নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে ।

মামুন রশিদ

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগ...

মামুন রশিদ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ অশ্রুগড়া ফেব্রুয়ারি'১৪

০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:০৫





ভাষার নামে দেশ, আমার বাংলাদেশ । ভাষার জন্য ছেলেহারা শত মায়ের অশ্রুগড়া এই দেশ, আমার বাংলাদেশ । ভাষাশহীদ সালাম-বরকত রফিক-জব্বার সহ অসংখ্য নাম না জানা ভাইয়ের রক্তে রাঙানো এই দেশ । একুশে ফেব্রোয়ারি আজ সারা বিশ্বের সব ভাষাভাষী মানুষের মাতৃভাষা দিবস ।



মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা ।



মহান ভাষাসৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আমাদের এই মাসের আয়োজন,



'সামহোয়্যারইন গল্প-সংকলনঃ অশ্রুগড়া ফেব্রোয়ারি'১৪









♣♣ শেষ লেখাটা ও দুফোঁটা রক্ত । -মুনতাসির নাসিফ(দ্যা অ্যানোনিমাস)



♣♣ নরকে এক ঋতু ও ৪৬ নম্বর পাতা । -অ রণ্য



♣♣ রোবোগড । -একলা চলো রে



♣♣ একটি অসমাপ্ত ভালোবাসার গল্প । -নাভিদ কায়সার রায়ান



♣♣ চন্দ্রছাদ । -হাসান মাহবুব



♣♣ স্বার্থপর পত্নী । -রেজওয়ানা আলী তনিমা



♣♣ থার্স্ট/এভার্সন; -এরিস



♣♣ স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা । -ক্লান্ত তীর্থ



♣♣ ছায়া আলো । -রিয়াদ(শেষ রাতের আঁধার)



