![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিলা বরাবর উঠে যাওয়া রাস্তার দুই পাশে অরণ্য সারি । গা ছমছম পরিবেশ । রাস্তার দৈর্ঘ্য খুব বেশি নয় । তবু যেন ক্লান্তি লাগে । একা একা হেটে গেলে সাপখোপের ভয় জাগে । এই বিরক্তিকর রাস্তাটুকু পেরিয়ে উপরে উঠে এলেই হঠাৎ আপনার চোখে জাগবে বিস্ময়! মনে হবে আপনি এক অপার নান্দনিক নৈসর্গের সামনে দাঁড়িয়ে আছেন । এটাই লাক্কাতুড়া চা বাগানের ম্যানেজার বাংলো ।
টিলার উপরে সবুজ আচ্ছাদিত বিশাল সমতল জুড়ে এই বাংলো । বাংলো বাড়ির চারপাশে ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায় ।
রক্ত জবা,
শিবজট
সাদা জবা,
টগর
জারুল চেরী
ডালিয়া,
এলাম্যান্ডা
সিলেটের কমলালেবু..
লেবুপাতা করমচা..
আছে একটা ওয়াচ টাওয়ার,
ওয়াচ টাওয়ারে আরাম করে বসে চা বাগানের অপরুপ প্রকৃতি দর্শন
(পারিবারিক বন্ধুত্বের সুবাদে বিগত চার বছর এখানে জমিয়েছি সাপ্তাহিক আড্ডা। কিছুদিন হলো ম্যানেজার সাহেব বদলি হয়ে অন্য বাগানে পাড়ি দিয়েছেন )
আরো ছবিঃ অপরুপ লাক্কাতুড়া!
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৯
মামুন রশিদ বলেছেন:
২| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৩
আমিনুর রহমান বলেছেন:
মামুন ভাই আমার তোলা এমন কিছু ছবি আছে, এগুলো আমার তোলা ছবি না তো
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৭
মামুন রশিদ বলেছেন: আপনার ক্লাউড হ্যাক হইছে কিনা দেখেন
৩| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০২
গোধুলী রঙ বলেছেন: বাহ, চমতকার সিলেটের রূপ।
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৭
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: প্রকৃতির কিছু অসাধারণ ছবি দেখতে পেলাম । শেয়ারের জন্য ভালোলাগা রইলো ।
২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ পার্সিয়াস রিবর্ণ
৫| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৭
খাটাস বলেছেন:
সুন্দর ছবি মামুন ভাই। পোষ্টে প্লাস++++++
২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রিয় খাটাস
৬| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮
মৃদুল শ্রাবন বলেছেন: ঝুল বারান্দাটা আসলেই উপভোগ্য। চমৎকার ছবিগুলো।
পোস্ট দেয়ার দুই ঘন্টারও বেশি সময় পরে এসে মাত্র ৭বার পঠিত B:-)
২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ মৃদুল
৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৪
নাসরিন চৌধুরী বলেছেন: ছবিগুলো খুব সুন্দর। সিলেটে কখনও যাইনি---আক্ষেপ আছে অনেক। জানিনা কখনও যাওয়ার সময় হয় কিনা!!
ধন্যবাদ জানবেন পোষ্টটি শেয়ার করার জন্য।
২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩০
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু । সময় সুযোগ করে একবার চলে আসেন ।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: অনন্য ! সেখানে কিছু সময় কাটিয়েছিলাম আমরা তাই না মামুন ভাই ?
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ অভি । আমরা অইবার লাক্কাতুড়া বাগানে ঘুরেছিলাম, গেস্ট হাউজে গিয়েছিলাম । কিন্তু ম্যানেজার বাংলোতে যাইনি ।
৯| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৬
আলম দীপ্র বলেছেন: আমার কখনও সিলেট ই যাওয়া হয়নি !
