![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আট থেকে দশ ক্লাস উঠতে উঠতে তিন ভাগের এক ভাগ মেয়ের বিয়ে হয়ে গেছে । বাকি যারা এখনো আছে, তাদের মনে হয় কোনদিনই বিয়ে হবে না । হলে তো এত দিনে হয়ে যেত! কে এদের বিয়ে করতে আসবে! একেকটা মুখপুড়ি, বদের হাড়ি । সারাদিন ক্লাসে বসে হাহা হিহি, আর বদ পুলাপানের সাথে কাগজ ছুড়াছুড়ি । বদমাশগুলো কত্ত আজেবাজে কথা লিখে দেয় । সেগুলো পড়ে রাগ করবে কি, একে অপরের গায়ে ঢলে পড়ে হেসেই খুন । রাজিবও বলে, দেখিস এদের কখনো বিয়ে হবে না, বাপের বাড়িতে হাড়িপাতিল মাজাই এদের নিয়তি । আমি রাজিবের সাথে কঠিন ভাবে একমত । রাজিব আমাদের ফার্স্ট বয়, আমি সেকেন্ড । আমরা দুজনে বন্ধু । সময় নেই অসময় নেই, ঐ ডাইনি বুড়িগুলি আমাদের এক সাথে দেখলেই খেপায়, বলে 'লাড্ডুগুড্ডু' !
সোহানা নামের অতি সুন্দরী তন্বী মেয়েটা ক্লাসে নতুন ভর্তি হয়ে এলে দৃশ্যপট পাল্টে যায় । ডাকাবুকা বড় অফিসারের মেয়ে, আমাদের মফস্বলে বাপের পোস্টিংয়ের সুবাদে শহরের ইংলিশ মিডিয়াম ছেড়ে এখানে ভর্তি হয়েছে । প্রথম যেদিন এলো, সারা ক্লাস সুগন্ধে মৌ মৌ করছিল । রাজিব আমাকে কানে কানে বলে, সেন্ট মেখে এসেছে! ক্লাসের ধারি বুড়িগুলো চোখ কপালে তুলে ওকে দেখছে, যেন সামনে সাক্ষাৎ পরী! পরীইতো, সোহানার স্মার্টনেসের সামনে ওরা নিতান্তই ক্ষেত !
সোহানা কি জিনিস, তা সেদিন সারা ক্লাস টের পেয়েছিল । পেছন থেকে বদপুলাপান খিস্তি ছুড়ছিল- খাসা মাইরি, এক্বেরে তাল পাকা ! তাদের খিস্তি শুনে ক্লাসের অন্য মেয়েরা চাপা হাসির ঢেউ তুলেছিল । কিন্তু কিছু সময় পরেই পুরো ক্লাসে নেমে আসে কবরের নীরবতা! সোহানা উঠে দাঁড়িয়ে বদগুলোর দিকে আগুন চোখে তাকিয়ে মিসাইল ছেড়েছিল, ডিজগাস্টিং ! ইউ অল আর বুলশিট !!
আমি আর রাজিব, আমাদের সাথেই সোহানার বন্ধুত্ব হলো! এর কার্যকারণ খুঁজে শেষে দুজনে যা পেলাম, ওর বাসা থেকে হয়ত বলে দিয়েছে ফার্স্ট-সেকেন্ডদের সাথে মেশার জন্য । সেদিন অন্তত প্রথম বারের মত সেকেন্ড বয় হতে পেরে গৌরব বোধ করলাম । ক্লাসের ফাঁকে ফাঁকে সোহানা আমাদের শোনায় পিটারপ্যান আর এলিসের ফ্যান্টাসি । আমি মাসুদ রানা, আর রাজিবের দৌড় দস্যু বনহুর! আমরা নিজেদের মাঝে নোট বিনিময় করি । সোহানার চায়ের নিমন্ত্রণে ওর বাসায় যাই । নরম সোফার গদিতে রাজিব ঝিঝি ধরা পা নিয়ে মূর্তি হয়ে বসে থাকে । হাত ছলকে চা পড়ে ভিজে যাওয়া প্যান্ট আমি কৌশলে আড়াল করি । সোহানার প্রগলভতায় সবকিছু স্বাভাবিক হয়ে আসে । এক গাঢ় বন্ধুত্বে আটকে পড়ি আমরা তিনজন ।
সোহানাকে নিয়ে আমার সারাদিন ভাবতে ভালো লাগে । তাকে ভেবে ভেবে নিদ্রাহীন রাত কাটাই । তবে কি আমি সোহানার প্রেমে পড়েছি! প্রেমে পড়লে কি করতে হয় আমি জানি না । আয়নায় অনেকক্ষণ নিজেকে দেখি, নাকের নিচে গোফের সরু রেখা । হঠাৎ ঠোঁঠের কোণে হাসি খেলে যায় । সোহানার মত করে বলে উঠি 'দি আইডিয়া'! বাবার ড্রয়ার থেকে লুকিয়ে রেজর এনে শেভ হই, বাহ আমাকে দেখতে ঠিক বড় ভাইয়ার মত লাগছে!
সোহানার সামনে গেলে চুপসে যাই । মেরুদন্ড বেয়ে একটা শীতল শিহরণ নেমে আসে । খুব অস্থির লাগে, ব্যাপারটা রাজিবের সাথে শেয়ার করা দরকার । সোহানাকে কিভাবে প্রস্তাব করা যায়, রাজিব নিঃসন্দেহে ভালো কোন পরামর্শ দিবে । রাজিবকে নিয়ে হাটতে হাটতে নদীর ধারে যাই । ভনিতা না করে সব কিছু তাকে খুলে বলি । রাজিব কোন কথা না বলে চুপ করে শুনে যায় । হঠাৎ আমাকে বিদ্যুৎপষ্ট করে দিয়ে রাজিব শোনায়, সেও নাকি সোহানাকে ভালোবাসে! আমি বলি অসম্ভব, সোহানা আমার! রাজিব বলে, হতেই পারে না! আমি তাকে বলি বেঈমান, সে আমাকে বলে প্রতারক । অতঃপর পরষ্পর বিচ্ছিন্ন হয়ে আমরা দুজনে বিপরীত দিকে হাটতে থাকি ।
সারারাত কেটে যায় নির্ঘুম । সকালে মা আমাকে দেখে অবাক হয় । গালে কপালে হাত দিয়ে বলে, জ্বর আসবে মনে হয় । স্কুলে না গিয়ে বাড়িতেই থাকি । মনটা বিষাদে ভারি হয়ে আসে । রাজিবকে খুন করতে ইচ্ছে হয় । ভাইয়ার শেলফ খুঁজে একটা পুরনো ফিতা ক্যাসেট বের করি । ট্যুইনওয়ান ছেড়ে দিয়ে চোখ বুজে গান শুনি । মনের পর্দায় কেবলই সোহানার ছবি ভাসে । ক্যাসেটের সাথে গুনগুনিয়ে গাই, 'সুনি আজ কত দুরে.. সুনি আজ কত দুরে.. ! জগন্ময় মিত্রের কাঁপা কাঁপা ধীরলয়ের সুর আমার বুকে জমাট পাথরের মত বসে যায় ।