♣♣ শম । -রাবেয়া রব্বানি







♣♣ জলে ভাসা পদ্ম । -কান্ডারি অথর্ব



♣♣ অনুবাদ গল্পঃ দা আলেফ । -প্রোফেসর শঙ্কু



♣♣ Puppet- Player -আজ আমি কোথাও যাবো না



♣♣ জয়ী । -নীল-দর্পণ



♣♣ "বিশখালীর চাঁদ" । -সাজিদ উল হক আবির



♣♣ হাল ছেড়ো না । -সুমন কর



♣♣ বিদায়ের আগে । -মোঃ ইসহাক খান



♣♣ শিখণ্ডী । -আজ আমি কোথাও যাবো না



♣♣ ছয় তারে ভালোবাসা । -সাজিদ উল হক আবির



♣♣ রক্তমাখা অশ্রু । -ইখতামিন







♣♣ অন্ধকার, অতঃপর..., -স্বপ্নচারী গ্রানমা



♣♣ এ ভ্যালেনটাইনস ডে । -রেজওয়ানা আলী তনিমা



♣♣ ভ্যালেন্টাইন গল্প । -রাসেলহাসান



♣♣ ইতি, তোমার বাবা । -মাসুম আহমদ ১৪



♣♣ নিরপেক্ষ শান্তি কামুকেরা । -হাসান মাহবুব



♣♣ মৃত্যুপথ । -নাজিম-উদ-দৌলা



♣♣ সিনেমার মত প্রেম । -অরুদ্ধ সকাল



♣♣ The Golden Rule -শহুরে আগুন্তুক



♣♣ ।। দুরের আলো ।। -বৃতি



♣♣ ভালো থেকো । -একলা চলো রে







♣♣ মানুষ । -সাদাত হোসেইন



♣♣ বিহ্বলতায় শিশিরকণা ! -মামুন রশিদ



♣♣ রাত বারোটা দশ । -সন্ধ্যা প্রদীপ



♣♣ ইচ্ছা।। -ইনকগনিটো



♣♣ ফেরিক লা ফেমার । -ক্লান্ত তীর্থ



♣♣ ফ্যান্টাসিঃ গণজাগরণে ভাষা । -কয়েস সামী



♣♣ কুয়াশাচ্ছন্ন একটি রাতের গল্প । -অপর্ণা মম্ময়



♣♣ আমার মা আছেন । -মোঃ ইসহাক খান



♣♣ অশ্রুধারা । -আমি রেদওয়ান



♣♣ অনুবাদ গল্পঃ চুরি । -মনযূরুল হক







♣♣ বিবর্ণ পাতা ও একটি ফুল । -কাল্পনিক_ভালোবাসা



♣♣ চুল । -শান্তির দেবদূত



♣♣ অটোগ্রাফ । -নোমান নমি



♣♣ মৃত্য চোখ । -অপু তানভীর



♣♣ যুগ্ম লেখক । -অন্যমনস্ক শরৎ



♣♣ কাপুরুষ । -লাবনী আক্তার



♣♣ নীল দংশন । -সমুদ্র কন্যা



♣♣ হাসি ও প্রিয় শব্দমালা । -সুলতানা সাদিয়া



♣♣ সম্পর্ক । -আফরোজা সোমা



♣♣ মরচে । -মোঃ ইসহাক খান









কিছু কথাঃ ব্লগে প্রকাশের ক্রমানুসারে সংকলন সাজানো হয়েছে । সংকলকের পাঠ সীমাবদ্ধতায় কিছু ভালো গল্প বাদ পড়ে যেতে পারে । এরকম কোন গল্প থাকলে কিংবা পাঠকের ভালোলাগার কোন গল্পের লিংক পাওয়া গেলে আমরা সংকলনে আপডেট করে দিব ।





*********************************************



উৎসর্গঃ ঋষি ব্লগার 'ইমন জুবায়ের' ভাই, যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত সামহোয়্যারইন ব্লগে পরম মমতায় ব্লগিং করেছেন । বাংলা ব্লগ জগৎ তাঁর কাছে চির ঋনী ।



"জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন

জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন ।"




********************************************



প্রচ্ছদঃ মাননীয় মন্ত্রী মহোদয়



ফটো ক্রেডিটঃ অন্তর্জাল ।



পূর্বে প্রকাশিত গল্প-সংকলনঃ



সামহোয়্যারইন গল্প-সংকলনঃ ইমন জুবায়ের স্মারক জানুয়ারি'১৪

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ বিজয়ের ডিসেম্বার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ নবান্নে নভেম্বার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মমতাময়ী অক্টোবার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শরৎ শুভ্র সেপ্টেম্বার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ আশিস বহি আগস্ট'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শ্রাবণধারায় জুলাই'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ রিমঝিম জুন'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মহিমান্বিত মে-১৩

মন্তব্য ১১৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:০৯

এহসান সাবির বলেছেন: চমৎকার মামুন ভাই।

অপেক্ষায় ছিলাম এই পোস্টের জন্য।

দারুন উপস্থাপন।

ভালোলাগা।

শুভেচ্ছা।

০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:২০

মামুন রশিদ বলেছেন: প্রথম কমেন্টে শুভেচ্ছা সাবির :)

২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:১১

সুমন কর বলেছেন: বরাবরের মতো চমৎকার! পাশে আছি।

০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:২২

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা সুমন । ভালো থাকবেন সব সময় :)

৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেক দিন পর ব্লগে এসে আপনার পোস্টে প্রথম লাইক দেয়ার সৌভাগ্যটা আমারই হল। :)

০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:২৩

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা কান্ডারি । ভালোলাগা প্রতিক্ষণ :)

৪| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:১৭

বেকার সব ০০৭ বলেছেন: সরাসরি প্রিয়তে রাখলাম


পরে এসে গল্প গুলো পড়ে নিব

০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:২৪

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা এবং ধন্যবাদ :)

৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:২৬

শান্তির দেবদূত বলেছেন: উফ! কত গল্প অপঠিত ! এই মাসে পাঠক হিসাবে বেশ ফাকি দিয়েছি। এখন কাঁথা মুরি দিয়ে চিড়াগুড় আর চা নিয়ে বসতে হবে। শুভেচ্ছা।

০১ লা মার্চ, ২০১৪ ভোর ৬:৫৮

মামুন রশিদ বলেছেন: চিড়াগুড় আর চায়ের দাওয়াত দেন ভাইয়া :)

৬| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:১৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন ভালো লাগা , অনেক কষ্টসাধ্য একটা কাজ নিয়মিত করে ব্লগে এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকার জন্যে।

