারী অথর্ব



♣♣ গল্পঃ চরিত্রকথন । -কাল্পনিক_ভালোবাসা



♣♣ ছোটগল্পঃ মৃত্যুপথে মেলে রই আঁখি । -প্রোফেসর শঙ্কু



♣♣ অনুবাদ গল্পঃ জনৈক আমলার মৃত্যু । -প্রোফেসর শঙ্কু







♣♣ আমার মা অথবা সুমির মা । -জুলিয়ান সিদ্দিকী



♣♣ অসমাপ্ত ডায়েরি অথবা ছিন্ন ছিন্ন প্রলাপ । -অপর্ণা মম্ময়



♣♣ এক টুকরো অন্ধকার । -নাজিম-উদ-দৌলা



♣♣ জননী । -নাজিম-উদ-দৌলা



♣♣ ~পরবাসী স্বর্ণলতা~ । -শায়মা



♣♣ গল্পঃ আবেদনময়ী । -নোমান নমি



♣♣ সত্য ঘটনা অবলম্বনে একটি কাল্পনিক ভালোবাসার গল্প। -জীবনানন্দদাশের ছায়া



♣♣ ছোটগল্পঃ পরকীয়া প্রেম 'ফারহানা কলি' । -খেয়া ঘাট



♣♣ ছোটগল্পঃ মিথ্যাবাদি ময়না পাখি । -খেয়া ঘাট



♣♣ পিচ্চিগপঃ যাদুবতী । -মাসুম আহমদ ১৪







♣♣ তামান্নার মোবাইল । -কয়েস সামী



♣♣ মা । -সাবরিনা সিরাজী তিতির



♣♣ গল্পঃ যে জ্যোৎস্নায় কেউ ভেজেনা! -শুঁটকি মাছ



♣♣ গল্পঃ হন্তারক । -শুঁটকি মাছ



♣♣ গল্পঃ বৃষ্টি । -অচিন্ত্য



♣♣ গল্পঃ ঢাকাইয়া সুপারম্যান!! -অপু তানভীর



♣♣ ছোটগল্পঃ স্বপ্ন । -কাজী মিতুল



♣♣ গল্পঃ এইখানে ভালবাসা অপেক্ষা করে । -মোহাম্মদ রাফিউজ্জামান সিফাত



♣♣ গল্পঃ ফ্যামিলি । -মোহাম্মদ রাফিউজ্জামান সিফাত



♣♣ বিষাক্ত দ্বীপ । -মুরাদ ইচছা-মানুষ







♣♣ মঞ্চে যাবার আগের চল্লিশ মিনিট । -বৃতি



♣♣ গল্পঃ তন্দ্রা বিলাস! -টুম্পা মনি



♣♣ ছোটগল্পঃ গণি সাহেবের রোগ । -toysarwar



♣♣ অনুভূতি গুলো সুখকর । -শুকনোপাতা০০৭



♣♣ কফিন । -মাগুর



♣♣ গল্পঃ একটি অনুভূতির জন্ম । -সন্ধ্যা প্রদীপ



♣♣ খুনী । -একজন বোকা মানুষ



♣♣ যুগের হালচাল ও একটি প্রেমের গল্প । -সুমন কর



♣♣ ♣গল্প - আমরা দুজন♣ -আমি সাজিদ



♣♣ আত্মজা । -আমি ময়ুরাক্ষী







♣♣ জিনিয়ার বিষণ্নতায় সিলভিয়া প্লাথের কোনো ভূমিকা ছিলো না । -অনাহূত



♣♣ গল্প বেঁচে থাকে কেউ একজন শুনবে বলে । -ডানাহীন



♣♣ একটি সুইসাইড নোট । -রাবেয়া রব্বানী



♣♣ ভাল থেকো বন্ধুরা । -অস্পিসাস প্রেইস



♣♣ ছোটগল্পঃ নক্ষমালা । -ইসতিয়াক অয়ন



♣♣ গল্পঃ কুরুক্ষেত্র । -রেজওয়ানা আলী তনিমা



♣♣ কিয়স । -নক্ষত্রচারী



♣♣ একজন পতিতা ও একটি নাম: জীবনের অন্তরালে । -মো: মাসুদুর রহমান



♣♣ জল্লাদ । -মো: ইসহাক খান



♣♣ গল্পঃ অন্তর্যাত্রা । -মামুন রশিদ







আপডেটঃ



## ছোটগল্পঃ বিষের মোহময়িতা এবং পথিক । -ভবঘুরের ঠিকানা



## ফিরে এসো আমার নতুন পৃথিবীতে । -ভবঘুরের ঠিকানা



## প্রশ্নচক্র । -তওসীফ সাদাত



পিডিএফ আপডেটঃ ব্লগার মুহম্মদ ফজলুল করিম ভাইয়ের সৌজন্যে সংকলনের পিডিএফ ভার্সন তৈরি হয়েছে । নিচের লিংক থেকে ডাউনলোড করুন..



সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মমতাময়ী অক্টোবর 'পিডিএফ ভার্সন'



*********************************************



উৎসর্গঃ ঋষি ব্লগার 'ইমন জুবায়ের' ভাই, যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত সামহোয়্যারইন ব্লগে পরম মমতায় ব্লগিং করেছেন । বাংলা ব্লগ জগৎ তাঁর কাছে চির ঋনী ।



"জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন

জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন ।"






*********************************************



প্রচ্ছদঃ মাননীয় মন্ত্রী মহোদয়



বিশেষ কৃতজ্ঞতাঃ অপর্ণা মম্ময়



ফটো ক্রেডিটঃ হাসান মাহবুব, শান্তির দেবদূত, নাজিম-উদ-দৌলা ।



পূর্বে প্রকাশিত গল্প-সংকলনঃ



সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শরৎ শুভ্র সেপ্টেম্বার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ আশিস বহি আগস্ট'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শ্রাবণধারায় জুলাই'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ রিমঝিম জুন'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মহিমান্বিত মে-১৩

মন্তব্য ১৫৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৫৩) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

হাসান মাহবুব বলেছেন: এইবার মোটামুটি সব গল্পই পড়া। এর জন্যে আপনাকেও কৃতিত্ব দিতে হবে। আপনার এই সংকলনের কল্যাণে অনেক লেখককে খুঁজে পেয়েছি।

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই । শুরুতেই আপনাকে পেয়ে ভাল লাগছে ।

পোস্ট তিনদিন আগেই রেডি করে রেখেছিলাম, কিন্তু লাস্ট দুই দিন ব্লগেই ঢুকতে পারিনি । ব্লগের এই সমস্যায় চরম বিরক্ত হয়ে আছি ।

ভাল থাকবেন । শুভকামনা ।

২| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পিক গুলো অসাম। অনেক কষ্ট সাধ্য কাজ করছেন ভাই। এবং প্রতিমাসেই আমাদের চমৎকার একটা সংকলন উপহার দিচ্ছেন।

প্রিয়তে :)

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি ।


প্রচ্ছদের ছবি আসলেই চমৎকার হইছে । মাননীয় মন্ত্রী মহোদয় এটা করে দিয়েছেন । আর ভেতরের ছবিগুলো হাসান মাহবুব, শান্তির দেবদূত আর নাজিম-উদ-দৌলা'র গল্প থেকে নিয়েছি ।

৩| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

এম মশিউর বলেছেন: অনেক গল্পই পড়েছি। দুয়েকটা বাদ গিয়েছিল।

ধারাবাহিকভাবে সংকলন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।


প্রিয়তে। :)

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মশিউর । ভাল থাকবেন ।

৪| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

আরজু পনি বলেছেন:

বাহ সংকলনের ছবিগুলো বেশ হয়েছে ।

আর শিরোনামের 'মমতাময়ী'...

