![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাত্র দেড় দশক আগে ইন্টারনেটে ব্যক্তিগত ডায়েরি লেখার ধারণা থেকে ব্লগের সূচনা হলেও অল্প সময়ের মধ্যে এটি বহুমাত্রিক বিকল্প মিডিয়া হিসাবে জনপ্রিয়তা অর্জন করে নেয়। বিশ্বব্যাপি ব্লগিং মিডিয়ার শক্তি আর প্রভাব আজ পরীক্ষিত। বিভিন্ন মত, পথ, পেশা, বয়স, সমাজ আর ভাষাভাষী মানুষকে একটা কমন প্লাটফর্মে নিয়ে আসার কৃতিত্ব এই ব্লগ মিডিয়ার।
বাংলা ব্লগের যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে, সামহোয়্যারইন ব্লগের হাত ধরে। ‘ব্যক্তিগত রাফখাতা’ থেকে অচিরেই এটি সমাজ, রাষ্ট্র, সাহিত্য-সংস্কৃতি, রাজনীতি, নাগরিক সাংবাদিকতা আর মানবিক যুথবদ্ধতার এক উৎকৃষ্ট মাধ্যম হিসেবে উত্তীর্ণ এবং জনপ্রিয় হয়ে উঠে। সেই সাথে বাংলাব্লগ পরিমণ্ডলে একে একে আরো অনেক নতুন ব্লগ যুক্ত হতে থাকে। এত বিচিত্র বিষয় আর ভিন্নমতের সমাহার, ব্যতিক্রমি এবং অংশগ্রহনমূলক উপস্থাপনা, সর্বোপরি দেশ ও সমাজের প্রতি কমিটমেন্ট বা দায়িত্বশীলতা ব্লগকে মূলধারার অন্যান্য গণমাধ্যম থেকে অনবদ্য এবং অধিক কার্যকরী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বিশ্বের অন্যপ্রান্তের ব্লগগুলো যেখানে ‘ডিজিটাল ডায়েরি’ আর ‘সিটিজেন জার্নালিজম’ ধারণাকে আঁকড়ে রেখেছে, বাংলা ব্লগের ব্যাপ্তি সেখানে বহুমাত্রিক বৈচিত্রতা নিয়ে বিকশিত হয়েছে। শুরু থেকেই বাংলা ব্লগিং প্লাটফর্ম বাংলা ভাষা ও সাহিত্যচর্চার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, বাংলা ভাষায় বৃহত্তম ব্লগিং সাইট সামহোয়্যারইন ব্লগের ৩৬% লেখাই ছিল সৃজনশীল সাহিত্যকর্ম। তাই এটা বলাই যায়, সৃজনশীল লেখক এবং পাঠক তৈরিতে বাংলা ব্লগ একটা বিশেষ ভূমিকা পালন করে চলেছে।
পূর্বে আমাদের মূলধারার সাহিত্যচর্চা ছিল মূলত কেন্দ্রমুখী। ঢাকাকেন্দ্রিক দৈনিক পত্রিকার সাহিত্য সাময়িকী, নিয়মিত/অনিয়মিত কিছু সাহিত্য পত্রিকা আর ছোট কাগজই ছিল সাহিত্যচর্চার মূল মাধ্যম। কিন্তু দৈনিক পত্রিকায় স্পেস সংকট, সাহিত্য পত্রিকা/ ছোট কাগজ ভিত্তিক লেখকদের গোষ্ঠীবদ্ধতা এক ধরনের কেন্দ্রীয় মেরুকরণ তৈরি করেছিল। এতে প্রান্তিক এবং অপ্রতিষ্ঠিত লেখকদের আত্মপ্রকাশের সুযোগটা হয়ে পড়েছিল সংকীর্ণ। বাংলা ব্লগিং প্লাটফর্ম এই কেন্দ্রমুখিতা আর গোষ্ঠীবদ্ধতার বিপরীতে বাংলাভাষী লেখকদের জন্য একটা সার্বজনীন বিকল্প মাধ্যম গড়ে তুলেছে।
দেশব্যাপী তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সাথে ইন্টারনেটকেন্দ্রিক ব্লগিও সাহিত্যচর্চায় গতি এসেছে। একই সাথে বাংলা ব্লগিং প্লাটফর্ম রাজধানী ঢাকা সহ দেশের সকল প্রান্তের এবং প্রবাসের বাংলাভাষী লেখক পাঠকের পারষ্পরিক মিথস্ক্রিয়ার সুযোগ করে দিয়েছে। বাংলাভাষা ও সাহিত্যচর্চার ক্ষেত্রটাও সেই সাথে হয়েছে বিস্তৃত।
বাংলা ব্লগে সৃজনশীল এবং মননশীল দুই সাহিত্যধারায় ব্যাপক লেখালেখি হয়। সৃজনশীল ধারায় গল্প, কবিতা, উপন্যাস, রম্য রচনায় ব্লগের লেখকদের উৎকর্ষতা ইতিমধ্যে মূলধারায় স্বীকৃতি অর্জন করেছে। ব্লগে সৃজনশীল সাহিত্যচর্চা করে অনেকেই প্রথমসারির লেখক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আর টেকনিক্যাল কারনেই ব্লগে মননশীল ধারায় স্মৃতিকথা, ভ্রমণকাহিনী, সাহিত্য পর্যালোচনা, মুভি রিভিউ ইত্যাদির লেখার সুযোগ অনেক বেশি।
বাংলাব্লগ সুবিধাবঞ্চিত প্রান্তিক, অপ্রতিষ্ঠিত এবং নতুন লেখকদের আত্মপ্রকাশের একটা দারুণ সম্ভাবনাময় মঞ্চ তৈরি করেছে। ব্লগিং মাধ্যমে সাহিত্যচর্চার বড় সুবিধা হলো লেখক পাঠকের সরাসরি মিথস্ক্রিয়ার সুযোগ থাকা। লেখক তার লেখা নিয়ে পাঠকের সরাসরি পাঠ প্রতিক্রিয়া, অন্য লেখকের পর্যালোচনা জানার সুযোগ পান। কিন্তু মুদ্রণ মাধ্যমের লেখকের এই পাঠ প্রতিক্রিয়া জানার খুব একটা সুযোগ হয়না। আর একজন ব্লগারকে নতুন লেখক হয়ে গড়ে উঠতে ব্লগ সবসময় মেনটরের ভূমিকা পালন করে থাকে।
