নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে ।

মামুন রশিদ

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগ...

মামুন রশিদ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ বিজয়ের ডিসেম্বর'১৩

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:১১





বাঙালী জাতির গৌরব, অহন্কার, আনন্দ আর পরম প্রাপ্তি নিয়ে এসেছিল একাত্তরের ডিসেম্বর মাস । বিশ্বমানচিত্রে লাল সবুজ ক্যানভাসের বাংলাদেশ জন্ম নিয়েছিল ডিসেম্বরের ১৬ তারিখ । একাত্তরের এই দিনে দীর্ঘ নয় মাস পাকিস্থানী হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে যুদ্ধ করে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই গৌরবের বিজয় ।



মহান বিজয় দিবসের মাসে সামহোয়্যারইন ব্লগে আসা গল্প নিয়ে আমাদের এবারের আয়োজন,



'সামহোয়্যারইন গল্প-সংকলনঃ বিজয়ের ডিসেম্বর'১৩







♣♣ থেকো আগ্নেয় শহরে অপেক্ষমান । -হাসান মাহবুব



♣♣ অনুগল্পঃ সিগারেট । -রাফিউজ্জামান সিফাত



♣♣ এক মিনিটের গল্পঃ অবাক জলপান । -খেয়া ঘাট



♣♣ গল্পঃ সেলিব্রেটি । -ইমরান নিলয়



♣♣ গল্পঃ অভাবের দক্ষিন বাতায়ন । -হু



♣♣ ছোটগল্পঃ আগুন দিনের দুঃস্বপ্ন । -বোকা মানুষ বলতে চায়



♣♣ বাবার ছোঁয়া । -অপর্ণা মম্ময়



♣♣ খাম খোলা চিঠিঃ মা তোমাকে... । -আদনান শাহরিয়ার



♣♣ একটা প্রেমের গল্পঃ পেট্রোল বোমা । -কয়েস সামী



♣♣ সাইবার ক্রাইম স্টোরিঃ Ethics, fuck up and destiny । -তাসজিদ







♣♣ এই আমি আবার বেঁচে যাব । -হাসান মাহবুব



♣♣ স্বপ্নকল্পদ্রুম । -জাফরিন



♣♣ খন্ড গল্পঃ পতাকা । -টেস্টিং সল্ট



♣♣ গল্পঃ একটি সহজ প্রশ্ন । -toysarwar



♣♣ ছোটগল্পঃ আইনস্টাইনের পিতার নাম কেয়ামত । -খেয়া ঘাট



♣♣ গল্পঃ বিজয় উৎসব । -অপু তানভীর



♣♣ গল্পঃ বৃতির বাবা । -আমি সাজিদ



♣♣ ছোটগল্পঃ ল্যাপ অব দা গডস । -জীবনানন্দদাশের ছায়া



♣♣ দ্রোহের প্রতিশব্দ । -নাজিম-উদ-দৌলা



♣♣ মুক্তিযুদ্ধভিত্তিক গল্পঃ একটি নীল ডায়েরী । -ইশতিয়াক অয়ন







♣♣ গল্পঃ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট । -রাফিউজ্জামান সিফাত



