![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাটকঃ “দ্য প্রপোজাল”
মুলঃ আন্তন চেখভ
রূপান্তরঃ মামুন রশিদ
মঞ্চায়নঃ ব্লগ-ডে'১৩ (যে শহর স্পন্সর করবে )
চরিত্র রুপায়নঃ
কাল্পনিক ভালোবাসাস্কি (ল্যান্ড লর্ড )
নাতালিয়া শায়মানোভা (ল্যান্ড লর্ডের মেয়ে )
মামুনভ রশিদেস্কু (প্রতিবেশি যুবক )
[চৌধুরী লজের বারান্দায় পায়চারিরত ল্যান্ডলর্ড কাল্পনিক ভালোবাসাস্কি]
কাল্পনিক ভালোবাসাস্কিঃ (স্বগতঃ) তোর আম্মিজান ভেলেন্তিনা তুরিনোভা তিরিশটা বছর আমাকে ভেজে ভেজে তেজপাতা বানিয়েছে । আর এখন তুই! আইবুড়ো মেয়ে, তোর মুখের বচন শুনে শহরের যুবকেরা চৌধুরী লজের গেইট থেকে পালায়! আড়ালে লোকে কত কথা শুনায়, চৌধুরীর মেয়েটা তার মায়ের চেয়েও মুখরা! হাহ, লোকে আর কতটুকু জানে!
[প্রতিবেশি যুবক মামুনভের প্রবেশ]
মামুনভ রশিদেস্কুঃ সালাম চৌধুরী সাহেব, কেমন আছেন?
কাল্পনিক ভালোবাসাস্কিঃ আরে মণ্ডলপূত্র যে! এসো বাবা এসো । তা আমার বাড়িতে কি মনে করে ?
মামুনভ রশিদেস্কুঃ আমরা পাশাপাশি থাকি তিন পুরুষ ধরে, অথচ কারো সাথে কারো মুখ দেখাদেখি নেই । তাই ভাবলাম আপনার সাথে... না মানে ইয়ে আপনার মেয়ে শায়মানোভা... ইয়ে আপনার আপনার, মানে ইয়ে, একটু পানি খাওয়াবেন!
কাল্পনিক ভালোবাসাস্কিঃ (স্বগতঃ) তুমি মণ্ডলপো ধান্ধা ছাড়া কি আমার কাছে আসবে? বিপদে পড়েছি বলে টাকা-পয়সা ধার চাইবে নাতো! (উচ্চস্বরে)মা শায়মানোভা, বাড়িতে অতিথি এসেছেন । কিছু জলপান নিয়ে এসো মা ।
মামুনভ রশিদেস্কুঃ ধন্যবাদ । আমি দুঃখিত, গলাটা শুকিয়ে এসেছিল । আপনাকে বলতে একটু ইয়ে মানে লজ্জা লাগছে । তবু বলি, লজ্জা কিসের! ইয়ে মানে আপনার একটু সাহায্য একটু করুণা, ইয়ে মানে শরীরটা ইদানিং ভাল যাচ্ছেনা, হার্টবিট পালপিটেশন...
কাল্পনিক ভালোবাসাস্কিঃ (চোখ পাকিয়ে, স্বগতঃ) যা ভেবেছিলাম! নইলে তুই ঘাটের মরা আমার বাড়িতে আসবি কেন? (উচ্চস্বরে) না না, বল বাবা, কি সমস্যা বল । আমি তো তোমার বাবার মতোই, কি সমস্যা খুলে বল ।
মামুনভ রশিদেস্কুঃ বলছি বলছি । ইয়ে মানে ইয়ে... শায়মানোভা, আপনার মেয়ে... আমার খুব প-ছ-ন-দ
কাল্পনিক ভালোবাসাস্কিঃ (উত্তেজিত হয়ে) কি কি কি বলছ!! আমি ঠিক শুনতে পাইনি, আবার বলতো...
মামুনভ রশিদেস্কুঃ জ্বী চৌধুরী সাহেব, আমি আমি, মানে শায়মানোভা...
কাল্পনিক ভালোবাসাস্কিঃ (আবেগাপ্লুত হয়ে) হা ঈশ্বর! আপনি কত মহান! আমি বিগত তেত্রিশ বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম । হা ঈশ্বর! আপনি আজ আমার স্বপ্নপুরন করে দিলেন ।
মামুনভ রশিদেস্কুঃ আপনি একজন মহানুভব পিতা । জানেন চৌধুরী সাহেব, ভেবেছিলাম জীবনে বিয়ে থা করবো না । আমি শান্ত আর নিরিবিলি জীবন পছন্দ করি, উত্তেজনা একদম সইতে পারি না । কিন্তু সেদিন আয়নায় নিজের চালশে চেহারা দেখে আঁতকে উঠি । তখনই হৃদয় পটে ভেসে উঠে শায়মানোভা- যেন হেমন্তের স্নিগ্ধ কোমল রোদে চিকচিক করা শিশির কণা!
কাল্পনিক ভালোবাসাস্কিঃ শায়মানোভা কোমল রোদে চিকচিক করা শিশির কণা! হা ঈশ্বর! আপনি স্বর্গ হতে স্বয়ং দেবদূত পাঠিয়েছেন আমার শান্ত সুবোধ মেয়েটির পাণিপ্রার্থী করে! ধন্যবাদ! ধন্যবাদ!
[জলপান সহযোগে নাতালিয়া শায়মানোভার আগমন ]
নাতালিয়া শায়মানোভাঃ কে এসেছে বাবা? আরে আপনি? মিঃ মামুনভ রশিদেস্কু আমাদের বাড়িতে কি মনে করে!!
মামুনভ রশিদেস্কুঃ কি যে বলেন মিজ শায়মানোভা! আমি কি আপনাদের বাড়িতে আসতে পারিনা! ইয়ে মানে শায়মানোভা, একটু ঠান্ডা...
নাতালিয়া শায়মানোভাঃ আর ঢং দেখাতে হবে না । মণ্ডল বাড়ির লোকগুলোকে আমার খুব চেনা আছে । গলা শুকিয়ে আসলে শরবত খান । আর বাবা তোমার কি হয়েছে? তুমি এমন উত্তেজনায় কাঁপছো কেন? এখানে বসে বেলের শরবত খাও, তোমার অম্বলের উপকার হবে ।
কাল্পনিক ভালোবাসাস্কিঃ না মা ঠিক আছে, আমি দুরেই থাকি । ভদ্রলোক এসেছেন তোর সাথে গল্প করতে । তোর খুব প্রশংসা করেছেন মা । তুই উনার সাথে বসে কথা বল, ভাল করে আপ্যায়ন কর । চৌধুরী বাড়ির মেয়েরা কেমন অতিথিপরায়ণ তা দেখিয়ে দে মা । (ফিসফিস করে) আর আমার একটু দূরে থাকাই শোভন ।
[শায়মানোভা মামুনভের পাশে গিয়ে বসে]
নাতালিয়া শায়মানোভাঃ ও তাই? আপনি আমার প্রশংসা করেছেন? তা কি প্রশংসা করেছেন বলুন না.., প্লিজ প্লিজ প্লিজ...
মামুনভ রশিদেস্কুঃ প্রশংসা পাওয়ার মত উপযুক্তা করে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন । প্রিয় শায়মানোভা, আপনার প্রশংসা করতে গেলে আমাকে এক গাঁদা সুন্দর সুন্দর শব্দ বলতে হবে । তখন আমাকে আপনার কবি বলে ভ্রম হতে পারে । আমি কবি নই, কিন্তু আপনি সুন্দর মনোহর অপরূপা...
নাতালিয়া শায়মানোভাঃ রিয়েলি... হাউ সুইট!! জানেন, আপনিও না খুব হ্যান্ডসাম! শুধু শুধু... মাথার ঐ চুল পড়ে... চোখে বুড়োদের চশমা... মাথায় হ্যাট পড়লে আর চশমার ফ্রেমটা পাল্টে নিলে..
মামুনভ রশিদেস্কুঃ আচ্ছা আচ্ছা! ঠিক আছে সেভাবেই হবে ।
নাতালিয়া শায়মানোভাঃ জানেন, আমি না পরচুলা একদম দেখতে পারি না । কেমন যেন সার্কাসের ক্লাউন লাগে । আপনি কখনোই পরচুলা পড়বেন না । শুনেছি কলিকাতা হারবালে প্লান্টেশন না কিসব জানি..
মামুনভ রশিদেস্কুঃ বেশ তো! বেশ তো!
নাতালিয়া শায়মানোভাঃ এখানে আসার সময় আমাদের আঙ্গিনায় ফুলের বাগানটা নিশ্চয়ই দেখেছেন । জানেন গাছগুলো আমি নিজে লাগিয়েছি । প্রতিদিন বিকালে নিজের হাতে পানি দিই । কি সুন্দর ফুল ফুটেছে, গোলাপ-টগর-মল্লিকা-হাস্নাহেনা..
মামুনভ রশিদেস্কুঃ হ্যাঁ হ্যাঁ, আসার সময় দেখলাম, বেশ সুন্দর!
কাল্পনিক ভালোবাসাস্কিঃ (স্বগতঃ) ওরে হাদারাম, যা বলতে এসেছিস তা তাড়াতাড়ি বল বাপ! আমাকে টেনশন থেকে উদ্ধার কর!
নাতালিয়া শায়মানোভাঃ এই ফুলের চারাগুলো বাবা স্পেশাল অর্ডার দিয়ে আনিয়েছেন । (উচ্চস্বরে) তাই না বাবা?
মামুনভ রশিদেস্কুঃ অর্ডার দিয়ে আনুন আর যেভাবেই আনুন, আপনাকে স্বীকার করতেই হবে আমাদের বাগান এই শহরের সবচেয়ে বনেদি আর পুরানো । আমার বাবা জাহাজে করে পারস্য থেকে বসরাই গোলাপের চারা এনেছিলেন । আপনাদেরটাও সুন্দর কিন্তু আমাদেরটা...
নাতালিয়া শায়মানোভাঃ কি বললেন আপনি? যা বলেছেন তা কি ভেবে বলেছেন? আপনাদেরটা আবার কোন বাগান হল? ঝোপঝাড় আর আগাছার জঙ্গল! বলি, কিসের সাথ কি, পান্তা ভাতে ঘি! আমিতো শুনেছি আপনাদের বাগানের শ্যাওড়া গাছে শাকচুন্নি পেত্নীদের বাস!
কাল্পনিক ভালোবাসাস্কিঃ (স্বগতঃ) এইরে! সব বুঝি কেঁচে গেলো !! মা মা শায়মা, শান্ত হো মা!
মামুনভ রশিদেস্কুঃ আমাদের বাগান আগাছার জঙ্গল, শাকচুন্নি পেত্নীর বাসা! আর আপনাদের টা ইডেন গার্ডেন? একি অনাচার! একি মিথ্যাচার! দেখুন মিজ শায়মানোভা, আপনার মাথা ঠিক আছে তো?
নাতালিয়া শায়মানোভাঃ মাথা ঠিক নেই মানে! কি বলতে চান আপনি ? যা বলেছি সত্যি বলেছি । আপনাদের বাগান আগাছার জঙ্গল । কোনদিন তো একটা ফুল ফুটতে দেখলাম না, তুলনা করতে আসে আবার আমাদের সাথে, হুহ!
মামুনভ রশিদেস্কুঃ এটা খুব অন্যায়! এই শহরের কে না জানে, আমার পিতা পারস্য থেকে জাহাজযোগে বসরাই গোলাপের চারা এনেছিলেন! (উচ্চস্বরে)এই যে আমার পিতৃবন্ধু চৌধুরী সাহেব, আপনিই বলুন আপনার মেয়ে মিথ্যাচার করছে কি না?
কাল্পনিক ভালোবাসাস্কিঃ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনেই থামো । দেখ মা শায়মানোভা...
নাতালিয়া শায়মানোভাঃ আমাকে কি দেখতে বলছ বাবা? এই ছুঁচোমুখো হতচ্ছাড়াকে আমাদের বাসায় দেখেই সন্দেহ হয়েছিল, একটা অনর্থ বাঁধাতে এসেছে । বাবা তুমিই বল, আমাদের বাগানের মত আর কোন সুন্দর বাগান এই শহরে কারো আছে?
কাল্পনিক ভালোবাসাস্কিঃ তাইতো! এই যে মণ্ডলপুত্র, আমাদের বাগান নিয়ে তোমার এরকম কথা বলা ঠিক হয় নাই ।
মামুনভ রশিদেস্কুঃ (উত্তেজিত হয়ে) চৌধুরী সাহেব, আপনাদের বাগানে রোজ পানি দেন বলেই ভাববেন না যে আপনাদেরটাই সেরা । আমার বাবা যখন আমাদের বাগান তৈরি করে, তখন আপনাদের আঙ্গিনায় গরু ভেড়া চড়ে বেড়াত । দয়া করে এই তথ্যটা আপনার মুখরা মেয়ে মিজ শায়মানোভাকে বলে দিবেন ।
নাতালিয়া শায়মানোভাঃ আপনি চিৎকার করে কথা বলছেন কেন? এমনিতে তো মিনমিনে খিনখিনে ঘাটের মরা! ঐ আধমরা গলায় এত জোর আসে কিভাবে? ছেলেবেলায় কোন সৌজন্যবোধ শিখেন নি! একটা অভদ্র ছোটলোক...
মামুনভ রশিদেস্কুঃ (আরো উত্তেজিত হয়ে) কি কি কি বললেন আপনি ? আআআআমি ছোটলোক অভদ্র!! এই শহরে কে না জানে আপনি একটা মুখরা ননস্টপ বাঁচাল মেয়ে !! নিকুচি করি আপনার ভদ্রতার.. (হাঁপাতে থাকে)
কাল্পনিক ভালোবাসাস্কিঃ বাবা বাবা মামুনভ, এতো হাঁপিয়ো না বাবা শান্ত হও । ভালোমন্দ কিছু হয়ে গেলে দোষ পড়বে আমার ঘাড়ে । তুমি যা বলতে এসেছিলে..