অনেক কম গল্প দেখা যাচ্ছে এই মাসে ...

শুভেচ্ছা রইল, মামুন এবং সংকলনে সহযোগী অন্যান্যদের জন্যে ।।

:)

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

মামুন রশিদ বলেছেন: অনেক নিয়মিত গল্পকার অক্টোবরে লিখেন নি । এখানে ৫০টা গল্পের লিংক আছে ।

অনেক ধন্যবাদ পনি আপু । ভালো থাকবেন ।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

মামুন রশিদ বলেছেন: গল্পের লিংকগুলো ছোট ছোট স্লটে ভাগ করে দেয়ার সাইকোলজিকেল এডভান্টেজ পেলাম মনে হয় । এক সাথে অনেকগুলো লিংক থাকলে পাঠকের বোর লাগে, পোস্ট দীর্ঘ মনে হয় । ছোট স্লট থাকায় আপনার কাছে গল্প কম মনে হয়েছে :)

৫| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: আপনাদের কাজে মুগ্ধতা প্রকাশ ছাড়া আর কিছু করার নেই। অনেক পরিশ্রমের একটা কাজ নিয়মিত করে যাচ্ছেন।

অনেক ভালোবাসা রইল প্রিয় মামুন রশিদ।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

মামুন রশিদ বলেছেন: মন্তব্যে অনেক ভালোলাগা জানবেন প্রোফেসর সাহেব ।



শুভকামনা নিরন্তর ।

৬| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

নিক নূরুল বলেছেন: আপনি নিজের ধৈর্যের সীমা লঙ্ঘন করেছেন। চমৎকার সংকলন। আজাইরা(!) মানুষের সুখাদ্য।

ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ নূরুল ।

৭| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

ভবঘুরের ঠিকানা বলেছেন: আমার দেখি একটা গল্পও নাই!! অক্টোবরে লেখা গল্পগুলোর লিঙ্ক দিলাম।

১।ছোটগল্পঃ গাধা, খোঁয়াড় এবং রাজবন্দী ।

২। ছোটগল্পঃ ঘাতক ।

৩। ছোটগল্পঃ বিষের মোহময়িতা এবং পথিক ।

৪। ছোটগল্পঃ ফিরে এসো আমার নতুন পৃথিবীতে।

অনেক শুভকামনা রইল।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

মামুন রশিদ বলেছেন: লিংক দিয়ে সহযোগীতার জন্য অনেক ধন্যবাদ ।

খুব শীঘ্র আপনার গল্পগুলো পড়ব এবং সংকলনে আপডেট দিব ।

গল্প লেখা চালিয়ে যান । এখন থেকে দেখা হবে নিয়মিত ।

শুভকামনা ।

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪২

মামুন রশিদ বলেছেন: আপনার গল্প পোস্টে আপডেট করে দিয়েছি ।

৮| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

গোর্কি বলেছেন:
অনুসরিত ব্লগসমূহের গল্পগুলো পড়া আছে। বাকীগুলো সময় সুযোগ মত আস্তে আস্তে পড়ে নেওয়ার আশা রাখি। সংকলিত পোস্টের জন্য ধন্যবাদ এবং সিন্দুকে রেখে দিলাম। শুভ-কামনা রইল।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় গোর্কি ।


ভালো থাকবেন । শুভকামনা সতত ।

৯| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

শান্তির দেবদূত বলেছেন: সংকলনের নাম অনেক ভাল লেগেছে।
গত মাসে অসম্ভব ব্যস্ততায় কেটেছে, তাই অনেক ভাল ভাল গল্পই পড়তে পারিনি। আগামী সপ্তাহ থেকে আপনার এই সংকলন আর চা নিয়ে বসে পড়ব, ফাঁকে ফাঁকে কেক কুকও চলবে; ষোলকলা পূর্ণ হবে যদি ঝুম বৃষ্টি নামে।
অনেক ভাল লাগে ব্লগের প্রতি, গল্পের প্রতি, সর্বপরি সহব্লগারদের প্রতি আপনার কমিটমেন্ট ও ডেডিকেশন দেখে। শুভেচ্ছা রইল। চলুক এই মহৎ উদ্যোগ।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

মামুন রশিদ বলেছেন: চায়ের সাথে কেক কুক খাওয়ার সময় একটু মনে রাখলেই চলবে :P


অনেক ধন্যবাদ ভাইয়া । আপনাদের এই উৎসাহমুলক মন্তব্যে ব্লগের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় ।

ভাল থাকবেন । শুভকামনা ।

১০| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বেশির ভাগ গল্পই তো পড়া হয়নি। হায় হায়?!

এই সংকলনটা অনেক অনেক প্রিয়ো। শিরোনাম আর প্রচ্ছদ দুটোই চমৎকার হয়েছে। সময় করে গল্পগুলো পড়তে হবে। সময় বের করাই মুশকিল।

মামুন ভাই, ইমন জুবায়ের ভাইয়ের গল্প পড়ে কয়টা বাছাই করলেন? একটু তাড়াতাড়ি জানান। ডেড লাইন ৭ তারিখ।

ভালো থাকবেন, সব সময়।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সজীব ভাই । শিরোনাম আর প্রচ্ছদ ভালো লাগায় খুশি হয়েছি ।

ইমন জুবায়ের ভাইয়ের ৯টা গল্প পড়ে ৪টা বাছাই করেছি । 'মেহজাবীন চাকরি ছাড়ার পর' গল্পটা অনবদ্য, অসাধারণ লেগেছে । উনার প্রতিটা গল্প পড়ে মুগ্ধ হয়েছি । বাছাইকৃত চারটা গল্পের লিংক আপনার পোস্টে দিয়ে আসব ।

ভাল থাকবেন । শুভকামনা ।

১১| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

সায়েম মুন বলেছেন: ব্লগে সময় দিতে পারছি না। আপনার এই পোস্ট আমার কাজে দিবে। থ্যাঙ্কস!

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, আপনাকে কম পাচ্ছি মুন ভাই ।


সকল ব্যস্ততা কেটে যাক ।

ভাল থাকবেন । শুভকামনা ।

১২| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

শুঁটকি মাছ বলেছেন: ভাইয়া,গতকাল থেকে অপেক্ষায় ছিলাম কখন এই সংকলনটা আসবে।সত্যি বললে এই সংকলনটা লেখার আগ্রহ বাড়ায়।
আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত শ্রম আর যত্ন দিয়ে এটা তৈরী করেন!

০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মামুন রশিদ বলেছেন: এক তারিখ রাতেই পোস্ট দিতে চেয়েছিলাম, কিন্তু দুই দিন ব্লগেই ঢুকতে পারিনি । সামুর ব্যাড গেটওয়ে কবে যে দুর হবে!

