![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-- ধুস্ শালা!
প্রচন্ড বিরক্ত জিসান তার বেন্ড করা লম্বা চুলের ভিতর থেকে সান-গ্লাসটা খুলে টি-শার্টের কোনা দিয়ে মুছতে থাকে । টি-শার্ট কিঞ্চিত উপরে উঠায় তার সদ্য গজানো ভূড়িটা থলথল করে দুলছে । আর পেছনে জিন্সের প্যান্ট কোমড় ছাড়িয়ে আরো ইঞ্চি কয়েক নেমে গুহ্যদ্বারের মুখে আটকে আছে । ভাগ্যিস আন্ডারওয়্যার প্যান্ট কে অনুসরণ করেনি, কোমড়ের সাথে লেপ্টে থেকে গুহ্যদ্বারের আব্রু রক্ষা করে চলেছে ।
সান-গ্লাস পরিষ্কার করে জিসান মাথায় বেন্ড করা চুলের ভিতর আবার গুজে দেয় । ভরদুপুরে অস্থির পায়চারি করতে করতে রাস্তার দিকে ইতিউতি তাকায় । ঠাসা ডাসা মালের খোঁজে এদিকে আসার পর তার স্টাইলিস্ট পালসার বাইকের পেছনের চাকা হঠাৎ পাংচার হয়েছে । সাগরেদ জইস্যা সাথেই ছিল, সে ধাক্কাতে ধাক্কাতে ভারী বাইকটাকে নিয়ে গেছে পাংচার সাড়িয়ে আনার জন্য । প্রায় ঘন্টা খানেক হয়ে গেল, তার ফেরার কোন নাম-গন্ধ নেই ।
অস্থিরতার আরও একটা কারণ আছে । আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ । ঈদের আগের দিন রাস্তাঘাটে খাসা ডাসা সব মাল মিছিল দিয়ে বেরুবার কথা । অথচ ঘন্টাখানেক রাস্তায় দাঁড়িয়ে থেকেও তেমন কোন পিসের দেখা মিলল না । রাস্তায় পড়ে থাকা আধলা ইটের উপর আক্রোশ মেটানো কিক দিয়ে সে চলল পাশের টং দোকানের দিকে । দোকানের সামনের দিকটা কালো পর্দায় মোড়ানো । রোজার মাসে পর্দার ভিতরে বসে খাওয়া-দাওয়া করার নিয়ম । চায়ের অর্ডার দিয়ে জিসান একটা বেঞ্চু ধরালো । ছোট জায়গায় অনেক মানুষের এক সাথে ধুমপান, নিকোটিনের তীব্র ধোঁয়ায় চোখটা খুব জ্বলছে ।
দ্রুত চা-সিগ্রেট খেয়ে টং থেকে বের হবার পর দুপুরের তীব্র সূর্যালোকে জিসানের চোখ ঝলসে উঠে । কিন্তু অত্যুজ্জ্বল এই সূর্যকিরণ জহুরীর চোখে বাঁধা হয়ে দাঁড়াতে পারে নি । চোখের সামনে হাত দিয়ে রোদ ঢেকে জিসান সূর্যালোকের চেয়েও উজ্জ্বল কিছু দেখতে পায় । জিসান চোখ বড় বড় করে বিস্ফোরিত নয়নে দেখতে থাকে তার থেকে সামান্য দূরে রাস্তায় একটা খাসা মাল ! এই মাত্র মালডা রিক্সায় উঠলো । উজ্জ্বল হলুদ রঙের পায়ের পাতা দুটো রিক্সার পাটাতনে ছন্দ তুলে দুলছে । নিটোল পায়ের ছন্দে জিসানের লকলকে জিভে জল এসে যায় । রিক্সাওয়ালা রিক্সার হুড টেনে দেয় । হুডের এক পাশ কোমল করে ধরে আছে মায়াবী হাতের সুন্দর লতানো সেক্সি আঙুল । আর হুডের ফাঁক দিয়ে জিসান দেখতে পায় বাতাসে দোল খাওয়া উড়ন্ত চুলের ফাঁকে দুধে আলতা কামিনী যৌবন।
জিসান দ্রুত হেটে রিক্সার কাছে পৌছুতে চেষ্টা করে । কিন্তু ততক্ষনে রিক্সা চলতে শুরু করে বেশ সামনে চলে যায় । রিক্সার পেছনের পর্দা সড়ে গিয়ে কেবল উড়তে থাকে এলোমেলো বন্য কেশরাজি । নিজের উপর আক্রোশে এক হাত দিয়ে ঘুষি চালায় আরেক হাতের তালুতে । দিনের সেরা জিনিসটা একটুর জন্য হাতছাড়া হয়ে যাওয়ায় তার মুখ থেকে বেরিয়ে আসে তীব্র আক্ষেপ- শীট...
ঠিক এই সময়ে পিঁপ পিঁপ বাজিয়ে একটা বাইক জিসানের গায়ের উপর উঠতে উঠতে শেষ মূহুর্তে ব্রেক কষে । হার্ড ব্রেকের শব্দে ঘুরে দাঁড়িয়ে জইস্যা কে দেখতে পেয়ে খিস্তি ঝাড়ে,
-বাইনচোত, এত দেরি করলি ক্যা ? বাইক লইয়া কৈ গেছিলি ?
