![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্নিঝরা মার্চ বাঙালির প্রতিরোধের মাস, মহান স্বাধীনতার মাস । বায়ান্ন'র একুশে ফেব্রোয়ারিতে মাতৃভাষার জন্য বাঙালির হৃদয়ে যে আগুন জ্বলেছিল, সে আগুন ছড়িয়ে পড়ে বাংলার সব খানে । এরপর ইতিহাসের সিঁড়ি বেয়ে আসে একাত্তরের ৭ই মার্চ । রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণে মুহুর্মুহু গর্জে উঠে মুক্তিকামি জনতা । সারাদেশে উড়তে থাকে সবুজ জমিনে লাল সূর্যের পতাকা । ২৫শে মার্চ কালরাতে বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে নিরস্ত্র বাঙালি হননে মেতে উঠে পাক হানাদার । তারপর দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের পর আমরা অর্জন করি আমাদের স্বাধীনতা ।
স্বাধীনতার মাসে সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের নিবেদন,
'সামহোয়্যারইন গল্প-সংকলনঃ অগ্নিঝরা মার্চ'১৪ ।।
♣♣ রক্তানুভূতি । -কান্ডারি অথর্ব
♣♣ "গাতক সুরুজ" । -সাজিদ উল হক আবির
♣♣ আয়না । -সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
♣♣ আদর্শলিপি । -জিকসেস
♣♣ বিলম্ব । -তৌসীফ সাদাত
♣♣ অবাক চোখে তাকিয়ে থেকে! -কয়েস সামী
♣♣ অভ্যাগত সরিসৃপেরা । -হাসান মাহবুব
♣♣ অদৃশ্যের দৃশ্যায়ন । -মারুফ মুকতাদীর
♣♣ চার টে স্লিপিং পিল । -অদিতি মৃণ্ময়ী
♣♣ মরিচিকা । -রাসেলহাসান
♣♣ চিত্রাপারুল । -সাদাকালো টেলিভিশন
♣♣ নৈপ্রির গল্প- বেদনার্ত স্বপ্ন । -ক্লান্ত তীর্থ
♣♣ অবসেশন । -মোঃ ইসহাক খান
♣♣ অভিনয় । -রিয়াদ(শেষ রাতের আঁধার)
♣♣ প্রিয়দর্শনের গাঁজা এবং সেই কিশোর । -রাফিউজ্জামান সিফাত
♣♣ ম্যাগনোলিয়া, ছড়াও সুধা মন মধুপে ! -মামুন রশিদ
♣♣ গরিমা । -মোঃ ইসহাক খান
♣♣ চাঁদের গন্ধ । -বৃত্তবন্দী শুভ্র
♣♣ টার্নিং পয়েন্ট । -সাঈদসুমন
♣♣ স্বভাবের বিড়ম্বনা । -সন্ধ্যা প্রদীপ
♣♣ নিরুপমা । -শুকনোপাতা০০৭
♣♣ নিঃসঙ্গ ক্যাপসুল । -বোধহীন স্বপ্ন
♣♣ মৃত্যু পথের যাত্রীদের জন্য শব্দ সংকলন । -আদনান শাহরিয়ার
♣♣ বুড়িয়ে যাওয়া সেই মানুষটি । -সংগ্রামী পথিক
♣♣ অসমাপ্ত । -আরজুপনি
♣♣ ফেরা । -রিয়াদ(শেষ রাতের আঁধার)
♣♣ বাইশ শতকের বিয়ে !! -অপু তানভীর
♣♣ টেমসের জল । -বিদ্রোহী বাঙালী
♣♣ স্থান কাল পাত্র । -রেজওয়ানা আলী তনিমা
♣♣ গল্প লিখব না বলে । -অ রণ্য
♣♣ চিত্রনাট্য । -মিমা
♣♣ ঘাম । -বিদ্রোহী বাঙালী
♣♣ একটি ছোট ঘটনা ।। -ইনকগনিটো
♣♣ ট্রেসলেস রেভুল্যাশন । -অপু তানভীর
♣♣ রৌদ্রছায়া । -রাসেলহাসান
♣♣ যৌনমন কিংবা অলিগলি অন্ধকার । -অলওয়েজ ড্রিম
♣♣ থিতু হবার গল্প । -মোঃ ইসহাক খান
♣♣ মাঝে মাঝে লোডশেডিং হোক । -ইসতিয়াক অয়ন
♣♣ চিঠি । -সাজিদ উল হক আবির
♣♣ শারীরবৃত্তীয় । -সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
♣♣ নিজের ভাগ্য নিজেই গড়ো । -প্রোফেসর শঙ্কু
♣♣ সুবহে সাদিক । -সাজিদ উল হক আবির
♣♣ একা । -রিয়াদ(শেষ রাতের আঁধার)
♣♣ স্বাধীনতার গল্প । -বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর
♣♣ মায়ের দোয়া । -সাদাত হোসাইন
♣♣ অসহনীয়তার আলাপন । -মোঃ ইসহাক খান
♣♣ এই সব দিন ও রাত্রির কাব্য । -বৃতি
♣♣ ঠোঁট চুঁইয়ে বেড়েই চলে রাত.. । -নাছির84
♣♣ প্রিয়তমা তোমার জন্য ভালোবাসা । -শুঁটকি মাছ
♣♣ বেলা শেষে । -বোকা মানুষ বলতে চায়
আপডেটঃ
একটি বাস্তব ঘটনা অবলম্বনে গল্প । -মুনতাসির নাফিস(দ্যা অ্যানোনিমাস)
ডানাকাটা পরী । -অর্ফিয়ুস
কিছু কথাঃ ব্লগে প্রকাশের ক্রমানুসারে সংকলন সাজানো হয়েছে । সংকলকের পাঠ সীমাবদ্ধতায় কিছু ভালো গল্প বাদ পড়ে যেতে পারে । এরকম কোন গল্প থাকলে কিংবা পাঠকের ভালোলাগার কোন গল্পের লিংক পাওয়া গেলে আমরা সংকলনে আপডেট করে দিব ।
