![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেজাল্ট প্রকাশিত হয়েছে । আপনার প্রিয় চরিত্রের সাথে মিলিয়ে দেখে নিন আপনি কোন শ্রেণীর কনজ্যুমার বা ভোক্তা ।
গল্পটি খুবই সিম্পল । গল্পে বর্ণিত প্রত্যেকটি চরিত্র মনযোগ দিয়ে খেয়াল করবেন ।
বাবা তার সিদ্ধান্তে অটল । মেয়ের ভবিষ্যতের প্রশ্নে প্রয়োজনে আরো কঠোর হবার হুমকি দিলেন । তার মতে এইরকম পাত্র ফিরিয়ে দেয়া বোকামি । আর যে দিনকাল পড়েছে, উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া চাট্টিখানি কথা নয় ।
মেয়ে লামিয়া কিছুতেই এই বিয়ে মেনে নেবে না । জিসান ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না । কিন্তু লামিয়া বুঝে গেছে বাবাকে তার সিদ্ধান্ত থেকে সরিয়ে আনা সম্ভব নয় । তাই লামিয়া কাউকে কিছু না বলে এক কাপড়ে বাসা থেকে বের হয়ে আসে ।
বাসা থেকে বের হয়ে প্রথমেই প্রেমিক জিসানকে ফোন দেয় । জিসান জানায় সে জিম করছে । লামিয়া একটা রিক্সা নিয়ে জিমনেসিয়ামে চলে আসে । সব শুনে জিসান খুব অবাক হয়! তারপর জানিয়ে দেয় বিয়ে করার জন্য এই মূহুর্তে সে প্রস্তত নয়, লামিয়া যেন বাসায় ফিরে যায় ।
জিসানের ব্যবহারে লামিয়া খুব কষ্ট পায় । কিন্তু এই অবস্থায় কি করা যায় তা ভেবে পায় না । ভাবতে ভাবতে লামিয়ার মনে হলো বেঁচে থেকে কি হবে? তাই সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় । উঁচু পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহ্যার করে সে জিসানের উপর রাগ মেটাতে চায় ।
লামিয়া পাহাড়ের দিকে যেতে থাকে । শহর ছাড়িয়ে একটা ঘন জঙ্গল আছে । সেই জঙ্গল শেষ হয়েছে একটা নদীর কাছে । নদীটি পেরিয়ে তবেই পাহাড়ে উঠতে হয় ।
গা ছমছম করা বিস্তৃত জঙ্গলের ভিতর দিয়ে লামিয়া একা হেটে চলেছে । যেতে যেতে পথে হঠাৎ তার সামনে একটা বাঘ এসে দাঁড়ায় এবং তাকে খেতে উদ্ধত হয় । লামিয়া তখন বাঘের কাছে কাকুতি মিনতি করে, তার দুঃখের কথা শুনে বাঘ মামা যেন তাকে খায় ।
লামিয়া তার বাবার জোড় করে বিয়ে দেয়া, তার প্রেমিকের ফিরিয়ে দেয়া এবং আত্মহত্যার উদ্দেশ্যে পাহাড়ে যাওয়ার ঘটনা বাঘমামা কে জানায় । মানব তরুনীর দুঃখের কথা শুনে বাঘমামা'র মন গলে যায় এবং না খেয়ে তাকে ছেড়ে দেয় ।
লামিয়া দ্রুত হেটে জঙ্গল পার হয়ে নদীর কাছে পৌছায় । সেখানে অপেক্ষমান খেয়া নৌকার মাঝি কে সে সব খুলে বলে এবং তাকে নদী পার করে দিতে অনুরোধ জানায় । সব শুনে মাঝি তার জন্য সমবেদনা প্রকাশ করে । তবে মাঝি এটাও জানায় টাকা ছাড়া সে নদী পার করে দিতে পারবে না । কিন্তু লামিয়ার সাথে কোন টাকাপয়সা ছিল না । অগত্যা লামিয়া প্রিয় দুটো দুল খুলে মাঝিকে দেয় এবং মাঝি তাকে নদীর ওপারে নিয়ে যায় ।
নদী পার হয়ে লামিয়া দ্রুত পাহাড়ে উঠতে থাকে এবং সবচেয়ে উঁচু জায়গাটিকে আত্মহত্যার জন্য নির্বাচন করে । সেখানে দাঁড়িয়ে সে হাত দুটো বুকের উপর আনে এবং চোখ বন্ধ করে কিছুক্ষণ স্থির হয়ে থাকে । তারপর দুহাত প্রসারিত করে নিচে ঝাঁপ দিতে যায় । কিন্তু শেষ মূহুর্তে হঠাৎ পেছন থেকে একজন এসে তার হাত ধরে ফেলে, লামিয়া আত্মহত্যা করতে ব্যর্থ হয় ।
বাঁচিয়ে দেয়া মানুষটিকে দেখে লামিয়া অবাক হয়! সে যে তার ছোট বেলার প্রিয় বন্ধু ইনান! ইনান কে লামিয়া তার দুঃখের কথা খুলে বলে । সব শুনে ইনানও খুব দুঃখ পায় এবং জানায়, লামিয়ার সম্মতি থাকলে সে সারাজীবন লামিয়ার পাশে থাকতে চায় ।
..........................................................................
গল্প এখানেই শেষ । এই গল্পে অনেকগুলো চরিত্রের সাথে আপনাদের পরিচয় হয়েছে । এদের মাঝে কোন চরিত্রটি আপনার বেশি ভালো লেগেছে তা মন্তব্যের ঘরে জানাবেন । উল্লেখ্য, প্রতিটা চরিত্রের আচরণের পেছনে কিছু লজিক ছিল, তাই আপনার প্রিয় চরিত্রেটির সাথে আপনার আত্মপরিচয় লুকিয়ে থাকতে পারে ।
আপনার প্রিয় চরিত্রের সাথে মিলিয়ে দেখে নিন আপনি কোন শ্রেণীর কনজ্যুমার বা ভোক্তা,
বাবাঃ রেশনাল বা বিচারবুদ্ধি সম্পন্ন ভোক্তা ।
প্রেমিকা বা লামিয়াঃ ইমোশনাল বা আবেগী ভোক্তা ।
প্রেমিক বা জিসানঃ প্র্যাকটিকেল বা বাস্তববোধ সম্পন্ন ভোক্তা ।
বাঘমামাঃ হিউমেরিটিয়ান বা দয়ালু, মানবিক ভোক্তা ।
নৌকার মাঝিঃ প্রোফেশনাল/ক্যাপিটালিস্ট- পূঁজিবাদি ভোক্তা ।
বন্ধু বা ইনানঃ লজিক্যাল বা যৌক্তিক ভোক্তা ।
মন্তব্যের ঘরে আপনার প্রিয় চরিত্রের নাম লিখে দিন । একদিন পরে উপরের .......... ঘরে জানিয়ে দিব কোন চরিত্র কি পরিচয় বহন করে ।
(হিউম্যান বিহেভিয়রঃ স্ট্রেটেজিক ম্যানেজমেন্ট)
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪
মামুন রশিদ বলেছেন: উত্তর নিলাম ।
পরীক্ষাটা আমার নয়, স্ট্রেটেজিক ম্যানেজমেন্ট থেকে নেয়া । দেখা যাক..
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
মামুন রশিদ বলেছেন: আপনি এত 'দয়ালু' আগে বলবেন না!!