এটাই সংকলনের সার্থকতা যে এটা কিছুটা হলেও গল্পকারদের লেখায় উৎসাহ দিচ্ছে । পরিশ্রম এখানেই সার্থক হয়ে যায় ।

ভালো থেকো আপু । শুভকামনা ।

১৩| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

কয়েস সামী বলেছেন: অপেক্ষা করছিলাম মামুন ভাই। ধন্যবাদ এগেইন।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:১০

মামুন রশিদ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ।



ভালো থাকবেন সামী । শুভকামনা ।

১৪| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

তওসীফ সাদাত বলেছেন: প্রশ্নচক্র


আমার গল্প টা দেখবেন মামুন ভাই :)

সঙ্কলন এর নাম টা খুব ভালো হয়েছে। :)

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:২২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ তওসীফ গল্পের লিংক দেয়ার জন্য । শীঘ্রই পড়ে সংকলনে আপডেট করে দিব ।

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৩

মামুন রশিদ বলেছেন: আপনার গল্প পোস্টে আপডেট করে দেয়া হয়েছে ।

১৫| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

দলছুট শুভ বলেছেন: বেশ হচ্ছে মামুন ভাই । পোস্টে +++ ।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ শুভ । খুব ভাল লাগছে আপনাকে পেয়ে । প্লাসের জন্য আবারো ধন্যবাদ ।

১৬| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

মহামহোপাধ্যায় বলেছেন: প্লাস দিয়ে প্রিয়তে নিয়ে গেলাম।

এখন পড়ি বসে বসে :)

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:২১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায় । গল্প পাঠ আনন্দময় হোক :)

১৭| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

সুমন কর বলেছেন: এককথায়, কষ্টসাধ্য একটি কাজকে অনেক সাধুবাদ। শিরনাম যর্থাথ এবং অসাধারণ হয়েছে। ব্লগের প্রতি আপনার ভালবাসা এমন থাকুক সারাজীবন!!!!

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সুমন । ব্লগের পেছনে ব্লগার, মানে মানুষ । মানুষের সাথেই মানুষের ভালোবাসাবাসি ।


ভালো থাকা হোক সব সময় । শুভকামনা সতত ।

১৮| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

মনিরা সুলতানা বলেছেন: দারুন শিরোনামে চমৎকার সব গল্পমালা ......
ছবি গুলো নতুন মাত্রা দিল ...।।

ধন্যবাদ আর একটা সংকলনের জন্য ।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু । আপনাদের কমপ্লিমেন্ট প্রেরণা জোগায় ।


ভালো থাকবেন । শুভকামনা ।

১৯| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ইসতিয়াক অয়ন বলেছেন: অসাধারন উদ্যোগ !! চলুক অবিরত -- :)

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ অয়ন ভাই । আপনাকে পেয়ে ভালো লাগছে ।


শুভকামনা নিরন্তর ।

২০| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

মোঃ ইসহাক খান বলেছেন: ভালোলাগা এবং কৃতজ্ঞতা রেখে গেলাম।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৬

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইসহাক খান ।


ভালো থাকা হোক সব সময় ।

শুভকামনা সতত ।

২১| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ‘অনুসারিত’ গল্পকারগণের সব গল্পই পড়া হয়েছে (দু-একটা বাদে)। নতুনদেরকে পড়ে ‘অনুসারিত’ তালিকা বাড়ানোর ইচ্ছে থাকলো।

প্রচ্ছদ এবং এর পরের ছবিটা অসাধারণ হয়েছে।

নিরলসভাবে এই কঠিন কাজ করে যাবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সোনাবীজ ভাই । আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা যোগায় নিরন্তর ।

চমৎকার মনোহর এই প্রচ্ছদ করেছেন ব্লগার 'মাননীয় মন্ত্রী মহোদয়' । আর প্রচ্ছদের পরের ছবিটি হামা ভাইয়ের একটা গল্পের কাভার ছবি ।

ভালো থাকবেন ভাই । শুভকামনা ।

২২| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

রাবেয়া রব্বানি বলেছেন: ভালো হলো খুজে পড়তে হবে না। লিঙ্ক দেয়া। এই রকম প্রয়াসের সাথে নতুন পরিচয়।নিঃসন্দেহে হ্যাটস অফ

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮

মামুন রশিদ বলেছেন: সন্কলনের সাথে আপনার পরিচয় আনন্দময় হোক ।



অনেক ধন্যবাদ রাবেয়া । শুভকামনা ।

২৩| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: গল্প - সংকলন যথেষ্ট রূপবান হয়েছে মামুন ভাই !

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

মামুন রশিদ বলেছেন: হেহে, কবিতা সন্কলনকে রুপবতী করে সাজিয়ে তুলেন :)

২৪| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: সকালে মোবাইল থেকে পড়ছিলাম। কমেন্ট করাটা মুশকিল, সময় লাগে বেশি।
অনেক গল্পই পড়া হয় নাই নানান ঝামেলায়। পড়ে ফেলবো!

আপনাদের টিম কে শুভেচ্ছা মামুন ভাই

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা আপনাকেও অপর্ণা । শত ব্যস্ততার মাঝেও কষ্ট করে সন্কলনের কাজে সহায়তা করে যাচ্ছেন । আপনিও সংকলন টীমের একজন সদস্য ।


ভাল থাকবেন । শুভকামনা ।

২৫| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

টুম্পা মনি বলেছেন: নামটাই মায়া ধরালো! সত্যি চমৎকার। আপনার কাজও অনেক কষ্টসাধ্য। অজস্র শুভ কামনা।

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

মামুন রশিদ বলেছেন: মা, মায়া, মমতা সব আষ্টেপৃষ্ঠে বাঁধা ।


ধন্যবাদ টুম্পামনি । ভালো থাকবেন ।

২৬| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কত ভালো ভালো টাইটেল। অবশ্য কয়েকটি পড়া হয়েছে। ব্লগে নিয়মিত হতে পারছি না। রেখে দিলাম প্রিয়’তে।

ধন্যবাদ আপনাকে, প্রিয় মামুন রশিদ :)

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মিতা । কেমন আছেন ?


ভালো থাকুন । শুভকামনা ।

২৭| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৬

আমি তুমি আমরা বলেছেন: খেলব না। ব্লগার মামুন রশিদের কোন গল্প এই লিস্টে নাই।

০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

মামুন রশিদ বলেছেন: আপনাকে খেলতে হবে ভাই । ব্লগার মামুন রশিদের একটা গল্প এই লিস্টে আছে :P

২৮| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মামুন ভাই, সেই চিয়ারত শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন। তবে এবার একটা প্রশ্নও আছে। তা হলো, এই গল্প সংকলনে কি সকল প্রকাশিত গল্পই থাকে নাকি মান সম্মত যে লেখাগুলো গল্প হিসেবে সংকলনকারীর ভালো লেগেছে সেগুলোই সংযুক্ত হয়েছে?

০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

মামুন রশিদ বলেছেন: সংকলনের গল্পগুলো নির্বাচিত হয় শুধুই ভালোলাগা থেকে । সংকলকের ভালোলাগার পাশাপাশি গল্পের মন্তব্যে ব্লগের গুনী গল্পকারদের ভালোলাগার প্রকাশকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হয় ।

আমি জানি পোস্টের প্রথমদিকের এই অংশটুকু আপনি পড়েছেন । তারপরেও যখন প্রশ্ন করেছেন, নিশ্চয়ই কোন একটা কনফিউশন নিয়েই করেছেন ।

ঝেড়ে কাশেন আর পুরোটা খুলে বলেন ।

তবে পোস্ট নির্বাচনের এই প্রক্রিয়ার বড় গলদ হলো, একার পক্ষে সবগুলো পোস্ট পড়া সম্ভব হয় না । কেউ যদি স্বেচ্ছায় সহযোগীতা করতে এগিয়ে আসে, তাকে স্বাগত জানানো হবে ।

অনেক ধন্যবাদ কা_ভা । ভালো থাকবেন ।

২৯| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ধন্যবাদ মামুন ভাই , বেশ কিছু নতুন গল্প পড়বার সুযোগ করে দেয়ার জন্য