*********************************************
উৎসর্গঃ ঋষি ব্লগার 'ইমন জুবায়ের' ভাই, যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত সামহোয়্যারইন ব্লগে পরম মমতায় ব্লগিং করেছেন । বাংলা ব্লগ জগৎ তাঁর কাছে চির ঋনী ।
"জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন ।"
********************************************
প্রচ্ছদঃ মাননীয় মন্ত্রী মহোদয় ।
ফটো ক্রেডিটঃ অন্তর্জাল ।
পূর্বে প্রকাশিত গল্প-সংকলনঃ
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ অশ্রুগড়া ফেব্রোয়ারি'১৪
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ ইমন জুবায়ের স্মারক জানুয়ারি'১৪
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ বিজয়ের ডিসেম্বার'১৩
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ নবান্নে নভেম্বার'১৩
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মমতাময়ী অক্টোবার'১৩
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শরৎ শুভ্র সেপ্টেম্বার'১৩
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ আশিস বহি আগস্ট'১৩
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শ্রাবণধারায় জুলাই'১৩
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ রিমঝিম জুন'১৩
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মহিমান্বিত মে-১৩
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:১২
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় এহসান সাবির । প্রথমেই আপনার মন্তব্য পেয়ে সত্যিই আনন্দিত ।
২| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:০৬
এহসান সাবির বলেছেন: ১ম ভালোলাগা টা কিন্তু আমার।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:১৩
মামুন রশিদ বলেছেন: থ্যান্ক্যু থ্যান্ক্যু !!
৩| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯
উপপাদ্য বলেছেন: পরিশ্রমী পোস্ট।
অনেক ধন্যবাদ।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:১৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:১৬
মামুন রশিদ বলেছেন: পোস্ট লিখেছি ৩১ মার্চ সকাল-দুপুর সিলেটে বসে । ব্লগে পোস্ট করলাম কুমিল্লা এসে । যদি বেঁচে বর্তে থাকি তাহলে পোস্টের পরবর্তি কমেন্টের উত্তর দিব আগামিকাল রাতে চট্টগ্রাম থেকে । এর পর পোস্ট নিয়ে কক্সবাজার ঘুরে আবার ফিরে যাব সিলেট ।
সবার জন্য শুভকামনা
০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৪
মামুন রশিদ বলেছেন:
৫| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৪
উদাস কিশোর বলেছেন: অনেকদিন পর এলাম ।
অনেক গল্প পড়া হয় নি ব্যাস্ততার কারনে ।
অসমান্য পোষ্ট এর জন্য ধন্যবাদ মামুন ভাই ।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ কিশোর
৬| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:৫১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার একটা কাজ নিয়মিত করে যাচ্ছেন আপনি, মামুন ভাইয়া। ব্লগের জন্যে অতি দরকারী এমন একটা পোষ্ট দেবার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটা স্পেশাল থ্যাঙ্কস আমার গল্পটা রাখার জন্যে, প্রতি মাসের শেষে সংকলনে নিজের নামটা দেখা আমার মতো আরও অনেকের প্রেরণা নিঃসন্দেহে।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:০২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ তনিমা । সব সময় পাশে পাই, কৃতজ্ঞতা ।
৭| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:০০
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অসাধারণ! নির্দ্বিধায় প্লাস এবং আবারো প্রিয়তে গেল ...
