![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুধী দর্শকমন্ডলী, রিও'র এক নম্বর জাতীয় স্টেডিয়াম থেকে 'সামু এফএম ৯৯.৯' রেডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চৌ. জাফরুল্লা শরাফত । আজকের বিশ্বকাপ ফাইনাল ম্যাচে মোকাবেলা করবে চিরপ্রতিদ্বন্দ্বী এশিয়ার দুই ফুটবল পরাশক্তি ব্রাআআজিলল আর আর্জেন্টিনা !!
আজকের খেলায় ধারাবর্ণনায় আমার সাথে থাকবেন একদল ফুটবলবোদ্ধা অতিথি ।
আমাদের আজকের অতিথি, বাংলা বোলগিংয়ের একঝাঁক উজ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তী, ব্লগিং ফুটবলের জ্বাজল্যমান তারকা, সবার জন্য অনুকরনীয় উদাহরন, যাদের পদচারনায় বাংলা ইন্টারনেট বিশ্বে উদ্ভাসিত হয়েছে, যারা না থাকলে আজকের বিশ্বকাপ ফুটবল স্বয়ংসম্পূর্ণ হতো না, যাদের অবদান ফুটবলে বাংলাদেশের ইন্টারনেটকে নিয়ে গেছে এক অসাধারণ উচ্চতায়, যাদের আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরনীয় হয়ে থাকবে, যারা আজকের ব্লগারদের কাছে অভিভাবক, সেই সব জীবন্ত কিংবদন্তি, যারা সেই দমকা হাওয়া বাংলাদেশের ফুটবলের জন্য, তারা সেই সব বোলগার আজ আমাদের মাঝে উপস্থিত ।
মাঠে প্র-চু-র প্র-চু-র দর্শক । কিছুক্ষনের মাঝেই খেলা শুরু হবে । দুই দল প্লেয়ার মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি' বলে তাদের জাতীয় সঙ্গীত গাইবে বলে । খেলার এই অবস্থায় আমরা কথা বলছি ব্রাজিলের বডিগার্ড খ্যাত বোলগার নিমচাঁদের সংগে ।
-নিমচাঁদ, আজকের এই উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা নিয়ে আপনার অনুভূতি কি?
নিমচাঁদ- অনুভূতির কথা শুনেই মুন্নি বদনাম.. যাউজ্ঞা, কইলে কইবেন যে হাজী সাবের মুখ খারাপ! জাফরুল্লা ভাই, আপনার মত সেলিব্রেটি তারকার সাথে ধারাভাষ্য দিতে পেরে আমার ব্রাজিল সাপোর্ট আজ ধইন্যা । তবে টেনশনে পুরা গ্যালারি জুড়ে একটা গুমোট আবহাওয়া..
জা শরাফত- ধন্যবাদ নিমচাঁদ, রিও'র আজকের আবহাওয়া খুব সুন্দর । মেঘমুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ, মাঠের উপর দিয়ে গুরিগুরি বৃষ্টি বয়ে যেতে পারে ।
নিমচাঁদ- আজকের উজ্জীবিত ব্রাজিল হুগো হার্জেন্টিনাকে তাপস পাল বানিয়ে দিবে..
জা শরাফত- হ্যাঁ নিমচাঁদ, ঢাকার মাঠে তাপস পালের সেই অসাধারণ ফুটবল প্রতিভার কথা ভুলার নয় ।
নিমচাঁদ- কি কমু দুষ্কের কথা ভাই, আমার নিজের বাসায় দুই হার্জেন্টাইন সাপোর্টার! যাউজ্ঞা, রেফারি টস করতে আইবার লাগছে ।
জা শরাফত- আজকের ফাইনাল ম্যাচের রেফারি, সেই রেফারি যার কাঁধে আজকের ফাইনালের জোয়াল, সেই রেফারি এইমাত্র তার আন্ডারওয়্যার হাতে নিয়ে দুই হাত দিয়ে টস করলেন..
নিমচাঁদ- হুঁহুঁ, ম্যালফাংশন হয়া গেল জাফরুল্লা ভাই,,
জা শরাফত- গ্যালারি জুড়ে দর্শকের মাঝে বিপুল উত্তেজনা । ব্রাজিলের হলুদ পতাকায় পুরো স্টেডিয়াম সাদাকালো বর্ণ ধারণ করেছে । আজকের উত্তেজনাপূর্ণ ফাইনালে ব্রাজিল পরাজিত হলে পূর্ণ দুই পয়েন্ট অর্জন করবে । খেলার এই অবস্থায় ধারাভাষ্যে যোগ দিচ্ছেন হাসান মাহবুব ।
হাসান মাহবুব- ধন্যবাদ জাফরুল্লা ভাই । আজকের এই ঐতিহাসিক ফাইনালে চরম প্রতিদ্বন্দ্বীতার পাশাপাশি সৌন্দর্যমন্ডিত ফুটবল আশা করছি । তবে শেষমেষ দুই দলের মাঝে ব্যবধান গড়ে দিবে মেসি । মেসির দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব । ভামোস মেসি, ভামোস আর্জেন্টিনা ।
জা শরাফত- আমাদের সকলের আশা-আকাঙ্খা, কামনা-যাতনা, বাসনা-লালসা সবই কিন্তু ঘিরে আছে সেই মেসিকে ঘিরে ।
হাসান মাহবুব- রেফারি বাঁশি বাজানোর সাথে সাথে খেলা শুরু হয়ে গেল । ফ্রেড ব্যাকপাস করে বল পাঠিয়ে দিলেন দানি আলভেজের পায়ে ।
জা শরাফত- বল পায়ে ছুটে আসছেন ব্রাজিলের তারকাখচিত ডিফেন্ডার দানি আলফাজ । বল হাতে তার মত ভয়ানক বোলার আমি কিন্তু খুবই কম দেখেছি । হাসান, আজকে কিন্তু যে কোন কিছু ঘটে যেতে পারে !
হাসান মাহবুব- মাঝমাঠে তিনজন ব্রাজিলিয়ান নিজেদের মাঝে পাসিংয়ের পর বল এখন উইংয়ে দাঁড়িয়ে থাকা অস্কারের পায়ে । অস্কার দুজনকে কাটিয়ে বল মারলেন সোজা..
জা শরাফত- দৃষ্টিনন্দন মার, চোখ চেয়ে দেখার মত শট! স্কয়ার কাট করে অস্কার বল পাঠিয়ে দিলেন গোলবারের উপর দিয়ে সোজা গ্যালারিতে । খেলার এই উত্তেজনার মুহূর্তে ধারাভাষ্যে পরিবর্তন, আসছেন কাল্পনিক_ভালোবাসা..
কাল্পনিক_ভালোবাসা- ধন্যবাদ জাফরুল্লা ষাড়, আজকের দুই দলের খেলায় প্রচুর গতি । গতিময় দারুণ একটা বিশ্বকাপ ফাইনালের স্বাক্ষী হতে চলেছি আমরা । তবে গতির দৌড়ে এখন পর্যন্ত আর্জেন্টিনার প্লেয়াররাই বেশি এগিয়ে আছে, কি বলেন জাফরুল্লা ষাড়?
জা শরাফত- হ্যাঁ কাল্পনিক, আজকে দুই দল প্লেয়ারের ব্যাটেই প্রচুর রান আছে । মেসির পাস থেকে হিগুয়েনের শট! না, মাঠ চলে গেল বলের বাইরে! দুঃখিত দর্শকমন্ডলি, আমি আবেগে একটু বেশি আপ্লুত হয়ে গিয়েছিলাম । বল চলে গেল সীমানার বাইরে..