প্রিয় চরিত্র হিসাবে বাঘমামা বেছে নেয়ায় 'কনজ্যুমার বিহেভিয়র' বলছে কনজ্যুমার হিসেবে আপনি হিউমেরেটিয়ান, দয়ার সাগর
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি যদি বলেই দেন যে এটা পার্সোনালিটি চেক, তাহলে তো সেটার ভ্যালিডিটি কমে গেল।
রেজাল্ট কখন পাব?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, কিন্তু বিবেচনাটা এখানে মার্কেটিং আসপেক্টে করা হবে, সাধারণ সাইকোলজিক্যাল গেম নয় ।
রেজাল্ট আগামিকাল দিব ।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮
ইমরাজ কবির মুন বলেছেন:
ইনান ! (অদ্ভুত )
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১
মামুন রশিদ বলেছেন: উত্তর নিলাম ।
দেখা যাক আপনি কোন গ্রুপে
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
মামুন রশিদ বলেছেন: কনজ্যুমার হিসেবে 'লজিক্যাল'! তাই কি!!
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: গল্প পড়ে ভাল লাগলো।ইনান কোন চকুরী করে কীনা উল্লেখ নেই। বিয়ে করতে হলে উপযুক্ত পাত্র কে বিয়ে করতে হবে। অবশ্য যোগ্যা পাত্রীর গুণাবলীতে চাকুরী বা ইনকাম ব্যাপার নয়। প্রিয় চরিত্র বলার আগে বলে নেই লামিয়া অপরিণামদর্শী একটা মেয়ে। যোগ্য পাত্র ফেলে প্রেমিক প্রথ্যাখাত হয়ে বন্ধুকে বিয়ে।
আমার ভোট বাঘমামার পক্ষে ।
আমারও সইকোলজি নিয়ে সন্দেহ হচ্ছে ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫
মামুন রশিদ বলেছেন: বাঘমামা নিলাম ।
চরিত্রের আচরণ বিশ্লেষণ করা হবে মার্কেটিং আসপেক্টে । কনজিউমার বিহেভিয়র এখানে প্রাধান্য পাবে ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮
মামুন রশিদ বলেছেন: সেলিম, আপনি একজন 'দয়ালু' ভোক্তা
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭
পৃথিবীর আলো বলেছেন: চরিত্র বিশ্লেষণ---
বাবা : আদর্শ পিতা। অভিজ্ঞতা দিয়ে বাস্তবতা বিশ্লেষণী ক্ষমতাসম্পন্ন।
লামিয়া : বোকা প্রেমিকা। বাস্তব জ্ঞানশূন্য। আত্নহত্যা করার জন্য পাহাড়ে চড়ার প্রয়োজনীয়তা আছে কি? হয় বুঝে কম অথবা বেশি বুঝে।
প্রেমিক : বাস্তববাদী কিন্তু অপরিণামদর্শী।দায়িত্ববোধের যথেষ্ট অভাব রয়েছে।
বাঘমামা : এই চরিত্রটা অপ্রয়োজনীয়, বোকা বাঘ, বাঘের চরিত্রের মধ্যে পড়ে না। সব কথা শোনার সময় কই, ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে খাবে কি?
মাঝি : প্রফেশনাল। কিন্তু মনুষ্যত্ত্বহীন।
বন্ধু : সে তো পুরাই বাংলা সিনেমার নায়ক । কইত্তে উদয় হইল বুঝলাম না। তবে বাকী দায়িত্বটা তাকেই পালন করতে হবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০
মামুন রশিদ বলেছেন: আপনার বিশ্লেষণ সুন্দর হৈছে ।
আপনার প্রিয় চরিত্রটি পছন্দ করে জানান । উত্তর পাবেন আগামিকাল ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯
মামুন রশিদ বলেছেন:
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
সুমন কর বলেছেন: গল্পটা খুব ইনজয় করলাম। আমি তো ম্যানেজমেন্ট পড়িনি !! আমার কি হপে!!
দুইটা বলা যাবে??
মাঝি আর ইনান।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১
মামুন রশিদ বলেছেন: দুটোই নিলাম, যদিও কিছটা পরষ্পর বিরোধী চরিত্র ।
দেখা যাক আগামিকাল কি হয়! সে পর্যন্ত ভাল থাকুন
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
মামুন রশিদ বলেছেন: ক্যাপিটালিস্ট এবং লজিক্যাল মানে কঠিন ভোক্তা
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
আচ্ছা লামিয়া যদি আত্মহত্যাই করতে চায় তাহলে বাঘে খেয়ে নিলেইত সব ল্যাঠা চুকে যেত। যাই হোক আমার পছন্দ হইছে নৌকার মাঝিরে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩
মামুন রশিদ বলেছেন: গল্প তো গল্পই! এটা একটা জাজমেন্টাল স্টোরি, কনজিউমার বিহেভিয়র বুঝাতে গল্পটির অবতারণা ।
নৌকার মাঝি নিলাম
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
মামুন রশিদ বলেছেন: ক্যাপিটালিস্ট
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১
নিশাত তাসনিম বলেছেন: পুরনো জিনিস হলেও বেশ মজার । আমার পছন্দের চরিত্র ইনান।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২
মামুন রশিদ বলেছেন: হুম, ধন্যবাদ নিশাত তাসনিম ।
ছোটবেলার বন্ধু 'ইনান' আপনার প্রিয় চরিত্র । নিলাম
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
মামুন রশিদ বলেছেন: আপনি লজিক্যাল কনজ্যুমার
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬
নীল-দর্পণ বলেছেন: মাঝি & জিসান
কে জানে আমার পারসোনালিটি যে কী আসবে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০০
মামুন রশিদ বলেছেন: এই প্রথম 'জিসান' কে কেউ পছন্দ করলো
না না, এটা সরাসরি পারসোনালিটি ট্রেইট না । তবে ধারে কাছে
অংশগ্রহনে ধন্যবাদ আপু । কাল দেখা হবে..
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
মামুন রশিদ বলেছেন: ক্যাপিটালিস্ট এবং প্র্যাকটিকেল কনজ্যুমার
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০২
পৃথিবীর আলো বলেছেন: আমার বয়স কিন্তু বাবার মত না। (এখনও বিয়ে করি নাই)
কিন্তু বাবাকেই আমার পছন্দ হয়েছে।
আর যদি শুধু কনজু্মার বিহেভিয়র দেখেন তাহলে মাঝি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫
মামুন রশিদ বলেছেন: দুটোই নিলাম, বাবা এবং নৌকার মাঝি
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
মামুন রশিদ বলেছেন: বাস্তববোধ সম্পন্ন, পাশাপাশি প্রোফেশনাল
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩
হাসান মাহবুব বলেছেন: মাঝি। যুক্তি, অবুঝ বালিকার গোঁ কে সে পাত্তা দেয় নি। তার ধারণা ছিলো এই ঘোর কেটে যাবে। আত্মহত্যা করার জন্যে পাহাড়ে উঠতে হবে কেন? নদীতে ডুবেই তো মরতে পারে। তারপরেও সে সমবেদনা জানিয়েছে, আবার তার হালাল উপায়ে দুটো টাকা কামিয়েও নিয়েছে গরীব মানুষটি। নির্জন নদীতে সে নায়িকার আরো কোন ক্ষতি করতে পারতো, তা করে নি। সব মিলিয়ে মাঝিই বেস্ট।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০
মামুন রশিদ বলেছেন: প্রিয় চরিত্র নৌকার মাঝি ।
চরিত্র বিশ্লেষণ দারুণ লাগলো । অংশগ্রহনে ধন্যবাদ হামা ভাই ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১
মামুন রশিদ বলেছেন: আরেকজন পেলাম, হামা ভাই পুরো ক্যাপিটালিস্ট..