সবরকমের শুভেচ্ছা আর শুভকামনা...
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:০৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ মুনতাসির নাফিস ।
৮| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:০৭
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: একটা জিনিস মাথায় আসছে না, বাস্তব জীবনের কাহিনী, শ্রমিক আর মজুর খেটে খাওয়া মানুষদের কষ্টের ধূসর ফ্রেমে আঁটা কোন জীবন গল্প বা কাহিনী কি ব্লগ সংকলনে স্থান পাওয়ার যোগ্যতা আদৌ রাখেনা!?
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:১৯
মামুন রশিদ বলেছেন: হৃদয় ছুঁয়ে যাওয়ার মত গল্প, আপনার পোস্টেও বলে এসেছি । কোন এক্সকিউজ দিচ্ছি না, এটা শুধুই একটা ভুল । পর্যবেক্ষণ প্যান থেকে গল্পের লিংক নিয়ে পোস্ট তৈরি করি, আপনার পোস্টের বিশাল শিরোনামে হয়ত বিভ্রান্ত হয়েছি ।
যাই হোক, সেই রাত নয়টা থেকে পোস্ট আপডেট করার চেষ্টা করছি । কিন্তু কি কারণে যেন পোস্ট এডিট করা যাচ্ছে না । চেষ্টা করে যাচ্ছি যত শীঘ্র আপডেট করে দিতে ।
এত বড় শিরোনাম সংকলনে দেয়া মুশকিল, তাই শিরোনাম দিয়েছি "একটি বাস্তব ঘটনা অবলম্বনে গল্প!" প্লিজ, শিরোনাম নিয়ে আপনার মতামত জানতে চাই, শিরোনামের ব্যাপারে লেখকের সিদ্ধান্তই চুড়ান্ত ।
০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৫
মামুন রশিদ বলেছেন: আপডেটেড
৯| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:১০
দালাল০০৭০০৭ বলেছেন: বাহ সুন্দর কালেকশন ভাইয়া
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:২১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
১০| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:১২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। প্রিয়তে নিলাম।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:২২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ
১১| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:১৩
প্রবাসী পাঠক বলেছেন: ডানাকাটা পরী ------- অর্ফিয়ুস
ওয়াচে থাকা একজন ব্লগারের লেখা গল্পের লিংক শেয়ার করলাম মামুন ভাই। একটু দেখতে পারেন সংকলনে স্থান দেয়া যায় কি না ?
পোস্টে তৃতীয় ভাল লাগা এবং প্রিয়তে।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:২৪
মামুন রশিদ বলেছেন: অবশ্যই দেয়া যাবে । লিংক দিয়ে সহযোগীতার জন্য ধন্যবাদ ভাইজান । শুধু দোয়া কইরেন, পোস্ট এডিট করতে গেলেই ৫০৪ নাম্বার এরর দেখাচ্ছে । চেষ্টা করে যাচ্ছি দ্রুত আপডেট করে দিতে ।
০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৬
মামুন রশিদ বলেছেন: আপডেটেড
১২| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:২১
বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেক কষ্ট সাধ্য কাজ বেশ আন্তরিকতার সহিত করেছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার 'ঘাম' অণুগল্পটা আছে দেখে ভালো লাগলো। ভীষণ রকম উৎসাহ পেলাম। আন্তরিক ধন্যবাদ মামুন। আপনার পরিশ্রম সার্থক হোক দোয়া করছি।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:২৭
মামুন রশিদ বলেছেন: গল্পকারেরা নুন্যতম উৎসাহ পেলেও এই প্রচেষ্টা স্বার্থকতা পাবে ।
অনেক ধন্যবাদ প্রিয় ঘাসফুল ওরফে বিদ্রোহী বাঙালী ।
১৩| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:৩৯
অদ্বিতীয়া আমি বলেছেন: ধন্যবাদ ভাইয়া । লিস্ট দেখে বুঝলাম এবার অনেক গল্প পড়া বাকী ।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:২৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপু
১৪| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৩:২৭
নিশাত তাসনিম বলেছেন:
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) ভাই এর গল্পটিও সংকলনে আপডেট করার অনুরোধ/পরামর্শ থাকলো।
শ্রমসাধ্য কাজের জন্য আগের মতই ভালোলাগা এবং ধন্যবাদ।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ তাসনিম । হ্যাঁ, আপডেট করার চেষ্টা করে যাচ্ছি । কিন্তু কি কারণে যেন পোস্ট এডিট করা যাচ্ছে না । যত দ্রুত সম্ভব আপডেট করে দিব ।
১৫| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: মাসের শুরুতেই উপহার টা বেশ লাগে মামুন ভাই !
