নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে ।

মামুন রশিদ

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগ...

মামুন রশিদ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ নবান্নে নভেম্বার'১৩

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২





ব্লগার 'মুহম্মদ ফজলুল করিম' ভাইয়ের সৌজন্যে এই সংকলনের 'পিডিএফ' ভার্সন এসেছে এবং পোস্টে ডাউনলোড লিংক আপডেট করে দেয়া হয়েছে ।



"সে সব ভিজে ধুলো, বেলকুঁড়ি-ছাওয়া পথ / ধোঁয়া উঠা ভাত, কোথায় গিয়েছে সব? / অসংখ্য কাকের শব্দে ভরিছে আকাশ / ভোর রাতে- নবান্নের ভোরে / আজ বুকে যেন কিসের আঘাত ।" হেমন্তের কার্তিক, অগ্রহায়ন আর জীবনানন্দ দাশ যেন একই সূত্রে গাঁথা । হেমন্ত মানে নবান্নের উৎসব । প্রায় ৪০ হাজার বছরের পুরোনো উৎসব । কুয়াশার অবগুন্ঠনে ঢাকা হৈমন্তিকা আমাদের জন্য বয়ে নিয়ে আসুক অপার আনন্দময় বার্তা ।



নবান্নের উৎসবে আমাদের এ মাসের আয়োজন,





সামহোয়্যারইন গল্প-সংকলনঃ নবান্নে নভেম্বার'১৩ ।









♣♣ ছোটগল্পঃ শশশ.. কথা না বলি । -প্রোফেসর শঙ্কু



♣♣ রোল নং-৮১৬৬৬ । -হাসান মাহবুব



♣♣ ছোটগল্পঃ বিপদ । -কাজী মিতুল



♣♣ গল্পঃ যাপিত জীবন । -সুলতানা সাদিয়া



♣♣ ছোটগল্পঃ ফোন নাম্বার । -অমিতানন্দ



♣♣ গল্পঃ পোকা । -আলোর পরী



♣♣ লেডিজ ক্লাব । -অপর্ণা মম্ময়



♣♣ সুরপা ভোরের ভেতর দিয়ে যেতে চেয়েছিল । -পাপতাড়ুয়া



♣♣ এক পৃষ্ঠার গল্পঃ নৈঃশব্দের সৌধ । -জুলিয়ান সিদ্দিকী



♣♣ ছোটগল্পঃ এক কাপ মন্দা আক্রান্ত কফি । -আকাশচুরি







♣♣ অনুগল্পঃ সুরভী ম্যাডাম । -মোহাম্মদ রাফিউজ্জামান সিফাত



♣♣ হামক । -রাবেয়া রব্বানী



♣♣ রম্যগল্পঃ জোকার । -মারুফ মুকতাদীর



♣♣ দ্যা গ্রিভেন্স । -এরিস



♣♣ প্রাপকঃ প্রিয় রওশন আরা । -বৃতি



♣♣ গল্পঃ না পাওয়া ভুবন । সন্ধ্যা প্রদীপ



♣♣ গল্পঃ বৃত্ত বন্দী নীহারিকা । -টুম্পা মনি



♣♣ গল্পঃ ত্রয়ী । -ইশতিয়াক অয়ন



♣♣ সীমানা । -কান্ডারি অথর্ব



♣♣ চা । -অদিতি মৃণ্ময়ী







♣♣ জ্যাকপট । -মোঃ ইসহাক খান



♣♣ গল্প অথবা বিভ্রাট । -শাহরিয়ার রিয়াদ



♣♣ নিরঞ্জন ভাইরাস । -কয়েস সামী



♣♣ একটি বিশেষ মৃত্যুকাহিনী । -অ্যানোনিমাস



♣♣ এখন অনেক রাত... । -ড. জেকিল



♣♣ কারণক্রেতা । -হাসান মাহবুব



♣♣ বুমেরাং । -অপর্ণা মম্ময়



♣♣ আমরা যে সিনেমা বানাতে চেয়েছিলাম । -পাপতাড়ুয়া



♣♣ ছোটগল্পঃ অসমাপ্ত । -খাটাস



♣♣ দাহকালের গল্পঃ ব্যবসায়ী । -সুপণ শাহরিয়ার







♣♣ দেহ । -বাকতাড়ুয়া



♣♣ নাফ । -ড়ৎশড়



♣♣ গল্পঃ কবিতারা বেঁচে থাক ভালোবাসায় । -শুঁটকি মাছ



♣♣ ছোটগল্পঃ মনে পড়ে রুবি রায় । -বোকা মানুষ বলতে চায়



♣♣ আঁধারে ইরাবতীর আলো । -শুকনোপাতা০০৭



♣♣ শ্বাপদ । -রাবেয়া রব্বানি



♣♣ এ্যা জার্নি টু মেক্সলক্সিগঞ্জ । -মাসুম আহমদ ১৪



♣♣ যাদু । -প্রচেত্য



♣♣ গল্পঃ ভ্রম । -টুম্পা মনি



♣♣ গল্পঃ ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী কিংবা পরাজিত ঈশ্বর । -মামুন রশিদ







♣♣ কবিতার শেষ প্যারা । -স্বপ্নবাজ অভি



♣♣ PASSWORD । -প্রচেত্য



♣♣ এপিটাফ । -কান্ডারি অথর্ব



♣♣ পাওয়া অথবা না পাওয়া... । -বনলতা মুনিয়া



♣♣ গল্পঃ বিশ্বাস কিংবা লোভ ! -সুমন কর



♣♣ আকাশ দস্যুতা এবং মাতাল রাতের সেই মেয়েটির গল্প - আকাশের নীল আমার ঠিকানা । -আদনান শাহরিয়ার



♣♣ পতিত কিংবা ব্যর্থ মানুষের গল্প । -শুঁটকি মাছ



♣♣ দেশান্তরী । -মোঃ ইসহাক খান



♣♣ গল্পঃ হবেই । -মাহমুদ০০৭



♣♣ সময় কিংবা বছরান্তের সাক্ষাৎ । -জুলিয়ান সিদ্দিকী



আপডেটঃ



♣♣ হিমুর হাতে জ্বলন্ত সিগারেট । -বাসুরী বাসীয়ালা



♣♣ সন্তানকে জিম্মি করে মাকে গণধর্ষণ -- আমি কি নিছক গল্প বলবো নাকি সত্য । -মোহাম্মদ রাফিউজ্জামান সিফাত