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭
মামুন রশিদ বলেছেন: সময় করে চলে আসো একবার
১০| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৯
পার্থ তালুকদার বলেছেন: সিলোটি পোস্ট
তাই ১০০ তে ১২০
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭
মামুন রশিদ বলেছেন: ন্যাক্বারজনক স্বজনপ্রীতি হাহাহ
১১| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫
এস কাজী বলেছেন: মন ছুঁয়ে যাওয়া কিছু ছবি।
২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ এস কাজী
১২| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১১
প্রবাসী পাঠক বলেছেন: আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
চমৎকার সব ছবি। পোস্টে প্লাস মামুন ভাই।
২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
মামুন রশিদ বলেছেন: তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
গানটা শুনলে যেন অন্য জগতে চলে চাই । দেশপ্রেম কত গভীর হলে হৃদয় থেকে এরকম বাক্য উৎসরিত হয়!
ধন্যবাদ প্রবাসী ভাইজান ।
১৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৫
প্রবাসী পাঠক বলেছেন: মামুন ভাই ছবিগুলো কার তোলা। প্রতিটি ছবিই চমৎকার হইছে।
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫১
মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু! সকল নিন্দুকের মুখে ছাই দিয়ে আমি আজ ফটুগ্রাফারের খাতায় নাম লিখিলেম । ভাইজানের ওয়েডিং ফটুগ্রাফির দায়িত্বটা..
১৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪৬
মামুনূর রহমান বলেছেন: প্রকৃতির ফ্রেমবন্দী রুপ একটুও স্বকীয়তা হারায়নি । অনন্য ।
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
১৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৪০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চা- কমলালেবু
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
১৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:০৭
মুহিব জিহাদ বলেছেন: এতোদিনে মনেহলো সিলেটের প্রকৃত সুন্দর্যোটাই দেখা বাদ পরে গেল। ছবিগুল দেখে সত্যি যেতে ইচ্ছে করছে এই বাংলোতে। পোস্টে প্লাস +++++
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩
মামুন রশিদ বলেছেন: ইঞ্জিনিয়ার সর্বদা স্বাগত
১৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:২৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শতরুপের মাঝে ............
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ বন্ধু তুহিন
১৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ফুলেল পোষ্টে +
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
মামুন রশিদ বলেছেন: ফুলেল ধন্যবাদ
১৯| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩২
একজন সৈকত বলেছেন:
অপরূপ!
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
২০| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪১
এহসান সাবির বলেছেন: ফুলের নাম দিয়ে দিতে পারতেন, কয়েকটার নাম মনে করতে পারছিনা।
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৭
মামুন রশিদ বলেছেন: আমি ভাই 'নামকানা' মানুষ! ফুলের নামতো দুরের কথা, কাছের মানুষের নামও ভুল খেয়ে ফেলি যে দুইটা ফুলের নাম জানি, যোগ করে দিয়েছি । এর একটা নিয়ে আবার 'লিরিকস' সন্দেহ প্রকাশ করেছে । বুঝেন তাইলে আমার অবস্থা?
২১| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪২
এহসান সাবির বলেছেন: কিছুদিন হলো ম্যানেজার সাহেব বদলি হয়ে অন্য বাগানে পাড়ি দিয়েছেন
তাহলে কোথায় আড্ডা দেব
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৫
মামুন রশিদ বলেছেন: অন্য বাগানে গিয়ে আড্ডা দেব!