প্রবল আক্রোশে আবার মুখোমুখি হই রাজিবের, সেই নদীর পাড়ে । শেষে রাজিবই প্রস্তাব দেয়, 'দোস্ত নিজেদের মাঝে মনোমালিন্যের দরকার নাই । চল, দুজনে গিয়ে সোহানাকে বলি । সোহানা যাকেই পছন্দ করবে, আমরা তা মেনে নেব এবং আগের মতোই বন্ধু হয়ে থাকব' । আমি সাথে সাথেই রাজি হয়ে যাই । রাজিব শর্ত দেয়, 'আমরা এক সাথে দুজনে সোহানাকে প্রস্তাব দিব, তবে দুজন দুই ভাবে ।' আমি বললাম, 'তুই কিভাবে প্রস্তাব দিবি!' রাজিব জানায় সে সরাসরি ভালোবাসার কথা জানাবে । আমি বললাম, 'ঠিক আছে, আমি চিঠি দিয়ে প্রেম নিবেদন করব' ।
ঝুড়িটা দুমড়ানো কাগজে ভরে যায়, তবু আমার চিঠি লেখা হয়ে উঠে না । মনে কত ভাষা আসে, লিখতে বসলেই সব হাওয়া । উপায়ন্ত হয়ে বড় ভাই কাম দোস্ত হাকিম ভাইকে ধরলাম । হাকিম ভাই এ ব্যাপারে উস্তাদ শ্রেণীর, চিঠি লিখে লিখেই শিউলি আপাকে ঘায়েল করেছে । হাকিম ভাই সব শুনে বলে, 'ধুর, এটা কোন ব্যাপার হলো! আমি কালকেই লিখে দিচ্ছি ।' দুদিন পার হয়ে গেলেও হাকিম ভাইয়ের কোন পাত্তা নাই । শেষে টাইট দিয়ে ধরতেই বলে, কবি আসাদকে ধরে ছিলাম, ঐ ব্যাটা মুখের উপর না করে দিলো ।' আমি হাহাকার করে উঠি, ওকে কেন বলেছেন! হাকিম ভাই মাথা চুলকিয়ে বলে, 'ঐ ব্যাটাই তোর শিউলি আপাকে চিঠি লিখত, আমি জাস্ট মিডিয়া হয়ে ওগুলো পৌছে দিতাম । চিঠিতে কোন নাম থাকতো না, তাই শিউলি ভেবে নিয়েছে..' আমি বলি এসব কথা থাক, এখন উপায় কি বলো! 'শোন, কবি ব্যাটা গান শুনে শুনে চিঠি লিখত, গানের সুন্দর কথাগুলো জোড়াতালি দিয়ে চিঠিতে লিখে দিত । তুই ও তাই কর ।"
দিনরাত পড়ে পড়ে গান শুনি । বাংলা-হিন্দি-ইংলিশ কোন কিছুই বাদ দিই নি । আচ্ছা, সোহানা তো সারাক্ষণ ইংলিশে পটরপটর করে, ওরে ইংরেজিতে চিঠি লিখলে কেমন হয়! নিশ্চিত চমকে যাবে, আমার প্রস্তাবে সারা না দিয়ে পারবে না! 'ব্যাটা রাজিব, তোর একদিন কি আমার একদিন' বলে মোহাম্মদ রাফির একটা গজল ইংলিশে নিজের মত করে অনুবাদ করে নিলাম,
You may forget me,
this is your fundamental right!
But for me it is difficult,
As I am drawing in Love !!
হাকিম ভাই দেখে বললো মোটামুটি ঠিক আছে । তারপর কিছু কেটেকুটে দিয়ে বললো, 'এইবার হবেই হবে',,
You may ignore me,
this is your right!
But for me it is difficult,
As I am in Love !!!
ফুলের নকশা আঁকা 'মনে রেখো' প্যাডের পাতায় কথাগুলো লিখলাম । আমরা মফস্বলি, সেন্ট পাব কোথায়! আগরবাতি জ্বালিয়ে সুগন্ধি ধোয়া দিয়ে চিঠিটা মাখালাম । তারপর ভাজ করে বুক পকেটে রেখে রাজিবের কাছে ছুটে গেলাম । আমার প্রস্তুতি থাকলে রাজিবের কাজ পড়ে যায়, রাজিব যেতে চাইলে আমার টেনশন বেড়ে যায় । এভাবে তিন চার দিন যাওয়ার পর একদিন সাহস করে চলে গেলাম সোহানাদের বাসার সামনে । কিন্তু কারোই সোহানাকে ডাকার সাহস হলো না । ঠিক আছে আরেকদিন আসব, বলে দুজনেই পিছুটান দিলাম ।
এভাবে সপ্তাহ পার হয়ে যায় । একদিন বৃষ্টিতে চিঠি ভিজে যায়, লন্ঠনের কাঁচে রেখে চিঠিটা শুকিয়ে নেই । আরও একপ্রস্ত আগরবাতির ধোয়া দিয়ে ওটাকে তাজা করে নেই । পকেটে থেকে থেকে কাগজে কালচে দাগ পড়ে গিয়েছে । শেষে একদিন ফাইনাল করে ফেললাম । আমরা দুজন সোহানাদের বাড়ি গিয়ে ওকে ডাকালাম । বুকের ভেতর ডিবডিব করে শব্দ হচ্ছে । সোহানা এলে আমরা তিনজনে মিলে নদীর কাছে গেলাম । রাজিবের প্রথমে প্রস্তাব করার পালা । ঝিরঝির বাতাসে সোহানার চুল উড়ে যাচ্ছে, আর রাজিব ক্রমাগত ঢুঁক গিলে যাচ্ছে । আমি রাজিবকে ইশারা দিই তাড়াতাড়ি বলার জন্য । রাজিব হঠাৎ পেটের কাছে দুহাত নিয়ে মোচরাতে থাকে । সোহানা উতলা হয়ে উঠে, কি হলো কি হলো! রাজিব বলে, শরীর খারাপ লাগছে, আমি যাই । আমি সোহানাকে বলি, ছাড়ো তো, ওর এরকম প্রায়ই হয় । একবার পরীক্ষার প্রশ্ন কমন না পড়ায় রাজিব প্যান্ট ভিজিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল । শোনে সোহানা হো হো করে হেসে উঠে, সাথে সাথে আমার পালপিটিশন দ্বিগুন বেড়ে যায় ।
অতঃপর আমার পালা । সোহানার সাথে কথা বলতে বলতে ধীরে ধীরে পকেট থেকে চিঠিটা বের করি । ওটা দেখেই সোহানা বলে উঠে, 'এটা কি? দেখি দেখি! প্রায় ছোঁ মেরে আমার হাত থেকে চিঠিটা নিয়ে নেয় । তারপর দুহাত দিয়ে চিঠিটা মেলে ধরে চোখ বড় বড় করে পড়তে থাকে । আমার সারা শরীর দিয়ে ঘাম বের হতে থাকে । সোহানার দিকে তাকিয়ে ওর চোখের সংকোচন-প্রসারণ দেখতে থাকি । একগাল হাসি দিয়ে সোহানা বলে, 'সুমন, এটা কি? কিছুই পড়তে পারছি না..
আমি মৌনব্রত অবলম্বন করি । সোহানা আমার দিকে গোল গোল চোখ নাচিয়ে বলে, 'ও বুঝতে পেরেছি, তুমি রত্ন পাহাড়ের খোজে ট্রেজার আইল্যান্ড যাবা! আর এটা হলো 'ম্যাপ অব দ্য ট্রেজার আইল্যান্ড' !!