আমার লেখা এই সংকলনে রাখার জন্যে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ভালো থাকবেন।শুভেচ্ছা। :)

০১ লা মার্চ, ২০১৪ ভোর ৬:৫৯

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা তনিমা :)

৭| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:২৩

আমি সাদমান সাদিক বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য :)

০১ লা মার্চ, ২০১৪ সকাল ৭:০৯

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপনি সাদমান সাদিক :)

৮| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:২৪

খেয়া ঘাট বলেছেন: দারুন কাজ।
আপনাদের এ ক্লান্তিহীন পথচলা এভাবেই চলতে থাকুক অবিরাম।
+++++++++++++++++++++++++++

০১ লা মার্চ, ২০১৪ সকাল ৭:১১

মামুন রশিদ বলেছেন: এত্তগুলা প্লাসে কৃতজ্ঞতা ভাইজান । শুভেচ্ছা :)

৯| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৩৮

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার পোষ্ট ।
অনেক কষ্ট সাধ্য কাজ ।
+++++

০১ লা মার্চ, ২০১৪ সকাল ৭:২১

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা কিশোর :)

১০| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ভাষা শহীদদের জন্য বিনম্র শ্রদ্ধা !
গল্প সংকলন দিন দিন আকর্ষনীয় হয়ে উঠছে মামুন ভাই !
অজস্র শুভকামনা , গল্প প্রেমিকদের জন্য এই উপহার টি দিয়ে যাবার কাজটির জন্য !

০১ লা মার্চ, ২০১৪ সকাল ৭:২৯

মামুন রশিদ বলেছেন: এ মাস থেকে কবিতা সংকলন পাবার ইংগিত পাচ্ছি । আগাম শুভেচ্ছা অভি :)

১১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৪৭

নিশাত তাসনিম বলেছেন: খুব ভালো কাজ এই বছরও আশা করি মামুন ভাই এর কাছ থেকে নিয়মিত গল্প সংকলন পোস্ট পাবো ।


স্বপ্নবাজ অভি ভাই @ আপনার কবিতা সংকলন বাদ দিলেন কেন ?

০১ লা মার্চ, ২০১৪ সকাল ৭:৪৬

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ নিশাত তাসনিম । শুভেচ্ছা :)

১২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৪৮

মশিকুর বলেছেন:
'মাসের প্রথম সপ্তাহে আপনার ব্লগে আসতেই হবে।' -এটা সংবিধানের চূড়ান্ত সংশোধনী।

সংকলন চলুক...

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৩

মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ মশিকুর । শুভেচ্ছা :)


সংকলক চলুক..

১৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ২:৫১

রাসেলহাসান বলেছেন: অসাধারন পোষ্ট!!
নিজের নামটা দেখেও খুব ভালো লাগছে। :)
কিছু "গল্প" পড়া হইনি তাই প্রিয় তে নিয়ে রাখছি।
+++++++++

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৪

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা রাসেলহাসান :)

১৪| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:০৫

অনাহূত বলেছেন: বাহ! অনবদ্য সংগ্রহ মামুন ভাই। প্রিয়তে।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৫

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ অনাহূত :)

১৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:১০

এ কে এম রেজাউল করিম বলেছেন: সাথে রাখলাম।
কষ্ট করার জণ্য অনেকগুলো ++++++

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৭

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ :)

১৬| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই মাসে প্রচুর প্রচুর গল্প পড়া বাকি আছে। আপনার পোষ্টটার জন্যই আর খুঁজাখুঁজি করি নাই। বুকমার্ক করলাম। পড়া শুরু করব কাল থেকে। ধন্যবাদ দিব না, আপনার এই কষ্ট এখন আমাদের মত ফাঁকিবাজদের দাবি :)

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৪

মামুন রশিদ বলেছেন: আপনেও আইলসা হৈয়া গেলেন! :||


শুভেচ্ছা কা_ভা :)

১৭| ০১ লা মার্চ, ২০১৪ ভোর ৪:৩৬

আমিই মিসিরআলি বলেছেন: বরাবরের মতই

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৫

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ :)

১৮| ০১ লা মার্চ, ২০১৪ ভোর ৪:৫৩

গোর্কি বলেছেন:
চমৎকার উপস্থাপনায় শ্রমসাধ্য পোস্টে আন্তরিক সাধুবাদ। অনেক শুভেচ্ছা রইল।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৫

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

১৯| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৭:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার প্রচ্ছদ !