♣♣ গল্পঃ অ্যাবরশন । -ট্রাক



♣♣ এক টুকরো একাত্তর । -সন্ধ্যা প্রদীপ



♣♣ ছোটগল্পঃ কবি, নায়ক, নায়িকা । -ফ্রাস্ট্রেটেড



♣♣ বীরঙ্গনার নয়, একজন সুফিয়ার গল্প । মাসুম আহমেদ ১৪



♣♣ স্বপ্ন ভয়ংকর । -রিমন রনবীর



♣♣ দুঃসহ নীরবতা । -মোঃ ইসহাক খান



♣♣ সায়েন্স ফিকশনঃ আল মজিদ রাশিমালা । -মুরাদ-ইচছামানুষ



♣♣ "কাঁচের দেয়াল" । -সাজিদ উল হক আবির



♣♣ যে ভাগ্য রক্তে বহন করে এনেছিল মেয়েটি ! -নীল-দর্পন







♣♣ ছোটগল্পঃ সমর্পণ । -অপু তানভীর



♣♣ গল্পঃ কবি-টা । -নোমান নমি



♣♣ হিমসকালের রোদনকশা । -হাসান মাহবুব



♣♣ অনুগল্পঃ বৃদ্ধাশ্রম । -নাহিদ রুদ্রনীল



♣♣ দৃষ্টিবিম্ব । -জেমস বন্ড



♣♣ গল্প- রক্তরঙা ফানুস । -দিকভ্রান্ত*পথিক



♣♣ গল্পঃ অমানিশাকাল । -মামুন রশিদ



♣♣ ভোর না দেখা ভোরের সারথী । -শাহরিয়ার রিয়াদ



♣♣ ছোটগল্পঃ নীরবতা । -মুম রহমান



♣♣ গল্পঃ ছোটনের নিয়তি । -এম মশিউর







♣♣ অনুবাদ গল্পঃ ডিম । -কয়েস সামী



♣♣ গল্পঃ আত্মার শান্তি । -সুমন কর



♣♣ ছোটগল্পঃ মিথ্যে ভালোবাসা । -রুপম শাহরিয়ার



♣♣ গল্পঃ বিভ্রাট । -রেজওয়ানা আলী তনিমা



♣♣ কামরুল । -লেজকাটা বান্দর



♣♣ গল্পঃ ও মোর চান্দেরে মোর সোনা । -রাজীব হোসাইন সরকার



♣♣ রম্যগল্পঃ একটি ফোনকল ও থার্টি ফার্স্ট নাইটের প্লান ! -ফরহাদ আহমদ নিলয়



♣♣ ছোটগল্পঃ সাড়ে তিন দিন । -খাটাস







কিছু কথাঃ ব্লগে প্রকাশের ক্রমানুসারে সংকলন সাজানো হয়েছে । এই মাসেও ব্লগের অনেক গুনী লেখকের গল্প আমরা মিস করেছি । সংকলকের পাঠ সীমাবদ্ধতায় কিছু ভালো গল্প মিস হয়ে যায় । এরকম কোন গল্প থাকলে কিংবা পাঠকের ভালোলাগার কোন গল্পের লিংক পাওয়া গেলে আমরা সংকলনে আপডেট করে দিব ।



সবাইকে হ্যাপি নিউ ইয়ার, ২০১৪ !!



*********************************************

উৎসর্গঃ ঋষি ব্লগার 'ইমন জুবায়ের' ভাই, যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত সামহোয়্যারইন ব্লগে পরম মমতায় ব্লগিং করেছেন । বাংলা ব্লগ জগৎ তাঁর কাছে চির ঋনী ।



"জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন

জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন ।"




********************************************

প্রচ্ছদঃ মাননীয় মন্ত্রী মহোদয়

ফটো ক্রেডিটঃ অন্তর্জাল ।

পূর্বে প্রকাশিত গল্প-সংকলনঃ



সামহোয়্যারইন গল্প-সংকলনঃ নবান্নে নভেম্বার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মমতাময়ী অক্টোবার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শরৎ শুভ্র সেপ্টেম্বার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ আশিস বহি আগস্ট'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শ্রাবণধারায় জুলাই'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ রিমঝিম জুন'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মহিমান্বিত মে-১৩

মন্তব্য ১২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
এ পোস্ট একদিন পর দিলে কি হৈতো ? মাইনাচ ! :-&

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

মামুন রশিদ বলেছেন: হাহাহা, সরি মুন! আমারও ইচ্ছে ছিল আগামি কাল সকালে দিবার । পনি আপুর সাথে আড্ডা দিতে দিতে ঠিক বারোটায় সামুর গেট খুলে দিল, আর কি মনে করে যেন পোস্ট দিয়ে দিলাম ।

যাই হোক, দ্বি-বর্ষ পূর্তি আর হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা !:#P !:#P