জইস্যা বাইক থেকে নেমে মিনমিন করে বলে,
-দুইটা লিক খাটানোর পরেও চাক্কায় বাতাস থাকে না । পরে ম্যালা খুইজ্জা আরেকটা ছুপা লিক পাইছে । বিশ্বাস না হয় যিসু মাম্মা, মেকানিক্স রে জিগায়েন ।
-হইছে, এত্ত কথা শুনার টাইম নাই । খাসা মালডা বুঝি মিস হইয়া যায় ! এখন পিছে উঠ, আওগাইয়া দেখি পাই কি না !!
জিসান তখনই বাইক স্টার্ট দেয় । পালসার সিংহের মত গর্জন করতে করতে ছুটতে থাকে । কিছুদুর যাবার পর জিসান চিৎকার দিয়ে উঠে,
-অই জইস্যা, সামনের রিক্সায় মালডা বসা!
-যিসু মাম্মা, আমি আছি! নো টেনছন!!
জইস্যা হেড়ে গলায় গান ধরে, "তেড়ি মেরি মেরি তেড়ি প্রেম কাহানী হে মুশকিল.. "
জইস্যার কর্কশ গলার গানের সাথে বাইকের বিকট পিঁপ পিঁপ আওয়াজে সামনের রিক্সা বাঁয়ে সরতে থাকে । রিক্সার ডান পাশে চেপে এসে জিসান বলে, "হাই ডার্লিং, কুলফি খাবা!!" তার পর রিক্সাটাকে দ্রুত ওভারটেক করে । জইস্যা তখনো বাইকের পেছনে হাত-পা ছুড়ে গেয়ে যাচ্ছে, "তেড়ি মেরি মেরি তেড়ি প্রেম কাহানী.. "
আর কিছুক্ষন যাওয়ার পর একটা মোড়ের আগে বাইক থামায় জিসান । দুজনে সেই রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে..
-মালডা কেমুন দেখলিরে জইস্যা ?
-যিসু মাম্মা,চরম! হেভ্ভী জিনিস!! মালের ঘাড়-গলার রঙ যেন দুধে আলতা । মাগার বুকের সাইজটা মাপতে পারলাম না মাম্মা ।
-চুপ কর বাইনচোত! উস্তাদের মাল লইয়া খারাপ কথা কবি না ।
-মাম্মা! খারাপ কথা কমু না!! কি কউ মাম্মা.. হাঃহাঃহাঃ
এবার দুজনেই ইঙ্গিতপূর্ণ হাসিতে ফেটে পড়ে । এই সময় রাস্তার উল্টো দিকে রিক্সাটা থামে । জিসান-জইস্যা দুজনে একে অপরকে চোখ টিপি দেয় । তারা বাইক থেকে নেমে রাস্তা পার হয়ে রিক্সার দিকে এগুতে থাকে । রিক্সার যাত্রী সীটে বসে পার্টস থেকে ভাংতি টাকা বের করে ভাড়া মিটিয়ে দেয় । জিসান রিক্সার পাশে গিয়ে জইস্যার কাঁধে হাত রেখে সান-গ্লাস চোখ থেকে সরিয়ে কপালের উপর রাখে । তাদের কর্মকান্ড দেখে রিক্সাওয়ালা অবাক চোখে তাকিয়ে থাকে । জিসান ভাব নিয়ে বলে,
-নাইম্যা আসেন ম্যাম, নাকি কোলে কইরা নামাইতে হইব !!
রিক্সা যাত্রীর উজ্জ্বল হলুদ রঙের কোমল পা দুটো রিক্সার পাটাতন থেকে ধীরে ধীরে মাটিতে নেমে আসে । সেই সাথে নূরানী দেহ খানি সন্তর্পনে রিক্সা থেকে নামিয়ে এনে কৌতুহলী চোখে দুজনের দিকে তাকায় । অত:পর কোমল মোলায়েম মিহিস্বরে সালাম জানায়,
-আসসালামুয়ালাইকুম । জনাব, আপনাদের কী খেদমতে আসতে পারি ??
জিসান-জইস্যা পরষ্পরের দিকে হা করে তাকিয়ে চোখ কপালে তুলে । কিন্তু তাদের কারো মুখ থেকে কোন কথা বের হয় না । কিংকর্তব্যবিমূঢ় দুই আগুন্তকের কাছ থেকে সালামের জবাব পাবার আশা ত্যাগ করে রিক্সাযাত্রী দ্রুত স্থানত্যাগ করে । রিক্সাওয়ালাও নিজের পথে চলতে শুরু করে । অবশেষে জইস্যার কথায় অসহ্য নীরবতা ভাঙ্গে,
-যিসু মাম্মা, এইডা কি হইল মাম্মা!! এইডা তো জোব্বা পড়া হুজুর!!
জিসান ঠাস করে একটা চড় বসিয়ে দেয় জইস্যার গালে,
-বাইনচোত! তোরে না ভাল কইরা খেয়াল করতে কইলাম!
-(চড় খেয়ে গাল ঘষতে ঘষতে) মাম্মা, তুমিই না কইলা মালডা খাসা!!
-হাত-পা-চুল আর গায়ের নরম চামড়া দেইখাতো মালই ভাবছিলাম!!
জিসান আবার জইস্যার দিকে কড়া চোখে তাকিয়ে বলে,
-তোর তো আবার পেট পাতলা স্বভাব । মহল্লার বেবাকরে তুই এই গল্প কইরা বেড়াইবি!