আমার কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে । বুকের ভেতর থেকে বরফের চাঁই যেন গলা বেয়ে উপরে উঠছে । এখনি চোখ বেয়ে নামবে জলের ধারা । সোহানা হঠাৎ চিৎকার দিয়ে বলে, 'হায় হায়! ধরো ধরো, তোমার 'ম্যাপ অব দ্য ট্রেজার আইল্যান্ড' বাতাসে উড়ে গেল..
আমি নিষ্পলক চোখে তাকিয়ে দেখি আমার প্রথম ভালোবাসার ছিন্নপত্র নদীর স্রোত বেয়ে এগিয়ে চলেছে নিরন্তর পথে ।
ম্যরাল অব দ্য স্টোরিঃ প্রেমের চিঠি ভালো মানের কাগজে লিখবেন এবং অবশ্যই নীল খামে পুড়ে রাখবেন
কৃতজ্ঞতাঃ 'কাল্পনিক_ভালোবাসা' । আজকে দুপুরে ফোনে আলাপ না হলে বর্ষপূর্তির কথা হয়ত মাথায় আসতো না । ছবিটাও সে সংগ্রহ করে দিয়েছে ।
গল্পের ধারণা নিয়েছি আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস রিসার্সের অধ্যাপক 'দিব্যজিৎ ভট্টাচার্য'র কাছ থেকে । আমাদের ক্যাম্পাসে তিনি বেশ কয়েকটি সেমিনার করেছেন । "Never use poor quality paper to write research questionnaire" বিষয়ক বক্তৃতায় তিনি তার নিজের বানানো একটা ছোট এনিমেশন মুভি দেখিয়েছেন । দশ মিনিটের ছোট মুভি'র উপর ভিত্তি করে আমি এই গল্প লিখেছি ।
২৪ শে মে, ২০১৪ রাত ১০:০২
মামুন রশিদ বলেছেন: প্রথম মন্তব্যে মন ভরে গেল । ভালো থাকবেন ।
ধন্যবাদ
২| ২৪ শে মে, ২০১৪ রাত ৯:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা প্রিয় মামুন ভাই।
ব্লগিয় পথচলা হোক বহুকাল!!!
শ্রদ্ধা ও শুভকামনা নিরন্তর।
২৪ শে মে, ২০১৪ রাত ১১:০৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ শোভন
আপনি কোথা হতে উদয় হন, আবার কোথায় হারিয়ে যান !!
৩| ২৪ শে মে, ২০১৪ রাত ৯:৪০
সুমন কর বলেছেন: প্রথমেই জানাই দ্বি-বর্ষপূর্তিতে অনেক অনেক অভিনন্দন !
আর কা_ভা ভাইকে ধন্যবাদ জানাই, আপনাকে মনে করিয়ে দিয়েছেন বলে। যার জন্য সুন্দর একটা গল্প পেলাম।
এবার আসি গল্পে। গল্প অনেক প্রানবন্ত হয়েছে। একটানে শেষ করলাম। দারুণ লাগল। ত্রিভুজ প্রেমের কাহিনীতে মজা পেলুম।
২৪ শে মে, ২০১৪ রাত ১১:২৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সুমন । এই মাসে আর কোন পোস্ট দেয়ার ইচ্ছে ছিল না । কা_ভা'র সাথে আলাপ হওয়ার পর সন্ধ্যায় বসে পোস্ট লিখেছি ।
ভালো থাকবেন
৪| ২৪ শে মে, ২০১৪ রাত ৯:৪৪
ঢাকাবাসী বলেছেন: অপরিপক্ক কিশোর প্রেমের বা প্রথম প্রেমের মধুর কাহিনী! ভাল লাগল।
২৪ শে মে, ২০১৪ রাত ১১:৩০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী
৫| ২৪ শে মে, ২০১৪ রাত ১০:২৫
সায়েম মুন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।
২৫ শে মে, ২০১৪ সকাল ৭:২৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সায়েম মুন
৬| ২৪ শে মে, ২০১৪ রাত ১০:৫৭
ক্লান্ত তীর্থ বলেছেন: মজা পাইলাম!
হাসতেই আছি!
২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৪৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ক্লান্ত তীর্থ
৭| ২৪ শে মে, ২০১৪ রাত ১১:২৩
উদাস কিশোর বলেছেন: মামুন ভাই . . . . . . . . . . . . . . . !
সারাদিন না খাওয়ার পর পেট পুরে ভাল খাইলে যেমন ভাল লাগে , গল্পডাও সেইরাম হইছে ।
২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৫৫
মামুন রশিদ বলেছেন: হাহাহা, যাক অতিথির তুষ্টি হলো বড় কথা
ভালো থাকবেন কিশোর ।
৮| ২৪ শে মে, ২০১৪ রাত ১১:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ মজার বেয়াই সেইরাম +++++++++++++
২৫ শে মে, ২০১৪ সকাল ৮:০৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ বেয়াই
৯| ২৪ শে মে, ২০১৪ রাত ১১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর!
২৫ শে মে, ২০১৪ সকাল ৮:১৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সেলিম
১০| ২৫ শে মে, ২০১৪ রাত ১২:১১
ভালোবাসার চিঠি বলেছেন: আহা রে..... বেচারা.......
২৫ শে মে, ২০১৪ সকাল ৮:২২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
১১| ২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গল্পটি ভালো লাগলো।
ধন্যবাদ, ভাই মামুন রশিদ।
২৫ শে মে, ২০১৪ সকাল ৮:৩০
মামুন রশিদ বলেছেন: স্বাগতম প্রিয় আবুহেনা ভাই । ভালো থাকবেন ।
১২| ২৫ শে মে, ২০১৪ সকাল ৮:০০
জাতির বোঝা বলেছেন:
বর্ষপুর্তিতে অনেক সুন্দর জিনিস পড়লাম।
++++++
২৫ শে মে, ২০১৪ সকাল ৮:৩৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
১৩| ২৫ শে মে, ২০১৪ সকাল ৮:৪২
মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , মামুন ভাই অনেক মজা পেলাম ।
দস্যু বনহুর পড়েও দেখি কাম করতে পারল না !
দ্বি-বর্ষপূর্তি তে অভিনন্দন প্রিয় মামুন ভাই
অব্যাহত থাকুক আপনার লেখনী ।
শুভকামনা রইল ।
২৫ শে মে, ২০১৪ দুপুর ১:৪৮
মামুন রশিদ বলেছেন: হাহাহা, বেচারা.. দস্যু বনহুর পড়লে কি হবে, টেনশন হলেই যে ইউরিনেশন চেপে বসে
অনেক ধন্যবাদ মাহমুদ । আপনার জন্যে শুভকামনা ।
১৪| ২৫ শে মে, ২০১৪ সকাল ৯:৪৬
ইছামতির তী্রে বলেছেন: দ্বি-বর্ষপূর্তিতে অনেক অনেক অভিনন্দন !
প্রেমের শুরু না হতেই সলিল সমাধি। বড়ই দুঃখজনক ব্যাপার।
যাইহোক, লেখাটা দারুণ হয়েছে।
২৫ শে মে, ২০১৪ দুপুর ২:০১
মামুন রশিদ বলেছেন: প্রেমের শুরু না হতেই সলিল সমাধি।
হার্ড টাচিং পয়েন্ট অব স্টোরি
হাহাহা, ধন্যবাদ ইছামতির তীরে
১৫| ২৫ শে মে, ২০১৪ সকাল ১০:৩৯
চিরতার রস বলেছেন: শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলোকেও হার মানালো
২৫ শে মে, ২০১৪ দুপুর ২:১০
মামুন রশিদ বলেছেন: এইরাম কৈরা কৈতে পারলেন!!
