নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে ।

মামুন রশিদ

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগ...

মামুন রশিদ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ বৈশাখী এপ্রিল'১৪

০১ লা মে, ২০১৪ রাত ১২:০৭





বৃত্তের পরিধি পরিভ্রমন শেষে আজ গল্প সংকলনের ১২তম পর্বে এসে পৌছেছি । একবছর আগে আমরা চার ব্লগার(জনৈক গণ্ডমূর্খ, মাননীয় মন্ত্রী মহোদয়, দলছুট শুভ আর আমি) সুরমা নদীর পাড়ে ফুচকা খেতে খেতে এই সংকলনের কথা ভাবি । প্রথমেই সমস্যা বাধে সংকলনের নাম নিয়ে । ব্লগার 'আরজুপনি'র 'আশা জাগানিয়া' সিরিজে অনুপ্রাণিত হয়ে আমরা এরকমই একটা নাম খুঁজছিলাম । অনেক খুঁজে শেষে 'সামহোয়্যারইন গল্প-সংকলন' নামটি পছন্দ হয় । কিন্তু 'সামহোয়্যারইন' নামটি যেহেতু রেজিস্টার্ড, তাই কর্তৃপক্ষের যথাযত অনুমতির প্রয়োজন বোধ করি । 'জানা' আপাকে এ ব্যাপারে মেইল দিলে তিনি সানন্দে অনুমতি দেন । তারপরেই শুরু হয় আমাদের পথ চলা ।



'দলছুট' আর 'গণ্ডমূর্খ' ব্যক্তিগত ব্যস্ততায় সংকলনে সময় দিতে পারেনি । 'মাননীয় মন্ত্রী মহোদয়' বছর ব্যাপি সংকলনের জন্য চমৎকার সব প্রচ্ছদ করে দিয়েছেন । ব্লগার 'অপর্ণা মম্ময়' একটা বড় সময় ধরে গল্পের লিংক দিয়ে সংকলনে ভূমিকা রেখেছেন । ব্লগার 'মুহম্মদ ফজলুল করিম' এবং 'আমিনুর রহমান' স্বপ্রণোদিত হয়ে সংকলনের চমৎকার 'পিডিএফ' করে দিয়েছেন । পাশাপাশি সকল সহ-ব্লগারের আন্তরিক উৎসাহ আর অনুপ্রেরণা না পেলে হয়ত গল্প-সংকলন এত দুর আসতে পারতো না । তাই সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ, সকল ব্লগার-পাঠক এবং সংকলনের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপস্থাপন করছি আমার সম্পাদনায় শেষ গল্প-সংকলন,



'সামহোয়্যারইন গল্প-সংকলনঃ বৈশাখী এপ্রিল'১৪







♣♣ নিতুর এপ্রিল । -অন্যমনস্ক শরৎ



♣♣ বৃত্তের ভিতর । -রিয়াদ(শেষ রাতের আঁধার)



♣♣ রং নাম্বার । -আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম



♣♣ সন্ধ্যের মত অন্ধ । -হাসান মাহবুব



♣♣ ডিরেক্ট সাইনের পরবর্তী অবস্থা! -শুকনোপাতা০০৭



♣♣ শেষ বিকেলে । -রাসেল হাসান



♣♣ বৃষ্টি রাতের কথা । -শুঁটকি মাছ



♣♣ একটি ছোট গল্প । -ফ্রাঙ্কেস্টাইন



♣♣ অন্ধ দোকানদার । -পাপতাড়ুয়া



♣♣ জীবনও প্রভাতও এলো বিদায়ও বেলা । -লাবনী আক্তার







♣♣ নীতু আপা । -ইমতিয়াজ ইমন



♣♣ শিরোনামহীন গল্প । -শীলা শিপা



♣♣ একজন সাধারণ ! -মামুন রশিদ



♣♣ নিহত সূর্যের দেশ । -রাবেয়া রব্বানি



♣♣ অসমতায়ন । -ধাতবগোলক



♣♣ "বৃষ্টি" । -রাসেল হাসান



♣♣ যে জল শুকাবে না শেষ বিকেলের রোদে । -আদনান শাহরিয়ার



♣♣ ক্ষত । -মোঃ ইসহাক খান



♣♣ পিশাচ । -টুম্পা মনি



♣♣ নিভৃত পর্যবেক্ষক । -নাজিম-উদ-দৌলা







♣♣ একটি হলুদ শাড়ির গল্প । -পেন আর্নার



♣♣ "বৈশাখ" । -রাসেলহাসান



♣♣ নীলাভ দুপুর । -না পারভীন



♣♣ শহর আমার একলা শহর । -ড়ৎশড়



♣♣ সুবাস । -রিয়াদ(শেষ রাতের আঁধার)



♣♣ রকিবুদ্দিন সাহেবের মেয়ে । -অপু তানভীর



♣♣ ঢাকাইয়া সুপারম্যান । -অপু তানভীর



♣♣ মুক্তি । -মোঃ ইসহাক খান



♣♣ ফুটকুড়াই । -সকাল রয়



♣♣ দৈহিক বিষয় । -ইমতিয়াজ ইমন







♣♣ কবি । -ইসতিয়াক অয়ন



♣♣ প্রদীপ নেভার আগে । -শুঁটকি মাছ



♣♣ শূন্যতার গদ্য । -ডি মুন



♣♣ ধন্যবাদ । -লেজকাটা বান্দর



♣♣ পি-সায়েন্টিস্ট । -ৎঁৎঁৎঁ



♣♣ সাভার অথবা স্বদেশ ধ্বসের প্রকল্প । -আকাশচুরি



♣♣ চুড়ি । -রেজওয়ানা আলী তনিমা



♣♣ নিষেধাজ্ঞা । -রুপালী সিংহ



♣♣ শুভ্র ও মুনিয়ার গল্প । -রাবণ রাজ



♣♣ বরাহ বিষাদ । -হাসান মাহবুব







♣♣ বিস্তৃতি । -মোঃ ইসহাক খান



♣♣ আলোর কোলাহলে নিখোঁজ জোছনা । -কান্ডারি অথর্ব



♣♣ তিনি... । -অপর্ণা মম্ময়



♣♣ বেলীর চোখে জল । -toysarwar



♣♣ আকাশ দেখা । -ইমতিয়াজ ইমন



♣♣ "জীবনের পেয়ালায় অতিরিক্ত কয়েক চুমুক" । -সাজিদ উল হক আবির



♣♣ সময়ের আবর্তনে । -সন্ধ্যা প্রদীপ



♣♣ অনুবাদ গল্প "দ্য মিরর" (হারুকি মুরাকামি) । -নাজিম চৌধুরী



♣♣ 'ন' আকারে না । -সুলতানা সাদিয়া



♣♣ এখানে কফিন পাওয়া যায় । -সমুদ্র কন্যা









কিছু কথাঃ
১২ মাসের পথচলায় গল্প-সংকলন সহ-ব্লগারদের অশেষ ভালোবাসা আর শুভকামনায় ঋদ্ধ হয়েছে । আর তাছাড়া এই সংকলন ব্লগের নবীন-প্রবীন গল্পকারদের একটা চমৎকার প্লাটফর্মে রুপ নিয়েছে । পাঠক-গল্পকারের এই মিথষ্ক্রিয়া অব্যাহত থাকা 'ব্লগ' এবং 'সাহিত্য চর্চা' দুটোর জন্যই দরকারি । তবে একজন ব্লগার সংকলনের স্থায়ী সম্পাদনায় থাকা কিছুটা দৃষ্টিকটু । তাই ব্লগের নিয়মিত গল্পকারেরা পর্যায়ক্রমে এই দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারেন । এরই অংশ হিসাবে সংকলনের পরবর্তী সংখ্যাগুলো সম্পাদনার দায়িত্ব নিতে সম্মত হয়েছেন আমাদের প্রিয় গল্পকার ব্লগার 'মাহমুদ ০০৭' ।





শুভকামনা সামহোয়্যারইন ব্লগ ।

শুভকামনা 'সামহোয়্যারইন গল্প-সংকলন' ।

শুভকামনা ব্লগার 'মাহমুদ ০০৭' ।







*********************************************



উৎসর্গঃ ঋষি ব্লগার 'ইমন জুবায়ের' ভাই, যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত সামহোয়্যারইন ব্লগে পরম মমতায় ব্লগিং করেছেন । বাংলা ব্লগ জগৎ তাঁর কাছে চির ঋনী ।



"জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন

জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন ।"




********************************************



প্রচ্ছদঃ মাননীয় মন্ত্রী মহোদয়



ফটো ক্রেডিটঃ অন্তর্জাল ।



পূর্বে প্রকাশিত গল্প-সংকলনঃ



সামহোয়্যারইন গল্প-সংকলনঃ অগ্নিঝরা মার্চ'১৪

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ অশ্রুগড়া ফেব্রোয়ারি'১৪

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ ইমন জুবায়ের স্মারক জানুয়ারি'১৪

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ বিজয়ের ডিসেম্বার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ নবান্নে নভেম্বার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মমতাময়ী অক্টোবার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শরৎ শুভ্র সেপ্টেম্বার'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ আশিস বহি আগস্ট'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শ্রাবণধারায় জুলাই'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ রিমঝিম জুন'১৩

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মহিমান্বিত মে-১৩

মন্তব্য ১৪৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৪ রাত ১২:১৭

খালা মনি বলেছেন: সুন্দর পোস্টে মামুনকে খালা মনির পক্ষ থেকে ++++++++++++++

০১ লা মে, ২০১৪ সকাল ৮:৫৭

মামুন রশিদ বলেছেন: কিন্তু আপনাকে দেখে ব্লগারদের খালামনি মনে হচ্ছে না, বড়জোড় ব্লগারদের ছানাপুনাদের খালামনি মনে হচ্ছে !!