জইস্যা অপরাধীর মত চুপ করে থাকে । জিসান মাথাটা নিচু করে হনহন করে হেটে বাইকের দিকে এগিয়ে যায় । সেলফে স্টার্ট দিতেই জইস্যা এক লাফে বাইকের পেছনে চড়ে বসে । পিকআপ বাড়ানোর সাথে সাথে বাইক ভোঁ করে গর্জে উঠে । জিসান আপন মনে শ্রাগ করে, 'শালার, রাম ধরা...'
***************************সমাপ্ত****************************
গল্পটি ব্লগে 'হাসি-কান্নার এক জোড়া ঈদ গল্প' নামক পোস্টে পূর্বে প্রকাশিত হয়েছিল ।
২| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫২
লেখোয়াড় বলেছেন:
ধর শালা!! ধরেররররররর রেররর, শালা ঈভ টিজার।
ঈদ মোবারক।
২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৩
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা কবি ।
৩| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০৩
সুমন কর বলেছেন: ঈদ উপলক্ষে মজার একটি গল্প পেলাম। কিছু নোংরা শব্দ ব্যবহার করা হয়েছে, তবে তা গল্পের পটভূমি অনুসারে। এসব ঈভ টিজারের জ্বালায় পথে মা-বোন নিয়ে চলা আসলেই কষ্টকর।
মামুন ভাই, এবারের ঈদে আমাদের ফাঁকি দিলেন।
নতুন গল্প নাই।
আগে যারা পড়েনি তাদের জন্য ভালই হযেছে।
অগ্রীম ঈদ মোবারক।
২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৪
মামুন রশিদ বলেছেন: ভাইয়া, ল্যাপ্পীর মাদারবোর্ড চলে গেছে । আনকমন মডেল হওয়ায় আইডিবি ছাড়া আর কোথাও পাওয়ার সম্ভাবনা নাই । যন্ত্রপাতি ঠিক না হলে নতুন পোস্ট দেয়া সমস্যা হয়ে যাবে । তবু ঈদে ব্লগে সবার সাথে থাকার জন্য পুরনো গল্প পেস্ট করে দিয়েছি ।
ভালো থাকুন । ঈদ শুভেচ্ছা ।
৪| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৩
রাবেয়া রব্বানি বলেছেন:
।রম্যটা ভালোই হল
২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ রাবেয়া । ঈদের শুভেচ্ছা ।
৫| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৯
অপূর্ণ রায়হান বলেছেন: গপ্প অনেক মজার হইসে ভ্রাতা
পিলাচ লন
কেমন ছিলেন ?
২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৬
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু ভ্রাতা, ভালো আছি । আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে
৬| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪১
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: হা হা ... এভাবে ধরা খাইয়ে দিলেন !!! অবশ্য এরা ধরা খেয়ে অভ্যস্ত । কুকুরের লেজও সোজা হবার চান্স আছে কিন্তু এদের স্বভাব বাঁকাই থাকে । কখনো সেটা এতোটাই নোংরা হয়ে যায় যে ভিকটিমকে সুইসাইড করতে হয় ।
সমাজের সকল মানুষ পরিশুদ্ধ হোক । ঈদ মোবারক ।
২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৬
মামুন রশিদ বলেছেন: সুন্দর বলেছেন পার্সিয়াস রিবর্ণ ।
ভালো থাকবেন । ঈদ শুভেচ্ছা
৭| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৪
মুদ্দাকির বলেছেন:
ঈদ মুবারাক
২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৩
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা । ভালো থাকবেন
৮| ২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২১
নাভিদ কায়সার রায়ান বলেছেন: হে হে। মজা পাইছি।
২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৬
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু নাভিদ
৯| ২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
না পারভীন বলেছেন: মামুন ভাই ইভ টিজার এর গল্প আগ্রহ নিয়ে পড়লাম
মাদার বোর্ড এর জন্য দু:খিত।
ঈদ মুবারক
২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০২
মামুন রশিদ বলেছেন: ঈদ মোবারক নার্গিস আপু
১০| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ৮:০১
দুঃখ বিলাস বলেছেন: এদের কিছু বলাও যায় না, সবাই নেতা।
ভালো লাগল।
২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ দুঃখ বিলাস ।
১১| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৬
মোঃ ইসহাক খান বলেছেন: পড়লাম।
নারীরা নিরাপদে থাকুন, এই আশা করি।
২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক ।
১২| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪২
এহসান সাবির বলেছেন: 'শালার, রাম ধরা...'
২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৬
মামুন রশিদ বলেছেন: গল্পে তো আর মাইর দিতে পারুম না, একটা নূরানী হুজুর ধরাইয়া দিলাম
১৩| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৯
সাজিদ উল হক আবির বলেছেন: ইভটিজারেরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসুক সর্বত্র।
কিন্তু যে লাইনটা পড়ে হাসতে হাসতে গড়াগড়ি খেলাম তা হল- তেড়ি বেড়ি প্রেম থুক্কু তেড়ি মেরি প্রেম কাহানি গানের অসাধারণ ব্যাবহার!
নূতন, এক্সপিরিমেন্তাল কিছু কাজ আশা করছি, প্রিয় মামুন ভাই। ঈদের অগ্রিম শুভেচ্ছা।
২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩২
মামুন রশিদ বলেছেন: ইভটিজারেরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসুক সর্বত্র।
চেষ্টা করে যাচ্ছি । ভালো থাকবেন আবির ।
ঈদ শুভেচ্ছা
১৪| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৪
প্রবাসী পাঠক বলেছেন: মামুন ভাই আপনার ল্যাপ্পির দ্রুত সুস্থতা কামনা করছি। গেট ওয়েল সুন মামুন ভাইয়ার ল্যাপটপ।
২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪০
মামুন রশিদ বলেছেন: হুম, এই ঈদটা মনে হয় নেট বিহীন থাকতে হবে ।
ঈদের আগাম শুভেচ্ছা প্রিয় প্রবাসী পাঠক
১৫| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: তাই বলে এভাবে ...
