![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুরি করতে কেউ সাহায্য করলে,তাকে আমরা চোর বলি । আর খুনি কে কেউ সাহায্য করলে, তাকে আমরা খুনি বলবো না কেনো ??
আর যদি সত্যি সে খুনিই হয়, তা হলে, সাহায্য কারী তার ও সর্বচ্চ শাস্তি হতে হবে। কাউকে ছাড় দিতে দিবে না বাংলার সাধারন জনগন !! হোক সে এ দেশের বড় কোন পরিবারের লোক, অথবা উচ্চ পদস্থ কোনো সরকারি কর্মকর্তা।
"""" শিশু রাজনের মূল হত্যাকারী কামরুলকে ৬ লাখ টাকা নিয়ে পুলিশ
সৌদি আরব পালিয়ে যেতে সাহায্য
করে। তাদের সাথে কন্টাক্ট ছিলো
আরো ৬ লাখ দিলে রাজন হত্যা
মামলায় গ্রেফতার হওয়া কামরুলের বড়
ভাই মুহিত আলমকেও ছেড়ে দেবে
পুলিশ। কিন্তু এরআগেই বিষয়টি সর্বত্র
জানাজানি হয়ে যাওয়ায় তাকে আর
ছাড়তে পারেনি।"""
ছিঃ ছিঃ, ,,,এই কি বাংলাদেশের পুলিশ ।। ধিক্কার তোর মত নর পিচাশের প্রতি। তুই মানুষ নাকি জানোয়ার ??
তোর কি কোনো ছেলে মেয়ে নেই,,,,আজ যদি তোর ছেলেকে কেউ পিটিয়ে মারতো, পারতি,তাকে এভাবে ছেড়ে দিতে।
গতকাল রাজনকে দেওয়া আমার এক স্টাটাস আমার ফ্রেন্ড লিস্টে থাকা এক পুলিশ অফিসার শেয়ার করেছিলো। তখন ভাবছিলাম, এই প্রথম কোনো বিচার বুজি বাংলার পুলিশ নিজ উদ্দোগে করবে। কিন্তু এস আই আমেরুল বাংলার সব পুলিশ কে অপমানিতো করলো। এ লজ্জা এখন উর্ধতন পুলিশ কর্মকর্তাদের ই ডাকতে হবে ।।
আমরা মাননীয় সরাষ্ট্র মন্ত্রীর কাছে এর জবাব চাই ??
চরদিকে যখন বিচারের ধ্বনী,তখন এত বড় সাহস কেমন করে দেখায় জালালাবাদ থানার এস আই আমিরূল ??
কেনো রাজনের বাবা আসামি দের নাম উল্লেখ করে মামলা করতে গেলে, তাকে গলা ধাক্কা দিয়ে বেড় করে দেওয়া হবে। আগে থাকতে কেনো পুলিশ অজ্ঞাতদের নামে মামলা করে বসে থাকবে? ?
এর জবাব আমরা চাই, জবাব দিতে হবে,, এ গলা ধাক্কা রাজনের বাবার একার নয়,এ গলা ধাক্কা বাংলার প্রতিটা পিতার, যার মধ্যে সরাষ্ট সন্ত্রী আপনী এবং আপনার পিতা ও আছে ।।
আজ যদি এই পুলিশ কর্মকর্তার বিচার না হয় , তা হলে ভবিষৎ এ এ রকমের হাজারো রাজনের বাবা গলা ধাক্কা খাবে !! আমরা চাই এক সাথে রাজনের মত শিশুদের যারা খুন করে,তাদের এবং আমিরুলের মত পুলিশ অফিসার,যারা খুনিদের সাহায্য করে তাদের এক সাথে সায়েস্তা করতে !!! আমরা চাই এটাই হোক বাংলার মাটিতে শেষ রাজন হত্যা ।।
তাই আর একবার বাংলার কোটি কোটি বীর দের কাছে অনুরোধ, আমাদের এক গর্জনীতে আসামিরা ধরা পড়ছে,,,আর একবার গর্জে ওঠো,ঘুষ খোড় পুলিশ কে সহ, ঈদের আগেই ঐতিহাসিক বিচার করার জন্য ।।
শেয়ার করো সবার সাথে ।
©somewhere in net ltd.