![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আকাশ ছোঁব । গাঢ় নীলে ভাসাবো স্বপ্ন খেয়া । বোধের অতল থেকে ডুব সাঁতারে তুলে আনি একেকটি শব্দ । চাঁদের বুড়ির চরকা কাটা সুতোয় গেঁথে বানাই কবিতা । ছোপ ছোপ সাদা মেঘের পাপড়ি উড়াই ইচ্ছে ঘুড়ি । আমার কবিতা ছোঁয় আকাশ! আর আমি ছুঁই তোমাকে, পারমিতা..
পারমিতার আঙুল ছুঁয়ে হেটে বেড়াই বুনো ঘাস ছাওয়া নির্জন মাঠ । কাঁটা ঝোপের আড়াল থেকে ভেসে আসা কুহকের ডাক বিদীর্ণ করে স্তব্ধ দুপুর । লোমকুপে হর্ষ জাগায় চেপে ধরা হাতের মিষ্টি আলিঙ্গন । আলপথের ঝুড়ঝুড়ে এঁটেল মাটি ভেঙ্গে পড়ে তার কোমল পায়ের আলতো চাপে । সামনে ঝুঁকে পড়া পারমিতার শরীর খুঁজে সাম্যাবস্থা, আমার পিঠের উপর । আমি ভূলুন্ঠিত হই, পারমিতার প্রেমে!
-ধ্যাত্তেরি! পা ব্যাথা হয়ে এলো..
পারমিতা আমাকে টেনে হিঁচড়ে এনে বসায় সিমেন্টের পাটাতনে, নাগরিক পার্কে । নাগরিক ইট কাঠ ঘিরে রাখে আমার আকাশ । আমার কবিতা প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে হাইড্রলিক হর্ণ হয়ে । দেয়াল ঘেরা ছোট্ট পার্কটি হয়ে উঠে আমাদের প্রেমের নিত্য বসত ।
-এভাবেই কি চলবে?
-কেন চলবে না? হাতে হাত রেখে দিব্যি কাটবে জীবন!
-হেয়ালী রাখো! কিছু একটা না করলে বিয়ে করবে কিভাবে?
-তোমার আমার প্রেমে বিয়ে কোন বাধা ই নয়!
পারমিতার মুখশ্রী পাণ্ডুবর্ণে রুপ নেয় সহসাই । একরাশ শাপ শাপান্ত ছুটে আসে আমার দিকে । ভালোবাসার বোধ গভীরতার সাথে আয় উপার্জনের তুলনা কবি মনে বিবমিষা জাগায় । জাগতিক মোহের কাছে আমার ভালোবাসাকে হারতে দিতে পারি না । আমার ভালোবাসা যেমন গভীর তেমনই বিনাশী । আমি তাকে শুনাই সেই মোহময় কবিতা, জগত সংসার তুচ্ছ করে যেখানে শুধু ভালোবাসারই জয়গান ।
পারমিতা তাচ্ছিল্যের হাসি দিয়ে উড়িয়ে দেয় সব । সেই হাসি ছুড়ির ফলার মত বিদ্ধ করে আমার আজন্ম বিশ্বাস । তিলে তিলে গড়ে তোলা আমার স্বপ্নসৌধ মুহূর্তে ছারখার হতে দেখে আমিও পারমিতাকে চুড়ান্ত সাবধান করে দিই । নিকারাগুয়ান কবি আর্নেস্টো কার্দেনালের কবিতা আমি গেয়ে উঠি কবির সুমনের সুরে,
"সাবধান হও পারমিতা! হেসোনা এসব কথা শুনে
সময় খাজাঞ্চীর মত, হিসেব রাখছে গুনে গুনে.."
আমার সাবধান বানী মুহূর্তে তাতিয়ে দেয় পারমিতাকে । এক ঝটকায় পাটাতন থেকে উঠে দাঁড়িয়ে রণরঙ্গিনী সাঁজে ঝাপিয়ে পড়ে সে,
-একটাও বাজে কথা বলবা না! কবিতা খেয়ে পেট ভরবে? সকালে কবিতার পরোটা কবিতার অমলেট, দুপুরে কবিতার বিরিয়ানি, বিকেলে কবিতার চা-বিস্কিট, রাতে কবিতার সবজী-ভাতের ডিনার, বাহ!
আর শোন, আমি তোমার স্বপ্নের পারমিতা নই । আমি পাতা, এই ব্যস! তোমাকে তিনদিন সময় দিলাম, এর ভিতরে আমাকে বিয়ে করবা আর না হয় পাতা'কে চিরতরে ভুলে যাবা! দিস ইজ ফাইনাল!
অবাক বিস্ময়ে দেখে যাই স্বপ্নকণ্যার ক্রম বিবর্তন, পারমিতা এখন শুধুই 'পাতা' । আর তাই বিবর্তিত আমিও আজ শুধুই এক গৃহী । ককশ্য রমনীকন্ঠে কান ঝালাপালা সকাল নিয়ে আসে কাঁচা বাজারের বার্তা । ওয়াসার দুর্গন্ধময় পানি ছিটিয়ে দেয়া সবজীতে খুঁজি সতেজতা । সন্দিগ্ধ হাতে কানকা টিপে টিপে মাছে খুঁজি রাসায়নিক । তের নাম্বার বাসের বাদুর ঝোলা নিত্য অফিস যাত্রী । কবিতার বদলে দিনভর লিখি ডেবিট ক্রেডিটের লেজার জার্নাল ।
কোন এক অবসন্ন দুপুরে ভুলে যাওয়া কবিতারা আবার ফিরে আসে চুপিচুপি, ফিরে আসে পারমিতাও । সেই বেড়ে যাওয়া হৃদস্পন্দন, সেই স্বপ্ন খেয়ায় ফানুস উড়ানো । পারমিতাকে নিয়ে লেখা কবিতায় ভরে যায় প্রাইভেসি সেটিংস দেয়া অফিস ফোল্ডার । কে যেন শুনিয়ে গেল অফিসে নতুন সিইও আসছে! ইংল্যন্ড থেকে এমবিএ করা, মাল্টিন্যাশনালে ক্যারিয়ার গড়া শার্প প্রফেশনাল এক লেডি! কি এসে যায় তাতে, নাম যে তার 'পারমিতা বোস!'
ইনট্রোডিউসিং মিটিং উইথ পারমিতা বোস!
উত্তেজনার ঝড়ো হাওয়া পুরো হলরুম জুড়ে, আমি ধীর স্থির । এমডি স্যারের সাথে এলেন এক অপরুপা রমনী । নিটোল চাহনী, যেন শিল্পীর হাতে গড়া মূর্তি । চোখ থেকে ঠিকরে পড়ছে মায়াবী আলো, যেন বা বনলতাসেন! জামদানী শাড়িতে অতি সাধারণ সাজগোজ । শরীর জুড়ে মধ্য চল্লিশের বাঁধ না মানা ভরাট যৌবন! যাদুময় কথা বলার ভঙ্গী, অদ্ভুত সুন্দর গলায় ব্যক্তিত্ব আর কর্তৃত্ব ঝরে পড়ছে । আমি অবাক বিস্ময়ে দেখছি, চোখের সামনে পারমিতার কবিতারা কথা বলছে যেন..
-হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় সারির মাঝখানে আপনি...??