আফসোস গল্পকার হইতে পারলাম না !
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৩
মামুন রশিদ বলেছেন: শুধু একবার বলেন, আপনারে গল্পকার হইতে কে মানা করছে !!!
হাহাহা, শুভকামনা অভি
১৬| ০১ লা এপ্রিল, ২০১৪ ভোর ৫:০২
আমিই মিসিরআলি বলেছেন:
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ !!
১৭| ০১ লা এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩২
সুমন কর বলেছেন: কষ্টসাধ্য পোস্টের সাথে, সর্বদা আছি। মাসের প্রথমে আপনার এ পোস্টটি অনেক ব্লগারকে উৎসাহ দিয়ে থাকে।
ভালো থাকবেন।
** একটু বিরতিতে যাচ্ছি।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮
মামুন রশিদ বলেছেন: আপনাকে এমনিতে কিছুদিন ধরে কম দেখছি । চমৎকার একটা সংকলনের অপেক্ষায় আছি, এই অবস্থায় বিরতিতে গেলে চলবে!
সব ব্যস্ততা মিটিয়ে তাড়াতাড়ি ব্লগে ফিরবেন, এই আশাবাদ আর শুভকামনা থাকলো সুমন ।
১৮| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৭:০৪
ইমরাজ কবির মুন বলেছেন:
আমিও ভাল লাগা বাটনে একটা টিপ দিলাম !
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫১
মামুন রশিদ বলেছেন: ইমো দেখেতো ভাবলাম রিপোর্ট বাটন টিপাইছেন
১৯| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার এই পোস্টার জন্যই অপেক্ষায় ছিলাম.......... প্রিয়তে অবশ্যই।
ভাল থাকবেন মামুন ভাই। আল্লাহফেয !!!
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি । শুভকামনা ।
ফিআমানিল্লাহ !
২০| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪২
বোধহীন স্বপ্ন বলেছেন: আপনার এই পরিশ্রমের জন্য আরেকবার অভিনন্দন
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ বোধহীন স্বপ্ন ।
২১| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কষ্টসাধ্য কাজের জন্য ধন্যবাদ, মামুন রশিদ।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৬
মামুন রশিদ বলেছেন: আমার ব্লগে স্বাগতম আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ।
২২| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪০
বৃতি বলেছেন: এবার অনেক গল্প মিস করেছি ভাইয়া। অনেক থ্যাংকস আপনাকে
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮
মামুন রশিদ বলেছেন: ভাল থাকবেন বৃতি
২৩| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: গ্রেট ওয়ার্ক এস ইউজুয়াল। তবে এবার যেটা মজা পেলাম একেবারে ঘড়ি ধরে মাসের ঠিক শুরুতে পোস্ট দেয়া।
অনেক ধন্যবাদ এমন কষ্টসাধ্য কাজ নিয়মিত করে যাওয়ার জন্য।
পোস্টে +++
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:০০
মামুন রশিদ বলেছেন: হাহাহা, প্রতি মাসেই ঘড়ি ধরে রাত ১২ টা ০১ মিনিটে পোস্ট দেয়ার প্রস্তুতি থাকে । কিন্তু ১২টা বাজার দশ মিনিট আগে থেকে শুরু হয় পেজ লোডিং এবং অন্যান্য সমস্যা ।
ধন্যবাদ
২৪| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: গ্রেট ওয়ার্ক এস ইউজুয়াল। তবে এবার যেটা মজা পেলাম একেবারে ঘড়ি ধরে মাসের ঠিক শুরুতে পোস্ট দেয়া।
অনেক ধন্যবাদ এমন কষ্টসাধ্য কাজ নিয়মিত করে যাওয়ার জন্য।
পোস্টে +++
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:০১
মামুন রশিদ বলেছেন:
২৫| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সংকলন পোস্টের অপেক্ষায় ছিলাম।
ভাল লাগলো মামুন ভাই পোস্টটা দেখে।
কস্টের জন্য ধন্যবাদ।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:০২
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২৬| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৮
আমিনুর রহমান বলেছেন:
৫০ টা গল্প ! পিডিএফ করে রাতে এড করে দিবো মামুন ভাই। ভাবছি বৃহস্পতিবার কি চিটাগাং এর দিকে একটা ট্যুর দিবো কি না ...