১৬| ২৫ শে মে, ২০১৪ সকাল ১০:৪৬
সময়ের ডানায় বলেছেন: দ্বি-বর্ষপূর্তি তে অভিনন্দন প্রিয় মামুন ভাই
২৫ শে মে, ২০১৪ দুপুর ২:২৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ 'সময়ের ডানায়'
১৭| ২৫ শে মে, ২০১৪ সকাল ১০:৪৮
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: বর্ষপূর্তির জন্য আপনাকে অভিনন্দন। কষ্টের রং নীল বলে জানতাম তাই ভালোবাসার চিঠি কেন নীল খামে রাখতে হবে এটাই বুঝলাম না। লাল খাম হলে ক্ষতি কি বলুন দেখি ?
২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৪১
মামুন রশিদ বলেছেন: খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোবাসার চিঠি কেন কষ্টের রঙের নীল খামে রাখা হয় !!
উত্তর আছে নিশ্চয়ই, তবে আমার জানা নেই ।
১৮| ২৫ শে মে, ২০১৪ সকাল ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: দ্বিবর্ষপূর্তিতে অভিনন্দন আর শুভকামনা ।হ্যাপী ব্লগিং মামুন ভাই।
২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৫১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ প্রিয় সেলিম
১৯| ২৫ শে মে, ২০১৪ সকাল ১১:০৯
মুস্তাক বলেছেন: বাহ্ খুব সহজ করে লিখা একটি প্রেমের টানাপুরন, আমি ভাই পারিনা লিখতে, সবচেয়ে বড় বাঁধা বাংলা বানানের সুদ্ধ লিখন; সত্তিই ভাল লাগল, আমি ভাবিনি এভাবে শেষ করে একটা বিঞ্ছাপন দিয়েদিবেন ।
২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:০৪
মামুন রশিদ বলেছেন: লিখতে লিখতে ঠিক হয়ে যাবে । অভ্রের স্পেলিং চেকার বেশ উপকারি । এছাড়া অনলাইনে বাংলা ডিকশনারি পাওয়া যায়, ডাউনলোড করে রেখে দিলে প্রয়োজনের সময় সহজেই শুদ্ধ বানান চেক করা যায় ।
ধন্যবাদ মুস্তাক
২০| ২৫ শে মে, ২০১৪ সকাল ১১:৩১
লিরিকস বলেছেন:
পড়েছি, হাসতে হাসতে পেট ব্যাথা
২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:২২
মামুন রশিদ বলেছেন: ইরাম একটা ট্র্যাজিক পৈড়া হাসতে পারলেন !!
২১| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহা! জটিল হইছে ভাই। কঠিন। হা হা হা!
আর দ্বি-বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা রইল। শুধু দায়িত্বশীল ও সৃজনশীল ব্লগার হিসেবেই নয় বাস্তব জীবনে একজন দারুন মানুষ হিসেবে আপনার জুড়ি মেলা ভার। আপনার সাথেই সব সময় ব্লগিং করে যেতে চাই। আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল।
২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ কাল্পনিক । আপনি যখন পুরাতন ভাঁজ পড়া চিঠির খোজে নেট ঘাটছেন, তখন আমি কাগজ কলম নিয়ে বসেছি । ভালোই হলো, আপনার তাড়া না পেলে হয়ত এই গল্পটা লেখা হতো না ।
ব্লগিংয়ের আনন্দ শুধু সুললিত পোস্টের শব্দ মাধুর্যে নয়, পোস্টের পেছনের মানুষগুলোর সাথে ভাব বিনিময় আর ইন্টারেকশন অনেক বেশি আনন্দময় । আমিও চাই আপনাদের পাশে থেকে ব্লগিং করতে ।
২২| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১:৪০
সোহানী বলেছেন: প্রথমেই ভয় পেয়েছিলাম...... আমি নয়তো !!!! যাক নিশ্চিত হলাম সত্য নয় বলে ....
যাহোক আমার অন্তত বাস্তব জীবনের সাথে মিলে গেছে আপনার গল্প.... নাম সহ নায়িকার চরিত্র হিসেবে .....
অনেক অনেক ভালো লাগা আর পুরোনো স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য।
২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:৫১
মামুন রশিদ বলেছেন: 'আকার' এর জায়গায় 'দীর্ঘ ইকার' না থাকলে আমিও ভয় পেতাম, আফটার অল যাকে নিয়ে গল্পটা লেখা সে ই যদি ব্লগে বসে পড়ে- তাহলে তো ভয়েরই!!
আপনার বাস্তব জীবনের সাথে গল্প মিলে গেছে জেনে আমারও ভালো লাগছে । পুরনো স্মৃতিতে ডুবে যান
ভালো থাকবেন । ধন্যবাদ ।
২৩| ২৫ শে মে, ২০১৪ দুপুর ২:০৭
জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: শুভেচ্ছা। গল্প মজার হয়েছে।
২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন
২৪| ২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৪৪
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: কারণটা আমি বলে দিচ্ছি; ভালবাসলে কষ্ট পেতে হয়।
২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:০২
মামুন রশিদ বলেছেন: জানলাম, বিষে বিষে নীলকন্ঠ! তাই ভালোবাসার রঙ নীল !!
২৫| ২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৪৫
আমি স্বর্নলতা বলেছেন: সোহানা হঠাৎ চিৎকার দিয়ে বলে, 'হায় হায়! ধরো ধরো, তোমার 'ম্যাপ অব দ্য ট্রেজার আইল্যান্ড' বাতাসে উড়ে গেল..
আমি নিষ্পলক চোখে তাকিয়ে দেখি আমার প্রথম ভালোবাসার ছিন্নপত্র নদীর স্রোত বেয়ে এগিয়ে চলেছে নিরন্তর পথে ।
মজা পেয়েছি খুব। বর্ষপুর্তির শুভেচ্ছা মামুন ভাই।
২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:০৫
মামুন রশিদ বলেছেন: মজা পেয়েছেন জেনে ভালো লাগছে ।
ভালো থাকবেন । ধন্যবাদ
২৬| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:১২
মশিকুর বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা মামুন রশিদ ভাই।
ট্র্যাজেডি!!! আমিতো চিন্তা করছি প্রথমে ব্লগে প্রকাশ করবো, তারপর লিংক পাঠিয়ে দিবো
কাগজ-কলমে যে বিপত্তি দেখত্তেছি
শুভকামনা।
২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:১৮
মামুন রশিদ বলেছেন: হাহাহা, দারুণ বলেছেন মশিকুর
ভালো থাকবেন । শুভকামনা
২৭| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:০৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আহ! কি মধুর ট্রাজেডি!!
দ্বিতীয় ব্লগ বর্ষ পূর্তির শুভেচ্ছা মামুন ভাই।
২৫ শে মে, ২০১৪ রাত ৮:৩৩
মামুন রশিদ বলেছেন: আহ! কি মধুর ট্র্যাজেডি..
এক কথায় মাত করে দিয়েছেন । মান্না দে'র চমৎকার কিছু গান আছে মধুর ট্র্যাজেডি নিয়ে ।
ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়
২৮| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:১১
দুঃখ বিলাস বলেছেন: দ্বি-বর্ষপূর্তিতে অনেক অনেক অভিনন্দন !