আপনার সুস্থতা কামনা করি সর্বদা

০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিফাত ।


ভালো থাকবেন । শুভকামনা ।

৩০| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: গত মাসে বলতে গেলে আসায় হয়নি ব্লগে । অনেক কিছু মিস করেছি । ধন্যবাদ মামুন ভাই, সবকিছু একসাথে হাজির করার জন্য ।

০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

মামুন রশিদ বলেছেন: ঈদের পর থেকে আপনাকেও মিস করছি শাহরিয়ার । আশা করি এখন থেকে নিয়মিত ব্লগে পাওয়া যাবে ।

ভালো থাকবেন । শুভকামনা ।

৩১| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:২১

তারছেড়া লিমন বলেছেন: সব কিছু হাতের মধ্যে এনে দেবার জন্য+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++সহ শুভকামনা রইল মামুন ভাই।

০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় লিমন ভাই ।


ভালো থাকবেন । শুভকামনা ।

৩২| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:১৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এ সংকলনের সঙ্গে স্বপনাবাজ অভিও যুক্ত আছেন প্রচ্ছন্নভাবে। কারণ মা সংক্রান্ত পোস্ট না হলে এত এত মা সংক্রান্ত গল্পের সৃষ্টি হতো না হয়তো। সংকলন টিমের জন্য থাকলো অনেক অনেক শুভ কামনা।

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ জুলিয়ান ভাই । স্বপ্নবাজ অভি'র মা'কে নিয়ে বেশি বেশি লেখার আহবান পোস্টের প্রথমেই উল্লেখ করেছি ।


আপনার জন্যেও শুভকামনা । ভালো থাকবেন ভাই ।

৩৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

শরৎ চৌধুরী বলেছেন: অত্যন্ত পরিশ্রমী একটা কাজ। অসংখ্য ব্লগারের জন্য উপকারী হবে।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:১৪

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ শরৎ ভাই । আপনার কমপ্লিমেন্টে উৎসাহ পাচ্ছি ।


কৃতজ্ঞতা আর শুভকামনা ।

৩৪| ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

ঝিনুক ওয়াজিহা বলেছেন: এই পোস্ট আমার খুব কাজে আসবে। একটা একটা করে পড়ে নিতে পারবো।

সামু ব্লগে এটা আমার ২য় কমেন্ট

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২

মামুন রশিদ বলেছেন: পোস্ট কাজে আসলেই পরিশ্রম সার্থক ।


অনেক ধন্যবাদ । আসছি আপনার ব্লগ বাড়িতে ।

৩৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

মাহবু১৫৪ বলেছেন: সময়ের অভাবে অনেক গল্পই পড়া হয় নি। আপনার এই পোস্ট অনেক কাজে দিবে আমার মত অনেক ব্লগারকেই।

পোস্ট প্রিয়তে নিলাম।


+++++++++

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩

মামুন রশিদ বলেছেন: আপনাদের কাজে লাগলেই আমাদের শ্রম সার্থক ।


ভালো থাকবেন মাহবুব । শুভকামনা ।

৩৬| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

একজন আরমান বলেছেন:

অনেক গল্পই পড়েছি, তবে সময় স্বল্পতার কারণে অনেকগুলি বাদও পরে গিয়েছে।

বরাবরের মতো শুভকামনা গল্প সংকলন টীমকে। :)

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আরমান ভাইয়া ।


শুভকামনা নিরন্তর ।

৩৭| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: আর কি মামুন ভাইকে ধন্যবাদ দিতে দিতে শেষ ! :)
মাসের পর মাস এভাবে কষ্ট করে যাচ্ছেন , আর আমাদের সবাইকে
কৃতজ্ঞতাজালে ঋণী করে ফেলছেন ।

প্রিয়তে নিলাম । টিমের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইল ।

ভাল থাকুন প্রিয় মামুন ভাই :)
শুভকামনা রইল ।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

মামুন রশিদ বলেছেন: আপনার গল্প এই মাসেও মিস করেছি মাহমুদ ।

এটা করায় আমার নিজেরও লাভ হয়েছে । আগে ব্লগে সামনে যা পেতাম তাই পড়তাম । সন্কলন করার পর থেকে ব্লগের গল্পকারদের মোটামুটি চিনি, বেছে বেছে তাদের গল্পগুলো পড়তে পারি । আসলে ব্লগে যে পরিমান পোস্ট আসে, খুজে খুজে পড়ার মত সময় থাকে না ।

অনেক ধন্যবাদ মাহমুদ । ভালো থাকবেন ।

৩৮| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: গল্প সংকলনটিম রে অভিনন্দন! এবার আপনাদের সঙ্কলনের চেহারা ছবি বেশ ভালো হয়েছে, যদিও আমি নিশ্চিত কবিতা সংকলন এটার থেকে অনেক সুন্দর হবে! :P

এই মাসেও আমার গল্প লেখা হল না কোনো! সঙ্কলন দেইখ্যা দুক্ষটা বাড়ে! :(

গল্প লিখিয়েদের জন্য ভালোবাসা!

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

মামুন রশিদ বলেছেন: একঘেয়েমি কাটাতে মাঝে মাঝে ছবি দিয়েছি । এক সাথে অনেকগুলো লিংক দেখলে পাঠকের বিরক্তি আসে । আর ছবিগুলো নিয়েছি ব্লগের বিভিন্ন গল্প থেকে । আর প্রচ্ছদ করে দিয়েছেন 'মাননীয় মন্ত্রী মহোদয়' ।

আমিও একটা সুন্দর (সব অর্থেই) কবিতা সংকলনের অপেক্ষায় আছি । স্বপ্নবাজ অভি'র উপর আমার বিশ্বাস আছে ।

আপনার বংশী বাদনের ছবি দেখে পুলকিত হয়েছি । কবে যে আপনার সাথে দেখা হবে!

কবিতা লেখার গ্যাপে গল্প নিয়ে বসে পড়বেন । তাহলেই লেখা হয়ে যাবে ।

আপনার ভালোবাসায় গল্প লিখিয়েরা আপ্লুত । সমান ভালোবাসা আপনার জন্যেও ।

৩৯| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

লাবনী আক্তার বলেছেন: চমৎকার সব ছবি! পোস্টে +++++

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু । ভালো থাকবেন ।

৪০| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

নেক্সাস বলেছেন: শুভকামনা মামুন ভাই

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস ভাই । ভালো থাকবেন ।

৪১| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অবশ্যই প্রিয়তে । আমার একদম সাধারণ একটা পুরনো লেখা পোস্ট করেছিলাম ! এখানে নিজের নাম দেখে লজ্জাই লাগছে । ভালো ও । থ্যাংকস ভাইয়া ।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

মামুন রশিদ বলেছেন: আপনার পুরনো গল্পটা দেয়ার পেছনে 'মা' এর ভূমিকা আছে । মা নিয়ে লিখা সব কিছুই অসাধারণ!

আমরা চাই আপনি উৎসাহিত হোন । আর উৎসাহিত হয়ে আমাদের কবিতার পাশাপাশি নতুন নতুন গল্প উপহার দিন ।

শুভকামনা তিতির । ভালো থাকবেন ।

৪২| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:১১

সোমহেপি বলেছেন: একাজটার জন্য ধন্যবাদ না দিলে অন্যায় হবে।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

মামুন রশিদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার ।

৪৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

বৃতি বলেছেন: ভাইয়া, ব্লগার সাদাত সাদাত হোসাইন, উদাসী স্বপ্ন- এঁদের গল্প এখানে নেই মনে হচ্ছে ।

শুভকামনা থাকল আপনাদের টিমের জন্য ।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু । অক্টোবর মাসে ব্লগার সাদাত হোসাইন আর উদাসী স্বপ্নের কোন গল্প আমার পড়া হয় নি । আসলে একার পক্ষে সব পোস্ট পড়া সম্ভব হয় না । আর এজন্যই আপডেট অপশন উন্মুক্ত রেখেছি । একটু কষ্ট করে উনাদের গল্পের লিংক দিয়ে গেলে আমি সংকলনে আপডেট করে দিব ।

শুভকামনা রইলো আপু ।

৪৪| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

বৃতি বলেছেন: সাদাত হোসাইন ****

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

মামুন রশিদ বলেছেন: ওকে..