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: গল্পে একমাত্র মাঝিকেই সুস্থ বলে মনে হচ্ছে। আর বাঘমামা এত ভাল কেন? সন্দেহ হচ্ছে।
কিন্তু রূপকথা পছন্দ করি কিনা, তাই অবাস্তব বাঘমামা-ই উত্তম।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩
মামুন রশিদ বলেছেন: মাঝি সুস্থ নাকি অন্যকিছু, কালকেই জানতে পারবেন ।
আপনার প্রিয় চরিত্র হিসাবে বাঘমামা কে নিলাম ।
শুভ কামনা প্রোফেসর
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৪
মামুন রশিদ বলেছেন: আপনি 'দয়ালু' প্রোফেসর
১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯
রহমান সংশয় বলেছেন: গল্পটা ভালো লাগলো । মাঝির পক্ষে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ । প্রিয় চরিত্রে নৌকার মাঝি নিলাম ।
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯
রহমান সংশয় বলেছেন: গল্পটা ভালো লাগলো । মাঝির পক্ষে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪
মামুন রশিদ বলেছেন:
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৬
মামুন রশিদ বলেছেন: ভাই আপনি পূঁজিবাদি ভোক্তা
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১
টানিম বলেছেন: গল্পটা ভালো লাগলো ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ টানিম । গল্পে আপনার প্রিয় চরিত্র কোনটা, জানিয়ে গেলে ভালো হত ।
১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩
দুঃখী__ বন্ধু বলেছেন: কোনটা বেছে নিব ? উমম
অবু দশ কুড়ি নাড়ি ভুড়ী
চিংড়ি মাছের চচ্চড়ি :!>
পছন্দের চরিত্র ," বাবা "
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫
মামুন রশিদ বলেছেন: অবু দশ কুড়ি নাড়ি ভুড়ী
চিংড়ি মাছের চচ্চড়ি
আপনার পছন্দের চরিত্র 'বাবা'
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২
মামুন রশিদ বলেছেন: আপনি 'রেশনাল', মানে বিচারবুদ্ধি সম্পন্ন ভোক্তা
১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭
না পারভীন বলেছেন: কোন চরিত্র বেছে নিব বিরাট টেনশনে পড়ে গেলাম । বোকা প্রেমিকা মেয়েটাকে মনে হয় কেউ বেছে নিবেনা ।
লামিয়া আর ইনান আমার পছন্দ ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬
মামুন রশিদ বলেছেন: লামিয়া আর ইনান !!
অংশগ্রহনে ধন্যবাদ আপু
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
মামুন রশিদ বলেছেন: আবেগী, আবার একই সাথে লজিক্যাল । একদিকে ঠিক আছে, কনজ্যুমার হিসেবে আমরা কি সবসময় লজিক্যাল থাকতে পারি, মাঝে মধ্যে আবেগ না আসলে বৈচিত্র আসবে না তো!
১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬
হাতীর ডিম বলেছেন: আমার পছন্দ বাঘ মামা
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮
মামুন রশিদ বলেছেন: পায়ে পড়ি বাঘ মামা
করো নাকো রাগ মামা
তুমি যে ঘরে তা কে জানত..
হাতীর ডিমের পছন্দ 'বাঘমামা'
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬
মামুন রশিদ বলেছেন: হিউমেরিটিয়ান কনজ্যুমার!
১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আহা ! পরিচয় বটে ! ভালো লাগলো পরিচিত হয়ে , শুভেচ্ছা জানবেন মামুন
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০
মামুন রশিদ বলেছেন: এসেই যখন পড়েছেন, প্রিয় চরিত্রের নাম টা দিয়ে গেলে হতো না!
২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২
মুদ্দাকির বলেছেন:
মাঝি আর ইনান দুই জন কেই ভালো লাগল, মানে অন্য দের চেয়ে
বাঘ মামা বেশী বোকা
বাবা বেশী খারুস
জিসান খোবিশ
লামিয়া নির্বোধ !!
ইনান ইমোসানাল বাট চলে
মাঝি একেবারেই বাস্তব
অপেক্ষায় থাকব
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, চমৎকার বিশেষণ!
মাঝি আর ইনান গৃহিত হলো
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮
মামুন রশিদ বলেছেন: ক্যাপিটালিস্ট এবং একই সাথে লজিক্যাল
২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: কারো মন্তব্য পড়িনি প্রভাবিত হবো বলে।
নৌকার মাঝি দি প্র্যাকটিকাল ম্যান, এ জগতে কতই তো লামিয়া আসে যায়, তাদের সমবেদনা জানানো যায় কিন্তু তাতে পেট ভরে না। তাছাড়া দুল কেন, কিছুই মৃত্যু বরণ করতে যাওয়া লোকের দরকার নেই। অতএব, এ জগতে ফেল কড়ি মাখো তেল। মাঝির প্র্যাকটিকাল আসপেক্ট দেখেও লামিয়ার ঘোর ভাঙা উচিৎ ছিল।
দ্বিতীয়তঃ লামিয়ার বাবা। হি ইজ প্র্যাকটিকাল এন্ড অলসো এক্সপেরিয়েন্স। নিজের কমন সেন্স দিয়ে বুঝেছে যাকে লামিয়া মন দিয়েছে সে ছেলে আর যাই হোক কাপুরুষতো বটেই। নিজের মেয়েকে বাবার না বোঝার কথা নয়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১১
মামুন রশিদ বলেছেন: ব্যাখ্যা পছন্দ হইছে
তাহলে নৌকার মাঝি আর বাবা ফাইনাল! দেখা যাক কে হয় প্র্যাকটিকাল
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১
মামুন রশিদ বলেছেন: বাস্তববোধ সম্পন্ন ক্যাপিটালিস্ট ভোক্তা
২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
এয়ী বলেছেন: আমার প্রিয় চরিত্রটি হল বাঘমামা
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ত্রয়ী । বাঘমামাই ফাইনাল
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৩
মামুন রশিদ বলেছেন: আমরা আরেকজন 'দয়ালু' ভোক্তা পেলাম, মানে দোকানীদের পোয়াবারো
২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০
অরুদ্ধ সকাল বলেছেন:
সবকটি চরিত্রে যেতে পারলে খারাপ লাগবে ভ্রাতা তাই বাবা চরিত্রটাই
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৫
মামুন রশিদ বলেছেন: বাবা,
ধন্যবাদ কবি
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৯
মামুন রশিদ বলেছেন: নিঃসন্দেহে আপনি 'রেশনাল'
২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৪
কালীদাস বলেছেন: কমুনা কিছু কথা থাক না গুপন
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
মামুন রশিদ বলেছেন: এরকম করলে খেলব না
২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪২
খেয়া ঘাট বলেছেন: ইনান, বাঘমামা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ভাইজান ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩০
মামুন রশিদ বলেছেন: লিজিক্যাল এবং মানবিক
২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
তাসজিদ বলেছেন: ইনান কি কারনে ঠিক সে মুহূর্তেই পাহাড়ে ছিল তার কি ব্যাখ্যা?
সেও কি আত্মহত্যা করতে গিয়েছিল?
দুই একি পথের যাত্রীর দেখা হয় পাহাড়ে। এবং তারা নতুন করে বাচার জ্বালানি পেয়ে যায়?
বাবা এবং প্রেমিকাঃ বাস্তববাদী
প্রেমিকাঃ আবেগি
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
মামুন রশিদ বলেছেন: গল্প তো গল্পই ।
তাহলে কি বাবা আর লামিয়াকেই নিব?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩১
মামুন রশিদ বলেছেন: বাস্তবতা আর আবেগ মিলেমিশে
২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৭
হাসান-২০১৩ বলেছেন: রেজাল্ট দিলে কমু কোনহান প্রিয়!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩২
মামুন রশিদ বলেছেন: হে হে চাল্লু
২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৯
কালোপরী বলেছেন: ফালতু
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯
মামুন রশিদ বলেছেন: কে ফালতু ?? আপনি, আমি না পোস্ট ??