বাচ্চাদের এক্সাম শেষ হলেই চণ্ডিচেরা বাগানে যাব
২২| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭
আবু শাকিল বলেছেন: সুন্দর ছবি
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই
২৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার সব ছবি।
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
২৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫
জুন বলেছেন: ঝুলবারান্দায় ঝুঁকে সত্যি নয়নাভিরাম দৃশ্য দেখলাম মামুন ।
+
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৪
মামুন রশিদ বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পড়ুক আপু
২৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৯
অঘটনঘটনপটীয়সী বলেছেন: যাবো।
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪
মামুন রশিদ বলেছেন: আর কটা দিন সবুর করেন
২৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭
আহসানের ব্লগ বলেছেন: ওয়াও
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
২৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর ছবি ব্লগ... একগাদা ভালোলাগা জানিয়ে গেলাম +++++++
তবে আরও কিছু শব্দের জাদুকরি কথামালা জুড়ে দিলে পাঠক হিসেবে আমরা লাভবান হতাম।
ধন্যবাদ মামুন ভাই চমৎকার ছবি ব্লগ উপহার দেয়ার জন্য। ভালো থাকুন সবসময়।
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪০
মামুন রশিদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ । ভালো থাকবেন
২৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুণ সব ছবি। এমন একটা প্লেসে যদি কোন নিরিবিলি ভ্যাকেশন কাটানো যেত ইয়ে মানে প্রিয় মানুষের সাথে তাহলে অস্থির হইত। তবে পরিবার এবং একলাও মন্দ না। হা হা হা
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৯
মামুন রশিদ বলেছেন: এমন একটা প্লেসে যদি কোন নিরিবিলি ভ্যাকেশন কাটানো যেত ইয়ে মানে প্রিয় মানুষের সাথে তাহলে অস্থির হইত।
বুকিং সই, খালি একটা আওয়াজ দিয়েন
২৯| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ছবিব্লগ ভ্রাতা । রেইনবো ভালোলাগা ++++++++
ভালো থাকবেন সবসময়
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩১
মামুন রশিদ বলেছেন: রেইনবো ধন্যবাদ ভ্রাতা
৩০| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২০
ঢাকাবাসী বলেছেন: চমৎকার সব ছবি নিয়ে সুন্দর পোস্ট, ভাল লাগল।
২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী
৩১| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯
হাসান মাহবুব বলেছেন: অপূর্ব সুন্দর। এমন সৌন্দর্যের কাছে থাকলে মন প্রশান্ত হবেই।
২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ হামা ভাই
৩২| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪
সুমন কর বলেছেন: সবার ডিএসএলআর অাছে অার অামার নাই !! ট্যাকাও নাইক্যা !!!
তাই অামি ছবি তুলতে পারি না। যাকগ্যা বাদ দেন!! একটা সাইবার শট ক্যামেরা কেনার উপদেশ দিলে উপকৃত হতাম। কিনতে হবে।
ফান অনেক হলো।
দারুণ সব ছবি, দেখেই মুগ্ধ! কবে যে অামি তুলতে পারুম!
অাচ্ছা, ভাই কি ওখানেই জব করতেন? অামরা কি অাপনার সাহায্যে ওখানে যেতে এবং থাকতে পারি।
অার পাঠক, সে অার বলতে !! কেউ মন্তব্য কিংবা লাইক দিতেই চায় না। এটা ব্লগিং এর জন্য খুব দরকার। অনেক কথা বলে ফেললাম। কারণ, অামি অার অাপনি এখন কম পোস্ট দেই।
পোস্টে ১০ম প্লাস।
একা একা হাটলে - হাঁটলে। ঠিক করে দিয়েন।
২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০
মামুন রশিদ বলেছেন: আমার একটা আদ্যিকালের ভাঙা ক্যাম্রা আছে, অইটা দিয়েই চলছি । ডিএসএলআর কেনার সখ বা সাধ্যি কোনটাই নাই ।
বাংলোটা হলো ম্যানেজারের আবাসিক কোয়ার্টার । তবে এই বাগানে চমৎকার একটা গেস্ট হাউস আছে । আপনি চাইলে থাকতে পারবেন । শুধু ঢাকায় ন্যাশনাল টি কোম্পানীর হেড আপিস থেকে আগাম অনুমতি সংগ্রহ করতে হবে ।
না, আমি এখানে জব করতাম না । তবে এটা আমার বাসার কাছে । পারিবারিক বন্ধুত্বের সুবাদে বিগত চার বছর এখানে প্রচুর গিয়েছি এবং থেকেছি ।
টাইপো দেখিয়ে দেয়ার জন্য ধন্যবাদ । যদি কখনো সিলেট বেড়াতে আসেন, এখানে ঘুরিয়ে আনতে পারবো ।
ভালো থাকবেন সুমন
৩৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮
অদৃশ্য বলেছেন:
সুন্দর...
