নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহমুদা~বড়~বেইমান~তাই~কষ্টে~আছে~মামুন~খাঁন

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে

মামুন খাঁন

লাখো ভক্ত টেলিফোনে খবর জানতে চায় আমি নাকি বেঁচে নাই আর এই দুনিয়ায় যত ভক্ত ভাই-বোন আমার তাদের একা করে জন্মের মত আমি নাকি চলে গেছি পরোপারে শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা বেঁচে আছি ঠিকই মনটা গেছে মরে। আর একটা কথা সবাই ভাববেন যে এখানে একটা মজনু এসেছে নতুন এ যুগের

মামুন খাঁন › বিস্তারিত পোস্টঃ

চোখ দুটি গাড়ো লাল নেশায় বিলীন

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৩

চোখ দুটি গাড়ো লাল নেশায় বিলীন

পথে ঘাটে ঘুড়ে ওরা খায় হেরোইন

মদ গাজা খেয়ে কেউ মাতলামী করে

অকালে কত প্রান যায় যে ঝরে

ছিনতাই করে ওরা লয় পেথেডিন

সমাজের চোখে ওরা চরিত্রহীন

ওরা বাঁচবেনারে বেশিদিন ওরা বাঁচবেনারে বেশিদিন।

লেখাপড়া শিখে ছেলে হবে জ্ঞানী গুনী

কেটে যাবে বাবা-মার ব্যাথার গ্লানী

কাগজ কলম বই খাতা সব ছেড়ে

অশ্র হাতে নিয়ে সন্ত্রাসী করে।

ছিনতাই করে ওরা লয় পেথেডিন

সমাজের চোখে ওরা চরিত্রহীন

ওরা বাঁচবেনারে বেশিদিন ওরা বাঁচবেনারে বেশিদিন।

বেকার যুবক কত হয়ে দিশেহারা

ধুমপান বিষপান মানে না যে ওরা

আগামী দিন নিয়ে ভাবে না এখন

কি ভাবে কাঁটবে ওদেরই জীবন।

ছিনতাই করে ওরা লয় পেথেডিন

সমাজের চোখে ওরা চরিত্রহীন

ওরা বাঁচবেনারে বেশিদিন ওরা বাঁচবেনারে বেশিদিন।

ইতি

তোমার ভালবাসার ভিখারী

মামুন খাঁন

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৩

শামী777 বলেছেন: ওরা যদি হায়না না হয়ে ভাল মানুষ হতো আমাদের দেশটা সত্তিই সোনার বাংলা হতো।আমাদার সকলেরই উচিত ওদের কে সৎ পথে ফিরিয়ে আনা।ভাল লিখেছেন ধন্যবাদ।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৫৭

এখানে তমসা বলেছেন: গান নাকি?
খারাপ হয় নাই।
যাদের নিয়ে ভেবেছেন, আসলে এইভাবে তাদের নিয়ে কেউ ভাবে না....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.