কাল্পনিক_ভালোবাসা- এই যে দুই দলের প্লেয়াররা সারা মাঠ জুড়ে অবিরাম দৌড়াচ্ছেন, তাদের এই গতির পেছনে কি আপনার মনে হয় না গরম তেহারীর ভূমিকা আছে? মানে এই তীব্র গরমে কাউকে পুরান ঢাকার গরম তেহারী খাইয়ে মাঠে নামিয়ে দিলে দৌড়ানো ছাড়া তাদের আর কোন উপায় আছে!!
জা শরাফত- মেসির দারুণ ড্রিবলিং থেকে বল এখন ম্যারাডোনার জামাই খ্যাত আগুয়েরার পায়ে । দারুন শট, সবুজ ঘাসে চুমু খেতে খেতে কিপারকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে । খেলার এই অবস্থায় আবারো ধারাভাষ্যে পরিবর্তন, আসছেন কান্ডারি অথর্ব ।
কান্ডারি অথর্ব- জাফরুল্লা ছার, মাইন্ড খাইলাম! আপনি এতোবার মেসির নাম উচ্চারণ করলেন, কিন্তু একবারও নেইমারের কথা বললেন না! আমার মনে হয় নেইমারের ইঞ্চিতে ইঞ্চিতে ফুটবল মিশে আছে । মিস ইউ নেইমার!
জা শরাফত- না না কান্ডারি অথর্ব, আমার মনে হয় নেইমারের লোমে লোমে ফুটবল মিশে আছে !
কান্ডারি অথর্ব- ছার, আপনার ধারভাষ্য শুনে মনে হয় আপনি আর্জেন্টিনার সাপোর্টাের! আপনি আমাদের দলে চলে আসেন । সৌন্দর্য্যময় ফুটবল মানেই ব্রাজিল !
জা শরাফত- ফুটবল গৌরবময় অনিশ্চয়তার খেলা । এখানে যে কেউ হারতে পারে । এইমাত্র রেফারি খেলার অর্ধ বিরতির বাঁশি বাজালেন । গোলবিহীন খুব ধীর এবং নিষ্ফলা একটা সেশন শেষ হলো । তবে বিরক্তিকর নয়, যথেষ্ট গতি আর আনন্দ ছিল..
************[এখানেইহরদম ফুটবল বিরতি]************
জা শরাফত- বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি রিও'র এক নম্বর জাতীয় স্টেডিয়ামে । আমার সাথে মাইক্রোফোন হাতে ধারাভাষ্যে আছেন আরজুপনি আর অপর্ণা মম্ময় ।
আরজুপনি- জাফরুল্লা ভাই, একটা ব্যক্তিগত প্রশ্ন করি । আপনি বিরক্ত হোন কখন ?
জা শরাফত- রাত বারোটায় যখন কেউ ফোন করে বলে কাল খেলা আছে । আরে ভাই বুঝেনিতো, একটা প্রিপারেশনের ব্যাপার আছে না কি!
অপর্ণা মম্ময়- জাফরুল্লা ভাই, একটা কথা না বলে পারছি না! আপনার উইগটা এত্তগুলা সুইট! একটু ছুঁয়ে দেখি...
জা শরাফত- দুষ্টু বালিকা, এখন দুষ্টুমির সময় নয় । কোটি কোটি দর্শক আমাদের খেলা দেখছে..
অপর্ণা মম্ময়- খেলাতো রেডিওতে অন এয়ার হচ্ছে, কেউ তো দেখছে না! আমরা আমরাই তো!!
আরজুপনি- সত্যি জাফরুল্লা ভাই, আপনার উইগটা দেখলেই বিস্ময় জাগে । যদিও জানি, ওটার নিচে যা আছে তা মোটেই সুদৃশ্য কোনকিছু নয় । আর তাছাড়া আমি আবার বল্ড হেড একটুও দেখতে পারি না..
জা শরাফত- দারুণ হেড! আলফাজ চমৎকারভাবে দুজনকে কাটিয়ে সুন্দরভাবে বারে হেড করলেন । কিন্তু না, ভুল পাস! খেলার এই উত্তেজনাকর পরিস্থিতিতে ধারাভাষ্যে আসছেন সোনাবীজ ও ধুলোবালিছাই..
সোনাবীজ- জাফরুল্লা ভাই, দ্বিতীয় অর্ধে এসে যেন মেসিকে খুঁজে পাচ্ছি না!
জা শরাফত- মেসি ভালো খেলছেন । কিন্তু আজ কেন যেন ব্যাটে বলে হচ্ছে না ।
সোনাবীজ- একটা ব্যাপার খেয়াল করেছেন, রেফারি কি আজকে ফিফার টাকা খেয়ে নেমেছে নাকি!
জা শরাফত- রেফারি কিন্তু আসলে মোটেই পক্ষপাতদুষ্ট নন, তবে এই লোকটা আসলেই ফালতু!
সোনাবীজ- ভাই, মেয়েদের আপনার কেমন লাগে? এই যে ব্রাজিলের স্যুইট স্বল্পবসনা মুক্তবক্ষা সাম্বা নৃত্যরত ললনারা, আমার ইচ্ছে হচ্ছে এখনই একটা কবিতা লিখে ফেলি...
জা শরাফত- গোলমুখে হাল্কের বাল্কি শট! কিন্তু না, বল ছুটে গেল আকাশের দিকে । এত উঁচুতে গেল যে, উপরে কোন বিমান থাকলে যাত্রীরা আহত হতে পারতেন!! খেলার উত্তেজনার শেষ মুহূর্তে আমাদের সাথে মোবাইলফোন হাতে যোগ দিচ্ছেন স্বপ্নবাজ অভি...
স্বপ্নবাজ অভি- ধন্যবাদ স্যার । ফাউউউললল... মেসিকে খুব বাজে ভাবে ফাউল করা হয়েছে । এরা কি ফুটবল খেলতে আসছে নাকি হাডুডু! এটা অন্যায় । এখনই ঐ প্লেয়ারকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হোক!
জা শরাফত- ফুটবলে এই ধরণের ফাউলে কখনো কখনো কিছু ইনজুরি হয় । কেউ কেউ মারাও গেছেন । তবে কখনোই গুরুতর কিছু ঘটে না ।
স্বপ্নবাজ অভি- খেলা শেষ পর্যন্ত মনে হয় টাইব্রেকারের দিকে যাচ্ছে । মেসিকে ফাউল না করা হলে..
জা শরাফত- গোওওওওওওওওললললললল......
স্বপ্নবাজ অভি- কে গোল দিল বুঝলামনা !
সমস্বরে সব ধারাভাষ্যকার- কোন দল গোল দিল, কে গোল খেল..
জা শরাফত- []২<>*()>>><>>>()*<>২[]
বাংলা স্পোর্টস্ফিয়ারের মোস্ট পপুলার কমেন্টেটর, আমাদের সবার প্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শরাফত ভাই, আপনি কখনোই থামবেন না যেন ! উই লাভ ইউ ভেরি মাচ !!