শুভকামনা...
২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য
৩৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮
জাফরুল মবীন বলেছেন: সিলেট হলো প্রাকৃতিক সৌন্দর্য্যের জীবন্ত লীলাভূমি!
খুব ভাল লেগেছে পোস্টটি।
ধন্যবাদ মামুন ভাই।
২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩১
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ জাফরুল মবীন ভাই
৩৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ! তবে দুঃখ পেলুম ম্যানেজার চলে যাওয়ায় আপনার আড্ডায় ভাটা পড়বে বলে ।
২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪১
মামুন রশিদ বলেছেন: উনার ফ্যামিলি শহরেই আছে, আড্ডায় ভাটা পড়েনি । তবে ঐ বাংলোয় আর যাওয়া হয়না । ধন্যবাদ কলমের কালি শেষ
৩৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
অহন_৮০ বলেছেন: ছবিগুলো খুব সুন্দর
২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৩৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: অনিন্দ্য সুন্দর নান্দনিক বাহার
নয়নে নজর কাঁড়ে সবার
ছবুগুলু চমৎকার
২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ বন্ধু
৩৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ফুলের বাহার দেখে মুগ্ধ হলাম।
সিলেট, শ্রীমঙ্গল ও চট্টগ্রামের অসংখ্য চা বাগানে যাওয়া হয়েছে, গুনে দেখলে হয়তো দেখা যাবে হাতে গোনা মাত্র গুটিকতক চা-বাগান ছাড়া সবগুলো বাগানেই গিয়েছি, কিন্তু বাগানগুলোর নাম মনে নেই আপনার চা-বাগানের ছবি দেখে স্মৃতিকাতর হয়ে পড়লাম।
শেয়ার করার জন্য ধন্যবাদ মামুন ভাই।
২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২
মামুন রশিদ বলেছেন: আপনি কি চা বাগান রিলেটেড কোন গবেষণা বা কাজের সাথে জড়িত ছিলেন? এতগুলা চা বাগান দেখতে পাওয়াও তো বিশাল ব্যাপার ।
আপনাকে মুগ্ধ করে দিতে পেরে আনন্দিত । ভালো থাকবেন প্রিয় সোনাবীজ ভাই ।
৩৯| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৪
চটপট ক বলেছেন: ছবি দেখে যাওয়ার আগ্রহ জন্মাল মামুন ভাই
২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২
মামুন রশিদ বলেছেন: সময় করে ঘুরে যান একবার । ধন্যবাদ
৪০| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৪
লিরিকস বলেছেন: সাদা জবা?
২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
মামুন রশিদ বলেছেন: আমি নামকানা! সাবির তার মন্তব্যে ফুলের নামগুলো দিয়ে দিলে এই কনফিউশন হতনা
৪১| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২২
নিমচাঁদ বলেছেন: এই পোষ্টে এসে কেনো জানি না ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে ,
কেমন একটা মৌতাত মৌতাত সুবাস ।
এইখানে বান্ধবী নিয়া যাইতে মুঞ্চায় :-&
২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
মামুন রশিদ বলেছেন: হাহাহ, আসল মধুকর
৪২| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৯
খেলাঘর বলেছেন:
অপরূপ
২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৪৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মামুন রশিদ ভাই.... দৌড়তে দৌড়তে মন্তব্য দিয়ে যাই....
অপরূপ পোস্ট হয়েছেন.... বাকিটুকু নিমচাঁদ দাদার মন্তব্য দেখে পড়ে নেবেন....
শুভেচ্ছাসহ সালাম!