মামুনভ রশিদেস্কুঃ আমি শান্ত হবো না । কোন কুক্ষনে এই মুখরা দাজ্জাল মেয়েটিকে আমি... ছি!ছি!ছি!
নাতালিয়া শায়মানোভাঃ কি বললেন, আমি দজ্জাল মেয়ে!! আপনার মত অভদ্র মানুষকে এখনো যে বাড়ি থেকে...
মামুনভ রশিদেস্কুঃ তার আর দরকার নেই । আপনার নিজের বাড়িতে আপনি ইচ্ছেমত গলাবাজি করতে থাকুন । মনে রাখবেন মিজ শায়মানোভা, আপনার সমস্ত মিথ্যাচার, আপনার দাজ্জালপনা, আপনার...
[চিৎকার করতে করতে মামুনভের প্রস্থান ]
নাতালিয়া শায়মানোভাঃ দেখলে বাবা, দেখলে! এই অভদ্র ছোটলোকটা আমাকে কি বলে গেল? আপনি এর কোন প্রতিবাদ করলেন না বাবা!!
কাল্পনিক ভালোবাসাস্কিঃ (দাঁতে দাঁত চেপে) আমার ইচ্ছে হচ্ছে পাথর দিয়ে টুকরে নিজের মাথাটা থেথলে দিই!! (উচ্চস্বরে) চুপ কর! তুই জানিস মামুনভ কেন এসেছিল??
নাতালিয়া শায়মানোভাঃ (অবাক হয়ে) কেন এসেছিল বাবা?
কাল্পনিক ভালোবাসাস্কিঃ এসেছিল তোকে প্রস্তাব দিতে!!
নাতালিয়া শায়মানোভাঃ কি বলছ বাবা!! কিসের প্রস্তাব??
কাল্পনিক ভালোবাসাস্কিঃ তোকে বিয়ে করার প্রস্তাব!! সব তো কেঁচে দিলি মুখপুড়ি!!
[শায়মানোভা বিস্ময়ে হতবাক হয়, তারপর কেঁদে ফেলে]
নাতালিয়া শায়মানোভাঃ বাবা, উনাকে আপনি যেতে দিলেন কেন বাবা? উনাকে শীঘ্রই ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনুন বাবা!!
কাল্পনিক ভালোবাসাস্কিঃ আমিতো তোকে সে কথাই বোঝানোর চেষ্টা করেছি । কিন্তু তুই তো...
নাতালিয়া শায়মানোভাঃ আমি কিছু শুনতে চাইনা বাবা, আপনি যেভাবে পারেন উনাকে ফিরিয়ে আনুন ।
কাল্পনিক ভালোবাসাস্কিঃ ঠিক আছে দেখছি, মনে তো হয় অনেক দূর চলে গেছে ।
[হন্তদন্ত হয়ে মামুনভ আবার ফিরে আসে]
মামুনভ রশিদেস্কুঃ কিছু মনে করবেন না মিঃ চৌধুরী, আমার চশমাটা ফেলে গিয়েছিলাম । নইলে এরকম মুখরা বদরাগী দাজ্জাল মেয়ে যে বাড়িতে থাকে, সে বাড়িতে কোন ভদ্রলোকের আসার কথা নয় ।
কাল্পনিক ভালোবাসাস্কিঃ আরে বাবা, এসেই যখন পড়েছ, একটু বস । খানিক জিরিয়ে নাও, নইলে শরীর খারাপ করবে ।
মামুনভ রশিদেস্কুঃ দুঃখিত চৌধুরী সাহেব, আমি আপনার কথা রাখতে পারবো না । আমার চশমাটা ফিরিয়ে দিন, আমি প্রস্থান করি ।
নাতালিয়া শায়মানোভাঃ এত রাগ করছেন কেন? বসুন না একটু প্লিজ.. আপনাকে যে কি ক্লান্ত দেখাচ্ছে! আর কথা বলবেন না তো! আসুন, এখানে চুপটি করে বসুন ।
[দুজনে গিয়ে সোফায় বসে]
কাল্পনিক ভালোবাসাস্কিঃ এটাই ভালো, তোমরা গল্প কর, তাড়াতাড়ি কথাবার্তা সেড়ে নাও!
নাতালিয়া শায়মানোভাঃ অবশ্য আপনার রাগ করা ঠিক আছে । আমি আপনাকে এত্তগুলা পঁচা পঁচা কথা বললাম । আমার এটা একদম উচিত হয়নি ।
মামুনভ রশিদেস্কুঃ না না, আপনি এত উতলা হচ্ছেন কেন! আমি রাগ করিনি । আর তাছাড়া আমিও তো আপনাকে কত মন্দ কথা শুনিয়েছি । একদম ঠিক হয়নি, একদম না..
নাতালিয়া শায়মানোভাঃ থাক না এসব! আপনার এখন কেমন লাগছে? বলুন না, কি যেন বলতে এসেছেন..
মামুনভ রশিদেস্কুঃ কি যেন বলতে এসেছি! কি যেন কি যেন! ওহ হ্যাঁ, এই যে দেখেন সময় দেখতে দেখতে চলে যায় । দুদিন পর লোকে আমাকে চালশে বুড়ো বলবে, দুবছর পরেই তো বয়স চল্লিশ হয়ে যাবে..
নাতালিয়া শায়মানোভাঃ নানানা, কে বলেছে? আপনি এখনো সো ইয়াং! ঐ সব লোকদের মুখে ঠাডা পড়ুক ।
মামুনভ রশিদেস্কুঃ তাই ভাবছিলাম, ইয়ে.. আপনিও তো আমার চোখের সামনেই তিরিশ পার করলেন.. আপনার সাথেই ভালই মানাবে!
নাতালিয়া শায়মানোভাঃ ঈশ... আমি নিজেকে এখনো খুকীই ভাবি । আমার বাবাতো এখনো আমাকে খুকি ডাকে ।
কাল্পনিক ভালোবাসাস্কিঃ (স্বগতঃ) হচ্ছে! হচ্ছে! বাবা একটু তাড়াতাড়ি, আমি আর টেনশন নিতে পারছি না!
মামুনভ রশিদেস্কুঃ বেশ তো! খুকি হয়ে থাকতে চাইলে আজীবন থাকবেন, বাঁধা কি!
নাতালিয়া শায়মানোভাঃ জানেন, আমি বিকেল বেলা টিংকু কে নিয়ে যখন হাটতে বেরোই, সে এত্তগুলা দুষ্টুমি করে! আর আমিও তার পিছে পিছে...
মামুনভ রশিদেস্কুঃ টিংকু!! সেটা আবার কে??
নাতালিয়া শায়মানোভাঃ আমার বাবু!!
মামুনভ রশিদেস্কুঃ বাবু!! আআআ আপনার??
নাতালিয়া শায়মানোভাঃ হ্যাঁ আমারই তো! ওহহ, আপনাকে বলাই হয়নি, টিংকু আমার পোষা বেড়াল । এত্তগুলা সুইট! আমার বাবু, আমার গুল্লু সোনা!! সব সময় আমার সাথে থাকে...
মামুনভ রশিদেস্কুঃ দেখুন মিজ শায়মানোভা, একটা কথা আগেই বলে রাখা ভালো । ঐ কুকুর-বেড়াল আমি দুই চোক্ষে দেখতে পারি না । ওদের দেখলেই আমার এলার্জি লাগে, গা ঘিনঘিন করে । আমার হাঁপানির প্রকোপ বেড়ে যায় ।
নাতালিয়া শায়মানোভাঃ বাহরে, এটা কোন কথা বললেন নাকি! আপনি কুকুর-বেড়াল বলছেন কেন? টিংকু সেরকম নয়, ও আমার সুইট টিংকু, গুল্লু গুল্লু..
কাল্পনিক ভালোবাসাস্কিঃ (স্বগতঃ) হায় হায় সেরেছে!! আবার না সব কেঁচে যায়!! হা ঈশ্বর, আপনি আমার কন্যার প্রতি সহায় হোন ।
মামুনভ রশিদেস্কুঃ পোষা হোক আর যাই হোক ঐ কুত্তা-বিলাই.. ওহ সরি, কুকুর বেড়াল আমার পছন্দ না.. ব্যস, এটাই শেষ কথা ।
নাতালিয়া শায়মানোভাঃ আপনার পছন্দের নিকুচি করি । আপনি কেমন মানুষ হে, একটা পোষা বেড়ালকে ঈর্ষা করেন!
মামুনভ রশিদেস্কুঃ দেখুন মিজ শায়মানোভা, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন । একটা বেড়ালের পক্ষ হয়ে আপনি, ছিঃ..
নাতালিয়া শায়মানোভাঃ আপনাকে আমি শেষ বারের মত সাবধান করে দিচ্ছি মিঃ মামুনভ, টিংকু কে নিয়ে আর একটা কথা বলবেন না । অবশ্য আপনি এসব শিখবেনইবা কোত্থেকে, আপনি মণ্ডল বাড়ির ছেলে না! পোষেন তো গরু আর গাধা, মিঃ মামুনভ গাধাপভ...
মামুনভ রশিদেস্কুঃ গাধা পুষি মানে? মুখ সামলে কথা বলবেন মিজ শায়মানোভা! আপ্নারা যে কত ভদ্র তা জানা হয়ে গিয়েছে । মানুষকে ডেকে এনে অপমান করেন আপনারা । আপনার মত ঝগড়াটে মেয়ে আমি কোনদিন দেখিনি ।
নাতালিয়া শায়মানোভাঃ কি! আমি ঝগড়াটে মেয়ে! আপনি যে একটা অভদ্র ছোটলোক তা তো আগেই জানি । বাবা বাবা, শুনে যাও এই অভদ্র লোকটা কি বলছে!
কাল্পনিক ভালোবাসাস্কিঃ (দাঁত চেপে) একটু ঠান্ডা হ মা, ঠান্ডা হ! একবার ভেবে দেখ যদি এবারও মিস হয়ে যায় তাইলে কি হবে!!
মামুনভ রশিদেস্কুঃ চৌধুরী সাহেব, আপনার ঝগড়াটে মুখরা মেয়েকে বলে দেন, একজন ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয়, তা যেন শিখে নেয় ।
কাল্পনিক ভালোবাসাস্কিঃ তুমিতুমি রাগ করোনা বাবা ।
নাতালিয়া শায়মানোভাঃ আবার ঝগড়াটে বললেন? মুখরা, আমি মুখরা! আর আপনি, আপনি কি? একটা মুখপোড়া বাঁদর, কেলেভূত, টাকলুগাধা..
মামুনভ রশিদেস্কুঃ (উত্তেজিত) আমি বাদর! আমি কেলেভূত! আমি বাঁদর হলে আপনি কি?? আপনিআপনি আপনি একটা খন্ডারনি..
নাতালিয়া শায়মানোভাঃ খন্ডারনি!! বাবা... (কেঁদে দেয়)
কাল্পনিক ভালোবাসাস্কিঃ একটু শান্ত হ মা! মিঃ মামুনভ, তুমি আমার মেয়েকে এরকম বাজে কথা বলতে পারো না!
মামুনভ রশিদেস্কুঃ খন্ডারনি! খন্ডারনি!... বলতে পারি... একশোবার পারি... হাজার বা র...
[মামুনভ মাথা ঘুরে পড়ে যায়]
কাল্পনিক ভালোবাসাস্কিঃ হায় হায়! এটা কি হলো? মা শায়মানোভা, উনাকে ধর । মরে টরে গেলেতো পুলিশ কেইসে পড়ে যাব!
নাতালিয়া শায়মানোভাঃ একি! উনি এভাবে পড়ে গেলেন কেন? এখন কি হবে বাবা?
কাল্পনিক ভালোবাসাস্কিঃ আর কি হবে! থানা-পুলিশ জেল-হাজত..
নাতালিয়া শায়মানোভাঃ উনি আমাকে প্রস্তাবটুকু দিয়ে যেতে পারলেন না..
কাল্পনিক ভালোবাসাস্কিঃ সেই সুযোগ কি তুই দিয়েছিস? আহা বেচারা, ধর ধর । পানি এনে চোখে মুখে ছিটিয়ে দে । হা ঈশ্বর, উনার জ্ঞান ফিরিয়ে দিন ঈশ্বর ।
[শায়মানোভা মামুনভের চোখে মুখে পানি ছিটিয়ে দেয়]
মামুনভ রশিদেস্কুঃ উঃ উঃ আমি এখন কোথায়..
কাল্পনিক ভালোবাসাস্কিঃ শ্বশুর বাড়ি! (জিভ কেটে) না না, তুমি এখন আমাদের বাড়ি ।
মামুনভ রশিদেস্কুঃ আমার কি হয়েছে..
নাতালিয়া শায়মানোভাঃ কিচ্ছু হয়নি আপনার, এই মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন । এখন কেমন লাগছে আপনার?
মামুনভ রশিদেস্কুঃ পানি, পানি খাব..
কাল্পনিক ভালোবাসাস্কিঃ উনাকে পানি খেতে দে মা । আর শোন, স্বয়ং ঈশ্বর উনাকে ফিরিয়ে দিয়েছেন, তুই আবার তাড়াসনে যেন..
নাতালিয়া শায়মানোভাঃ আর ছাড়ছিনে বাবা.. (পানি খাইয়ে) এখন ভাল লাগছে?
মামুনভ রশিদেস্কুঃ ভাল, বেশ ভাল । ধন্যবাদ আপনাদের । আমাদের বাড়িতে আমাকে পৌছে দিন দয়া করে । আমাদের বারান্দায় খোলা বাতাস পাওয়া যায় ।
নাতালিয়া শায়মানোভাঃ না না, আমাদের বারান্দায় বসুন । এখানে খুব সুন্দর বাতাস বয়, সামনে সুন্দর বাগান..
মামুনভ রশিদেস্কুঃ আপনাদের বারান্দায় বাতাস আসবে কিভাবে, আপনাদের বারান্দা তো আমাদের মত দখিনমুখী নয় ।
নাতালিয়া শায়মানোভাঃ মোটেই না । আপনাদের বারান্দা দখিনমুখী হলেও সামনের ঝোপঝাড় জঙ্গলের জন্য বাতাস আসতে পারে নাকি?
মামুনভ রশিদেস্কুঃ অসম্ভব! এটা হতেই পারে না!