আপনার কমেন্টের জাস্টিফিকেশন জরুরী । কি কারণে ফালতু মনে হলো আশা করি ব্যাখ্যা দিয়ে যাবেন ।
আর শুধু শুধু আত্ম জ্বলুনির কারণে যদি কমেন্ট দিয়ে থাকেন, তাহলে জেনে রাখবেন "কমেন্টে ব্লগার চেনা যায়" । আর ব্লগার মানেই শুধু ভার্চুয়াল নিক নয়, নিকের পেছনের মানুষ তার পরিবার আর পরিবেশ সব কিছুই মিন করে ।
২৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮
কালোপরী বলেছেন: এ কারনেই আমি সাধারনত বেশি কিছু লিখি না, ব্যাখ্যা হয়ত দিতাম কিন্তু দিব না। আমার আত্ম জলুনির তো এখানে কোন প্রশ্নই আসেনা।
আর আপনার উত্তরই আপনার পরিচয়, আপনার পরিবার, আপনার পরিবেশ কেমন সেটা খুব স্পষ্ট করে তুলেছে। যে একটা কমেন্টের উত্তরে পরিবারকে টেনে নিয়ে আসে তার কাছে জাস্টিফিকেশন দেয়া রুচিতে বাধে।
ভাল থাকবেন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪
মামুন রশিদ বলেছেন: আপনি কি বাংলাও বুঝেন না নাকি? আমি সরল বাংলায় আপনার কাছে আপনার কমেন্টের জাস্টিফিকেশন চেয়েছি । সেই সাথে একজন ব্লগারের কমেন্টের সাথে কি কি রেসপনসিবিলিটি থাকে তা স্মরণ করিয়ে দিয়েছি । কথাটা যে আপনাকে বলা নয়, সার্বজনীন- এটা বোঝার মত শিক্ষা আপনার আছে কিনা এখন সন্দেহ হচ্ছে । অবশ্য সন্দেহের বীজটা আপনিই আগেই প্রোথিত করে দিয়েছেন আপনার করা ২৮ নাম্বার কমেন্টে ।
এখন কথা হলো পোস্টে কমেন্ট করেছেন আপনি । আর আপনি যদি আমাকে বা আমার পোস্টকে 'ফালতু' প্রমান করতে না পারেন, তাহলে আপনি নিজেই যে সামু ব্লগের 'চরম ফালতু' ব্লগার হয়ে যাবেন সেটাও কি আপনাকে মনে করিয়ে দিতে হবে ??
এমবিএ ক্লাসে স্ট্রেটেজিক ম্যানেজমেন্টের বিভিন্ন টার্মের ছোট ছোট উদাহরণ আর প্রেজেনটেশন করা হয় । যেহেতু গল্প লিখি, তাই সেগুলিকে জোড়া লাগিয়ে একটা গল্পের মত তৈরি করেছি । এটা একটা শিক্ষামুলক গল্প । অবশ্য শিক্ষা ব্যাপারটার সাথে যাদের নূন্যতম যোগাযোগ আছে তারা কখনো 'ফালতু' কমেন্ট করবেনা বলেই বিশ্বাস রাখি ।
আমার পরিচয় আমার পোস্ট আর প্রমিত বাংলায় আপনাকে দেয়া মন্তব্যের উত্তর আর ব্যাখ্যায়ই নির্ধারণ করবে । নিজের কমেন্ট পড়ে 'আত্মপরিচয়' টুকু খুঁজে বের করুণ, নিজেকে সমাজে গ্রহনযোগ্য স্থানে নিয়ে যেতে পারবেন ।
৩০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫১
তাসজিদ বলেছেন: আসলে একটি চরিত্র কে বেছে নিতে পারছি না।
সব চরিত্র যেহেতু খুব ছোট পরিসরে, তাই তাদের সম্পর্কে কোন সিধান্ত নেয়া যায় না।
কারণ বাবা তার সিধান্ত বদলাতে পারেন। প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে দেবার জন্য অনুতাপে ভুগতে পারেন। ইনান কে নিয়ে কোন জটিলতা সৃষ্টি হতে পারে।
আপনি খোলাসা না করলে আসলে মর্মার্থ বোঝা যাবে না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, এটা একটা উদ্দেশ্যমুলক গল্প ভাইয়া । যাস্ট কিছু হিউম্যান বিহেভিয়র তুলে ধরার জন্য জোড়াতালি দিয়ে গল্পটি দাঁড় করিয়েছি । তারপর ক্যুইজ আকারে ব্লগে দিয়েছি । অবশ্য এটাকে গল্প না বলে 'কথিকা' বলাই মনে হয় ভাল হবে ।
৩১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭
তাসজিদ বলেছেন: 28 নাম্বার মন্তব্ব দুঃখজনক।
বাস্তবতা হচ্ছে যে নারী ব্লগার দের লেখায় হিট বেশি হয়। আর এ কারণে অনেক মানহীন নারী ব্লগার(যাদের হিট ও কমেন্ট অনেক বেশি) তাদের স্ট্যান্ডার্ড বুঝতে পারেন না।
নিজেদের কে অনেক বড় কিছু মনে করে। আর অনেক সময় সেই মনোভাব বের হয়ে আসে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১
মামুন রশিদ বলেছেন: থাক ভাইয়া । উনি একজন ব্লগার হিসেবে পোস্টে কমেন্ট করেছেন, আমিও উনাকে ব্লগার(!) মনে করেই উত্তর দিয়েছি । এখানে নারী-পুরুষ ডিসক্রিমিনেশন আনার দরকার নাই ।
৩২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪
উদাস কিশোর বলেছেন: মাঝিকে সার্পোট করছি ।
কিন্তু মামুন ভাই , সেই পাহাড়ে ছোট বেলার বন্ধু টা এলো কিভাবে ? এটাই বোধগম্য নয় আমার কাছে । সে কি জানতো , যে লামিয়া আত্বহত্যা করতে যাচ্ছে ? আর কোথায় যাচ্ছে আত্বহত্যার জন্য ! আগে থেকেই সে লামিয়ার নির্ধারিত সুইসাইড স্পটে ছিলো কেন ?