নতুন মাসের শুভেচ্ছা ! :-B

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৭

মামুন রশিদ বলেছেন: প্রচ্ছদের ক্রেটিড মন্ত্রীর ;)


শুভেচ্ছা! শুভেচ্ছা :)

২০| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল কাজ।
অনেক ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৮

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২১| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৮:৩৬

ক্লান্ত তীর্থ বলেছেন: মামুন ভাই,সকালবেলায় এই পোস্ট পড়তে যেয়ে বিছানা থেকে আমার গেঞ্জি পড়ে গেল।গেঞ্জির ভিতর আমি ছিলাম।


এত ভালো ভালো লেখকদের মাঝে আমার দু'টো লেখা ঠাই পেয়েছে দেখে কৃতজ্ঞতা প্রকাশ করছি!

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫০

মামুন রশিদ বলেছেন: গেঞ্জি সহ আপনাকে ক্যাচ ধরার মত কেউ ছিলনা? :|



শুভেচ্ছা :)

২২| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৯:১৮

সাজিদ উল হক আবির বলেছেন: বরাবরের ভাললাগা মামুন ভাই।
আপনার এ কষ্টসাধ্য কাজটা যে উঠতি লেখকদের কতটা অনুপ্রেরণা দেয় তা বলে বোঝানোর মত নয়।
শুভেচ্ছা জানবেন। পোস্ট প্রিয়তে। :)

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫১

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা আবির :)

২৩| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯

বোধহীন স্বপ্ন বলেছেন: গত মাসে ঠিক মত বসা হয়নি সামুতে। অনেক গল্প পড়া থেকে বাদ গেছে। পোস্ট প্রিয়তে নিচ্ছি।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫১

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ :)

২৪| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৮

জুন বলেছেন: প্রচ্ছদ সহ সব কিছু মিলিয়ে চমৎকার এক সংকলন মামুন রশিদ ।
+

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৩

মামুন রশিদ বলেছেন: সংকলনে আপনার গল্প দিতে পারিনি, এখন আমার চাকরি থাকবে তো!!


:D B-)

২৫| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অসাধারন এককথায়...!
প্রশংসা করে কালক্ষেপন করতে চাচ্ছিনা !
চটজলদি শোকেসে ভরে নিলাম...

সৌখিন সংকলন বলে কথা ...
আর সেই সৌখিনতার দাবীদার পোস্টের হেডিং টার নিচ প্রথমেই নিজের নাম ...

কে না আপ্লুত হবে ...
আপ্লুত আমিও ...
আপ্লুত এতো গুনি লেখকদের মাঝে আমাকে স্থান দেয়ার জন্য

শুভেচ্ছা রইলো একরাশ সিক্ত ভালোলাগায়...
ভালো থাকবেন...

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৪

মামুন রশিদ বলেছেন: আপনার ভালোলাগার আবেগে আমিও সিক্ত হলাম ।


শুভেচ্ছা :)

২৬| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:০৫

আরজু পনি বলেছেন:

খেয়াল করেছি ছবিগুলো দেয়াতে মনে হয় খুব অল্প সংখ্যক পোস্ট নিয়েছেন সংকলনে, এটাই পোস্টদাতার মুন্সিয়ানা ।
অফলাইনে যখন দখেছিলাম, তখন চমকে ভাবলাম এতো কম পোস্ট কেন, পড়ে আবার দেখে বুঝলাম আসল রহস্য ।

পোস্ট উপস্থাপনে আপনার শৈল্পিকভাবটা খুব ভালো লাগে ।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৫

মামুন রশিদ বলেছেন: সূত্রটা আপনার কাছ থেকেই শেখা ;)



শুভেচ্ছা পনি'পু :)

২৭| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:০৫

আরজু পনি বলেছেন:

খেয়াল করেছি ছবিগুলো দেয়াতে মনে হয় খুব অল্প সংখ্যক পোস্ট নিয়েছেন সংকলনে, এটাই পোস্টদাতার মুন্সিয়ানা ।
অফলাইনে যখন দেখছিলাম, তখন চমকে ভাবলাম এতো কম পোস্ট কেন, পড়ে আবার দেখে বুঝলাম আসল রহস্য ।

পোস্ট উপস্থাপনে আপনার শৈল্পিকভাবটা খুব ভালো লাগে ।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৫

মামুন রশিদ বলেছেন: :)

২৮| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৪

হাসান মাহবুব বলেছেন: সন্ধ্যা প্রদীপ আর মনযুরুল হকের গল্পদুটো পড়া ছিলো না। বরাবরের মতোই চমৎকার কাজ।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৬

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা হামা ভাই :)

২৯| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৬

একলা ফড়িং বলেছেন: অনেক গল্পই পড়া হয়নি :| :| সংকলন পোস্টের সুবাদেই মিস হয়ে যাওয়া লেখাগুলো সহজেই পাওয়া যায়!

ধন্যবাদ মামুন ভাই, পোস্ট প্রিয়তে :)

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৬

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ একলা ফড়িং :)

৩০| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: @ নিশাত তাসনিমঃ
আজ রাতে পাবেন কবিতা সংকলন , একটি ঘোষণা সহ !

০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:২২

মামুন রশিদ বলেছেন: :) :)

৩১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৩৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: দুই তিন মাস ধরে খুব বেশি ফাঁকি দিচ্ছি :P

এটা ঠিক না! :-0
নিয়মিত থাকা চাই! /:)

০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:২৮

মামুন রশিদ বলেছেন: কথা সত্যি ;) :P

৩২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:০০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বার বারের মত এবারও বলছি, কাজটা আসলেই অনেক কষ্টসাধ্য। আপনি এটা নিয়মিত করে যাচ্ছেন। অনেক অনেক ভালবাসা আপনার জন্য। গতবারের মত এবারও নিজের একটা লেখা আছে, ভালই লাগছে। :)

আপনার জন্য শুভ কামনা।

০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৩

মামুন রশিদ বলেছেন: শুভকামনা রিয়াদ, এবং শুভেচ্ছা :)

৩৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:১০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকে ।

পরিশ্রমসাধ্য সংকলন !
কিছু গল্প পড়া হয় নাই ! পড়বো ।

ভালোলাগা,

ভালো থাকুন ।

০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩৫

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা স্বপ্নচারী গ্রানমা :)

৩৪| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৯

কয়েস সামী বলেছেন: আগেই পড়েছিলাম। এখণ জানিয়ে গেলাম। ধৈর্য্য ধরে যে কাজটা চালিয়ে যাচ্ছেন এটাই ভাল লাগছে। এতো ধৈর্য্য পান কই??

০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:০৭

মামুন রশিদ বলেছেন: পরিধি ধরে হাটছি বৃত্তপূর্ণের আশায় ।


শুভেচ্ছা কয়েস সামী :)

৩৫| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ৮:০৮

না পারভীন বলেছেন: অনেকের সংকলন নজরে পড়েছে কিন্তু বসে ছিলাম মামুন ভাই এর সংকলনের জন্য । অগুণিত ধন্যবাদ শকারে প্রিয়তে ।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:২৬

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আপু :)

৩৬| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:১৬

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল, অভিনন্দন আপনাকে।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩৮

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী :)

৩৭| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:১৬

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল, অভিনন্দন আপনাকে।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:১০

মামুন রশিদ বলেছেন: :)

৩৮| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: পোস্টের ছবি গুলো প্রত্যেকটাই চমৎকার।

ব্লগে আমার যে গ্যাপ তৈরি হয়েছে জানি না কবে কাটিয়ে উঠতে পারবো! জানি না ভালো ভালো গল্প গুলো কবে পড়তে পারবো। তবুও প্রিয়তে নিয়ে রাখলাম পোস্ট টি

০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:২২

মামুন রশিদ বলেছেন: একটু নিয়মিত হলেই গ্যাপট্যাপ সব কেটে যাবে ।


শুভেচ্ছা অপর্ণা :)

৩৯| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মশিকুর বলেছেন:
'মাসের প্রথম সপ্তাহে আপনার ব্লগে আসতেই হবে।' -এটা সংবিধানের চূড়ান্ত সংশোধনী।