কৃতজ্ঞতাঃ অন্তর্জাল এবং আশরাফুল ইসলাম দূর্জয় ।
২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৮
আরজু মুন জারিন বলেছেন: আমাদের আজকের অতিথি, বাংলা বোলগিংয়ের একঝাঁক উজ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তী, ব্লগিং ফুটবলের জ্বাজল্যমান তারকা, সবার জন্য অনুকরনীয় উদাহরন, যাদের পদচারনায় বাংলা ইন্টারনেট বিশ্বে উদ্ভাসিত হয়েছে, যারা না থাকলে আজকের বিশ্বকাপ ফুটবল স্বয়ংসম্পূর্ণ হতো না, যাদের অবদান ফুটবলে বাংলাদেশের ইন্টারনেটকে নিয়ে গেছে এক অসাধারণ উচ্চতায়, যাদের আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরনীয় হয়ে থাকবে, যারা আজকের ব্লগারদের কাছে অভিভাবক, সেই সব জীবন্ত কিংবদন্তি, যারা সেই দমকা হাওয়া বাংলাদেশের ফুটবলের জন্য, তারা সেই সব বোলগার আজ আমাদের মাঝে উপস্থিত ।
ব্যাপক বিনোদন হল পোস্ট টিতে মামুন ভাই। ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:০০
মামুন রশিদ বলেছেন: হাহাহা, এটাই প্রকৃত জাফরউল্লাহ শরাফতীয় ধারভাষ্য! বিনোদন না নিয়ে আপনি পারবেন না
৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৮
দুঃখী__ বন্ধু বলেছেন: হাহাহা, ব্যপক বিনোদন। অনেক মজার হয়েছে
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:০১
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু
৪| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:৫২
সচেতনহ্যাপী বলেছেন: আমি এখনো জেগে আপনার ধারাভাষ্য স্যরি লেখা পড়ছি আর হাসছি।।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:০১
মামুন রশিদ বলেছেন: হাহাহা, অনেক ধন্যবাদ
৫| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
সেহেরীর পরে আইসা পড়তেছি.....
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:০২
মামুন রশিদ বলেছেন: হ, এখন আমি ঘুমাইতে যামু । সকালে রোড টু কক্স'স বাজার ।
৬| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৬
কেএসরথি বলেছেন: ব্যাপক বিনোদন
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:১০
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু
৭| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৭
হাতীর ডিম বলেছেন: হাহাহা চে প গে
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:১১
মামুন রশিদ বলেছেন: হাহাহা,
৮| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৩
অপু তানভীর বলেছেন:
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:২৬
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু
৯| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:৩৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হা হা হা।
মজা পেলাম,
চমৎকার পোস্টে নিজের নাম দেখাটা আনন্দের।
ধন্যবাদ, মামুন ভাই।
শুভকামনা।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:৪১
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু দূর্জয় । আপনার কপিপেস্ট পোস্ট অনেক কাজে দিয়েছে
১০| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
পোষ্টে মাইনাস ---------
ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া কোন দল নাই বুঝি?
তবে সত্যি সত্যি জাফরউল্লাহ শরাফত এই রকম কোন ম্যাচে ধারাবিবরণী দিলে এর চেয়েও বেশি মজার হতো।
সেহেরীর পরে পইড়া হাসতে হাসতে পেটে খিদা লাইগা গেছে। আজকের রোজার কোন সমস্যা হইলে ব্লগার মামুন রশিদের ব্যান চাই।
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০৫
মামুন রশিদ বলেছেন: ব্রাজিল-আর্জেনটিনা ছাড়া আর কোন দল নিয়ে লিখতে চাইলে ফাইনাল খেলা পর্যন্ত অপেক্ষা করা লাগত
আমিও আমার ব্যান চাই
১১| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ! এপিক পোষ্ট!!!!!!
জকে দুই দল প্লেয়ারের ব্যাটেই প্রচুর রান আছে । মেসির পাস থেকে হিগুয়েনের শট! না, মাঠ চলে গেল বলের বাইরে! দুঃখিত দর্শকমন্ডলি, আমি আবেগে একটু বেশি আপ্লুত হয়ে গিয়েছিলাম । বল চলে গেল সীমানার বাইরে..
ফাটফাটি হইছে! মামুন ভাই!!
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৭
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু, থ্যান্কু কাল্পনিক
১২| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: জাফুরুল্লাহ : আপনি এত মেসি মেসি করেন কেনো?
স্বপ্নবাজ অভি : আসলে দেখুন আমি ছন্দ খুজেঁ পাই মেসির পায়ে, মেসির খেলা দেখেই আমি আমার জীবনের প্রথম কবিতাটা লিখেছিলাম মেসির 5 মিনিটের যাদুতে আমাদের নিম ভাই, কান্ডারী ভাইয়ের সংসারে সুখের বন্যা হতে পারে ( ভাবীরা শিল্প বুঝে তাই আর্জেন্টিনা) এবং জাফুরুল্লা ভাই আপনি কই? গোওওওওওল!! মেসির পাসে আগুয়েরার গোল .... জাফরুল্লা কে আবিস্কার করা হলো টেবিলের নীচে
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৮
মামুন রশিদ বলেছেন: আরো কিছু আইডিয়া দেন, এক সাথে ফিট কইরা দিই
১৩| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৫:১৪
প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা ।
সার্ভার ঠিক হলে শেষ লাইনগুলো এমন হতে পারে।
গোওওওওওওওওললললললল............ কিন্তু না অল্পের জন্য বল লক্ষভ্রস্ট হয়ে চলে গেল সীমানার বাইরে।
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, থ্যান্কু ভাইজান
১৪| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৪৫
ডি মুন বলেছেন: সোনাবীজ- ভাই, মেয়েদের আপনার কেমন লাগে? এই যে ব্রাজিলের স্যুইট স্বল্পবসনা মুক্তবক্ষা সাম্বা নৃত্যরত ললনারা, আমার ইচ্ছে হচ্ছে এখনই একটা কবিতা লিখে ফেলি...
সোনাবীজ ভাইরে দিয়ে খেলার মাঠেও কবিতা লেখাইলেন।
হা হা হা
দারুণ পোস্ট ++++++
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২১
মামুন রশিদ বলেছেন: এরশাদের দিকে সূক্ষ্ণ ইংগিত করা চলবে না
১৫| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৬:১৫
মাহমুদ০০৭ বলেছেন: আপ্নারে মাইনাস !!
জাফর ভাইকে নিয়ে কোন চুদুর বুদুর চলইত ন !!
এইরাম আরো দিলে কত্ত মজা হইত
হাহাহ , ভাল থাকবেন মামুন ভাই ।
শুভকামনা রইল ।
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২১
মামুন রশিদ বলেছেন: হাহাহা, থ্যান্কু মাহমুদ
১৬| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৫৪
নস্টালজিক বলেছেন: খুব মজার পোস্ট, মামুন ভাই!