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: নতুন বছরের প্রথম কমেন্ট আপনার পোস্টে :)

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫

মামুন রশিদ বলেছেন: খুব খুশি হলাম ভাইজান । নতুন বছর আপনার আনন্দে কাটবে আশা করি, মায়ের কাছে থাকতে পারা বিশাল সৌভাগ্যের । তাড়াতাড়ি মা'কে আপনার কাছে নিয়ে যান ।

শুভকামনা এবং নতুন বছরের শুভেচ্ছা !:#P

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: টিমের সবাই কে শুভ নববর্ষ ! এই সংখ্যাটা আমার জন্য খুব দরকারি , অনেক গল্পই
পড়া হয় নাই ।

ভাল থাকুন মামুন ভাই , ভাল কাটুক নতুন বছর । :)

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

মামুন রশিদ বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা মাহমুদ !:#P


নতুন বছরের প্রথম দিন থেকেই সংকলন টিমে আপনাকে চাই এবং সক্রিয় দেখতে চাই । :)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

সুমন কর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ, মামুন ভাই।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

মামুন রশিদ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার সুমন !:#P


নতুন বছর হোক আরো আনন্দময় ।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

শায়মা বলেছেন: হ্যাপী নিউ ইয়ার ভাইয়া।:)

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:০০

মামুন রশিদ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার পরি আপুনি !:#P


তোমাকে এত্তগুলা নিউ ইয়ার শুভেচ্ছা :) :) :) :)

৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫

ইমরাজ কবির মুন বলেছেন:
সত্যি কথা বলে যাই, আগের সংকলনগুলায় আমার একটা অবজেকশন ছিল- এবারে ক্রমানুসারে দেয়ায় সেটা উইথ্ড্র করে নিলাম !! !:#P

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:০২

মামুন রশিদ বলেছেন: থ্যান্কু, থ্যান্কু মুন :)


এবারই নয়, গত মাসের সংকলন থেকেই আমরা দিনপঞ্জি অনুসারে পোস্ট সাজাচ্ছি ।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:০২

আমিই মিসিরআলি বলেছেন: ১ম প্লাস + প্রিয়তে :)

হ্যাপি নিউ ইয়ার !:#P !:#P !:#P

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৮

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই মিসিরআলি :)


হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা !:#P !:#P

নতুন বছর হোক আনন্দময় :)

৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৫

মশিকুর বলেছেন:
আগে গল্প দেখলেই ঝাঁপাইয়া পড়তাম। এখন আপনার সংকলনের আশায় থাকি। বাদ পরা গল্পগুলো একসাথে পাওয়া যায়। আপনি কোন মাসে সংকলন না দিলে আমি শেষ :( পিঁডিএফ কবে অ্যাড হবে??

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯

মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ মিতা :)

পিডিএফ ভার্সন আশাকরি আগামিকালই দিতে পারব ।

হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা !:#P

৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:১১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৪

মামুন রশিদ বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা প্রিয় জুলিয়ান ভাই । :)

১০| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:২২

একজন আরমান বলেছেন:
বরাবরের মতো।

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও সঙ্গে শুভকামনা রইলো প্রিয় মামুন ভাই।

ভালো থাকা হোক সর্বদা। :)

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৩

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আরমান ।


নতুন বছরের নতুন নতুন অর্জনে সমৃদ্ধ হোক আপনার জীবন । আনন্দময় হোক পথচলা !:#P

১১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:২৯

আরজু পনি বলেছেন:

সময়াভাবে আমিতো ডিসেম্বর মাসে অনেক পোস্ট মিস করেছি !