♣♣ অনুবাদ গল্পঃ আয়ারল্যান্ডে সাপ নাই । -toysarwar



♣♣ যুগান্তরের অতিথি । -একলা চলো রে



♣♣ গল্পঃ মাংস পোড়া গন্ধ!! -অপু তানভীর





কিছু কথাঃ সংকলনের ফরম্যাটে পরিবর্তন আনা হয়েছে । এবার গল্পগুলো সাজানো হয়েছে ব্লগে প্রকাশের তারিখ ক্রম অনুযায়ী । নভেম্বর মাসে আমরা শান্তির দেবদূত ভাই, কাল্পনিক_ভালোবাসা, আরজুপনি আপু, শায়মা'পু, নাজিম-উদ-দৌলার গল্প মিস করেছি । 'খেয়া ঘাট' গল্প-ধাঁধা সিরিজ নিয়ে ব্যস্ত ছিলেন । হাসান মাহবুব ভাই, প্রোফেসর শঙ্কু কম লিখেছেন । আবার আকাশচুরি ভাই, ড়ৎশড় ভাই আর এরিসের গল্প নিয়ে ফিরে আসা আনন্দ দিয়েছে । বেশ কয়েকজন লেখকের গল্প এবারই প্রথম সংকলনে এসেছে । সুলতানা সাদিয়া, অমিতানন্দ, মারুফ মুক্তাদীর, অদিতি মৃণ্ময়ী, অ্যানোনিমাস, শাহরিয়ার রিয়াদ, ড. জেকিল, খাটাস, সুপণ শাহরিয়ার, পাপতাড়ুয়া, বাকতাড়ুয়া, প্রচেত্য, বনলতা মুনিয়া- শুভেচ্ছা আপনাদের ।



সংকলকের পাঠ সীমাবদ্ধতায় কিছু ভালো গল্প মিস হয়ে যায় । এরকম কোন গল্প থাকলে কিংবা পাঠকের ভালোলাগার কোন গল্পের লিংক পাওয়া গেলে আমরা সংকলনে আপডেট করে দিব ।



ব্লগার 'মুহম্মদ ফজলুল করিম' ভাইয়ের সৌজন্যে এই সংকলনের 'পিডিএফ' ডাউনলোড লিংক,



সামহোয়্যারইন গল্প-সংকলনঃ নবান্নে নভেম্বার'১৩ 'পিডিএফ ভার্সন' ডাউনলোড লিংক । ৩.০৮ মেবা.



*********************************************



উৎসর্গঃ ঋষি ব্লগার 'ইমন জুবায়ের' ভাই, যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত সামহোয়্যারইন ব্লগে পরম মমতায় ব্লগিং করেছেন । বাংলা ব্লগ জগৎ তাঁর কাছে চির ঋনী ।



"জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন

জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন ।"






*********************************************



প্রচ্ছদঃ মাননীয় মন্ত্রী মহোদয়



বিশেষ কৃতজ্ঞতাঃ অপর্ণা মম্ময়



ফটো ক্রেডিটঃ অন্তর্জাল ।



পূর্বে প্রকাশিত গল্প-সংকলনঃ



সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মমতাময়ী অক্টোবার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শরৎ শুভ্র সেপ্টেম্বার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ আশিস বহি আগস্ট'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শ্রাবণধারায় জুলাই'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ রিমঝিম জুন'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মহিমান্বিত মে-১৩

মন্তব্য ১৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: আপনাকে আবারো ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না =p~ =p~

গ্রেট ওয়ার্ক মামুন ভাই :)

০১ লা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৩

মামুন রশিদ বলেছেন: পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ ।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ব্লগে বেশ অনেকটা সময় অনিয়মিত ছিলাম , তারপরেও অনেকগুলো গল্পই পড়া হয়েছে । যে কয়েকটা মিস গেছে এইবার সেগুলো শেষ করার পালা । আপনাকে আবারও + + + !

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় শাহরিয়ার । ভালো থাকা হোক ।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০

বেকার সব ০০৭ বলেছেন: মামুন ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না পোস্ট সরাসরি প্রিয়তে

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

মামুন রশিদ বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ 'বেকার সব ০০৭' ।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ব্লগে বেশ অনেকটা সময় অনিয়মিত ছিলাম , তারপরেও অনেকগুলো গল্পই পড়া হয়েছে । যে কয়েকটা মিস গেছে এইবার সেগুলো শেষ করার পালা । আপনাকে আবারও + + + !

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: প্রতিবার এই পোস্টের জন্য অপেক্ষা করি, কিন্তু কখনো সব গুলো গল্প পড়া হয়ে উঠে না।

এইবার পড়তে পারবো, এমনও না। তবু এই সংকলনের জন্য অপেক্ষা করি। ভালো লাগে। কত গল্প এক সাথে পাওয়া যায়। যাদের গল্প এই সংকলনে স্থান পায়, তাদের কি যে লাগে। কেবল তারাই জানেন। তারা হয়তো এই সংকলনের জন্য উদগ্রিব থাকে আরো বেশি।

তাদের প্রত্যেকের তরফ থেকে আপনাকে এবং এই কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

মামুন রশিদ বলেছেন: সজীব ভাই, আপনাদের এই উৎসাহ এই অনুপ্রেরণাদায়ি মন্তব্য পথ চলতে সাহস যোগায় । কোন ব্লগার এই সংকলন পড়ে যদি নুন্যতম উৎসাহ পান, তাহলেই সংকলকের পরিশ্রম সার্থক ।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭

আমিই মিসিরআলি বলেছেন: পোষ্টে প্লাস ++++

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ :)

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১০

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ছোট্ট একটা ইনপুট দেয়ার চেষ্টা করি-

১. যদি প্রতিটা গল্পের পাশে এর জেনার দেয়া থাকে তবে অসাধারণ হয়। যেমন আমি সাই-ফাই ভক্ত। পাসওয়ার্ড গল্পটা একই সাথে থ্রিলারধর্মী এবং সাই-ফাই ঘরনার। এটা পাশে দেয়া থাকলে সংকলন হয়ত আরো সুন্দর হতে পারে।

তবে, কাজটা সহজ হবেনা।

২. একটা গল্পকে আপনি সংকলনে কেন স্থান দিলেন তার এক/দুই লাইনে একটা ব্যাখ্যা থাকতে পারে। যদি থাকে তবে পাঠকের জন্য সুবিধা হয়। এখানেই জেনারটা উল্লেখ থাকতে পারে।

অবশ্য এ কাজটাও সহজ নয়!

