![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাখো ভক্ত টেলিফোনে খবর জানতে চায় আমি নাকি বেঁচে নাই আর এই দুনিয়ায় যত ভক্ত ভাই-বোন আমার তাদের একা করে জন্মের মত আমি নাকি চলে গেছি পরোপারে শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা বেঁচে আছি ঠিকই মনটা গেছে মরে। আর একটা কথা সবাই ভাববেন যে এখানে একটা মজনু এসেছে নতুন এ যুগের
কি করে সইবো, কি করে বইবো, এক জনমে এত ব্যথা!
পাথর করে কেন জন্ম দিল না বিধাতা
আমি তো নদী নই তবু চোখে জল
না বুঝে ভালোবাসার এই ফলাফল
কার ভুলে এ জীবন ভেজা কবিতা
পাথর করে কেন জন্ম দিল না বিধাতা।
গেয়েছি যত গান গানে যত সুর
নিজের অজান্তেই বেদনা-বিধুর
কোন দোষে ভিজে আছে চোখের পাতা
পাথর করে কেন জন্ম দিল না বিধাতা।
কি করে সইবো, কি করে বইবো, এক জনমে এত ব্যথা!
পাথর করে কেন জন্ম দিল না বিধাতা
ইতি
তোমার ভালবাসার ভিখারী
ফেরারী মামুন খাঁন
©somewhere in net ltd.