পাশে বসা কলিগের মৃদু ধাক্কায় আত্মস্থ হলাম । পারমিতা বোস আমাকে উদ্দেশ্য করেই কি যেন বলছেন! আমি বিস্ফোরিত চোখ নিয়ে দাঁড়ালাম..
-অনেকক্ষন ধরেই দেখছি আপনি এবসেন্ট মাইন্ডেড! কি নিয়ে ভাবছিলেন এত? কবিতা টবিতা লেখা হয় নাকি!
পুরো হলরুম জুড়ে একটা মৃদু হাসির তরঙ্গ বয়ে যায় । বিব্রতকর অবস্থা কোনরকম সামলে শুধু বলি,
-না সরি ম্যাম প্লিজ..
-কোন ডিপার্টমেন্ট?
-ম্যাম.. একাউন্টস..
-ওকে, বি এটেন্ডটিভ! প্লিজ সিট ডাউন ।
দিন কতক পর পারমিতা বোসের সাইন করা বদলিপত্র পেয়ে প্রাণে পানি ফিরে আসে, চিত্তে ফিরে চাঞ্চল্য । পারমিতার প্রেমিক আজ পারমিতা বোসের ব্যক্তিগত সচিব । মিরর টেবিলের সামনে দাঁড়িয়ে টাইয়ের নট মোটা করে বাঁধি । আড়চোখে পাতা'র জ্বলেপুড়ে যাওয়া অবয়ব দেখে মুচকি হাসি । বদলিপত্র দেখার পর থেকেই পাতা রহস্যজনক ভাবে নিশ্চুপ । সন্দেহ দানা বাঁধা শকুনি চোখের তীর্যতাকে তোড়াই পাত্তা দিয়ে বেড়িয়ে পড়ি ।
পাতা'র জব্ধ হওয়া পানসে মুখের উপর বিজয় চিহ্ন দেখিয়ে ফুরফুরে মেজাজে অফিসে আসি । বিজয়ের রেশ আর থাকলো কই? সুন্দর মুখশ্রীর আড়ালে এ যে আরেক সিংহী নারী । বিজয়ের আতিশয্যে সামান্য কটা টাইপো মাত্র! কড়া স্বরে শুনিয়ে দিলে, মনযোগ না দিতে পারলে জব করার দরকার নেই! হু..
যে নীরবতাকে জব্ধ ভেবেছিলাম, বুঝিনি তা ছিল টর্নেডোর পূর্বাভাস! সামান্য ছুতোয় পাতা এখন দ্বিগুন তেজে তেড়ে আসে । সেই কর্কশ শব্দগুলোর সাথে যোগ হয় পারমিতা বোস কে নিয়ে অশ্রাব্য ইংগিত । ঝালাপালা কান আর রক্তপিনিক উঠা মাথাকে নিস্তার দিতে বেরিয়ে আসি বাসা থেকে ।
অফিসেও দুদন্ড শান্তি নেই । বোর্ড মিটিং এর প্রস্তুতি চলছে, রাত দশটা পর্যন্ত কাজ করেছি এক নাগাড়ে । তবুও রেহাই নেই । কলিগদের সামনেই পারমিতা বোস খিচিয়ে উঠলো, ইউ বুলশিট!
আর সম্ভব নয়! ঘরে-বাইরে পুরো বিষিয়ে গেছি । এই দুই খন্ডারনীকে উপযুক্ত শিক্ষা দিতে হবে । হ্যাঁ, আজই দিব । মতিঝিল থেকে ১৩ নাম্বার বাসে না উঠে হাটতে থাকি বঙ্গবন্ধু এভ্যিনিউ'র দিকে । রুচিতা বারে আজ চিবিয়ে চিবিয়ে খাব এই দুই পিচাশ নারীর হাড় মাংস ।
ওয়েটার কড়া দু'পেগ হুইস্কির গ্লাস আর সোডার বোতল দিয়ে যায় । গ্লাস হাতে নিয়ে চুকচুক করে ঢেলে দিলাম অনেকটুকু । একটা তীব্র ঝাঁজ হঠাৎ চোখমুখ ঝাপসা করে দিলো । শয়তান ওয়েটার পাশে এসে মুচকি হেসে বলে, স্যার সোডা মিশিয়ে নিন । একটা কড়া চাহনী দিয়ে ইশারায় আরো দু'পেগ অর্ডার দিই ।
হুইস্কির গ্লাসটার দিকে চোখ পড়তেই দেখি, তরলের রঙ পরিবর্তিত হয়ে টকটকে লাল হয়ে গেলো । পাতা'র লাল রক্ত যেন মিশে গেছে সোডার বদলে । আর থিকথিক করা ঐ জিনিসটা পারমিতা বোসের মগজ । রক্ত আর মগজ মেশানো হুইস্কি পান করি দুনিয়ার তাবৎ নিপীড়িত কবিদের স্বাস্থ্য প্রার্থনা করে ।
বদমাশ ওয়েটার বলে কিনা আমি ওভার ড্রান্ক হয়ে গেছি! ওর চৌদ্দগুষ্ঠিকে শাপশাপান্ত করে নেমে আসি বার থেকে । একাকী রাস্তায় আমি ছাড়া আছে কয়েকটা নেড়ি কুকুর । ওদের অতিক্রম করে এগিয়ে যাই নির্জন আব্দুল গণি রোডের দিকে ।
ঐ যে আকাশের বিশাল চাঁদ মোহময় হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে । আজকে চাঁদ এত কাছে এলো কিভাবে? চাঁদের বুকে আসন গেড়ে বসে পারমিতা আমায় আহবান করছে । আমার কবিতার পারমিতা, আমার স্বপ্নের পারমিতা ফুলেল বাসর সাজিয়ে আমার অপেক্ষায় । পারমিতার ডাকে সাড়া দিয়ে আমি তরতর করে ল্যাম্পপোস্ট বেয়ে উঠে যেতে থাকি চাঁদের দিকে..
চোখ খুলতে গিয়ে প্রচন্ড ব্যথায় কুঁকরে যাই । অনুভব করতে চেষ্টা করি, আমি কোথায় আছি! আস্তে আস্তে চোখ খুলে দেখি একটা ঘরে ধবধবে সাদা বিছানায় শুয়ে আছি । জানালায় সাদা পর্দা ঝুলছে । সাদা গাউন পড়া নার্স সাদা ব্যান্ডেজে মোড়ানো আমার হাতের কবজি ধরে আছে ।
'পেশেন্টের সেন্স ফিরেছে' বলেই নার্সটা দরোজার দিকে হাটা ধরে । ঘাড় ঘুরিয়ে আশপাশটা ভালো করে দেখতে গিয়ে দুই জোড়া চোখের তীব্র দৃষ্টিতে বিদ্ধ হই । আমার স্ত্রী 'পাতা' আর বস 'পারমিতা বোস' শ্যেন দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে ।
।।.........................................................................।।
যারা আমার বোধ কে নাড়ায় সতত, কবিদের প্রতি উৎসর্গীত!