৪৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা! নাহ মামুন ভাই এখানে কাশাকাশির কিছু নাই। :D নেই কোন কনফিউশনও। বরং আমি জানি আপনার একবার পক্ষে সারা মাসের এত লেখার সংকলন করা বেশ কঠিন ও দুঃসাধ্য একটি ব্যাপার। আর আপনার এই কষ্টই আমার মত অলস পাঠকদের জন্য এই ধরনের পোষ্ট আশির্বাদ। তাই আমার মত আরো অনেক ব্লগারের তরফ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন।

বর্তমানে এই সংকলনটি অপঠিত গল্প খুঁজে পাওয়ার ব্যাপারে আমাদের অনেকের কাছে বেশ জনপ্রিয়। আমি খুব চাই এই সংকলনটির মান এবং জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাক। তাই আপনার কাছে আমার প্রশ্ন অদূর ভবিষ্যতে এই সংকলনটিকে আরো উন্নত করার ব্যাপারে কিছু ভাবছেন কি না ?

যেমন ধরুন মামুন ভাই, আমার মনে হয়েছে, এই সংকলন পোষ্ট ও বিগত সংকলন পোষ্টগুলোতে অনেক ভালো ভালো গল্পের পাশাপাশি অল্প কিছু তুলনামূলক সাধারন গল্পও স্থান পেয়েছে।
এটা হতেই পারে, সমস্যার কিছু নেই। সামগ্রিকভাবে সবাই তাতে অনুপ্রানিত বোধ করবেন আর সহ ব্লগার হিসেবে আমরা সেটাই চাই।

কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে, ঐ সাধারন গল্প লেখকরা (হোক তিনি নবীন বা প্রবীন) আত্মতুষ্টিতে ভুগলেন, তারা ভাবলেন, তাদের লেখার মান যথেষ্ট ভালো, তাই সংকলনে স্থান পেয়েছে, তখন আমরা কি তাদের কাছে থেকে ভবিষ্যতে আরো ভালো সৃজনশীল লেখার প্রচেষ্টা দেখতে পাব? এটা কি তাদের আরো ভালো করার প্রচেষ্টাকে কিছুটা হলেও ব্যাহত করবে না??

আমি ঠিক জানি না বুঝাতে পেরেছি কিনা তবে এইটুকু জেনে নিন আমি আসলে কোন দোষ বা ত্রুটির কথা বলছি না, আমি একটা নেতিবাচক সম্ভবনার কথা তুলে ধরেছি মাত্র।

যাইহোক, আপনার গল্প নির্বাচনী দক্ষতার উপর আমার পূর্ন আস্থা আছে। আমি চাই এমন একটা দিন আসুক, যেদিন এই সংকলনে কোন গল্প স্থান পাওয়াটা একটি বিশেষ কৃতিত্ব হিসেবে বিবেচিত হবে।

আবারো অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় কা_ভা, সংকলন নিয়ে চমৎকার কিছু প্রস্তাবনা দেয়ার জন্য । ব্লগে এই ব্যাপারটার বড়ই অভাব । ব্লগারদের কাছ থেকে ভাল ভাল প্রস্তাবনা না আসলে সমস্যাগুলো তিমিরেই থেকে যায় । আপনি এগিয়ে আসায় খুব ভাল হয়েছে ।

সংকলন করতে গিয়ে প্রথমেই যে সমস্যায় পড়ি তাহলো সামুতে মাসে হাজার হাজার পোস্ট আসে । সেখান থেকে প্রতিটা গল্প খুঁজে পড়া কোন ভাবেই সম্ভব নয় । আর ব্যক্তিজীবনে আমরা সবাই কোন না কোন পেশার সাথে জড়িত, তাই সীমিত সময় নিয়ে ব্লগিং করতে হয় । এই সমস্যা কাটিয়ে উঠার জন্য আরও কিছু গল্পকারের সাহায্য প্রয়োজন । অপর্ণা মম্ময় প্রতি মাসে তার পঠিত গল্পের লিংক দিয়ে সহায়তা করে যাচ্ছেন । এর সাথে আপনি বা আমাদের আরও কিছু সম্মানিত গল্পকার যুক্ত হলে গল্প নির্বাচনের কাভারেজ আরও বাড়ানো যেত । কারণ আমি নিশ্চিত, সংকলনের বাইরেও প্রচুর ভালো গল্প রয়ে যায় ।

আপনি মুলত যে ব্যাপারটি হাইলাইট করতে চেয়েছেন, অর্থাৎ গল্পের গুনগত মান বিশ্লেষণ- সেটা এক অর্থে ঠিক আছে । আমি গল্পগুলো মুলত এমেচার দৃষ্টিভঙ্গি থেকে অর্থাৎ শুধুই ভালোলাগা থেকে নির্বাচন করি । সঠিক উপায়ে গল্পের গুনগত মান বিবেচনা করে গল্প নির্বাচন করতে গেলে একটা ছোট আকারের হলেও রিভিউ বোর্ড থাকা উচিত । একক ভাবে আমি নিজেকে এখনো ঐ পর্যায়ের কেউ বলে বিবেচনা করি না । তবে এর বাইরে আমি যে কাজটি করি তা হলো, কোন গল্প ব্লগে এলে ঐ গল্পে আমাদের গুনি ব্লগারদের মন্তব্য অবজার্ব করি । আর ঐ মন্তব্যগুলো থেকে আমার নিজের ভালোলাগা-মন্দলাগা অনেক সময়ই পরিবর্তন হয়ে যায় ।

আমি চাই এমন একটা দিন আসুক, যেদিন এই সংকলনে কোন গল্প স্থান পাওয়াটা একটি বিশেষ কৃতিত্ব হিসেবে বিবেচিত হবে।

আপনার এই কথাটা সাংঘাতিক ভাবে মনে ধরেছে । আমার নিজের পক্ষ থেকে আমি আরও সচেতন থাকব । এখন দরকার আপনাদের কিছু সহায়তা । হয়ত দেখা গেল আমার ব্যস্ততা প্রচন্ড বেড়ে গেছে, কিংবা আমার হয়ত কাজটা করতে আর ভাল লাগছে না- তখনও যেন গল্প সংকলনের কাজ না থামে ।

আর এই জন্যই আমি ব্লগের সব গল্পকারদের অনুরোধ করব, সংকলনের ব্যাপারে একটু এগিয়ে আসতে ।

খুব ভালো লাগলো কা_ভা । ভালো থাকবেন ।

শুভকামনা ।

৪৬| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:২২

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: :!> :#>

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

মামুন রশিদ বলেছেন: লজ্জা পাওয়ার কিছু নাই জীবু'দা । আপনার লেখা সহজিয়া সুন্দর গল্প পড়ে সত্যিই মুগ্ধ হয়েছিলাম । আরো চাই..

৪৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১২:২২

খেয়া ঘাট বলেছেন: পোস্টের প্রচ্ছদের ছবির পরের ছবি আর নীচের দিক থেকে উপরের ৩য় ছবি -এ দুটো ছবির মানে কি?