=p~ =p~ =p~ =p~

০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪৭

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা মন্ত্রী ;) B-)

৪০| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: এবারের সংকলনের উপস্পনাশৈলী চমৎকার হয়েছে। পরিশ্রম সাফল্য লাভ করুক ।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:০৩

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সেলিম :)

৪১| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:২৬

একজন ঘূণপোকা বলেছেন:
অনেক গুলোই পড়া হয়নি


একসাথে সাজিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ভাইজান

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:১৭

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা একজন ঘূণপোকা :)

৪২| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৯:২৯

অদৃশ্য বলেছেন:






দারুন এক দায়িত্ব কাঁধে নিয়েছেন... আর তা খুব ভালোভাবেই পালন করে চলেছেন...


মামুন ভাইয়ের জন্য
শুভকামনা...

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৩০

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য । শুভ কামনা :)

৪৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:১১

অস্পিসাস প্রেইস বলেছেন: অপেক্ষায় ছিলাম এই পোস্টের জন্য।

সংকলন পোস্টের সুবাদেই মিস হয়ে যাওয়া লেখাগুলো সহজেই পাওয়া যায়!

পোস্টের ছবিগুলো প্রত্যেকটাই চমৎকার। দারুন উপস্থাপন।


০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৪৮

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ অস্পিসাস প্রেইস :)

৪৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: +++

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০০

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ভাইজান :)

৪৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:১২

একলা চলো রে বলেছেন: বরাবরের মতো চমৎকার উদ্যোগ , যদিও এ মাসে আমি বেশ নিয়মিত পাঠক ছিলাম , তারপরও দেখি বেশ কিছু গল্প মিস করেছি।

পিডিএফ দিলে ভালো হয়। কাজের ফাঁকে ফাঁকে কাজে ফাঁকি দিয়ে পড়া যায়। :P

শুভকামনা রইল।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৩

মামুন রশিদ বলেছেন: দুজন প্রিয় ব্লগার 'মুহম্মদ ফজলুল করিম' এবং 'আমিনুর রহমান' স্বউদ্যোগে এই সংকলনের দারুণ পিডিএফ করে দেন । কিন্তু এই মাসে এখন পর্যন্ত এই দুজনের কারো দেখা পাইনি, হয়ত উনারা ব্যস্ত আছেন ।


শুভেচ্ছা একলা চলো রে :)

৪৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:০৬

আমি ইহতিব বলেছেন: একলা চলো রে এর সাথে একাত্মতা জ্ঞাপন করছি।

পিডিএফের আশায় থাকলাম।

কষ্টসাধ্য পোস্টের জন্য শ্রদ্ধা ও সম্মান পুরো টিমের জন্য।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪০

মামুন রশিদ বলেছেন: আপু, সংকলনের পিডিএফ হতে দেরি হলে আপনার কথা সবার আগে মনে আসে । কি করব, আমি এইসব টেকি ব্যাপারে দূর্বল ।


শুভেচ্ছা :)

৪৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:০৯

শরৎ চৌধুরী বলেছেন: দেখা হয়েছে, বেশ আগেই। এখন শুভেচ্ছা আর অভিনন্দনটুকু জানিয়ে গেলাম। দারুণ কাজ করে চলেছেন, ভালোবাসা জানবেন।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৫

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন শরৎ ভাই :)

৪৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৪৮

ইখতামিন বলেছেন:
ইদানিং ব্লগে তেমন আসিনা। অনেক লেখাই পড়া হয়নি। এমনকি আপনার লেখাও দেখেছি আজ। প্রচ্ছদটাও সুন্দর হয়েছে। অনেক ভালো একটা সংকলন।

++

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:২০

মামুন রশিদ বলেছেন: আপনাকে মিস করি ভাইয়া ।


শুভ কামনা ইখতামিন :)

৪৯| ০৫ ই মার্চ, ২০১৪ ভোর ৬:৫৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপ্লুত.............. +++

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর :)

৫০| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৪

নাছির84 বলেছেন: মশিকুর ভাইয়ের মন্তব্যে সহমত। কত গল্পই অপঠিত !!! চমৎকার একটি সংকলনের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। শুভ কামনা।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৬