নাতালিয়া শায়মানোভাঃ এটাই ঠিক, আপনি কচু জানেন!
মামুনভ রশিদেস্কুঃ মোটেই ঠিক নয়, আপনি মিথ্যাবাদি..
কাল্পনিক ভালোবাসাস্কিঃ ঐ হলো! আবার শুরু হলো.. হা ঈশ্বর, এইবার আপনি আমাকে সত্যি সত্যি তুলে নিন । আমি আর পারছি না...
[সমাপ্ত]
****************************************************
ইহা একটি সম্মিলিত প্রচেষ্টামুলক সম্পুর্ন যৌগিক পোস্ট । আন্তন চেখভের "দ্য ম্যারেজ প্রপোজাল" থেকে রুপান্তর করেছি আমি । পোস্ট এডিট, সংযোজন-বিয়োজন করেছেন ব্লগার 'শায়মা' । স্কেচ করেছেন শায়মা (মাঝেরটা সেল্ফ পোট্রেইট, শায়মা'র নিজের হাতে আঁকা) । পোস্টার বানিয়েছেন ব্লগার 'কাল্পনিক_ভালোবাসা' । আর 'টিংকু'র জন্য কৃতজ্ঞতা জানাই 'টিংকু'র মা ব্লগার বটবৃক্ষ'কে ।
আরো একটি রম্য নাটক,
ব্লগারস স্যাটেয়ার ড্রামাঃ সামু রাজার দ্যাশে
বাংলা ব্লগ-ডে ২০১৩ সফল হউক ।
অটঃ আমাদের পরবর্তি আকর্ষণ ভালোবাসাস্কি প্রযোজিত রশিদেস্কু নিবেদিত শায়মানোভা অভিনিত ড্রামা "এক যে ছিল রাশানকণ্যা"
'দ্য প্রপোজাল' নাটকের মুল ইংরেজি ভার্সন পড়তে চাইলে নিচের লিংকে ক্লিক করুন,
View this link
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
মামুন রশিদ বলেছেন: আমাদের জীবনে হাসির খুব দরকার । ইচ্ছেমত হেসে নেন শাহরিয়ার
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, লোল !
এত্তগুলা মজার হৈসে ||
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
মামুন রশিদ বলেছেন: লোল !!!
তবু ভাল মুন ভাই 'লুল' খেতাব দেয় নাই
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্টারেই তো হেসে কুটিকুটি - খন্ড খন্ড
হয়ে গেলাম ! বাকীটাতে কি হপে আল্লাহই জানে !
আমার ছোট ভাই "স্বপনবাজ" কয়েকদিন ব্লগে থাকবে , সে চা খেতে গেছে , চা খেয়ে এসে নাটক দেখবে !
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
মামুন রশিদ বলেছেন: হ, সিনেমার প্রাণ ইতো পোস্টার
বাকিটা পড়ে জানাবেন কার এক্টিং কেমন হলো
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
আদনান শাহ্িরয়ার বলেছেন:
ব্যাফুক বিনুদুন
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
মামুন রশিদ বলেছেন: আমাদের বিনুদুন খুব দরকার
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!
পোস্টার দেখেই আমি মুগ্ধ!!!!
কাল্পনিকভাইয়া আমার এত সাধের আর কষ্টের আকা স্কেচটার ১২টা বাজালে তার মাথায় আকাশ থেকে পাথর বর্ষন ঘটাবো ভাবছিলাম!!!!!!!! কিন্তু এখন তার মনোমুগ্ধকর কার্য্যে প্রশংসার সহিত ১০০ তে ৫০০ নাম্বার দেওয়া হইলো। পুরাই যাত্রা নাম্বার ওয়ান টাইপ পোস্টার ভাইয়াজী!!
দাঁড়াও লেখাটা পড়ি এইবার ভালো করে।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
মামুন রশিদ বলেছেন: পুরাই যাত্রা নাম্বার ওয়ান টাইপ পোস্টার
কাল্পনিক_ভালোবাসা@ শায়মা'পুর প্রস্তর বর্ষণ হইতে আপনার মাথাটা বাঁচাইতে পারছেন, এইবার মিষ্টি খাওয়ান
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
সেলিম আনোয়ার বলেছেন: নাম গুলো খুব মজার হয়েছে। রুশ স্টাইলে নাম করণ চমৎকার। মামুনভ রশিদেস্কুঃ র অভিনয় ভাল হয়েছে। আর সত্যি আমাকে কে যেন প্যাচে ফেলেছে। পড়ে ভাল লাগলো।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
মামুন রশিদ বলেছেন: রুশ লেখকের নাটকতো, তাই রুশিয় নামকরণ । আর আমরা তিনজনেই প্রাণপনে চেষ্টা করেছি ভাল অভিনয় করার ।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হাহাহা সেই লেভেলের পোস্ট ... হাসতে হাসতে শেষ ।
আর পোস্টার টা চৎমকার হইছে । তবে , সূর্য সেদিন পশ্চিমে উঠবে যেদিন শায়মাপু বাস্তবেও এমন ঝগড়াটে হবে ।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
মামুন রশিদ বলেছেন: মাননীয় মন্ত্রীর পছন্দ হইছে আর কি চাই
আপনি বিশ্বাস করলেন না তো! শায়মা'পুর ডায়লগগুলা উনার বাস্তব জীবন থেকেই নেয়া হয়েছে
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
সুমন কর বলেছেন: ব্যাপক মজাদার হৈছে। হাসিতে হাসিতে পড়ছি। ব্লগ ডে-তে দারুণ উপহার। ধন্যবাদ মামুন ভাই।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
মামুন রশিদ বলেছেন: মজাদার হলেই পাচকদের কষ্ট সার্থক । এবার দারুণ ব্লগ-ডে হবে, আশাবাদি ।
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
শায়মা বলেছেন: নাতালিয়া শায়মানোভাঃ আপনাকে আমি শেষ বারের মত সাবধান করে দিচ্ছি মিঃ মামুনভ, টিংকু কে নিয়ে আর একটা কথা বলবেন না । অবশ্য আপনি এসব শিখবেনইবা কোত্থেকে, আপনি মণ্ডল বাড়ির ছেলে না! পোষেন তো গরু আর গাধা, মিঃ মামুনভ গাধাপভ...
হাহাহাহাহাহাহাহা এই ডায়ালগ আমার রিয়েল লাইফ ঝগড়া ডায়ালগ থেকেও মারাত্নক হয়েছে ভাইয়া।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
মামুন রশিদ বলেছেন: হাহাহা, আপনি গাধা পালতে বললেন না! তো গাধা যে পালে সে তো 'গাধাপভ' ই হবে !!
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
শায়মা বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হাহাহা সেই লেভেলের পোস্ট ... হাসতে হাসতে শেষ ।
আর পোস্টার টা চৎমকার হইছে । তবে , সূর্য সেদিন পশ্চিমে উঠবে যেদিন শায়মাপু বাস্তবেও এমন ঝগড়াটে হবে ।
আল্লাহতায়ালা রহম করো এই ভাইয়ার ভাগ্যে যেন জীবনেও আমার ঝগড়া দেখার দূর্ভাগ্য না হয়। আহারে আমাকে কত্ত লক্ষী এত্তা আপু জানে ভাইয়াটা।
ভাইয়ামনি আই লাভ ইউ সো মাচ!! অনেক অনেক ভালো থাকো আর বড় হও ভাইয়া।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
মামুন রশিদ বলেছেন: মন্ত্রী ভাইয়াকে আমি গোপন খবর ফাঁস করে দিছি
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
সেলিম আনোয়ার বলেছেন: যাক ভেবেছিলামএকজন ব্লগার নিয়ে পোস্ট দিবো তার অনুপস্থিতির কারণে সেটাআর দেয়া লাগলো না। মামুনভ একজন ক্যারিশমেটিক লেখক। তাই সাধুবাদ। তবে যে চরিত্র ঝগড়াটে ট্যাগ খেল সেটা অবাক হওয়ার মত। নাতালিয়া শায়মানোভাঃ মুখরা রমনী নয়।ঐ চরিত্রে তিনি ভাল অভিনয় করতে পেরেছেন বলে আমার সন্দেহ হচ্ছে। বাকি দুইজন পারফেক্ট । তবে হিরুটার জন্য খারাপ লাগছে পরচুলা পরে নিলেই হতো। ।পাত্রের বয়স একটু কম হয়ে গেছে
তারপরও বলবো সুপ্রিয় ব্লগার শায়মার আগমন শুভেচ্ছা স্বাগতম।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
মামুন রশিদ বলেছেন: চেখভ সাহেব তার নাটকের পাত্র-মিত্রদের জন্য ঐ বয়সটাই নির্ধারণ করে দিয়েছেন । মঞ্চে চরিত্রগুলো ঐ বয়সের হিসাবে মেকআপ দেয়া হবে ।
বাকি দুটো পারফেক্ট
মানে আপনি বলতে চাইছেন 'কাল্পনিক_ভালোবাসা' বিবাহযোগ্যা আইবুড়ো কন্যার পিতা হিসাবে পারফেক্ট
ভাই, ফান পোস্ট লেইখা নিজেরই হাসতে হাসতে মরার উপক্রম হইছে
১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
শায়মা বলেছেন: লেখক বলেছেন: মাননীয় মন্ত্রীর পছন্দ হইছে আর কি চাই
আপনি বিশ্বাস করলেন না তো! শায়মা'পুর ডায়লগগুলা উনার বাস্তব জীবন থেকেই নেয়া হয়েছে
ঐ ভাইয়া কি বলো এইসব!!!!!!!! আমার মন্ত্রীভাইয়া তোমার এই সব মিথ্যা কথা বিশ্বাস করবে নাকি!!!!
বেশী মিথ্যা বললে কিন্তু
মামুনভ রশিদেস্কুঃ আপনাদের বারান্দায় বাতাস আসবে কিভাবে, আপনাদের বারান্দা তো আমাদের মত দখিনমুখী নয় ।
নাতালিয়া শায়মানোভাঃ মোটেই না । আপনাদের বারান্দা দখিনমুখী হলেও সামনের ঝোপঝাড় জঙ্গলের জন্য বাতাস আসতে পারে নাকি?
মামুনভ রশিদেস্কুঃ অসম্ভব! এটা হতেই পারে না!
নাতালিয়া শায়মানোভাঃ এটাই ঠিক, আপনি কচু জানেন!
মামুনভ রশিদেস্কুঃ মোটেই ঠিক নয়, আপনি মিথ্যাবাদি..
নাতালিয়া শায়মানোভাঃ কি!!!!!!!!!!!!!!!! আমি মিথ্যাবাদী!!!!!!!! একে তো মুখপোড়া বাঁদর তাই আবার নিজেই মিথ্যাবাদী, নিজের চেহারা সম্পর্কেও যেমন জ্ঞান নেই আপনার তেমনি নিজের চরিত্র সম্পর্কেও সত্যি ধারণাটা নেই।
মামুনভ রশিদেস্কুঃ আর হ্যাঁ আপনার তো নিজের চেহারা সম্পর্কে খুব ভালো ধারনা না?? আসলে তো একটা জ্যান্ত পেত্নী, ভাবেন নিজেকে পরী....রাত্রে বেলায় ভুতেরাও তো আপনার চেহারা দেখলে আৎকে উঠবে...
নাতালিয়া শায়মানোভাঃ কি!!!!!!!!!!!! কি বললেন আপনি!! একদম গলা টিপে দেবো ঘাটের মরা, বজ্জাত, অভদ্র...বেহাইয়া, শয়তান...আইবুড়ো... নিজেদের বাগানের বসরাই বাগান নামক ঝোঁপঝাড় আগাছার জঙ্গলের শাকচুন্নী পেত্নী দেখে দেখেই তো চিনেছেন শুধু পেত্নীই .....চিনেছেন শুধু ডাইনী, রাক্ষুসী, ডট ডট ডট ততত ( মানে ভাষা হারায় গেছে)
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪
মামুন রশিদ বলেছেন: ওরেআমার আল্লা, সিকুয়্যেল টু'র স্ক্রিপ্ট লিখা শুরু হয়ে গেছে
এগিয়ে চলো শায়মানোভা, আমি নাই পরের সিকুয়্যালে / /
১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহহাহা! ভাই! আপনি তো শুধু আমাকে পোষ্টার বানাতে দিয়েছিলেন, লেখাটা যে এমন হবে তা কিছুতেই বুঝি নাই। হাহাহা! আপনাদের ডায়লগগুলো বিশেষ করে শায়মা আপুর ডায়লগ গুলো সেই মানের হইছে।
নাতালিয়া শায়মানোভাঃ .... অবশ্য আপনি এসব শিখবেনইবা কোত্থেকে, আপনি মণ্ডল বাড়ির ছেলে না! পোষেন তো গরু আর গাধা, মিঃ মামুনভ গাধাপভ... হাহাহাহাহ!! কঠিন ডায়লগ!
যাক পোষ্টার ভালো হইছে দেইখা বাইচ্চা গেছি! নইলে শায়মা আপু আমার মাথায় শান্তির জায়গায় অশান্তি বর্ষন করত। ক্যারেক্টার সুন্দর হইছে। আমার একটা সুন্দর রাশিয়ান মেয়ে আছে- ভাবতেই তো কেমন যেন আনন্দ হচ্ছে। নাতালিয়া, মা তুমি কোথায়??
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২
মামুন রশিদ বলেছেন: হাহাহাহাহা, আর বইলেন না । শায়মাপু মামুনভকে দিয়ে গাধা পালাবেই । তো ঠিক আছে, গাধা পালা মামুনভ থেকে মামুনভ গাধানভ
এরকম একটা রাশান মেয়ে থাকলে মার্কেটে সালাম/ আদাব অনেক মিলবে
১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩
শায়মা বলেছেন: কাল্পনিক আব্বু .......
তুমি আমাকে আমার আঁকা সবগুলি স্কেচ দিয়ে এখুনি আরও আরও পোস্টার বানায় দাও। নাইলে কিন্তু এখুনি আবার শুরু করবো.......
যদিও তোমার পোস্টারে আমি সত্যিই মুগ্ধ!!!!