আপনার পরিশ্রম পাঠককে আনন্দ দিক আর সেই আনন্দে আপনিও আনন্দিত হোন :)

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

মামুন রশিদ বলেছেন: প্রথমেই বিগ থ্যান্কস দারুণ কিছু পরামর্শ দেয়ার জন্য । গল্প সংকলন এই পর্যায়ে আসতে পেরেছে সহ ব্লগারদের সহযোগীতার জন্য ।

জেনরের আইডিয়া চমৎকার । খুব সংক্ষেপে গল্পের লিংকে এটা যোগ করে দেয়া যায় । সমস্যা হবে দুটো, অনেক গল্পের প্রকৃত জেনর ঠিক করা কঠিন হয়ে পড়ে । আবার সংকলকের দেয়া জেনর গল্পকারের পছন্দ নাও হতে পারে । তবু আমি এই সুন্দর আইডিয়াটা মাথায় রাখলাম, কোন একটা সংকলনে এক্সপেরিমেন্ট করে দেখা যাবে ।

একজন সংকলক হিসাবে আমিও চাই কোন একটা গল্প সম্পর্কে দুই/এক লাইনের মন্তব্য দিতে । তবে সংকলনে কোন গল্পের স্থান পাওয়ার ব্যাপারটা শুধু ভালো লাগার জায়গা থেকেই করতে চাই । যেহেতু সব গল্প পড়া সম্ভব নয়, তাই সংকলনে স্থান পাবার কোন ব্যাখ্যা দিয়ে জাস্টিফাই করা কঠিন হয়ে যাবে । তাছাড়া পোস্ট দীর্ঘ হয়ে যাবার ব্যাপারটাও আছে ।

খুব ভালো লাগলো আপনার চমৎকার এই আইডিয়াগুলো শেয়ার করার জন্য । অবশ্যই এগুলো নিয়ে আমি ভাববো ।

ভালো থাকবেন জীবু'দা । শুভ কামনা ।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩১

মাহমুদ০০৭ বলেছেন: ছবি অনেক সুন্দর হয়েছে :)

তারিখ অনুযায়ী সাজানোটাও খুব ভাল লেগেছে । বেশ কিছু গলপ বাদ গেছে ,
পড়ে নেব । আপনার বদৌলতেই অনেক কে চিনতে পারছি মামুন ভাই ।
এই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য সব সময় কৃতজ্ঞ থাকব ।


টিমের সবাইকে আন্তরিক ধন্যবাদ ।

প্রিয় মামুন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল । :)

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

মামুন রশিদ বলেছেন: চমৎকার প্রচ্ছদের জন্য ক্রেডিট পাবেন ব্লগার 'মাননীয় মন্ত্রী মহোদয়' । আর বাকী ছবি গুলো সংগ্রহ করেছি নেট থেকে ।

অনেক সম্মানিত সহ ব্লগার সংকলন তারিখ অনুযায়ী করার জন্য প্রস্তাব দিয়েছিলেন । কাজ একটু বেড়ে যায়, তবু মনে হয় মন্দ হয় নি ।

আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় মাহমুদ । শুভ কামনা ।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৪

খেয়া ঘাট বলেছেন: চমৎকার প্রচ্ছদ, চমৎকার ছবি সংযোজন, প্রিয়কবি জীবনানন্দ দাশের দারুন কবিতার লাইন, সাথে আপনাদের আন্তরিক পরিশ্রম সব মিলিয়ে একটা অপ্সরা, উর্বশী হৈমন্তিক সংকলন।
+++++++++++++++++++++++

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

মামুন রশিদ বলেছেন: মন ভালো করে দেয়ার জন্য এরকম একটা মন্তব্যই যথেষ্ট । :)


দুর্দান্ত গল্প-ধাঁধা সিরিজ এগিয়ে যাক । সাথে নতুন গল্পও চাই ।


অনেক অনেক ধন্যবাদ প্রিয় খেয়া ঘাট । শুভ কামনা ।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিছু পড়া আছে, কিছু পড়ি নাই।
পড়তে হবে।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

মামুন রশিদ বলেছেন: অবসরে পড়ে নিবেন ।


ভালো থাকুন প্রিয় কবি :)

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৪

সন্ধ্যা প্রদীপ বলেছেন: নেট এর অত্যাচারে নিয়মিত ব্লগে বসা হয় না।আমি দেখছি অনেক গল্প মিস করেছি। পোস্ট প্রিয়তে নিচ্ছি।পড়ে ফেলব সবগুলো। :D

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সন্ধ্যা প্রদীপ । ভালো থাকবেন । :)

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৭

মামুন রশিদ বলেছেন: নতুন চারটি গল্প সংকলনে আপডেট করে দেয়া হয়েছে । :)

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

মামুন রশিদ বলেছেন: মোট পাঁচটি নতুন গল্প সংকলনে আপডেট হয়েছে ।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৩

কয়েস সামী বলেছেন: ব্লগে ঢুকেই আপনার সংকলন! জমিয়ে পড়া যাবে। ধন্যবাদ প্রিয়।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ কয়েস সামী ভাই । ভালো থাকবেন ।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

অশ্রু কারিগড় বলেছেন: ধন্যবাদ । এখন একটা একটা করে পড়তে থাকি :D

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

মামুন রশিদ বলেছেন: গল্প পড়া আনন্দময় হোক! শুভ কামনা ।

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪২

লাবনী আক্তার বলেছেন: পোস্টে +++++ বরাবরের মতই।


০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

ফলক বলেছেন: আপনার সংকলনগুলো আমার মতো নতুন ব্লগারদের অনেক কাজের। আমি ঘেটে সব সংকলনের লিঙ্কগুলো রাখছি আর পড়ছি। অনেক পুরাতন পোষ্ট পড়া হয়েছে সংকলনের কারনে। আপনাকে ধন্যবাদ এমন উদ্যোগের জন্য।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন ।

১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

শরৎ চৌধুরী বলেছেন: সংকটময় বাংলাদেশে স্বস্তির আভাস। +।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ শরৎ ভাই । শুভ কামনা :)

১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

একজন আরমান বলেছেন:
কেন জানি গল্প লেখা ভুলে গেছি ! :(

বরাবরের মতো ভালো লাগা।

টীমের প্রতি শুভকামনা রইলো মামুন ভাই।

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

মামুন রশিদ বলেছেন: আবার শুরু করে দেন, হবেই..


অনেক ধন্যবাদ আরমান । ভালো থাকবেন ।

১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই মাসে চমৎকার কিছু গপ ব্লগে আসছে। যেমন :

আমরা যে সিনেমা বানাতে চেয়েছিলাম -পাপতাড়ুয়া
PASSWORD -প্রচেত্য
যাদু -প্রচেত্য
পতিত কিংবা ব্যর্থ মানুষের গল্প -শুঁটকি মাছ
আকাশ দস্যুতা এবং মাতাল রাতের সেই মেয়েটির গল্প - আকাশের নীল আমার ঠিকানা -আদনান শাহরিয়ার
প্রাপকঃ প্রিয় রওশন আরা -বৃতি

সত্য ঘটনা অবলম্বনে রাফিউজ্জামান সিফাতের এই গপটা অনেক ভালো

আবারও পরিশ্রমি পোস্ট ! স্যালুট !