দেখা যাক পরে পড়ার সুযোগ পাই কি না ।

লিখিয়েদের জন্যে অনেক শুভকামনা রইল ।
সেই সাথে কষ্টকর সংকলনের দারুণ উপস্থাপনের জন্যে আপনাকেও অনেক শুভেচ্ছা ।

হ্যাপি নিউ ইয়ার !:#P

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৫

মামুন রশিদ বলেছেন: আপমাকেও অনেক ধন্যবাদ আপু । সেই সাথে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা !:#P !:#P

১২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মামুন ভাই, আমার মত ফাঁকিবাজ পাঠকদের জন্য আপনার এই পোষ্ট আর্শিবাদ স্বরুপ! B-) প্রতিমাসে এত কষ্টে আমাদেরকে ভালো গল্পগুলো পড়ার সুযোগ করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ কাল্পনিক । নতুন বছরের শুভেচ্ছা! বিগত বছরের সব ব্যর্থতা কাটিয়ে এগিয়ে চলেন সোনালী দিনের পানে । !:#P !:#P

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪০

লেখোয়াড় বলেছেন:
অনেক চেষ্টা করেও আপনার এখানে তখন মন্তব্য করতে পারিনি।
নাহলে এই পোস্টের আমিই হতাম প্রথম মন্তব্যদাতা।

যাহোক যখন যেখানে যেমন।
আপনার এই প্রচেষ্টার জন্য যে কোন ধন্যবাদ কম হবে।
চলুক এভাবে।

শুভকামনা।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১

মামুন রশিদ বলেছেন: পোস্ট দেয়ার কয়েক মিনিট পরেই সার্ভার ডাউন হয়ে গিয়েছিল ।


নতুন বছরের শুভেচ্ছা জানবেন কবি :)

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৯

হু বলেছেন: মামুন রশিদ ভাইকে ধন্যবাদ। আমার জীবনের প্রথম লেখা গল্পটিকে আপনার সংকলনে স্থান দেয়ার জন্য। সত্যি খুব ভালো লাগছে, ২০১৪ সালের প্রথম শুভ সংবাদ এটি।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ । নতুন বছর বয়ে আনুক সৌভাগ্যের ডালি :)

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
গল্পকারদের জন্য আপনার এই পরিশ্রমী সংকলন ও ইবুক অনুপ্রেরণার।
আর আমরা আম পাঠকদের জন্য মাস শেষে সেরা লেখাগুলোয় পড়া না পরা মিলানোর উপায়। ধন্যবাদ এ জন্য।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি । বিগত বছরের সকল গ্লানি ব্যর্থতা মুছে যাক নতুন বছরের সোনালী ভোরের আহবানে ।

শুভেচ্ছা !:#P

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১৪

এহসান সাবির বলেছেন: পোস্টে ভালো লাগা। নতুন বছরের শুভেচ্ছা মামুন ভাই।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ এহসান সাবির ।


হ্যাপি নিউ ইয়ার !:#P

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪২

কয়েস সামী বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ভ্রাতা। নতুন বছরেও আপনার সংকলনের কাজ জারি রাখুন এই কামনা।

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫

মামুন রশিদ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার গল্পকার !:#P

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ওয়াও! আপনি আপনার কথা রেখে চলেছেন।

মাঝে মাঝে খুবই দুঃখ লাগে... ভাবছি গল্প লেখতে শুরু করবো ;)

মামুন রশিদ ভাইকে অনেক শুভেচ্ছা :)

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মইনুল ভাই :)


শুরু করে দেন গল্প লেখা, যা হয় হবে!


নতুন বছরের শুভেচ্ছা !:#P

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:




আমার কুন গল্প স্থান দিলেন না মামুন ভাই, এইটা একটা কাজ করলেন ? :( ;)

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২

মামুন রশিদ বলেছেন: :D :-B :-B



নববর্ষের শুভেচ্ছা লন !:#P

২০| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪

শুঁটকি মাছ বলেছেন: বরাবরের মত প্লাস :) :) :) :)

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু :)


হ্যাপি নিউ ইয়ার !:#P

২১| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮

এম মশিউর বলেছেন: বরাবরের মত সংকলন পেয়ে খুব খুশি। এই পরিশ্রমী কাজের জন্য অবশ্যই আপনি প্রশংসিত।




এবারের সংকলনে আমারও একটা গল্প আছে দেখছি! :-B

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মশিউর । নিউ ইয়ারের শুভেচ্ছা !:#P