যাই হোক, ব্লগিং আনন্দময় হোক । হ্যাপি ব্লগিং ।।

২| ০১ লা মে, ২০১৪ রাত ১২:১৭

ক্লান্ত তীর্থ বলেছেন: পড়া শুরু করলাম!


এই মাসে ছাইপাশ কিছু না লিখে ব্লগের পরিবেশ একটু ভাল রাখার চেষ্টা করেছিলাম।দেখা যাক আবার কি হয়! :P :P :P

০১ লা মে, ২০১৪ সকাল ৯:১৪

মামুন রশিদ বলেছেন: আপনি গল্প না লিখলেও চমৎকার একগুচ্ছ অনুগল্প লিখেছেন, আমার খুব ভাল লেগেছে । তবে গল্প লেখা চালিয়ে যান, মাসে আপনার অন্তত একটা ছোটগল্প যেন পড়তে পারি ।


শুভকামনা ক্লান্ত তীর্থ ।

৩| ০১ লা মে, ২০১৪ রাত ১২:১৯

এহসান সাবির বলেছেন: ওয়াও.......!!


আপনি লিখবেন না!!! :( :( :(


শুভকামনা ব্লগার 'মাহমুদ ০০৭'।


০১ লা মে, ২০১৪ সকাল ৯:২৪

মামুন রশিদ বলেছেন: অবশ্যই লিখব !! বস্তাপচা লেখা আপনাদের গেলাতে না পারলে যে শান্তি পাই না :D :D

০১ লা মে, ২০১৪ সকাল ১০:৩৮

মামুন রশিদ বলেছেন: পেটেন্ট-কপিরাইট না মেনে মুল্যবান উক্তি গুলো কিভাবে ঘুরে বেড়ায় ভার্চুয়াল দুনিয়ায়, দেখেন ;)


৪| ০১ লা মে, ২০১৪ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: প্রিয়পোষ্টে তুলে রাখলাম। সময়ের অভাবে বেশির ভাগই পড়া হয় নি। যে কয়টা পড়েছি নুতন বলে মন্তব্য করতে সাহস পাই নি।
ছোটবেলায় খুব বইপড়ার নেশা ছিল। তবে কবিতা আজো আমার বোধগম্য নয়। ধন্যবাদ।

০১ লা মে, ২০১৪ সকাল ১০:৪৫

মামুন রশিদ বলেছেন: নতুন হিসাবে কোন সন্কোচবোধ থাকার দরকার নেই । একটা লেখা পড়ে আপনার যা মনে আসে, ভাল-মন্দ কিংবা গঠনমূলক-বিশ্লেষণমূলক আলোচনা আপনি করতে পারেন । আপনি যাই লিখেন না কেন, মন্তব্য যদি পোস্ট রিলেটেড হয় তাহলে কোন লেখকই মাইন্ড করবেন না ।

শুভ কামনা সচেতনহ্যাপী ।

৫| ০১ লা মে, ২০১৪ রাত ১২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


মামুন ভাই খুব প্রিয় কেউ যখন দূরে চলে যায় তখন যেমন বুকের ভেতর হাহাকার জন্ম নেয়, কষ্টের তীব্রতা গ্রাস করে নেয় উদাসী সময়গুলোকে তেমনটাই অনুভূত হচ্ছে আপনার এই বিদায়ী সংকলনে এসে। এই একটি পোস্টের জন্য মাসের এই একটি রাত অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকতাম। সেটা আর হবে না জেনে খুব খারাপ লাগছে।

তবে মাহমুদ ০০৭ ভাইয়ের জন্য অসংখ্য শুভ কামনা রইল। হয়ত পরবর্তীতে তিনিও আপনার মতো করেই নতুন আশার আলো জ্বালাবেন এই প্রত্যাশা রইল।

০১ লা মে, ২০১৪ সকাল ১১:০৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি অথর্ব । আপনার এই ছুঁয়ে যাওয়া অনুভূতিতে আপ্লুত হলাম । গল্প সংকলন করে যে ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি, তা থরে থরে সাজিয়ে রেখেছি হৃদয়ে । এই ভালোবাসার ঋন শোধ করতে পারবো না কখনো ।


ভালো থাকবেন প্রিয় ব্লগার । শুভ কামনা ।

৬| ০১ লা মে, ২০১৪ রাত ১:০৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: মামুন ভাই খুব প্রিয় কেউ যখন দূরে চলে যায় তখন যেমন বুকের ভেতর হাহাকার জন্ম নেয়, কষ্টের তীব্রতা গ্রাস করে নেয় উদাসী সময়গুলোকে তেমনটাই অনুভূত হচ্ছে আপনার এই বিদায়ী সংকলনে এসে। এই একটি পোস্টের জন্য মাসের এই একটি রাত অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকতাম। সেটা আর হবে না জেনে খুব খারাপ লাগছে।

কাণ্ডারির সাথে প্রতিটি শব্দে সহমত। এতদিন ধরে এই গুরুত্বপূর্ণ কাজটি করে যাওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মামুন। ব্লগাররা আপনার কাছে ঋণী হয়ে থাকবেন। আর শুভকামনা রইল ব্লগার মাহমুদের প্রতি।

শুভরাত্রি।

০১ লা মে, ২০১৪ সকাল ১১:২৩

মামুন রশিদ বলেছেন: প্রিয় প্রোফেসর, হৃদয় থেকে উৎসরিত ভালোবাসা গ্রহন করুন । সংকলনের শুরু থেকে যে উৎসাহ যে অনুপ্রেরনা আপনার কাছ থেকে পেয়েছি তা অভাবিত । গল্প সংকলন করে যে ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি, তা থরে থরে সাজিয়ে রেখেছি হৃদয়ে । এই ভালোবাসার ঋন শোধ করতে পারবো না কখনো ।


শুভ কামনা সতত ।

৭| ০১ লা মে, ২০১৪ রাত ১:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন:



চমৎকার কষ্টসাধ্য একটি কাজ করে গিয়েছিলেন অকাতরে। এই সংকলনের সাথে জড়িত সকলকে প্রতি রইলো কৃতজ্ঞতা। সংকলনের জন্য গল্পকাররা লেখায় উদ্বুদ্ধ হয়েছেন নিঃসন্দেহে কারণ আমার মত লেখকেরও ড্রাফটে শেষ না হওয়া দুই তিনটা গল্পের অর্ধাংশ বা তার চেয়ে কিছু কম অংশ লেখা আছে। যার সম্পূর্ণ কৃতিত্ব এই সংকলনের।


প্রিয় মামুন ভাই আর সংকলন করবেন না আমার গল্পগুলো সংকলনে স্থান পাওয়ার মত কিনা তা নাজানার আগেই তাই খুব মন খারাপ লাগছে। :( :(



প্রিয় ব্লগার মাহমুদ০০৭ জন্য রইলো শুভকামনা।

০১ লা মে, ২০১৪ সকাল ১১:৪৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ শোভন । জেনে খুব ভালো লাগল যে আপনাকেও গল্পে ধরেছে । খুব তাড়াতাড়ি গল্প গুলোর পূর্ণতা আশা করছি । আপনার লেখা গল্প পড়ার জন্য মুখিয়ে রইলাম ।


ভালো থাকবেন । শুভ কামনা ।

৮| ০১ লা মে, ২০১৪ রাত ১:৩৪

আমি নিন্দুক বলেছেন: যে কোন বিদায় দুঃখজনক।
তাই বিদায় বেলায় আপনাকে একটা উরিবাবা দিলাম!!