শুভেচ্ছা জানবেন।
০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা রানা ভাই
১৭| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৮:০০
লিঙ্কনহুসাইন বলেছেন: মজা পাইলাম
০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু ব্রো
১৮| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০৩
সেলিম আনোয়ার বলেছেন: যাই বলেন বিশ্বকাপ এইবার ব্রাজিলের । আহত হয়ে বাদ পড়ে নেইমার এখন মহাতারকা। নেইমার উদ্দীপনায় ব্রাজিল টিম অপ্রতিরোধ্য হয়ে ওঠবে।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৪
মামুন রশিদ বলেছেন: চৌধুরী জাফরউল্লাহ শরাফত কিন্তু মেসির ভক্ত
১৯| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মামুন ভাই কেমন আছেন? দারুণ লিখেছেন, কয়েকটা জায়গায় তো জোরে হেসে দিয়েছি। সকালবেলাই মনটা একেবারে ফ্রেশ করে দেয়ার দায়ে আপনাকে ভালবাসায় দন্ডিত করা হলো।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪২
মামুন রশিদ বলেছেন: ভালো আছি প্রিয় লিসানি ভাই । কোন কিছু লিখে আপনাদের ভালো লাগাতে পারাই আমার ব্লগিংয়ের সার্থকতা ।
ভালো থাকবেন
২০| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৯
শরৎ চৌধুরী বলেছেন: অনবদ্য, ক্রিয়েটিভ একটা পোস্ট। ++++। প্রিয়তেও যেতে হল।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০১
মামুন রশিদ বলেছেন: নিরন্তর প্রেরণার উৎস, প্রিয় শরৎ ।
পাঠ এবং মন্তব্যে ভালোলাগা+
২১| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
৬ নং ভাল লাগা দিলাম।
অন্যমনস্ক শরৎ বলেছেন: অনবদ্য, ক্রিয়েটিভ একটা পোস্ট। ++++। প্রিয়তেও যেতে হল।
সত্যি মামুন ভাই আপনার প্রশংসা করলেও কম হবে। দোয়া করি এভাবেই আরও চমৎকার সব পোস্ট দিয়ে জয় করে নেন সকলের মন।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৩
মামুন রশিদ বলেছেন: আপনাদের পাশে পাওয়া পরম আনন্দের ।
২২| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৬
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ++++++++++++ পুরো ধারাভাষ্যটা নিজে পড়লাম এবং অন্য পড়ে শুনাইলাম। ব্যা---------------ফু------------------------ক বিনুদুন......................
খুবই ভালো লাগে জাফরুল্লা শরাফতের বক্তব্য।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৯
মামুন রশিদ বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো । ভালো থাকবেন ।
২৩| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০১
I am innocent 99% বলেছেন: মজা পাইছি.....
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:০০
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু
২৪| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন মজা পেলাম ........ অনেক সুন্দর সুন্দর লেখা ।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:১২
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু আপু
২৫| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩১
ইছামতির তী্রে বলেছেন: শেষ পর্যন্ত চৌ. জাফরুল্লা শরাফত কে ধরে রেখেছেন বলেই রক্ষে! ধারাভাষ্যে সে থাকলে খেলা শোনা বা দেখা কোনটারই দরকার পরে না। চিজ একটা!
আপনার লেখা অসাধারণ হয়েছে। মন ভাল না। তবু অনেক হেসেছি। ফাইনাল রেজাল্ট না দিয়ে ভাল করেছেন। না হলে এতক্ষণ তুলকালাম কান্ড ঘটে যেত। তবে আমিও আপনার মত অল ল্যাটিন আমেরিকান ফাইনাল চাই। আরো প্রত্যাশা ফাইনালে মেসি চ্যাম্পিয়ন (আর্জেন্টিনা নয়) হোক। ওর হাতেই ২০১৪ সালের বিশ্বকাপ বেশী মানাবে।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৩
মামুন রশিদ বলেছেন: ভালো লাগায় অসংখ্য ধন্যবাদ । মন ভালো হয়ে উঠুক । ভালো থাকবেন
২৬| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার স্যাটায়ার। এই চৌঃ জাঃ শঃ লোকটির মাথার চুল আসল না নকল? লোকটির উচ্চারণ, ভাষাজ্ঞান ও ধারা বর্ণনার মতো চুলও মহা বিরক্তিকর।
ধন্যবাদ, ভাই মামুন রশিদ।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:০২
মামুন রশিদ বলেছেন: উনার চুল নিয়ে আমারও বিবমিষা লাগে । তাই উইগ নিয়ে কিছু উইট করার চেষ্টা করেছি ।
পাঠে কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় গল্পকার
২৭| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৯
মুদ্দাকির বলেছেন: অনেক কিছুই বুঝি নাই, আবার পড়তে হবে, যাইহোক কক্সবাজার মুবারাক হো !!
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন
২৮| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১০
শুঁটকি মাছ বলেছেন: হাসতে হাসতে কি পাগল হয়া যামু??????
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৮
মামুন রশিদ বলেছেন: বেশি হাসলে পা গোল হয়ে যায় নাকি! চেষ্টা করে দেখতে হয় একবার..
২৯| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০০
অঘটনঘটনপটীয়সী বলেছেন:
আমি পড়ছিলাম আর মনে মনে যেন সত্যি সত্যি শুনতে পাচ্ছিলাম চৌধুরী জাফরউল্লাহ শরাফত কথাগুলো বলছেন। ব্যাপক বিনোদন। +++
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৭
মামুন রশিদ বলেছেন: হাহাহা, বাংলা স্পোর্টস্ফিয়ার চিরকাল মনে রাখবে চৌধুরী জাফরউল্লাহ শরাফতের বিনোদন
৩০| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমাদের আজকের অতিথি, বাংলা বোলগিংয়ের একঝাঁক উজ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তী, ব্লগিং ফুটবলের জ্বাজল্যমান তারকা, সবার জন্য অনুকরনীয় উদাহরন, যাদের পদচারনায় বাংলা ইন্টারনেট বিশ্বে উদ্ভাসিত হয়েছে, যারা না থাকলে আজকের বিশ্বকাপ ফুটবল স্বয়ংসম্পূর্ণ হতো না, যাদের অবদান ফুটবলে বাংলাদেশের ইন্টারনেটকে নিয়ে গেছে এক অসাধারণ উচ্চতায়, যাদের আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরনীয় হয়ে থাকবে, যারা আজকের ব্লগারদের কাছে অভিভাবক, সেই সব জীবন্ত কিংবদন্তি, যারা সেই দমকা হাওয়া বাংলাদেশের ফুটবলের জন্য, তারা সেই সব বোলগার আজ আমাদের মাঝে উপস্থিত ।
ব্যাপক বিনুদিত হইলাম।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৯
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু
৩১| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
সুমন কর বলেছেন: ব্যাপক মজা পাইলাম।
কিন্তু শুধু সিনিয়র ব্লগারের সাক্ষাৎকার নিলেন !! খেলুম না !!
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৮
মামুন রশিদ বলেছেন: প্রিয় সুমন, আমার চোখে আপনিও কিন্তু সিনিয়রদের দলে !
ডোন্ট ওরিড ভাইয়া, দেখা হয়ে যাবে অন্য কোন স্ক্রিপ্টে
৩২| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: এইডা দেহি পিউর বিনুদুন !!!
গগনবিদারী হাসি হবে ....
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪০
মামুন রশিদ বলেছেন: সামুর অফিসের দেয়ালে সেই গগনবিদারী হাসির ইকো ধ্বনিত প্রতিধ্বনিত হবে...
