নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহমুদা~বড়~বেইমান~তাই~কষ্টে~আছে~মামুন~খাঁন

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে

মামুন খাঁন

লাখো ভক্ত টেলিফোনে খবর জানতে চায় আমি নাকি বেঁচে নাই আর এই দুনিয়ায় যত ভক্ত ভাই-বোন আমার তাদের একা করে জন্মের মত আমি নাকি চলে গেছি পরোপারে শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা বেঁচে আছি ঠিকই মনটা গেছে মরে। আর একটা কথা সবাই ভাববেন যে এখানে একটা মজনু এসেছে নতুন এ যুগের

মামুন খাঁন › বিস্তারিত পোস্টঃ

হায়রে জীবন হইলে মরন

১৪ ই নভেম্বর, ২০১২ রাত ৯:২৫

হায়রে জীবন হইলে মরন

কবরে শুইতে গেলে বালিশ পাইবানা

গা গতরে ব্যাথা হইলে

জান্ডু পানের মালিশ পাইবানা।

পাপ করিলে মনা দোযখে যাইবা

পূন্যে যাইবা বেহেশ্ত

কান্দে দুই মুহরি লিখন কাজে

সদায় আছেন তারা ব্যাস্থ

তুমি পাপি হইলে মনা

তোমার পক্ষে শালশ পাইবানা।

হায়রে জীবন হইলে মরন

কবরে শুইতে গেলে বালিশ পাইবানা

ভাব লাগাইয়া মনা জগতের মধ্যে

করলি কতই রঙ্গ

পুবালী সূর্য পশ্চিমে হেলিবে

রঙ্গের মেলা হবে ভংঙ্গ

সত্য পথে চললে কেবল

আখেরে নালিশ পাইবানা।

হায়রে জীবন হইলে মরন

কবরে শুইতে গেলে বালিশ পাইবানা

গা গতরে ব্যাথা হইলে

জান্ডু পানের মালিশ পাইবানা।

ইতি

তোমার ভালবাসার ভিখারী

ফেরারী মামুন খাঁন

Click This Link

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩২

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.