থ্যাংকস আ লট!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫
মামুন রশিদ বলেছেন: নাতালিয়া শায়মানোভার আব্বু কোথায়??
পোস্টার দেখেই আমি ফিদা হয়ে গেছি । সত্যি আমিও মুগ্ধ । পুরা বাংলা সিনেমার রিকশাচিত্র এত চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন, ওয়াও
১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
পোস্টারের তিনজন সহ বর্ণনা ...দারুণ লাগলো পড়তে ।
তিনজনের জন্যেই শুভেচ্ছা রইল ।।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯
মামুন রশিদ বলেছেন: পনি আপু, কিচ্চুটি বলার নেই
আপনার শুভেচ্ছা মাথা পেতে নিলাম । ভালো থাকবেন আপু ।
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৩
স্বপনবাজ বলেছেন: নাটকঃ “দ্য প্রপোজাল”
মুলঃ আন্তন চেখভ
রূপান্তরঃ মামুন রশিদ
মঞ্চায়নঃ ব্লগ-ডে'১৩ (যে শহর স্পন্সর করবে )
চরিত্র রুপায়নঃ
কাল্পনিক ভালোবাসাস্কি (ল্যান্ড লর্ড )
নাতালিয়া শায়মানোভা (ল্যান্ড লর্ডের মেয়ে )
মামুনভ রশিদেস্কু (প্রতিবেশি যুবক )
নাটকের সংলাপ এবং অভিনয়ের জন্য ম্যান অফ দা ম্যাচ শায়মা আপু!
আর মামুনভ রশিদেস্কু কে সেরা নায়কের (আছেই একজন) পুরস্কার দেয়া যায় !
আর অসহায় চরিত্রের দুর্দান্ত অভিনেতা ভালোবাসাস্কিকে স্বান্তনা পুরস্কার দিতেই হবে !
এই নাটক এই তিনজনকে দিয়ে ঢাকায় মঞ্চস্থ না করাইতে পারলে ব্লগ ডে ব্যার্থ এবং আগামী ১ বছর অবরোধ !
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
মামুন রশিদ বলেছেন: নিঃসন্দেহে শায়মা'পু ম্যান অব দ্য ম্যাচ আপু অলরেডি পরের সিক্যুয়াল লেখা স্টার্ট করে দিয়েছে
যারা অভিনয় করতে চান লাইনে খাড়ান
কাল্পনিক ভালোবাসাস্কি'র মত দায়িত্ববান সরেস বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার
আমাদের যারাই স্পন্সর করবে (ঢাকা, নিউইয়র্ক, লন্ডন, সিলেট), আমরা মঞ্চস্ত করে দিয়ে আসব
১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১
এম মশিউর বলেছেন: সময় নিয়ে নাটক উপভোগ করতে হবে। কাল এগ-জ্যাম আছে; ব্যাপক পড়াশুনার মধ্যে আছি।
ভাবলাম সামু থেকে একবার ঢু মেরে আসি, কিন্তু .।
কিচ্চু করার নাই, পড়া অনেক বাকি আছে।
পরে আবার আসবো।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬
মামুন রশিদ বলেছেন: ঠিক আছে ভাইয়া, এক্সামের সময় সামুতে ঘুরাঘুরি ঠিক না ।
এক্সাম ভালো হোক, শুভকামনা
১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ব্যাপক বিনুদোন। পোস্টারে +++
আচ্ছা এইটা মুক্তি পাচ্ছে কোন থিয়েটারে? আমার জন্য তিনটা টিকেট বুকিং দিয়া গেলাম।
কাল্পনিক ভালোবাসাস্কি, নাতালিয়া শায়মানোভা, মামুনভ রশিদেস্কু...উনাদেরকে ছেনা ছেনা মনে হচ্ছে?
(ধন্যবাদ মামুন ভাই, অস্থির এই সময়ে কিছু সময়ের জন্য নির্মল আনন্দ দেয়ার জন্য।)
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০
মামুন রশিদ বলেছেন: হাহাহা, এইটা মুক্তি পাবে আগামি বাংলা ব্লগ-ডে তে, ১৯ ডিসেম্বার ২০১৩ । আপনার কাছের যে সব শহরে ব্লগ-ডে উদযাপন হবে সেখানে আগেভাগে নিজের নাম নিবন্ধিত করুণ । আর আপনার শহর যদি আমাদের স্পন্সর করতে রাজি হয়, তাহলে আমাদের টিম নিয়ে মঞ্চায়ন করে আসব ।
পোস্টের চেয়েও পোস্টের পোস্টার মজার হয়েছে, নিঃসন্দেহে । আর সত্যি কথাটা হলো, পোস্টের চেয়ে পোস্টের পোস্টারের পেছনেই আমরা তিনজন বেশি সময় দিয়েছি । আর পোস্টারের ফাইনাল কাজটি করেছেন আমাদের প্রিয় ব্লগার কাল্পনিক_ভালোবাসা ।
পৈচাশিক সময়ে নির্মল আনন্দটা খুব প্রয়োজন । ধন্যবাদ আপনাকে ।
১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @ শায়মানোভাঃ এডি কি কও আম্মা!!! এক্কেরে কাল্পনিক আব্বা বানাইয়া দিলা!! কাল্পনিক ভালোবাসা লইয়াই বিপদে আছি আর ওখন তো দিলা আব্বা বানাইয়া!!! কেউ আমারে সালাম দাও!! আমার উপর শান্তি বর্ষনের দরকার আছে।
যাউজ্জা, নতুন ছবি আসতাছে, সেটার খবর দিয়া গেলাম
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ভালোবাসাস্কি প্রযোজিত রশিদেস্কু নিবেদিত শায়মানোভা অভিনিত আমাদের পরবর্তি আকর্ষণ, 'এক যে ছিল রাশানকণ্যা'
আমি পোস্টে এটা এড করে দিচ্ছি, আর এটাও জানিয়ে দিচ্ছি ছবিতে কয়েকজন নায়ক-ভিলেন লাগবে যারা অভিনয়ে আগ্রহি, তারা যেন এখন থেকেই লাইনে খাড়ান
২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আব্বু!!!!!!!!!! কাল্পনিক আব্বু আমার আঁকা ছবিগুলি দিয়ে পোস্টার বানায় দেবার জন্য অনেক অনেক থ্যাংকস!!!!!!!!!!
আমি কালকেই আমার সব রিকশাগুলার পিছে ছবিগুলি সেটে দেবো আব্বু!! থ্যাংকস থ্যাংকস থ্যাংকস!
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২
মামুন রশিদ বলেছেন: টিং টিং টিং...
হাহাহা, ঢাকা শহরের সকল রিক্সার পেছনে ঝুলছে শায়মানোভা অভিনিত সিনেমার পোস্টার 'এক যে ছিল রাশানকণ্যা'
ওই সিনেমার প্রমো হিসাবে এই পোস্টার আমার পোস্টেও সাটাই দিছি
২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
মামুন রশিদ বলেছেন:
২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক আছে। বিয়া না কইরাই কন্যা দায়গ্রস্ত পিতার ভূমিকায় অভিনয় করা বড়ই মুসকিল হে!! তার উপর আবার রাশান সুন্দরীর আব্বা!!!
ঠিক আছে আম্মানোস্কি, তুমি রিক্সার পিছনে পিছনে তোমার ছবি সেটে দাও। পোলাপাইন রিক্সায় না উইঠা রিক্সার পিছন পিছন ঘুরুক।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
মামুন রশিদ বলেছেন: ঠিক আছে আম্মানোস্কি, তুমি রিক্সার পিছনে পিছনে তোমার ছবি সেটে দাও। পোলাপাইন রিক্সায় না উইঠা রিক্সার পিছন পিছন ঘুরুক।
ওই, কেউ আমারে ধর
২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭
শায়মা বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক আছে। বিয়া না কইরাই কন্যা দায়গ্রস্ত পিতার ভূমিকায় অভিনয় করা বড়ই মুসকিল হে!! তার উপর আবার রাশান সুন্দরীর আব্বা!!!
ঠিক আছে আম্মানোস্কি, তুমি রিক্সার পিছনে পিছনে তোমার ছবি সেটে দাও। পোলাপাইন রিক্সায় না উইঠা রিক্সার পিছন পিছন ঘুরুক।
আব্বু!!!!!!!!!!!!!!!! তাইলে সব রিকশা বাদ। আমি কাল আমাদের সব মার্সিডিজের পিছে এই পোস্টারগুলি লাগাবো ওকে???? আর আশে পাশে পাড়া প্রতিবেশী, লোকজন যাদের যাদের বি এম ডাব্লু, মার্সিডিজ আছে তাদের গাড়িতেও ওকে বাবামনি!!!!
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০
মামুন রশিদ বলেছেন: হাহাহা, বাবামনি তো দেখি বিশাল পাত্তি ওয়ালা
২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ! কি নাম! বাবামনি!! হাহাহাহা! থাক বেশি হাসতেছি। আল্লাহ মাফ করো!!! আপু তুমি থাম। আর পারব না।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
মামুন রশিদ বলেছেন: বিয়ে না কইরাও কণ্যা দায়গ্রস্ত পিতার ভূমিকায় অভিনয়, আহাহা বেচারা বাবামনি
২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
উঠতি বুদ্ধিজীবী বলেছেন: পুরাই একখান বেহুঁশ যাত্রা
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১
মামুন রশিদ বলেছেন: পুরাই বেহুঁশ
২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
সোজা কথা বলেছেন: অসাধারণ।খুব বেশিই মজা পেয়েছি।আপনারা সত্যিই এমন ঝগড়াটে নাকি জাতি জানতে চায় ??? হাহাহা
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১
মামুন রশিদ বলেছেন: আমরা ??? হাহাহা, আন্তন চেখভ সাহেবের নাটকটাই এখানে দেয়া হয়েছে চরিত্রের নাম বদলিয়ে । আমরা শুধুই ব্লগার । আর এটা নিতান্তই একটা ফান পোস্ট
২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭
মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , মজা পাইলাম মামুন ভাই
=p
যাক একচোট হাসাইলেন । এমন নাটক মাঝে মাঝে চাই ।
ভাল থাকুন ভাই ।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০
মামুন রশিদ বলেছেন: নাটক মাঝে মধ্যেই আসবে, নাটকে আমি স্বস্তি বোধ করি । কারণ এক সময় থিয়েটার ওয়ার্কার ছিলাম ।
ভালো থাকবেন মাহমুদ
২৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০
আমিই মিসিরআলি বলেছেন: নামকরণ দেইখাই মজা পাইছি
রুশের লগে চৌধুরী-মণ্ডল কম্বিনেশন
জটিল
++++++++++++
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
মামুন রশিদ বলেছেন: খুব মজার একটা ব্যাপার খেয়াল করেছেন ভালো লাগায় অনেক ধন্যবাদ
২৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭
মামুন রশিদ বলেছেন:
৩০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: রাশানকন্যা তে একটা চরিত্র দিয়েন , লাইনে খাড়াইছি
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩
মামুন রশিদ বলেছেন: ঠিকাচে, সিরিয়ালে নাম উঠানো হলো
৩১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩
toysarwar বলেছেন: মনটা বড় খারাপ ছিল আজ। সবকিছুই অসহ্য লাগছিল। ছন্দ খুঁজে পাচ্ছিলাম। আপনার লেখাটা পড়ে হাসতে হাসতে সব কিছু উড়ে গেল। ধন্যবাদ। হা হা হা হা হা হা
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮
মামুন রশিদ বলেছেন: রম্য পড়ে আপনার মন ভালো হয়ে যাওয়ায় আমারও ভালো লাগছে । মনে হচ্ছে আমাদের এই সম্মিলিত শ্রম সার্থক ।
৩২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
নীল-দর্পণ বলেছেন: হা হা হা........হাসতে হাসতে শেষ! দারুন হয়েছে
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু আপু
৩৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
শায়মা বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: রাশানকন্যা তে একটা চরিত্র দিয়েন , লাইনে খাড়াইছি
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩ ০
লেখক বলেছেন: ঠিকাচে, সিরিয়ালে নাম উঠানো হলো
ভাইয়া আজ থেকে জিমে যাও। এই ফিগারে ভিলেন হইলে তো নায়িকার এক ঘুষিতেই উড়ে যাবে পগার পার।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩
মামুন রশিদ বলেছেন: অভির মত হিরু একটা ছেলেকে ভিলেন বানাতে চাও!!
এইডা কিছু হইলো
৩৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
ঢাকাবাসী বলেছেন: আমি রম্যরচনার একজন ভক্ত বলতে পারেন। আপনার চমৎকার লেখাটা খুব ভাল লাগল। লেখা চালিয়ে যান।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬
মামুন রশিদ বলেছেন: লেখা ভাল লাগায় আপনাকে ধন্যবাদ ঢাকাবাসী
৩৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: নাটকের চেয়ে পোস্টার হিট, পোস্টারের চেয়ে কমেন্ট হিট।
বক্সঅফিস রিপোর্টঃ
নাটক = ৬৫%
পোস্টার = ৮০%
কমেন্ট = হাউজফুল (অল শো)
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮
মামুন রশিদ বলেছেন: এই মাত্র বিএমবিসি রেটিং অফিস থেকে বক্সঅফিস রিপোর্ট পাওয়া গেল,,,
বক্সঅফিস রিপোর্টঃ
নাটক = ৬৫%
পোস্টার = ৮০%
কমেন্ট = হাউজফুল (অল শো)
৩৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: রাশান কন্যার মেইন ভিলেইন নিশ্চয়ই আমি। ভিলেইন রুলটা আমি আবার ভাল পারি। দেইখেন বিবেচনা করে। একজন জবরদস্ত ভিলেইন আর তারকা নায়িকা হলেই ছবি হিট। তবে নায়িকার চড় খাওয়ার সিন থাকলে ডামি ব্যবহার করবেন।
ঘটনায় ভিলেইনকে জিতিয়ে দেয়া যায় না।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১০
মামুন রশিদ বলেছেন:
৩৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬
একজন আরমান বলেছেন:
আহা মিঃ রশিদেস্কু আপনি একজন শান্ত আর নিরিবিলি মানুষ, এতো উত্তেজিত হবেন না।
সেইরাম হইছে গল্প।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু
৩৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩
বেঈমান আমি. বলেছেন: কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি
মজা পাইলাম।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু ব্রো..