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭
মামুন রশিদ বলেছেন: পিডিএফ টা করে দিলে খুবই ভাল হয় । আচ্ছা মুহম্মদ ফজলুল করিম ভাইয়ের কোন খবর জানেন? ভদ্রলোক স্বেচ্ছায় অনেকগুলো সংকলনের পিডিএফ করে দিয়েছিলেন । কিন্তু গত কয়েক মাস ধরে তাকে ব্লগ বা ফেবু কোথাও দেখছি না ।
এইবার গরমে হাঁপায়া গেছি, বৃহষ্পতিবার সকালেই ফিরতি ট্রেনে উঠুম ।
২৭| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৩
শরৎ চৌধুরী বলেছেন: বাহ কি চমৎকার। শুভেচ্ছা মামুন।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:১০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ শরৎ ভাই ।
পোস্ট এডিট করতে পারছিনা । বারবার 502 Bad Gateway আসছে । একটু দেখবেন প্লিজ..
২৮| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৫
মাহমুদ০০৭ বলেছেন: বেশ কয়েকটি নামের সাথে নতুন করে পরিচিত হলাম ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল প্রিয় মামুন ভাই ।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩
মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, সামুতে নতুনের আগমন সব সময়ই আছে । সাথে দিন দিন পুরানোরা হারায়ে যাচ্ছে ।
ভালো থাকবেন মাহমুদ
২৯| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩২
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কষ্টসাধ্য কাজটা আবার করলেন। ধন্যবাদ ভাইয়া। সব গুলো পড়া হয় নি, পড়ে নিব।
লেখালেখির ব্যাপারে দারুণ উৎসাহ আসে, সংকলনে নিজের গল্প দেখলে। আর এবার আমার তিনটা গল্প সংকলনে। ভাবতেই ভাল লাগছে। সত্যি অনেক বেশী খুশি।
ভালবাসা রইল আপনার জন্য। আর দোয়া করবেন আমার জন্য।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:১৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ রিয়াদ
৩০| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩২
চিরতার রস বলেছেন: ভাল লাগা বাটন কাজ করায় মৌখিকভাবে ভাল লাগা জানালাম। ভাল থাকবেন প্রিয় মামুন ভাই।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ চিরতার রস
৩১| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৮
লাবনী আক্তার বলেছেন: পোস্টে বরাবরের মত প্লাস।
আমিও অপেক্ষা করি এই পোস্টের জন্য।
শুভকামনা মামুন ভাইয়ের জন্য।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপু
৩২| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন:
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪১
মামুন রশিদ বলেছেন: ঠিকই আছে । কবিতার প্রতি আপনার স্বজনপ্রীতি একপেশে..
৩৩| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭
অরুদ্ধ সকাল বলেছেন:
এমন দিন যাচ্ছে যে গল্প লিখবার সময়ই হয় না। কিছু কিছু গল্প পড়ে নেয়া যাবে। ধন্যবাদ মামুন ভাই
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬
মামুন রশিদ বলেছেন: ব্যস্ততা কাটিয়ে লেখালেখিতে ফিরে আসুন । শুভকামনা ।
৩৪| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এমন একটি শ্রমসাধ্য কাজ আপনি নিয়মিত করে যাচ্ছেন।
আপনাকে সালাম জানাই, মামুন রশিদ ভাই
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৬
মামুন রশিদ বলেছেন: আমি যাদের থেকে অনুপ্রেরণা নেই, সেই দলে আপনিও একজন ।
আপনার জন্য শ্রদ্ধা, হৃদয় থেকে..
৩৫| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:২৬
হাসান মাহবুব বলেছেন: এইবারে প্রচুর গল্প মিস করেছি। পড়ে নেবো এখান থেকে।
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:০২
মামুন রশিদ বলেছেন: এইবার আমরাও আপনার গল্প মিস করেছি । সেই তিন তারিখের পর আর কোন গল্প আসেনি । শুধু অপেক্ষাই করে গেছি..
৩৬| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩১
কয়েস সামী বলেছেন: ++++++++। কৈ থাইকা যে ধৈর্য্য পান এতো!!