২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
মামুন রশিদ বলেছেন: বুঝলাম, আপ্নেও মধুকর
৪৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: মামুন ভাই ভাললাগলো আপনার ফুলেল পোস্ট ।
২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
মামুন রশিদ বলেছেন: ফুলেল ধন্যবাদ সেলিম
৪৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:১৯
আরজু মুন জারিন বলেছেন: অসাধারন পোষ্ট মামুন ভাই।..ফেসবুকে দেখে অভিভূত হয়ে পড়েছিলাম।লগ ইন করলাম সামহোয়্যর এ শুধু আপনার পোষ্টে কমেন্টস করতে।
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৬
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন আরজু মুন জারিন
৪৬| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৫৯
অন্ধবিন্দু বলেছেন:
মামুন,
বিনামূল্যে ইকো-থেরাপি দিলেন আমাদের ! আর যে গল্পটা শোনালেন, আমার-তো ইচ্ছে করছে ওতে ঢুকে পড়ি আর আবিষ্ট-চিত্তে সবুজে মাতি ! শেক্সপিয়রের কথাটা মনে পড়ছে“One touch of nature makes the whole world kin” ভালোলাগা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
পঠিত সংখ্যায় সম্ভবত কারিগরি ত্রুটি হচ্ছে।
সবুজ থাকুন। সুন্দর থাকুন।
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১১
মামুন রশিদ বলেছেন: আপনার মন্তব্য পাঠেও একটা প্রশান্তির আমেজ পেলাম অন্ধবিন্দু ভাই । সবুজে একা একা হারিয়ে যেতে ভালো লাগে । আর এটাতো হারানো নয়, নিজেকে নিজের কাছে ফিরে পাওয়া ।
ভালো থাকবেন সুপ্রিয়
৪৭| ২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:১০
জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: অপরূপ।
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ
৪৮| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪
মাহমুদ০০৭ বলেছেন: ছবিগুলো বার বার দেখছি । অনেক সুন্দর ।
যাওয়ার জন্য ত লোভ ই লাগতাছে ।
ভাল থাকবেন প্রিয় মামুন ভাই ।
শুভকামনা রইল ।
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ মাহমুদ । প্র_পা ভাইজানের জন্য আমি ক্যাম্রা মুছামুছি শুরু করছি । উনার দুইপাশে মাহমুদ০০৭ আর ডি মুন থাকলে ব্যাপারটা পূর্ণতা পাবে
৪৯| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব সব ছবি , মন ছুয়ে গেল ...
কখন যাবার ইচ্ছা রাখি ।
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৬
মামুন রশিদ বলেছেন: যখন ইচ্ছে চলে আসবেন । ধন্যবাদ আপু
৫০| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওরকম কিছু না মামুন ভাই। জীবিকার জন্য সারা বাংলাদেশই চষে বেড়াচ্ছি এ ভ্রমণ এখন আর আনন্দ দেয় না, কষ্ট দেয়
গ্রামে গ্রামে মোর ঘর আছে
আমি সব ঘর নিই বুঝিয়া
২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৩
মামুন রশিদ বলেছেন: জীবিকার জন্য সারা বাংলাদেশই চষে বেড়াচ্ছি এ ভ্রমণ এখন আর আনন্দ দেয় না, কষ্ট দেয়
আমিও ভাই একই তরণীর যাত্রী । পথেই বেঁধেছি মোর ঘর
৫১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর পোষ্ট মামুন ভাই।
ম্যানেজার সাহেবতো নাই এখন কি হবে?
২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রিয় শোভন ।
ম্যানেজার সাহেব এখন যে বাগানে আছেন সেটাও মন্দ নয়
৫২| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
ব্লগার মাসুদ বলেছেন: মডারেশন স্ট্যাটাস
আপনি একজন সাধারন ব্লগার
এখন থেকে আপনি অন্য যে কোন প্রকাশিত লেখায় মন্তব্য করতে পারবেন। আপনার লেখা প্রথম পাতার সকল পোস্ট অংশে প্রকাশিত হবে না। তবে সম্পাদকের বিবেচনা সাপেক্ষে আপনার লেখা নির্বাচিত পাতায় প্রকাশিত হতে পারে।
২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১০
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা ।
ব্লগে ব্লগে কপিপেস্ট কমেন্ট না করে একটা পোস্ট দিলেই সবাই দেখতে পেত ।
৫৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭
টুম্পা মনি বলেছেন: ওয়াও অসাধারণ!!!!!!