২২| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

লাবনী আক্তার বলেছেন: পোস্টে ++++ ভাইয়া।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু । নতুন বছরের শুভেচ্ছা !:#P

২৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭

বৃতি বলেছেন: হ্যাপি নিউ ইয়ার মামুন রশিদ ভাই ।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২

মামুন রশিদ বলেছেন: থ্যান্কিউ আপু । হ্যাপি নিউ ইয়ার !:#P

২৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ২০১৩ সালের বিদায়ের শুভেচ্ছা মামুন ভাই , এই বছরটার সাথে আর যেন দেখা না হয় !
২০১৪ হোক সৃজনশীল আর দায়িত্বশীল !
ব্লগের প্রতি আপনার ডেডিকেশন অনন্য মামুন ভাই !

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯

মামুন রশিদ বলেছেন: প্রথম লাইনের সাথে একমত অভি । অকারনে অনেক তিক্ততা সয়েছি, তাই অনেক কিছুই ভুলে যেতে চাই । আবার কিছু কারনে বছরটা নিজের কাছে স্মরনীয় হয়ে থাকবে । বাচ্চারা পড়াশোনায় ভালো করেছে, প্রমোশনের সুবাদে অফিসের কাজে দেশের পূর্বাংশে ব্যাপক ঘুরাঘুরি করেছি, আর অতি অবশ্যই ব্লগিং । কিছু ঘটনা ছাড়া ২০১৩ সালের ব্লগিং দারুণ উপভোগ করেছি ।

শুভকামনা অভি । নতুন বছরের শুভেচ্ছা !:#P

২৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩

হাসান মাহবুব বলেছেন: প্রোফেসর শঙ্কু লোকটাকে মিস করছি। কোথায় যে হারালো লোকটা!

শুভ নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

মামুন রশিদ বলেছেন: চার/পাঁচ দিন আগে সাম্প্রতিক মন্তব্যের ঘরে প্রোফেসর শঙ্কুর দুটো মন্তব্য দেখে খুব খুশি হয়েছিলাম, যাক উনি মনে হয় ফিরলেন! নাহ, তার পর থেকে আবার উধাও । এবার ফিরলে মেইল এড্রেস নিয়ে রাখতে হবে ।

শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার !:#P

২৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হহুম, হামা ভাইয়ের সাথে একমত !
কালকেই আমি প্রোফেসর শঙ্কুর কথা মনে করেছিলাম , কই হারালো ??

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

মামুন রশিদ বলেছেন: হুম, তারে মিস করি ।

২৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩

ইখতামিন বলেছেন:
নূতন বর্ষের শুভেচ্ছা !:#P

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

মামুন রশিদ বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা !:#P

২৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার। নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আপনাকে নববর্ষের শুভেচ্ছা ।

প্রিয়তে নিচ্ছি। সময় করে আপনার ভাললাগার গল্প গুলো পড়বো।

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ।


নতুন বছরের শুভেচ্ছা !:#P

২৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

আমিনুর রহমান বলেছেন:




ফজলু ভাই কই !!! পিডিএফ লাগবো :P

আমি কাল করে দিবো নে যদি ফজলু ভাই সময় না পান :)


নববর্ষের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

মামুন রশিদ বলেছেন: ফজলুল ভাইয়ের খোজ পাচ্ছি না । আজকে রাতের মধ্যে না আসলে আগামিকাল কষ্ট করে আপনিই পিডিএফ করে দিয়েন ।

নতুন বছরের শুভেচ্ছা !:#P

৩০| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: দিনে দিনে বাড়ছে দেনা...
প্রিয়’র তালিকা দীর্ঘ হচ্ছে...



হ্যাপি নিউ ইয়ার... :)

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

মামুন রশিদ বলেছেন: আর বলবেন না মইনুল ভাই, সেম অবস্থা আমারও । পড়ার জন্যই প্রিয়তে নেই, পড়া আর হয় কই?