আর যদি জেনেই থাকে যে লামিয়া সুইসাইড করতে যাচ্ছে , তবে কিভাবে জানলো ?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮
মামুন রশিদ বলেছেন: বন্ধু একটা রহস্য, মিস্ট্রি! গল্পটা উদ্দেশ্যপূর্ণ, আর গল্পের উদ্দেশ্যকে হাসিল করতে এই বন্ধু বাংলা সিনেমার নায়কের মত সেখানে উদয় হয়েছে
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
মামুন রশিদ বলেছেন: ক্যাপিটালিস্ট
৩৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: মাঝি, জিসান আর বাবা চরিত্রগুলার মধ্যে একটা জায়গায় মিল আছে। তারা সবাই ইমোশনের চেয়ে বাস্তবটাকে প্রধান্য দিয়েছে।
লামিয়া আর ইনানের মধ্যে একটা মিল আছে, তারা দুজনই ইমোশনাল।
আর বাঘমামা পুরাটাই একটা মানবিক চরিত্র হয়েছে। কারণ সে তার শিকারকে মুখের সামনে পেয়েও ছেড়ে দিয়েছে শিকারের দুঃখের কথা শুনে।
সো আই ইউল গো ফর বাঘামামা!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
মামুন রশিদ বলেছেন: চমৎকার কিছু ব্যাপার খুঁজে বের করেছেন ভাইজান, যা আমার চোখে পড়েনি ।
হ্যাঁ, বাঘমামা'র মাঝে কিছু মানবিকতা দিতে পেরে ভালো লাগছে । মানুষের মাঝ থেকে ওটা ক্রমে হারিয়ে গিয়ে পশুর উপর ভর করেছে
তাহলে 'বাঘমামা'ই ফাইনাল!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
মামুন রশিদ বলেছেন: হিউমেরিটিয়ান
৩৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯
তাসজিদ বলেছেন: হা হা হা।
নারী ব্লগার রা আবার না খেপলেই হয়। এমনিতেই দুই জন নারী ব্লগার আবার ব্লক মেরেছে।
তাদের একজন ডাক্তার। তাদের পেশা নিয়ে কিঞ্ছিত বাস্তবতা বুঝিয়েছিলাম। আর তাতেই ব্লক।
তাদের একজন ত আমার কারিগরি নলেজ নিয়েই প্রশ্ন তুলেছিল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৯
মামুন রশিদ বলেছেন:
৩৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৩
ইসতিয়াক অয়ন বলেছেন: প্রোফেসর শঙ্কু বলেছেন: গল্পে একমাত্র মাঝিকেই সুস্থ বলে মনে হচ্ছে।
হাহাহা ।
বেচারী লামিয়াকে দেখি কেউই ভোট দেয় নাই । বেচারীর জন্য কষ্ট হচ্ছে । লামিয়ারে ভোটাইলাম
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
মামুন রশিদ বলেছেন: ক্লাসে গল্পটা থ্রো করেছিলাম, সবচেয়ে বেশি ভোট পেয়েছিল লামিয়া
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫
মামুন রশিদ বলেছেন: আবেগী..
৩৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: শুধুমাত্র চরিত্র বাছাই দিয়ে কি পুরো বুঝা যায় ?? আমি কনফিউজড হয়ে পড়েছি মামুন ভাই , কেননা আমি দুভাবে চিন্তা করেছি , ইনানের জন্য শুরুর দিকে শ্রদ্ধা জমেছিল , ইনানের কারণে একটা প্রাণ বেঁচে গেল !
একটা মানুষ বেঁচে থাকার প্রেরণা পেল ! হতে পারে ইনান বালিকাকে আগে থেকেই চাইতো !
কিন্তু যখন দেখলাম কাউকে ভোট দিতে হবে তখন ভাবলাম একটু ভেবেই ভোট দেই ! মাঝি চরিত্রটি সর্বাধিক প্রজ্ঞাবান , বাস্তবাবাদী এবং বুদ্ধিমান , আমার ভোট ভেবে চিন্তে মাঝিকে দেবো !
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২
মামুন রশিদ বলেছেন: মজার ঘটনা হলো কি, কোন চরিত্রই নেগেটিভ নয় । শুধু এদের ভিন্ন ভিন্ন আচরণ কনজ্যুমার বিহেভিয়রের আলোকে দেখা হবে ।
অংশগ্রহনে ধন্যবাদ অভি
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬
মামুন রশিদ বলেছেন: আপনিও পূঁজিবাদিদের দলে
৩৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: অধিকাংশ মানুষ ইনানকে সাপোর্ট দিবে । কিছুটা সিনেমাটিক বিষয় বুঝানোর জন্য ।( তা ছাড়া ওপেন পোস্ট )
আমার কাছে তেমন কোন চরিত্র খুব একটা মনে ধরে নি । খুব গৎবাঁধা । বিশ্লেষণ করলে হয়তো প্রতিটা চরিত্রের পিছনে একটা কারণ খুঁজে পাওয়া যাবে কেন এমন করছে ।
বাবা মেয়ের ভবিষ্যৎ ভাববে , স্বাভাবিক , কিন্তু উনাকে একগুয়ে মনে হচ্ছে ।
প্রেমিক লামিয়াকে হটাত সব ছেড়েছুড়ে আস্তে দেখে ভড়কে গেছে ! সো সে কেটে গেছে । পলায়ন প্রবনতা ।
বাঘ রহস্যময় এইখানে । সে তার নিজের বৈশিষ্ট্য বজায় রাখে নি । নিজেকে নিজে হারিয়ে ফেলা কি ভয়ংকর নয় ?
মাঝি - স্বার্থ বিবেচনা করতে পারদর্শী । এবং বাস্তবজ্ঞান সম্মত । কিন্তু স্বার্থ পর মানুষ গল্প উপন্যাসে নেগেটিভ রোল প্লে করে । যদিও কিছু কিন্তু আছে
লামিয়া -- আবেগপ্রবন । একটু বেশি । আবেগ ভালোবাসি কিন্তু বেশি কেউ ভালোবাসে না । বিরক্ত লাগে
( মামুন ভাই সরি , এতো প্যাঁচাল পাড়বার জন্য চান্স পেয়ে প্যাঁচাল জুড়ে দিছি
)
সত্যি বলতে কোন চরিত্র তেমন টানে নাই । কিন্তু খেলার স্বার্থে একটা নাম নিতে হয় - তাই বাবার নাম নিলাম
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৯
মামুন রশিদ বলেছেন: আপনি কি জানেন, আপনার বিশ্লেষণ প্রায় কাছাকাছি
'বাবা' সাদরে গৃহিত হলো
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮
মামুন রশিদ বলেছেন: 'রেশনাল' কনজ্যুমার
৩৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৭
ঢাকাবাসী বলেছেন: বাবাই লজিকাল।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসি
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯
মামুন রশিদ বলেছেন: হুম 'রেশনাল' ।
৩৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৮
প্রবাসী পাঠক বলেছেন: মাঝি আর ইনানের মধ্যে কাকে বেছে নেব কনফিউশনে আছি। আমার ভোট ২ জনের জন্যই।
১/ মাঝি
২/ ইনান
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৭
মামুন রশিদ বলেছেন: ১/ মাঝি ২/ ইনান । অংশগ্রহনে ধন্যবাদ ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০
মামুন রশিদ বলেছেন: প্রফেশনাল এবং লজিক্যাল- কনজ্যুমার হিসাবে
৪০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৮
একলা ফড়িং বলেছেন: সবচেয়ে পছন্দ ইনানকে
তারপর বাঘমামা, তারপর মাঝি!
বাবা, জিসান আর লামিয়াকে একদমই পছন্দ হয়নি
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৮
মামুন রশিদ বলেছেন: ইনান > বাঘমামা > মাঝি
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১
মামুন রশিদ বলেছেন: যুক্তিবাদি>মানবিক>পূঁজিবাদি
৪১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১০
আমিই মিসিরআলি বলেছেন: প্রথমে মনে হইছিল বাংলা সিনেমা দেখতাছি,
পোষ্ট+কমেন্ট দুইটাতেই মজা পাইছি
কিন্তু চরিত্র বাছাইয়ে প্যাঁচগোছ লাইগা গেছিল !
হাঁচা কইরা কইরা কইবার গেলে মানে কমেন্ট পড়বার আগে 'বাঘ-মামা' রেই কিঞ্চিৎ মনে ধরছিল
উত্তরে কি পাই আল্লাহ্ মালুম ।।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫০
মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, ইনানের আগমন বাংলা সিনেমার নায়কের মতোই, ইয়া ঢিসুম..
বাঘমামা
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১
মামুন রশিদ বলেছেন: মানবিক ভোক্তা
৪২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১
উদাস কিশোর বলেছেন: ঠিকাছে বুঝলাম , হেতি বাংলা ছপির ছাপিক খান ।
.