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮
মামুন রশিদ বলেছেন: প্রথম মন্তব্যে ধন্যবাদ বৃতি
২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫
শরৎ চৌধুরী বলেছেন: যাক কবিদের বিষয়টা মাথায় রেখেছেন তাহলে।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০
মামুন রশিদ বলেছেন: কবিরা নমস্য । উনাদের জন্যই দু'কলম লেখার তাড়না বোধ করি । ধন্যবাদ শরৎ ভাই
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭
মিমা বলেছেন: হাহা! আপাতত ভালো লাগা দিয়ে গেলাম মামুন ভাই, বিস্তারিত মন্তব্য পরে করছি, অবশ্য যদি প্লাস বাটন কাজ করে তবে আর কি!
ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১
মামুন রশিদ বলেছেন: ভালোলাগা জানানোয় অনেক ধন্যবাদ আপু । আবার আসবেন, গল্প কেমন লেগেছে জানালে খুশি হব
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: ঘাড় ঘুরিয়ে আশপাশটা ভালো করে দেখতে গিয়ে দুই জোড়া চোখের তীব্র দৃষ্টিতে বিদ্ধ হই । আমার স্ত্রী 'পাতা' আর বস 'পারমিতা বোস' শ্যেন দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে ।
হুয়াটে ফিনিশিং ব্রো । প্রিয়তে নিলাম।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আলমগীর । ভালো থাকবেন
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
জগতের সকল কবি এক হও। মামুন ভাই এবার তবে কবিদের সালাম গ্রহণ করুন শতত। গল্প ভাল লাগছে খুব।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪
মামুন রশিদ বলেছেন: কবিরা নমস্য । আমার অন্তরে উনাদের স্থান অনেক গভীরে । ভালো থাকবেন কান্ডারি
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬
অপর্ণা মম্ময় বলেছেন: চমৎকার একটা লেখা পড়লাম মামুন ভাই। কবিতার পরোটা ভাজি, বিরিয়ানি কি করে হিসাবের লেজার হয়! পারমিতা বোস আর পাতা মিলে কবিকে ত্যানা ত্যানা করে দিলেও কবির ভেতরের যে আকুলতা " মায়াবি পারমিতাকে" ঘিরে সেটা কিন্তু ঠিকই পাঠককে ছুঁয়ে গেছে।
খুব উপভোগ করলাম এই লেখা। আমার এখানেও একজন " বোস" সাহেব আছেন, সবই দেখছেন, সময়ে বলে উথবেন " বুলশিট " !!!
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬
মামুন রশিদ বলেছেন: আমাদের স্বপ্নেরা এভাবেই ত্যানা ত্যানা হয়ে যায় । তবুও স্বপ্ন বেঁচে থাকে, বাঁচিয়ে রাখে ।
এই রকম মন্তব্যের লোভেই বারবার লিখতে ইচ্ছে করে
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭
ইমরাজ কবির মুন বলেছেন:
ঢুলঢুলে লেখা !
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০০
মামুন রশিদ বলেছেন: ঢুলঢুলে
ইরাম কথা কইতে পারলেন ইমরাজ?
আচ্ছা, 'ঢুলঢুলে' শব্দটার মানে ইতো বুঝতে পারছি না
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মন ছুঁয়ে যাবার মত লেখা। প্রতিটা লাইন, নাড়িয়ে দিয়েছে মনের অলিগলি। কাব্যিক ছোটগল্প । অসাধারণ। ++++
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ কবি । ব্লগে স্বাগতম
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
ডট কম ০০৯ বলেছেন: সুন্দর লিখছেন।
অনেক গুলা ধইন্ন্যা।
ফিনিসিং টা চমৎকার হইছে।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ! ভালো থাকবেন
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
জুন বলেছেন: দারুন লাগলো মামুন খুবই রোমান্টিক টাইপ।
দুঃখ টুক্ষ লিখে মন খারাপ করে দাওনি তার জন্য প্লাস।
+
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪
মামুন রশিদ বলেছেন: একজন কবির জীবন ঘরে বাইরে ত্যানা ত্যানা হয়ে গেলো, আর আপনার মনে একটুও দুক্ষ লাগলো না
হাহাহা, ধন্যবাদ জুনাপ্পি ভাবী
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪
মুনেম আহমেদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই। পড়ে মূগ্ধ হলাম +++
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই মুনেম আহমেদ । আমার ব্লগে স্বাগতম
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! খুব ভালো লেগেছে মামুন ভাই !
অবশ্য আমি শিরোনাম পড়ার পর থেকেই ভাবছি " পারমিতা!! "
আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কথাও মনে পড়ছে কেন জানি
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭
মামুন রশিদ বলেছেন: মাননীয় মন্ত্রী ব্যাপক খেপছে অভি । 'পারমিতা' নামটা কপিরাইট করে রাখেনি বলে তার আক্ষেপের শেষ নাই
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন মামুন রশিদ ভাই।
আসলেই কবিতা খেয়ে কি আর পেট ভরে?সংসার চলে। শুধু কবিতা খেয়ে প্রেমিকার কী হবে?
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭
মামুন রশিদ বলেছেন: হাহাহা, তবে কি প্রেমিকারা বিয়ের আগেই শুধু কবিতা ভালোবাসে?
ভালো থাকবেন কবি
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪
লেখোয়াড় বলেছেন:
পারমিতা নামটি সকলেরই পছন্দের। এইজন্য এই নামটি নিয়ে অনেক কিছু সৃষ্টি হয়েছে। আজ আপনার এখানে পারমিতাকে পাওয়া গেল। এই নামটি আসলেই মোহনীয়!
আপনি এই লেখা কবিদের উৎসর্গ করেছেন, এজন্য কবিরা লজ্জা পাচ্ছে।
কারণ এমন ভাষা, এমন সৃষ্টি অনেক কবিরাও পারে না। কবিদের ভিতরের সত্বা কাঁপিয়ে দিয়ে আপনিও কবি হয়ে গেলেন। এজন্য গর্বিতও হচ্ছি।
জলজ্যান্ত একটি লেখা। বার বার পড়তে মন চাইবে।
ভাল থাকুন।
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫
মামুন রশিদ বলেছেন: আপনার কমেন্টে আমি লজ্জা পাচ্ছি কবি । আমি কখনোই কবি হতে পারবো না । তবে কবিরা আমার কাছে সব সময়ই বিস্ময়, আনন্দ আর মুগ্ধতার অপর নাম । কবিদের রুপকল্প গড়ার ক্ষমতা আমাকে ভাবতে বাধ্য করে । আমাকে তাড়িত করে বোধের অতল খুঁজতে ।
ভালো থাকবেন কবি । শুভ কামনা
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫
ইমরাজ কবির মুন বলেছেন:
:-<
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১
মামুন রশিদ বলেছেন: কি দিলেন ইমরাজ, কিছুই তো দেহিনা
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫
লাবনী আক্তার বলেছেন: রুচিতা বারে আজ চিবিয়ে চিবিয়ে খাব এই দুই পিচাশ নারীর হাড় মাংস ।
ভাইয়া চমৎকার একটা গল্প। এক নিমিষেই পড়ে ফেললাম। ভীষণ ভালো লেগেছে।
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু লাবনী আপু
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫
বৃতি বলেছেন: আমি কিন্তু শুধুমাত্র "প্রেমিকা" পারমিতা নিয়েই কথা বলছিলাম, "বস" পারমিতাকে নিয়ে নয়
আমি তাকে শুনাই সেই মোহময় কবিতা, জগত সংসার তুচ্ছ করে যেখানে শুধু ভালোবাসারই জয়গান ।
পারমিতা তাচ্ছিল্যের হাসি দিয়ে উড়িয়ে দেয় সব । সেই হাসি ছুড়ির ফলার মত বিদ্ধ করে আমার আজন্ম বিশ্বাস ।
প্রেমিকারা এতো হিসেবী হবে কেন? আমার প্রশ্ন ছিল সেটাই।
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০
মামুন রশিদ বলেছেন: বুঝতে পেরেছি আপু । এখানে সমগ্র প্রেমিকাদের মিন করা হয় নি । প্রেমিক প্রেমিকা দুপক্ষের সমান ভালোবাসায়ই পৃথিবী আজও ভালোবাসাময় । বাট এই গল্পের নায়িকা হিসেবী ছিল, সংসার নিয়ে কবির উন্নাসিকতাকে সে মেনে নেয়নি ।
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সকালে কবিতার পরোটা কবিতার অমলেট, দুপুরে কবিতার বিরিয়ানি, বিকেলে কবিতার চা-বিস্কিট, রাতে কবিতার সবজী-ভাতের ডিনার, বাহ!