২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪১
মামুন রশিদ বলেছেন: হাহাহা
১৬| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৯
আরজু মুন জারিন বলেছেন: আপনি লিখেন ভাল ।লেখায় শুভেচ্ছা জানিয়ে যাই। ইভ টিজার দের নিয়ে লেখা তো। কিছু শব্দ আছে অস্বস্তিকর। ...তাই বিস্তারিত মন্তব্যে গেলামনা। ..
সুন্দর লেখার জন্য ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক। ভাল থাকবেন।
২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৫
মামুন রশিদ বলেছেন: দুয়েকটা শব্দের জন্য আমিও অস্বস্তিতে আছি । পরিস্থিতি বিবেচনায় ব্যবহার করতে হয়েছে । তবু দুঃখ প্রকাশ করে নিচ্ছি ।
ভালো থাকুন আরজু মুন জারিন । ঈদের শুভেচ্ছা
১৭| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩১
পার্থ তালুকদার বলেছেন: আর হুডের ফাঁক দিয়ে জিসান দেখতে পায় বাতাসে দোল খাওয়া উড়ন্ত চুলের ফাঁকে দুধে আলতা কামিনী যৌবন।...... অসাধারণ লিখেছেন মামুন ভাই। অনেক দিন পর লিখলেন মনেহয় !!
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৯
মামুন রশিদ বলেছেন: এটা গত বছরে লেখা গল্প । ভালো থাকবেন পার্থ । শুভেচ্ছা
১৮| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৩:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই ল্যাপ্পি কি এখন ঠিক হয়েছে ?
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৬
মামুন রশিদ বলেছেন: নাহ, ঈদের পর ঢাকায় পাঠাব ।
১৯| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৩:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা! সুন্দর! তবে মামুন ভাই রম্যের খিদে কিন্তু মিটে নাই।
আমি আর নাতালিয়া মিলে আজকে মামুনভভস্কির কথা ভাবছিলাম। নাটকের কি আর দ্বিতীয় কোন পার্ট হবে না!!
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩০
মামুন রশিদ বলেছেন: কাল্পনিক ভস্কাভস্কির 'এক যে ছিল রাশানকন্যা' হওয়ার কথা ছিল, কিন্তু কন্যারইতো কুনু খবর নাই
২০| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪৬
ডি মুন বলেছেন: সাজিদ উল হক আবির
বলেছেন:
ইভটিজারেরা দৃষ্টান্তমূলক
শাস্তির আওতায় আসুক
সর্বত্র।
এটাই কামনা।
গল্পে ভালোলাগা। ঈদের শুভেচ্ছা রইলো।
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩২
মামুন রশিদ বলেছেন: ইভটিজারেরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসুক সর্বত্র ।
থ্যান্কিউ দি মুন । ঈদের শুভেচ্ছা
২১| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৭:২০
ঢাকাবাসী বলেছেন: সবাই কি জোব্বা পড়া শুরু করবে, তাহলে টিজারদের কি হবে?
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী । আগাম ঈদ মোবারক
২২| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৮:১৪
সাফকাত আজিজ বলেছেন: ভালো একটা টেকনিক জানলাম, টিজিং করতে গিয়ে আমি যাতে ধরা না খাই
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৫
মামুন রশিদ বলেছেন: কন কি !!
২৩| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৮:১৫
সাফকাত আজিজ বলেছেন: ঈদ মুবারক.....
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৬
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ঈদ মোবারক
২৪| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিছু শব্দের ব্যবহার ইদানিং অনেক লেখকের মধ্যে পাচ্ছি। সম্ভবত কোন এক জাতীয় পত্রিকায় ও 'মাল' ব্যবহৃত এক রম্য পড়ছি। লেখকের স্বাধীনতা থাকে। আর সমসাময়িক সমাজ কথন গুলো অবশ্যই এসব উপস্থাপনের দাবি রাখে। তবুও মনে হয়, সাহিত্যে স্থান শব্দগুলোকে সার্টিফায়েড করে দিচ্ছে। হয়তো না!