ব্লগে সাহিত্যচর্চার সীমাবদ্ধতা হলো, আমাদের পাঠকশ্রেনির অপেক্ষাকৃত ক্ষুদ্র অংশ ইন্টারনেট ব্যবহার করেন। আর প্রতিষ্ঠিত লেখকরগণ ব্লগের ব্যাপারে এখনো কিছুটা উদাসীন। প্রযুক্তি বিমুখতা এবং প্রাতিষ্ঠানিকতার শিখরে অবস্থা্ন হয়ত এর কারন। যদিও পৃথিবীর অনেক দেশেই বড় লেখকগণ ব্লগে লেখালেখি করেন। তবে ইদানিং লেখকদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসছে। তাদের অনেকেই এখন ব্লগে লেখালেখি শুরু করেছেন। একই সাথে ব্লগকেন্দ্রিক লেখকদেরও মূলধারায় বিচরণ বাড়ছে। প্রতিবছর একুশে বইমেলায় ব্লগারদের বিপুল সংখ্যায় বই প্রকাশ এবং পাঠকপ্রিয়তা এর বড় প্রমাণ। এমনকি সারাদেশে প্রকাশিত বিভিন্ন সাহিত্য পত্রিকা আর ছোট কাগজেও এখন ব্লগার লেখকদের জয়জয়কার।
বিভিন্ন সামাজিক, মানবিক, রাজনৈতিক ইস্যুতে নিরবচ্ছিন্ন সক্রিয়তা এবং যুথবদ্ধতার পাশাপাশি ব্লগাররা আমাদের প্রিয় মাতৃভাষায় সাহিত্যচর্চার একটা নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেট বিকাশের সাথে সাথে বাংলা ব্লগিং পরিমণ্ডল বাংলা সাহিত্যচর্চার প্রধানতম মাধ্যমে পরিণত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
*****************************************
লেখাটি আজকে দৈনিক ইত্তেফাকে 'দৃষ্টিকোণ' বিভাগে প্রকাশিত হয়েছে ।
ব্লগিং মাধ্যমে বাংলা সাহিত্য চর্চাঃ একটি বিশ্লেষণ
কৃতজ্ঞতাঃ
জানা
কাল্পনিক_ভালোবাসা
রেফারেন্সঃ
View this link
View this link
ছবিঃ গুগল ।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২২
মামুন রশিদ বলেছেন: প্রথম ধন্যবাদ নিন বঙ্গভূমির রঙ্গমেলায় ।
ব্লগারদের সৃজনশীলতা বিকাশে সামু আরও কার্যকর ভূমিকা রাখুক এটাই চাই।
হ্যাঁ, এটা অবশ্যই চাই । একই সাথে সামহোয়্যারইনকে ধন্যবাদ দিতে চাই, আমাদের জন্য চমৎকার এই প্লাটফর্মটি তৈরি করে দেয়ার জন্য । আজ যে দু'কলম লিখতে পারছি, তার সবটুকু কৃতিত্বই এই প্লাটফর্মের ।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৮
প্র_পা বলেছেন: অভিনন্দন প্রিয় মামুন ভাই। দৈনিক ইত্তেফাকে আপনার লেখা টা পড়লাম। অনেক অনেক শুভেচ্ছা।
এই আইডি থেকে প্রথম কমেন্টটা আপনার ব্লগে করলাম মামুন ভাই।
গুরুত্বপূর্ণ দাবী- পার্টি চাই। আর আমার ভাগ যেন ফ্রিজে জমা থাকে।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৪
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা স্বাগতম প্র_পা ভাইজান । আপনার প্রথম কমেন্ট আমি পাওয়ায় অসম্ভব আনন্দিত বোধ করছি ।
পার্টি হবে, সাতকরা দিয়ে রান্নাকরা মাংশের পার্টি । আপনার জন্য অবশ্যই রেখে দেয়া হবে, দেশে আসা পর্যন্ত ।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর একটি লেখা মামুন রশিদ ভাই....
লেখাটি ব্লগ সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টিতে সহায়কে হবে
১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মইনুল ভাই ।
প্রতিক্রিয়াশীল চক্র ব্লগার এবং ব্লগিং নিয়ে জনমানসে যে নেতিবাচক ধারণা তৈরি করেছে, তা কাটিয়ে উঠতে ব্লগারদের আরো আরো লেখা প্রিন্ট মিডিয়ায় আসা উচিত । এ ব্যাপারে সামহোয়্যারইন কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকায় স্বাগত জানাই । শীঘ্রই আরো কিছু লেখা দেখতে পাব বলে আশা রাখি । এবং এই উদ্যোগের ধারাবাহিকতা কামনা করি ।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৪
শাহ আজিজ বলেছেন: পশ্চিমের দিনলিপি কালে কালে হয়ে গেছে আমাদের সাহিত্য ও কাব্য লিপি। যাদের লেখা পত্রিকা ছাপেনা ,যাদের বই ছাপাবার সামর্থ্য নেই তারা পূর্ণ স্বাধীনতা নিয়ে , কলার উচিয়ে ছাপছে অকাতরে। ব্লগ সৃষ্টির দেবতাদের পুজো দেবো, কই দূর্বা ঘাস কই------?
১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩০
মামুন রশিদ বলেছেন: অসাধারণ বলেছেন ভাই । নিজের কথাই যদি বলি, সেই মধ্য আশিতে স্কুলের দেয়াল পত্রিকায় একটা কবিতা প্রকাশিত হওয়ায় কি আনন্দইনা পেয়েছিলাম । তারপর এক জীবন শেষে চল্লিশোর্ধ এক নবীন অকৃতি লেখকের পূণর্জন্ম হলো এই প্লাটফর্মের সৌজন্যে ।
যাদের লেখা পত্রিকা ছাপেনা ,যাদের বই ছাপাবার সামর্থ্য নেই তারা পূর্ণ স্বাধীনতা নিয়ে , কলার উচিয়ে ছাপছে অকাতরে।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪১
এনামুল রেজা বলেছেন: সাহিত্যচর্চায় ব্লগের ইতিবাচক দিকগুলো উঠে এসেছে লেখায়। ভালোই লাগলো।
১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১০
মাসুম আহমদ ১৪ বলেছেন: অভিনন্দন ভাইজান!