৩৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৫
পাজল্ড ডক বলেছেন: সার্ভার ঠিক হলে শেষ লাইনগুলো এমনও হতে পারে:
গোওওওওওওওওওওওললল!!!---কিন্তু নাআআআআআআ !!অফসাইইড,অফসাইইইড!! ওদিকে ঐ লাল শার্ট পরিহিত হাতে হলুদ ঝান্ডা নিয়ে দাড়িয়ে থাকা সহকারি রেফারি তার হলুদ ঝান্ডা নাড়িয়ে জানিয়ে দিলেন অফসাইড সংক্রান্ত বিধি ভংগের কারনে গোল হল না
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৫
মামুন রশিদ বলেছেন: অফসাইড সংক্রান্ত বিধি ভংগের কারনে গোল হল না
এই পিন্চিং ডায়ালগ কেমনে ভুলে গেলাম
থ্যান্কু থ্যান্কু, মনে করিয়ে দেয়ার জন্য
৩৪| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
একটা সংক্ষিপ্ত রিভিউ দিচ্ছি:
//আমাদের সকলের আশা-আকাঙ্খা, কামনা-যাতনা, বাসনা-লালসা সবই কিন্তু ঘিরে আছে সেই মেসিকে ঘিরে// কথা কিন্তু মিছা না
//বল হাতে তার মত ভয়ানক বোলার আমি কিন্তু খুবই কম দেখেছি।//
//হ্যাঁ কাল্পনিক, আজকে দুই দল প্লেয়ারের ব্যাটেই প্রচুর রান আছে । // আবেগে বেশি আপ্লুত হয়েছেন..
//এত উঁচুতে গেল যে, উপরে কোন বিমান থাকলে যাত্রীরা আহত হতে পারতেন!! // জাফরুল্লাহ শরাফতের মুখে এসব অসম্ভব কিছুই না
উইগের আলোচনাটা উপভোগ করলাম দারুণ!
বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে সহব্লগারদের মনের অবস্থাটাও খেয়াল করতে হলো
ফাসকেলাস একখান পোস্ট দিয়েছেন, মামুন রশিদ ভাই...
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৯
মামুন রশিদ বলেছেন: সেইরাম রিভিউ
ব্যাপক কিউরিসিটি থেকেই উইগের আলোচনাটা রাখতে হলো..
ভালো থাকবেন প্রিয় মইনুল ভাই
৩৫| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৭
নিমচাঁদ বলেছেন: বল এখন বিখ্যাত বল্গার মামুন রশীদ ভাইয়ের হাতে ( মামুন ভাইয়ের দল কি বলে দিতে হবে ? ), হাত থেকে বলটা পায়ে নিয়েই তিনি বিদ্যুতের মতোন বল পাঠয়ে দিলেন সোজা গোলে ...................................................
গোল ল ল ল ল ল ল ল
কিন্তু না , গোল হয়নি বল দূরন্ত গতিতে শেষ্ পর্যন্ত জাল পর্যন্ত যায়নি তার আগেই গোল বারের সাথে বাড়ি, মামুন ভাইয়ের চকচকা মাথায় এসে লাগলো , সাথে সাথে মামুন রশীদ ভাই । চিক্কুর দিয়া মাঠের মধ্যে আছড়াইয়া পড়লেন , খেলা বর্তমানে বন্ধ আছে , ফিজিও এসে মামুন ভাইয়ের চকচকা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ।
প্রিয় দর্শক , খেলার এই পর্যায়ে একটা ছোট বিরতি , বিরতির পরে ফিরে এসে আমরা মামুন ভাইয়ের বর্তমান অবস্থা সম্পর্কে জানাবো ।
মামুন ভাই , এই চমৎকার লেখার সাথে এই অংশ বাদ গেলো ক্যান ?
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৬
মামুন রশিদ বলেছেন: জানি, ভালোবাসা কতটা অন্ধ হলে সব জায়গায় ভাইবন্ধুদের চেহারা ভেসে উঠে :>
জাফরউল্লাহ শরাফতের পাশে বসে কমেন্ট্রি দিতে গিয়ে অন্যরাও কিঞ্চিত ম্যালফাংশনাক্রান্ত হয়ে পড়ে, এটাও জানলাম !
নইলে, খেলার ধারাভাষ্যে আর্জেন রোবেনের জায়গায় প্রিয় নিমচাঁদ ভাই 'মামুন রশিদ' বলবে কেন??
৩৬| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৯
হারিয়ে যাওয়া ঘাসফড়িঙ বলেছেন: অস্থির
০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু
৩৭| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৩
খাটাস বলেছেন: অকপটে স্বীকার করতেই হচ্ছে, সামুর সম্পদ গুলোর মাঝে মামুন রশিদ এক অনন্য না।
অস্থির পোস্ট। পুরা গোলপোস্ট ছিঁড়া গেছে মামুন ভাই।
+++++++++++
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৫
মামুন রশিদ বলেছেন: অনেক বেশি বলেছেন ভাইজান । ভালোবাসা হিসাবে নিলাম ।
পুরা গোলপোস্ট ছিঁড়া গেছে
৩৮| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৫
হাসান মাহবুব বলেছেন: আপনার কল্যাণে জাফরুল্লা শরাফতের সাথে একলগে দুইটা কথা বলা গেলো। এ এক অনন্য অভিজ্ঞতা! সাংবাদিকদের সম্পাদকেরা খেলা কাভার করতে বিদেশে পাঠায়, তাইলে আমরা ব্লগাররা কেন জানা আপার কাছ থেকে এই সুবিধা পামু না? কিছু একটা করা দরকার।
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৬
মামুন রশিদ বলেছেন: সাংবাদিকদের সম্পাদকেরা খেলা কাভার করতে বিদেশে পাঠায়, তাইলে আমরা ব্লগাররা কেন জানা আপার কাছ থেকে এই সুবিধা পামু না?
আপনার এই যৌক্তিক দাবি ব্লগ মালেকিনের দৃষ্টিগোচরের জন্য বোল্ড সহকারে উপস্থাপিত হইল ।
শুভেচ্ছা হামা ভাই
৩৯| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৬
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
আপনি পারেনও বটে!
তবে আমি চেষ্টা করি মানুষকে কষ্ট দিয়ে কথা না বলতে...(প্রিয় মানুষ আর ব্যতিক্রম ছাড়া)।
শুভেচ্ছা রইল...।।
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৯
মামুন রশিদ বলেছেন: ভগিনি পনি, হোয়াই সো ক্র্যাজি!! ইটস অনলি ফান !!
আমি কিন্তু জানি, আপনি বল্ড হেডদের খুব পছন্দ করেন, হাহাহা
শুভকামনা ।
৪০| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪১
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা! অসাধারণ হইসে ভাই! আপনার এই পোস্ট পড়ে মনে হইতসে যে ফুটবল নিয়ে কিছু স্ট্যাটাসবল খেলা উচিত ছিল! চুপচাপ থাকা ঠিক হয় নাই!
অদ্ভূত লেখা! চৌধুরী সাহেব কে আপনি পুরোপুরি পাঠ করে ফেলেছেন!
তুমুল মজা হইসে!
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৫
মামুন রশিদ বলেছেন: জায়গামত হান্দাইয়া গেছেন
জাফরউল্লাহ শরাফতের সাথে ধারাভাষ্যে আসা ব্লগারদের নির্বাচন করা হয়েছে ফেসবুকে ফুটবল নিয়ে দেয়া স্ট্যটাসবাজির কর্মকান্ড থেকে ।
মজা দিতে ভাল্লাগতাছে কবি
৪১| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: তারপর ও হা আমিও জাফরুল্লাহ সাঁ ভাই এর ডান পাশে ছিলাম , যাউকগা ওপাশে বিকেলের ছায়া পড়েছিল তো তাই আমাকে দেখা যাচ্ছিলোনা ।।
তো ফায়নালে দেখা হবে
শুভেচ্ছা +
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৪
মামুন রশিদ বলেছেন: তাইতো বলি, মডুরা সব গেল কৈ?? আপ্নের ভয়ে মডুরা কেউ জাফরউল্লাহ শরাফতের ধারে কাছে যায়নি !