৩৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: @শায়মা আপুঃ টেনশন নিও না আপু , মামুন ভাইয়ের কথা আমি বিন্দু মাত্রও বিশ্বাস করি নাই । আমি জানি মামুন ভাই তোমার নামে মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে এসব বলছে । আমি এইগুলা বিশ্বাস করি নাই ।
@মামুন ভাই, আপনি এত্তো গুলা পচা ।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৯
মামুন রশিদ বলেছেন:
৪০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৪
অনাহূত বলেছেন:
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১
মামুন রশিদ বলেছেন:
৪১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
বেকার সব ০০৭ বলেছেন: পোস্ট আর মন্তব্য পড়ে হাসতে হাসতে পেট ব্যাধা করতেছে, জলদি আমার বাসায় ঔষধ পাঠান
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১০
মামুন রশিদ বলেছেন: হাহাহা, আপনাকে কি ঔষধ পাঠাই?? হাসির উপরে তো কোন ঔষধ আমার জানা নাই
৪২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৭
নিয়েল হিমু বলেছেন: চড়ম
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫
মামুন রশিদ বলেছেন: হাহাহ, থ্যান্কু ভাইয়া
৪৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৩
জানা বলেছেন:
দর্শক মোসাম্মৎ জরিনা বেগম জানা ঃ আ আ আমি এখন কৈ আছি...কৈ...কৈ? আমার মাতাডা এমুন চক্কর পারতাছে ক্যান? (নাটকের শেষ দৃশ্যে কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে হঠাৎ জ্ঞান ফিরে পেয়ে কান্নাজড়িত কন্ঠে..)
দর্শক আরিলুদ্দিন বাঙ্গালীঃ (উৎকন্ঠিত এবং ঘাড়ের গামছা দিয়ে অনবরত স্ত্রীকে বাতাস করার চেষ্টায় অস্থির ) তুমি এখন আমার কুলে মাতা রাইখা কান্তাছো পরীর মা...আমি ভালুবাইসা তুমারে একটা নাটক দেখাইতে আনছিলাম....পরীর মা, কতা কও....!
দর্শক মোসাম্মৎ জরিনা বেগম জানাঃ (দীর্ঘশ্বাস ফেলে!!) আমার স্বপ্ন ভাইঙ্গা চুরমার হৈছে গো পরীর বাপ... নায়ক নাইকার মতের মিল নাই, কুন লুমান্টিক কতা বার্তি নাই, বিষ্টিতে ভিজ্জা ইট্টু ভালুবাসার গান নাই...।
দর্শক আরিলুদ্দিন বাঙ্গালীঃ আমারও মন ভাঙছে, তাই বৈলা তুমি ফিট হৈয়া গ্যালে আমার কেমুন লাগে কও? আমি কি তুমারে কম ভালুবাসা করি?
দর্শক মোসাম্মৎ জরিনা বেগম জানা ঃ নাইকার ঐ আকাইম্যা বুইরা বাপটা তাগোরে এতো সুযুগ দিয়াও লাব হৈলো না! কত আশা কৈরা একটা ভালুবাসার নাটক দ্যাকতে আইসা খালি কাইজ্জাই দ্যাকলাম...নায়ক নাইকার মিলন হৈলো না...!!!! চলো বাড়িত যাই....।
এইভাবে কিছু খুব সাধারণ দর্শকের হৃদয় ভঙ্গ হলেও নাটকটি আমার মত জ্ঞানী গুনীজনদের কাছে অাদরনীয় হয়েছে। একটি শতবর্ষের রেকর্ড ভঙ্গকারী অনবদ্য পরিবেশনা। শায়মানোভা এবং মামুনভ! আহা, কি মিষ্টি দুটি নাম! কি মধুর একখানি লুক্কায়িত প্রেমের উপাখ্যান...! বাস্তব বড় রুঢ়...চৌধুরী আর মন্ডল কি আর এক হয়! তাও আবার রাশান পরিমন্ডলে! উভয়ের জন্য উভয়ের অন্তরে যে গভীর প্রেমের খনি আছে তা বুঝতে আমার মত যথেষ্ট পড়াশোনা করা দরকার, জ্ঞানের দরকার। উভয়ের এমন মধুময় অভিনয়ে মুগ্ধ হয়ে আমি কিছুদিন পাহাড়ে বাস করতে চাই।
ওদিকে বুড়ো বাপ মিঃ কাল্পনিক ভালবাসাস্কি একজন সত্যিকারের স্নেহশীল বাবা। জানের জান কলিজার টুকরা মেয়ে শায়মানোভাকে সুপাত্রে সম্প্রদান করার জন্য কত প্রচেষ্টাই না করে গেলেন! আহা শায়মানোভা ভাগ্যবতী বটে। বাবা মিঃ ভালবাসাস্কির দুর্দান্ত অভিনয় ক্ষমতা দেখে আমার বারবার খোলা আকাশে উড়ে যেতে ইচ্ছে করছে।
লেখা, পরিচালনা, প্রযোজনা, ব্যানার তৈরী, চরিত্রাঙ্কন, পোশাক,মেকাপ এবং সর্োপরী অভিনয় ইত্যাদি সকল কাজে অসাধারণত্ব পরিলক্ষিত হওয়ায় নাটকটির যুগ যুগ ধরে প্রদর্শনীর পবিত্র দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম। সবাই আমার জন্য প্রার্থনা করবেন।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৩
মামুন রশিদ বলেছেন: এইরাম কমেন্ট মুই জীবনেও দেহি নাই । মাথা চুলকাইয়া কোন জবাব খুজে না পাইয়া নিদ্রাদেবীর কোলে শয়ন করাই উত্তম মনে করিয়া অতঃপর এই ক্ষনে কোমরে গামছা বাঁধিয়া বসিয়া পড়িয়াছি ।
হাহাহা, ব্রডওয়ের একজন নিবিষ্ট দর্শক পাইলাম । মোসাম্মৎ জরিনা বেগম জানা এবং আরিলুদ্দিন বাঙ্গালী তাই দর্শক হয়েও নাটকের অনবদ্য চরিত্রে রুপান্তরিত হইয়া 'নাটকের ভিতর নাটক' জাতীয় নতুন মাত্রা সৃষ্টি করেছেন ।
নাটক দেখিয়া মোসাম্মৎ জরিনা বেগমের প্রতিক্রিয়া এবং সেই প্রতিক্রিয়ার বিপরীতে জনাব আরিলুদ্দিনের প্রতিক্রিয়া মুল নাটকের আবেদনকেও ছাড়িয়া গিয়েছে ।
সার্জনের মত নাটকের চরিত্রগুলোকে কাটাছেড়া করিয়া বিশ্লেষণ নিঃসন্দেহে বিষয়টির উপর সার্জনের জ্ঞান অভিজ্ঞতা আর পারদর্শিতার প্রমান দেয় । তাই এহেন সুপ্ত প্রতিভা আবিষ্কারে ভূমিকা রাখার জন্য আমরা এই নাটকের তিনজন গৌরববোধ করিতে পারি ।
শুভকামনা জানা আপু, আরিল্ড ভাইয়া এবং আমাদের সকলের প্রিয় কিন্নরি মা'মনিকে । এই পোস্ট কিন্নরি মা'মনির জন্মদিনে বিশেষভাবে উৎসর্গীত হইলো ।
৪৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২১
স্নিগ্ধ শোভন বলেছেন:
দুর্দান্ত!!!
নাটক কি ব্লগ ডে তে সত্যি সত্যি মঞ্চস্ত হবে নাকি??
হইলে আমার লাইগা দুইখান টিকেটের অগ্রিম সিরিয়াল দিয়া গেলাম।
নতুন নাটকে আমারে একখান হিরোর ক্যারেক্টার দেওয়া যায় কিনা রশিদেস্কুর কাছে ছোট্ট একখান আবদার করে গেলাম। বিবেচনায় রাখবেন।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭
মামুন রশিদ বলেছেন: অবশ্যই এই নাটক ব্লগ-ডে তে মঞ্চায়ন হবে ।
তবে ভেন্যু এখনো ঠিক হয় নি । নিউইয়র্ক, লন্ডন, ঢাকা, সিলেট, চিটাগাং, দিনাজপুর যেকোন ভেন্যুতে হতে পারে- মানে স্পন্সরমানি যারা বেশি দিবে সেখানেই আমরা যাব
আপনাকে হিরোর ক্যারেক্টর দিতে গেলে নাটকে একটা পিচকা নায়িকার রোল নতুন করে লিখতে হবে
৪৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৪
শায়মা বলেছেন: জানা আপুনি নাটকে আরও দুটি চরিত্র যোগ করা হইলো মোসাম্নোত জরিনা বেগম জানা ওরফে পরীর মা মানে শায়মানোভার মা!আর আরিলুদ্দি বাংগালী হিসাবে পরীর বাবা মানে শায়মানোভার বাবা আর চরিত্রে কিছু রদবদল আনাতে কাল্পনিক ভালোবাসা ভস্কাভস্কি (নতুন নাম) কে ভিলেনের রোল দেওয়া হলো! এখন সে তলোয়ার হাতে প্রাক্তন শ্বসুর মানে বর্তমান ভিলেন হইয়া নায়কের সাথে ডুয়েল লড়বে ...
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
মামুন রশিদ বলেছেন: মোসাম্মোত জরিনা বেগম জানা ওরফে পরীর মা
আরিলুদ্দি বাংগালী ওরফে পরীর বাবা
কাল্পনিক ভালোবাসা ভস্কাভস্কি ওরফে নতুন ভিলেন
সিনেমার নাম হোক "পরীর বাবা কেন ভিলেন?"
৪৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৭
শায়মা বলেছেন: হায় হায় এখন আবার আসছে শোভন পিচকা! জিমে যাও পুচকা ভাইয়া! মুগুর ভাজো কিছুদিন নয়তো নায়িকার মুখের বচনেই উড়ে গিয়ে সমুদ্রে পড়ো কখন কে জানে!
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯
মামুন রশিদ বলেছেন: শোভন পিচকা
৪৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: হাহাহা মজা পাইলাম পড়ে
প্রথমে বাগান, তারপর টিংকু ঝামেলা পাকাইছে ......................
বাগান, চশমা আর টিংকু এই তিনটা ক্যরেক্টারও ভালো হইছে
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু ভাইজান
৪৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯
মামুন রশিদ বলেছেন:
৪৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৪
বটবৃক্ষ~ বলেছেন: হাসতেই আছি ভাইয়া !!
মামুনভ গাধাপভ!!!!!!!!!
আমানোস্কি আর আব্বুভস্কির আলাপ চারিতা কমেন্ট পড়েও সেইরকম মজা পেয়েছি!!!
পুরাই টাইম উসুল পোস্ট ভাইয়া!!!!!!!!
@শায়মাপি: তোমার স্কেচের তুলনা নাই!!!!!!! আরো দেখতে চাই!!!!!!!!
আর ভালোবাসাস্কি প্রযোজিত নেক্সট গল্প জলদি চাই!!
পোস্টার আইডিয়ার জবাব নাই!!!
অসাম!!!!!
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
মামুন রশিদ বলেছেন: আম্মানোস্কি আর আব্বুভস্কির আলাপ চারিতা কমেন্ট পড়েও সেইরকম মজা পেয়েছি!!!
৫০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৪
এহসান সাবির বলেছেন:
জটিল হইছে মামুন ভাই..........
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু এহসান সাবির ভাই
৫১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২২
পাঠক০০৭ বলেছেন:
কমেন্ট নাটক আর পোষ্টার! ++++++ ফাটাফাটি
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু
৫২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩
মাহবু১৫৪ বলেছেন:
++++++
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু মাহবুব
৫৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার লিখেছেন জানাপুর কমেন্টস টা সেইরাম হয়েছে
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু চেয়ারম্যান সাব । আপনারে দেইখা দিলে জোস পাইতেছি । জাক্কাস একটা রম্য দিয়ে আবার শুরু করে দেন । আপনার সাথে আছি ব্রো..
৫৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৭
সাকী শওকত বলেছেন: এই নাটক এ আরও চরিত্র সংযোজিত হবে নাকি ত্রয়ী চারিত্রই থাকছে? তবে কমেন্ট ,স এর মধ্যে আসল নাট্য রুপ ভাল লাগলো ।সংযোজিত দর্শক চরিত্রে পরীর মা, আরলুদ্দিন বিশেষ দক্ষতার জন্য অভিনন্দন।আমি সাকী বাকী থাক্লাম।মামুন ভাইকে ও সহযোগীদের শুভেচ্ছা ।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭
মামুন রশিদ বলেছেন: সংযোজিত দর্শক চরিত্রে পরীর মা, আরলুদ্দিন বিশেষ দক্ষতার জন্য অভিনন্দন
আপনি সাকী বাকী থাকবেন না । ব্লগে লগইন থাকেন, যে কোন সময় আপনার ডাক পড়ে যাবে
৫৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু
৫৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
শরৎ চৌধুরী বলেছেন: শুধু বিনোদন নয়, এত জোশ মৌলিক পোষ্ট অনেক দিন পর দেখলাম। প্রিয়তে না নিলে অন্যায়ই হবে। + তো রইলই।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫০
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু শরৎ ভাই, আপনার অনুপ্রেরণা সাহস যোগায় নিরন্তন ।
৫৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩০
বৃশ্চিক রাজ বলেছেন:
অন্যমনস্ক শরৎ বলেছেন: শুধু বিনোদন নয়, এত জোশ মৌলিক পোষ্ট অনেক দিন পর দেখলাম।
যদিও আমি এই প্রথমই দেখলাম।
ব্লগে আসাটা সার্থক হল মনে হচ্ছে।
শেষ সময়গুলোতে কিছু আনন্দ উপভোগ করা যাবে।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু, পাশে থাকার জন্য
৫৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
অশ্রু কারিগড় বলেছেন: "এক যে ছিল রাশানকণ্যা" কবে পাব ? +++++++++
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬
মামুন রশিদ বলেছেন: আসবে, আসবে
৫৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
জুন বলেছেন: অনেক অনেক মজা লাগ্লো চেখভের গল্প
রাশান কন্যার অপেক্ষায়
+
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু আপু
'রাশানকণ্যা'র পাশাপাশি 'বেদূইন কণ্যা'র প্রজেক্টও আছে
৬০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
ধূর্ত উঁই বলেছেন: এই নায়িকাকে বশ করতে হলে জাপানিজ হিরু লাগবে। ধূর্তহারা উঁইয়ামুটু
।মুখরা রমনীর মুখ বন্ধ করার জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার আবশ্যক...নিঃসন্দেহে সেটা জাপালোভা জাপালাকা ফরমূলার হবে।
নাতালিয়া শায়মানোভার বাবা মা দ্বন্দ্বে ঢুকে ধূর্তহারা উঁইয়ামুটু রাজকন্যা রাজত্ব দুটোই জয় করবে।
ছবি ব্লকবাস্টার হিট হবে।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
মামুন রশিদ বলেছেন: জাপানিজ হিরু ধূর্তহারা উঁইয়ামুটু
সামুরাই সিনেমা নায়িকা ছাড়াই হিট
৬১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
শাহেদ খান বলেছেন: দুর্দান্ত পরিবেশনা ! খুব দারুণ, মামুন ভাই !