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩২
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ভাল থাকবেন ।
৩৭| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
স্যালুট মামুন ভাই নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য। আমার মত অলস ব্লগারের জন্য সংকলন বেশ দরকারি।
পোষ্ট প্রিয়তে......
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৩
মামুন রশিদ বলেছেন: হুম, ধন্যবাদ শোভন
৩৮| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪
আরজু পনি বলেছেন:
খুবই অস্বস্তিকর অবস্থা !
এতোসব দারুণ লিখিয়েদের পাশে নিজের নাম দেখে লজ্জাই লাগছে :#>
...এভাবে অনুপ্রেরণা দেবার জন্য কৃতজ্ঞতা রইল, মামুন ।
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৬
মামুন রশিদ বলেছেন: আপনাকে অনুপ্রেরণা দিয়া লাভ নাই, আইলসা ব্লগার কি দারুণ করে লিখতে পারেন, কিন্তু লিখেন না..
শুভ কামনা পনি আপু
৩৯| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩
গোর্কি বলেছেন:
পরিশ্রমী পোস্টের জন্য সাধুবাদ। ভ্রমণ উপভোগ্য হোক। শুভকামনা রইল।
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ গোর্কি, ভাল থাকবেন
৪০| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জীবনান্দদাশের আট বছর আগে একদিন একটা কবিতায় একটা জায়গায় আছে- চমৎকার।
এরপর পরই আছে, ধরে যাক দু' একটা ইঁদুর এবার।
এরপর চমৎকার বললেই, মনে পড়ে, ধরা যাক দু' একটা ইঁদুর এবার। আর মাসের প্রথম তারিখ আসলেই খুঁজি মামুন ভাইয়ের গল্পের সংকলন।
ভালো থাকবেন। সব সময়।
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৯
মামুন রশিদ বলেছেন: ধরা যাক দু' একটা ইঁদুর এবার
হাহাহা, ধন্যবাদ সজীব ।
৪১| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০
শান্তির দেবদূত বলেছেন: এমাসে বেশ ব্যস্ত ছিলাম বলে পড়ার ক্ষেত্রে একটু ফাকিবাজি করেছি, আপনার এই পোষ্টের অপেক্ষায় ছিলাম
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ শান্তির দেবদূত ভাইয়া
৪২| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪২
অদৃশ্য বলেছেন:
বরাবরের মতো সুন্দর কাজ মামুন ভাই... প্রেরণা যোগাবে অনেককেই...
শুভকামনা...
০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য ।
আপনার জন্য শুভকামনা
৪৩| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কোন কথাই হবে না! ডাইরেক্ট পোষ্ট প্রিয়তে!!
০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
মামুন রশিদ বলেছেন:
৪৪| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৩
শুঁটকি মাছ বলেছেন: ইয়েস!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমার গল্প আছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
মামুন রশিদ বলেছেন: হাহাহা,
৪৫| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার এই সব অপূর্ব সংকলন পোস্ট দেখলে মনে পড়ে যায় যে আমার অনেক গুলো গল্প লিখে ফেলতে হবে, মাথার মধ্যে নিয়ে ঘুরছি, কিন্তু লেখা হচ্ছে, মন খারাপ হয়ে যায়!
আমি তো গল্প লেখার জন্যই বাড়ি থেকে বের হয়েছিলাম, পথে কবিতা আমাকে ফুসলিয়ে নিল নীলে!
আপনার পোস্ট দেখে দুঃখ করতে করতে দেখবেন গল্প লেখা শুরু করেছি!
০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
মামুন রশিদ বলেছেন: আপনার ব্যাংক ডাকাতি নিয়ে লেখা সেই গোয়েন্দা গল্পটার কথা মনে পড়ছে । গোয়েন্দা, বিশেষ করে তার সহকারি পিচ্চিটাকে খুব ভালো লেগেছিল । এটাকে নিয়ে আপনি বহুদুর যেতে পারেন । আর ভাষা, বোধ, কল্পনার উপর আপনার পরিষ্কার দখল আমরা আপনার কবিতায় ভালো ভাবেই দেখতে পাই । সুতরাং একজন দারুন গল্পকার হয়ে উঠার যাবতীয় মালমশলাই আপনার মাঝে বিদ্যমান । শুধু নিয়ম করে লিখে যাওয়া..
শুভ কামনা ইফতি
৪৬| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: *কিন্তু লেখা হচ্ছে না হবে!