শুভেচ্ছা প্রিয় বন্ধু
৪২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২২
মাহবু১৫৪ বলেছেন:
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৯
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু ভাই
৪৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫০
পলক শাহরিয়ার বলেছেন: দুর্দান্ত....
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৭
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু
৪৪| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩২
আমি স্বর্নলতা বলেছেন:
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৫
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু
৪৫| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯
অপর্ণা মম্ময় বলেছেন: খুব উপভোগ করলাম আপনার এই ভাষ্যকার সমৃদ্ধ পোস্ট, ভাইয়ামনি
জাফুরুল্লাহ শরাফত অফকোর্স আর্জেন্টিনার সাপোর্ট করে কাণ্ডারি ভাইয়ের সাথে সহমত, নাইলে সত্যি কথা টা কেমনে মনের কথা প্লাস মুখের কথা হইয়া বাইর হইলো -- ব্রাজিলের দানি আলফাজরে আর্জেন্টাইনদের মতো ভাবে যে বল হাতে ছুইটা যাইব ?
যাই হোক ধারা ভাষ্যে রেডিও তে হইলেও একটু চান্স পাইছি , ফিলিং গুড
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৯
মামুন রশিদ বলেছেন: গুড গুড, দিদিমনি দেখি ব্রাজিলের ডাইহার্ট
৪৬| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৪
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: দারুণ!!
ভালা পাইলাম ...
শোকেসে রাইখা দেই ...
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৫
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু প্রিয় নাসিফ
৪৭| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০২
লিটল মিস সানশাইন বলেছেন: আপনি ঠিক কি ইঙ্গিত করতে চাইলেন?
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৯
মামুন রশিদ বলেছেন: বিশ্বাস করেন পিলিজ, আমি কোন দিক দিয়েই কোন ইঙ্গিতের সাথে জড়িত নই । ইঙ্গিত নামের কারো সাথে কস্মিনকালেও আমার কোন পরিচয় ছিল না..
৪৮| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৫
আমি ইহতিব বলেছেন: অনেক দিন পরে আপনার ফান পোস্ট পেলাম মামুন ভাই।
ভালো বিনোদন হয়েছে। জাফুরুল্লাহ শরাফত আসলেই একজন লিজেন্ড। সম্মান তাঁর প্রতি।
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৬
মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, সম্মান তাঁর প্রতি ।
ভালো থাকবেন আপু
৪৯| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৮
তাসজিদ বলেছেন: এপিক, পুরাই এপিক।
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫০
মামুন রশিদ বলেছেন: ম্যালা ধন্যবাদ
৫০| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৩
আপেক্ষিক বলেছেন: হাসতে হাসতে তো পেট ফাটি গেল ভাইয়া। জটিল হইসে। ওয়াহ!!! শেয়ার মারিলাম ফেইচ বুকে।
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১:১১
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু! শেয়ারের জন্য ম্যালা ধইন্যা
৫১| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৮
বোধহীন স্বপ্ন বলেছেন: এই পোস্ট শুধু পোস্ট হিসেবেই থেকে যাবে। ফাইনাল খেলবে জার্মানী আর নেদারল্যান্ড। মুহাহাহহহাহাহাহা !!!
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৮
মামুন রশিদ বলেছেন: এই জন্যি তো মুই সেমি ফাইনালের আগেই পোস্ট দিয়া দিছি
৫২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ষাঁড় জাফরউল্লাও কি আর্জেন্টিনার সাপোর্টার নাকি ?? বেছে বেছে দুই একজন বাদে সব আঈজেন্টাইন ব্লগার কাম সাপোর্টার কাম ধারাভাষ্যকাররে আমন্ত্রণ জানাইছে যে ...
১১ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩০
মামুন রশিদ বলেছেন: গুনে গুনে চারজন ডাইহার্ট সাপোর্টার থাকার পরেও এ কি কথা!!
মন্ত্রীদের সত্যভাষণ অব্যাহত থাকুক
৫৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৪
লিরিকস বলেছেন: +
১১ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপু
৫৪| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৩
পার্থ তালুকদার বলেছেন: সবাইকে মজাইলেন তাই আমিও মজা পাইলাম।
ভাল থাকবেন।
১১ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৭
মামুন রশিদ বলেছেন: হাহাহ, ধন্যবাদ পার্থ
৫৫| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৬
নিষ্কর্মা বলেছেন: বেপুক হৈসে বস ..... কেম্নে কি??
১১ ই জুলাই, ২০১৪ রাত ১:০৭
মামুন রশিদ বলেছেন: হাহাহ, বস আছেন কেমন?
৫৬| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৪
এহসান সাবির বলেছেন: চরম একখানা পোস্ট দিয়েছেন ভাই। পোস্ট পড়ে প্রান খুলে হেসেছি।
বাংলা স্পোর্টস্ফিয়ারের মোস্ট পপুলার কমেন্টেটর, আমাদের সবার প্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শরাফত ভাই, আপনি কখনোই থামবেন না যেন ! উই লাভ ইউ ভেরি মাচ !!
১১ ই জুলাই, ২০১৪ রাত ১:০৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, আসলেই তারে ভালা পাই
প্রাণ খুলে হাসির জন্য ধন্যবাদ সাবির
৫৭| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩২
বাউনডুলে শিশির! বলেছেন: মজা পেলাম
১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৫৮| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১:০৪
অদ্বিতীয়া আমি বলেছেন:
মামুন ভাইয়া সত্যি সত্যিই খুবই মজার হয়েছে ফান পোস্টটা ।
১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৮
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু অদ্বিতীয়া