+++++++
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু ব্রো.. আপনার প্লাস বিশেষ কিছু
৬২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭
সায়েম মুন বলেছেন: চরম অবস্থা। স্যাটেয়ার ড্রামাঃ 'দ্য প্রপোজাল' উপভোগ করলাম। এটা মঞ্চস্থ করা গেলে খুব ভাল হতো। পোস্টারখানা সেইরাম হৈছে। পুরাই জোসিলা পোস্ট।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮
মামুন রশিদ বলেছেন: সেইরাম জোসিলা কমেন্ট সায়েম মুন ভাই
৬৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
আম্মানসুরা বলেছেন: দারুণ মজার হয়েছে। এই নাটকের টিকিট যত দাম হোক আমি কিনে দেখবই।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
মামুন রশিদ বলেছেন: আম্মানসুরার জন্য এক জোড়া টিকিট বুকড
৬৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
জেমস বন্ড বলেছেন:
অস্থির
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু ব্রো..
৬৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
আমি সাজিদ বলেছেন: ওরে বাপরে !
হাসতে হাসতে পেট ফেটে গেলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২
মামুন রশিদ বলেছেন: ভাই, সার্জনের ফি নিজ দায়িত্বে
৬৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, অসাধারণ হইসে মামুন ভাই! এক কথায় সেইরকম! ভালোবাসাস্কির রাশান কন্যা নাতালিয়া, তার গুন্মুগ্ধ যুবক মামুনভ রশিদেস্কু! - হা হা, রাশিয়ান কন্যাদায়গ্রস্থ পিতা ভালোবাসাস্কি! - কী আর বলবো- হাইসা লই আগে!
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
মামুন রশিদ বলেছেন: রাশিয়ান কন্যাদায়গ্রস্থ পিতা ভালোবাসাস্কি!
আমিও একটু হাইসা লই
৬৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
জানা বলেছেন:
নাটকে একটা চেয়ারম্যান লাগবো না? আমাগো তো একজন চেয়ারম্যান সাব আছেনই। তিনি যে টিন গম সংক্রান্ত যাবতীয় সরাসরি দূর্নীতি থেকে এক্কেবারে মুক্ত এই কথাটা আমি জুর গলায় বলতে পারি ।
চেয়ারম্যান সাআআআব, আপনে আছেন কিরম? দ্যাশের যেই পরিস্থিতি....রাজনীতি, নোমিনেশ সব বাদ দিয়া নাটকে অভিনয়ই মনে হয় বেস্ট হৈবো। যখন যেইরম কতা বুঝছেন না?
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
মামুন রশিদ বলেছেন: রাজনীতি, নোমিনেশ সব বাদ দিয়া নাটকে অভিনয়ই মনে হয় বেস্ট হৈবো
জানা'পু, আপনি পারেনও । চেয়ারম্যান সাবকে অনেক দিন পর দেইখা আমারও খুব ভাল লাগছে । আমাগো চেয়ারম্যান সাব একটু ইয়ে আছে, তয় টিন চুরি গম চুরির অভোযোগ মুক্ত
৬৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
তওসীফ সাদাত বলেছেন: দারুন !!! বেশ মোজা পেলাম নাটকটা পড়ে।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু ব্রো..
৬৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
শায়মা বলেছেন: বটবৃক্ষ আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তোমার জন্য আরও ছবিগুলি একদম রিয়েলগুলি!!!!!!!!
আজকে আরও আঁকবো। হরতাল না????
@আব্বুভস্কি!!!!!!!!!!!!!!!!!!!! আমার সাথে টিংকুর একটা ছবি কম্পোজ করে দাও শিঘরী!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০২
মামুন রশিদ বলেছেন: কাল্পনিক ভস্কাভস্কি@, বাবা কেন ভিলেন??
সো বাবামনি, খুব খিয়াল শায়মানোভার স্কেচের সাথে একটা কালো হুদকা হুলো'র ছবি দিয়ে ভিলেনের কড়া ঝাঁঝটা বুঝিয়ে দেন
৭০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮
টেস্টিং সল্ট বলেছেন: আমারে পাসিং শট দিতে হইবেক।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মামুন রশিদ বলেছেন: নিশ্চয়ই নিশ্চয়ই
৭১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
জানা বলেছেন:
মুখরা তাই কি, সুন্দরী গুনী মেয়ের মুখে একটু আধটু ধার না থাকলে মানায়? নাতালিয়া শায়মানোভার গুনের শেষ নেই। তোমরা যা যাই বলো বাপু, এমন পাত্রী পাওয়া ভার। কোন বিষয়ে তার দক্ষতা নেই? লেখায়, আঁকায়, সঙ্গীতে, নৃত্যে, রন্ধন শিল্পে, নানা ধরণের হস্তশিল্পে মেয়ে একেবারে হীরের টুকরো। এত কিছুতে পটু মেয়ে কেনই বা কেবল ঝগড়াটুকুতে পিছিয়ে থাকবে? তাই সেটাতেও সে পটু তবে বশ না মানা পটু তাও কিন্তু বলে রাখলাম বাপু ।
দারুণ স্কেচ শায়মা।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
মামুন রশিদ বলেছেন: কে কার অলংকার!! নিঃসন্দেহে আমাদের শায়মানোভা সব বিবেচনায় গুনী । শুধু মেজাজটা একটু চটে গেলেই যত.. :-&
"বশ না মানা পটু" বাক্যটা কিঞ্চিত মাথার উপর দিয়ে গেলো আপু
৭২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪
শায়মা বলেছেন: জানা আপুনি!!!!!!!!!!! সে কথা কি তুমি ছাড়া কেউ বুঝবে??? আমার বাক্যিবাণে ধরাশায়ী কুপোকাৎ কত শত প্রাণ!!!!
এত দিনে এটাই কেবল কেউ বুঝলোনা পিছিয়ে থাকিবার মেয়ে নহে আমি। দরকার পড়ে লাঠি সোটা নিয়ে লেঠোলেঠিতেও .... ছুরি চাকু নিয়ে খুনাখুনিতেও আমি ফার্স্টো না হইয়া যাইতেই পারিনা।
আপুনি তোমার এই প্রশংসা বাক্যে প্রশংসিত উৎসাহিত হইয়া আমি আজ সন্ধ্যায় তোমার বাড়িতে এক বক্স গ্লেজস ডোনাট পাঠাইতেছি উইথ এক বান্চ দূর্লভ নিশিপদ্ম ফুল্ল আর এক কৌটা আড়ং চন্দন প্যাক!
আর ব্লগ ডে তে এই নাটক মঞ্চস্ত করার ব্যাবস্থা করা হোক আপুনিমনি।নায়িকার রোলে আমার আরও কয়েকখানা স্কেচ পাঠাই দেবো কালকেই।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
মামুন রশিদ বলেছেন: গ্লেজস ডোনাট শুধু জানা'পু পাবে?? আমরা কি দোষ করলাম আপুনি!!
ব্লগ-ডে তে এই নাটক মঞ্চস্ত করার ব্যবস্থা করা হোক, কুশীলবদের উপযুক্ত সম্মানী সহ
৭৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
লিন্কিন পার্ক বলেছেন:
দারুন পোস্ট ! চমৎকার লাগছে
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু ব্রো..
৭৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯
অদৃশ্য বলেছেন:
মামুন ভাই
হাসতে হাসতে আমার দম আটকে যাচ্ছিলো... এমন ফানি একটি লিখা উপহার দেবার জন্য ধন্যবাদ... শুরু থেকে শেষ পেট ফাটা হাসিতে ভরপুর...
একটা কাজ করুন ব্লগ ডে'তে এটা মঞ্চস্থ করে ফেলুন... অভিনয়ে আপনারাও থাকতে পারেন অথবা অভিনয় পারে এমন আগ্রহীরাও থাকতে পারেন...
কাল্পনিকভ ভালোবাসাস্কি ... হাহ হাহ হাহ
নাতালিয়া শায়মানোভা ... হাহ হাহ হাহ
মামুনভ রশিদেস্কু ... হাহ হাহ হাহ ______ ওরে মরে গেলাম রে
শুভকামনা...
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪
মামুন রশিদ বলেছেন: ব্লগ-ডে তে নাটকটা মঞ্চায়নের জন্য আমরা তিনজন মুখিয়ে আছি । আর এই জন্য যথেষ্ট খাটাখাটনিও গেছে, পোস্ট পড়ে নিশ্চয়ই বুঝেছেন
এখন উপযুক্ত স্পন্সরশিপ ( সম্মানি ) দিতে কর্তৃপক্ষ রাজী হলেই হয়
৭৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
শায়মা বলেছেন: অদৃশ্যভাইয়া আর আমি যে এত কষ্ট করে আমার তত সৌন্দর্য্য ছবি আঁকলাম সেটা দেখলে না!!!!
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১
মামুন রশিদ বলেছেন: @অদৃশ্য ভাইয়া
৭৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: এখনতো দেখছি পরীর মা জরিনা কন্যা নাতালিয়া শায়মানোভা কন্যার প্রশংসায় পঞ্চমুখ।পুরাই গুনবতী কন্যা সব কিছুতে ফাস্টো কেলাস ফাস্টু।মেয়ের বিয়ে জন্য মেয়েও অস্থির মেয়ের মাও অস্থির।এরকম পেত্নি আকিয়ের বিয়ে না হয়ে পারে। ছবি হিট হয়েছে একমাাত্র নায়িকার অভিনয় গুণে। জরিনা বেগম মেয়েকে গুণবতী করে গড়ে তুলেছেন। লোভ লাগতেছে
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০
মামুন রশিদ বলেছেন: সাবধান থাইকেন, পরীর মা পরীর থেকেও তীব্র দিব্য দৃষ্টিধারী
৭৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬
শুঁটকি মাছ বলেছেন: আহারে এত বিনয়ী মানুষগুলোকে মামুন ভাই এমন ঝাগড়ায়ে বানিয়ে দিল???
যাইহোক,সেই মজা পেয়েছি।কালই পড়েছিলাম।কিন্তু,নেট চলে যাওয়াতে আর কমেন্ট দিতে পারিনি!!!!!!!!!অনেক উপভোগ্য একটা পোস্ট মামুন ভাই।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
মামুন রশিদ বলেছেন: হাহাহা, থ্যান্কু আপু
৭৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
বশর সিদ্দিকী বলেছেন: হাসতে হাসতে শেষ। শায়মানোভার ঝগড়ার স্টাইলটা মন্দ না। এইভাবে ঝগরা করতে পারাটাও একটা বিরাট প্রতিভা।
তবে একটা কথা শায়মার ঝগরার ব্যাপারে বলছি।
<< যাহা কিছু রটে তাহা কিছু না কিছু ঘটে>> ।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০
মামুন রশিদ বলেছেন: অবশ্যই, ঝগরাটে মেয়েরা প্রতিভাবান
৭৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
বশর সিদ্দিকী বলেছেন: যাহা রটে তাহা কিছু হইলেও ঘটে
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২
মামুন রশিদ বলেছেন: হায় হায়, কি বলেন!
৮০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
জানা বলেছেন:
দোহাই লাগে শায়মা, আর যাই করো আপু, বাক্সো ভরা তো দূরের কথা, আধখানা গ্লেইজও আমার জন্যে পাঠিও না । দিন দিন আমার ওজন আর আড়াআড়ি বৃদ্ধির যা বাহার হচ্ছে তাতে আমি গ্লেইজ না খেয়েই যথেষ্ট গ্লেইজী :!> । তোমাদের নাটকে অভিনয় দক্ষতা যাচাই করতে হলে হয়তো ঐ আড়ং না ভড়ং এর চন্দন প্যাক আমার জন্যে এমার্জেন্সী নিড হতে পারে
। আর নিশি পদ্মগুলো তোমার কাছেই যত্ন করে রেখে দাও। সময় আসবে বিশেষ কাউকে দেবার
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৩
মামুন রশিদ বলেছেন: হাহাহা
৮১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
শায়মা বলেছেন: হা হা জানা আপুনি!!!!!!!
কেনো তুমি কি নিশিপদ্ম পেতে পারো না???? তুমি কি আমার বিশেষ আপু না??? তোমার জন্য কত্ত কিছুই পেলাম জীবনে তুমি না জানলেও আমি জানি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছো তুমি তোমার অজান্তে। তাই তোমার জন্য অপ্সরার হাতে কিছু নিশিপদ্ম ( একটা পোস্ট লিখতে হবে দেখছি) অবশ্যই নিতেই হবে।
তবে সেদিন দেখছি তুমিও গ্লেজড ডোনাট খাও। আমার ইদানিংকালের সবচাইতে প্রিয় খাদ্য।তাই তো সবচাইতে প্রিয় খানাটাই তোমাকে দিতে চাইলাম।আর আড়ং ভড়ং এর চন্দন প্যাক মুখে লাগানোর জন্য দেইনি। তোমার মুখে যেন ফুল আর চন্দন পড়ে আমার আরও আরও উন্নতি হয় তাই দিয়েছি।
আপু উন্নতি করতে করতে জীবনের শেষ দিন পর্যন্ত চলে যাবো হয়তো। তবুও আমার উন্নতির প্রতীক্ষা ফুরোবেনা।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯
মামুন রশিদ বলেছেন: নাদের আলী, আমি আর কত বড় হবো?