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

মামুন রশিদ বলেছেন: আপনার সাথে একমত ভাইজান । আরো বেশ কয়েকটা ক্লাস গল্প আছে ।

রাফিউজ্জামান সিফাতের গল্পটা আপডেট করে দিয়েছি ।

আপনাদের ভালোবাসা উৎসাহ আমার সতত অনুপ্রেরণা ।

ভালো থাকবেন । শুভ কামনা ।

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

মোঃ ইসহাক খান বলেছেন: অনেক পরিশ্রমী পোস্টে সাধুবাদ।

সেই সাথে রেখে যাচ্ছি কৃতজ্ঞতা।

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মোঃ ইসহাক খান । শুভ কামনা ।

২১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না। প্রতিটি মাসের প্রথম দু-তিনদিন খুব আগ্রহে থাকি, কারণ আপনার সংকলন বের হবে। যদিও আপনি দেরী করেন না। যথা সময়েই আমাদের কাছে প্রৌছে দেন। গ্রেট ওর্য়াক, মামুন ভাই।
ভালো থাকবেন।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সুমন । সংকলন নিয়ে মাঝখানে ব্লগে অনেক রকম কথা উঠেছে । তাই এবারের সংকলন করার সময় বিবমিষা লাগছিল । আজকে আপনাদের আগ্রহের কথা শুনে ভালো লাগছে, কাজটা চালিয়ে যাওয়ার উৎসাহ পাচ্ছি ।

অনেক ধন্যবাদ ভ্রাতা । শুভ কামনা ।

২২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: মামুন রশিদ ভাই -
একটা অনুরোধ রাখতে পারি - গল্পগুলিতে গল্পের নং দিলে ভালো হয়।

আমার ধারনা - এতে ব্লগাররা কিছু মনে করবেন না।ক্রমিক নং দিলেও দেখা যাবে - শেষ গল্পটা হয়তো ১ নং গল্পের চেয়ে ভালো।এতে একটা সুবিধা হবে সেটা হল - ইবুকে গল্পগুলি সহজেই খুঁজে পাওয়া যাবে - কিন্তু , এভাবে ক্রমিক হীন হলে খুঁজে পেতে একটু সমস্যা।এইবার আপনার বিবেচনা।আমার ধারনা - সময় অনুসারে ক্রমিক অথবা সেরাদের ক্রমিক - এই দুইভাবের যেকোন একভাবে করা যায়।তবে , প্রথমটাই ভাল বলে মনে হয়। :)


আর এইবার ৫০টারই ইবুক সঙ্কলন করেছি -
ডাউনলোড লিঙ্ক - গল্প সঙ্কলন - নভেম্বার - ২০১৩ - সাইজঃ ৩.০৮ মেগা


চিন্তা করতেছি , নিজেও গল্প লিখার ট্রাই করবো ;) , কি হবে আল্লাহ্‌ ই জানে!!! )


আবারো আপনাকে ধন্যবাদ - এমন একটা চমৎকার গল্প সঙ্কলনের জন্যে...

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ফজলুল করিম ভাই । পিডিএফের কাজটা আপনি স্বপ্রণোতিত হয়ে প্রতিমাসে করেন দেন । সবার পক্ষ হতে তাই স্পেশাল থ্যান্কস ।

এখন যেহেতু তারিখ অনুযায়ি করছি, তাই ক্রমিক নাম্বার দেয়া যাবে । পরের সংখ্যা থেকেই ক্রমিক সংখ্যা দিয়ে দিব ।

আমি ডাউনলোড করেছি, পিডিএফ দারুণ হয়েছে । মিডিয়াফায়ারের একটাই সমস্যা, কিছুদিন পর ডাউনলোড লিংক নষ্ট হয়ে যায় । বাট ডাউনলোড করা যায় খুব সহজে ।

গল্প লেখা শুরু করে দেন, ব্যাপার না । আমাদের সবার ভিতরেই গল্প থাকে, শুধু লিখে প্রকাশ করাটাই ব্যাপার ।

ভালো থাকবেন ফজলুল করিম ভাই । শুভকামনা নিরন্তর ।

২৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) :)

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ শুকনোপাতা০০৭ । ভালো থাকবেন ।

২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০

পাকা পেঁপে বলেছেন: আপনার এই যৌগিক পোস্ট দেইখা ব্লগিং বাদ দিয়া গল্প লিখতে মুঞ্চায়তাছে। ;) নাহ ! আমি আর আগের মতন নায়। B-))

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৯

মামুন রশিদ বলেছেন: পাগলে প্রলাপ বকে ছাগলে খায় কাঠাল পাতা :P


২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মামুন ভাই, সংকলনের নামগুলো দারুন হচ্ছে। গল্প না লেখা নিয়ে কখনই খুব বেশি একটা আদিখ্যেতা বা মন খারাপ কাজ করে না। কিন্তু সত্যি বলতে যখন এই সংকলনটায় আসি, সুন্দর সুন্দর কাভার পেজ দেখি, আমার খুব ইচ্ছে করে, ইস! আমি এই মাসে কেন একটা ভালো গল্প লিখতে পারলাম না!

আপনি এবং যারা এই নিয়ে কাজ করছেন তাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। :)

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪

মামুন রশিদ বলেছেন: হাহাহা, আপনি এমন একটা ব্যাপারে প্রশংসা করলেন যেটা নিয়ে আমার দুশ্চিন্তার অন্ত নাই । সংকলন করার চেয়ে সংকলনের নাম কোন মাসে কি দিব এটা নিয়েই আমার দুর্ভাবনা বেশি থাকে । ব্যাপারটায় যখন নজর গিয়েছে, এবার সামনের মাসগুলোর জন্য কিছু নাম দিয়ে আমাকে এই গাড্ডা থেকে উদ্ধার করেন 8-|

আপনার গল্পের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছি । ওকে, এই মাসে সেটা পুষিয়ে দেন ।

আপনাকেও অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা ।

২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: কৃতজ্ঞতা স্বীকার করে আমাকে আর কৃতজ্ঞ কইরেন না মামুন ভাই। আমি এবার তেমন কোনও হেল্প করতে পারিনি। :||

আমার লেখা পড়ার মতো সুদিন ফিরে আসলে না পড়া গল্প গুলো পড়ে যাবো এসে।

শুভকামনা সবার জন্য।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৭

মামুন রশিদ বলেছেন: এটা ঠিক, মাসের শেষের দিকে এসে আপনি প্রচুর ফাঁকিবাজি করছেন! ব্যাফর্না, এই মাসে আপনার সময়ের অভাব হবেনা বলেই আশা রাখতে চাই ।

সুদিন ফিরে আসুক, যেন প্রচুর পড়তে আর লিখতে পারেন ।

ভালো থাকবেন অপর্ণা । শুভ কামনা সতত ।

২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার মতো যারা ব্লগে অনেকদিন ধরে অনুপস্থিত তাদের জন্য এই পোষ্ট বিশেষ কিছু। অনেক ধন্যবাদ মামুন ভাই।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয় কবি, পাশে থাকার জন্য :)

২৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১০

গৌমূমোকৃঈ বলেছেন: ধন্যবাদ প্রিয় মামুন ভাই।
আমি ডিসেম্বরে একটি ছোট গল্প ব্লগে প্রকাশ করেছি। আমি কি ডিসেম্বর'১৩ সংখ্যার সংকলনে ছোট গল্পটি আশা করতে পারি?