৫৯| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিশ্বকাপ ইতিহাসে মনে হয় সবচেয়ে লজ্জাকর ও নিষ্ঠুর পরাজয়ের একটা রেকর্ড হতে যাচ্ছে আজ। জার্মানি-ব্রাজিলের সেমিফাইনালে ৬৮ মিনিট পর্যন্ত জার্মানি ৬-০ গোলে এগিয়ে আছে। প্রথমার্ধে মাত্র ৩০-৩৫ মিনিটে জার্মানি এই ৫টি গোল দিল ব্রাজিলকে। আমার মনে আছে, ঢাকার মাঠে সাকলায়েন মুশতাককে বেধড়ক পিটিয়ে শচীন টেন্ডুলকর সাকলায়েনের ক্যারিয়ারে ধ্বংস ডেকে এনেছিল। ব্রাজিলকে আজ উপর্যুপরি গোলবর্ষণ করে জার্মানি মনে হয় ব্রাজিল ফুটবলের অন্তিমকাল ডেকে আনলো।
ব্রাজিল-জার্মানির সেমি-ফাইনালের এই নির্মম খেলাটি দেখার সময় আপনার পোস্ট পড়ছি। এ পোস্টের রস আস্বাদন করার জন্য আমাকে আরেকবার আসতে হবে।
ব্রাজিলবাসীর কান্নায় বিশ্বের কত মানুষ আজ একাত্ম হচ্ছে তার ইয়ত্তা নেই।
১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৬
মামুন রশিদ বলেছেন: প্রিয় সোনাবীজ ভাই, মন্তব্যের উত্তর দিতে দেরি হওয়ায় লজ্জিত বোধ করছি । পুরো এক সপ্তাহের ভ্রমন শেষ করে গত রাতে বাসায় ফিরেছি । তাই ব্লগে আসার মত পর্যাপ্ত সময় হাতে ছিল না । ব্রাজিল সাপোর্টার না হয়েও এরকম হারে কষ্ট পেয়েছি । ওটা একটা দুস্বপ্নের রাত, দীর্ঘদিন ব্রাজিলকে এটা পোড়াবে ।
৬০| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৮
জানা বলেছেন:
দারুণ পোস্ট মামুন ভাই। আপনার খুবই উপভোগ্য ধারাভাষ্যে আমাদের প্রাণ প্রিয় :!> জাফরুল্লাহ সাহেবকে যথার্থ উপস্থাপণ করেছেন। আমার মনে হয় তিনি নিজেও নিজেকে এতখানি চেনেন না। চিনলে তাঁর আবেগের গতিবেগ খনিকটা সামলে নেবার সুযোগ তিনি পেতেন বটে, তবে আমরা এক অনবদ্য বিনোদন থেকে বঞ্চিত হতাম । এখানে দেখা গেল তাঁর সেই আবেগের গতিবেগ কল্পনার ভালবাসায় ভাসিয়ে নিয়েছে কোন কোন ব্লগারকেও
....।
ভাইরে, আমি নিজেও একজন আবেগ প্রবণ মানুষ। তাই আমিও স্বপ্ন দেখি পরবর্তি বিশ্বকাপে আমাদের কোন অন্তত একজন ব্লগারকে বিশ্বকাপ নিয়ে সামু কাঁপিয়ে দেবার জন্য ট্রনে তুলে দিয়ে আবেগে চোখের জল মুছছি। বলাতো যায় না, ইতি মধ্যে আমরা হয়তোবা বিশ্বের সর্বোচ্চ গতিময় ট্রেনটিও বানিয়ে ফেলবো।
অশেষ ধন্যবাদ মামুন ভাই।
১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩০
মামুন রশিদ বলেছেন: আমার মনে হয় তিনি নিজেও নিজেকে এতখানি চেনেন না। চিনলে তাঁর আবেগের গতিবেগ খনিকটা সামলে নেবার সুযোগ তিনি পেতেন বটে, তবে আমরা এক অনবদ্য বিনোদন থেকে বঞ্চিত হতাম ।
হাহাহ, আমাদের সৌভাগ্য, আবেগের গতিবেগ সামলে নেবার চেষ্টা তিনি কখনোই করেন না । নিজেও ভাসেনন, আমাদেরও ভাসানন- বিনোদনের সাগরে
এখানে দেখা গেল তাঁর সেই আবেগের গতিবেগ কল্পনার ভালবাসায় ভাসিয়ে নিয়েছে কোন কোন ব্লগারকেও ... !!
না না না, এই অংশটার সাথে মোটেই একমত হতে পারলাম না । ব্লগারদের ন্যায্য দাবীকে জাফরউল্লাহ শরাফতীয় স্টাইলে উড়িয়ে দেয়ায় কৌশলী প্রচেষ্টার বিরুদ্ধে তেব্র প্রতিবাদ জ্ঞাপন করলাম
হাহাহ, ধন্যবাদ আপু । সুন্দর মন্তব্যে ভালোলাগা
৬১| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৯
রাজিব বলেছেন: হাসতে হাসতে দম আটকে যাচ্ছিল। আমার মৃত্যু হলে আপনি দায়ী থাকতেন :ী
১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৭
মামুন রশিদ বলেছেন: ভাই, কোন কিছু হয়ে গেলে এর জন্য দায়ী থাকবেন বিসিবি হেড পাপন
৬২| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬
দুঃখ বিলাস বলেছেন:
নির্মল আনন্দ দিলেন ভাই।
+++++
১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৬৩| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মামুন ভাই, মেয়েদের আপনার কেমন লাগে? এই যে ব্রাজিলের স্যুইট স্বল্পবসনা মুক্তবক্ষা সাম্বা নৃত্যরত ললনারা, আমার ইচ্ছে হচ্ছে এখনই একটা কবিতা লিখে ফেলি...
ওগো ব্রাজিলিনি, তোমার চেরি ফুল দাও
আমার শিউলি নাও
দুজনে প্রেমে হই ঋণী।
চৌধুরী জাফরুল্লাহ শারাফত বা খোদা বক্স মৃধা- এঁদের ধারাভাষ্যগুলো সত্যিই আজকাল আমাদের ব্যাপক আনন্দ দিয়ে থাকে। কিন্তু রেডিওর যুগে তাঁরাই খেলার সময় পুরো বাংলাদেশকে গ্যালারি বানিয়ে শ্রোতাদেরকে আপ্লুত করে রাখতেন।
মজার বিষয় হলো, আমাদের দেশে ধারাভাষ্যকার বলতে কিন্তু এখনও চৌধুরী জাফরুল্লাহ শারাফত বা তাঁর সমসাময়িক কয়েকজন। শামীম আশরাফ চৌধুরী বা আতাহার আলী খান ভালো কমেন্ট্রি দিলেও জনমানুষের মনে স্থান পেয়েছেন জাফরুল্লাহরাই।
সেজন্য আপনার সুরে সুর মিলিয়ে বলতে চাইঃ বাংলা স্পোর্টস্ফিয়ারের মোস্ট পপুলার কমেন্টেটর, আমাদের সবার প্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শরাফত ভাই, আপনি কখনোই থামবেন না যেন ! উই লাভ ইউ ভেরি মাচ !!
তবে যে-কথাগুলো তাঁর নামে চাউর হয়েছে, সেগুলো যিনিই লিখুন না কেন, তিনি একটা জিনিয়াস। এগুলো যতবার পড়ি হাসতে হাসতে পেটে খিল লেগে যাওয়ার উপক্রম হয়।
আর সেই ক্রিকেটভাষ্যকে ফুটবলভাষ্যে রূপান্তরে আপনার দক্ষতা অত্যন্ত উচ্চমার্গীয়। আমি অভিভূত। সোনাবীজ জীবনে বহু ক্রিকেট কমেন্ট্রি করেছে, কিন্তু ফুটবল কমেন্ট্রিতেও তার পারঙ্গমতা দেখে আমি মুগ্ধ হলাম। শুভেচ্ছা সোনাবীজকে।
ধন্যবাদ মামুন ভাই
১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৩
মামুন রশিদ বলেছেন: ওগো ব্রাজিলিনি, তোমার চেরি ফুল দাও
আমার শিউলি নাও
দুজনে প্রেমে হই ঋণী।
হাহাহ, অসাধারণ! সত্যি যদি কোন ব্রাজিলিয়ান ললনা এই গান শোনে, সাত সমুদ্র তের নদী পেরিয়ে ছুটে এসে.. কি যে হবে আল্লাহ মালুম
সোনাবীজ জীবনে বহু ক্রিকেট কমেন্ট্রি করেছে, কিন্তু ফুটবল কমেন্ট্রিতেও তার পারঙ্গমতা দেখে আমি মুগ্ধ হলাম। শুভেচ্ছা সোনাবীজকে।
শুভেচ্ছা! শুভেচ্ছা !!