বার কয়েক পড়লাম আবার !
বাবা এবং মাঝিকে সমর্থন কয়ছি
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭
মামুন রশিদ বলেছেন: এমভি বাংলার ছাকিপ, সদরঘাট টু বরিশাল
বাবা আর মাঝি
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
মামুন রশিদ বলেছেন: বাস্তববাদি ক্যাপিটালিস্ট
৪৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: লামিয়া ভালো লাগেনি, বোকা মেয়ে
আর বাঘমামা এতো সহজে ছেড়ে দিল
প্রেমিকরা একটু এমনি হয়
ইনান সাহেব মনে হয় নায়িকার জন্যি বেচে আসেন :/
আর বাবার মেয়েকে কিছুটা হলেও বুঝা উচিত
মাঝি ভাই খুব বাস্তব চরিত্রের লোক
এতাই ভালো লাগছে, তার কাছে ভালোবাসা টা বড় না জীবনটাই বড়, নিজের ই নুন আনতে পান্তা ফুরায় আরেক জনের দুঃখে কি বা করতে পারেন তিনি
মাঝি ভাই কে ভালো লাগছে
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮
মামুন রশিদ বলেছেন: সুন্দর বিশ্লেষণ!
মাঝি ভাই নাও ছাড়ি দেও
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
মামুন রশিদ বলেছেন: ক্যাপিটালিস্ট, কনজ্যুমার হিসাবে
৪৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩
খাটাস বলেছেন: গল্প টা বেশ মজার। চরিত্র নির্বাচন করেছি। তবে মন্তব্য গুলো পড়ে মনে হল অনেকেই বেশ ভেবেছেন। আমি বেশি ভাবি নি। তবে মাঝি কে প্রাকটীকাল মনে হয়েছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯
মামুন রশিদ বলেছেন: ঠিক আছে প্র্যাকটিকেল মাঝিকেই নিলাম
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
মামুন রশিদ বলেছেন: ক্যাপিটালিস্ট
৪৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১
সায়েম মুন বলেছেন: বন্ধু বা ইনানঃ .............................
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০
মামুন রশিদ বলেছেন: বাংলার ছাকিপ খান
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
মামুন রশিদ বলেছেন: আপনি লজিক্যাল, ভোক্তা হিসেবে
৪৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪
এম মশিউর বলেছেন: বাবার চরিত্রটাই বেছে নিলাম।
অংশগ্রহণ বলে কথা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১
মামুন রশিদ বলেছেন: অংশগ্রহনে ধন্যবাদ মশিউর
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
মামুন রশিদ বলেছেন: রেশনাল'
৪৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮
দি সুফি বলেছেন: আমি বাস্তববাদী মানুষ। বাবা এবং মাঝি চরিত্র দুটিই আমার পছন্দ। একজনকে বেছে নেয়া কষ্টকর, কারন কারো সম্পর্কেই বিস্তারিত তেমন কিছু নেই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১
মামুন রশিদ বলেছেন: বাবা এবং মাঝি
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬
মামুন রশিদ বলেছেন: বাস্তববাদি ক্যাপিটালিস্ট
৪৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩
মায়াবী ছায়া বলেছেন: গল্পের চরিত্র বেছে নেওয়া মস্কিল।গল্পের শেষে সবার গুরুত্ব প্রায় সমান মনে হয়।
এখানে বাবা ও বন্ধু ইনানের চরিত্র ভাল লেগেছে।।
ওরা বাস্তববাদী ছিল।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৬
মামুন রশিদ বলেছেন: অংশগ্রহনের জন্য ধন্যবাদ ।
আপনার প্রিয় চরিত্র দুটো, বাবা এবং বন্ধু ইনান ।
কনজ্যুমার বা ভোক্তা হিসাবে আপনি বিচারবুদ্ধি সম্পন্ন এবং একই সাথে লজিক্যাল বা যৌক্তিক ।
ঠিক আছে তো, নাকি??
৪৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। অনেকেই অনেক কিছু বলেছেন। আমি কেন যেন বাঘ আর মাঝি হতে চাই
একই সাথে দুটো বিপরীত চরিত্র ধারন করা খুবই কঠিন একটা ব্যাপার।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ কাল্পনিক, দেরিতে হলেও অংশ নিয়েছেন
আপনার প্রিয় চরিত্র বাঘমামা আর নৌকার মাঝি ।
সেই অনুযায়ি ভোক্তা বা ক্রেতা হিসাবে আপনি প্রথমত দয়ালু এবং দ্বিতীয়ত ক্যাপিটালিস্ট বা পূঁজিবাদি ।
হুম, কন্ট্রাডিকটরি.. ক্যাপিটালিস্টদের দয়ালু হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে
৫০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভোক্তার আচরণবিধি অনুযায়ী প্রিয় চরিত্র হলো মাঝি; লামিয়া একটা পণ্য মাত্র।
বাস্তবতার নিরিখে বাবা ও জিসান এগিয়ে।
ফ্যান্টাসি ক্যারেক্টার হিসাবে বাঘমামা ও ইনান ১ম সারিতে। বাস্তবে বাঘমামা চরিত্রের কোনো অস্তিত্ব নেই; বিনামূল্যে বিপণন হয় না।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
মামুন রশিদ বলেছেন: হাহাহা, তিনটা ক্রাইটেরিয়া দিয়ে আপনি চরিত্রগুলো বিশ্লেষণ করেছেন । এখন কোনটা নিব!!
ডাইলেমা...
ভাই ভোক্তা হিসেবে আপনি কঠিন চিজ, মানে কোন সময় মনের ভিতর কি খেলে তা হয়তো নিজেও জানেন না
৫১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ইনান কোথা থেকে উদয় হল বুঝলাম না।
যদি এরকম হয় ইনান লামিয়াকে খুব ভালবাসে কিন্তু সে তার ভালবাসার কথা লামিয়াকে কোন দিন মুখ ফুটে বলতে পারে নি।
তবে ইনান তার ভালবাসার মানুষটিকে সবসময় ভালবেসে গোপনে চোখে চোখে বা তার খোজখবর রাখত তাহলে তার পাহাড়ে থাকার কথা।
যদি এরকম হয় তাহলে ইনানকে পছন্দ আর বাস্তব বাধী হিসাবে বাবাকে পছন্দ।
যদিও সব বাবা-মার উচিত ছেলে-মেয়েরও মত যাচাই করা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
মামুন রশিদ বলেছেন: আপনার সুন্দর বিশ্লেষণে ভালো লাগা ।
যদি আপনার পছন্দের চরিত্র হিসেবে বাবা এবং ইনানকে নিই, তাহলে কনজ্যুমার হিসেবে আপনি বাস্তববোধ সম্পন্ন, একই সাথে লজিক্যাল
৫২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
পৃথিবীর আলো বলেছেন: ও লেখক ভাই আজকে তো ফলাফল দেয়ার কথা। দিন তো শেষ। ফলাফল তো কিছু দিলেন না। শেষমেষ কি হারাইয়া যাই নাকি?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
মামুন রশিদ বলেছেন: রেজাল্ট প্রকাশিত হয়েছে । কনজ্যুমার হিসেবে আপনার আচরণ কেমন তাড়াতাড়ি জেনে নিন
৫৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
সাজিদ উল হক আবির বলেছেন: বাঘ মামা , কারন সেই একমাত্র কোন স্বার্থ ছাড়াই তার করনীয় কাজ করেছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
মামুন রশিদ বলেছেন: হুম, বিক্রেতাদের পোয়াবারো । কারণ ক্রেতা হিসেবে আপনি খুবই দয়ালু
৫৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
নীল-দর্পণ বলেছেন: ফলাফল...? :/
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
মামুন রশিদ বলেছেন: প্রকাশিত
৫৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আই লাপ মাঝি।
ফলাফল কখন?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
মামুন রশিদ বলেছেন: ক্যাপিটালিস্ট! ক্যাপিটালিস্ট!!