শুভকামনা জানবেন।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ গৌমূমোকৃঈ । অবশ্যই আপনার ব্লগে যাব এবং গল্প পড়ে আসব ।

ভালো থাকবেন । শুভ কামনা ।

২৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: প্রিয়তে থাক

একটা একটা করে পড়ে নিতে হবে

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১

মামুন রশিদ বলেছেন: ভাই আপনার নিকনেম দেইখা ডরাইছি, আর সংকলন করুম না :D


হাহাহা, ধন্যবাদ ভাই । একটা একটা করে পড়ে নিয়েন :)

৩০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

লেখোয়াড় বলেছেন:
আমি জীবু বাবুর সাথে দ্বিমত পোষণ করি।
কারণ একজন লেখকের একটি গল্প পড়ে অনেক পাঠকের মতামত বা সিদ্ধান্ত অনেক রকম হতে পারে। আপনি যেমন বলেছেন, "আবার সংকলকের দেয়া জেনর গল্পকারের পছন্দ নাও হতে পারে"।

সব বিবেচনায় নিয়ে আমি মনে কনি জেনার না দেয়াই শ্রেয়।

আপনি মনে হয় আমাকে অন্তত একটি গল্প লিখতে বাধ্য করবেন।
জানিনা, কখন পেরে উঠবো।

ধন্যবাদ অক্লান্ত মামুন রশিদ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯

মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, এই পয়েন্টগুলোই আমি জীবু'দা কে বলেছি ।


অন্তত একটি গল্প লিখুন, সব কবির কাছেই এটা আমার আবেদন । মেটাফোর তৈরিতে কবিরা সিদ্ধহস্ত, স্বাভাবিক ভাবেই সুররিয়েলিস্টিক বা ম্যাজিক রিয়েলিজমের দারুণ সব গল্প আসতে পারে কবিদের হাত দিয়ে ।

ধন্যবাদ প্রিয় কবি । শুভকামনা নিরন্তর ।

৩১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

মহামহোপাধ্যায় বলেছেন: কোন আওয়াজ ছাড়াই প্রিয়তে নিলাম B-) B-) B-) B-)



ভালো থাকুন প্রিয় ব্লগার। শুভকামনা :)

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মহামহোপাধ্যায় ।


কিছু মানুষ নীরবেই দ্যুতি ছড়ায় ।

ভালো থাকবেন আপনিও । শুভকামনা :)

৩২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

অদৃশ্য বলেছেন:






প্রিয় মামুন ভাই

বরাবরের মতোই সুন্দর কাজ... এসব কাজ সবসময়ই অনেককেই অনুপ্রাণিত করবে...


শুভকামনা...

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি ।


আপনার সুন্দর মন্তব্যে আমিও অনুপ্রাণিত বোধ করি ।


ভালো থাকা হোক সব সময় । শুভ কামনা ।

৩৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

শুঁটকি মাছ বলেছেন: এই মাসে আমার মাত্র দুইটা গল্প এই সংখ্যায় আসল কেন? :(

ওহ স্যরি,আমি তো দুইখান গল্পই পোস্ট দিছিলাম। :P :P

অসংখ্য ধন্যবাদ মামুন ভাই।আগেও বলেছি আবারো বলি,আপনার এই কাজটা সত্যি অনুপ্রেরণা দেয়।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

মামুন রশিদ বলেছেন: আমার দেখা যেসব ব্লগার নিজেকে ক্রমাগত ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনি তাদের অন্যতম । চেষ্টাটা চালিয়ে যাবেন । যত প্রতিকুলতাই আসুক, লেখালেখি ছাড়বেন না ।

শুভকামনা প্রিয় ব্লগার :)

৩৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

অসীমান্ত বলেছেন: সমোয় করে পোরটে হোবে

ঢোনয়বাড

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ

৩৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: সংকলন পোষ্ট যারা গল্প পড়তে ভালোবাসে , কবিতা পড়তে ভালোবাসে তাদের জন্য করা । সুতরাং তাদের চাহিদা কতটুকু সেটা ও মনে হয় বুঝে নেয়ার দরকার আছে ! উপরের কমেন্টগুলো দেখলে মনে হয় এত কষ্ট করে করা সংকলন পোষ্ট এর উদ্দেশ্য সফল , কিছু মানুষের কাজে লাগতে পারে !
শুভেচ্ছা মামুন ভাই !

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

মামুন রশিদ বলেছেন: আমিও এই কথাটি বলার জন্য মুখিয়ে আছি ।

একটা কাজ পরিণতি পায় তার উদ্দেশ্য থেকে । যদি কেউ হীট পাবার জন্য সংকলন করে, সেটা তার পোস্ট দেখে বুঝতে না পারার কথা না । ভালোবেসে কোন কাজ করার মাঝে আনন্দ আছে ।

ধন্যবাদ প্রিয় অভি । ভালো থাকবেন ।

৩৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

সোজা কথা বলেছেন: নিজের প্রিয় গল্প স্থান পেয়েছে বলে ভালো লাগল।বাকি গল্পগুলাও পড়ে নেয়া যাবে।ধন্যবাদ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৬

মামুন রশিদ বলেছেন: আপনার প্রিয় গল্পের নাম উল্লেখ করলে আমরাও জানতে পারতাম ।


ধন্যবাদ আপনাকে ।

৩৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

শায়মা বলেছেন: হায় হায় আমার গল্প মিস করেছো ভাইয়া???:(:(:(


বেশ কিছুদিন আমাকেই মিস করতে হবে।:(:(:(


আমি অনেক অনেক অনেক ঝামেলায় আছি।:( :( :( :( :( :(

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

মামুন রশিদ বলেছেন: অবশ্যই আপনার গল্প মিস করেছি । ~পরবাসী স্বর্ণলতা~ অক্টোবর মাসের ওয়ান অব দ্য ক্লাস স্টোরি ! নভেম্বরে ব্লগে আপনার কোন পোস্টই আসেনি । :(

কেন! কেন! কেন??

সব ঝামেলা কাটিয়ে দ্রুত ফিরে এসো ব্লগে ।

ভালো থেকো, আনন্দে থেকো আপু ।

শুভ কামনা :)

৩৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

আমি ইহতিব বলেছেন: নভেম্বর মাসে ব্লগে একদমই কম সময় থাকতে পেরেছি। সংকলনটা খুব উপকার করবে এই মাসে। শ্রদ্ধা পুরো টিমের প্রতি।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

মামুন রশিদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ইহতিব আপু । ভালো থাকবেন ।

৩৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

পিনিকবাবু বলেছেন: ░░░░░░███████ ]▄▄▄▄▄▄▄▄
▂▄▅█████████▅▄▃▂
Il███████████████████].
◥⊙▲⊙▲⊙▲⊙▲⊙▲⊙▲⊙◤..

