![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফুটে।
যার সনে যার ভালোবাসা,
সেইতো মজা লুটে।
আমার জামাই ধান বায়
হরিণডাঙার মাঠে।
সোনা দেহে ঘাম ঝরে
দেইখা পরাণ ফাটে।
বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।
শাওন ভাদর মাসে
জামাই আদর করে।
ইচ্ছে জামাই করবো আদর
দানাতো নাই ঘরে।
বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।
২| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০০
মোঃ মামুনুর রশিদ বলেছেন: ঠিক বলেছেন ভাই
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৯
জাকরিন কাদির বলেছেন: গানটি আমার খুব পছন্দের একটি গান। আসলে অতল জলের সব গানগুলি ই মন ছুঁয়ে যায় ।।