লেখায় ভালোলাগা ।
২৫ শে মে, ২০১৪ রাত ৮:৫৪
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ 'দুঃখ বিলাস' ।
ভালো থাকবেন
২৯| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
নাহ্, এভাবে আপনি আমাদেরকে হতাশ করতে পারেন না। অন্তত এটি আপনার ‘মৌলিক অধিকার’ হতে পারে না
এভাবে মোরাল জানতে আমরা চাই নি - হায় সোহানা... ‘সুনি আজ কত দূরে’
যাহোক, অভিনন্দন, মামুন রশিদ ভাই
সহস্র বর্ষ উদযাপন করতে চাই!
২৫ শে মে, ২০১৪ রাত ৯:০৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, কিছু সূক্ষ্ণ জায়গায় আপনার পর্যবেক্ষন আমার ইনপুটকে সার্থক করে তুলেছে । আরো কিছু ইনপুট আছে, পরে এডিট করার সময় যোগ করে দেয়ার ইচ্ছে আছে । লাইফে নিজে হয়ত তেমন কিছুই করা হয়নি, কিন্তু বড় ভাই বেরাদরদের প্রেমে পড়ে কত বিচিত্র আচরণ করতে দেখেছি, মনে হলে হাসি পায় ।
চেষ্টা করি জীবনে দেখা ব্যাপারগুলোই লেখায় নিয়ে আসতে ।
মন্তব্যে মুগ্ধতা
৩০| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:২৮
হানিফ রাশেদীন বলেছেন: ফাস্ট আর সেকেণ্ড বয়দের এমনই হয় : চেয়ে চেয়ে দেখলাম। তবু, ভালো ছাত্র ছিলেন বলে আপনার শান্তনা আছে। আমি তো তা-ও না। আমার আবার এমন আফসুসও আছে যে, আমাকে সবার ''ভালো'' কেনো মনে হয়? সবাই আমাকে ''ভালো'' বলে, কিন্তু কেউ হ্দয়ের কথা বলে না। এই ''ভালো'' দিয়ে আমার কী হবে!
মাঝে মাঝে আয়নায় মুখ দেখে মহান আল্লার উপর এই ভেবে বড় রাগ হয় : আমি কী তার হালের গরু পিটিয়ে মারছি! তার সাথে তো আমার শত্রুতা নেই। আমার চেহারা কেনো এমন হাবাগোবা করে গড়লেন তিনি, নরম কাদা মাটি দিয়ে, শক্ত মাটি কী ছিলো না
২৫ শে মে, ২০১৪ রাত ৯:২২
মামুন রশিদ বলেছেন: আমার চেহারা কেনো এমন হাবাগোবা করে গড়লেন তিনি, নরম কাদা মাটি দিয়ে, শক্ত মাটি কী ছিলো না
হাহাহা, ইনারাই কিন্তু পরবর্তীতে 'রমনীমোহন' হিসেবে আবির্ভূত হন । প্রথম জীবনের যাবতীয় উপেক্ষা দ্বিতীয় জীবনে সুদে আসলে উসুল করে নেন
ধন্যবাদ প্রিয় কবি, ভালো থাকা হোক
৩১| ২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
মুদ্দাকির বলেছেন: মামুন ভাই সোহানাকে একটু বেশীই রিয়েল মনে হল
মজা পেলাম, সিম্পল কিন্তু মজার !!
২৫ শে মে, ২০১৪ রাত ৯:৪৩
মামুন রশিদ বলেছেন: সোহানা তো রিয়েল ইইই
হাহাহা, ধন্যবাদ ভাই
৩২| ২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: সেই স্কুলবেলার প্র্বেম , এমন চার-পাচটা প্রেম কাহিনী এখনো স্কুলের বন্ধুদের মাঝের দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে
আপনি শুনলে নিশ্চিত ক্লাসিক কয়েকটা গল্প লিখে ফেলতে পারবেন !
দ্বিতীয় জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা মামুন ভাই
২৫ শে মে, ২০১৪ রাত ৯:৫০
মামুন রশিদ বলেছেন: এমন চার-পাচটা প্রেম কাহিনী এখনো স্কুলের বন্ধুদের মাঝের দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে
হাহাহা, এমনই হয় । প্রেমে আর যুদ্ধে কোন ছাড় নেই, নো হান্কিপান্কি
শুনব, অবশ্যই আপনার গল্প শুনব । সেই পর্যন্ত ভালো থাকবেন প্রিয় অভি
৩৩| ২৫ শে মে, ২০১৪ রাত ৮:২২
প্রবাসী পাঠক বলেছেন: দ্বি-বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন মামুন ভাই।
২৫ শে মে, ২০১৪ রাত ৯:৪৫
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইজান । সব সময় পাশে পেয়েছি, পাশে চাইছি
৩৪| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:০৬
ফা হিম বলেছেন:
আমি তো প্রথমে ভাবলাম মামুন ভাইয়ের শৈশব স্মৃতি
আহারে! ছেলেটার জন্য দুঃখই লাগছে।
২৫ শে মে, ২০১৪ রাত ৯:৪৭
মামুন রশিদ বলেছেন: :#> :#>
ইনপুট গুলো জীবন থেকেই নেয়া
ভালো থাকবেন প্রিয় ব্লগার
৩৫| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:১৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: গল্পের নায়কদ্বয়ের প্রতি সমবেদনা।
২৫ শে মে, ২০১৪ রাত ৯:৪১
মামুন রশিদ বলেছেন: বড় ভাইয়ের কাছে সত্য স্বীকারে কুন্ঠা নাই,,
মাইনউদ্দিন মইনুল ভাই আর এই পোস্টের লেখক, এই দুই মিতা ই ছিলেন গল্পের সেই পিচ্চি নায়কদ্বয় । দেখেন না, মইনুল ভাইয়ের বেদনা কেমন বেড়ে গেল
৩৬| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:২৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//জুলিয়ান সিদ্দিকী বলেছেন: গল্পের নায়কদ্বয়ের প্রতি সমবেদনা।//
সববেদনা দিয়ে তো আরও বেদনা বাড়িয়ে দিলেন, সিদ্দিকী ভাই
২৫ শে মে, ২০১৪ রাত ১০:০০
মামুন রশিদ বলেছেন: মধুর বেদনা গুলো সুখ স্মৃতি হয়ে ফিরে ফিরে আসুক, রাঙিয়ে দিয়ে যাক বিষণ্ন অবসর ।
৩৭| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৪৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহাহা, দারুণ মজা পেলাম পড়ে গল্পের সেকেন্ড বয় রানা পড়েও সোহানাকে পেল না, কি শেম, কি শেম!!
বর্ষপূর্তির অভিনন্দন, প্রিয় মামুন!
২৫ শে মে, ২০১৪ রাত ১০:৫৩
মামুন রশিদ বলেছেন:
দুষ্কের কথা আপনিই বুঝলেন প্রোফেসর সাব ! আর লজ্জা দিয়েন না..
হাহাহা, ধন্যবাদ । ভালো থাকবেন
৩৮| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৫০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হাহাহাহা... কি ভাবলাম আর কি হইলো !!!!