এইটা আপনার জন্য।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ । স্বাগতম ।

বাট কি দিলেন কিছুই বুঝিনি । ছবিটা একটু বুঝিয়ে যাবেন দয়া করে!

৪০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:




মামুন ভাই এবার আমার কোন গল্পই স্থান পেলোনা আপনার সংকলনে খুবই মন খারাপ হলো। B-) ;)


আপনার এবারের ফর্মেটটা দারুণ হয়েছে। মামুন ভাই এমন কষ্ট সাধ্য একটি কাজের জন্য আমার টুপি খোলা সালাম রইল।

+++++++ রইল।

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

মামুন রশিদ বলেছেন: আপনার কুনু গল্প সংকলনে স্থান না পাওয়ায় মডুরে থুক্কু সংকলকরে মাইনাচ 8-| B:-/ :#)

অশেষ কৃতজ্ঞতা কান্ডারি অথর্ব । ভালো থাকা হোক ।

৪১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:



ওহ আর হ্যাঁ মুহম্মদ ফজলুল করিম ভাইকে আন্তরিক ভালোবাসা এভাবেই সাথে থেকে পি ডি এফ করে দেয়ার জন্য।

পোস্ট প্রিয়তে রইল।

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

মামুন রশিদ বলেছেন: ফজলুল করিম ভাই নিভৃতে কাজটি করে দিয়ে যাচ্ছেন । ভালোবাসা ছাড়া এই কাজের আর কোন প্রতিদান নাই ।

প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ প্রিয় ।

৪২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনার মধ্যে স্পিরিট আছে মামুন ভাই । আমাদের মতো অনুৎসাহিত পাব্লিকদের দেখেও আপনি আপনার উৎসাহ হারান নাই ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

মামুন রশিদ বলেছেন: আমার অনুপ্রেরণা আপনাদের মত টগবগে ইয়াং জেনারেশন । আপনাদের দেখেই মনে স্পিরিট আসে । আপনাদের বয়সে আমরা যে ছিলাম কুয়োর ব্যাঙ ।

অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় । এবারের প্রচ্ছদও চখাম হইছে ।

ভালো থাকবেন । শুভকামনা ।

৪৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

বরাবরের মত সুন্দর একটি সংকলন।

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন । ভালো থাকবেন ভ্রাতা ।

৪৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৮

রাবেয়া রব্বানি বলেছেন: ভালো হল গল্প এসাথে সব। পড়ে ফেলবো আশা করি। সাধুবাদ মামুন ভাই।

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ রাবেয়া । ভালো থাকবেন ।

৪৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৪

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: কঠিন!

আপনার মধ্যে স্পিরিট আছে আসলেই।

your effort is well appreciated ব্লগার মামুন রশিদ ভাই। :)

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই প্রতিবাদীকন্ঠ০০৭ ।


ভালো থাকবেন । শুভ কামনা ।

৪৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

সায়েম মুন বলেছেন: ওয়েল ডান। অনেক গল্পই পড়া। বাদ বাকীগুলো সময় করে নাহয় পড়ে নেবো।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি । ভালো থাকা হোক ।

৪৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

এহসান সাবির বলেছেন: চমৎকার।
বরাবরের মত সুন্দর একটি সংকলন।
শুভকামনা মামুন ভাই।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ এহসান সাবির ভাই ।


আপনার জন্যেও রইলো শুভকামনা ।

৪৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

হাসান মাহবুব বলেছেন: সংকলন বরাবরের মতোই জোস! আমার নতুন করে কিছু সংযোজন করার নেই। বরং নতুন কিছু পেলাম আরো।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই ।


ভালো থাকবেন, আনন্দে থাকবেন । শুভ কামনা সতত ।

৪৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

মারুফ মুকতাদীর বলেছেন: ঞঁঞঁঞঁ!!
আমার গল্পও আছে!!!
ডিসেম্বর মাসেও তাহলে আরেকটা লিখে ফেলবো, আলসেমী বাদ, হিহিহি!!
থ্যাঙ্কু ভাইয়া।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৮

মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, লেখা শুরু করে দেন ।


ভালো থাকবেন । শুভ কামনা ।

৫০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

শায়মা বলেছেন: :(


অনেক ঝামেলা ভাইয়া।:( :( :(


সময় আছে বাট অন্য কাজে নাচা গানা নিয়ে সময় যায় যখন তাও আবার পিচ্চি পাচ্চারা তখন ঘুম হারাম থাকে।:(

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩১

মামুন রশিদ বলেছেন: বিজয় দিবসের প্রোগরাম রেডি করা নিয়ে ব্যস্ত নাকি ? মননশীল কাজে ব্যস্ত থাকা ভালো, তাও যদি সেটা হয় একদল দেবশিশুর সাথে, তাহলে সে ব্যস্ততা নিঃসন্দেহে লোভনীয় এবং উপভোগ্য ।

সময়টা আনন্দে কাটুক । শুভকামনা আপুনি :)

৫১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

জুন বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:




মামুন ভাই এবার আমার কোন গল্পই স্থান পেলোনা আপনার সংকলনে খুবই মন খারাপ হলো। /:) /:)


আপনার এবারের ফর্মেটটা দারুণ হয়েছে। মামুন ভাই এমন কষ্ট সাধ্য একটি কাজের জন্য আমার টুপি খোলা সালাম রইল।

+++++++ রইল।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫

মামুন রশিদ বলেছেন: কান্ডারি অথর্ব রকস :D ;) B-)


জুনাপ্পি, আপনি কিছু বলুন । আপনার কথাও শুনতে চাই
:-B :-B

৫২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

শ্যামল জাহির বলেছেন: পোস্ট প্রিয়তে।
উৎসর্গে ভাল লাগা।
চমৎকার প্রচ্ছদ!