০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
মামুন রশিদ বলেছেন: ওকে
৪৭| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৯
অন্তরন্তর বলেছেন:
অনেক পড়ার বাকি। সুন্দর পোস্ট মামুন ভাই। প্রিয়তে নিলাম।
আস্তে আস্তে সবগুলো পড়ে নিব।
চাকুরীর সুবাদে ভ্রমন হচ্ছে । আমার এমন একটা চাকুরীর দরকার
ছিল। শুভ কামনা।
০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৮
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অন্তরন্তর ।
যৌবনে এই রথ দেখা কলা বেচার কাজটা পাইলে দারুণ হইত । কিন্তু এখন ভ্রমন কইরা হাঁপাইয়া যাই ।
শুভ কামনা
৪৮| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
জুন বলেছেন: বরাবরের মতো পরিশ্রম পুর্ন একটি কাজ মামুন ।
প্রেরণা যোগাবে অনেককেই, যেমন আমাকেও ......
+
০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৩
মামুন রশিদ বলেছেন: অনুপ্রেরণামুলক মন্তব্যে ধন্যবাদ জুনাপ্পী । বড়দের প্রশংসা পেতে খুব ভাল লাগে ।
৪৯| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫
মহামহোপাধ্যায় বলেছেন: এইবারের টা আমার খুব কাজে দেবে। থ্যাঙ্কু ভাইয়া
প্রিয়তে
০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৩
মামুন রশিদ বলেছেন: কাজে লাগলে পরিশ্রম স্বার্থক ।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় মহামহোপাধ্যায়
৫০| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ২:৩৪
রাসেলহাসান বলেছেন: "মামুন" ভাই, বরবরের মত অসাধারন সংকলন পোষ্ট!
গত মাস জুড়ে একেবারেই অনিয়মিত ছিলাম তাই অনেক পোষ্ট পড়াই হয়নি। আপনার পোষ্টের অপেক্ষায় ছিলাম প্রিয় তে নিচ্ছি এক একটা করে পড়ে নিবো।
০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ রাসেলহাসান
৫১| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৯
কেমিকেল আলী বলেছেন: টেস
০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৩
মামুন রশিদ বলেছেন: বেশ!
৫২| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩১
সাজিদ উল হক আবির বলেছেন: মামুন ভাই , আগেও বলেছি, পুনরায় বলি- আপনার এই সংকলন নতুন নতুন গল্পকার তৈরি করছে, পুনরুজ্জীবিত হয়ে উঠছে আমাদের প্রিয় সামু ব্লগ।
এ উপলক্ষে সমস্ত গল্পকারদের তরফ থেকে আপনার বিশাল একটা থ্যাঙ্কস পাওনা।
০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৫
মামুন রশিদ বলেছেন: দিস ইজ মাই প্লেজার
অনেক ধন্যবাদ প্রিয় আবির ।
৫৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম! বুঝেছি আগেই।
যাহোক, আমি কখনোই নিজের নামটা কোন মেগা আয়োজনে দেখায় উদগ্রীব নই, বরং চাইছিলাম শুধু এটুকুই যে বহু, মননশীল এবং সৃজনশীল সুন্দর সুন্দর গল্পের মাঝে আমরা যেন শুধু জাতির ভবিষ্যৎ কর্ণধার ওই দুবেলা ভাত জোটাতে সংগ্রামে লিপ্ত আর চির বঞ্চনার স্বীকার ইমরানদের সামান্য জীবন গল্প গুলোকেও একটিবার হলেও স্মরণ করি, শুধু ব্লগে নয় বাস্তব জীবনেও-তবেই চির কৃতার্থ হবো...