খাইতে চাই
গপ ভালো লেগেছে।
পরিমিতা কিন্তু রাকিবের সম্পত্তি।
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩
মামুন রশিদ বলেছেন: বললেই হলো? রাকিব আবার কে?? কপিরাইট দেখাতে পারবে??
হাহাহা, ভালো থাকবেন কবি ।
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২০
ডানাহীন বলেছেন: অনেক কবিতার চেয়েও কাব্যিক এক লেখা । স্বপ্ন এবং বাস্তবতা এই দুইয়ের শ্যেন দৃষ্টি থেকে কারো নিস্তার নাই ।
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ । ভালো থাকবেন ডানাহীন
২০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো।
কিছু অংশ যেন পুরোই কবিতা।
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, আপনাদের পাশে পাশে থাকার ফল । ভালো থাকবেন কবি
২১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পারমিতা তাচ্ছিল্যের হাসি দিয়ে উড়িয়ে দেয় সব ।
সেই হাসি ছুড়ির ফলার মত বিদ্ধ করে আমার আজন্ম বিশ্বাস ।
দারূন লিখেছেন মামুন ভাই,
ভালো কাটুক দিন ।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা । ভালো থাকবেন
২২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০
মাহমুদ০০৭ বলেছেন: ভাই পারমিতা ত মন্ত্রি সাহেবের
কি আর বলব আপনি সবই পারেন । দারুণ! হেভভি কাব্যিক
আপনি এভাবে লিখলে কবিদের কি হবে এতাই চিন্তা করতেছি
কবিদের কি রহম করা যায় না ?
আর সম্ভব নয়! ঘরে-বাইরে পুরো বিষিয়ে গেছি । এই দুই খন্ডারনীকে উপযুক্ত শিক্ষা দিতে হবে । হ্যাঁ, আজই দিব । মতিঝিল থেকে ১৩ নাম্বার বাসে না উঠে হাটতে থাকি বঙ্গবন্ধু এভ্যিনিউ'র দিকে । রুচিতা বারে আজ চিবিয়ে চিবিয়ে খাব এই দুই পিচাশ নারীর হাড় মাংস ।
হাহাহহ ! না ! না ! না!
ভাল থাকুন প্রিয় মামুন ভাই
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
মামুন রশিদ বলেছেন: মন্ত্রী গতকাল থেকেই কপিরাইট কপিরাইট বলে গলা ফাটাচ্ছে । কেন যে কপিরাইট করে রাখেনি, এই আক্ষেপে বেচারা শ্যাষ!
আমার ধারণা প্রতিটা লেখকেরই একটা কবিসত্ত্বা আছে । আর ছোটগল্পের সাথে তো কবিতার সম্পর্ক নিবিঢ় । এ ব্যাপারে সৈয়দ শামসুল হক দারুণ লিখেছেন । লেখাটি পড়ে দেখতে পারেন ।
ছোটগল্প: কথা কতিপয়
শুভ কামনা মাহমুদ
২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২
নাছির84 বলেছেন:
'পাতা'র উপস্থিতিটা ভিন্ন হতে পারে...কিন্তু হাসপাতালে পাশে থাকাটা দুজনেরই নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে !!! কর্তব্য পালন আর অনুভূতি বুঝতে পারা দুটো দুই ভুবনের জিনিষ।
হাসপাতালে যাওয়ার আগে তাদের কেউই আপনাকে বুঝতে পারেনি কিংবা চায়নি। হাসপাতাল থেকে ফেরার পর কি হবে সেটা কি ভবিষ্যতবাণী করার দরকার আছে ?
বুকের ভেতর দলা বেঁধে থাকা বাষ্প উদগীরন করতে হয়তো আবারও একটি রুচিতায় যাবেন। তারপর ফের সাদা বিছানায় ! চোখ মেললে তাদেরকেই দেখতে পাবেন। ক্রমাগত সেবায় সুস্থও হয়ে উঠবেন। কিন্তু ওই পর্যন্তই। কবিতা উদগীরন করেছেন কি মরেছেন !
জানেন না, পেশাজীবি নারী এবং সংসারি নারীর মধ্যে মিল একটাই-কাঠখোট্টা রকমের বাস্তববাদী।
মন্তব্যগুলো চাপিয়ে দেয়া নয়। একান্তই ব্যক্তিগত।
গল্প ভাল হয়েছে।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
মামুন রশিদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ নাছির । ভালো থাকবেন
২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯
হাসান মাহবুব বলেছেন: লেখার কাব্যিক বর্ণনা মুগ্ধ করলো। আর আমিও যেন নিজেকে দেখতে পেলাম। কবি না হয়েও কবির মতো মন কেন যে হইলো আমার!
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
মামুন রশিদ বলেছেন: আপনার গল্পের কাব্যিকতায় আমি বরাবরই মুগ্ধ থাকি হামা ভাই । আর ছোটগল্পের সাথে কবিতার সম্পর্ক তো খুবই নিবিঢ় । দুটোই সিম্বল মেটাফোর দিয়ে আবেগ-অনুভুতি প্রকাশের খেলা ।
ভালো থাকবেন প্রিয় গল্পকার । শুভ কামনা
২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: -একটাও বাজে কথা বলবা না! কবিতা খেয়ে পেট ভরবে? সকালে কবিতার পরোটা কবিতার অমলেট, দুপুরে কবিতার বিরিয়ানি, বিকেলে কবিতার চা-বিস্কিট, রাতে কবিতার সবজী-ভাতের ডিনার, বাহ!
আর শোন, আমি তোমার স্বপ্নের পারমিতা নই । আমি পাতা, এই ব্যস! তোমাকে তিনদিন সময় দিলাম, এর ভিতরে আমাকে বিয়ে করবা আর না হয় পাতা'কে চিরতরে ভুলে যাবা! দিস ইজ ফাইনাল!