৫৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২১
উদাস কিশোর বলেছেন: ফলাফল কই ?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
মামুন রশিদ বলেছেন: প্রকাশিত
৫৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
সকাল রয় বলেছেন:
দেখার অপেক্ষায়
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।
৫৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি আগেই জানতাম এটা ভুল আসবে, কারণ আমি এর বিপরীত এবং অনেক বেশি বিপরীত।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০
মামুন রশিদ বলেছেন: খুব বেশি বিপরীত হওয়ার কথা না । বাঘমামা চরিত্র টা কাল্পনিক ফ্যান্টাসি । যারা ফ্যান্টাসি পছন্দ করে তারা একটু সফট, মানে হিউমেরেটিয়ান হওয়ার কথা ।
৫৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
দি সুফি বলেছেন: প্রেমিককে আমি অপরিপক্ক বাস্তববাদী বলব। সে যেটা গ্রহন করতে পারবে না, স পথে কখনই আগানো উচিত না। প্রেমিকার দিক থেকে বিয়ের চাপ আসতে পারে, এটা মাথায় নিয়েই প্রেমে আগানো উচিত ছিল। কিন্তু সেখানে সে অপরিপক্কতার প্রমাণ দিয়েছে!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৩
মামুন রশিদ বলেছেন: আপনার কথায় লজিক আছে । আসলে গল্পটা নিখুঁতভাবে তৈরি করা যায় নি । ধন্যবাদ অংশগ্রহনে ।
৬০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার প্রশ্ন ছিল কনজ্যুমার’স বিহেভিয়ারের উপর, এজন্য এর সরাসরি উত্তর হলো প্রথম অংশটুকু। তবে অন্যান্য ক্রাইটেরিয়ায় বিবেচনা করলে উত্তর কী কী হতে পারে তার জবাব ছিল পরের অংশ। এই আর কী।
যাই হোক, এসব এ্যানালাইসিসের ফলাফল কংক্রিট কোনো কিছু নয়- একেক বিশেষজ্ঞের কাছে একেক রকম হবে বলেই আমার ধারণা।
আমার কমেন্টের জবাব পড়ে বিব্রত হলাম প্রিয় মামুন ভাই, বিশেষ করে শেষের অংশটুকু। এজন্য আবার এসে কমেন্ট করলাম।
ভালো থাকুন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০
মামুন রশিদ বলেছেন: হাহাহা সোনাবীজ ভাই, এটা মুলত মজা করে দেয়া পোস্ট । আর বইয়ের কথা সব মিলে যাবার কারণও নাই । যদিও পোস্টে কনজ্যুমার বিহেভিয়রের ক্লু দেয়া ছিল, কিন্তু আপনি ছাড়া আর কেউ এই দৃষ্টিকোন থেকে গল্পটা দেখেনি
আপনার প্রিয় চরিত্র মাঝি, মানে ক্যাপিটালিস্ট । সাথে লামিয়াকে রাখায় আবেগীও বটে । ইন্টারেস্টিং..
৬১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভোক্তার আচরণবিধি অনুযায়ী প্রিয় চরিত্র হলো মাঝি; লামিয়া একটা পণ্য মাত্র। প্রিয় চরিত্রের তালিকায় লামিয়া না কিন্তু, তাকে নিছক পণ্য বলেছি মাত্র
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০
মামুন রশিদ বলেছেন: ওহ আচ্ছা, পুরো ক্যাপিটালিস্ট
৬২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কোন চরিত্রই তেমন পছন্দ হয়নি। তবে বাঘের জায়গায় থাকলে একটা চড় মেরে বাসায় পাঠিয়ে দিতাম। যেহেতু খাওয়ার সামর্থ আছে, সেহেতু চড় মারা তো কোন বিষয়ই না
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ভালো বলেছেন
৬৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০২
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ইয়েস আমি বাপ আছিলাম
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৭
মামুন রশিদ বলেছেন: হুম
৬৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪২
উদাস কিশোর বলেছেন: ইনান যদি হাওয়ার উড়ে পাহাড়ে এসে লামিয়ার পাশে দাড়ায় !
তাহলে সে যুক্তিবাদি কিভাবে হচ্ছে । আসলেই বুঝতে পারছিনা ভাই
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১
মামুন রশিদ বলেছেন: এই জায়গায় আমিও লিটল বিট কনফিউজড..
৬৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: পুঁজিবাদী হিসেবে নিজেরে মেনে নিতে কইলজা ফাইট্টা যাইতাছে মামুন ভাই !
মানিনা আমি এই তীব্র প্রহসন , এখন কি আমি চরিত্র পছন্দ করতে পারি মামুন ভাই
?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
মামুন রশিদ বলেছেন: বুঝতেছি । মাইনা নেন, পূঁজিবাদিদের থেকে একজন কবি উঠে আসুক মানবতার পতাকা হাতে । অকুপাই ওয়ালস্ট্রিট মুভমেন্টের কথা স্মরণ করেন, পূঁজিবাদের বিরুদ্ধে পূঁজিবাদি তরুণরাই রুখে দাঁড়িয়েছিল
৬৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৪
আমিই মিসিরআলি বলেছেন: মামুন ভাই আপনার পছন্দের চরিত্র কোনটা ছিল এটা কিন্তু জানলাম না
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ । আমারও পছন্দ 'ইয়া ঢিসুম' ইনান
৬৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: লামিয়া
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
মামুন রশিদ বলেছেন: হাহাহা, আপনাকে কিন্তু এতোটা ইমোশনাল মনে হয় না মইনুল ভাই
অংশগ্রহনে ধন্যবাদ ভাই
৬৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২০
মেহেরুন বলেছেন: ভোক্তা হিসেবে যদি বিবেচনা করতে হয় তবে মাঝি চরিত্রটা পছন্দ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
মামুন রশিদ বলেছেন: হুম, বিয়ের পর সব আপুরাই 'ক্যাপিটালিস্ট' হয়ে যায়
৬৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এইটা কি কৈলেন ভাই আমি পুজিবাদী!