ঐ ব্যাটাই তোর শিউলি আপাকে চিঠি লিখত, আমি জাস্ট মিডিয়া হয়ে ওগুলো পৌছে দিতাম । চিঠিতে কোন নাম থাকতো না, তাই শিউলি ভেবে নিয়েছে....
ভাল্লাগছে মামুন ভাই ।
২৫ শে মে, ২০১৪ রাত ১১:০৭
মামুন রশিদ বলেছেন: আহাহা, কি ভেবেছিলেন সেটা তো আগে শুনি,
এখন আর মিডিয়া চলে না মন্ত্রী, সবকিছু ডাইরেক্ট
ভালো থাইকেন, আমার এক্সাম চলের ।
৩৯| ২৫ শে মে, ২০১৪ রাত ১০:২৭
এস বাসার বলেছেন: ভালো লেগেছে।
২৫ শে মে, ২০১৪ রাত ১১:৪৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৪০| ২৫ শে মে, ২০১৪ রাত ১১:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
মামুন ভাই নিজস্ব কিছু সমস্যার জন্য সময় দিতে পারছিনা তেমন। আশাকরি খুব শিগ্রই নিয়মিত হবো।
২৬ শে মে, ২০১৪ সকাল ৮:১৪
মামুন রশিদ বলেছেন: সমস্যাগুলো কেটে যাক শিগ্গির । জীবন আনন্দময় হয়ে উঠুক । শুভকামনা প্রিয় শোভন
৪১| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:৩৮
তুষার মানব বলেছেন: ভালো লাগলো
২৬ শে মে, ২০১৪ সকাল ৮:২০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ তুষার মানব
৪২| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:৪৩
সাদরিল বলেছেন: গল্প কোথকের বোকামি দিয়ে গল্পটা শেষ হবে আগেই অনুমান করতে পেরেছিলাম, তারপরো পড়তে ভালো লেগেছে লেখকের সুন্দর ভাষা ভঙ্গিমার কারণে। রাজীবের কি হয়েছিলো জানতে মন চাচ্ছে।
২৬ শে মে, ২০১৪ সকাল ৮:৪২
মামুন রশিদ বলেছেন: এই যে আপনার গল্পের পরে কি হলো জানতে ইচ্ছে হচ্ছে, ঠিক এই জায়গাটাই একজন লেখকের প্রাপ্তি । সুন্দর মন্তব্যে ভালোলাগা ।
৪৩| ২৬ শে মে, ২০১৪ রাত ২:১৪
সাজিদ উল হক আবির বলেছেন: আরে মুভিকে গুল্লি মারি মামুন ভাই , আমাদের দেশীয় চিত্রপটে যে সুন্দর একটা গাঁথুনি দিয়ে গল্প দাঁড় করিয়েছেন , তা খুবই মনোলোভা।
সোহানার বাসায় গিয়ে রাজীবের ঝিঁঝিঁ ধরা পায়ে বসে থাকা, বা সেকেন্ড বয়ের চা পড়ে যাওয়া প্যান্ট আড়াল করার চেষ্টা – সবই ছিল অসাম!
রফি সাহেবের গজলের ত্রান্সলেশানে যে হিউমার দেখিয়েছেন, মানে বাচ্চারা যে ভাবে ট্রান্সলেট করে হুবহু সেই ত্রান্সলেশানে করে মন ভরিয়ে দিয়েছেন।
আর শেষের টুইস্ট টা তো একদম সেই রকম। যাও এখন ট্রেজারল্যান্ড , গুপ্তধন খোঁজো!
সামুতে আপনাকে চাই যুগযুগ ধরে। আমার মত নতুন ব্লগাররা নিয়মিত আপনার কাছ থেকে ব্লগিং –ের সরলপাঠ শিখে যাক আরও বছরের পর বছর।
২৬ শে মে, ২০১৪ সকাল ৮:৫১
মামুন রশিদ বলেছেন: আপনার পর্যবেক্ষণ অসাধারণ, ছোট ছোট ইনপুট গুলোও আপনার দৃষ্টি এড়ায় না । পাঠক এবং বিশ্লেষক হিসেবে এই যে রস আস্বাদনের ক্ষমতা, এই জায়গায় আপনি অনন্য । এবং একই সাথে এই ধরণের পাঠ একজন লেখকের জন্য সত্যিই আনন্দের ।
ভালো থাকবেন প্রিয় আবির । শুভকামনা নিরন্তর
৪৪| ২৬ শে মে, ২০১৪ সকাল ৮:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভকামনা জানাতে চলে এলাম। ভালবাসা বড়ই আজীব এক লাড্ডু ....
২৬ শে মে, ২০১৪ সকাল ৮:৫৬
মামুন রশিদ বলেছেন: আমি যে কি অবাক হয়েছি, আজকে সকালটা আমার আনন্দরাঙা সকাল । আমি জানি, "ভালোবাসা হারায় না কভু, আসে ফিরে ফিরে" ।
অনেক অনেক ভালোবাসা প্রিয় কান্ডারি
৪৫| ২৬ শে মে, ২০১৪ সকাল ৯:২০
বোকামানুষ বলেছেন: গল্প ভাল লাগছে
দ্বি-বর্ষপূর্তির শুভেচ্ছা
২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৫০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ বোকামানুষ
৪৬| ২৬ শে মে, ২০১৪ সকাল ১০:৫৪
অপ্রতীয়মান বলেছেন: চিঠি তো সত্যিকারেই "ম্যাপ অব দ্যা ট্রেজার" হয়ে গেলো। যুবক দ্বয়ের ভালোবাসা সেই লুকায়িত ট্রেজার হয়ে রইলো....।
দেরি করে দ্বিতীয় জন্মদিনের শুভেচ্ছা আর অনেক শুভ কামনা থাকলো মামুন ভাই
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:৩৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ অপ্রতীয়মান । বর্ষপূর্তি আরো দিন পনের আগে ছিল, উদযাপন করতে দেরি হয়ে গেল । ভালো থাকবেন
৪৭| ২৬ শে মে, ২০১৪ দুপুর ২:০০
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্রেমের চিঠি ভালো মানের কাগজে লিখবেন এবং অবশ্যই নীল খামে পুড়ে রাখবেন
আপনার এই উক্তিটাও আমি নীল অক্ষরে বাঁধায় রাখলাম ...
মনে থাকবে অনেকদিন ....
দ্বি বর্ষপূর্তি উপলক্ষে প্রাণ উজাড় করা ভালোলাগায় সিক্ত শুভেচ্ছা প্রিয় গল্পকার ....
ভালো থাকুন , বেঁচে থাকুন আমাদেরই মাঝে...
অনেক অনেক দিন, আরো বহুদিন....
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:৫২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মুনতাসির নাসিফ । আপনাদের ভালোবাসায় সিক্ত হবার লোভেই ব্লগে আসি । ভালো থাকবেন সব সময় । শুভকামনা ।
৪৮| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৪:০২
একজন ঘূণপোকা বলেছেন:
দুই বছর পুর্তি পোস্টে এমনে সারপ্রাইজ দিবেন, ভাবি নাই।
দুই বছর পুর্তিতে শুভেচ্ছা।
আগামী দিনগুলিতেও এমন করে মাতিয়ে রাখুন সামুকে
২৬ শে মে, ২০১৪ রাত ৯:২৬
মামুন রশিদ বলেছেন: হাহাহা, অনেক ধন্যবাদ একজন ঘূণপোকা ।
ভালো থাকবেন । শুভ কামনা
৪৯| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৩
হাসান মাহবুব বলেছেন: বেশ কয়েকদিন ধরে একটা রোমান্টিক কমেডি পড়তে ইচ্ছে করছিলো। আপনার লেখাটা পড়ে সেই ইচ্ছে পূরণ হলো। বর্ষপূর্তির শুভেচ্ছা।
২৬ শে মে, ২০১৪ রাত ৯:৫৭
মামুন রশিদ বলেছেন: প্রিয় গল্পকারের ইচ্ছে পূরণ হয়েছে দেখে ভালো লাগছে ।
ভালো থাকবেন । শুভ কামনা
৫০| ২৬ শে মে, ২০১৪ রাত ১০:১১
এহসান সাবির বলেছেন: আরে....!! সেইরকম রোমান্স......!!