অনেক অনেক ভাল লাগা
খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন
+++++ সাথে প্রিয় তে নিলাম
পারমিতা ওহে শুনো কি তা
কবি লিখেছেন বর্ণীল ছন্দের পারমিতা
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০২
মামুন রশিদ বলেছেন: পারমিতা ওহে শুনো কি তা
কবি লিখেছেন বর্ণীল ছন্দের পারমিতা
বাহ! খুব সুন্দর ।
ভালো থাকবেন । শুভকামনা
২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮
উদাস কিশোর বলেছেন: যখন পড়ছিলাম ,মনে হচ্ছিলো আমি চাক্ষুস দেখছি ।
বাহ ! চমত্কার
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৪
মামুন রশিদ বলেছেন: মন্তব্যে ভালোলাগা
২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪১
গেন্দু মিয়া বলেছেন: মামুন রশিদ, পুরোটাই মনোযোগ দিয়ে পড়লাম। প্রথমেই ভাষার বিষয়ে বলবো, এই ভাষাশৈলী নান্দনিক, বলার স্টাইলে নতুনত্ব আছে, পরাবাস্তবতার অনুষঙ্গটাও বেশ কারুময়। সব মিলে আমার মনে হচ্ছে,আমি এখন থেকে গল্প লিখবো। অজস্র ধন্যবাদ, অজস্র শুভকামনা, আরও শুভ কামনা বাংলা সাহিত্যে কিছু নতুন এক্সপেরিমেন্ট করা।
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩
মামুন রশিদ বলেছেন: আপনার মন্তব্যের বিশেষ গুরুত্ব আছে কবি । কারণ আপনি ভাষাশৈলী পড়ান এবং পড়েন । ভাষাবিজ্ঞানী শ্রদ্ধেও দানিউল হক স্যারের সাথে আপনি গবেষণা করেন । ভাষাশৈলী আর নন্দনতত্ত্ব নিয়ে আমার বিশেষ আগ্রহ আছে, যদিও আপনার প্রশংসা একটু বেশিই মনে হয়েছে আমার কাছে ।
আপনার জন্য শুভকামনা কবি
২৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! অসাধারন লিখেছেন মামুন ভাই। মানুষ আমি আমার কেন কবির মত মন!!! তাই রে নাইরে নাইরে গেল সারাটি জীবন।
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২
মামুন রশিদ বলেছেন: মানুষ আমি আমার কেন কবির মত মন!!!
তাই রে নাইরে নাইরে গেল সারাটি জীবন।
অসাধারণ বলেছেন কাল্পনিক! মন্তব্যে সুপার সুপার ভালোলাগা ।
২৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লেখা, খুব ভাল লাগল।
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী । ভালো থাকবেন
৩০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১০
মোঃ কবির হোসেন বলেছেন: প্রিয় মামুন রশিদ ভাই অসাধারন কাব্যিক গল্প পড়লাম। আপনার গল্পের প্রতিকটি লাইন বার বার পড়ার মত। গল্পে আপনার ভেতরের কবি তথা সকল কবিদের ঘরে বাইরের দন্যদশা এমনভাবে মর্মস্পর্শ করলো যা ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু বলবো-অসাধারন এবং অসাধারন। শুভ কামনা শতত।
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ মোঃ কবির হোসেন । আপনাকে অনেকদিন পর দেখলাম ।
৩১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
বোধহীন স্বপ্ন বলেছেন: হায়, এভাবেই কবিতা বাস্তবতার কাছে বার বার মার খায়। ভালো লাগল কাব্যধর্মী ছোটগল্প।
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ বোধহীন স্বপ্ন । ভালো থাকবেন
৩২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
সকাল রয় বলেছেন:
খুব সুন্দর ......
অনেক উদাসী পাঠকের মতোর কথা। বাঙালীরা চারনকবি তাই তাদের হাতের কলমে সৃষ্টি হয় দৃর্দান্ত সব সৃষ্টি।
আপনার লেখা পড়ে তাই মনে হলো।
পারমিতাকে নিয়ে আমিও লিখেছে তবে আপনার মতো অতো সুন্দর ভাবে পারিনি।
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ কবি । মুলত কবির সুমনের গান শুনেই পারমিতাকে নিয়ে গল্প লেখার চিন্তা মাথায় এসেছে । গল্পটা লিখেছিলাম বেশ কিছুদিন আগে ।
পারমিতাকে নিয়ে কবি অরুদ্ধ সকাল আর মাননীয় মন্ত্রী মহোদয়ের কবিতা পড়েছি । আপনার লেখাটা পড়ার ইচ্ছে পোষণ করি । যদি কষ্ট করে লেখাটার লিংক দিতেন ভালো হত ।
ভালো থাকবেন কবি । শুভকামনা নিরন্তর
৩৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
সুমন কর বলেছেন: বরাবরের মতো চমৎকার লেখনী। পড়ছিলাম আর শব্দের গাঁথুনী দেখে মুগ্ধ হচ্ছিলাম। অনেক সুন্দর হয়েছে। সুমন চট্টোপাধ্যায়, পারমিতা নিয়ে গান লিখে ভালই করেছে। ভিন্ন ভিন্ন অসাধারণ লেখা পাচ্ছি। ++++++
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৫
মামুন রশিদ বলেছেন: আমাদের জেনারেশনের মন ও মননে সুমনের গানের একটা বিশাল ছাপ আছে । যদিও মুল কবিতাটি আর্নেস্টো কার্দেনালের, সুমনই এটার অনুবাদ আর সুর দিয়েছেন ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সুমন । শুভকামনা
৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৩
ইখতামিন বলেছেন:
আপনার গল্পগুলো অনেক ভালো হয়।
পারমিতার কথা শুনে কিছু কিছু স্মৃতি মনে পড়ে গেলো
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১০
মামুন রশিদ বলেছেন: বাস্তব জীবনেই তাহলে আপনি পারমিতার ছোঁয়া পেয়েছেন । নিহসন্দেহে ভাগ্যবান
হাহাহা, অনেক ধন্যবাদ ইখতামিন
৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৯
অরুদ্ধ সকাল বলেছেন: ঐ যে আকাশের বিশাল চাঁদ মোহময় হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে । আজকে চাঁদ এত কাছে এলো কিভাবে? চাঁদের বুকে আসন গেড়ে বসে পারমিতা আমায় আহবান করছে । আমার কবিতার পারমিতা, আমার স্বপ্নের পারমিতা ফুলেল বাসর সাজিয়ে আমার অপেক্ষায় । পারমিতার ডাকে সাড়া দিয়ে আমি তরতর করে ল্যাম্পপোস্ট বেয়ে উঠে যেতে থাকি চাঁদের দিকে..
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯
মামুন রশিদ বলেছেন: কিছু বললেন না যে কবি! গল্প নিয়ে আপনার কথা শুনার জন্য মুখিয়ে আছি ।
৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩
মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার একটা গল্প পড়লাম ভাইয়া। অনেক ভাল লাগল। শুরুর বর্ণনাটুকুতে মোহাচ্ছন্ন হয়ে গিয়েছিলাম।
"তখন তোমার হাসি নিয়ে, চুলচেরা বিচারের খেলা
আগামীর আদালতে যাবে আজকের যত অবহেলা।"
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪
মামুন রশিদ বলেছেন: "তখন তোমার হাসি নিয়ে, চুলচেরা বিচারের খেলা
আগামীর আদালতে যাবে আজকের যত অবহেলা।"
পুরো গানটিই অদ্ভুত সুন্দর!