০১ লা মে, ২০১৪ দুপুর ১২:১০

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন । উরিবাবা

৯| ০১ লা মে, ২০১৪ রাত ১:৩৯

মশিকুর বলেছেন:
সামহোয়্যারইন গল্প-সংকলনের টিমকে প্রথম জন্ম বার্ষিকীর শুভেচ্ছা। সংকলন দীর্ঘজীবী হোক :) মাহমুদ ভাইকে অগ্রিম শুভেচ্ছা।

শুভকামনা মামুন ভাই।

০১ লা মে, ২০১৪ দুপুর ১২:৪৮

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মশিকুর ।



ভাল থাকবেন । শুভ কামনা ।

১০| ০১ লা মে, ২০১৪ রাত ২:৫৮

প্রবাসী পাঠক বলেছেন: সংকলনের মত এমন কষ্টসাধ্য একটি কাজ টানা একটি বছর করে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মামুন ভাই। মাসের শুরুতেই আপনার এই সংকলন পোস্টের জন্য অপেক্ষা করে থাকি। আপনার সম্পাদনায় আর এই সংকলন পোস্ট না আসলেও প্রত্যাশা করি এই গল্প সংকলন চলুক আপন গতিতে। ব্লগার 'মাহমুদ ০০৭' ভাই এর জন্য রইল অগ্রিম শুভকামনা ।

পোস্টে প্রথম ভাল লাগা এবং প্রিয়তে।

০১ লা মে, ২০১৪ দুপুর ১:১৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় প্রবাসী পাঠক ।

আপনার মত আমারও প্রত্যাশা, এই গল্প সংকলন চলুক আপন গতিতে ।


ভালো থাকবেন ভাইজান । শুভকামনা নিরন্তর ।

১১| ০১ লা মে, ২০১৪ ভোর ৪:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দীর্ঘদিন ধরে একটি চমৎকার সংকলন চালিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য ও পরিশ্রমের ব্যাপার। আপনি খুবই সাফল্যের সাথে এই কাজটি করেছেন। আমার আন্তরিক ধন্যবাদ নিন।

আপনার এই সিদ্ধান্তে কিছুটা মন খারাপ হলেও আমি এর মাঝে হয়ত কিছু পজেটিভ দিক বের করার চেষ্টা করছি। একজন খেলোয়াড় ফর্ম থাকতে থাকতে রিটায়ার্ড করা আর ফর্ম হীন অবস্থায় রিটার্য়াড করার মাঝে পার্থক্য আছে। এই দর্শনে আমার আস্থা আছে।

যেহেতু কষ্টের কাজ ছেড়েই দিচ্ছেন তাই অন্য লেখা গল্প দিয়ে তা পুষিয়ে দিবেন। এই বিষয়ে কোন দ্বিমত থাকা উচিত না। B-)

যাইহোক, আবারও ধন্যবাদ এবং প্রিয় মাহমুদ ভাইকে শুভেচ্ছা জানাই। আশা করি তিনিও আপনার মত চমৎকার ভাবে এই সংকলন পোষ্টটি চালিয়ে যাবেন।

০১ লা মে, ২০১৪ দুপুর ১:২৪

মামুন রশিদ বলেছেন: হাহাহা, আপনার আস্থার উপর আমারও বিশ্বাস আছে কা_ভা ।


আশাকরি গল্পে এবার একটু বেশি মনযোগ দিতে পারব । তবে এই দুই একটা মাস একটু ক্রুসিয়াল, জব-এক্সাম সবকিছু নিয়ে একটু বেশিই ব্যস্ত থাকব ।

ভাল থাকবেন । শুভকামনা ।


১২| ০১ লা মে, ২০১৪ ভোর ৫:৪৭

আপেক্ষিক বলেছেন: আপনার অনেক ধৈর্য দেখছি। শুভকামনা রইল।

০১ লা মে, ২০১৪ দুপুর ১:২৭

মামুন রশিদ বলেছেন: শুভকামনা আপনাকেও । ভাল থাকবেন ।

১৩| ০১ লা মে, ২০১৪ সকাল ৭:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মাহমুদ০০৭ কে আগাম অভিনন্দন, কিন্তু আপনার চলে যাওয়ার খবরে একই সাথে ব্যথিত! অসাধারণ কাজ করেছেন একটি বছর। এভাবে দায়িত্বের পরিবর্তন হবে জানতাম না। দলের সকলকে কৃতজ্ঞতা জানাই।

গল্প সংকলনগুলো সামু'র অন্যতম সম্পদ হয়ে থাকবে। আন্তরিকতা এবং গল্পের প্রতি ভালোবাসা ছিলো বলেই এত সুন্দর হয়েছে। আশা করছি, নতুন টিমের মাধ্যমে ওই ধারা অব্যাহত থাকবে।

কিন্তু মামুন রশিদ নামটি গল্প থেকে বিযুক্ত করা যাবে না....
শুভেচ্ছা জানবেন, প্রিয় সহব্লগার :)
আশা করছি ব্লগ ছাড়ছেন না ;)

০১ লা মে, ২০১৪ দুপুর ১:৫০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মইনুল ভাই । আপনার মন্তব্যের প্রতিধ্বনি করে আমিও বলতে চাই, হ্যাঁ নিঃসন্দেহে সংকলন গুলো সামুর সম্পদ । ডকুমেন্টেশনের দৃষ্টিতে অবশ্যই, হাজার হাজার লেখা যেখানে চোখের পলকে হারিয়ে যায়, সংকলন সেখানে দারুণ কিছু লেখাকে বিশেষভাবে ধরে রাখে । পাঠকের জন্যও এটা বেশ আরামদায়ক । আবার অন্য দৃষ্টিতে দেখলে, সংকলন অনেক পাঠককে লেখকে রুপান্তর করে, অনেক লেখকের মস্তিষ্কে নতুন লেখার জন্য তাড়না যোগায় ।

আপনার মত আমিও আশা করি, গল্প সংকলনের এই ধারা অব্যাহত থাকবে ।

হাহাহা, মামুন রশিদ গল্প সংকলন করে গল্পের ভিতর বাড়িতে বন্দী হয়ে গেছে । খুব সহজে এ থেকে নিস্তার পাবে বলে মনে হয় না ।

ভালো থাকবেন প্রিয় ব্লগার ।
শুভকামনা সতত ।

:) :)

১৪| ০১ লা মে, ২০১৪ সকাল ৮:২৭

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধৈর্য্য নিয়ে সময় দিয়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।তাই অনেক ধন্যবাদ মামুন ভাই।
আর মাহমুদ ০০৭ কে অভিনন্দন।আর শুভকামনা থাকলো।

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৫২

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ।



ভালো থাকবেন ।

১৫| ০১ লা মে, ২০১৪ সকাল ৯:৩৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সবরকমের ভালোলাগা

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:০৬

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ মুনতাসির নাফিস ।

১৬| ০১ লা মে, ২০১৪ সকাল ৯:৩৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অবশ্যই প্রিয়তে

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:১৯

মামুন রশিদ বলেছেন: আবারও ধন্যবাদ ।

১৭| ০১ লা মে, ২০১৪ সকাল ৯:৪৪

আমার আমিত্ব বলেছেন: পোস্টটি প্রিয় তে না নিলে অন্যায় হবে। চমৎকার একটি কাজ করতেন আপনি গত এক বছর ধরে। ভালো থাকার প্রত্যাশা রইল।

মাহমুদ০০৭ কে অগ্রিম শুভেচ্ছা।

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৩০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।



আমার ব্লগবাড়িতে স্বাগতম ।

১৮| ০১ লা মে, ২০১৪ সকাল ৯:৪৬

লাবনী আক্তার বলেছেন: মামুন ভাই প্রতিমাসে আপনার এই পোস্টের জন্য অপেক্ষা করি। ভীষন ভাল লাগে। আপনার এই পরিশ্রমের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনিত ব্লগে আছেন। আর আমি ভাইয়া ব্লগ থেকে দুরে সরে যাচ্ছি আস্তে আস্তে। যদিও আমার জন্য এটা অনেক কঠিন ব্যাপার। এত প্রিয় একটা জায়গা ছেড়ে যাওয়াটা কঠিন, খারাপ লাগে বেশ।
যাক, মাহমুদ ০০৭ এর প্রতি রইল শুভকামনা।
ভাইয়া ভালো থাকবেন। :)

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৪৫

মামুন রশিদ বলেছেন: যেখানেই যান ভালো থাকবেন । আর আমাদের কথা মনে রাখবেন । শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করবেন ব্লগে ঢুঁ মেরে যেতে । আর তাছাড়া মাসে একটা দুইটা পোস্ট দিয়ে নূন্যতম যোগাযোগ রাখলে আমরাও আপনাকে পাব ।