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯
মামুন রশিদ বলেছেন: আশন্কার সাথে সহমত পোষণ করি । এ ব্যাপারে বিস্তারিত কিছু লিখার ইচ্ছে আছে ।
ভালো থাকবেন দূর্জয় । ঈদের শুভেচ্ছা
২৫| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।
ধন্যবাদ, মামুন রশিদ ভাই। আমার পিসিও ঝামেলা শুরু করেছে।
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় আবুহেনা ভাই । ঝামেলা মুক্ত সুন্দর ঈদ উদযাপন কামনা করি । শুভেচ্ছা
২৬| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৯
মৃদুল শ্রাবন বলেছেন: রাস্তা ঘাটের নিত্য ঘটনার চিত্রটা রম্যে ভালোই ফুটিয়ে তুলেছেন।
ঈদের আগের দিন রাস্তাঘাটে খাসা ডাসা সব মাল মিছিল দিয়ে বেরুবার কথা
টিজারদের জন্য এই সব উৎসবের দিনগুলি বেশ রসিয়ে উপভোগের। ঈদের আগে মার্কেটে এই সব টিজাররা মেয়ে দেখা, ভিড়ের মধ্যে অচেনা কোন মেয়েকে একটু ছুয়ে দেয়ায় ব্যস্ত থাকে।
এদের আসলেই শাস্তি হওয়া উচিত।
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৩
মামুন রশিদ বলেছেন: এদের আসলেই শাস্তি হওয়া উচিত।
ধন্যবাদ মৃদুল শ্রাবন । এবারের ঈদ জাহাজে না বাড়িতে করবেন? আগাম ঈদের শুভেচ্ছা
২৭| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৬
লিরিকস বলেছেন: ভাইয়া মাঝে মাঝে ওরা এমন কিছু বলে যা শুনলে লজ্বায় কান্না আসে।
দাত না পড়া পযর্ন্ত থাপড়াইতে মন চায়।
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৬
মামুন রশিদ বলেছেন: এইগুলা সমাজের ক্যান্সার । ক্যান্সার দুর না হওয়া পর্যন্ত কন্টিনিয়াজ থাবড়ানো উচিত ।
ধন্যবাদ আপু । ঈদ শুভেচ্ছা
২৮| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৯
ইমিনা বলেছেন: গল্পে ভালোলাগা
আর সেই সাথে ঈদের শুভেচ্ছা ।।
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৩
মামুন রশিদ বলেছেন: ঈদের শুভেচ্ছা ইমিনা
২৯| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৮
মৃদুল শ্রাবন বলেছেন: এবার ঈদ বাড়ীতেই করছি। অনেক বছর পরে বাড়িতে রোজার ঈদ করার সুযোগ পেলাম।
ঈদ শুভেচ্ছা আপনাকেও মামুন ভাই।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:২৭
মামুন রশিদ বলেছেন: বাড়িতে ঈদ করার কথা শুনে ভালো লাগলো ।
ভালো থাকবেন মৃদুল শ্রাবন ।
৩০| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫১
সোমহেপি বলেছেন: THEY R VERY UNLUCKY
২৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪৫
মামুন রশিদ বলেছেন: সাধুর একদিন
কেমন আছেন ব্রো? ঈদের শুভেচ্ছা
৩১| ২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ চমকপ্রদ, ভাল লিখেছেন পরের গল্পে হতভাগাগুলিকে মার দিয়া দিয়েন।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৩
মামুন রশিদ বলেছেন: হাহাহা, পরের গল্পে ইচ্ছে মত মার দিয়ে দেব ক্ষন
ধন্যবাদ প্রোফেসর সাহেব । ঈদের শুভেচ্ছা
৩২| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৫
এক্স রে বলেছেন: ইভ টিজিং নিয়ে গল্প এমন মজাদার হবে বুঝতে পারিনি জোব্বা পরা হুজুর উল্টাপাল্টা কিছু ভাবে নাই সেটা যিসু জইস্যার সৌভাগ্য
২৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, গল্প পাঠে ধন্যবাদ এক্সরে
ভালো থাকবেন । ঈদের শুভেচ্ছা ।
৩৩| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৬
ফ্রাস্ট্রেটেড বলেছেন: বেশ।
ঈদের শুভেচ্ছা মামুন ভাই।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ফ্রাস্ট্রেটেড ।
ভালো থাকবেন । ঈদের শুভেচ্ছা ।
৩৪| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৯:২১
টুম্পা মনি বলেছেন: ভালো লাগল মামুন ভাইয়া।
ঈদের শুভেচ্ছা।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:০২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি । ঈদের শুভেচ্ছা
৩৫| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: আসসালামুয়ালাআইকুম জনাব!
২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৭
মামুন রশিদ বলেছেন: হেহেহে
৩৬| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৭
অপর্ণা মম্ময় বলেছেন: ইভ টিজাররা ছিল আড়ালে কিংবা প্রকাশ্যে ! এদের বহু ধরণের শ্রেণি ভেদ আছে যাদের মুখোমুখি সবসময়ই হতে হয়!
যাই হোক মজা লাগলো পড়ে
২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৬
মামুন রশিদ বলেছেন: মজা পাওয়ায় ধন্যবাদ অপর্ণা ।
ভালো থাকা হোক । ঈদের শুভেচ্ছা ।
৩৭| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪০
আপেক্ষিক বলেছেন: আমি ভেবেসিলাম হিজড়া হবে হয়ত। হাহা খুব মজা পেলাম।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপেক্ষিক ।
ভালো থাকবেন । ঈদ শুভেচ্ছা
৩৮| ২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
প্রবাসী পাঠক বলেছেন: ঈদ মোবারক মামুন ভাই।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৩
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ঈদ মোবারক প্রিয় ভাইজান
৩৯| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক +
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:০০
মামুন রশিদ বলেছেন: ঈদ মোবারক বন্ধু
৪০| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫২
অপ্সরা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!!!!!