৮২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
শায়মা বলেছেন: বশরভাইয়া শুধু একবার খেপে যাইনা তারপর বুঝো রটা আর বটা কাহাকে বলে কত প্রকার ও কি কি ?
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১
মামুন রশিদ বলেছেন: খিয়াল, @বশর ভাইয়া
৮৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
সুরঞ্জনা বলেছেন:
অসাধারন! অসাধারন!
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২
মামুন রশিদ বলেছেন: হাহাহা, অনেক অনেক ধন্যবাদ আপু
৮৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: জানা’পুর দেহি সবই জানা
মন্তব্য বানাইতেছি....মামুনভ রশিদেস্কু
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ কমরেড মিখাইল মইনুলভ
৮৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: @ শায়মা আপুঃ ৯ম শ্রেণী থেকে জিম করছি
নায়ক হবার জন্য ব্যাপক জরুরী বৈকি!
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮
মামুন রশিদ বলেছেন:
৮৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
শায়মা বলেছেন: হা হা হা অভিভাইয়া গুড গুড!!! তাইলে এখন জিম করা একজন নায়িকা খুঁজে বের করি তোমার জন্য কি আর করা? যেমন নায়ক তার তেমনি নায়িকা হওয়া উচিৎ।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭
মামুন রশিদ বলেছেন: জিম করা নায়িকার সাথে অভি
৮৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: নাতালিয়া শায়মানোভাঃ উনি আমাকে প্রস্তাবটুকু দিয়ে যেতে পারলেন না..
কাল্পনিক ভালোবাসাস্কিঃ সেই সুযোগ কি তুই দিয়েছিস?
এভাবে কত প্রস্তাব যে ব্যর্থ হয়ে আকাশে জমা হয় প্রতি দিন
এজন্যই বুঝি আকাশে এতো তারা?
যৌথ নাটিকাটি আগাগোড়া, মানে নিজের তথ্যসহ, ভালো লেগেছে
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০
মামুন রশিদ বলেছেন: এভাবে কত প্রস্তাব যে ব্যর্থ হয়ে আকাশে জমা হয় প্রতি দিন
এজন্যই বুঝি আকাশে এতো তারা?
মইনুল ভাই, আপনার অভিব্যক্তির আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে এলো
হার্ড পয়েন্টে হিট করেছেন ভাই, বেচারা নায়ক শেষ পর্যন্ত প্রস্তাবটা দিতে পারেনি
৮৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
তাসজিদ বলেছেন: একটা পাঠ পাওয়া যায় কি?
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
মামুন রশিদ বলেছেন: রেডি থাকেন, পাঠ লিখা হচ্ছে
৮৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
শায়মা বলেছেন: গ্লেজস না গ্লেজড ডোনাটস ভুল করে ভুল নাম লিখেছি ভাইয়া। দাঁড়াও অমাদের জন্য মিঃ বেকার নিয়ে আসছি মামুনভ গাধাপভ ভাইয়া।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪
মামুন রশিদ বলেছেন:
৯০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
গৃহ বন্দিনী বলেছেন: ডায়লগ গুলা সেইরকম হৈসে ।
স্পেশালি এইটা
নাতালিয়া শায়মানোভাঃ আর ঢং দেখাতে হবে না । মণ্ডল বাড়ির লোকগুলোকে আমার খুব চেনা আছে । গলা শুকিয়ে আসলে শরবত খান । আর বাবা তোমার কি হয়েছে? তুমি এমন উত্তেজনায় কাঁপছো কেন? এখানে বসে বেলের শরবত খাও, তোমার অম্বলের উপকার হবে ।
(অম্বল মানে কি ? মামুন ভাই )
এই নাটক ঢাকার ব্লগ ডে তে দেখতে চাই । প্রোগ্রাম স্পন্সর কোম্পানির কাছে জোরাল দাবি জানাইলাম ভালয় ভালয় টাকা পয়সা দিয়া ঢাকায় যেন নাটক দেখানোর ব্যবস্থা করে নইলে কিন্তু
আমারাই ইভেন্ট খুইলা স্পন্সরশীপের ব্যবস্থা করে লাইভ নাটক দেখমু
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
মামুন রশিদ বলেছেন: এই নাটক ঢাকার ব্লগ ডে তে দেখতে চাই । প্রোগ্রাম স্পন্সর কোম্পানির কাছে জোরাল দাবি জানাইলাম ভালয় ভালয় টাকা পয়সা দিয়া ঢাকায় যেন নাটক দেখানোর ব্যবস্থা করে নইলে কিন্তু
যাক, শেষ পর্যন্ত আমাদের একজন হার্ড সাপোর্টার পাওয়া গেল । থ্যান্কু, থ্যান্কু আপু
গৃহ নন্দিনী আপুকে আমাদের ড্রামা টিমের ইভেন্ট ম্যানেজার ঘোষনা করা হল । স্পন্সর কোম্পানীরা দয়া করে আপুর সাথে অতি সত্বর যোগাযোগ করুন ।
৯১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
শায়মা বলেছেন: অম্বল মানে এ্যসিডিটি আপুনি @ গৃহবন্দিনী আপু।
আপু কে তোমাকে গৃহে বন্দি করে রাখসে? আমাদেরকে বলো একদম ....
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
মামুন রশিদ বলেছেন: @গৃহ নন্দিনী আপু
৯২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: গল্প, গল্পের ক্যারেক্টার, ছবি, কমেন্ট সবগুলিকে একযোগে প্লাসায়িত করা হইল। আহা অনেকদিন পর ব্লগে ঢুঁ মেরে জনৈকস্কি গণ্ডমূর্খভ নিজেকে বেশ ভাগ্যবান মনে করছে। রিয়েলি অনেকদিন পর সেইরাম প্রাণ খুলে হাসলাম মামুন ভাই। জাদিদ ভাইয়ের নেক্সট সিরিজের অপেক্ষায় রইলাম।
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
মামুন রশিদ বলেছেন: আহা আহা! জনৈকস্কি গণ্ডমূর্খভ কে ম্যালা দিন পর ব্লগে দেখে পরাণটা ভরে গেল
৯৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১
শাদমান সাকিব বলেছেন: অস্থির
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
মামুন রশিদ বলেছেন:
৯৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: নামগুলো সাংঘাতিক। পোস্ট পড়ার পরে মনে হচ্ছে...চোখের সামনে নাটক মঞ্চায়ন হচ্ছে।
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫
মামুন রশিদ বলেছেন: আপনার মনযোগী পাঠ আনন্দ দিয়েছে । ভালো থাকবেন
৯৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: শায়মার ছবি গুলো আসলে অনেক সুন্দর হয়েছে। ভবিষ্যতে নাম করা আর্টিস্ট হওয়ার ইঙ্গিত দেখতে পাচ্ছি। গল্পের চেয়ে ছবি অনেক বেশি সুন্দর হয়েছে। দারুণ পোস্টারিং। শায়মা প্রত্যেকটা ছবিই সুন্দরএঁকেছে। তবেএকটা ছবিতে ঠোট বাকা মনে হলো। সব মিলিয়ে অসাধারণ। তবে পোস্টারে নায়কের চেয়ে নায়িকার বাবাকে ইয়াং দেখাচ্ছে।
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২
মামুন রশিদ বলেছেন: পোস্টারে নায়কের চেয়ে নায়িকার বাবাকে ইয়াং দেখাচ্ছে
দি আইডিয়া! প্রবলেম সলভড!! শায়মানোভার উপযুক্ত বাবামনির সন্ধান পেয়েছি!!!
সেলিম, শীঘ্রই এখানে আপনার একটা ছবি আপলোড দেন । শায়মানোভা নিজের হাতে তার আব্বাভস্কির স্কেচ এঁকে দিবে ।
সালাম, হে মহানুভব আব্বাভস্কি 'সেলিমভ আন্দ্রেপভ'
৯৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বলতে চেয়েছিলাম: ‘নিচের মন্তব্যসহ ভালো লেগেছে’
হয়ে গেছে: নিজের মন্তব্যসহ ভালো লেগেছে...
এজন্যই প্রস্তাব সব আকাশে ওড়ে যায়
আবার বলি: প্রচ্ছদগুলো সুন্দর হয়েছে...
অবশ্য প্রচ্ছদগুলো সিনেমার পোস্টার হবার যোগ্যতা রাখে!
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
মামুন রশিদ বলেছেন: এজন্যই প্রস্তাব সব আকাশে ওড়ে যায়
আমাদের মাঝে এরকম একজন 'পোস্টারওয়ালা' লুকিয়েছিল, ঝানতাম না বাংলা সিনেমার সুদিন ফিরলো বলে
জয় বাবা কাল্পনিক ভস্কাভস্কি
৯৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন বলেছেন মামুন ভাই। আমারে তো বাবা সাজার জন্য মেকাপ করতে হইছে। সেলিম সাহেবের সেটা দরকার নাই। উনাকে তাহলে বাবার রোল দেখা হোক। উপযুক্ত সময়ের সঠিক ব্যবহার হইলে এত দিনে আমরা তাহার পিতৃত্ব লইয়া দুই চাই খানা কবিতা দেখিতে পারিতাম। তাছাড়া উনার মধ্যে একটা বাবা বাবা ভাব আছে। এটা নিখাদ! এটা অভিনয় দিয়া আনা সম্ভব নয়।
উনার নাম দিয়ে দেন, আব্বাভস্কি 'সেলিমভ আন্দ্রেগাপভ'।
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
মামুন রশিদ বলেছেন: তাছাড়া উনার মধ্যে একটা বাবা বাবা ভাব আছে। এটা নিখাদ! এটা অভিনয় দিয়া আনা সম্ভব নয়।
উনার নাম দিয়ে দেন, আব্বাভস্কি 'সেলিমভ আন্দ্রেগাপভ'।
আন্দ্রেপভ থেকে আন্দ্রগাপভ একটা 'গা' যোগ করায় পুরা নস্টালজিক হয়ে গেলাম কা_ভা । মনে পড়ছে সত্যজিতের সেই বিখ্যাত সিনেমা 'গোপি গাইন বাঘা বাইন' এর 'তৃতীয় সুর আর ষষ্ট সুরের কথা
সত্যজিত রায় 'গোপি গাইন বাঘা বাইন' সিনেমার পোস্টার নিজে এঁকেছিলেন, আরেকবার দেখেন সেই বিখ্যাত পোস্টার
৯৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
অদৃশ্য বলেছেন:
@ নাতালিয়া শায়মানোভা...
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার অনন্য ছবিগুলো আমি দেখে থাকলেও মন্তব্যের সময় তা বলতে একদম ভুলে গেছি...
এর জন্য আমাকে দোষ দেওয়া যাবেনা... কেননা আপনাদের অভিনিত নাটকটা দেখতে দেখতে অতিআনন্দে হাসতে হাসতে আমি খেই হারিয়ে ফেলেছিলাম... কি লিখবো বুঝে উঠতে পারছিলাম না... তাই আবারো দুঃখিত ...
এর অর্থ এই নয় যে আপনার অপুর্ব ছবিগুলোকে আমি অবহেলা করলাম... আমিতো জানি যে আপনি অনেক ভালো একজন আর্টিষ্টও, এর আগেও তার প্রমাণ পাওয়া গ্যাছে... আপনার আরও কিছু অপুর্ব ছবি সামনে দেখবার খুবই ইচ্ছা প্রকাশ করে গেলাম...
আর হ্যাঁ... ভালোবাসাস্কি প্রযোজিত রশিদেস্কু নিবেদিত শায়মানোভা অভিনিত ড্রামা "এক যে ছিল রাশানকণ্যা" দেখবার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলাম...
প্রিয় নাতালিয়া শায়মানোভা... কাল্পনিকভ ভালোবাসাস্কি ...মামুনভ রশিদেস্কুর জন্য
শুভকামনা...
১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু অদৃশ্য ভাইয়া
@নাতালিয়া শায়মানোভা
৯৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
ধূর্ত উঁই বলেছেন: যাক নাটকের চেয়ে কমেন্ট বেশি জমে ওঠেছে। পরবর্তী মঞ্চরাটক।কে আমার বাবা। দারুণ জমবে।সেলিমভ আন্দ্রেগাপভ',কাল্পনিক ভালোবাসাস্কি,আরিলুদ্দিন বাঙ্গালী তিনজনের প্রতিযোগিতায় জমে ওঠবে ঘটনা। নাতালিয়া শায়মানোভা ই ঠিক করে দিবেন কে তার বাবা ওর মধ্য দিয়েই সমাপ্তি ।নায়কের বেল নেই। ধূর্তহারা উঁইয়ামুটু আর মামুনভ রশিদেস্কু
তারা বারবার জ্ঞান হারা হওয়া ছাড়া আর কোন ভূমিকা পালন করবে না। কারণ কণ্যা দান করবে কে?
১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
মামুন রশিদ বলেছেন: নেক্সট নাটকে নাতালিয়া শায়মানোভার আব্বাভস্কি হতে চাইলে হাত উঠান, আর না হয় বসে ললিপপ খান, মিঃ সেলিমভ আন্দ্রেগাপভ/ধূর্তহারা উঁইয়ামুটু
১০০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ অদৃশ্যভাইয়া!!!!!!!!!
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৩
মামুন রশিদ বলেছেন:
২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪১
মামুন রশিদ বলেছেন:
১০১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০
এম মশিউর বলেছেন: মামুনভ রশিদেস্কু ভাইয়া,
নাটক কি শেষ হইয়া গেল! আমি শেষ বেলায় এসে কি আর মন্তব্য করবো। সবাই ভালো ভালো মন্তব্য করে ফেলেছে। শুধু এইটুকু বলবো, নাটকটা খুব উপভোগ করেছি।
নাতালিয়া শায়মানোভা ও মামুনভ রশিদেস্কু জুটি চরম হয়েছে। পরের নাটকের অগ্রিম টিকিট কেটে রাখলাম।
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২
মামুন রশিদ বলেছেন: হাহাহা, থ্যান্কু ব্রো..