ভালো থাকবেন লাবনী । নতুন খবর হলে জানাবেন ।

শুভ কামনা :)

১৯| ০১ লা মে, ২০১৪ সকাল ১০:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ব্লগার০০৭ কে অভিনন্দন আর আপনার জন্য শূভকামনা।

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৪৮

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন ।

২০| ০১ লা মে, ২০১৪ সকাল ১০:৪২

শুঁটকি মাছ বলেছেন: ইয়াহু!!!!!!!!!! !:#P !:#P !:#P !:#P

আমি আছি এইবারও!!!! B-)) B-)) B-)) B-)) B-)) B-))

০১ লা মে, ২০১৪ বিকাল ৫:০৬

মামুন রশিদ বলেছেন: হুম, তুমি আছো । থাকবে ।


ভালো থেকো শুঁটকি মাছ ।

২১| ০১ লা মে, ২০১৪ সকাল ১০:৪৭

বোকার ডায়রী বলেছেন: শুভকামনা রইল।

০১ লা মে, ২০১৪ বিকাল ৫:১৫

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২২| ০১ লা মে, ২০১৪ সকাল ১১:০৬

ফা হিম বলেছেন: সময়ের অভাবে গল্প পড়া হয় না। তাই প্রিয়তে রইল।

মামুন ভাইকে আরেকবার ধন্যবাদ।

০১ লা মে, ২০১৪ বিকাল ৫:২৪

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ 'ফা হিম' ।



ভালো থাকবেন ।

২৩| ০১ লা মে, ২০১৪ সকাল ১১:১২

লিরিকস বলেছেন: প্রিয়তে চলে গেল।

০১ লা মে, ২০১৪ বিকাল ৫:২৯

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ লিরিকস ।

২৪| ০১ লা মে, ২০১৪ দুপুর ১২:১৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনি আপনার বেতন বিহীন চাকুরী ছেড়ে দিলেও , নতুন সিইও মাহমুদ ভাই আমাকে কিন্তু এই বেতন বিহীন চাকুরীতে ঠিকই রেখে দিয়েছে । :P

০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

মামুন রশিদ বলেছেন: মন্ত্রীর আবার বেতন লাগে নাকি! সমাজসেবা, প্রস্তর ফলক উন্মোচন আর বাণী দিয়েই যা উপড়ি আসে,,

8-| :P

২৫| ০১ লা মে, ২০১৪ দুপুর ১২:১৬

আম্মানসুরা বলেছেন: কি বলব :(

০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

মামুন রশিদ বলেছেন: হুম, আমারও খারাপ লাগছে ।


ভালো থাকবেন আপু ।

২৬| ০১ লা মে, ২০১৪ দুপুর ১২:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একটা গল্প ছাড়া আর কোনটাই পড়ি নাই। :(

পোষ্ট প্রিয়তে গেলো।

০১ লা মে, ২০১৪ রাত ১১:০৪

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ।


ভালো থাকবেন ।

২৭| ০১ লা মে, ২০১৪ দুপুর ১২:৩৮

জেরিফ বলেছেন: প্রিয়তে নিলাম

লিখে যাবেন আমাদের জন্য , অনেক অনেক শুভেচ্ছা রইল ।

০১ লা মে, ২০১৪ রাত ১১:১৯

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ জেরিফ ।


শুভেচ্ছা অশেষ ।

২৮| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:০৪

দীপান্বিতা বলেছেন: শুভকামনা :)

০১ লা মে, ২০১৪ রাত ১১:৪১

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ দীপান্বিতা । ভালো থাকা হোক ।

২৯| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:৫৯

আমি তুমি আমরা বলেছেন: দীর্ঘদিন ধরে একটি চমৎকার সংকলন চালিয়ে যাওয়ার মত কষ্টসাধ্য আর পরিশ্রমের একটা কাজ আপনি খুবই সাফল্যের সাথে করেছেন। আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।

০১ লা মে, ২০১৪ রাত ১১:৫৯

মামুন রশিদ বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে সাধুবাদ ।



ভালো থাকবেন । শুভকামনা ।

৩০| ০১ লা মে, ২০১৪ দুপুর ২:৪৮

হাসান মাহবুব বলেছেন: এটাই শেষ সংকলন জেনে মন খারাপ হয়েছিলো। তবে মাহমুদ কাজটি চালিয়ে যাবে জেনে ভালো লাগলো। যোগ্য ব্যক্তির কাছেই যোগ্যতা হস্তান্তর করেছেন। শুভেচ্ছা।

০২ রা মে, ২০১৪ রাত ১২:০৪

মামুন রশিদ বলেছেন: আপনার মতামত পাওয়ার অপেক্ষায় ছিলাম । আপনার মতোই আমিও আশাকরি মাহমুদ খুব চমৎকার ভাবে কাজটি চালিয়ে যেতে পারবে ।


ভালো থাকবেন । ধন্যবাদ ।

৩১| ০১ লা মে, ২০১৪ দুপুর ২:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: অবশেষে মামুন রশীদ বৃদ্ধ হয়ে গেলো নাকি ? আর দায়িত্ব পালন কর্তেন না কিয়ারে ? X((

যাই হোক আমার একটা গল্প ছিল শেষ সংকলনে। মাহমুদকে শুভেচ্ছা। তবে যে কাজ এতদিন আপনারা করেছেন সেটা সত্যিই অনেক পরিশ্রমের।
ভালো থাকবেন মামুন ভাই ।

০২ রা মে, ২০১৪ সকাল ৮:৪৯

মামুন রশিদ বলেছেন: বৃদ্ধ মাইনষে নয়া কৈরা বৃদ্ধ হয় নাকি !! সব সোময় দায়িত্ব নিজের কান্ধে রাখতে নাই, মাঝে মইধ্যে দায়িত্ব ভাগ কৈরা দিতে অয় !!


হাহাহা, কাজটা সত্যি খুব পরিশ্রমের, একাগ্রতা আর কমিটমেন্ট না থাকলে ধারাবাহিকভাবে কাজটা করা অসম্ভব । অনেকেই আসে, ফাটাফাটি সব সংকলন করে, কিন্তু কয়েকটা করেই টায়ার্ড হয়ে যায় ।

ভালো থাকবেন অপর্ণা । শুভ সকাল ।

৩২| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা মামুন ভাই,

রবিবাবুর সেই বিখ্যাত কথাগুল মনে পড়ে গেল ঃ

"কবিমাত্রের উচিত পাঁচ-বছর মেয়াদে কবিত্ব করা"

তো আমাদের কবিদের মেয়াদ এত কম কেন ?

যাহোক, অনেক ধন্যবাদ আপনাকে
মাহমুদ ভাই এর জন্যও শুভকামনা ।

০২ রা মে, ২০১৪ সকাল ৯:১৮

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা ।


কবিগুরুর উক্তিটা খুব ভালো লাগল ।


ভালো থাকবেন । শুভ সকাল ।

৩৩| ০১ লা মে, ২০১৪ বিকাল ৫:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এপ্রিল মাসে কিছুটা ব্যস্ত থাকায় ব্লগে সময় দিতে পেরেছি বেশ। তাই মুষ্টিমেয় কিছু গল্প পড়া সম্ভব হয়েছিল।

কষ্টসাধ্য কাজ করার জন্য ধন্যবাদ।

এবং মাহমুদ ভাইয়ের জন্য শুভ কামনা।

০২ রা মে, ২০১৪ রাত ৯:৫৪

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সোনাবীজ ভাই । আপনার, এবং আরো যারা সম্মানিত সিনিয়র ব্লগার আছেন, আপনারা আমার ব্লগে এসে উৎসাহ দিলে সত্যি খুব অনুপ্রেরণা বোধ করি ।


কৃতজ্ঞতা অশেষ । ভালো থাকবেন ।

৩৪| ০১ লা মে, ২০১৪ বিকাল ৫:১৪

মাহমুদ০০৭ বলেছেন: ২৮ তারিখ প্রথম গল্প দিলাম । জুনের ১ তারিখ আপনি গল্প সংকলন করলেন । ৩৭ নাম্বারে নিজের নাম দেখলাম । সেই শুরু । আমি লিখে যাচ্ছি ।আপনার এই সংকলন লেখালিখির
পেছনে বিরাট অনুপ্রেরণা। আপনি আলো জেলে দিয়েছিলেন । এখন আলো জলছে । আমার মত আরো অনেকের জ্বলছে ।
সবকিছুর যতি আছে । সৃষ্টি সুখের উল্লাসে মত্ত থাকতে থাকতে সেই যতি নিজের হাতে টেনে দিলেন। আপনাকে অভিনন্দন । আপনাকে সেলুট । আপনাকে শ্রদ্ধা । আপনাকে সম্মান ।
আপনাকে কৃতজ্ঞতা । আপনি যা করেছেন তার নাম ইতিহাস ।