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৬
মামুন রশিদ বলেছেন: ঈদ মোবারক নাতালিয়া
৪১| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৫
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা মজা পেলাম। পড়ার সময় ভাবছিলাম নিশ্চয় শেষে এসে অন্য রকম কিছু একটা ঘটবে কিন্তু শেষ মেশ যে হুজুর সাহেদ ঈভ টিজিং এর শিকার হবেন ক্ষুণাক্ষরেও অনুমান করতে পারিনি। ভালো লেগেছে হালকা চটুলধর্মী এই লেখাটা। ভালো থাকুন প্রিয় লেখক, ঈদ মোবারক।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৪
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় শান্তির দেবদূত ভাই । আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া ছাড়া লেখকদের কিইবা করার আছে । হ্যাঁ, লেখকরা আরেকটা কাজ করতে পারে, অপরাধীদের হাস্যকর করে দেয়া । সেটারই সামান্য চেষ্টা করেছি মাত্র ।
ভালো থাকবেন । ঈদের শুভেচ্ছা
৪২| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪০
মামুন রশিদ বলেছেন: সবাইকে ঈদের শুভেচ্ছা
মোবাইলে নেট ইউজ করায় কমেন্টের উত্তর দিতে পারছিনা । সবার ঈদ হোক আনন্দময় ।
৪৩| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২০
ফা হিম বলেছেন: আগেই পড়েছি, কিন্তু মন্তব্য করার উপায় ছিল না।
শুরুতে তো ভাবলাম সানাজিক অবক্ষয় ইত্যাদি নিয়ে একটা ভয়াবহ মর্মস্পর্শী গল্প পড়তে যাচ্ছি। পড়া শেষ করার পর আর হাসি থামিয়ে রাখতে পারলাম।
ভালো লাগল।
ঈদের শুভেচ্ছা মামুন ভাই।
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৩
মামুন রশিদ বলেছেন: মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল ফাহিম । ঈদে মোবাইল থেকে নেট ই্উজ করতে হয়েছে ।
ভালো থাকবেন । ঈদের শুভেচ্ছা ।
৪৪| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এই শুয়োরগুলা এমনেই সাইজ হওয়া দরকার।
প্রসঙ্গক্রমে বলতে ইচ্ছা হইতাছে, এক সময় তখনও যুবক হই নাই। দেশে কার শাসন মনে নাই। তবে চারদিকে কিডন্যাপ আর রেপের সংবাদ থাকতো পত্রিকায়। সেই সময়কার বিচিত্রা ঈদ সংখ্যায় একটা ছোটগল্প বা বড় গল্প (তাও মনে নাই) বখাটে এক যুবক এমন কয়েকটার দলে শামিল ছিল। তার বন্ধুরা একবার এক নারী উঠাইয়া আনে। সর্বশেষে সেই যুবকের পালা আইলে সে দেখতে পায় নির্যাতিতা তার মা।
গাজিপুর কোনাবাড়ির এক ঘটনা। এক বখাটে একটা মেয়েকে দেখে বন্ধুরে বলতাছে, মালডা কিরাম খাসা দেখছস দোস্ত?
সেই মালডা যখন শব্দ শুইন্যা মুখ ফিরাইলো, দেখা গেল সেই টিজারের ছোট বইন সেইটা।
গল্প একদম সময়োপযুক্ত। লেখকের একটা দায় থাকে সমাজের প্রতি, দেশের প্রতি। থাকে সময়টারে ধইরা রাখার অদৃশ্য তাগিদও। এই গল্পের লেখক সবটাই পারছেন সার্থকতার সঙ্গে।
গল্পকার মামুন রশিদ, আপনারে অভিনন্দন। সেই সঙ্গে জানাই ঈদের শুভেচ্ছা।
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:১২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ জুলিয়ান ভাই ।
৪৫| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৩
সেলিম আনোয়ার বলেছেন: ইভ টিজারদের প্রতিহত করা দরকার ।
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:২৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ।
৪৬| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৭
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:২৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ এহসান সাবির । ঈদ শুভেচ্ছা ।
৪৭| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫১
আরজু পনি বলেছেন:
আগে যদিও পড়া ছিল কিন্তু আবার পড়তে ভালোই লাগলো। চোখের সামনে অসভ্যগুলোকে দেখতে পেলাম যেন!
ডায়ালগগুলো চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।
ঈদের শুভেচ্ছা রইল।।
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ পনি আপু । ঈদের শুভেচ্ছা ।
৪৮| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৯
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হাহা, মজা পাইলাম।
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ রিয়াদ । ঈদের শুভেচ্ছা ।
৪৯| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪১
মাসুম আহমদ ১৪ বলেছেন: জোব্বা পড়া হুজুর পড়ে মজা পাইছি
ইদ মোবারক!
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ভাইজান । ঈদ শুভেচ্ছা ।
৫০| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৩৬
লিরিকস বলেছেন: ঈদ মোবারক ভাইয়া।
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপু । আশাকরি ঈদ আনন্দে কেটেছে ।
৫১| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৫৬
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ভাললাগাটা জানিয়ে গেলাম।
অফটপিক: আ্প্নিকি কোন আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন বা আছেন ?
০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:২১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মেঘনা পাড়ের ছেলে ।
না ভাই, জড়িত ছিলাম না । আমি মার্কেটিংয়ে জব করি ।
৫২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:২১
আমি তুমি আমরা বলেছেন: অবশেষে জইস্যার কথায় অসহ্য নীরবতা ভাঙ্গে,
-যিসু মাম্মা, এইডা কি হইল মাম্মা!! এইডা তো জোব্বা পড়া হুজুর!!
০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:১০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ভাইজান
৫৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৪
মাহমুদ০০৭ বলেছেন: পড়তে পড়তেই মনে হচ্ছিল আগেও পড়েছি !
পরে দেখি তাই
ঈদ শুভেচ্ছা মামুন ভাই
০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
মামুন রশিদ বলেছেন: লেখায় মন নেই ।
আপনাকেও শুভেচ্ছা মাহমুদ ।
৫৪| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৬
শাশ্বত স্বপন বলেছেন: আসসালামুয়ালাইকুম । জনাব, আপনাদের কী খেদমতে আসতে পারি ??