৬৪| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৯
জেরিফ বলেছেন: নিম চাঁদ দাকে আরো কিছু সময় বলতে দেওয়া উচিত ছিলো
সেইরাম বিনোদন । অনেক ভালো লাগলো মামুন ভাই
১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৪
মামুন রশিদ বলেছেন: আমি তো দিতেই চাইছিলাম । কিন্তু ম্যালফাংশনে পইড়া শরাফত ভাই ধারাভাষ্যকার চেঞ্জ কৈরা দিলো
৬৫| ১১ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৫
আরজু মুন জারিন বলেছেন: আমার কম্পিউটার এ পিকিউলিয়ার প্রবলেম। কোন কমেন্টস শো হচ্ছেনা। আমি কি কমেন্টস করেছি নাকি তাও বুঝতে পারছিনা। যাই হোক দ্বিতীয়বার সম্ভবত শুভেচ্ছা জানিয়ে গেলাম। ভাল থাকবেন।
১২ ই জুলাই, ২০১৪ রাত ১:০১
মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, আপনি কমেন্ট করেছেন এবং আমরা তা দেখতে পাচ্ছি ।
আপনার কম্পিউটারের ব্রাউজার চেঞ্জ করে দেখতে পারেন ।
শীঘ্রই এই যন্ত্রনা থেকে মুক্তি পান । শুভকামনা ।
৬৬| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৩
ইখতামিন বলেছেন:
দুর্বল খেলে ভাগ্যের জোরে বারবার পার পেলেও জার্মানির কাছে আর শেষ রক্ষা হলো ব্রাজিলের.. যদিও কষ্ট পেয়েছিলাম খুব, কিন্তু এই হারের দরকার ছিলো। ওদের একটা শিক্ষা হয়েছে
১২ ই জুলাই, ২০১৪ রাত ১:২৮
মামুন রশিদ বলেছেন: আসলেই ওদের একটা চরম শিক্ষার দরকার ছিলো । শুধু ইতিহাস, ঐতিহ্য আর অন্ধ অনুকরণ দিয়ে বিশ্বকাপ জেতা যায় না । ব্রাজিলকে তার স্বকীয় ফুটবল সৌন্দর্যের ধারায় ফিরে যাওয়া উচিত ।
সুন্দর মন্তব্যে ভালোলাগা ইখতামিন । কেমন আছেন?
৬৭| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৪
জুন বলেছেন: কি জানি নাম ! কি জানি ও ও সুয়ারেজ হ্যা হ্যা সুয়ারেজ বিপক্ষ দলের ডি বক্সের ভেতর ঢুকে পরেছে দু জন খেলোয়ারকে পাস কাটিয়ে। ডান পায়ে বল নিয়ে জোওওরে কিক করলেন..। না হোলও না ঠিকমত শ্যুট করতে পারে নি, বল বার পোষ্টের উপর দিয়ে সোজা মাঠের বাইরে
+
১২ ই জুলাই, ২০১৪ রাত ১:৫০
মামুন রশিদ বলেছেন: সুয়ারেজ আপ্নার পিছু ছাড়ছে না জুনাপ্পী, ঘটনাটা কি??
হাহাহ, চৌধুরী জাফরউল্লাহ শরাফতের পাশে বসার, পাশে বসে ধারাভাষ্য দেয়ার উপযুক্ত একজনকে ব্লগে পেয়ে ভালো লাগল
৬৮| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৫
জুন বলেছেন: আই লাইক শরাবত, সো তার পেছনে লাইগো না মামুন
১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৮
মামুন রশিদ বলেছেন: সে তো উপ্রের কমেন্ট দেখেই বুঝা যাচ্ছে
৬৯| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৯
ইমিনা বলেছেন: হাহাহা ...
এতো মজার পোস্ট? হাসতে হাসতে আমি নাই ...
হাহাহা ...
১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫২
মামুন রশিদ বলেছেন: হাহাহ, আপনি থাকেন ইমিনা
৭০| ১২ ই জুলাই, ২০১৪ রাত ২:০০
অপ্রতীয়মান বলেছেন:
হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি অবস্থা একদম
চৌধুরী জাফর-উল্লাহ শরাফত ভাই শুনলে নিজের চোখ আর মুখকেই অবিশ্বাস করবেন নিশ্চিত করে বলছি।
পাওনা হিসেবে +++++ দিয়ে গেলাম কিন্তু
১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৭
মামুন রশিদ বলেছেন: হাহাহ, থ্যান্কু
৭১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৯
মোঃ ইসহাক খান বলেছেন: সরস লেখায় শুভেচ্ছা রইলো।
১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ পাঠক
৭২| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ২:১৮
আহসানের ব্লগ বলেছেন: +
১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৩
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু
৭৩| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: আর্জেন্টিনা আছে, ব্রাজিল নাই
১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২২
মামুন রশিদ বলেছেন: হাহাহা, এইজন্য সেমিফাইনালের আগেই কল্পিত ফাইনাল হয়ে গেছে
৭৪| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: নিমচাঁদ- আজকের উজ্জীবিত ব্রাজিল হুগো হার্জেন্টিনাকে তাপস পাল বানিয়ে দিবে.
হা হা হাহা
পুরো পুষ্টটা পড়ে ব্যাপুক হাসিক্রান্ত হলুম
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০১
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ তনিমা
৭৫| ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
ঢাকাবাসী বলেছেন: পড়ছিলুম আর হাসছিলুম, ব্যাপক বিনোদন। হাসির বড্ড অভাব এদেশে!
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী
৭৬| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৮
নিয়েল হিমু বলেছেন: অনেক দিন পরে মামুন ভাই এক অন্যরকম মজা পেলাম
২০ শে জুলাই, ২০১৪ রাত ১:১০
মামুন রশিদ বলেছেন: হাহাহ, ধন্যবাদ নিয়েল ভাইয়া
এক শহরে থেকেও অনেকদিন দেখা হয় না । নাশতেক প্রফেসরের বাসায় ইফতারের দাওয়াতে দেখা হচ্ছে নিশ্চয়ই
৭৭| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৬
টুম্পা মনি বলেছেন: হেহেহেহেহেহে
মামুন ভাইয়া কেমন আছেন?
২০ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৭
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু
ভালো আছি আপু ।
৭৮| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১:১০
প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহাহা!
দারুণ মজা পেলাম!
২১ শে জুলাই, ২০১৪ রাত ১:৫২
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু প্রিয় প্রোফেসর সাহেব
৭৯| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৯:২১
ডট কম ০০৯ বলেছেন: গোল দিল কে? বইলা যান শরাফত ভাই।
২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৫
মামুন রশিদ বলেছেন: হাহাহা,
৮০| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪০
বৃশ্চিক রাজ বলেছেন: জাফর ব্রো কিন্তু ওয়াটার পোলো খেলার ধারা ভাষ্য দেয়ার জন্য বিখ্যাত।
১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৮
মামুন রশিদ বলেছেন: খাইছেরে.. ললনাদের ওয়াটার পোলো না তো !!
৮১| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৬
ইলি বিডি বলেছেন: ব্যাপক বিনোদন, নির্মল আনন্দ দিলেন ভাই।
১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
মামুন রশিদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
৮২| ২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
সফদার কবিরাজ বলেছেন: হা হা হা, অসাধারণ লিখেছেন
২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৮৩| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮
দুরন্ত পলাশ বলেছেন: পোষ্ট টা পড়ে খুবই ভাল লাগল !
১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ পলাশ
৮৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
তানজীব তন্ময় বলেছেন: মাঠ চলে গেল বলের বাইরে!
............লেখাটা পড়ে ভীষণ মজা পেয়েছি । পুরো লেখার প্রতিটা লাইনেই টান টান উত্তেজনার মত 'টান টান হাসি' পেয়েছে ।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৪
মামুন রশিদ বলেছেন: সারা রাত জেগে পোস্ট লিখে যখন ব্লগে দিলাম, অনলাইনে মাত্র ৩২ জন ব্লগার