আর হ্যাঁ, সাধুবাদ আপনাকে পোস্টটা এই বিশাল আয়োজনে স্থান দিয়ে অনেকের চোখে তুলে ধরার জন্য, যে যখনই পোস্টটা পড়বে অন্তত একটিবারের জন্য হলেও ইমরানদের নাবলা কথাগুলো শুনতে পাবে... এটুকুই বড় চাওয়া ছিল রে ভাই।
নামটা আসলেই বড় হয়ে গেছে, লেখাটা সামুতে দেয়ার আগে আমি আমার প্রাক্তন প্ল্যাটফর্ম "আমারব্লগ" এ দিয়েছিলাম, এবং বরাবরের মতোই পরদিন ২৯ তারিখ লেখাটা সেখানকার সোর্স দিয়ে একটি অনলাইন নিউজপেপারেও গেছে দেখলাম, নিউজপেপারটা ছেপেছে এই নামে, "জিএসপি এবং একজন ইমরানের মাইক্রো জীবন গল্প"
খারাপ না।
তবে আমি সাজেস্ট করবো , "শ্রমিক বঞ্চনা এবং একজন ইমরানের মাইক্রো জীবন গল্প"
আবারো, ধন্যবাদ
০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ নাফিস, আপনার চমৎকার মন্তব্যটি এই পোস্টের একটা ভালো সংযুক্তি ।
নিউজপেপারে দেয়া নাম এবং আপনার দেয়া গল্পের নতুন শিরোনাম দুটোই সুন্দর । তবে পোস্ট এডিট করতে না পারার কারণে আপাতত আমার দেয়া শিরোনামই বহাল থাকছে ।
শুভকামনা সতত
৫৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৯
জাহাঙ্গীর.আলম বলেছেন: চমৎকার সংগ্রহ সরাসরি প্রিয়তে ৷
০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ । আমার ব্লগে স্বাগতম
৫৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০১
মোঃ ইসহাক খান বলেছেন: আবারো শুভেচ্ছা, কৃতজ্ঞতা।
পরিশ্রমের কাজটি চালিয়ে যাচ্ছেন। দুরূহ, স্বীকার করতেই হবে।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার ।
৫৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৪
ইমরান নিলয় বলেছেন: সামুতে ঢুকলে আপনার এই পোস্টের খোঁজ করিই। ধন্যবাদ আপনাকে। এই সংকলন করার জন্য হলেও ভালো থাকুন।
০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ইমরান নিলয়
৫৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৫
একজন আরমান বলেছেন:
শুভকামনা রইলো বরাবরের মতো প্রিয় মামুন ভাই।
আগের মতো সময় পাই না, সময় পেলে এখান থেকে কিছু পড়বো নে।
০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ভাইডি ।
মানুষ প্রথমবার শ্বশুর বাড়ি যায় ভাইবেরাদর নিয়া, আর আপনে কি না..
৫৮| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৭
লিরিকস বলেছেন: খুব ভালো পোস্ট।
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৫৯| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৮
সকাল রয় বলেছেন:
মামুন ভাই
কোন একটা সংখ্যায় ২টা প্রচ্ছদ করতে চাই___
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮
মামুন রশিদ বলেছেন: সুস্বাগতম সকাল রয়, সত্যিই খুব আনন্দ পেলাম । ফেবুতে আপনার সাথে এ্যাড আছি কি না ভুলে গেছি, দয়া করে এখানে একটা গুত্তা দিবেন, বাকিটা ইনবক্সে আলাপ হবে ।
৬০| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯
আদনান শাহ্িরয়ার বলেছেন: বরাবরের মতোই শ্রদ্ধা । আমি এখনও ব্লগের উপর ধৈর্য হারাইনি তার বড় একটা কারণ আপনি । ভালো থাকবেন প্রিয় মামুন ভাই , সবসময়
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩
মামুন রশিদ বলেছেন: হাহাহ, এটা সত্যি আমার জন্য বিশাল কমপ্লিমেন্ট !
সম্মানিত বোধ করছি আদনান ।
ভালো থাকবেন । শুভ কামনা সতত ।
৬১| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
গল্প খুজে খুজে পড়তে হবে।
০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:২৮
মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, দূর্জয় এখন ব্লগে বেশ অনিয়মিত ।
আবার ছন্দ ফিরে আসুক । শুভ কামনা ।
৬২| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: পরিশ্রমের কাজটি চালিয়ে যাচ্ছেন। দুরূহ, স্বীকার করতেই হবে। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন।
০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ । আমার ব্লগে স্বাগতম
৬৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৬
একজন আরমান বলেছেন:
সেই সময় এখনো আসে নাই। অপেক্ষায় আছি নতুন বছর ভালো কিছু হবে। বৈশাখের অপেক্ষায়...
০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৬
মামুন রশিদ বলেছেন:
৬৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
প্রোফেসর শঙ্কু বলেছেন: অসামান্য একটি কাজ অনেক দিন ধরেই করে যাচ্ছেন, ধন্যবাদ জানালেও পরিপূর্ণ কৃতজ্ঞতার অনুভূতিটি প্রকাশ পায় না। ভাল থাকুন প্রিয় ব্লগার।
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর । ভালো থাকুন আপনিও ।
৬৫| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৯
সন্ধ্যা প্রদীপ বলেছেন:
০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৯
মামুন রশিদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪
এহসান সাবির বলেছেন: মাসের প্রথমে সেরা এই পোস্টের জন্য অপেক্ষায় থাকি।
অনেক ধন্যবাদ মামুন ভাই।
ভালো থাকুন সব সময়।