আর এমন প্রশংসনীয় কাজটির জন্য বরাবরের মতই ধন্যবাদ আপনাকে প্রিয় মামুন ভাই। :)

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় শ্যামল জাহির :)

'ইমন জুবায়ের' ভাইয়ের কাছে শুধু আমরা নই, পুরো ব্লগিং প্লাটফর্মই ঋনী । একজন ব্লগার হিসাবে উনাকে শ্রদ্ধা জানাতে পারা বিশাল গৌরবের ।

গল্প-সংকলনের চমৎকার সব প্রচ্ছদ করে দিচ্ছেন প্রিয় ব্লগার 'মাননীয় মন্ত্রী মহোদয়' । প্রশংসা উনার প্রাপ্য ।

ভালো থাকবেন প্রিয় ব্লগার । শুভ কামনা ।

৫৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: এই মাসে গল্প লিখি নাই! :(

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২

মামুন রশিদ বলেছেন: প্রিয় নাজিম, পুরো নভেম্বর মাস আপনার গল্পের জন্য অপেক্ষায় ছিলাম । সাম্প্রতিক সময়ে কোন মাসে আপনার গল্প মিস হয় নি ।

আশা করি, সকল ব্যস্ততা ঝেড়ে এই মাসে নতুন গল্প নিয়ে হাজির হবেন । শুধু আমি নই, আপনার গল্পের ভক্ত আমরা অনেক পাঠক ।

ভালো থাকবেন । শুভকামনা নিরন্তর ।

৫৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২

দ্যা ইনফেমাস বলেছেন: কষ্টসাধ্য উদ্যোগ। কিন্তু সংকলনের একটা সংস্কৃতি থেকে ব্লগকে বের হয়ে আসা জরূরী ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

মামুন রশিদ বলেছেন: আমিও সংকলনের লুপ থেকে বের হওয়ার উপায় খুঁজছি ।

এই যে ব্লগে সারাদিন এত এত পোস্ট আসে- এক লাইনের স্ট্যাটাস পোস্ট, প্রমোশনাল পোস্ট, পত্রিকার কপিপেস্ট পোস্ট, নিউজপোর্টালের লিংক পোস্ট, আজব পোস্ট, গুজব পোস্ট, আজাইরা পোস্ট, ক্যাচাল পোস্ট, ফ্লাডিং পোস্ট... যে পোস্টগুলো আমরা কখনো ক্লিক করারও প্রয়োজন বোধ করিনা, সেই সব পোস্টের চেয়েও নিয়মিত মাসিক গল্প-সংকলন পোস্ট খারাপ এবং বিরক্তিকর ।

অবশ্যই ব্লগকে এই খারাপ/নিম্ন মানের/বিরক্তিকর সংস্কৃতি থেকে বের করে আনা দরকার । আমিও সিরিয়াসলি ভাবছি..

৫৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

ধূর্ত উঁই বলেছেন: আমিও গল্প লিখবো। সেগুলো সংকলনে না এলে সবগুলো খেয়ে ফেলব। আমি ডিজিটাল উঁই পেকা ।ডিজিটাল লেখা খেতে ভালবাসি । মনে থাকবে মামুন রশিদ ভাই :P

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

মামুন রশিদ বলেছেন: আপনার গল্প সংকলন পর্যন্ত আসার সুযোগ পাবে বলে মনে হয় না । নিজে গল্প লিখে নিজেই খেয়ে ফেলবেন মনে হয় :-*

৫৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

বেঈমান আমি. বলেছেন: আপনার সংকলনে আমার ভরষা আছে। ;)

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ বেঈমান ভ্রাতা । ভালো থাকবেন :)

৫৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রিয়’তে।
কিছু পড়া আছে...কিছু পড়তে হবে।
সামু সত্যিই গল্পকারদের স্বর্গরাজ্য.... :)


‘নবান্নে নভেম্বর’... নামগুলোও খুব সুন্দর হয়।
অনেক ধন্যবাদ আপনাকে, মামুন রশিদ :)

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই ।

প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা ।

এখন সামুতে গল্পের মত সিরিয়াস পোস্টও পাঠক পড়ে । অনেক ব্লগার গল্প লিখতে উৎসাহিত বোধ করছেন । একজন ব্লগার হিসাবে আমার কাছে এটা সত্যি আনন্দের ।

সংকলনের নাম পছন্দ হওয়ায় প্রীত ।

ভালো থাকবেন ভাই । শুভ কামনা । :)

৫৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০২

সাদা মনের মানুষ বলেছেন: প্রিয়তে রাখলাম, সময় নিয়ে আস্তে আস্তে পড়বো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার ।


ভালো থাকবেন । শুভ কামনা ।

৫৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

তামিম ইবনে আমান বলেছেন: প্লাস +

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

মামুন রশিদ বলেছেন: থ্যান্কস ব্রো.. B-)

৬০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

বোকামন বলেছেন:






এবারের ফরম্যাটখানা চমৎকার হয়েছে । নির্ভেজাল সংকলন । খুবই অল্প সময় নিয়ে ব্লগে আসা হয়, ভালো কিছু গল্প পোস্ট চোখ এড়িয়ে যায় আপনার সংকলনটির কল্যানে সন্ধান পেয়ে যাই সেগুলোর । জানি বেশ পরিশ্রম এবং মূল্যবান সময় ব্যয় করে কাজটি করেন । আমরা সাধারণ পাঠক কেবল কৃতজ্ঞতাই জানাতে পারি ।

ব্লগে যদি আলাদা একটি সাহিত্যপাতা থাকতো তবে হয়তো ভালো ছিলো । সংকলন করার প্রয়োজন পড়তো না । সংকলনজাতীয় পোস্ট অনেকেই গ্রুপিং মনে করে থাকতে পারে । তাদের দোষ নেই । ভেজালের জালে আটকে সবকিছুই ভেজাল মনে করি থাকি; সময়দোষ ।

সামহোয়্যারইন নামটি, পোস্টে- উৎসর্গ, কৃতজ্ঞতা বা ব্যাক্তিনাম না দিলেই ভালো হয় । লিখে দিবেন- এ মাসে আমার পড়া গল্পসমগ্র । ব্যস্ হয়ে গেলো !
গ্রুপিংয়ের অভিযোগ করার সুযোগ নেই । অথাৎ সংকলন শব্দটি মাইনাস :-)

আপনার কাজটি খুবই পছন্দ করছি তাই আগ বাড়িয়ে কিছু কথা বলে যাই । আপনি আশাকরি বিরক্ত হোন না, যদি হোন অবশ্যই জানাবেন ।

সালাম, শুভকামনা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় বোকামন ।


সহ ব্লগারদের সুন্দর সব পরামর্শ প্রস্তাবনা নিজের চিন্তার সাথে মিশিয়ে চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত ফরম্যাট বদলের । একেকটা পরিবর্তিত নতুন রুপ আমার জন্য একেকটা নতুন অভিজ্ঞতা ।

নাম পরিবর্তন বা অন্যান্য যা কিছুই পরিবর্তন করি না কেন, সংকলন সংকলনই থাকবে । এখন সিদ্ধান্তের ব্যাপার একটাই, আপনি সংকলন পোস্ট করবেন কি করবেন না!!