ভাই, নিশিকণ্যা নাকি? সব বয়সের দোষ।
০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭
মামুন রশিদ বলেছেন: মোবাইলে নেট ইউজ করায় আপনার স্ক্রিনশটে দেয়া গল্পটি আগে পড়তে পারিনি । এখন পড়লাম, ভালো লেগেছে ।
৫৫| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১
খাটাস বলেছেন: পুরাই জীবন্ত, টিজার কাবাবে মজা পেলাম। প্লাস।
৫৬| ০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ শাশ্বত স্বপন । ভালো থাকবেন ।
৫৭| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০০
জুন বলেছেন: ইভ টিজার শব্দটা শুনলেই কেমন যেন বিশ্রি লাগে । তবে গল্পটা ভালোলেগেছে মামুন।
+
৫৮| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ খাটাস ভাইয়া ।
৫৯| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৩
মামুন রশিদ বলেছেন: গল্প ভালো লাগার জন্য ধন্যবাদ জুনাপ্পী ।
৬০| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৪
এহসান সাবির বলেছেন: নতুন পোস্ট চাই।
০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৬
মামুন রশিদ বলেছেন: লেখায় মন নাই...
ল্যাপ্পিটা ঠিক হোক, লিখব ভাইয়া । ধন্যবাদ ।
৬১| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমাদের পরবর্তী সাহিত্য আড্ডা হচ্ছে, ০৮/০৮/২০১৪ সামনে শুক্রবার। ঈদ পরবর্তী এটা আমাদের প্রথম আড্ডা, তাই পরিচিত অপরিচিত সকলকে আসার আমন্ত্রণ যানাচ্ছি। আড্ডা হচ্ছে আমাদের সেই পরিচিত বিশ্ব-সাহিত্য কেন্দ্রের ক্যাফেটারিয়ায়। সময়ঃ বিকাল সাড়ে চারটায়। আশা করি যারা যারা নিয়মিত এই সাহিত্য আড্ডায় হাজির থাকেন, তারা সময় মতো পৌছে যাবেন। যারা নতুন আসতে চাইছেন তাদের জন্য ফোন নম্বর হলোঃ ০১৬১৯-৫১৮৯৩৪ (সজীব), ০১৯৮৮৮৬৯৬৭ (নাঈম রানা), ০১৭২৪৬১৪২৫৬ (দুর্জয়)।
০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৬
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । সজীবের সাথে সিলেটে দেখা হয়েছে, সেখানেই আড্ডার আমন্ত্রণ পেয়েছি । ইচ্ছে আছে কোন একটা আড্ডায় যোগ দেয়ার । সবার সঙ্গে দেখা হলে খুব ভালো লাগবে ।
আপনাকে আবারও ধন্যবাদ
৬২| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইস !! আমি কোথায় ছিলাম, এই লেখা কেন আগেই পড়ি নাই ----!!
ইভ টিজারদের মোটিভেট করতে হবে -- পেপার, টিভির মা্ধ্যমে -- পারিবারিক বন্ধন জোড়াল হওয়া দরকার, এলাকায় যারা বড় তারা আন্তরিকতা সহকারে মোটিভেট করতে পারে --গণ নাটকও একটি মাধ্যম হতে পারে - শুধুমাত্র আইনী প্রক্রিয়াই যথেষ্ট নয় ----
৬৩| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: দুর্দান্ত একটা লেখা প্রিয় মামুন ভাই ...
অনেকদিনপর মন ভরে পড়লাম একটা লেখা ... শেষ করিনি এখনো যদিও ...
আসলে তীব্র ব্যস্ততায় অনলাইনে অনিয়মিত হয়ে পড়েছিলাম খানিকটা...
পোস্টটা দেখতে একটু দেরী হয়ে গেল ...
তার আগে বলুন ঈদ কেমন কাটালেন ??
বাসি ঈদ শুভেচ্ছা...
৬৪| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ লায়লা আপু । আপনার সাথে একমত, ঈভটিজিং এর মত সামাজিক ব্যাধি নিরাময়ে শুধুমাত্র আইনি প্রক্রিয়াই যথেষ্ট নয় ।
৬৫| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৭
আমি নিন্দুক বলেছেন: মামুন রশিদ বলেছেন: যন্ত্রের মাদারবোর্ড সংক্রান্ত জটিলতায় ঝামেলায় আছি । ব্লগীয় যোগাযোগ সাময়ীকভাবে অনিয়মিত থাকবে, দুঃখপ্রকাশ করে নিচ্ছি ।
ঠিক হয়েছে নাকি?
উরিবাবা!