২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি
৫৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৮
বৃতি বলেছেন: ছবিগুলো খুব সুন্দর! পোস্টে ভালো লাগা অনেক
২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ বৃতি
৫৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩১
ডি মুন বলেছেন: লেখক বলেছেন: থ্যান্কু থ্যান্কু! সকল নিন্দুকের মুখে ছাই দিয়ে আমি আজ ফটুগ্রাফারের খাতায় নাম লিখিলেম । ভাইজানের ওয়েডিং ফটুগ্রাফির দায়িত্বটা..
হাহহাহহা, মামুন ভাই ছবিগুলো দারুণ হয়েছে। +++
সাদা জবা টা আমার ভীষণ ভালো লেগেছে
২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ডি মুন ।
আপনাকে সাদা জবার শুভেচ্ছা!
৫৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৫
তুষার কাব্য বলেছেন: চোখ জুড়ানো সব ছবি...ইশ ..! এমন প্রকৃতির মাঝে থাকতে পারার সৌভাগ্য ক'জনের হয়...একরাশ ভালোলাগা...
২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ তুষার কাব্য
৫৭| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪০
আমি তুমি আমরা বলেছেন: সুন্দর পোস্ট। সাথে ম্যানেজার বদলী হয়ে যাওয়ায় আপনার জন্য সমবেদনা।
২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ । ম্যানেজার সাহেব ফিরে আসার চেষ্টা করছেন । তবে এখন যে বাগানে আছেন সেটাও খুব সুন্দর । আমার বাচ্চাদের এক্সাম শেষ হলে ওখানে বেড়াতে যাব
৫৮| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:২০
সুলতানা সাদিয়া বলেছেন: সুন্দর।
২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সাদিয়া
৫৯| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭
রোদেলা বলেছেন: মালনীছড়াতে গিয়েছিলাম।কিযে সুন্দর।আপনেতো ছবি দিয়া আবার লোভ ধরায় দিলেন ভাইয়া।
২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪
মামুন রশিদ বলেছেন: হাহাহা, আবার চলে আসো । প্রকৃতি কখনো পুরনো হয় না, যতবার কাছে যাবে ততবার ভালো লাগবে । ভালো থেকো
৬০| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩
দীপান্বিতা বলেছেন: খুব সুন্দর......প্রকৃতির মাঝে এমন একটা বিকেলের অপেক্ষা রইল...
০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ দীপান্বিতা
৬১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৪
সোজা কথা বলেছেন: খুবই ভাল লাগলো ভাই। চমৎকার দৃশ্য। আড্ডার জন্য তো সাংঘাতিক ভাল লাগার মতো জায়গা।
স্টেডিয়ামে ঢোকে কোনদিকে যেতে হয় মামুন ভাই?
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩০
মামুন রশিদ বলেছেন: স্টেডিয়াম পর্যন্ত যাওয়া লাগেনা । চৌকিদেখি পেট্রল পাম্পের পর ব্রীজ পার হয়ে হাতের ডানদিকে দেখবেন লাক্কাতুড়া চা বাগানের মূল ফটক । ঐ দিকে ঢুকে প্রথমেই পাবেন ফ্যাক্টরি, তারপরে হাতের বাম দিকে টিলার দিকে যাওয়া ছোট রাস্তা ধরে উপরে উঠলেই এই বাংলো পাবেন ।
ঘুরে আসেন একদিন
৬২| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৮
দীপংকর চন্দ বলেছেন: ঝুলবারান্দায় ঝুঁকে আসা নয়নাভিরাম নৈসর্গ!