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ভাইজান । সংকলন পোস্টে ছবিগুলো দেয়া হয়েছে যাস্ট বিউটিফিকেশনের জন্য । এই ছবিগুলোর মানে বুঝতে হলে সংশ্লিষ্ট গল্পের পোস্টে যেতে হবে ।

প্রচ্ছদের পরের ছবিটা নেয়া হয়েছে 'হাসান মাহবুব' ভাইয়ের 'থট ডায়েরি' গল্প থেকে । আর নীচের দিক থেকে ৩য় ছবিটা নেয়া হয়েছে 'নাজিম-উদ-দৌলা'র 'এক টুকরো অন্ধকার' গল্প হতে । দুইটা গল্পই সাইকো থ্রীলার ধাঁচের..

ভালো থাকবেন ভাইজান । শুভকামনা ।

৪৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

সংকলনের সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো।

+++++++++++++++++++

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন ।

৪৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

এহসান সাবির বলেছেন: চমৎকার মামুন ভাই। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য....

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই । শুভকামনা ।

৫০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: এই মাসের গল্প সঙ্কলন দেখার জন্যে এক তারিখে ঢুকার পর দেখলাম - নাই!!!!!
বড়ই আফসোস হইল...
দুই-তিনদিন ঢুকলাম না - আজকে ঢুকে দেখলাম !!!!!!!!!!

এইবার দুই তারিখে কেন ??? মামুন ভাই...

পিডিএফ এইবার থে - ২৫টা গল্প নিয়ে করছি...৫০টা করা একটু কঠিনই ...এর উপরে সময়ও লাগে --- তাই তাড়াহুড়া করে করলাম - প্রথম ২০ টা আর শেষের ৫টা...এই ত্রুটি আশা করি ক্ষমা করবেন!!! ;)

আর আপনের গল্প এতো শেষে থাকে কেন???এক নম্বরে দেখতাম চাই ;) ;)


ডাউনলোড লিঙ্কু - http://storage.fusionbd.com/129580 --- আবারো ক্ষমাপার্থী :( B-)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ফজলুল করিম ভাই । আপনি স্বেচ্ছায় প্রতি মাসে সংকলনের পিডিএফ করে দেন, কৃতজ্ঞতা অশেষ ।

দুই দিন ব্লগে ঢুকতে পারিনি ব্যাড গেটওয়ে প্রবলেমের জন্য । তাই এবার পোস্ট দিতে দেরি হয়েছে ।

আপনার পিডিএফ ভার্সন সংকলনে আপডেট করে দিচ্ছি । যদি কষ্ট করে বাকি গল্পগুলো পিডিএফ করে ফেলেন, তাহলে জানাবেন । আমি তখন আপডেট দিয়ে দিব ।

আবারো ধন্যবাদ ।

৫১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:



মামুন ভাই, সাম্প্রতিক সময়ে আমার জীবনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার কারণে ব্লগে আসতে পারছিনা সময় করে। তবে আশা করি খুব শীঘ্রই ফিরবো মানসিক অবস্থা কিছুটা ভালো হলেই। আজকে কিছু সময়ের জন্য ব্লগে এসে আপনার পোস্টটি চোখে পরল। তাই কিছু কথা শেয়ার না করে পারছিলাম না বলেই মন্তব্য করছি। দোয়া করবেন ।

আমি যতটুকু দেখেছি এবং বুঝেছি আপনার এই সংকলনটির পর থেকে ব্লগে নতুন নতুন অনেক ভালো গল্প এসেছে। সবার মাঝে সৃজনশীল গল্প লেখার একধরনের স্পৃহা বেড়েছে। সংকলন যেহেতু শুধু মাত্র বেস্ট লেখাগুলো বাছাই করে বিচার বিশ্লেষণ করে করা হয় না তাই এখানে সাধারণ অথবা অসাধারণ কিংবা নবীন প্রবীণ না দেখে সব ধরনের গল্পই প্রাধান্য দেয়া উচিত। এতে করে লেখকের ভেতর অনুপ্রেরণা কাজ করবে আরও ভালো কিছু লেখার। যদিও আপনি পোস্টে উল্ল্যেখ করে দিয়েছেন একান্তই আপনার ভালো লাগার গল্প নিয়ে সংকলন তাই আর কোন কথাই থাকেনা তবু যেহেতু এটি সংকলন, সেরা লেখা নিয়ে কিছু নয় তাই সব ধরনের লেখাই থাকবে এটাই স্বাভাবিক এবং এটাই কাম্য।

আপনার এই কষ্ট চলতে থাকুক অনন্তকাল। আর যাই হোক আমি বিশ্বাস করি আমার মত এমেচার লেখকরা অনুপ্রাণিত হয় লেখার মান উন্নয়ন করতে সৃজনশীল কিছু লেখার।

ধন্যবাদ ও শুভকামনা রইল।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

মামুন রশিদ বলেছেন: সর্বশক্তিমানের কাছে দোয়া করি অনাকাঙ্খিত দূর্ঘটনায় যে শারীরিক এবং মানসিক ক্ষতি আপনাদের হয়েছে তা দ্রুত রেমেডি হোক । খুব খারাপ লেগেছে শুনে ।

আমি যতটুকু দেখেছি এবং বুঝেছি আপনার এই সংকলনটির পর থেকে ব্লগে নতুন নতুন অনেক ভালো গল্প এসেছে। সবার মাঝে সৃজনশীল গল্প লেখার একধরনের স্পৃহা বেড়েছে। সংকলন যেহেতু শুধু মাত্র বেস্ট লেখাগুলো বাছাই করে বিচার বিশ্লেষণ করে করা হয় না তাই এখানে সাধারণ অথবা অসাধারণ কিংবা নবীন প্রবীণ না দেখে সব ধরনের গল্পই প্রাধান্য দেয়া উচিত। এতে করে লেখকের ভেতর অনুপ্রেরণা কাজ করবে আরও ভালো কিছু লেখার।

সংকলন নিয়ে আমি কিছুটা বোর হয়ে গিয়েছিলাম । কিন্তু আজকে দুটো কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগছে, একটা আপনার আর একটা কাল্পনিক_ভালোবাসার । এখন মনে হচ্ছে গল্প-সংকলনটা আসলে সবার । এই যে আপনারা দুজন সংকলনের ভালো মন্দ নিয়ে ভেবেছেন, কিছু প্রস্তাবনা দিয়েছেন- সত্যি বিষয়টা খুব ভালো লাগছে ।

যদিও আপনাদের দুজনের প্রস্তাবনাতে কিছুটা বৈপরিত্য আছে, তবু আমি এটাকে ভাবনার ডিসপারসন হিসেবেই দেখছি । সোজা ভাষায় সংকলন নিয়ে আমার ভাবনায় নতুন দুটি জানালা খুলে দিলেন আপনারা ।

আপনাদের দুজনের প্রস্তাবনা নিয়েই আমি ভাববো, একটা সুন্দর আর মানসম্মত সংকলনের জন্য আরো যদি কোন চিন্তা থাকে, আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন ।

অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আর শুভকামনা জানবেন কান্ডারী ।

৫২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

আমি ইহতিব বলেছেন: সংকলণ টিমের প্রতি বরাবরের জন্য শ্রদ্ধা ও শুভ কামনা।

এবারের সংকলণের পিডিএফ কি করা হয়নি মামুন ভাই? পিডিএফ এ একসাথে পড়া যায় ও প্রিন্ট করে নিয়ে সুবিধামতো সময়ে ও অবস্থানে থেকে পড়া যায়।

(একেবারে খাঁটি বাঙ্গালীর পরিচয় দিলাম কি? বসতে দিলে খেতে চায়, খেতে দিলে ঘুমাতে চায় টাইপ ;) )

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

মামুন রশিদ বলেছেন: পিডিএফ ভার্সন হয়েছে আপু । পোস্টের নীচের দিকে পিডিএফের লিংক দেয়া হয়েছে । ডাউনলোড করে নেন ।


হাহাহা, বাঙ্গালী হতে চাইলে খাটি বাঙ্গালীই হওয়া উচিত ।

ভালো থাকবেন আপু, শুভকামনা ।

৫৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

অদৃশ্য বলেছেন:





বরাবরের মতোই চমৎকার কাজ...