আপনি যে ল্যান্ডমার্ক রেখে যাচ্ছেন তাকে এগিয়ে নিয়ে একটা পর্যায়ে পৌঁছানই আমার কাজ । সবার কাছে সহযোগিতা চাই । আশা করি আপনাদের পরামর্শ - উপদেশ জানাতে
বিন্দুমাত্র কসুর করবেন না । সবার প্রতি আমার শুভকামনা রইল ।

অনেক কিছুই বলতে চাইলাম মামুন ভাই [- অনেক কথাই বুকে আটকে গেল - আঙ্গুলে এলনা ।

প্রিয় মামুন ভাইয়ের কলমের প্রতি এবং মামুন রশিদ নামের অসাধারণ এক ব্লগারের প্রতি আন্তরিক শুভেচ্ছা ।

০২ রা মে, ২০১৪ রাত ১০:১৪

মামুন রশিদ বলেছেন: এত কিছুর যোগ্য আমি হয়ে উঠিনি । তবু আপনার কথাগুলো ভালোবাসার প্রকাশ হিসেবে হাত পেতে নিচ্ছি ।

আপনি নিজে থেকে কাজটি করার জন্য এগিয়ে এসেছেন, আপনার সাহস এবং আন্তরিক অনুভূতি আমাকে মুগ্ধ করেছে । আপনি পারবেন ।

শুভকামনা এবং আন্তরিক ধন্যবাদ ।

৩৫| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

সাজিদ উল হক আবির বলেছেন: একটা ইতিহাসকে প্রিয়তে নিলাম।
সামুর সমস্ত গল্পকারদের তরফ থেকে ধন্যবাদ মামুন ভাই। নতুন যারা লেখা শুরু করেছিলাম এই ব্লগে তাদের লেখা লিখির ক্ষেত্রে আপনার এ সসংকলন ছিল বিশেষ অনুপ্রেরনার সুত্র।

০২ রা মে, ২০১৪ রাত ১০:৩৬

মামুন রশিদ বলেছেন: আমার জন্য এটা এক অনন্য সম্মান । লেখালেখি কতটুকু করতে পারি সেটা নিজের কাছে বিবেচ্য নয় । সহ ব্লগারদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা ই আমাকে উদ্দীপ্ত রাখে । ব্লগিং করতে এসে এর চেয়ে আর বেশি কি চাই !!


শুভকামনা প্রিয় আবির । শুভকামনা নিরন্তর ।

৩৬| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:২০

নিশাত তাসনিম বলেছেন: আমি অনুসারিত ছাড়া অন্য গল্প গুলো পড়ার জন্য প্রতি মাসে আপনার এই পোস্টটার অপেক্ষায় থাকি। ভালো লাগা জানিয়ে গেলাম।

০২ রা মে, ২০১৪ রাত ১০:৫৯

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ নিশাত তাসনিম । ভালো থাকবেন ।

৩৭| ০১ লা মে, ২০১৪ রাত ৯:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন একটা কাজ , শুভকামনা । আমার গল্প কোথায় ?

০২ রা মে, ২০১৪ রাত ১১:১৭

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ বন্ধু ।



শুভ রাত্রি ।

৩৮| ০১ লা মে, ২০১৪ রাত ১০:০৫

লিরিকস বলেছেন: ভাইয়া আপনার পছন্দের গান টা দিয়েছি।

০২ রা মে, ২০১৪ রাত ১১:৪৬

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু । আমি দেখেছি ।


ভালো থাকবেন । শুভ রাত্রি ।

৩৯| ০১ লা মে, ২০১৪ রাত ১০:৫১

সকাল রয় বলেছেন:
আপনার কাজ গুলো বেশ ভালো লাগে। আমার ব্যাক্তিগত অভিমত থেকে বলি আপনি কি পারেন না আবারও কাজে হাত দিতে। আমি ব্যাস্ত মানুষ না হলে চেষ্টা করে দেখাতাম কিন্তু আমি নিজেরটাই করে উঠতে পারিনা।

০৩ রা মে, ২০১৪ রাত ১২:০১

মামুন রশিদ বলেছেন: এখন যিনি করবেন, তিনি আমার চেয়েও ভাল করবেন বলেই আশা রাখি । আর কাজটা আমি হঠাৎ করে ছাড়িনি ভাই । সংকলনের শুরুতেই চেয়েছিলাম ম্যাক্সিমাম বারোটি সংখ্যা আমি করবো, তারপর অন্যকেউ দায়িত্ব নিবে । আর তাছাড়া আমি সংকলনের সাথেই থাকব । এক বছর পর হয়ত এই সংকলন আর কেউ সম্পাদনা করবে ।


আপনার আন্তরিক অনুভূতি ভালো লেগেছে । ভালো থাকবেন ।

শুভ কামনা ।

৪০| ০১ লা মে, ২০১৪ রাত ১১:২৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মামুন ভাই কি ক্লান্ত?

মাহমুদকে স্বাগতম!

এই অসামান্য কাজ চলতে থাকবে এই প্রত্যাশা রইলো।

০৩ রা মে, ২০১৪ রাত ১২:২১

মামুন রশিদ বলেছেন: নানানা, ক্লান্ত হইনি ভাই । নতুনত্ব আসুক । নতুন চিন্তা, নতুন সৃজনশীলতায় ব্লগ সাহিত্য প্রাণ পাক ।


আপনার মত আমিও আশাবাদি, এই গল্প সংকলন চলতে থাকুক । নতুন নতুন গল্পকারদের পদচারণায় ব্লগ সরগরম হয়ে উঠুক ।


শুভ কামনা সজীব । ভালো থাকবেন ।

৪১| ০২ রা মে, ২০১৪ সকাল ১০:০৭

আহমেদ জী এস বলেছেন: মামুন রশিদ ,



আন্তরিক এই প্রচেষ্টাকে সাধুবাদ ।

সুবিধে হলো, এই এক জানালা খুললেই সবকিছুর দেখা মিলবে । এ জানালায় সে জানালায় ইতিউতি দেয়ার দরকার নেই ।

শুভেচ্ছান্তে ।

০৩ রা মে, ২০১৪ সকাল ৮:১৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় আহমেদ জী এস ভাই ।


জানালার ব্যাপারটা অধমের ক্ষুদ্র মস্তিষ্কে না ধরলেও অগ্রজের স্নেহাশীস আর মঙ্গলকামনা হিসেবেই ধরে নিচ্ছি ।


ভালো থাকবেন ভাই । শুভ কামনা ।

৪২| ০২ রা মে, ২০১৪ দুপুর ১২:১৫

বাংলার পাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের সংকলনের মাধ্যমে চোখে না পড়া বা পড়তে না পারা গল্প গুলো পড়ার সুযোগ তৈরি হয়।


তবে এই ধরণের সংকলন তৈরি করা সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য ব্যাপার।

শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।

০৩ রা মে, ২০১৪ সকাল ১১:০৮

মামুন রশিদ বলেছেন: ভালো থাকবেন । অনেক ধন্যবাদ ।

৪৩| ০২ রা মে, ২০১৪ দুপুর ১:১৪

না পারভীন বলেছেন: মামুন ভাই , গল্প সংকলনের সাথে আপনার নাম একেবারে মিলেমিশে একাকার । সত্যি কথা যেটা , আমরা যারা গল্প পড়তে পছন্দ করি কিন্তু ব্যাটে বলে ঠিক হয়ে ওঠেনা , তারা সকলেই আপনার সংকলনের দিকে তাকিয়ে থাকতাম । আবার সংকলনে স্থান পাবার জন্য একটা নীরব ইচ্ছা ও কাজ করতো । দায়িত্বটি বিশাল ছিল , শ্রমসাধ্য ও বটে । মাহমুদ ভাই কে এ দায়িত্ব দিয়ে দিয়েছেন ভাল কথা । মাহমুদ ভাই কে এজন্য ধন্যবাদ ।

কিন্তু অবসর কি সবার সয় ? না আমরাও মেনে নেব ?
গল্পের ক্লাসিফিকেশন অনুসারে সেরা গল্প বের করার দায়িত্ব নেয়ার রিকোয়েস্ট রইলো । এতে লেখকেরা অনেক অনুপ্রাণিত হবে

০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৩৪

মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ পারভীন আপু । না, অবসর নেয়ার কোন ইচ্ছে আপাতত নেই । দুই তিন মাস কিছুটা ঝামেলায় যাবে । তারপর ব্লগিংয়ের পাশাপাশি অফলাইনে সাহিত্যচর্চা নিয়ে কিছু কাজ করার ইচ্ছে আছে ।