বেশ গুছিয়ে লিখছেন
১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইজান । ভালো থাকবেন ।
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৫
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
লেখাটি সময়োপযোগী, বস্তনিষ্ঠ আর সুখপাঠ্য !
আসলেই ব্লগ চমৎকার আর বিপুল সম্ভাবনাময় মাধ্যম ।
জানা আপুর জয় হোক, আর জয় হোক সামুর ।
অনেক ধন্যবাদ ও ভালোলাগা আপনার জন্য !
১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪
মামুন রশিদ বলেছেন: আসলেই ব্লগ চমৎকার আর বিপুল সম্ভাবনাময় মাধ্যম ।
সহমত জানাই । ভালো থাকবেন । ধন্যবাদ ।
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৬
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধরে নিয়েছিলাম ইত্তেফাকের অনলাইন ভার্সনেই হয়তো নিউজটা পাবো । এখানে পেয়ে ভালো লাগলো । অভিনন্দন ও ভালোলাগা রইলো মামুন ভাই ।
১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ পার্সিয়াস রিবর্ণ । ভালো থাকবেন ।
৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪০
সুকান্ত কুমার সাহা বলেছেন: আমার লেখার হাতে খড়ি এই সামুতেই!
১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪
মামুন রশিদ বলেছেন: আমাদের বেশিরভাগেরই লেখালেখির হাতে খড়ি এই সামুতে ।
ধন্যবাদ ।
১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৬
এহসান সাবির বলেছেন: চমৎকার ভাইয়া।
দারুন।
শুভাচ্ছা।
১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৩
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাবির ভাইয়া ।
১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯
ডি মুন বলেছেন: অভিনন্দন প্রিয় মামুন রশিদ ভাই
১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ডি মুন ।
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৮
উদাস কিশোর বলেছেন: লিখছি ,পড়ছি , জানছি সামুতেই ।
পিলাচ
১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪
মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, আমরা প্রায় সবাই । ধন্যবাদ কিশোর ।
১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ব্লগে আগের মতন মানুষের দরকার ।
১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪১
মামুন রশিদ বলেছেন: আসলে কেউ কারো মত হয় না । এখন যারা ব্লগে আছেন কিংবা আগামিতে যারা ব্লগিং করতে আসবেন, সবার মেধা, যোগ্যতা, সৃজনশীলতা আর দায়বদ্ধতা দিয়েই বাংলা ব্লগিং প্লাটফর্মকে এগিয়ে নিতে হবে ।
ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার ।
১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৫
নাসরিন চৌধুরী বলেছেন: অভিনন্দন মামুন রশিদ ভাই। আজ সকালেই ফেবুতে দেখলাম সেখান থেকে ইত্তেফাকে গিয়ে আপনার লেখাটি পড়ে আসলাম। ব্লগে এসে আবার পেয়ে গেলাম। বেশ লিখেছেন।
১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮
মামুন রশিদ বলেছেন: লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু ।
ভালো থাকবেন । শুভকামনা ।
১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১২
পার্থ তালুকদার বলেছেন: অভিনন্দন মামুন ভাই।
সেদিন এক বন্ধু তার হবু বউ এর সাথে আমাকে পরিচয় করিয়ে দিল ব্লগার হিসাবে।
আমি একটু লজ্জা পাইলাম নাকি গর্বিত হইলাম বুঝলাম না !!
১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬
মামুন রশিদ বলেছেন: জনমানসে ব্লগারের ইমেজ নিয়ে সংকট এখনো আছে । সামহোয়্যারইন কর্তৃপক্ষ মুলত সেটা ভেবেই মুদ্রণ মাধ্যমে ব্লগারদের লেখা প্রমোট করছেন, যেন ধীরে ধীরে এই ইমেজ সংকট কেটে যায় ।
কিছুদিন অপেক্ষা করেন, নিকট ভবিষ্যতে আমরা ব্লগার পরিচয় নিয়ে গর্ববোধ করবো ।
ভালো থাকবেন পার্থ ।
১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৫০
হাসান মাহবুব বলেছেন: চমৎকার একটা লেখা মামুন ভাই। ইত্তেফাকে প্রকাশের জন্যে অভিনন্দন।
১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই । ভালো থাকবেন ।
১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৪০
রাজিব বলেছেন: লেখা খুবই ভাল তবে আমার মনে হয়েছে যে সামু ব্লগের পাশাপাশি প্রথম আলো ব্লগ (যদিও এখন বন্ধ) এবং সচালায়তনের নামে আশা দরকার ছিল কারণ ঐ দুটি ব্লগেও সাহিত্য চর্চা বেশ ভাল করেই হয়। আমার নিজের সামু ব্লগে ছাড়া অন্য কোথাও একাউন্ট নেই। এখানে অন্যদের দেখে বেশ কিছু অনুবাদ ও একটি ছোট গল্প লিখেছি।
আমাদের ব্লগঃ http://blog.e-cab.net/
১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩
মামুন রশিদ বলেছেন: এই লেখায় পুরো বাংলা ব্লগ পরিমণ্ডলকে তুলে ধরা হয়েছে । সামুর নাম দুবার কোট করা হয়েছে প্রয়োজনে, একবার প্রথম ব্লগ হিসেবে আরেকবার ব্লগার সাদরিলের গবেষণা থেকে তথ্য নেয়ার সুবাদে ।
ই-ক্যাব প্রতিষ্টা করে আপনারা চমৎকার কাজ করেছেন । শুভকামনা রইলো রাজিব ভাই ।
১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৪
ডট কম ০০৯ বলেছেন: অভিনন্দন মামুন রশিদ ভাই।
এত সুন্দর করে গুছিয়ে লিখেছেন পড়ে ভাল লাগল।
১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরমান ভাই । ভালো থাকবেন ।
১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৬
কয়েস সামী বলেছেন: এভাবেই ব্লগকে আরো পরিচিত করে তুলতে হবে। বুঝিয়ে দিতে হবে ব্লগভিত্তিক সাহিত্য চর্চা কিছুতেই প্রিন্ট মিডিয়ার চে কম না। ধন্যবাদ সবার প্রিয় মামুন ভাইকে।
১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
মামুন রশিদ বলেছেন: এভাবেই ব্লগকে আরো পরিচিত করে তুলতে হবে। বুঝিয়ে দিতে হবে ব্লগভিত্তিক সাহিত্য চর্চা কিছুতেই প্রিন্ট মিডিয়ার চে কম না।