অসাধারণ শিরোনামে সুন্দর উপস্থাপন!
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪১
মামুন রশিদ বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা । শুভকামনা সতত ।
৬৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯
মাহফুজ তানজিল বলেছেন: আপনার ছবিগুলো দেখে সিলেট যাওয়ার লোভ সামলাতে পারছি না। অসাধারণ জীবন্ত মনে হচ্ছে।
+++++++++
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ মাহফুজ তানজিল
৬৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমার এই দীর্ঘ জীবনে সাদা জবা কোথাও দেখি নাই, আপনার পোস্টের আগে ছবিও চোখে পড়ে নাই। কী আজিব কারবার। জবা ফুল সাদাও আছে!
আর এইটা ছবিটার গাছটা একটা জঙলী গাছ। ফলটা পাকলে হালকা মিস্টি স্বাদ। আমাদের এলাকায় একে হডিজ্ঞিলা বলে। কিন্তু বৈজ্ঞানিক নাম বা পোশাকী নাম জানা নাই।
হডিজ্ঞিলা। আপনি কী নামে চেনেন?
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৫
মামুন রশিদ বলেছেন: আপনাকে দেখাতে পেরে কিঞ্চিত গর্ব হচ্ছে বৈকি!
জঙলি গাছটার নাম জানিনা বলে ক্যাপশন দিইনি । ফুলের ব্যাপারে আমি নামকানা যে..
মন্তব্য ভালো লাগলো জুলিয়ান ভাই ।
৬৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৮
শাশ্বত স্বপন বলেছেন: আমার মত আরেক পাগল পাইলাম। এখন থেকে ছায়া হয়ে থাকব
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৪
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ধন্যবাদ ধন্যবাদ
৬৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪
নুরএমডিচৌধূরী বলেছেন: ওয়াও
ওয়ান্ডারফুল
অসাম
স্যার
অফুরন্ত ভাললাগা
পোষ্টে +++++++
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
৬৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬
লিরিকস বলেছেন: ঠিক আছে ওটা সাদা জবা।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৬
মামুন রশিদ বলেছেন:
৬৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৫
নেক্সাস বলেছেন: বাহ বাহ বাহ সুন্দর
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ নেক্সাস
৬৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬
উদাস কিশোর বলেছেন: দা. . . . .রু. . . . . ন !!
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ কিশোর । ভালো থাকবেন
৭০| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪
তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার !
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ তাহসিনুল ইসলাম ।
৭১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০
সন্ধ্যা প্রদীপ বলেছেন: আ্পনার ছবির ৩য় ফুলটির নাম শিবজট।৪থটি দেখতে অবিকল ভাটের মত হলেও ফুলের রঙ দেখে কনফিউজড হয়ে গেলাম কারন ভাট ফুল সাদা হয়।৬ নম্বরটা টগর ৭ নম্বর জারুল-চেরী,১০ নম্বর এলাম্যান্ডা।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪
মামুন রশিদ বলেছেন: বাহ, চমৎকার! আপনার কাছ থেকে জানা নামগুলো ছবিতে যোগ করে দিলাম
৭২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর +++
৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ কান্ডারি অথর্ব ।
৭৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২০
কালীদাস বলেছেন: লাক্কাতুড়া, নামটা অনেকবার শোনা; যাওয়া হয়নি!!
আছেন কেমন?
০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬
মামুন রশিদ বলেছেন: আমি ভালো আছি । অনেকদিন পর আপনাকে দেখলাম ।
লাক্কাতুড়া চা বাগান সিলেট শহর লাগোয়া, এয়ারপোর্ট রোডে । খুব সুন্দর একটা বাগান । সিলেটে আসলে বেড়িয়ে আসবেন ।
ভালো থাকবেন । শুভকামনা সতত ।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩০
মামুন রশিদ বলেছেন: পোস্ট দেয়ার দুই ঘন্টারও বেশি সময় পরে এসে মাত্র ৭বার পঠিত