ভালো থাকা হোক প্রিয় ব্লগার । শুভ কামনা
৩৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮
শুঁটকি মাছ বলেছেন: কবির জন্য সমবেদনা প্রকাশ করা উচিত। কিন্তু আমার কেন যেন হাসি আসছে!!!!!!
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪
মামুন রশিদ বলেছেন: ঘরে বাইরে কবির জীবন ত্যানা ত্যানা হয়ে গেলো, আর তুমি কিনা হাসছো
৩৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬
ইমরাজ কবির মুন বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫
মামুন রশিদ বলেছেন: খ্যাক খ্যাক
৩৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পারমিতাকে পুরাই বাজারি বানিয়ে ফেললেন মামুন ভাই । সুমন নিয়ে এলেন এক পারমিতাকে , আমি আনলাম আরেকজনকে । আর আপনি ? আপনি কি করলেন ?? আপনি এক সাথে নিয়ে এসেছেন দুই দুইজন পারমিতাকে !!!
বলি,পারমিতা কি বাজারে সস্তা যাচ্ছে আজকাল ??
পারমিতাকে নিয়ে কোন চুদুর ভুদুর মেনে নেয়া হবে না ।
মাইনাস !
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩
মামুন রশিদ বলেছেন: তাড়াতাড়ি কপিরাইট করে রাখেন মন্ত্রী! নইলে একদিন দেখবেন পারমিতা সবার হাতে হাতে ঘুরছে ।
০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯
মামুন রশিদ বলেছেন: আপনি আমি ছাড়াও এখানে আসা কবি সকাল রয়, অরুদ্ধ সকাল পারমিতা বন্দনা গেয়েছেন । ইখতামিন ভাইয়ারও স্মৃতি তুমি পারমিতা আছে
৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৪
অন্তরন্তর বলেছেন:
এক কথায় চমৎকার।
লেখক বা কবি হওয়া আমার কাছে
খুব কঠিন। শুভ কামনা।
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ । শুভ কামনা
৪১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৫
এহসান সাবির বলেছেন: একদিন আকাশ ছোঁব । গাঢ় নীলে ভাসাবো স্বপ্ন খেয়া । বোধের অতল থেকে ডুব সাঁতারে তুলে আনি একেকটি শব্দ । চাঁদের বুড়ির চরকা কাটা সুতোয় গেঁথে বানাই কবিতা । ছোপ ছোপ সাদা মেঘের পাপড়ি উড়াই ইচ্ছে ঘুড়ি । আমার কবিতা ছোঁয় আকাশ! আর আমি ছুঁই তোমাকে......!!!
শুরুটাই অদ্ভুত....!!
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ এহসান সাবির । ভালো থাকবেন
৪২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
মিমা বলেছেন: ফিরে আসতে একটু দেরিই হয়ে গেলো মামুন ভাই!
বাক্য তো সবাই গঠন করতে জানে, শব্দ সাজানোয় আপনার মুন্সিয়ানার কোনই তুলনা নেই মামুন ভাই!
বোধের অতল থেকে ডুব সাঁতারে তুলে আনি একেকটি শব্দ । চাঁদের বুড়ির চরকা কাটা সুতোয় গেঁথে বানাই কবিতা । ছোপ ছোপ সাদা মেঘের পাপড়ি উড়াই ইচ্ছে ঘুড়ি । আমার কবিতা ছোঁয় আকাশ! আর আমি ছুঁই তোমাকে, পারমিতা..
চমৎকার! শুরুতেই বাজিমাত!
আর গল্প নিয়ে কি বলি, শেষে নেমে আসতেই মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন আপনি, তাই তো দুপুরে ছোট্ট করে হলেও ভালোলাগা আমাকে জানিয়ে যেতেই হয়েছে!
ইয়ে, কবি কবি মন মনে হয় আমারও আছে। :!> শুধু শব্দ, উপমা, রুপক আর ছন্দ নেই আর কি যা! ব্যাপার না, মনই আসল!
শুভরাত্রি মামুন ভাই। ভালো থাকুন।
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মিমা, কষ্ট করে আবার এসে মন্তব্য করেছেন ।
আসলে আমাদের সবার ভেতরে একটা কবিসত্ত্বা আছে । আমরা এটাকে সংগোপনে লালন করি । লেখালেখির গভীরে ঢুকে গেলে শব্দ উপমা রুপক এসে পড়ে, ছন্দ মিলে যায় ।
ভালো থাকবেন আপু । শুভকামনা নিরন্তর
৪৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার চমৎকার !!!!!!!!!!!!!!
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু, থ্যান্কু আপু
৪৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
শায়মা বলেছেন: ছবিটা দেখেই মজা পেয়েছি।
আর পারমিতা আর পাতাভাবী!!!!!!!!!!!
মজার !!!!!!
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪
মামুন রশিদ বলেছেন: হাহাহা, দেবদাসের কথা মনে পড়লো কি?
উনার ও তো দুই নায়িকা!!!
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২
মামুন রশিদ বলেছেন: ঘরে বাইরে কবির ত্যানা ত্যানা হওয়া দেখেও আপুনি'র মজা লেগেছে!!!
মাইনাস
৪৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪
শায়মা বলেছেন: হাহাহা ঠিক তাই ঘরে বাইরে দেশে সবখানেই তো ত্যানা ত্যানা........
০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪
মামুন রশিদ বলেছেন: ত্যানায় ত্যানায় ত্যানাজট
৪৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০
শাপলা নেফারতিথী বলেছেন: খুব ভালো লেগেছে..
০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপু
৪৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮
অরুদ্ধ সকাল বলেছেন: ভাউ রে আন্নের কবিতা হড়ি তো বেহুশ হয়ি গেছি।
ভালা লাইগচে
আন্নের হারমিতা সাবধান হইছে কিনা জানিন। আর হারমিতা বইলচে আই যদি আর কবিতা লিখি তো হেতে আর ছাড়ি চলি যাইব।
কবিতা তো ছাড়ি যাইতো ন
হের লাগি হেতেরেই ছাড়ি দিছি।
কবিতা ছাড়ন যাইত ন.......
০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
মামুন রশিদ বলেছেন: ভাউরে ভাউ! আন্নে কবিতার লাগি হারমিতা রে ছাড়ি দিছেন! কবিতা ছাড়ন যাইত ন...
কবিতাকে আষ্টেপৃষ্ঠে ধরে রাখেন কবি । পারমিতা পালিয়ে যাবে কই? কবিতার ভেতরেই যে তার বাস..
শুভকামনা কবি
৪৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭
মাহমুদ০০৭ বলেছেন: মন্ত্রীর জন্য খারাপ লাগছে
আহারে ! কাভা ভাইয়ের কমেন্টে লাইক ! কি কইল গুরু !!
