![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হব
........কাজী নজরুল ইসলাম
আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম-বাগে
উঠব আমি ডাকি !
সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
হয়নি সকাল, ঘুমো এখন,
মা বলবেন রেগে।
বলব আমি - আলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল, তাই বলে কি
সকাল হবে না ক ?
আমরা যদি না জাগি মা
কেম্নে সকাল হবে ?
তোমার ছেলে উঠলে গো মা
রাত পোহাবে তবে।
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৭
মোঃ মামুনুর রশিদ বলেছেন: ঠিক বলেছেন ভাই
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: নজরুলের শিশুতুস কবিতা গুলি আসলেই অতুলনীয়