আপনার পরামর্শ প্রস্তাবনা আগেও পজিটিভলি নিয়েছি, এখনও নিচ্ছি । আর আপনার এই আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানবেন সব সময় ।

ভালো থাকবেন । শুভ কামনা :)

৬১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৭

ঢাকাবাসী বলেছেন: এই যাঃ গল্প টল্প তো আমি লিখিনা, তা'লে আমার নাম পাবো কি করে? সাধ্যই নেই মনে হয়! কিছু মনে করবেননা সংকলন জিনিসটা খুব একটা ভাল উদ্যোগ কিনা জানিনা। ধন্যবাদ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০

মামুন রশিদ বলেছেন: হাহাহা, শুরু করে দেন । লিখলেই লেখা হয়ে যায় ।

বছর খানেক আগে রম্য আর সিনেমা পোস্ট ছেড়ে আমি যখন সিরিয়াস গল্প লেখা শুরু করি, তখনো পোস্ট প্রতি শ'য়ের কাছাকাছি কমেন্ট আসতো । কিন্তু মন ভরতো না, কারণ পাঠকদের প্রায় সবাই আমার আগের রম্য আর সিনেমা পোস্টের পাঠক । নতুন গল্প লিখিয়ে হিসাবে আমার ব্লগের গল্প লিখিয়েদের ক্রিটিক দরকার ছিলো । কিন্তু হামা ভাই আর দুয়েকজন ছাড়া আমি জানতাম না গল্প কারা লিখে । তখন ব্লগের প্রতিটা পোস্ট পড়ে খুজে খুজে গল্পের পোস্টে কমেন্ট করে এসেছি এবং তাদের অনুসারিত তালিকায় নিয়েছি । এই করে করে আমাদের গল্প লিখিয়েদের মাঝে একটা কমন ইন্টারেকশনের প্রয়োজনে সংকলনের কাজ শুরু করেছি । প্রথম পাঁচ/ছয় মাস সংকলন নিয়ে কোন নেগেটিভ কথা কখনো শুনিনি । কিন্তু লাস্ট দুই মাস ধরে সংকলন নিয়ে ব্যাপক সমালোচনা শুনছি ব্লগের বিভিন্ন পোস্টে ।

এই সমালোচনা শুনে আমিও ত্যক্ত বিরক্ত হয়ে আছি সংকলনের উপর এবং গত মাসের পোস্টেই জানিয়েছি আমি এটা ছেড়ে দিব । আবার গল্পকারদের নিজেদের প্রয়োজনেই সংকলনকে বাঁচিয়ে রাখা দরকার, সেজন্য মাঝখান থেকে এটা বন্ধ না করে পরবর্তি সংকলকের কাছে দায়িত্ব দিয়ে আমি অবসর নেব । সেই হিসাবে নতুন সংকলক খোজা হচ্ছে ।

সংকলন কতটা বিরক্তিকর বা খারাপ কাজ তা ১০৪ নম্বর কমেন্ট আর উত্তর পড়লেই বুঝতে পারবেন । আবার এই পোস্টের সবগুলো কমেন্ট পড়লে সংকলনের ব্যাপারে গল্পকার এবং গল্প পাঠকের অভিমতও বুঝতে পারবেন ।

যেহেতু সংকলন ভালো উদ্যোগ কিনা আপনি জানেন না, তাই চাইলেই এই পোস্টের সব মন্তব্য পড়ে আপনি হয়ত প্রকৃত সত্যটা জেনেও যেতে পারেন ।

মন্তব্যের জন্য ধন্যবাদ । শুভ কামনা ।

৬২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

শেরজা তপন বলেছেন: দারুন সব গল্পে ঠাসা একখানা সংকলন! নিঃসন্দেহে ভাল উদ্যোগ।
ধন্যবাদ শেয়অর করার জন্য। একটা একটা করে পড়ছি...

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ :)


ভালো থাকবেন । শুভ কামনা ।

৬৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

অস্পিসাস প্রেইস বলেছেন:
পিডিএফ ফরমেট একটা চমৎকার কনসেপ্ট। ডাউনলোড দিলাম। পরবর্তী সঙ্কলনগুলোতেও পিডিএফ এর আশা রাখি।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ অস্পিসাস প্রেইস । আগের সবগুলো সংকলনের পিডিএফ ভার্সন আছে । আশা করি পরবর্তি সংকলনেও থাকবে ।

৬৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

ধূর্ত উঁই বলেছেন: আমি কোন গল্প লিখি নি তাইএখানে নামও নেই। নিজের নামটা থাকলে বেশি ভাল লাগতো। ধীরে ধীর বহ ওগো ওতল হাওয়া

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৪

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।

৬৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

বৃশ্চিক রাজ বলেছেন:
সুন্দর ও অনেক কষ্টের একটি কাজ।

আচ্ছা আমি যদি গল্প লিখি আমার গল্পও কি রাখবেন সংকলনে ?

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ । প্রতি মাসে ব্লগে আসা গল্প থেকে বাছাই করে এই সংকলন করা হয় । আপনি লিখে যান ।

৬৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

নাহিদ রুদ্রনীল বলেছেন: এতোগুলো ভাল গল্প একসাথে! ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ এরকম দুঃসাধ্য একটা কাজটি অনবরত করে যাওয়ার জন্য।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ নাহিদ রুদ্রনীল ।


আমার ব্লগ বাড়িতে স্বাগতম :)

৬৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: নতুন অনেক গুলো গল্প পড়বার সুযোগ হল ।

বরাবর ধন্যবাদ দিয়ে আসচ্ছি এই কষ্টের কাজ করে দেবার জন্য মামুন ভাই

এইবারও তাই , এ ছাড়া কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ নেই

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয় রাফিউজ্জামান সিফাত :)

৬৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: নভেম্বর মাসে আমরা শান্তির দেবদূত ভাই, কাল্পনিক_ভালোবাসা, আরজুপনি আপু, শায়মা'পু, নাজিম-উদ-দৌলার গল্প মিস করেছি । সত্যি তাদের নতুন গল্পের অপেক্ষায় আছি পুরো একটি মাস তাদের নতুন কোন পোস্ট নেই। ব্যাপারটা আফসোসেরই বটে। সুন্দর সংকলনের জন্য ধন্যবাদ ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ সেলিম আনোয়ার ।

৬৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

টেস্টিং সল্ট বলেছেন: আমার গল্প দেন্নাই কেন? X(( X((

আমি কিন্তু কাইন্দা দিমু :(( :(( :((

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

মামুন রশিদ বলেছেন: আর কাঁদেনা আপু :-B B-)

৭০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সুলতানা সাদিয়ার গল্প সংকলকদের চোখে পড়েছে বলে ধন্যবাদ। তার গল্প আমি অফলাইনে হলেও দেখে যাই।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২০

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ জুলিয়ান ভাই ।


সুলতানা সাদিয়া খুব ভাল লিখেন । অনেকদিন ধরেই উনার লেখা পড়ি । উনি সম্ভবত এখনো ওয়াচে আছেন, তাই লেখা প্রথম পাতায় আসে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.