আবার পড়লাম মামুন ভাই গল্পটা ।
হা প্রত্যেকের কবি সত্ত্বা থাকে । আমার ও আছে ।
ভাব আছে । খালি শব্দের অভাব
দিন দিন আপ্নের ফিদা হইয়া যাইতেছি । এইভাবে লিখলে কবির ভাত জায়গায় শেষ । প্রিয়তে নিলাম । কাজে লাগবে আমার ।
ভাল থাকুন প্রিয় মামুন ভাই
০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
মামুন রশিদ বলেছেন: মন্ত্রীর কমেন্ট দেখছেন তো, পুরাই আপসেট! ওর দাবী মতে সুমন গান গাইছে ঠিক আছে, আর বাকিটা সে দেখবে (লিখবে)
কবির ভাত নষ্ট হবে না মাহমুদ । উনাদের কবিতা পড়ে পড়েই তো মাথায় গল্প লেখার পিনিক উঠে । তাই উনাদের ভাত নষ্ট করা যাবে না কিছুতেই
ভালো থাকবেন মাহমুদ । শুভ কামনা
৪৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার এই গপ টা আপনার অন্যান্য গপ থেকে আলাদা হইছে, বিশেষ করে কাব্যিক বর্ণনা
গপ ভালা লাগছে!
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান
এটা হলো আপনাদের (কবিদের) আশে পাশে থাকার প্রভাব
৫০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৫
খেয়া ঘাট বলেছেন: একগুচ্ছ লাইকস।
"লেখক বলেছেন: ঘরে বাইরে কবির জীবন ত্যানা ত্যানা হয়ে গেলো, আর তুমি কিনা হাসছো "
০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৭
মামুন রশিদ বলেছেন: হাহাহা,
অনেক অনেক ধন্যবাদ ভাইজান
৫১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩
একলা ফড়িং বলেছেন: কাব্যল্প(কাব্যের মতো যে গল্প) অনেক চমৎকার লেগেছে! বিশেষ করে প্রথম দিকের প্যারাগুলোর কাব্যিক বর্ণনা অনেক বেশি ভালো লেগেছে!
০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ একলা ফড়িং
৫২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩২
ভিয়েনাস বলেছেন: মামুন ভাই কথা সত্য বলেছেন, কবিরা ঘরে বাইরে সর্বত্র ত্যানায় ত্যানায় ত্যানাজটে আবদ্ধ।
ছমৎকার ছোটগল্প লিখেছেন।পড়ার সময় গম্ভীরতা ধরে রাখতে গিয়েও পারিনি,হেসে ফেলেছি বেচারা কবি।
সুন্দর হয়েছে।
০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২
মামুন রশিদ বলেছেন: গুরুগম্ভীরতার ভয়ে উপরে ফানি ছবি লাগিয়েছি, যেন হাসি হাসি মুডে সবাই গল্প পড়ে
হাহাহা, বেচারা কবি!!!
৫৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রচন্ড ভাললাগা রেখে গেলাম,,,,,,,,দারুন
০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৪
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু
৫৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭
নাহিদ রুদ্রনীল বলেছেন: দুর্দান্ত। গল্পে এক দারুন ছন্দ আছে। পড়ে বেশ ভাল লাগলো।
০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ নাহিদ রুদ্রনীল
৫৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭
আমি ময়ূরাক্ষী বলেছেন: পারমিতার আঙুল ছুঁয়ে হেটে বেড়াই বুনো ঘাস ছাওয়া নির্জন মাঠ । কাঁটা ঝোপের আড়াল থেকে ভেসে আসা কুহকের ডাক বিদীর্ণ করে স্তব্ধ দুপুর । লোমকুপে হর্ষ জাগায় চেপে ধরা হাতের মিষ্টি আলিঙ্গন । আলপথের ঝুড়ঝুড়ে এঁটেল মাটি ভেঙ্গে পড়ে তার কোমল পায়ের আলতো চাপে । সামনে ঝুঁকে পড়া পারমিতার শরীর খুঁজে সাম্যাবস্থা, আমার পিঠের উপর । আমি ভূলুন্ঠিত হই, পারমিতার প্রেমে!
চমৎকার। কাব্যের আদলে গদ্যরচনা।
০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
মামুন রশিদ বলেছেন: হাহাহা, চেষ্টা করেছি আপু । কবিতা লিখতে পারিনা, তাই গল্পেই কবিতা লেখার চেষ্টা করে দেখলাম
৫৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০
সায়েম মুন বলেছেন: গল্পটা বেশ লাগলো। অনেক জায়গায় কাব্যিকতা বজায় রেখে লিখেছেন।
০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি
৫৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: দুর্দান্ত! কাব্যিক! লৌমহর্ষক! রোমাঞ্চকর!
৮ নম্বর পিলাচ
০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
মামুন রশিদ বলেছেন: তেজি শব্দ, সাথে আবার বোল্ড করা
শিরদাঁড়ায় একটা সুখের শিহরন বয়ে গেল মাইনুল ভাই ।
মন্তব্যে ঝাঁজা
৫৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫০
আমিই মিসিরআলি বলেছেন: প্রথম থেকে পড়ার সময় মনে হচ্ছিল যেন কবিতা পড়ছি
শেষে দেখি এটা আসলেই কাব্যল্প
ভালো লাগলো মামুন ভাই
১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫
মামুন রশিদ বলেছেন: ভালো লাগায় অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকবেন ভাই
৫৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩
সুরঞ্জনা বলেছেন: পারমিতার আঙুল ছুঁয়ে হেটে বেড়াই বুনো ঘাস ছাওয়া নির্জন মাঠ । কাঁটা ঝোপের আড়াল থেকে ভেসে আসা কুহকের ডাক বিদীর্ণ করে স্তব্ধ দুপুর । লোমকুপে হর্ষ জাগায় চেপে ধরা হাতের মিষ্টি আলিঙ্গন । আলপথের ঝুড়ঝুড়ে এঁটেল মাটি ভেঙ্গে পড়ে তার কোমল পায়ের আলতো চাপে ।
বুনো ঘাসে ছাওয়া নির্জন মাঠেও কি আলপথ থাকে?
দারুন লিখেছো। পিলাচ দিয়ে গেলাম।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭
মামুন রশিদ বলেছেন: তবু ভালো যে নায়ক আলপথে হেটে হেটে সাগর সিনানে চলে যায় নি! আফটার অল এই গল্পের নায়ক তো একজন কবি
গল্পপাঠ, পিলাচ, প্রশংসা পেয়ে কৃতজ্ঞ আপু । মানুষজন দেখুক কিভাবে প্রশংসা করতে হয়
৬০| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২
জুন বলেছেন: দেখোনা @ সুরঞ্জনা আমি ছোঁয়া ছুয়ির কথা লিখতে পার্লাম্না অমনি মামুন তার গল্পে এটা লিখলো
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২
মামুন রশিদ বলেছেন: জুনাপ্পী@, আপনি অনেক গুলা কবিতা লিখেন, রোমান্টিক কবিতা! তাহলে আমার গল্পের প্লট পেতে আর কষ্ট করতে হপেনা
৬১| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯
সুরঞ্জনা বলেছেন: ইয়ে! মানে... আমি বলি কি! তুমিও সাহস করে লিখে ফেলো জুন। সবাই কত্ত সাহস দেখায়, তাহারা পারিলে তুমি পারিবানা কেনো?