১০২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অফলাইনে পড়তেছিলাম আর হাসছিলাম। কিন্তু মামুনভ গাধাপভ পড়ে মনে হচ্ছিল পইড়াই যাবো। মিশরীয় বস কয় পাগল হইলা নাকি? আমি তো আসল কথা কই না।
তবে এই কথাটা থাকার কারণেই মনে হয় রস উপচাইয়া পড়ছে।
১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
মামুন রশিদ বলেছেন: হে হে হে
১০৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮
অদ্বিতীয়া আমি বলেছেন: মামুন ভাই অসাধারণ , না হেসে থাকা অসম্ভব
কাল্পনিক ভালোবাসাস্কি , নাতালিয়া শায়মানোভা,মামুনভ রশিদেস্কু ,আম্মানোস্কি,আব্বাভস্কি , মোসাম্মোত জরিনা বেগম জানা ,আরিলুদ্দি বাংগালী ,
কাল্পনিক ভালোবাসা ভস্কাভস্কি
নাম আর পোস্টার , জাস্ট অসাধারণ
১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ভালো লাগার জন্য ধন্যবাদ আপু
১০৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
আমি ইহতিব বলেছেন: ব্লগ ডে তে আসেন ভাই (যদি আদৌ কোন অনুষ্ঠান হয় চলমান পরিস্থিতীতে)। আপনার মত মজার মানুষের সাথে সামনা সামনি পরিচিত হবার ব্যাপক আগ্রহ বোধ করছি।
পারেনও আপনি
১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ আপু ।
আপনার সাথে দেখা হলে খুব ভালো লাগবে । দেখা হয়ে যাবে আপু যেকোন দিন ।
ভালো থাকবেন ।
১০৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩
হাসান মাহবুব বলেছেন: আরে দারুণ! নাটকটা পড়া ছিলো না আগে। ব্লগ ডেতে এটা মঞ্চস্থ করার ব্যবস্থা করেন। আর পরবর্তী আকর্ষণ দ্রুত রিলিজ দেন। প্রতি মাসে অন্তত একটা করে ব্লগনাট্য চাই!
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ হামা ভাই
১০৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
গৃহ বন্দিনী বলেছেন: গৃহ নন্দিনী আপুকে আমাদের ড্রামা টিমের ইভেন্ট ম্যানেজার ঘোষনা করা হল । স্পন্সর কোম্পানীরা দয়া করে আপুর সাথে অতি সত্বর যোগাযোগ করুন ।
আমার কপাল বুঝি এইবার খুইলা গেল । ব্ল্যাকে টিকেট নিতে সবতে সাইডে আসেন ।
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২
মামুন রশিদ বলেছেন: হাহাহা
আপু, এখন থেকে আপনি নন্দিনী, আর বন্দিনী নন । নন্দিনীর আলোয় আলোকিত হোক ঘর আর বাহির
১০৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১
যুবায়ের বলেছেন: ভাই কি রাশিয়ান হইয়া গেলেন নাকি?? মামুনভ রশীদভস্কি
১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১
মামুন রশিদ বলেছেন: মামুনভ রশীদভস্কি
হাহাহা, থ্যান্কু জুবায়ের ভাই ।
১০৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১
ঢাকাবাসী বলেছেন: দারুণ লাগল।
১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী
১০৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১
খেয়া ঘাট বলেছেন: একটি সরস রস রচনা।
অতিভ উত্তমভ হয়েছে।
++++++++++++++++
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদভ! ধন্যবাদভ!
১১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ম্যান!!! ইউ আর অসাম এন্ড ইউ নো ইট!
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪০
মামুন রশিদ বলেছেন: থ্যান্কস ব্রো.. ইউ আর অলসো এ নাইস ম্যান
১১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ম্যান!!! ইউ আর অসাম এন্ড ইউ নো ইট!
১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৫
মামুন রশিদ বলেছেন:
১১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
আমি ময়ূরাক্ষী বলেছেন: একেবারেই ভিন্ন রকম গেট আপ ড্রেস আপে এই পোস্টটিতে বিমুগ্ধতা।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ আপু । নাটক করতে হলে কিছু গেট আপ ড্রেস আপ তো লাগেই
১১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
দৃষ্টিসীমানা বলেছেন: অনেক দিন পর আপনার লেখাটা আমাকে খুব হাসাল ।অনেক অনেক ধন্যবাদ।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১
মামুন রশিদ বলেছেন: আপনাকে হাসাতে পারানোয় আমার লেখা সার্থক । অনেক ধন্যবাদ দৃষ্টিসীমানা
১১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২২
নাজিম-উদ-দৌলা বলেছেন:
পরতেছিলাম আর ভাবতেছিলাম আপনাদের তিনজনরে এই নাটকে অভিনয়রত অবস্থায় দেখতে কেমন লাগবে! হে হে হে!
রাশিয়ান নামগুলা তো দিছেন পচাইয়া!
পরের নাট্য কবে আইতাছে?
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫০
মামুন রশিদ বলেছেন: সামনের ব্লগ-ডে তে মঞ্চায়নের জন্য আমরা তিনজনই প্রস্তুত ছিলাম কিন্তু এখন পর্যন্ত কেউ তো ডাকলো না
আমরা রাশিয়ান সাহিত্যের ফ্লেভারে বড় হয়েছি (তখন প্রগতি প্রকাশনের রাশান ক্লাসিক বিনামুল্যে পাওয়া যেত) । তখন থেকেই নিজেদের বিভিন্ন রাশান নাম দিয়ে পচাইতাম
পরের নাটকের আইডিয়া যে কোন সময় হয়ত মাথায় ঢুকে যাবে গল্পকারদের নিয়া কিছু করা যায় কিনা ভাবছি
১১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯
বোধহীন স্বপ্ন বলেছেন: অসাধারণভ।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু! থ্যান্কু
১১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
রশিদেস্কু ভাই এইভাবে আপনি গাধাপভ হতে পারলেন
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
মামুন রশিদ বলেছেন: তাইলে বুঝেন! রাশিয়ায় গিয়ে কি বিপদেই না পড়লাম! নাতালিয়া শায়মানোভা গাধাপভ বানিয়ে ছেড়ে দিল
আর যামু না
১১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আরেকবার গেলে আমারে সাথে নিয়ে যাইয়েন
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৯
মামুন রশিদ বলেছেন:
১১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫
মামুন রশিদ বলেছেন: থ্যান্কস
১১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
মোঃ ইসহাক খান বলেছেন: কল্পনার দৌড় এবং পোস্টটির পেছনের পরিশ্রম সার্থক হয়েছে, স্বীকার করতেই হবে।
অনেক শুভেচ্ছা জানবেন, সুধী।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
মামুন রশিদ বলেছেন: হাহাহা, অনেক ধন্যবাদ ।
কল্পনার ঘোড়া ছুটালেও চেষ্টা করেছি চেখভ সাহেবের গল্পের মুল ভাবের সাথে থাকতে ।
১২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু
কবি সমাজ বাংলাদেশ <<>>??
মৌলবাদ এবং অপরাধী যারা তাদের কে
মানুষ সব সময় ঘৃণার চোখে দেখে
স্বাধীনতা হরণ করে নষ্ট শকুনেরা
খাটিয়ে প্রভাব এরাই উদ্ধে মাথা তুলে থাকে
এরা হিংস্র হায়না যুলুমে ঘটায় সর্বনাশ
কে বলে মানুষ এরা নর্দমার কীট
ভান্তি আর অপরাধ এদের ভূষণ
বিশ্ব মাঝে এরাই আজি খুনি দেখায় দাপট
দখল লয় রক্ত চুষে মানবতা বিকিয়ে
ভাঙ্গে সুশিল সমাজ অন্যায় করে
ছি ছি লজ্জা প্সহুর মত অবয়ব
হিংস্রতার কালো ছায়া এদের অন্তরে ।।
লিখিয়ে বন্ধুগন বাংলা ব্লগ দিবসে
সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ।। কবি
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ বন্ধু । আপনাকেও বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা ।
সিলেটের ব্লগ-ডে প্রোগরামে আমরা আপনাকে প্রধান অতিথী করতে চেয়েছিলাম । যদি সম্ভব হয় চলে আসেন । সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা, লাং থু রাই চাইনিজ রেস্টুরেন্ট, মানরু শপিং সিটি, চৌহাট্টা, সিলেট ।
১২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
কাফের বলেছেন: পড়বো বলে বুকমার্ক করে রাখছিলাম
আজকে সময় করে পড়ে নিলাম
ভালো লাগলো
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ
১২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
বৃতি বলেছেন: মামুনভ রশিদেস্কু, নাতালিয়া শায়মানোভা, কাল্পনিক ভালোবাসাস্কি- আপনারা এতো গুণ কিভাবে বহন করেন? অনেক হাসলাম
সংলাপ, পোস্টার অনবদ্য হয়েছে । ভালোবাসাস্কির পাকান গোঁফের ছবিটা দেখলেই হাসি পাচ্ছে । পরের পর্বের অপেক্ষায় থাকলাম ।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
মামুন রশিদ বলেছেন: ভালোবাসাস্কির ঐ পাকান গোঁফওয়ালা ছবিটা দেখেই এই রম্য লেখার ধারণা মাথায় ঢুকেছিল
হাহাহা, কমেন্ট পড়ে খুব মজা পেয়েছি । পরের পর্বের দায়িত্ব নিয়েছেন কাল্পনিক ভস্কাভস্কি
১২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯
শায়মা বলেছেন: আরে এই পোস্ট প্রিয়তে নেওয়া হয়নি মনেই ছিলোনা।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২
মামুন রশিদ বলেছেন: হাহাহা, থ্যান্কু শায়মানোভা । থ্যান্কু
১২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮
শায়মা বলেছেন: ওয়েলকাম রশিদেস্কু ভাইয়া....
পরীর ছবি আঁকা শুরু করেছি!
২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
মামুন রশিদ বলেছেন: গুড গুড
১২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
মহামহোপাধ্যায় বলেছেন: চারপাশে এতো এতো প্রশংসা শুনে আর মূল নাটক পড়ার অপেক্ষায় না থেকে চলেই আসলাম মামুনভ রশিদস্কি ভাইয়া।
ব্যপক মজার হইছে। হাসতেই আছি
ভাল থাকবেন।
অ. ট.- আপনাদের সাথে কাটানো মজার সময়গুলো রোমন্থন করছি
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭
মামুন রশিদ বলেছেন: মহামহোপাধ্যায় মাথা বেঁধেই আজকে ব্লগে এসেছে বুঝা যায়
চেখভের এই নাটক নিয়ে আমি আগেও কাজ করেছি । ৯৫ সালে তখন মাস্টার্সে পড়ার সময় 'দ্য প্রপোজাল' রুপান্তর করে ডিপার্টমেন্টে মঞ্চায়ন করেছিলাম । তখনো 'লুমভ' এর ক্যারেক্টারে আমিই অভিনয় করেছিলাম
তবে আগের বারের চেয়ে এবারের রুপান্তরে অনেক পরিবর্তন এসেছে, মানে নাটকের প্রেক্ষাপট বা ঝগড়ার বিষয়গুলো পুরাই বদলে দিয়েছি । তবে মুল নাটকের ফরম্যাটের ভেতরেই সবটুকু করেছি
আপনি চাইলে নাটকটির মুল ইংরেজি ভার্সন পড়তে পারেন নিচের লিংক থেকে ।
View this link
১২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫
অন্তরন্তর বলেছেন:
দারুন! মঞ্চ নাটক হলে বেশ হবে।
কাস্টিং একেবারে পারফেক্ট।
পরবর্তী আকর্ষণ দ্রুত রিলিজ করুন।
পোস্টে ভাললাগা।
০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
মামুন রশিদ বলেছেন: হোক হোক! কেউ স্পন্সর করলে আমরা মঞ্চায়ন করতে রাজি
ধন্যবাদ অন্তরন্তর
১২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯
ভুং ভাং বলেছেন: মজা পাইলাম ।
০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু
১২৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০১
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭
মামুন রশিদ বলেছেন:
১২৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১
কালোপরী বলেছেন:
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
মামুন রশিদ বলেছেন:
১৩০| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১
উদাস কিশোর বলেছেন: মামুনভ রশিদেস্কু !
আহা হা হা !
এত দিন এসবের সন্ধান পেলাম ।
কিছু বলবার ভাষা পাচ্ছি না ।
পরে খুজে পেলে বলবো
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০১
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ঠিক আছে পরেই বইলেন
১৩১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫
এরিস বলেছেন: আপনি এখনো সো ইয়াং! ঐ সব লোকদের মুখে ঠাডা পড়ুক ।
যেমন আর্টিস্ট তেমন নাটক আর তেমন সবার মন্তব্য!
হিরোর ছবি বেশি ড্যাশিং হয়েছে।
নাতালিয়া শায়মানোভা দেখছি ভয়াবহরকমের ঝগড়াটে।
প্লাস।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩
মামুন রশিদ বলেছেন: হিরোর ছবি বেশি ড্যাশিং হয়েছে। :!> :#>
এই কথা যে বলে তার মুখে ফুল চন্দন পড়ুক
ধন্যবাদ এরিস । ভালো থাকবেন ।
২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৮
মামুন রশিদ বলেছেন: হায় হায়, এরিসের মন্তব্যটা আমি এড়িয়ে গেলাম কিভাবে!!
সরি আপু, এত পরে রিপ্লাই দেয়ার জন্য । ভালো থাকা হোক ।
১৩২| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: চরম মজাদার পোস্ট
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
আদনান শাহ্িরয়ার বলেছেন: কাল্পনিক ভালোবাসাস্কি (ল্যান্ড লর্ড )
নাতালিয়া শায়মানোভা (ল্যান্ড লর্ডের মেয়ে )
মামুনভ রশিদেস্কু (প্রতিবেশি যুবক )
দাঁড়ান আগে হেসে নেই , তারপর নাটক পড়ছি !