প্রিয় মামুন ভাইয়ের জন্য
শুভকামনা...

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি ।


৫৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

আমি চাই এমন একটা দিন আসুক, যেদিন এই সংকলনে কোন গল্প স্থান পাওয়াটা একটি বিশেষ কৃতিত্ব হিসেবে বিবেচিত হবে।

আমি আসলে ঠিক এটাই বুঝাতে চেয়েছিলাম। আবারও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫০

মামুন রশিদ বলেছেন: আমি আপনার ম্যাসেজ বুঝতে পেরেছি । আপনার আন্তরিকতায় মুগ্ধ । ভালো থাকবেন প্রিয় কা_ভা ।

৫৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

ভিয়েনাস বলেছেন: "মমতাময়ী অক্টোবর" এবারের সংকলনের সুন্দর নামকরণ হয়েছে ।

শুভকামনা ভাইজান :)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:২০

মামুন রশিদ বলেছেন: ব্লগে অক্টোবর ছিল মায়ের মাস, মায়ের প্রতি ভালোবাসার মাস । মায়ের প্রতি এই ভালোবাসায় এই শ্রদ্ধায় আমরাও যুক্ত হলাম ।

অনেক ধন্যবাদ প্রিয় কবি । শুভকামনা ।

৫৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

বোকামন বলেছেন:
একজন অতি নগণ্য সাধারণ পাঠকের কৃতজ্ঞতা ও শুভকামনা জানবেন ।

পোস্টের তারিখ অনুযায়ী গল্পের লিংক উপস্থাপন করা উত্তম -মনে করছি ।।

অবশ্য সংকলকের ভালোলাগা বলে একটা কথা আছে ... :-)

ভালো থাকুন, শ্রদ্ধেয় মামুন রশিদ
সালাম ।

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় বোকামন ।

সংকলনের ব্যাপারে সুন্দর একটি প্রস্তাবনার জন্য কৃতজ্ঞতা জানবেন । স্ট্যন্ডার্ড একটা সংকলনের জন্য ব্লগারদের ভাবনা এবং অংশগ্রহন আমাকে অনুপ্রাণিত করছে ।

আপনিও ভালো থাকুন । শুভকামনা ।

৫৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

জুন বলেছেন: "মমতাময়ী অক্টোবর" সংকলনের সুন্দর নামকরণ ।বরাবরের মতোই চমৎকার কাজ... একজন অতি নগণ্য সাধারণ পাঠকের শুভকামনা রইলো মামুন ।

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

মামুন রশিদ বলেছেন: প্রিয় জুনাপু, এটা নিয়ে মোট দুইটা সংকলন হয়েছে শুধুই আপনার জন্য । প্রথমটা হলো জুন মাসের গল্প-সংকলনঃ রিমঝিম জুন, আর অক্টোবরে 'মমতাময়ী' । আপনি নিজেও একজন 'মমতাময়ী' মা ।

অনেক ধন্যবাদ আপু, পিচকা ভাইটাকে প্রতিবার কষ্ট করে এসে উৎসাহ দিয়ে যাওয়ার জন্য ।

শুভকামনা সতত ।

৫৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শুভকে অনেক দিন পর ব্লগে দেখে ভালো লেগেছে মামুন ভাই :)

আমাদের আগের সেই দিনগুলি আবার ফিরে আসুক , এই কামনাই করি ।

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মাননীয় মন্ত্রী ।


শুভ'কে পেয়ে আমারও খুব ভাল লেগেছে । সত্যিই অনেকদিন একসাথে আড্ডা দেই না । একটা আড্ডা এরেঞ্জ করেন খুব তাড়াতাড়ি । যেখানে সবাই প্রাণ খোলে আড্ডা দিব আর পেট পুড়ে খাব ।

যোগাযোগের দায়িত্বটা আপনিই নেন । শুভকামনা ।

৫৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

নাছির84 বলেছেন: এবারও দারুন কিছু গল্প.....এই অক্টোবর সত্যিই ‌'মমতাময়ী'..। নগন্য মানুষের অকৃপন ধন্যবাদ গ্রহন করবেন।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০

মামুন রশিদ বলেছেন: অক্টোবর সত্যিই 'মমতাময়ী' ।

অনেক অনেক ধন্যবাদ নাছির ।

শুভকামনা জানবেন ।

৬০| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক সময় নিয়ে কাজটা করেছেন বুঝতেই পারছি... এত এত্ত গল্প পড়ব সময় করে.. শুভকামনা আপনাকে...

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । সংকলন যদি পাঠকের একটুও কাজে লাগে তাহলে আমার শ্রম সার্থক হবে ।

শুভকামনা ।

৬১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২

খাটাস বলেছেন: আলহামদুলিল্লাহ.। অসাধারণ কাজ। সব পড়ে ফেলব ইন শা আল্লাহ। অন লাইনে মায়ের সম্মান বাঁচানোর যুদ্ধে জয় খুব দূরে নেই.।
অনেক শুভ কামনা ও কৃতজ্ঞতা মামুন ভাই । :)

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯

মামুন রশিদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আর শুভকামনা । ভালো থাকবেন ।

৬২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন:
কষ্টসাধ্য কাজ...

স্যালুট টু ইউ...

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

মামুন রশিদ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন প্রিয় সুপান্থ ।


শুভকামনা নিরন্তর ।

৬৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

বোকামন বলেছেন:

জনাব মামুন রশিদ,

আমার মন্তব্যটি পজিটিভ ভাবে নিয়েছেন জেনে খুশি হয়েছি । ব্লগে কেনো যেনো সমালোচনা, প্রস্তাবনা, গঠনমূলক আলোচনা কমই দেখা যায় । তাই আমিও লিখতে ভয় পাই, হাহ হা :-)

ব্লগ সংকলন একটি গুরুত্বপূর্ণ কাজ/প্রক্রিয়া । যেনোতেনো ভাবে কাজটি করা হলে তার ফলাফল কোন ব্লগ প্লাটফর্মের জন্যই মঙ্গলজনক নয়। কারণ অফলাইনের প্রচুর পাঠক সংকলন থেকে পড়ে থাকেন । এতে করে ব্লগে কেমন সাহিত্যচর্চা/ লেখালেখি হচ্ছে একটা ধারনা পাওয়া যায় ।

আবার,

বাংলা ব্লগ পেশাদারিত্ব/ খাঁটি সাহিত্যচর্চা বলতে যা বুঝায় সে পর্যায়ে এখনো পৌঁছায়নি । আর যেহেতু ওয়েবলগে অনেকই নিজ ভালোলাগা থেকেই লিখেন তাই কোন ব্লগার আলাদা করে পোস্ট নির্বাচন করবেন; এটাও গ্রহণযোগ্য নয় । সংকলকের যোগ্যতা/দক্ষতা নিয়েও কথা থেকেই যায় । তাই আপনার গল্প সংকলনে নবীন প্রবীণ সকলের গল্পের লিংক রাখাটাই আপাতত বুদ্ধিমানের কাজ হবে । পাঠক গল্প পড়ুক । তিনিই নির্ধারণ করবেন লেখাটি কেমন হয়েছে ...