আপনাদের এই ভালোবাসা পেয়ে সত্যিই আপ্লুত । ব্লগিংয়ে না এলে ভার্চুয়াল এই চমৎকার মানুষগুলোর সাথে কখনোই পরিচয় হতো না ।

শুভকামনা আপু ।

৪৪| ০২ রা মে, ২০১৪ দুপুর ২:০৩

কয়েস সামী বলেছেন: গত মাসটা এতোটাই ব্যস্ত ছিলাম যে গল্প লেখা তো দূরের কথা প্রিয় এই ব্লগে ঘুরতে আসাটাই প্রায় বন্ধ ছিল। তাই অাপনার শেষ সংকলনে নিজেকে না পেয়ে মনটাই খারাপ হয়ে গেল। এই সংকলন করতে গিয়ে কত ব্লগারকে যে নিজের অজান্তেই উৎসাহ দিয়েছেন মামুন ভাই তা মনে হয় না হিসেব করে বের করা যাবে। আমি নিজেও মাস হিসেবে গল্প লেখা শুরু করি আপনার এই সংকলনে জায়গা পাবার অভিলাষে।

দায়িত্ব যার কাঁধে হস্তান্তর করেছেন, বলা বাহুল্য তিনিও যোগ্য একজন ব্লগার। আশা করি তিনিও দীর্ঘদিন কাজটি চালিয়ে যাবেন। অভিনন্দন তাকে।

০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৫৭

মামুন রশিদ বলেছেন: আপনার মন্তব্যের পরতে পরতে জমে আছে ভালোবাসা । কৃতজ্ঞ আমি ।


ভালো থাকবেন প্রিয় কয়েস সামী ।

৪৫| ০২ রা মে, ২০১৪ বিকাল ৪:০৩

জানা বলেছেন:
এত দীর্ঘ সময় ধরে অক্লান্ত শ্রম ও ধৈর্যের সাথে এই অসাধারণ উদ্যোগটি বাঁচিয়ে রেখেছেন মামুন ভাই। আপনার বহুমূখী কর্মব্যস্ততা সম্পর্কে আমি অল্প-বিস্তর জানি এবং সেজন্যে আমার খনিকটা ঈর্ষাও হয়, কি করে এতসব সূচারুভাবে সামলান ভেবে। আপনার কর্মযজ্ঞের একের পর এক সুখবর পেয়েও ভাল লাগে খুব।

এমন একটি সংকলন দীর্ঘ সময় চালিয়ে যাওয়া কম কথা নয়। আপনি যত্ন করে, ভালবেসে এবং সাফল্যের সাথে এই কাজটি করে আসছেন। আমাদের সকলের কৃতজ্ঞতা থাকবে আপনার প্রতি এবং নানাবিধ সংকলন সংক্রান্ত কাজগুলো যাঁরা করে আসছেন তাঁদের প্রতি।

এই চমৎকার কাজটি গতিশীল রাখতে দায়িত্বটি আরেকজনের হাতে অর্পণ করার বিষয়টি আমি নানাদিক থেকে ইতিবাচক হিসেবে নিয়েছি। বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু কাজে আপনার নিজস্ব কিছু সময় দেয়া দরকার বলেও আমি জানি। পাশাপাশি কাজটি যোগ্য কারোর হাতে যাচ্ছে, নিরপেক্ষ বিবেচনার দিকটিও মজবুত থাকছে, সাথে ভিন্ন দৃষ্টিকোন থেকে ভিন্ন ভাবনায় লেখা নির্বাচনের বৈচিত্র‌্যতাও আসতে পারে, ধারবাহিকভাবে অন্যরাও সংকলন তৈরীর বিষয়টিতে অংশ নিয়ে সুক্ষ চিন্তার সুযোগ পাবে এবং নতুন ও পুরাতনদের সাথে একটি গাঢ় যোগসূত্র তৈরী হবে। ফলে আমরা সবাই আরও বেশী কাছাকাছি হবো, একত্র হবো। তারসাথে আপনার পাঠকপ্রিয়তাও অক্ষুন্ন রইবে নিশ্চিতভাবেই।

কঠিন তবে গুরুত্বপূর্ণ ও অত্যন্ত জনপ্রিয় এই কাজটি দায়ভার পওয়ায় প্রিয় মাহমুদ কে অভিনন্দন ও শুভেচ্ছা । আশা করি তিনিও দায়িত্বশীলতা এবং নিরপেক্ষতার এই ধারা অক্ষুন্ন রাখবেন।

মামুন ভাই, একটি দায়িত্ব অন্যের উপর ছেড়ে দেয়া মানে আরেকটির জন্য যে প্রস্তুতি নেয়া সেই বিষয়টি কেবল মনে করিয়ে দিতে চাইছি। নতুনরা যেমন পুরোনোদের কাছে (সর্বক্ষেত্রেই প্রযোজ্য) শেখেন, অনুকরণ করেন, আমাদের পুরনোদেরও সবসময়ই সুযোগ থাকে নতুনদের কাছে শেখার, তাদের কাছ থেকে নেবার। আমাদের এই দেয়া-নেয়া, চাওয়া-পাওয়া ন্যায়সঙ্গত থাকুক, পূর্ণতা পাক, সফল হোক। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই প্ল্যাটফর্মের এবং এই কমিউনিটির অংশ হওয়ায় @ মামুন ভাই।

সকলের সর্বময় মঙ্গল কামনা করি।

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:২৯

মামুন রশিদ বলেছেন: আপনার বিশ্লেষণ, আপনার অনুপ্রেরণা, দিকনির্দেশনা এবং কমপ্লিমেন্ট পেয়ে একটা শব্দই শুধু মনে আসছে- বাকরুদ্ধ !!

শব্দটাকে অবশ্য কলমরুদ্ধ কিংবা আঙুলরুদ্ধ ও বলা যায় । আক্ষরিক অর্থেই আঙুলগুলো জড়িয়ে যাচ্ছে- কৃতজ্ঞতায় । এত চমৎকার একটা প্লাটফর্ম না পেলে আমাদের লেখক সত্বা প্রকাশের সুযোগ হতো কিনা এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে ।

কথাগুলো কোট না করে পারলাম না,

এই চমৎকার কাজটি গতিশীল রাখতে দায়িত্বটি আরেকজনের হাতে অর্পণ করার বিষয়টি আমি নানাদিক থেকে ইতিবাচক হিসেবে নিয়েছি। বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু কাজে আপনার নিজস্ব কিছু সময় দেয়া দরকার বলেও আমি জানি। পাশাপাশি কাজটি যোগ্য কারোর হাতে যাচ্ছে, নিরপেক্ষ বিবেচনার দিকটিও মজবুত থাকছে, সাথে ভিন্ন দৃষ্টিকোন থেকে ভিন্ন ভাবনায় লেখা নির্বাচনের বৈচিত্র‌্যতাও আসতে পারে, ধারবাহিকভাবে অন্যরাও সংকলন তৈরীর বিষয়টিতে অংশ নিয়ে সুক্ষ চিন্তার সুযোগ পাবে এবং নতুন ও পুরাতনদের সাথে একটি গাঢ় যোগসূত্র তৈরী হবে। ফলে আমরা সবাই আরও বেশী কাছাকাছি হবো, একত্র হবো। তারসাথে আপনার পাঠকপ্রিয়তাও অক্ষুন্ন রইবে নিশ্চিতভাবেই।

ব্লগার মাহমুদ০০৭ এর দায়িত্বশীলতা আর নিরপেক্ষতা বজায় রাখা নিয়ে আমার আত্মবিশ্বাস আছে । সাথে নতুনত্ব আর সৃজনশীলতার চমৎকার ধারা যোগ করে ব্লগ সাহিত্য আর ওভারঅল ব্লগিংয়ে নতুন মাত্রা আর প্রাণসঞ্চার করতে পারবেন বলে আমি আশা রাখি ।



শুভকামনা 'জানা' আপু ।
শুভকামনা সামহোয়্যারইন গল্প-সংকলন ।
শুভকামনা সামহোয়্যারইন ব্লগ ।

৪৬| ০২ রা মে, ২০১৪ বিকাল ৫:২০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কষ্ট সাধ্য কাজটার জন্য প্রতিবারের মত এবারও ধন্যবাদ। :)

খারাপ লাগল শুনে, যে এটা আপনার শেষ সংকলন। আশা করি, আগের মত পাশে থাকবেন। লেখায় ভাল মন্দ কমেন্ট করে ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিবেন। দোয়া রইল আপনার জন্য।

এবারও দুটি গল্প সংকলনে আমার। ভাল লাগল সত্যি। উৎসাহ পেলাম।

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৫২

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ রিয়াদ । লিখতে থাকুন ।

৪৭| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

একজন ঘূণপোকা বলেছেন:

ভালা কাম :D :D :D

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:১৩

মামুন রশিদ বলেছেন: :) :)

৪৮| ০২ রা মে, ২০১৪ রাত ৯:৪২

শুঁটকি মাছ বলেছেন: আপনি কি ব্লগীং-ই ছেড়ে দিচ্ছেন নাকি?