মাইনা নিতে পারতাছি না।
তবে না মানতে পারলেও আমি কিছুটা এমনই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
মামুন রশিদ বলেছেন: তাই নাকি?? হাহাহা
৭০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১
খাটাস বলেছেন: অত্যন্ত আনন্দিত রেজাল্ট মিলে গেছে। পুঁজিবাদ ছাড়া পুঁজিবাদ ঘুচানো সম্ভব নয়।
তবে দুর্ভাগ্যের ব্যপার প্রথম কমেন্ট টা দেয়ার পরই আমি কিছুটা চরিত্র বিশ্লেষণ করে ফেলেছি।
আমার মনে হচ্ছিল, বাঘ মামা বললেই নিজেকে বিরাট ভাল মানুষ প্রুমান করতে পারতাম।
তবে বাঘ মামার প্রতি ও ভাল লাগা আছে। মিডিয়াম টাইপ ভালবাসা।
@ কাভা ভাইঃ রবি বাবুর চার অধ্যায়ে পড়েছিলাম। খুব অল্প মানুষের চরিত্রে সম্পূর্ণ বিপরীত ধর্মী দুইটি সত্তা থাকে। আশ্চর্যের ব্যাপার হলেও দুইটা সত্ত্বাই সত্য।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
মামুন রশিদ বলেছেন: পূঁজিবাদ খারাপ কিছু না, অন্তত সোভিয়েট ইউনিয়ন পতনের পর পরিবর্তিত বিশ্বে ।
আপনার অনুভুতি ভালো লাগলো
৭১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫১
রাসেলহাসান বলেছেন: ১/ প্রেমিকা বা লামিয়া
২/ বাঘ মামা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩২
মামুন রশিদ বলেছেন: আবেগী এবং দয়ালু ভোক্তা
৭২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৬
আতাউররহমান১২০০৭ বলেছেন: খুব ই সুন্দর লেখা। আমার ব্লগ-বাড়িতে আমন্ত্রণ রইল । অল্প স্বল্প লেখার চেষ্টা করি । মাত্র লেখালেখি শুরু করা । Click This Link
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ । ঘুরে এসেছি
৭৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বাবা ।সে তার মেয়ের ভালো চেয়েছে । পরে দেখা গেছে বাবাই ঠিক কারণ জিসান মেয়েটির দুঃসময়ে পাশে থাকেনি ।
বাঘ মামারেও ভালো লাগছে ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯
মামুন রশিদ বলেছেন: আপনার পছন্দ ইন্ডিকেট করে ভোক্তা হিসেবে আপনি বিচারবুদ্ধি সম্পন্ন, একই সাথে মানবিক ।
ধন্যবাদ তিতির আপু
৭৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাঘমামা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫
মামুন রশিদ বলেছেন: কবিরা 'মানবিক' হবেন এটা তো স্বাভাবিক
অংশগ্রহনে ধন্যবাদ দূর্জয় ।
৭৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
আদনান শাহ্িরয়ার বলেছেন: ইনান । মিল আছে আমার সাথে এই ছেলেটার । তুমুল মিল !
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৫
মামুন রশিদ বলেছেন: ইনানের মত আপনারও কোন নাটকীয়-সিনেমাটিক ঘটনা আছে নাকি!!
৭৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
আদনান শাহ্িরয়ার বলেছেন: এতোখানি নাটকীয় না , তবে আছে আছে খানিকটা । তবে এখনও পুরোপুরি হয়নাই । ভাসা ভাসা অবস্থায় । দোয়া করেন পূর্ণ হয় যেনও ! :!>
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৬
মামুন রশিদ বলেছেন: আয়ুষ্মান ভবে..
৭৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: বাঘমামার সাথে নিজের মিল পেলাম
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৯
মামুন রশিদ বলেছেন: নিঃসন্দেহে 'মানবিক'
৭৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫
তারছেড়া লিমন বলেছেন: বাবাঃজিসানঃনৌকার মাঝিঃইনানঃ
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬
মামুন রশিদ বলেছেন: বাস্তববোধ সম্পন্ন যৌক্তিক ক্যাপিটালিস্ট। হাহাহা
৭৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০
অদৃশ্য বলেছেন:
হাহাহা... মামুন ভাই এই গল্পের কোন চরিত্রই আমার পছন্দ হচ্ছেনা... তবে গল্প হিসেবে এটা বেশ ভালোই লেগেছে... সবকিছুর মিশেল থাকবার জন্যই বোধহয়...
মজা পেয়েছি গল্প ও মন্তব্যে...
শুভকামনা...
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭
মামুন রশিদ বলেছেন: অংশগ্রহনে ধন্যবাদ
৮০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এ তো দেখি বিশাল ইতিহাস.... লেখক কিন্তু জটিল মজা দিছে..
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ । আচ্ছা আপনি কি থিয়েটার করেন? মানে 'প্রাঙ্গনেমোর' নাট্যদলের সদস্য ? আই লাইক থিয়েটার ওয়ার্কারস..
৮১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৬
গোর্কি বলেছেন:
শিক্ষামূলক গল্প ভালো লেগেছে।
ব্যাঘ্র মামা এবং লামিয়া চরিত্র বেছে নিলাম।
ভালো থাকা হোক সবসময়।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার । বেশ কিছুদিন পর ব্লগে আসলেন । ভালো আছেন নিশ্চয়ই ।
৮২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০
মোঃ ইসহাক খান বলেছেন: অনেক চিন্তা উঁকি দিয়ে যাবার মত লেখা। মেসেজধর্মী লেখা আজকাল বেশ আসছে।
শুভেচ্ছা সতত।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার
৮৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫১
বশর সিদ্দিকী বলেছেন: পুরো গল্পে চরিত্রগুলো বিশ্লেষন করলাম। খুব খেয়াল করলে দেখা যাবে এখানে সবচেয়ে পুর্নাঙ্গ এবং আমার সাথে মিলে হচ্ছে মাঝির চরিত্রটা। উপকার করেছে কিন্তু নিজের স্বার্থ রক্ষাও করেছে। গ্রেট।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪
মামুন রশিদ বলেছেন: হুম, ক্যাপিটালিস্টরা নিজের স্বার্থ ভালোই রক্ষা করতে পারে
অংশগ্রহনে ধন্যবাদ
৮৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
ইখতামিন বলেছেন:
বাঘমামা ও ইনানের চরিত্রটা ভালো লেগেছে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
মামুন রশিদ বলেছেন: দয়ালু এবং যুক্তিবোধসম্পন্ন ইখতামিন
৮৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
নাছির84 বলেছেন: বাবা তার জায়গায় সঠিক। লামিয়া তার জায়গায় বেঠিক ! ঠিক আর বেঠিকের এই প্যাঁচে পরে জিসান তো প্রেমই ভুলে গেছে ! বাঘমামা জানোয়ার থেকে মানুষ হওয়ার চেষ্ট করেছে..আর নৌকার মাঝি তার উল্টো পথে হেঁটেছে। ইনান গোটা ঘটনাটা থেকে ফায়দা লোটার চেষ্টা করেছে। বাঘমামা বাদে সবগুলো চরিত্রই যার যার জায়গা থেকে স্বার্থপর। যখন যার স্বার্থে টান পড়েছে তখনই সে তার আসর চেহারাটা দেখিয়ে দিয়েছে। এমনকি আত্নহত্যার চেষ্টাটাও চাহিদা অনুযায়ী যোগান না পাওয়ার ফল !
মজা করলুম মামুন ভাই। আমার কাছে বাঘমামা বাদে কোন চরিত্রই ভাল লাগেনি।কারণ চরিত্রটা কাল্পনিক। বাস্তবে সবাই চাহিদা এবং যোগানের হিসেব করে থাকে। ভাল থাকবেন। শুভ কামনা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৭
মামুন রশিদ বলেছেন: দারুণ বিশ্লেষণ করেছেন । আপনার দৃষ্টিভঙ্গি ভালো লাগলো ।
শুভ কামনা
৮৬| ২১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৭
বোধহীন স্বপ্ন বলেছেন: আমার কাছে তো ইনানের চরিত্রটা ভালো লেগেছে। এখন বলেন লামিয়া'কে কই পামু?
একটু মজা করলাম আর কি
তবে উপরের কমেন্টটা বেশ ভাবনাইয় ফেলে দিল
২১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৩
মামুন রশিদ বলেছেন: হাহাহা, মন্তব্য পড়ে আমিও মজা পেলাম
নদী পেরিয়ে পাহাড়ের কোন উঁচু চূড়ায় চুপচাপ বসে অপেক্ষা করতে থাকেন । লামিয়া আসবেই..
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বাঘ মামা Lol কিন্তু আপনার সাইকোলজি পরীক্ষা ভুল হবে।