আরেকটি প্রশ্ন- গল্পের লিংক পোস্টে যোগ করার আগে লেখক/পোস্টদাতা কে জানানো হয় কি ?

আশাকরি আমার এই মন্তব্যটি আপনার বিরক্তির কারন হবে না । মূল্যবান সময় ব্যয় করে আপনাকে পরামর্শ দিয়ে গেলাম । বিরক্ত হলে চলবে না কিন্তু !
হা হা (মজা করলাম)

ভালো থাকুন ।
[একজন নিতান্তই অতি নগণ্য সাধারণ পাঠকের মতামত মাত্র]

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় বোকামন ।

সংকলনের কাজে আমি এগিয়ে এসেছিলাম নিজস্ব তাড়না থেকে । যখন গল্প লেখার প্রতি ঝুঁকে পড়ি, স্বাভাবিক ভাবেই প্রচুর গল্প পড়ার প্রতি আগ্রহ তৈরি হয় । যখন খুজে খুজে পড়া শুরু করলাম, তখন দেখি ব্লগে প্রচুর ভালো ভালো গল্প আসে । কিন্তু সেইসব গল্প পাঠক খুব একটা পড়ে না বা ঐ গল্পকারের ব্লগে খুব পরিচিতি নেই । গল্পকারদের মাঝে একটা সাধারন যোগাযোগ থাকুক, এটলিস্ট যারা গল্প লিখেন তারা অন্য গল্পকারের গল্প পড়ুক- এই চিন্তা থেকেই সংকলন শুরু করি । এতে গল্পকার-পাঠক এক সাথে অনেকগুলো গল্পের লিংক পেয়ে যাওয়ায় পরষ্পরের ব্লগে যাতায়াত বেড়ে যায় ।

ইনিশিয়ালি আমার প্রচেষ্টা কিছুটা হলেও সফল হয়েছে । এখন মাস ছয়েক পার হওয়ার পর বেশ কিছু নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে । এই অবস্থায় আপনাদের প্রস্তাবনাগুলো আমাকে সামনে চলতে অনেক সহায়তা করবে ।

না, যাদের গল্প নেয়া হয় তাদেরকে ইনফর্ম করা হয় না । স্বীকার করি, অন্তত তাদের খবরটি দেয়া উচিত যে তাদের গল্প সংকলনে এসেছে । সংকলনে গল্প থাকার পরেও অনেক ব্লগার জানেন না এটা । এমনকি যাদের গল্প স্থান পায় তাদের অর্ধেকেরও বেশি ব্লগার আমার ব্লগ কখনোই ভিজিট করেন না । যাদিও আমি তাদের ব্লগে নিয়মিত যাই । আমি প্রথমদিকে সংকলনের লিংক দিয়ে তাদের পোস্টে কমেন্ট করে আসতাম, পরে ভাবলাম ব্লগে এভাবে লিংক শেয়ার করা ঠিক না । এ ব্যাপারে আপনার কোন সাজেশন থাকলে দিতে পারেন ।

আপনার গুরুত্বপূর্ণ মতামত জানানোর জন্য অশেষ কৃতজ্ঞতা ।

৬৪| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

মাহতাব সমুদ্র বলেছেন: কৃতজ্ঞতা শুধুই কৃতজ্ঞতা

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

মামুন রশিদ বলেছেন: অশেষ ধন্যবাদ আর শুভকামনা প্রিয় মাহতাব ।

৬৫| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৩

শ্যামল জাহির বলেছেন: ভালোই হলো, প্রিয়তে রেখে সময় সুযোগে পড়া যাবে। :)

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ শ্যামল জাহির । কৃতজ্ঞতা । :)

৬৬| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪২

সাদা মনের মানুষ বলেছেন: পরিশ্রমী পোষ্ট, শুভেচ্ছা জানবেন।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সাদা মনের মানুষ ।

৬৭| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আপনাদের এই সংকলন টিমকে স্যালুট জানাই মামুন ভাই :)

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নাজিম :)

৬৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপনার এই ধরনের সংকলন গুলো আমার অনেক প্রিয়। একসাথে অনেক অনেক সুন্দর সুন্দর লেখার সংযোগ থাকায় পাঠকের কাছে এ এক দারুন পাওয়া। সেই সাথে নিজের একটা লেখা দেখে দারুন আনন্দিত ও অনুপ্রাণিত বোধ করেছি। এরকম এক কষ্টসাধ্য সময়সাপেক্ষ কাজ নিয়মিত করে ব্লগারদের জন্য এক প্রেরণার উৎস তৈরী করেছেন আপনি।
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইলো আপনার প্রতি।ভালো থাকবেন ।

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

মামুন রশিদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় তনিমা ।


আনন্দধারায় ব্লগিং চলুক । শুভকামনা ।

৬৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: পরিশ্রমী ও অসম্ভব সুন্দর পোস্ট।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।

৭০| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: খুব মনে পড়ের এই পোস্টে আমি একটা কমেন্ট করছিলাম .....।

আপনার বা আপনাদের এই পরিশ্রমী ব্লগিং দীর্ঘজীবি হউক

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান, আপনাদের শুভকামনা সাথে থাকায় সংকলন নিয়ে এতদুর আসতে পেরেছি । সংখ্যা মাত্র ছয় হলেও সময়ের হিসাবে ছয় মাস । কম নয়, কি বলেন?

আমিও চাই সংকলন দীর্ঘজীবি হউক । তবে আমি আর এটার সাথে খুব বেশিদিন থাকতে চাই না । ব্লগীয় সংকলনের হাত বদল হওয়া উচিত, এতে নতুন প্রাণ নতুন চিন্তা যোগ হওয়ার সম্ভাবনা বাড়ে । যোগ্য কোন সহ ব্লগারের হাতে দায়িত্ব অর্পণের কথা ভাবছি ।

ভালো থাকবেন ভাইজান । শুভকামনা ।

৭১| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:২২

আমিনুর রহমান বলেছেন:





এই পোষ্ট নিয়ে বলার শুধু একটাই আছে, ব্লগের প্রতি আপনার এই ভালোবাসা প্রশংনীয়।

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২২

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ।


ভালোবাসার উপলব্ধি মিষ্টি, তবে পিঁপড়েরাও বসে নেই ।

৭২| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২১

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ এমন সুন্দর কষ্টসাধ্য পোস্টের জন্য ।

১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

মামুন রশিদ বলেছেন: পোস্ট পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ মায়াবী ছায়া ।

৭৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

সকাল রয় বলেছেন:

দারুন কাজ। খুব ভালো লাগে এই সব

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সকাল রয় ।

৭৪| ২০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৫

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু ।

৭৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

অস্পিসাস প্রেইস বলেছেন: দুইবার লিস্ট পড়লাম, তিনবার পড়লাম। আমার গল্প খুজে পাইনা! আমার আত্মা তো পুরো পানি পানি!
চারবারের মাথায় খুজে পেলাম। আসলে আমি টাইটেলের আগে পরে কিছু চিহ্ন দেই সবসময় যেন যেকোনো লিস্টে আমারটা সহজে চোখে পরে। এইখানে সেটা ছিলোনা।

থ্যাঙ্কস মামুন ভাই।পরিচিত সবার গল্পের লিঙ্ক পেয়ে ভালো লাগলো। সেখানে নিজের গল্পের লিঙ্ক দেখে আরো ভালো লাগলো।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

মামুন রশিদ বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.