০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:১৫

মামুন রশিদ বলেছেন: ব্লগিং তো কোন না কোন সময় ছাড়তেই হবে #:-S :D

৪৯| ০২ রা মে, ২০১৪ রাত ১০:০০

খন্দকার আরাফাত বলেছেন: আহমেদ জী এস বলেছেন: মামুন রশিদ ,



আন্তরিক এই প্রচেষ্টাকে সাধুবাদ ।

সুবিধে হলো, এই এক জানালা খুললেই সবকিছুর দেখা মিলবে । এ জানালায় সে জানালায় ইতিউতি দেয়ার দরকার নেই ।

শুভেচ্ছান্তে ।

০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:৪০

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ খন্দকার আরাফাত ।

৫০| ০২ রা মে, ২০১৪ রাত ১০:২০

টুম্পা মনি বলেছেন: মামুন ভাইয়া আপনার এই কাজ সত্যি অতুলনীয়। আপনি কেন থাকবেন না? দু জন মিলেই থাকুন না এই সংকলনে প্লিজ?

০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:৫৬

মামুন রশিদ বলেছেন: আমি আছি তো! মাহমুদ সংকলন করবে, আমি তাকে সব রকম সহায়তা করব ।


অনেক ধন্যবাদ টুম্পা মনি । ভালো থাকা হোক ।

৫১| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:০৫

আরজু পনি বলেছেন:

আমার কোন লেখা না থাকুক, তবু্ও সহব্লগার মামুনের উপস্থাপনায় শেষ সংকলনটি কাছে নিয়ে গেলাম ।

আশা করি মাহমুদ সময় দিতে পারবে ঠিকমতোই ।



চলুক সংকলন...অনেকেরই কাজে লাগে একসাথে পাওয়া লেখাগুলির লিঙ্ক ।

অনেক শুভকামনা রইল ।

০৩ রা মে, ২০১৪ রাত ৮:১৫

মামুন রশিদ বলেছেন: কৃতজ্ঞতা, আরজুপনি আপু ।



ভালো থাকা হোক । শুভ কামনা ।

৫২| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:৩০

উপপাদ্য বলেছেন: এই প্রচেস্টা দীর্ঘজীবি হোক। অনেক ধন্যবাদ।

০৩ রা মে, ২০১৪ রাত ৮:২৯

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।

৫৩| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৫৪

এরশাদ বাদশা বলেছেন: চলতে থাকুক, শুভকামনা।

০৩ রা মে, ২০১৪ রাত ১০:০০

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন ।

৫৪| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৩০

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: ভালো কাজ। কিন্তু গল্প পড়ার টাইম পাইনা। :(

০৩ রা মে, ২০১৪ রাত ১১:১৯

মামুন রশিদ বলেছেন: হুম । ধন্যবাদ ।

৫৫| ০৪ ঠা মে, ২০১৪ ভোর ৪:৪২

রেজওয়ান তানিম বলেছেন: ব্লগ ছাড়ার কথা ভাবছেন নাকি ? আশা করছি তা নয়। সংকলন দীর্ঘদিন করে যাওয়া কঠিন।

যা হোক, ব্লগে থাকবেন আশা রাখি

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:০০

মামুন রশিদ বলেছেন: নানানা, আপনাদের ভালোবাসা ছেড়ে চলে যাওয়া এত সহজ না ।


ধন্যবাদ রেজওয়ান মাহবুব তানিম । ভালো থাকবেন কবি ।

৫৬| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:৫৬

অদৃশ্য বলেছেন:





মামুন ভাই, চমৎকার কাজ, বরাবরের মতোই...

দায়িত্ব হস্তান্তর করে দিচ্ছেন তাহলে... ঠিক আছে মাঝে মাঝে রেষ্ট নেওয়া ভালো... মাহমুদ ভাইকে অভিনন্দন...

শুভকামনা...

০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:২১

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রিয় অদৃশ্য ।


হ্যাঁ, মাঝে মাঝে রেস্ট নেয়া উচিত । ব্যক্তিগত ভাবে কিছু পরিবর্তনের সাথে যাচ্ছি । নতুন কিছুর সাথে এডজাস্ট করার জন্যেও কিছু সময় প্রয়োজন । আর সবচেয়ে বড় কথা গল্পের সাথে আরও নিবিঢ় হতে চাই ।

ভালো থাকবেন । শুভ কামনা ।

৫৭| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:৫৭

আমি অপদার্থ বলেছেন: দায়িত্ব হস্তান্তর। শুভকামনা। পোস্ট ভালো লাগলো।

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:১৫

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ । ভালো থাকা হোক ।

৫৮| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:৪৬

ইমিনা বলেছেন: ইস্, আমি যে কেন এপ্রিলে একটা গল্প লিখলাম না :( :(
লিখলেই তো মামুন ভাইয়ের পোস্টে চলে আসতে পারতাম :( :(

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৪৫

মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ ইমিনা ।

৫৯| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:০৫

জুন বলেছেন: যাক বাবা এখন থেকে আমি হাত পা ছেড়ে গল্প লিখবো :!>
সঙ্গকলনে আসা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না :||
=p~ =p~

অটঃ দারুন এবং কঠিন এক দায়িত্ব পালন করার জন্য স্যালুট মামুন রশিদ ।
শুভেচ্ছা রইলো ।

০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:২৬

মামুন রশিদ বলেছেন: হাত পা ছাইড়া দিয়া চিটপটাং হইয়া ভাইয়ার জন্য একটা ঝামেলা বয়ে আনেন আর কি! ;)


মাহমুদ বলেছে, আগামী মাসের সংকলন আপনার নামে করবে :D :D


হাহাহা, ধন্যবাদ জুনাপ্পী । ভালো থাকবেন :) :)

৬০| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:৪১

কোজাগরী চাঁদ বলেছেন: এলাহি কারবার B:-)

০৫ ই মে, ২০১৪ সকাল ৮:৩০

মামুন রশিদ বলেছেন: হুম ।

৬১| ০৬ ই মে, ২০১৪ সকাল ১১:৪৪

গোর্কি বলেছেন:
বরাবরের মতই কষ্টসাধ্য পোস্টে সাধুবাদ ও শুভকামনা।

০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:২৭

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয় গোর্কি ।



ভালো থাকবেন । শুভ কামনা ।

৬২| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আপনার গল্প সঙ্কলনের দীর্ঘ যাত্রার প্রতি শ্রদ্ধা । আমার প্রথম গল্পটা আপনার সংকলনেই এসেছিলো :) :) আপনাকে অসংখ্য ধন্যবাদ , অসংখ্য কৃতজ্ঞতা ।

মাহমুদ ভাই এর প্রতি শুভেচ্ছা । ভালো থাকবেন ভাই, সবসময় :)

০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আদনান । গল্প লেখা চলতে থাকুক ।



ভালো থাকবেন । শুভ কামনা ।

৬৩| ০৬ ই মে, ২০১৪ রাত ৮:৩৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
গল্প পাঠে আলসেমি আছে। এই সংকলন অনেক উপকারে আসতো।
মাহমুদ ভাই ও ভালো নির্বাচন করবেন আশা করছি।

০৬ ই মে, ২০১৪ রাত ১০:১০

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রিয় দূর্জয় ।



ভালো থাকবেন । শুভ কামনা ।

৬৪| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:০৮

সপ্নাতুর আহসান বলেছেন: ব্যস্ততার মাঝে ঢুঁ মারার সুযোগই পাচ্ছি না। আর আপনি এ কাজ যে কিভাবে করেন!! বেশ অবাক করে আমাকে!!!

শুভকামনা ছাড়া কিছুই জানানোর নেই

০৮ ই মে, ২০১৪ দুপুর ১:৪৫

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ স্বপ্নাতুর আহসান ।


ভালো থাকা হোক ।

৬৫| ০৮ ই মে, ২০১৪ দুপুর ২:৪৩

নাছির84 বলেছেন: একঝুড়ি গল্প। প্রিয়তে...