ঠিক বলেছেন । একই সাথে ব্লগ নিয়ে জনমানসে যে নেতিবাচক ধারণা বিদ্যমান, ব্লগ সাহিত্য চর্চার মাধ্যমে তা কাটিয়ে উঠা অনেক সহজ হবে ।
ধন্যবাদ প্রিয় লেখক ।
২০| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৩
নুরএমডিচৌধূরী বলেছেন: অভিনন্দন ও রজনী গন্ধ্যার শুভেচ্ছা মামুন রশিদ ভাই।
আপনার সুন্দর সুন্দর লিখা আমাদের মত কাঁচা লেখকদের
দিক দর্শন। দোয়া করি অনেক বড় হন।
লিখায় ++++++++
১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা । লিখতে লিখতেই একদিন বড় লেখক হয়ে উঠবেন ।
২১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪
সুফিয়া বলেছেন: কায়েস সামীর সাথে একমত।
এভাবেই ব্লগকে আরো পরিচিত করে তুলতে হবে। বুঝিয়ে দিতে হবে ব্লগভিত্তিক সাহিত্য চর্চা কিছুতেই প্রিন্ট মিডিয়ার চেয়ে কম না।
এজন্য দরকার ব্লগ নিয়ে আরও বেশী বস্থনিষ্ঠ লেখালেখি। সে হিসেবে আপনার লেখাটা পথিকৃত হয় থাকবে।
১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ সুফিয়া আপু । ভালো থাকবেন ।
২২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৫
তুষার কাব্য বলেছেন: অভিনন্দন প্রিয় মামুন ভাই।
১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ তুষার কাব্য ।
২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১২
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার সাবলীল লেখা ভ্রাতা ++++++++
প্রিন্টেড মিডিয়ায় যাওয়ায় অভিনন্দন
ভালো থাকবেন সবসময় ।
১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা । ভালো থাকবেন ।
২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২১
নেক্সাস বলেছেন: চমৎকার লিখা। পড়ে খুব ভাল লাগলো
১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নেক্সাস । ভালো থাকবেন ।
২৫| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখাটা খুব ভালো লাগলো। মনোগ্রাহী।
অভিনন্দন মামুন ভাই।
১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১০
মামুন রশিদ বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা জানবেন সোনাবীজ ভাই । ভালো থাকবেন ।
২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮
ইছামতির তী্রে বলেছেন: অনেকের মনের কথা বলেছেন মামুন ভাই। ব্লগিং এর ভেতরের সৌন্দর্য এটাই। এটি সকল শ্রেণি-পেশার, যেকোন বয়সের, যেকোন মানের লেখকের জন্য অতি উত্তম এক প্লাটফরম। সামু তথা ব্লগিং সকলের আশ্রয়স্থল। এখানে সবাইকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। এতে করে 'গাইতে গাইতে গায়েন'-র মত 'লিখতে লিখতে লেখক' হয়ে উঠছেন। সত্যি এটি অসাধারণ একটা বিষয়।
জানা আপা এবং গোটা সামু টিমকে জানাই আন্তরিক অভিবাদন।
আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৫
মামুন রশিদ বলেছেন: এটি সকল শ্রেণি-পেশার, যেকোন বয়সের, যেকোন মানের লেখকের জন্য অতি উত্তম এক প্লাটফরম। সামু তথা ব্লগিং সকলের আশ্রয়স্থল। এখানে সবাইকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। এতে করে 'গাইতে গাইতে গায়েন'-র মত 'লিখতে লিখতে লেখক' হয়ে উঠছেন। সত্যি এটি অসাধারণ একটা বিষয়।
খুব চমৎকার বলেছেন । ধন্যবাদ আপনাকে । জানা আপা এবং গোটা টিমের জন্য শুভকামনা ।
২৭| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৫
প্রফেসর মরিয়ার্টি বলেছেন: ব্লগের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে 'লেখকের নিজস্ব মতামতকে সম্মান দেয়া এবং লেখার ক্ষেত্রে ব্যাক্তি স্বাধীনতা প্রদান'।
প্রকাশিত লেখা অন্তত সম্পাদকের টেবিলে কাটছাঁট হয়না।
ব্লগ নিয়ে বিশ্লেষণধর্মী লেখার জন্য ধন্যবাদ মামুন রশিদ ভাই
১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪১
মামুন রশিদ বলেছেন: ব্লগের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে 'লেখকের নিজস্ব মতামতকে সম্মান দেয়া এবং লেখার ক্ষেত্রে ব্যাক্তি স্বাধীনতা প্রদান'। প্রকাশিত লেখা অন্তত সম্পাদকের টেবিলে কাটছাঁট হয়না।
সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ প্রফেসর মরিয়ার্টি
২৮| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: নবম ভাল লাগা।
সত্যি বাংলা ব্লগিং এবং বাংলা ব্লগ সাইট সামু একটি বাস্তা কিংবদন্তী আমাদের জন্য।
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই । ভালো থাকবেন ।
২৯| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫
বৃতি বলেছেন: অভিনন্দন মামুন রশিদ ভাই সুন্দর পোস্ট।
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ বৃতি । ভালো থাকবেন ।
৩০| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩
সুমন কর বলেছেন: সময় নিয়ে পড়লাম। অসাধারণ লিখেছেন। যা বাংলা ব্লগিং-কে অারো সমৃদ্ধশালী করতে পারে। ব্লগিং সম্পর্কে মানুষের ভুল ধারণা এখনো ব্লগিং এর জন্য বিরাট অন্তরায়। গ্রেট জব-মামুন ভাই।
আর পত্রিকায় প্রকাশিত হবার জন্য অভিনন্দন রইলো।
তাই একই ভাবে বলতে চাই,
তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেট বিকাশের সাথে সাথে বাংলা ব্লগিং পরিমণ্ডল বাংলা সাহিত্যচর্চার প্রধানতম মাধ্যমে পরিণত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
১১+।
ভাল লাগা, শুভেচ্ছা এবং শুভকামনা -সব সময়।
জানাপু এবং কা_ভা ভাইকেও অনেক ধন্যবাদ।
১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮
মামুন রশিদ বলেছেন: ব্লগিং সম্পর্কে মানুষের ভুল ধারণা এখনো ব্লগিং এর জন্য বিরাট অন্তরায়।
হ্যাঁ সুমন, ব্লগিং সম্পর্কে মানুষের ভুল ধারণাই এখন ব্লগিংয়ের জন্য বড় বাধা । আশাকরি একদিন এই বাধা কেটে যাবে । আর এ ব্যাপারে ব্লগার, ব্লগ মডারেশন সবাইকে এক সাথে কাজ করতে হবে ।
অনেক ধন্যবাদ প্রিয় সুমন ।
৩১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ভাবে গুছিয়ে লিখেছেন !