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা নাছির :)

৫১| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৭

শান্তির দেবদূত বলেছেন: দাওয়াত বাকী থাকলো, না হলে চিড়াগুড় আর চায়ের সাথে প্লেনের টিকেটও যে পাঠাতে হবে :)

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:১২

মামুন রশিদ বলেছেন: হুম, ফিরে আসার আগ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর উপায় নাই । ঠিক আছে, তাই সই :)

৫২| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫০

সকাল রয় বলেছেন:
আপনার এই কাজের কথা ধন্যবাদ বলে ফুড়িয়ে দেয়ার মতো নয়। অনেক শ্রদ্ধায় অনেক ভালবাসায় বলা।
সত্যিই ভালো কাজ

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪২

মামুন রশিদ বলেছেন: আপ্লুত, সম্মানিত বোধ করছি ।



শুভেচ্ছা সকাল রয় :)

৫৩| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৪

মোঃ ইসহাক খান বলেছেন: পরিশ্রমী সংকলনে সাধুবাদ।

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩১

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা গল্পকার :)

৫৪| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

নীলসাধু বলেছেন: মাথা নষ্ট পোষ্ট। স্যালুট মামুন রশিদ ভাই :)

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন প্রিয় নীলসাধু ভাই ।


:) :)

৫৫| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: এবারে কোন গল্পই তেমন পড়া হয় নি। একে একে পড়ে নিতে হবে।

অলস পাঠকের কাছ থেকে কৃতজ্ঞতা গ্রহণ করুন।

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৪

মামুন রশিদ বলেছেন: আপনি অলস নন, হয়ত ব্যক্তিগত ব্যস্ততায় যাচ্ছে দিনকাল । তবে আপনার পাঠ আমরা মিস করি সকলে ।


শুভ কামনা প্রিয় ব্লগার ।

৫৬| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৮

শিস্‌তালি বলেছেন: ভাই চরম পোস্টতো। দারুণ! আমার পুরোন গল্প এখানে যোগ করা যাবে??????????

০১ লা মে, ২০১৪ সকাল ৯:২৮

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ । ব্লগে আসা প্রতি মাসের গল্প দিয়ে এই সংকলন সাজানো হয় । আপনি লিখেন, অবশ্যই সংকলনে যোগ হবে ।

৫৭| ০১ লা মে, ২০১৪ সকাল ৯:২৪

মনযূরুল হক বলেছেন: এই সংকলনের একটি অনুবাদ গল্প ‌চুরি' আমার করা, তাই জিজ্ঞেস করছি, এই সংকলনটি কি পিডিএফ করা হয়েছে? যদি হয়ে থাকে তবে কি আমি সেটা ডাউনলোড করে নেয়ার মতো সৌভাগ্য পাবো?

সংকলনের জন্য ধন্যবাদ ।

০১ লা মে, ২০১৪ সকাল ৯:৩৪

মামুন রশিদ বলেছেন: স্বাগতম মনযূরুল হক । আপনার অনুবাদ গল্পটি অসাধারণ হয়েছে । কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, সংকলনের এই সংখ্যাটি 'পিডিএফ' করা হয় নি । আসলে সংকলনের পিডিএফ ভার্সন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উৎসাহী ব্লগাররা স্বপ্রণোদিত হয়ে করে থাকেন । কিন্তু এই সংখ্যাটি আসার সময় হয়ত তারা ব্যস্ত ছিলেন ।

আপনার কাছে নিয়মিত লেখালেখি আশা করি। ভালো থাকবেন ।

৫৮| ০১ লা মে, ২০১৪ সকাল ৯:৫৪

শিস্‌তালি বলেছেন: কয়েক মাস আগের লেখা গল্প এই সংকলনে যোগ করার উপায় কি?

০১ লা মে, ২০১৪ সকাল ১০:০২

মামুন রশিদ বলেছেন: এটা ফেব্রোয়ারি ২০১৪ সালে ব্লগে আসা গল্প নিয়ে করা । আপনার গল্পটি যদি এই সময়ে এসে থাকে, তাহলে দয়া করে লিংক দিয়ে যান । সংকলনে আপনার গল্প আপডেট করে দিতে চেষ্টা করব । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.