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১
মামুন রশিদ বলেছেন: জ্বী জুনাপ্পী, আপনি লেখা শুরু করে দেন । পেমের গপ্পো আর রোমান্টিক কোবতে আরে ভয় কি, আমরা আমরাই তো
৬২| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩
জুন বলেছেন: আমিতো আমার কবিতায় ছোয়াছুয়ি নামক সংক্রামক রোগের কথা লিখেছি @ সুরঞ্জনা
তুমি দেখো নাই
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬
মামুন রশিদ বলেছেন: সুরঞ্জনা আপু@ আপনি তো জুনাপ্পীর ছোঁয়া ছুঁয়ির কবিতা টা পড়েছেন । আবার পড়তে চাইলে, View this link
ভাবছি এই মাসে গল্প সংকলন বাদ দিয়া 'কবিতা সংকলন' করমু
৬৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮
সুরঞ্জনা বলেছেন: আরে ঐটা তো দেখেছি! আরেকটু আগাতে বলছি তোমায়।
পৃথিবীতে সব কিছু কি ভাবে এগিয়ে যাচ্ছে আর তুমি ঐটুকুতে থেমে আছো? ছ্যা ছ্যা! দোস্ত আরো আগাও!
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
মামুন রশিদ বলেছেন:
৬৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১
জুন বলেছেন: লিখবো লিখবো। একটু টাইমা দাও বন্ধু। লিখতেই হবে আমাকে
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
মামুন রশিদ বলেছেন: অবশ্যই! অবশ্যই!
৬৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৪
মূক্ত মনির বলেছেন: ++++++++++++++++
১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৪
মামুন রশিদ বলেছেন: গল্পপাঠ আর প্লাসের জন্য অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন স্যার
৬৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪
অর্থনীতিবিদ বলেছেন: বাস্তবতার চাপে কবিতা এভাবেই হারিয়ে যায় চিরতরে। শুধু স্মৃতি থেকে যায় কবির শুন্য পিঞ্জরে। সূচনাটা দারুন হয়েছে। তবে কবি তার সঙ্গিনী বাছাইয়ে মুন্সিয়ানার পরিচয় দেয়নি। গল্পের প্রয়োজনেই এটা করেছেন বুঝতে পারছি। পাতাকে দেখে বুঝা যায় কেন লিও টলস্টয় এক শীতের রাতে একবস্ত্রে বেরিয়ে পড়েছিলেন বাড়ি ছেড়ে। গল্পের শেষে হাস্যরস থাকলেও কবির অসহায়ত্বটাকেই বেশি চোখে পড়েছে। যথারীতি পাতার অগ্নিঝরা চোখের সম্মুখীন।
সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২
মামুন রশিদ বলেছেন: অনেক সুন্দর, বিশ্লেষণী আর গঠনমূলক মন্তব্য পেলাম । এরকম মন্তব্য একদিকে যেমন লেখকের উৎসাহ বাড়িয়ে দেয়, অপরদিকে লেখক তার উন্নতির জায়গাটাও বুঝতে পারে ।
চমৎকার মন্তব্যে ভালোলাগা । ভালো থাকবেন সব সময় প্রিয় ব্লগার ।
শুভ কামনা
৬৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০
এ,রহিম বলেছেন: তিলে তিলে গড়ে তোলা আমার স্বপ্নসৌধ মুহূর্তে ছারখার হতে দেখে আমিও পারমিতাকে চুড়ান্ত সাবধান করে দিই
"সাবধান হও পারমিতা! হেসোনা এসব কথা শুনে
সময় খাজাঞ্চীর মত, হিসেব রাখছে গুনে গুনে.."
অনেক ভালো লাগল। ভালো থাকুন।
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । শুভেচ্ছা ।
ব্লগে স্বাগতম
৬৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯
তাসজিদ বলেছেন: দারণ মামুন ভাই।
কিন্তু শেষে কি হল?
বেচারা অফিসে বসের ঝাড়ি। আর বাড়িতে বওয়ের ঝাড়ি।
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, এই দুষ্ট চক্র থেকে কবির রেহাই নেই
ধন্যবাদ তাসজিদ, শুভ কামনা
৬৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
মোঃ ইসহাক খান বলেছেন: বর্ণনাভঙ্গী চমৎকার।
শুভেচ্ছা জানবেন, সুধী।
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন গল্পকার
৭০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাতে হাত রেখে দিব্যি কাটবে জীবন!
কাব্য আর গল্পের ভেতর এক সুক্ষ ভালো লাগা... শুভকামনা সবসময়..
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর ।
শুভকামনা নিরন্তর ।
৭১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০
মশিকুর বলেছেন:
কাব্যিক গল্প। কবি দেখি বিপদ সীমার মধ্যদিয়ে প্রবাহিত হচ্ছে!!!
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২
মামুন রশিদ বলেছেন: হাহাহা, একেবারে বিপদ সীমার উপর দিয়ে..
ধন্যবাদ মশিকুর । ভালো থাকবেন
৭২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩১
জাফরিন বলেছেন: কী অদ্ভুত সুন্দর কিছু শব্দমালা! অশেষ ভাললাগা জানালাম
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ জাফরিন ।
ভালো থাকা হোক সব সময়
৭৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯
আরজু পনি বলেছেন:
কাব্য মনে হচ্ছিল শুরুতে...বাহবা দারুণ লিখেছেন ।
ককশ্য রমনীকন্ঠে কান ঝালাপালা সকাল নিয়ে আসে কাঁচা বাজারের বার্তা ।...তবে এটা পড়ে মনে হলো...পুরুষরা কোন দায়িত্ব দেয় না এমন রমনিদের বেশি পছন্দ করে আর তাদেরকে মধুবর্ষী মনে হয়
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১০
মামুন রশিদ বলেছেন: তবে এটা পড়ে মনে হলো...পুরুষরা কোন দায়িত্ব দেয় না এমন রমনিদের বেশি পছন্দ করে আর তাদেরকে মধুবর্ষী মনে হয়
আবার জিগায়
খুব সুন্দর মন্তব্য, অনুপ্রাণিত বোধ করছি আপু ।
শুভকামনা নিরন্তর
৭৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মজা পাইছি অনেক। প্রথম দিককার বর্ণনা সুন্দর
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি
৭৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২
আমি সাজিদ বলেছেন: বেশ লাগলো। মুগ্ধপাঠ্য।
১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৪
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৭৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১
সন্ধ্যা প্রদীপ বলেছেন: কি ডেঞ্জারাস!!!
কিন্ত সাবধান মনে হয় পারমিতা হবেনা বরং কবিকেই হতে হবে এখন থেকে।
৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০
মামুন রশিদ বলেছেন: হুম, এটাই গল্পের কবির নিয়তি ।
ভালো থাকবেন সন্ধ্যা প্রদীপ
৭৭| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৮
ইমিনা বলেছেন: এত্তো সুন্দর গল্প আমি আজ মাত্র পড়লাম !!
কিভাবে যে পৃথিবী সুন্দর ব্যাপারগুলো আমার চোখ এড়িয়ে যায়, মন এড়িয়ে যায়
২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
মামুন রশিদ বলেছেন: হাহাহা, এমন প্রশংসায় কার না মন ভরে বলেন!
ধন্যবাদ ইমিনা আপু
৭৮| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অভিনন্দন.... ৩য় বার্ষিকী!
ফিরে আসুন এবার...
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩
বৃতি বলেছেন: "সাবধান হও পারমিতা! হেসোনা এসব কথা শুনে
সময় খাজাঞ্চীর মত, হিসেব রাখছে গুনে গুনে.."
পারমিতারা কি সত্যি এভাবে বদলে যায়? ভাল লেগেছে গল্প