৬৬| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ নাসিফ । ঈদ ভালো কেটেছে । শুধু ল্যাপ্পীটা একটু ডিসটার্ব করেছে ।
ভালো থাকবেন । শুভ কামনা ।
৬৭| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৮
মামুন রশিদ বলেছেন: যন্ত্র ঠিক হয়নি, ঢাকায় বেড়াতে গেছে । সজীবের হাত ধরে সিলেট থেকে ঢাকায় গিয়ে জুরাইনে ছিল । গতকাল সাহিত্য আড্ডা সেরে অভির সাথে শংকরে আছে । মীরপুর আগারগাও উত্তরা হয়ে সিলেট ফিরবে ।
@আমি নিন্দুক
৬৮| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৫
ড. জেকিল বলেছেন: হুজুর টিজার
১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩
মামুন রশিদ বলেছেন:
৬৯| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৪
অঘটনঘটনপটীয়সী বলেছেন: লিরিকস বলেছেন: ভাইয়া মাঝে মাঝে ওরা এমন কিছু বলে যা শুনলে লজ্বায় কান্না আসে।
দাত না পড়া পযর্ন্ত থাপড়াইতে মন চায়
সহমত।
১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৩
মামুন রশিদ বলেছেন: আমারও মন চায় ।।
ধন্যবাদ আপু ।
৭০| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: বর্ণনা চমৎকার হয়েছে মামুন ভাই, এই অর্থে যে এই সময়ের কিছু স্বাক্ষর এখানে আছে, দুর্জয় আর জুলিয়ান দার মন্তব্য ভালো লাগল।
ইভ টিজিং একটা বহুমাত্রিক সামাজিক সমস্যা! এই বিষয়ে লেখা হতে থাকাটা জরুরী!
গল্পে ভালো লাগা রইলো!
আশা করি ভালো আছেন!
১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৯
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ইফতি । সুন্দর মন্তব্যে ভালোলাগা ।
৭১| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। গল্প চরম হয়েছে।
গল্পটি পড়ার সময় ইউটিউবে দেখা কিছু ওয়ান-মিনিট-শর্ট ফিল্মের কথা মনে পড়ছিল। তার একটা হলো ওইরকম, যেটা জুলিয়ান সিদ্দিকী ভাই ন্যারেট করেছেন- ভিকটিম ছিল টিজারের বোন।
শুভেচ্ছা মামুন ভাই।
১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সোনাবীজ ভাই । ভালো থাকা হোক ।
৭২| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৬
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
৭৩| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৫
বৃশ্চিক রাজ বলেছেন: ব্রো এখানে আপনি ইভটিজার পাবেন না খুঁজে একটাও। কারও দিকে কারও তাকানোর সময় নাই।
১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৫
মামুন রশিদ বলেছেন: হাহাহা, পুরো দেশেই যেন এদের খুঁজে পাওয়া না যায় ।
থ্যান্কু ব্রো
৭৪| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ২:২৭
আরজু মুন জারিন বলেছেন: নুতুন লেখা কোথায় ?.........।
১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
মামুন রশিদ বলেছেন: ঈদের আগে ল্যাপ্পিটা নষ্ট হয়ে এখন পর্যন্ত ঢাকায় হসপিটালাইজড আছে ।
হাহাহা, দিব শীঘ্রই ।
৭৫| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৫৯
রাজিব বলেছেন: পড়ে অনেক হাসি পেল। মজা পেলাম। আবার খারাপও লাগলো। আমাদের সমাজে বেশীর ভাগ ছেলে বোধহয় ইভ টিজার নয়। কিন্তু তারপরও আমরা যারা সংখ্যাগরিষ্ঠ তাদের মধ্যে ঐক্য নেই দেখে ইভ টিজারদেরই জয়জয়কার। যারা শিকার হচ্ছেন হয়রানির তারা আমাদের মা বোন কাজিন বউ শালি খালা ফুফু চাচি মামী। অনেক ছেলেকে দেখেছি মেয়েদের বাজে কথা বলতে পারাটাকে ক্রেডিটের ব্যাপার মনে করে।
১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
মামুন রশিদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ । আমাদের সমাজের প্রকৃত চিত্র উঠে এসেছে আপনার মন্তব্যে ।
ভালো থাকুন । শুভ কামনা ।
৭৬| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৬
শুঁটকি মাছ বলেছেন: আসসালামুয়ালাইকুম । জনাব, আপনাদের কী খেদমতে আসতে পারি ??
আল্লাহ গো হাসতে হাসতে শেষ হয়ে গেলাম।
১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪
মামুন রশিদ বলেছেন:
৭৭| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: জোব্বা পড়া মহিলার বদলে আমি অবশ্য ভেবেছিলাম শেষটা হয়ত কোন বৃদ্ধা বা পরিচিত মা বোন সম্পর্কীয় কেউ বের হবে।
২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
মামুন রশিদ বলেছেন: গল্প পাঠে ধন্যবাদ তনিমা ।
৭৮| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৬
আহসানের ব্লগ বলেছেন: পড়লাম
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৭৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬
সন্ধ্যা প্রদীপ বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে আপনার লেখা পড়ছি।প্রথমটা পড়েই মজা লাগল।গল্পটা যেভাবে শুরু হয়ছিল মনে মনে দুঃখ পাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩
মামুন রশিদ বলেছেন: গল্প পাঠে ধন্যবাদ সন্ধ্যা প্রদীপ ।
৮০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫০
নীল আতঙ্ক বলেছেন: চমৎকার ভাবে তুলে ধরেছেন বিষয় টাকে ভাইয়া।
ভালো লাগলো অনেক।
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
৮১| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৮
সোজা কথা বলেছেন: হাহাহাহাহা। অসাধারণ হয়েছে মামুন ভাই। খুবই ভাল লাগলো।
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।
৮২| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি অন্যরকম লাগলো। +++++
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩২
মামুন রশিদ বলেছেন: যন্ত্রের মাদারবোর্ড সংক্রান্ত জটিলতায় ঝামেলায় আছি । ব্লগীয় যোগাযোগ সাময়ীকভাবে অনিয়মিত থাকবে, দুঃখপ্রকাশ করে নিচ্ছি । সেই সাথে সবাইকে জানাই আগাম ঈদের শুভেচ্ছা !