৩১| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:



লইলাম, আপনারেও নববর্ষের শুভেচ্ছা দিলাম। !:#P

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২

মামুন রশিদ বলেছেন: ওক্কে ওক্কে :) :)

৩২| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

আমি ইহতিব বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা মামুন ভাই ও পুরো টিমের জন্য।

পিডিএফ কই ভাই?

পিডিএফ লিংকের অপেক্ষায় থাকলাম।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

মামুন রশিদ বলেছেন: পিডিএফ আশাকরি আগামিকাল দিতে পারব আপু ।



অনেক অনেক ধন্যবাদ । নতুন বছরের শুভেচ্ছা !:#P

৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

নাছির84 বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা মামুন ভাই। সঙ্গে আপনার সংকলন টিমকেও। প্রিয়তে....

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

মামুন রশিদ বলেছেন: নতুন বছরে নতুন উদ্যমে গল্প লেখা শুরু করেন ।:)


অনেক ধন্যবাদ । নতুন বছরের শুভেচ্ছা !:#P

৩৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

উদাসী স্বপ্ন বলেছেন: এত গল্প পড়নের টাইম কই

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

মামুন রশিদ বলেছেন: হাহাহা । এটা ঠিক গল্প পড়তে অনেক সময় লাগে ।


ধন্যবাদ ভাই । নতুন বছরের শুভেচ্ছা !:#P

৩৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

এক্স রে বলেছেন: লন ভাই + লন আর পোস্ট টা প্রিয়তে নিয়া গেলাম। নববর্ষের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । আপনাকেও নববর্ষের শুভেচ্ছা !:#P

৩৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই পোস্টের জন্য যেন অপেক্ষা করি প্রতি মাসের প্রথম তারিখ। অনেক ভালো থাকবেন। আর শুভ নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সজীব ভাই । আছেন কেমন?


শুভ কামনা । নতুন বছরের শুভেচ্ছা !:#P

৩৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

জেরিফ বলেছেন: নব বর্ষের শুভেচ্ছা :)

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ । আমার ব্লগে স্বাগতম ।


নতুন বছরের শুভেচ্ছা !:#P

৩৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৫

নাহিদ রুদ্রনীল বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা সকলের জন্য। এতো গল্প! ধীরে ধীরে সব পড়বো।

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪

মামুন রশিদ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার !:#P

৩৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:০৫

নাহিদ রুদ্রনীল বলেছেন: একি আমার গল্পটাও দেখি আছে ! ধন্যবাদ মামুন ভাই। প্রথমে খেয়াল করিনি :-)

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

মামুন রশিদ বলেছেন: অভিনন্দন :) :)

৪০| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪

শাহেদ খান বলেছেন: নিরলসভাবে এই পরিশ্রমী কাজটা করে যাওয়ার জন্য ভাল লাগা জানবেন, মামুন ভাই!

পোস্ট'টা আমি প্রিয়তে নিচ্ছি। শুভকামনা সবসময়ের।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় শাহেদ খান ।


শুভকামনা সতত । নতুন বছরের শুভেচ্ছা !:#P

৪১| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১

সায়েম মুন বলেছেন: বরাবরের মত পরিশ্রমী ও চমৎকার সংকলন। পোস্টে অনেক ভাললাগা।
হ্যাপী নিউ ইয়ার।

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি ।


হ্যাপি নিউ ইয়ার !:#P

৪২| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন হয়েছে বরাবরের মতই।
আমার একটা গল্পও এই তালিকায় রাখার জন্যে ধন্যবাদ। আপনার এই সংকলন আমার মত আরও অনেকের লেখার পিছনে এক বড় অনুপ্রেরণা-সবসময়। ভালো থাকবেন।

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।


নতুন বছরের শুভেচ্ছা !:#P

৪৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

বোধহীন স্বপ্ন বলেছেন: আহা কেন্‌ যে বহুদিন গল্প লিখি না :( সেই ওয়াচে থাকার সময় দুইটা লিখেছিলাম। এখন ব্লগটা ফাও কামে নষ্ট করতাছি।