অভিনন্দন মামুন ভাই !
১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাইয়া ।
৩২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: অভিনন্দন মামুন ভাই!
চমৎকার করে লিখেছেন!
১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ইফতি । ভালো থাকবেন ।
৩৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
আলম দীপ্র বলেছেন: অভিনন্দন আমার পক্ষ থেকে
।
আমার একটা ইচ্ছার কথা জানাই ,
আপনি একটা গল্প লিখছেন কবে ??
১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১১
মামুন রশিদ বলেছেন: গল্প থেকে ইচ্ছে ছুটি নিয়েছি যে.. ইদানিং খুব টানছে, বসতে হবে মনে হয়!
অনেক ধন্যবাদ দীপ্র । ভালো থেকো ।
৩৪| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
কলমের কালি শেষ বলেছেন: অল্প ভাষায় অনেক সুন্দর উপস্থাপন ।
অভিনন্দন মামুন রশিদ ভাই ।
১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১২
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৩৫| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
মনিরা সুলতানা বলেছেন: গোছানো লেখা , খুব ভাল লাগল
১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ মনিরা আপু । ভালো থাকবেন ।
৩৬| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৪
ঢাকাবাসী বলেছেন: দারুণ লিখেছেন। দেখুন ব্লগার হিসেবে পরিচয় দিলে বলবে বলবে 'বই বের করেন না্', কোন জবাব নেই!
১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১
মামুন রশিদ বলেছেন: হাহাহ, ভ্রমনের উপর বই বের হলে ভালোই হয়! একটা বই বের করেন না!
ধন্যবাদ ঢাকাবাসী । ভালো থাকবেন ।
৩৭| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগা মামুন ভাই।
আশাবাদে বসবাস আমার।
শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন সবসময়।
১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই ।
ভালো থাকবেন । শুভকামনা সতত ।
৩৮| ১১ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৪৫
খেলাঘর বলেছেন:
ব্লগিং প্রথমবারের মত বাংলায় লেখকের সৃস্টি করবে।
১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০
মামুন রশিদ বলেছেন: আপনি যেমন বুঝেন..
৩৯| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬
জুন বলেছেন: খুব সুন্দর পোষ্ট
+
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৫
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুনাপ্পী । ভালো থাকবেন ।
৪০| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৮
লিরিকস বলেছেন:
১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আপু ।
৪১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২
মাহফুজ তানজিল বলেছেন: ইতিবাচক লেখা । +++
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ মাহফুজ তানজিল । ভালো থাকবেন ।
৪২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪০
আরজু পনি বলেছেন:
অভিনন্দন রইল মামুন ।
লেখাটা খুব ভালো লাগলো ।।
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পনি'পু । ভালো থাকা হোক ।
৪৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ জনাব মামুন রশির ভাই, পেরনাময়ী পোষ্টা শেয়ার করার জন্য।
কুড়িয়ে পেলাম পেরনার উৎস,
রেখে গেলাম অগণিত ভাললাগা।
ভাল থাকবেন......
শুভ কামনা রইলো......
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৯
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ নুর ইসলাম রফিক । আপনাকে পেয়ে ভালো লাগছে ।
৪৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
আমি তুমি আমরা বলেছেন: লেখাটা ভাল লেগেছে। তবে ফেসবুকের আগ্রাসনে ব্লগের লেখকের ফেসবুকে চলে যাওয়ার ব্যাপারটাও মনে হয় আসতে পারত।
বিজয়ের শুভেচ্ছা মামুন ভাই।
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা । সকল আগ্রাসন ফেস করে ব্লগ এখনো সাহিত্য চর্চার আলোটা ভালো ভাবেই জ্বালিয়ে রেখেছে ।
৪৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৭
আমি ময়ূরাক্ষী বলেছেন: দরকারী ও উপকারী লেখা। প্রিয়তে রাখছি মামুনভাই।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু । ভালো থাকা হোক ।
৪৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: তথ্য সমৃদ্ধ বিষয় । ভাললাগা ।।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু ।
৪৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬
দীপান্বিতা বলেছেন: সত্যি, এই সামু ব্লগ থেকে যে আমি কত কিছু জেনেছি, কত গুণি মানুষের সঙ্গ পেয়েছি ভেবে নিজেকে ভাগ্যবান মনে হয়- বাংলা ব্লগের জয়...