০৮ ই মে, ২০১৪ রাত ৯:৩০

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ নাছির । ভালো থাকবেন ।

৬৬| ১০ ই মে, ২০১৪ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সামুতে আপনার দুই বছর পূর্তি হলো। তাই বর্ষপূর্তির শুভেচ্ছা। আগামী দিনগুলিতে ব্লগ আপনার লেখনীর মাধ্যমে আরও সমৃ্দ্ধ হোক । আর ভাল থাকুন সবসময় এই কামনা থাকলো মামুন ভাই ।

১১ ই মে, ২০১৪ রাত ১:০২

মামুন রশিদ বলেছেন: আপনার কমেন্ট না দেখলে এটা হয়ত মনেই আসত না । ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন সেলিম ।

আমি কৃতজ্ঞ এই ব্লগিং প্লাটফর্ম আর এখানকার ব্লগারদের প্রতি ।

৬৭| ১১ ই মে, ২০১৪ রাত ১২:৪৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: বরাবরই পড়তে ভালবাসি।অনেক গল্প পড়েছি কিন্ত গল্প লিখব এমনটা তেমন করে ভাবিনি তবে মাঝে মাঝে মনে হতো জীবনের সব দায়ীত্ব শেষ করে যখন অবসরে যাব তখন কিছু লিখব।
ব্লগ লেখা শুরু করার কিছু আগে ইমন জুবায়ের ভায়ের গল্প থেকেই প্রথম ধারনা নিলাম যে ব্লগ গল্প লেখার জন্য একটা চমতকার প্লাটফর্ম হতে পারে।তারপর আশেপাশের কিছু মানুষ,কিছু ঘটনা আর মনের কোনে উঁকি দিয়ে যাওয়া কল্পনাগুলো গল্পে রূপ পেল।তখনও ভাবিনি নিয়মিত লেখা চালিয়ে যাব।এই প্রেরনার অনেকটুকুই এসেছে আপনার এই পরিশ্রম সাধ্য সংকলন থেকে মামুন ভাই!

গত অক্টোবর থেকে এই এপ্রিল পর্যন্ত সাতটি সংকলনে আমার মোট সাতটি গল্প স্থান পেয়েছে।লেখা চালিয়ে যাওয়ার আর এর চেয়ে বড় প্রেরনা কি হতে পারে?যখন অনেক বেশি ব্যস্ত থাকি তখন এই সংকলনের কথা ভেবে হলেও একটা গল্প লিখি।

আপনার সম্পাদনায় সংকলনটি আর হবে জেনে কেমন একটা বন্ধু বিয়োগের মত কষ্ট হচ্ছে।তবুও আশা রাখছি এর বদলে আপনার লেখা চমতকার কিছু গল্প পাব যা আপনার সাথে যোগসূত্রটিকে ছিন্ন হতে দেবেনা।

১১ ই মে, ২০১৪ সকাল ১০:৪১

মামুন রশিদ বলেছেন: আপনার গল্প লেখার পেছনের গল্পটা জেনে ভালো লেগেছে । আসলে আমরা এভাবেই এক অদ্ভুত ভালোবাসার সাথে জড়িয়ে যাই ।

সংলকলন থেকে অনুপ্রেরণা পেতেন জেনে সত্যি খুব ভালো লাগছে । পুরো কষ্ট সার্থক হয়েছে বলে আমি মনে করি । আশাকরি এই অনুপ্রেরণা অব্যাহত থাকবে, নতুন সম্পাদকের হাত ধরে সংকলন প্রতিনিয়ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে ।

আপনার কষ্টে আমি আপ্লুত হয়েছি । ভালো থাকবেন সব সময় ।

শুভ কামনা ।

৬৮| ১১ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৮

আমি ইহতিব বলেছেন: মাসের শুরুতে এমন দৌড়ের উপর ছিলাম যে সংকলন খুঁজতে আপনার ব্লগে আসবো আসবো করেও আসা হয়নি। আজ এসে দুঃসংবাদ পেয়ে কিছুটা ব্যথিত হলাম। সারা মাসে যত গল্প না পড়া থেকে যায় আশায় থাকি আপনার সংকলনের কল্যাণে সেগুলো পুরোপুরি মিস হয়ে যাবেনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার মত ফাঁকিবাজ পাঠকদের উপকার করার জন্য। মাহমুদ ভাইকে জানাই অভিনন্দন ও শুভ কামনা।

পিডিএফ ভার্সন কি করা হয়নি এই পর্বের?

১১ ই মে, ২০১৪ বিকাল ৩:০৪

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপু । সংকলনের শুরু থেকেই আপনাকে পাশে পেয়েছি । আমি টেকি দুর্বল,মানুষ, নিজে পিডিএফ করতে পারি না । পরবর্তী সংকলন থেকে নিয়মিত পিডিএফ ভার্সন থাকবে বলে আশা রাখছি ।

৬৯| ১২ ই মে, ২০১৪ রাত ১০:২৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মিস করবো আপনার সংকলন, তবু নতুনের জন্যেও শুভকামনা। গল্পলেখক হিসেবে আপনার আরো বেশী লেখা চাই :)

১২ ই মে, ২০১৪ রাত ১১:১৮

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ তনিমা । থাকবো আপনাদের পাশেই ।



ভালো থাকবেন । শুভ রাত্রি ।

৭০| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১:১৫

সুমন কর বলেছেন: আমি কিছুদিন ব্লগে অনুপস্থিত ছিলাম। ফিরে এসে এই খারাপ সংবাদটি ভাল লাগেনি। প্রতিমাসের প্রথম রাতেই অপেক্ষায় থাকি এই পোস্টটির। আশা করি, আপনি আবার আপনার সিদ্ধান্ত বিবেচনা করে দেখবেন।

আর সহ ব্লগার মাহমুদ ০০৭ -কে অভিন্দন।

১৭ ই মে, ২০১৪ দুপুর ২:৩৬

মামুন রশিদ বলেছেন: আপনার অপেক্ষায় ছিলাম ভ্রাতা, কিছুদিন না দেখে খুব মিস করছিলাম । যাক, ভালোয় ভালোয় ফিরে এসেছেন দেখে ভালো লাগছে ।


গল্প সংকলন যেই করুক, আমি সাথেই আছি । একটু বিরতি দরকার ।


ভালো থাকবেন সুমন । শুভ দুপুর ।

৭১| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:১৬

মহামহোপাধ্যায় বলেছেন: আপনাদের দুজনকেই অনেক অনেক অভিনন্দন। আপনাকে অভিনন্দন এতো দুরহ কাজ এত লম্বা সময় ধরে সাফল্যের সাথে চালিয়ে নেবার জন্য।

আর মাহমুদ ভাইকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন :)

পোস্টটা প্রিয়তে রাখতে চাচ্ছি, কিন্তু ডিসপ্লেতে তারকা চিহ্নটাই খুঁজে পাচ্ছি না :(

১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৪০

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মহামহোপাধ্যায় । আশাকরি মাহমুদ খুব ভালো ভাবেই কাজটা চালিয়ে যেতে পারবেন ।

৭২| ২৩ শে মে, ২০১৪ রাত ৯:০১

প্রকৌশলী নির্ভিক রাইডার বলেছেন: চমৎকার কষ্ট সাধ্য কাজ
ধন্যবাদ আপনাকে
প্রিয়তে রাখলাম

২৩ শে মে, ২০১৪ রাত ১১:২৬

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ । ভালো থাকবেন ।

৭৩| ২৬ শে মে, ২০১৪ রাত ২:২৯

রাসেলহাসান বলেছেন: অনেক দিন পর ব্লগে পা রাখলাম! কেমন আছেন মামুন ভাই? আপনি সংকলন করা ছেড়ে দিচ্ছেন জেনে খুব খুব খারাপ লাগছে। সারাটা মাস শুধু আপনার সংকলন দেখবো বলে অপেক্ষায় প্রহর গুনতাম। যায় হোক "ব্লগার মাহমুদ ০০৭" ভাইকে শুভেচ্ছা জানায়। আশা করি তিনিও আপনার মতো এই গুরু দায়িত্ব নিরাপেক্ষতার সাথে পরিচালনা করে যাবেন। তাঁর প্রতি শুভ কামনা রইলো। "এপ্রিলে" মাত্র ৩ টা "গল্পই" লিখছিলাম আর তিন টায় আপনার এই শেষ সংকলনে দেখে বেশ ভালোই লাগছে। প্রিয় তে নিয়ে রাখছি সময় হলে এক এক করে সব গল্প পড়ে নিবো। ভালো থাকুন "মামুন" ভাই। আপনার দেওয়া লাস্ট ২ টা "গল্পও পড়া হয়নাই। অনেক ব্যাস্ততার মধ্যে আছি। হাতে সময় পেলে আরেকদিন এসে পড়ে যাবো।

"আল্লাহ হাফেজ"

২৬ শে মে, ২০১৪ সকাল ৮:১১

মামুন রশিদ বলেছেন: ব্যস্ততা কাটিয়ে ফিরে আসুন ব্লগে । আনন্দময় হোক জীবন এবং অবসর । ভালোবাসা নিরন্তর । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.