দুই বছর পুর্তিতে শুভেচ্ছা।
আগামী দিনগুলিতেও পাশে পাব আশা করি।
শুভ কামনা ভাই।
২৬ শে মে, ২০১৪ রাত ১০:৩০
মামুন রশিদ বলেছেন: এইরাম চরম একটা ট্র্যাজেডি আপনার কাছে রোমান্স !!
হাহাহা, অনেক ধন্যবাদ এহসান সাবির
৫১| ২৬ শে মে, ২০১৪ রাত ১১:০৯
এহসান সাবির বলেছেন: আমার কাছে রোমান্স মানেই তো একটা ট্র্যাজেডি
২৬ শে মে, ২০১৪ রাত ১১:১৭
মামুন রশিদ বলেছেন: পেমের আরেক নাম বেদানা
৫২| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:৫০
নাভিদ কায়সার রায়ান বলেছেন: চমৎকার লাগলো মামুন ভাই। কয়দিন ধরে অফিসের যন্ত্রণায় আছি। আজকে লাঞ্চ ব্রেকে গল্পটা পড়লাম। ভালো লাগলো খুব।
২৭ শে মে, ২০১৪ দুপুর ২:৩২
মামুন রশিদ বলেছেন: ভালো লাগায় অশেষ ধন্যবাদ নাভিদ । ভালো থাকা হোক
৫৩| ২৭ শে মে, ২০১৪ রাত ৯:৫০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: দ্বিবর্ষ পূর্তিতে এক রাশ শুভেচ্ছা ও শুভ কামনা রইল।
আর আমার মনে হয় গল্পের নায়িকা ঠিকই চিঠিটি পড়্তে পেরেছিল। মেয়েরা কেমন জানি হয়, বিশেষ করে সহপাঠি প্রপোজ করতে এলে।
২৭ শে মে, ২০১৪ রাত ১১:২৫
মামুন রশিদ বলেছেন: মেয়েরা কেমন জানি হয়, বিশেষ করে সহপাঠি প্রপোজ করতে এলে।
ধারনাটা আমার কাছে নতুন । কি জানি..
হাহাহ, ভালো থাকবেন
৫৪| ২৮ শে মে, ২০১৪ রাত ১:৫৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দ্বিতীয় বর্ষপূর্তির শুভেচ্ছা, মামুন ভাই।
৩০ শে মে, ২০১৪ রাত ১১:১১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ দূর্জয়
৫৫| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১:২৮
সমুদ্র কন্যা বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা মামুন ভাই।
গল্পটা পড়ে দারুণ মজা পেলাম।
৩১ শে মে, ২০১৪ রাত ১২:০২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপু । ভালো থাকবেন
৫৬| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:২০
আরজু পনি বলেছেন:
শুধু পেপারের কোয়ালিটি না কলমের কোয়ালিটিও ভালো হওয়া চাই, নাহলে লেখা শিগগীরই লালচে হয়ে যাবে
সবমিলিয়ে দারুণ লাগলো বর্ষপুর্তির পোস্ট ।
শুভেচ্ছা রইলৈা অনেক অনেক ।।
৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩৯
মামুন রশিদ বলেছেন: লেখার উপর লেমিনেটিং করে নিতে হবে
ধন্যবাদ ধন্যবাদ ।
৫৭| ৩১ শে মে, ২০১৪ সকাল ১১:২৪
ইমিনা বলেছেন: অনেক দিন পর একটা সরল ভালোবাসার গল্প পড়লাম। ফলে মনটা ও আমার সরলতায় কেঁদে যায়। আহা, কি সুন্দর পৃথিবী
৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:৩১
মামুন রশিদ বলেছেন: আহা, কি সুন্দর পৃথিবী !
তার চেয়েও সুন্দর এই পৃথিবীর মানুষগুলো । ভালো থাকবেন ইমিনা ।
৫৮| ৩১ শে মে, ২০১৪ সকাল ১১:৫৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: ভালো লেখা মামুন ভাই।শুভকামনা
৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব । আমার ব্লগিংয়ের শুরুর সময়টাতে আপনার কাছ থেকে প্রচুর উৎসাহ উদ্দীপনা পেয়েছি । দুই বছর পূর্তিতে আপনাকে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে । ব্লগে নিয়মিত পেলে আরো ভালো লাগবে ।
শুভকামনা
৫৯| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৯
ইমিনা বলেছেন: না, পৃথিবীর মানুষগুলো ভালো না।
৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
মামুন রশিদ বলেছেন: পজিটিভ ভাবে দেখেন, তখন শুধু ভালো মানুষদের কথাই আপনার মনে আসবে ।
৬০| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৩৮
দীপান্বিতা বলেছেন: দ্বিবর্ষপূর্তিতে অনেক অভিনন্দন
০১ লা জুন, ২০১৪ রাত ১১:২০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৬১| ০১ লা জুন, ২০১৪ দুপুর ২:৫২
স্বপ্নছোঁয়া বলেছেন: চরম মজা পাইলাম ভাই। এমন কাহিনী দেখেছি আমি তবে আপনার লেখায় বেশী মজা পাইলাম। নায়ক দুইজনের পরিণতি কি দাঁড়ালো তাহলে তারা এখনো ভালো বন্ধু বলা যায়
০১ লা জুন, ২০১৪ রাত ১১:৩৭
মামুন রশিদ বলেছেন: অবশ্যই, একই নায়িকার কাছে ছ্যাক খাইলে নায়কদের মাঝে বন্ধুত্ব অবধারিত
৬২| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
বকুল০৮ বলেছেন:
কাহিনী তো নয়, ইন্টার সিটি রেলগাড়ি। একটানে গন্তব্য মানে গল্পের শেষে পৌঁছে গেলাম - গন্তব্যে পৌছলে ভালো লাগে, অথচ গল্পের শেষে এসে মন খারাপ হল- আনন্দের সময়টুকু এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল।
অনেক ভালো লাগা ভাই-
দ্বিবর্ষপূর্তিতে অনেক অভিনন্দন!
ভালো থাকুন- অনেক!
০২ রা জুন, ২০১৪ রাত ১২:০৮
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু । মন্তব্যে মজা পেয়েছি
৬৩| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৮:৫৪
রাতুল_শাহ বলেছেন: আট থেকে দশ ক্লাস উঠতে উঠতে তিন ভাগের এক ভাগ মেয়ের বিয়ে হয়ে গেছে । বাকি যারা এখনো আছে, তাদের মনে হয় কোনদিনই বিয়ে হবে না । হলে তো এত দিনে হয়ে যেত! কে এদের বিয়ে করতে আসবে
হা হা হা..........