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ দীপান্বিতা । ভালো থাকবেন ।
৪৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ১৫ তম ভালোলাগা ও লেখা প্রকাশের অভিনন্দন।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৮
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ তনিমা । ভালো থাকবেন ।
৪৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩১
আহমেদ জী এস বলেছেন: মামুন রশিদ ,
জঘন্য রকমের দুঃখিত । এই সুন্দর লেখাটিতে প্রথমেই মন্তব্য করে আপনাকে বাহবা দেয়া হয়নি ।
ইত্তেফাকে ঐদিন সকালেই লেখাটি দেখেছিলুম । রাতে এসেই দেখি আপনি এই পোষ্টটি দিয়েছেন । কেন যে মন্তব্য করা হয়ে ওঠেনি ! হয়তো "মক্কার মানুষ হজ্ব পায়না" এমোনটা ঘটে থাকতে পারে ।
ব্লগ ও ব্লগারদের সম্পর্কে একটি পজেটিভ লেখা । অনেকেই উৎসাহিত হবেন ।
শুভেচ্ছান্তে আর ভালো থাকুন ।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩১
মামুন রশিদ বলেছেন: সুন্দর অনুপ্রেরণাদায়ি মন্তব্যে সিক্ত হলাম প্রিয় আহমেদ জী এস ভাই ।
ভালো থাকবেন সর্বদা । নিরন্তর শুভকামনা ।
৫০| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫১
ইমিনা বলেছেন: আমার আসতে লেইট হয়ে গেলো
দুঃখিত দুঃখিত
১৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
মামুন রশিদ বলেছেন: হাহাহ, আপনি পড়েছেন এজন্য ধন্যবাদ । ভালো থাকবেন ইমিনা ।
৫১| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো ।+
১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সেলিম ।
৫২| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ ব্লগ দিবস!!!
১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা স্নিগ্ধ শোভন ।
৫৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৮
রোদেলা বলেছেন: বড় বড় লেখকরা যা ইচ্ছা লিখলেই পয়সা ,অযথা ব্লগে লিখবে কোণ দুঃখে ?
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৭
মামুন রশিদ বলেছেন: তাই তো
৫৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৪
প্রামানিক বলেছেন: পূর্বে আমাদের মূলধারার সাহিত্যচর্চা ছিল মূলত কেন্দ্রমুখী। ঢাকাকেন্দ্রিক দৈনিক পত্রিকার সাহিত্য সাময়িকী, নিয়মিত/অনিয়মিত কিছু সাহিত্য পত্রিকা আর ছোট কাগজই ছিল সাহিত্যচর্চার মূল মাধ্যম। কিন্তু দৈনিক পত্রিকায় স্পেস সংকট, সাহিত্য পত্রিকা/ ছোট কাগজ ভিত্তিক লেখকদের গোষ্ঠীবদ্ধতা এক ধরনের কেন্দ্রীয় মেরুকরণ তৈরি করেছিল। এতে প্রান্তিক এবং অপ্রতিষ্ঠিত লেখকদের আত্মপ্রকাশের সুযোগটা হয়ে পড়েছিল সংকীর্ণ। বাংলা ব্লগিং প্লাটফর্ম এই কেন্দ্রমুখিতা আর গোষ্ঠীবদ্ধতার বিপরীতে বাংলাভাষী লেখকদের জন্য একটা সার্বজনীন বিকল্প মাধ্যম গড়ে তুলেছে।
লেখাটি খুব ভাল লাগল। ধন্যবাদ ভাই মামুন রশীদ।
২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০১
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই ।
৫৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫
লিরিকস বলেছেন: ১৫ তম শুভেচ্ছা
২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭
মামুন রশিদ বলেছেন: হাহাহ, থ্যান্কু থ্যান্কু
৫৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
মুদ্দাকির বলেছেন:
আসসালামুয়ালাইকুম!!
ব্লগের আগে ইত্তেফাকে পড়েছি ভালো লেগেছে!!
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৬
মামুন রশিদ বলেছেন: ওয়ালাইকুম সালাম । লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই ।
৫৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩০
বিদ্রোহী বাঙালি বলেছেন: ব্লগকেন্দ্রিক সাহিত্য চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার এই পোস্ট অবশ্যই ইতিবাচক ভুমিকা পালন করবে। ব্লগকে এখনই বিকল্প মিডিয়া হিসাবে দেখা হয়। ভবিষ্যতে যদি ব্লগকেই প্রধান মিডিয়া হিসাবে দেখা যায়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। সাহিত্যের মূল ধারা এক সময় ভার্চুয়াল এই ধারায় হারিয়েও যেতে পারে। তবে এই ব্যাপারে ব্লগারদেরই অগ্রণী ভুমিকা পালন করতে হবে। ব্লগকে কেউ যেন রাফখাতা হিসাবে সাহিত্য চর্চা না করে। পাশাপাশি ব্লগ কর্তৃপক্ষকেও আন্তরিক হওয়ার দাবী রাখে। তবে হয়তো একদিন সম্ভব হবে ব্লগকে সাহিত্যের মূল ধারায় মিশিয়ে দিতে কিংবা ব্লগই হয়ে উঠবে সাহিত্যের মূল ধারা। ধন্যবাদ মামুন। খুব ভালো একটা পোস্ট পড়লাম। যেহেতু ব্লগিং করি, তাই ব্লগের যেকোনো ইতিবাচক দিক পড়তেও ভালো লাগে।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫
মামুন রশিদ বলেছেন: চমৎকার মন্তব্যে ভালোলাগা জানবেন ভাই । ব্লগের নিজস্ব বৈশিষ্ট অনুযায়ী রাফখাতা হয়ত থেকে যাবে । সেই সাথে সিরিয়াস লেখালেখির ধারাটাও বেগবান হয়ে একদিন হয়ত ভার্চুয়াল মাধ্যমই হয়ে উঠবে বাংলা সাহিত্যের প্রধানতম ধারা ।
৫৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০২
লিরিকস বলেছেন: আপনার ভালো লাগা একটা গান দিয়েছি, সুমনের
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৭
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু । গানটা নস্টালজিক করে দেয় ।
৫৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩
দর্পণ বলেছেন: মামুনভাই গ্রেট!