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

মামুন রশিদ বলেছেন: আপনি আগে গল্প লিখতেন? নাইস :)

আবার শুরু করে দেন । আমরা অনেকেই ব্লগে এসে লেখালেখি শুরু করেছি । সব রকম পোস্টই দিবেন, সাথে গল্পও না হয় থাকুক । আর নিয়মিত লিখলে যে কোন কিছুতে উৎকর্ষ চলে আসে । সম্প্রতি ব্লগে গল্প পাঠকও অনেক বেড়েছে ।

শুভকামনা । হ্যাপি নিউ ইয়ার !:#P

৪৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

বোধহীন স্বপ্ন বলেছেন: ও, গল্প যখন হাতের কাছে আছেই তো প্রিয়তে নিতেই পারি, কি বলেন?

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ :)

৪৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

আমি সাজিদ বলেছেন: শক্তিমান ব্লগার হওয়ার পাশাপাশি আপনি অনেক অনুপ্রেরণার উৎস। অংবং গল্প লিখি, আপনি ঠিকই পিঠ চাপড়ে আসেন।

সঙ্কলনে আমার নগন্য লেখা জায়গা পেলো, দেখে আমি আনন্দিত।

ভালো থাকবেন ভাই।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১

মামুন রশিদ বলেছেন: আমরা বেশিরভাগ লেখকই অংবং লিখি, অংবং লিখেই শুরু করতে হয় । তার পর পথ চলতে চলতে হয়ত কোনদিন নিজেকে ভালো একটা স্থানে আবিষ্কার করা যায় ।

শুভকামনা নিরন্তর । হ্যাপি নিউ ইয়ার !:#P

৪৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক পরিশ্রমী ও চমৎকার সংকলন। পোস্টে +++++++্।
হ্যাপী নিউ ইয়ার।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই :)


হ্যাপি নিউ ইয়ার !:#P

৪৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক দেরীতে আসতে হল ভাইয়া। কি করব সামু অবরোধ ডেকেছিল :( :(

পোস্ট যথারীতি প্রিয়তে।

ভাল থাকুন। নতুন বছরের শুভেচ্ছা :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মহামহোপাধ্যায় ।


হ্যাপি নিউ ইয়ার !:#P

৪৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

ইমরান নিলয় বলেছেন: আবারো হ্যাটস অফ। প্রিয়তে নিলাম। আর কত বুকমার্ক করে রাখা যায়?
পিডিএফ এর জন্য অগ্রীম থ্যাঙ্কস।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ইমরান নিলয় ।


নতুন বছরের শুভেচ্ছা !:#P

৪৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শুভ নববর্ষ মামুন ভাই। আজ পাঁচদিন পর সামুতে ঢুকতে পারলাম শেষ পর্যন্ত! ঘটনা কি ছিল বুঝলাম না, আজকে ঢুকে দেখি সবাইতো ঠিকই ঢুকতে পারছে...? :(( :(( :( X(

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

মামুন রশিদ বলেছেন: ব্যাপারটা খুবই দুঃখজনক । সামুর 'বাগ' সংক্রান্ত সমস্যার জন্য এরকম প্রায়ই হয় । কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে এই বিরক্তিকর সমস্যাটার সমাধান যেন অচিরেই হয় ।

নতুন বছরের শুভেচ্ছা !:#P !:#P

৫০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

জুন বলেছেন: শুভ নববর্ষ মামুন রশিদ :)
সেই সাথে অনেক পরিশ্রমী ও চমৎকার সংকলন এর জন্য অনেক ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ!


আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা আপ্পি !:#P !:#P

৫১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০

অপর্ণা মম্ময় বলেছেন: এই পোস্টের দুই একটা গল্প বাদে কিছুই পড়া নেই। আগে যদিও অফ লাইনে কিছু কিছু পড়তাম কমেন্ট না করলেও, এইবার কিছুই পড়ি নাই । কী যে হইলো আমার ! গতকাল একটু ব্লগিং এর মুড এসেছিলো কিন্তু সার্ভারের কারণে আর আসতে পারলাম না ।

এই সংকলন টা প্রিয়তে রাখলাম। ইনশাহ্ললাহ সময় করে একটু একটু পড়বো।

শুভেচ্ছা টিমের সবাই কে

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪

মামুন রশিদ বলেছেন: আপনি অনিয়মিত হয়ে পড়েছেন, গত মাস থেকে ব্লগে আপনাকে খুব একটা দেখা যায় নি । হয়ত কোন কারনে ব্যস্ত আছেন, কিন্তু ব্লগের গল্প কবিতারা আপনার অপেক্ষা করে ।

ভালো থাকা হোক সব সময় । শুভ কামনা ।

৫২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

রক্তলেখা বলেছেন: ভাল কাজ।

+
*

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । শুভ কামনা :)

৫৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫

দীপান্বিতা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা...

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২১

মামুন রশিদ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা দীপান্বিতা :)

৫৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

আমি তুমি আমরা বলেছেন: অধিকাংশই পড়া হয় নাই।শ্রমসাধ্য এই সংকলনের জন্য ধন্যবাদ :)

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭

মামুন রশিদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)


হ্যাপি নিউ ইয়ার !:#P

৫৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

সন্ধ্যা প্রদীপ বলেছেন: এই সংকলনের জন্য মামুন রশিদ ভাইকে ধন্যবাদ।এত্তগুলো ভাল গল্প একসাথে পাওয়া অসম্ভব ছিল এই উদ্যোগ ছাড়া।

নতুন বছরের শুভেচ্ছা রইল।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ সন্ধ্যা প্রদীপ ।


হ্যাপি নিউ ইয়ার !:#P

৫৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৯

অপ্রচলিত বলেছেন: অসাধারণ এবং অসম্ভব সমৃদ্ধ একটি সংকলন। কিছু গল্প পড়েছি আগেই, যা সত্যি অনেক ভালো লেগেছে। প্রিয়তে ঢুকিয়ে দিচ্ছি এক ধাক্কায়। পরে সময় করে বাকিগুলো পড়ে দেখব।

অসংখ্য ধন্যবাদ আপনাকে গল্পগুলো সংগ্রহ করার জন্য।
ভালো থাকুন নিরন্তর।।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৫

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন । :)

৫৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:২৭

ভিয়েনাস বলেছেন: ডিসেম্বর মাসটা আমি পুরাই অফ ছিলাম।কিচ্ছু পড়া হয়নি।প্রিয়তে রেখে দিলাম।সময় করে পড়তে হবে।
এমন কঠিন কাজের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্রো :)

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, বেশ কিছু দিন আপনি ছিলেন না । এখন থেকে আশাকরি নিয়মিত পাব ।

ভালো থাকবেন কবি । শুভ কামনা :)

৫৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০

গোল্ডেন গ্লাইডার বলেছেন: প্রিয়তে

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ :)

৫৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

তাসজিদ বলেছেন: মামুন ভাই,

এত পরিশ্রম কিভাবে করেন।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

মামুন রশিদ বলেছেন: হাহাহা, নিজের প্রয়োজনেই করি । এটা না করলে এত গল্পকারদের চিনতাম না, তাদের গল্পও পড়া হতো না ।


ধন্যবাদ তাসজিদ :)

৬০| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

মোঃ ইসহাক খান বলেছেন: অনেক পরিশ্রমী কাজ। কৃতজ্ঞতা এবং সাধুবাদ রেখে গেলাম।

১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার ।

৬১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: কি আর বলব, ধন্যবাদ ছাড়া আর কিছু দেবার নেই। এত পরিশ্রম আর ধৈর্য নিয়ে ব্লগিং করে চলেছেন, সত্যিই বাহবা দেবার মত।

শুভেচ্ছা।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা প্রিয় ব্লগার :)

৬২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

টুম্পা মনি বলেছেন: সত্যি অসাম। শুভকামনা।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৮

মামুন রশিদ বলেছেন: শুভকামনা নিরন্তর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.