মজা পাইলাম
০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১২
মামুন রশিদ বলেছেন:
থ্যান্কু রাতুল ভাইয়া ।
৬৪| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৮:৫৬
রাতুল_শাহ বলেছেন: যেন সামনে সাক্ষাৎ পরী!
আচ্ছা ভাই আমরা যে পরী বলে উদাহরণ দিই, সেটা তো মনের কল্পনা থেকে?
মন বিশ্বাস করে পরীরা সুন্দর হয়, পরীরা কখনও অসুন্দর হয়না এমনটা কি?
০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
মামুন রশিদ বলেছেন: কল্পনার পরীরা অবশ্যই সুন্দরী, প্রেমময়ী, কামিনী হবেন, নইলে শুধু শুধু কল্পনা করে কি লাভ
৬৫| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৯:০২
রাতুল_শাহ বলেছেন: এ যেন সাক্ষাত আমার গল্পই লিখেছেন। অধিকাংশই মিলে যাচ্ছে। পুরনো দিনে একটু ফিরে গেলাম।
শুধু আমার একারই নয় অনেকের জীবনে এই রকম একটু আধটু গল্প আছে।
অনেক ভালো লাগা রইলো।
০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:০১
মামুন রশিদ বলেছেন: সেই কথা বলেন! তলে তলে প্রেমের নস্টালজিয়ায় ভাসছিলেন!
৬৬| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:১৯
রোদেলা বলেছেন: You may forget me,
this is your fundamental right!
But for me it is difficult,
As I am drawing in Love।
লেখা ভালো লাগছে।কিন্তু কোন গজল ধরতে পারছিনা।
০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:১৭
মামুন রশিদ বলেছেন: হাহাহা, এটা কাঁচা হাতের ট্রান্সেলশন । পরেরটায় চেষ্টা করে দেখতে পারেন ।
ধন্যবাদ রোদেলা
৬৭| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন:
মামুন ভাই আপনাকেও কিন্তু বেশ অনিয়মিত দেখতে পাচ্ছি। আমার চেয়েও বেশি
০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:৪১
মামুন রশিদ বলেছেন: খেয়াল করার জন্য ধন্যবাদ শোভন । আসলে গত মাস থেকে সময় আমার নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে । কোন ভাবেই ম্যানেজ করতে পারি না । সামনে কি দিন আসছে, জানি না । দোয়া রাখবেন ভাইয়া ।
৬৮| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:২৭
রাতুল_শাহ বলেছেন: লেখক বলেছেন: কল্পনার পরীরা অবশ্যই সুন্দরী, প্রেমময়ী, কামিনী হবেন, নইলে শুধু শুধু কল্পনা করে কি লাভ
ঠিক.....
০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:০৩
মামুন রশিদ বলেছেন: হে হে
৬৯| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:২১
দৃষ্টিসীমানা বলেছেন: গল্প পড়ে অনেক হাসলাম । শুভ কামনা ।
০৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা
৭০| ০৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৯
জুন বলেছেন: ম্যরাল্টাই বেশি ভালোলাগলো ও হ্যা কাগজ এ একটু সেন্ট আর তা না থাকলে খামের ভেতর কিছু গোলাপের পাপড়ীও খ্রাপ না।
গল্প টা খুবই মজার মামুন ।
+
০৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৭
মামুন রশিদ বলেছেন: গল্প পাঠে ধন্যবাদ জুনাপ্পী । আপনার বেড়ানোর পোস্ট উপভোগ করেছি । ভালো থাকবেন ।
৭১| ১৩ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
সন্ধ্যা প্রদীপ বলেছেন: সিরিয়াসলি সিরিয়াস ধরনের মজা পেলাম-----
১৩ ই জুন, ২০১৪ রাত ৮:০৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৭২| ১৩ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২১
খাটাস বলেছেন: আরে খালি হাতে বর্ষপূর্তির পোস্টে এসে পড়লাম । :!> মানে সময় না নিয়ে আর কি
আপাতত শুভেচ্ছা জানবেন প্রিয় মামুন ভাই। পড়ে এসে পড়ে আবার অনুভুতি জানাব।
১৩ ই জুন, ২০১৪ রাত ৮:২০
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু, থ্যান্কু । ভালো থাকবেন প্রিয় খাটাস
৭৩| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:১০
আমি তুমি আমরা বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন
১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৯
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু প্রিয় ব্লগার
৭৪| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৪
আমি নিন্দুক বলেছেন: দ্বিবর্ষ পূর্তিতে একটা উরিবাবা!!
২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫১
মামুন রশিদ বলেছেন: উরিবাবা
৭৫| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
ওহ! হাসতে হাসতে ভালেই গিয়েছিলাম । দ্বিবার্ষিকী শুভেচ্ছা।
৩০ শে জুন, ২০১৪ রাত ৯:৪৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ তনিমা । ভালো থাকবেন
৭৬| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৬
মহামহোপাধ্যায় বলেছেন: দুই বছর পূর্তির শুভেচ্ছা মামুন ভাই, যদিও অনেক দেরী করে ফেললাম।
হায় রে প্রেম!! শেষ মেশ ক্যাপ্টেন লং জন সিলভারের ট্রেজার আইল্যান্ডের ম্যাপ হয়ে গেলো
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৯
মামুন রশিদ বলেছেন: : হায় রে প্রেম!! শেষ মেশ ক্যাপ্টেন লং জন সিলভারের ট্রেজার আইল্যান্ডের ম্যাপ হয়ে গেলো !!
হাহাহ, মজার কমেন্টে ভালোলাগা । ভালো থাকুন প্রিয় মহামহোপাধ্যায় ।
৭৭| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৪
রাজিব বলেছেন: প্রেমের মধুর কাহিনী সব সময়ই মধুর। আপনার প্রেম আরও মধুর হোক সে কামনা করছি।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৫
মামুন রশিদ বলেছেন: আপনার মন্তব্যটি এতদিন দৃষ্টিতে না আসায় আমি আন্তরিকভাবে দুঃখিত । ভালো থাকবেন । শুভ সকাল ।
৭৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ৯ তারিখের পরে দেখলাম আর কোন নতুন লেখা নাই আপনার। আরো লিখুন।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৮
মামুন রশিদ বলেছেন: পোস্ট রেডি আছে কয়েকটা, কিন্তু ব্লগে দেয়ার মত মুড নাই আপু । জীবন এবং এর যাপনের ক্রিয়া সবসময় আনন্দময় হয় না যে..
ভালো থাকবেন । শুভ সকাল ।
৭৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা গল্পটা পড়ে মজা পেলাম। শুভেচ্ছা।
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৪
মামুন রশিদ বলেছেন: লেইট ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৪ রাত ৯:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: 'হায় হায়! ধরো ধরো, তোমার 'ম্যাপ অব দ্য ট্রেজার আইল্যান্ড' বাতাসে উড়ে গেল..


তে অনেক +++ দ্বিবর্ষ পূর্তির শুভেচ্ছা।
আমি নিষ্পলক চোখে তাকিয়ে দেখি আমার প্রথম ভালোবাসার ছিন্নপত্র নদীর স্রোত বেয়ে এগিয়ে চলেছে নিরন্তর পথে ।
ইস.. কি কষ্ট!!!!!
মোরাল আর কাজে লাগাবে কে? সবযে মূখবইয়ে ব্যাস্ত!!!
দারুন গল্পে না সত্য কাহিনী