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ দর্পণ । ভালো থাকবেন ।
৬০| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
আমি অপদার্থ বলেছেন:
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।
৬১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯
আহসান জামান বলেছেন: পাঠ্যসুখ, ধন্যবাদ।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ আহসান জামান ।
৬২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬
তাহসিনুল ইসলাম বলেছেন: সাবলীল সুন্দরভাবে তুলে ধরেছেন ব্যাপারটা। বেশ লাগলো পড়ে। শুভকামনা রইলো।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ তাহসিনুল ইসলাম ।
৬৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০
হঠাৎ ধুমকেতু বলেছেন: ভাল লাগল মামুন ভাই।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । ভালো থাকবেন ।
৬৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮
লিরিকস বলেছেন: আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ।
ব্লগে আপনার স্নেহ মিস করব খুব।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৫
মামুন রশিদ বলেছেন: ভালো থেকো সব সময় । তোমার সাথে দেখা হলে আমারও খুব ভালো লাগবে ।
৬৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭
আরজু মুন জারিন বলেছেন: ব্লগিং মাধ্যমে বাংলা সাহিত্য চর্চাঃব্লগাররা আমাদের প্রিয় মাতৃভাষায় সাহিত্যচর্চার একটা নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেট বিকাশের সাথে সাথে বাংলা ব্লগিং পরিমণ্ডল বাংলা সাহিত্যচর্চার প্রধানতম মাধ্যমে পরিণত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
এ আমি ও মনে করি মামুন ভাই।আমি আগে কোনদিন লিখিনি।কল্পনাও করিনি আমি কবিতা লিখব ,গল্প লিখব।ব্লগে এসে এত অনুপ্রেরনা পেলাম সব ব্লগার ভাই বোনদের কাছে ছোট খাট লেখা থেকে।এখন আমি প্র্যাকটিস করি,লেখার চেষ্টা করি।সবার লেখা পড়ি।এই ব্লগ আসলে বাংলা সাহিত্যকে অনেক সমৃদ্ধশালী করেছে ।আমি নিজে ও ব্লগে এসে লিখতে শিখছি, কমেন্টস করতে শিখছি।কেননা এখানে একসাথে অনেক ব্লগার ভাই বোনদের লেখা পড়ছি ।এতে আমাদের ভাবনা চিন্তার জগত প্রসারিত হচ্ছে।অনেক অনেক নবীন লেখক ,সাহিত্যিক তৈয়ারী হচ্ছে ব্লগের মাধ্যমে।আমার কথা ই বলি।অনেকে আমাকে বই প্রকাশ করতে বলছে।আজ আমার যদি বই প্রকাশ হয় লেখিকা হিসাবে নাম হয় তবে তার অবদান সবার আগে আমি ব্লগকে দিব।আমার লেখার হাতখড়ি কিন্তু ব্লগে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে উপযুক্ত পোষ্টটির জন্য।শুভেচ্ছা রইল।
০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০
মামুন রশিদ বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ জারিন । আপনার মত আমিও ব্লগে এসে কলম ধরতে শিখেছি । তাই আপনার কথাগুলোই আমি পোস্টে রিফ্লেক্ট করেছে ।
ভালো থাকা হোক । নতুন বছরের শুভেচ্ছা ।
৬৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫
অদৃশ্য বলেছেন:
দারুন লিখা মামুন ভাই... আর বেশি কিছু না বলে শুধু এটুকু বলতে চাই,... যারা লিখালিখি করতে চান বা সেই স্বপ্ন দ্যাখেন তাদের শুরুর জন্য ব্লগ বিরাট একটি প্লাটফর্ম... কেউ একজন চেষ্টা করলে ব্লগের মাধ্যমেই তার স্বপ্নকে নাগালের মধ্যে আনতে পারেন... বিশেষ করে সামুর মতো ব্লগে...
শুভকামনা...
০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
মামুন রশিদ বলেছেন: যারা লিখালিখি করতে চান বা সেই স্বপ্ন দ্যাখেন তাদের শুরুর জন্য ব্লগ বিরাট একটি প্লাটফর্ম... কেউ একজন চেষ্টা করলে ব্লগের মাধ্যমেই তার স্বপ্নকে নাগালের মধ্যে আনতে পারেন... বিশেষ করে সামুর মতো ব্লগে...
একদম মনের কথা বলেছেন ।
ধন্যবাদ কবি । শুভ হোক নতুন বছরের পথচলা ।
৬৭| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:১৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সাহিত্য চর্চ্চার সাথে ব্লগ চর্চ্চার সুনিবিড় এক সম্পর্ক সাম্প্রতিক। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্বটা একটু বেশিই।
ভালো লিখা ছিলো, মামুন ভাই।
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ দূর্জয় । ভালো থাকবেন ।
৬৮| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬
একজন আরমান বলেছেন:
দারুন লিখেছেন মামুন ভাই।
আগেই পেপারে পড়েছিলাম। আজ ব্লগে পড়লাম।
শুভেচ্ছা রইলো।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ভাইডি ।
৬৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: পড়েছিলাম আগেই। কমেন্ট করা হয় নি ব্যস্ততায়।
কেমন আছেন?
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩১
মামুন রশিদ বলেছেন: ভালো আছি । আপনি কেমন আছেন প্রফেসর সাহেব ?
৭০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০২
বিদগ্ধ বলেছেন: অনবদ্য
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।
৭১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০০
এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত ভাইয়া !
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৩
মামুন রশিদ বলেছেন: বসন্ত এলো গেলো...
ধন্যবাদ সাবির ভাই ।
৭২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৩
শবদাহ বলেছেন: নতুন ব্লগারদের লিখতে উদ্বুদ্ধ করার মতো লেখা। ভালো লাগলো।
ব্লগে প্রকাশের জন্য ধন্যবাদ এবং পত্রিকায় প্রকাশের জন্য অভিনন্দন।
ভালো থাকবেন।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ।
৭৩| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৮
নুর ইসলাম রফিক বলেছেন: আমরা কি জবাব মামুন রশীদ ভাইকে হারিয়ে ফেললাম।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৫
মামুন রশিদ বলেছেন: আছি তো!
৭৪| ২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
হার্ড নাট বলেছেন: আমার লেখাগুলা আটকে ছিল নোটপ্যাডে। কিন্তু এখন কিছু লিখলে তা ব্লগের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি। বিষয়টা খুবই অনুপ্রেরণা দেয়।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৫
মামুন রশিদ বলেছেন: সত্যিই তাই । ধন্যবাদ ।
৭৫| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় মামুন রশিদ ভাই এতদিন পর ব্লগে এলেন ।সুস্বাগতম ।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সেলিম ।
৭৬| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫১
এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল ভাইয়া!!
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৮
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা অহর্নিশ ।
৭৭| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৭
সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৮
মামুন রশিদ বলেছেন: লেট ধন্যবাদ সুমন ।
৭৮| ২৫ শে জুন, ২০১৫ ভোর ৬:১১
মশিকুর বলেছেন:
কম কথায় অসাধারন লেখা, মোটামুটি সো বিষয়ই ফুটে উঠেছে।
অভিনন্দন মামুন রশিদ ভাই
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ মশিকুর ।
৭৯| ২৫ শে জুন, ২০১৫ ভোর ৬:১২
মশিকুর বলেছেন:
সো< সব
৮০| ২৫ শে জুন, ২০১৫ ভোর ৬:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ। আমার মনের কথাগুলো চমৎকার ভাবে গুছিয়ে লিখেছেন।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৭
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
৮১| ০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
রাসেলহাসান বলেছেন: ভাই কি গুম হয়ে গেলেন নাকি? "ইলিয়াস আলির" মতো!
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৭
মামুন রশিদ বলেছেন: আছি..
৮২| ০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০১
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: সব মন্তব্যই তো করা শেষ!আমি নতুন ব্লগার,লেখাটির সাথে সাথে মন্তব্যগুলো ও আমার পথচলায় সহায়কহবে।সবাইকে ধন্যবাদ
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৮
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
৮৩| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫১
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।
শুভ কামনা।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৯
মামুন রশিদ বলেছেন: শুভকামনা নিরন্তর ।
৮৪| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৫
সোজা কথা বলেছেন: সাহিত্য চর্চার ক্ষেত্রে ব্লগের অবদান অনস্বীকার্য আমি মনে করি। পত্রিকাতে পড়া হয়েছিল এখানেও পড়লাম। ভাল লাগলো মামুন ভাই।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সোজা ।
৮৫| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেকদিন ধরে আপনার নতুন লেখা পাচ্ছি না।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ তনিমা । লেখালেখিতে ফিরে আসার চেষ্টা করছি ।
৮৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৭
প্রবাসী পাঠক বলেছেন: শুভ জন্মদিন মামুন ভাইয়া।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাইজান ।
৮৭| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৩
জুন বলেছেন: বহুদিন পর নিকটা দেখলাম আর ভালো লাগলো অনেক মামুন রশিদ।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ জুনাপ্পী ।
৮৮| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭
গেম চেঞ্জার বলেছেন: আপনার লেখাটাও সামু ব্লগের অন্যতম সম্পদ।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
৮৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৭
নুর ইসলাম রফিক বলেছেন: মামুন প্রায় এক বছর পর এলেন।
আপনার এই আগমন আমাকে চমকে দিয়েছে সাথে অজানা এক আনন্দ।
তা কেমন ছিলেন আর এখন কেমন আছেন?
ছোট ভাইটাকে এতো দিন কি করে ভুলে থাকলেন।
অনেক অনেক মিস করেছি আপনাকে সামুতে।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ রফিক । ভালো থাকবেন ।
৯০| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩
রাতুল_শাহ বলেছেন: নতুন লেখা কোথায়?
১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৯
মামুন রশিদ বলেছেন: নতুন লেখা খুজছি, পাইলে দিয়ে দিবখন
৯১| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৮
রাতুল_শাহ বলেছেন: কবে পাবেন?
আমরা তো অপেক্ষায় আছি।
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪০
মামুন রশিদ বলেছেন: মা স্বরস্বতি কৃপা দিন..
৯২| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: বাংলা ব্লগ এমনিভাবে এগিয়ে যাক আর জয় করে নিক প্রতিটা মানুষের হৃদয় সেই কামনা, শুভেচ্ছা জানিয়ে গেলাম আদম ভাই।
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই ।
৯৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২
এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
৯৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭
ডি মুন বলেছেন:
আপনি কি আর ব্লগে গল্প-টল্প লিখবেন না নাকি !!!!!
৯৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮
আহসানের ব্লগ বলেছেন: ++++++
৯৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮
বিজন রয় বলেছেন: ভাল লেখা্।
এবার নতুন পোস্ট দিন।
৯৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
দুঃস্বপ্০০৭ বলেছেন: ভালো পোস্টে + < _ নাই।
৯৮| ২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই লেখাটি যে সময়ের, ব্লগিং মাধ্যমে সাহিত্য চর্চার গতি সেই সময়ের তুলনায় বর্তমানে অনেকটাই শ্লথ।
৯৯| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫০
বিজন রয় বলেছেন: কেমন আছেন? নতুন পোস্ট দিন।
১০০| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এই মেইলে ছোট্ট একটা নক করলে একটু ভালো হতো ভাউ
প্রয়োজন আছে বটে
[email protected]
১০১| ১৯ শে জুন, ২০২০ রাত ১:৪৫
মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে মিস করি, মামুন ভাই।
ভদ্রতাবোধ নামের দুর্লভ জিনিসটা আপনার মাঝে দেখেছি।
১০২| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১:১৯
রাকু হাসান বলেছেন:
ভালো আছেন?
১০৩| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৮
আমি সাজিদ বলেছেন: ফিরে আসবেন না আর?
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রথম ভালো লাগা আমার মামুন ভাই।
ব্লগারদের সৃজনশীলতা বিকাশে সামু আরও কার্যকর ভূমিকা রাখুক এটাই চাই।
ধন্যবাদ সামুর সকল পরিবারকে।
মামুন ভাই আপনাকে ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য।