![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মূল নাম ”ফারুক মাহফুজ আনাম” । যিনি জেমস নামে পরিচিত ।তিনি একজন বাংলাদেশী রক সঙ্গীত শিল্পী। তিনি তার ভক্তদের কাছে গুরু, নগরবাউল নামেও পরিচিত ।তিনি ১৯৬৪সালের ২ রা অক্টোবর নওগাঁ, রাজশাহীতে জন্মগ্রহন করেন । ৫১ বসর বয়সি এই ব্যান্ড তারকা এখনো তার ভক্তদের কাছে জনপ্রিয়তার সাথে টিকে আছে । তিনি একই সাথে গায়ক-গীতিকার, অভিনেতা, সুরকার ও ব্যবসায়ী ।
চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ড দল ফিলিংস এর মাধ্যমে তিনি প্রথমে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি নগর বাউল নামে ব্যান্ড দল গঠন করেন। তিনি নগর বাউল এর প্রতিষ্ঠাতা সদস্য। বাংলা ভাষায় তিনিই প্রথম সাইকিডেলিক রক শুরু করেন। গিটার বাজানোতেও তিনি দারুণ পটু। তিনি নগরবাউল ব্যান্ডের মূল ভোকাল ও গিটারিষ্ট হলেও তিনি মূলত তার সলো ক্যারিয়ারকেই বেশী গুরত্ব দেন।
১৯৮৭ সালে ফিলিংস ব্যান্ডের সাথে তার প্রথম অ্যালবাম “স্টেশন রোড” মুক্তি পায়। ১৯৮৮ সালে মুক্তি পায় তার প্রথম একক অ্যালবাম অনন্যা। পরবর্তীতে তিনি ফিলিংস ব্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম দেন “নগর বাউল”।
২০০০ সালের প্রথম দিকে জেমস পেপসির একটি বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহন করেন। এটিই ছিল তার কাজ করা প্রথম বিজ্ঞাপন চিত্র। এই বিজ্ঞাপনটি বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গে প্রচার করা হয়। এরপর তিনি ২০১১ সালে এনার্জি ড্রিংক ব্ল্যাক হর্সের বিজ্ঞাপনে কাজ করেন। বলিউড চলচ্চিত্র লাইফ ইন এ মেট্রোর কিছু অংশে জেমসকে দেখা যায়। যেখানে তিনি একটি ব্যান্ডের সদস্য চরিত্র কিছু অভিনয় করেন। ২০১৩ সালে ওয়ার্নিং চলচ্চিত্রের বেবাসি গানের ভিডিও চিত্রেও কাজ করেন জেমস। সেখানে তিনি নিজের গাওয়া গানের সাথে ঠোঁট মিলিয়েছেন ।
আজ তার ৫১ তম জন্মবার্ষিকি । এই দিনে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন । শুভ জন্মদিন গুরু ।
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৯
মামুন আকন বলেছেন: গুরুকে জন্মদিনে উইস করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই ।
২| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৭
প্রামানিক বলেছেন: শুভেচ্ছা
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১০
মামুন আকন বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই ।
৩| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১১
বিবর্ন সত্ত্বা বলেছেন: শুভ জন্মদিন গুরু
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১০
মামুন আকন বলেছেন: গুরুকে জন্মদিনে উইস করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই
৪| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৯
শতদ্রু একটি নদী... বলেছেন: খুব পছন্দের একজন গায়ক। যেভাবে সঙ্গীতের ভেতর নিজেকে ডুবিয়ে গান করেন সেটা অন্য মাত্রা দেয় উনার সৃস্টিকে। উনার প্রতি শুভেচ্ছা রইলো জন্মদিনে।
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১২
মামুন আকন বলেছেন: গুরুকে পছন্দ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই ।
৫| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫২
সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্যান্ড তারকা । আনপ্যারালাল ভোকাল । অনেক অনেক শুভেচ্ছা থাকলো প্রিয় তারকার জন্মদিনে । তার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করছি ।
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৪
মামুন আকন বলেছেন: আপনার প্রতি ও রইলো অনেক অনেক শুভেচ্ছা । ভাল থাকবেন ভাই ।
৬| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৪
সেলিম আনোয়ার বলেছেন: আমার প্রিয় ব্যান্ড তারকা । আনপ্যারালাল ভোকাল । অনেক অনেক শুভেচ্ছা থাকলো প্রিয় তারকার জন্মদিনে । তার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করছি ।
্জেমসের গাওয়া গানের মধ্যে উন্মমত্ততা মিশে থাকে।
আর কিছু ক্ষণ রবে কি বন্ধু..........
একজন বিবাগী.......
দুখীনী দুঃখ করোনা.......
তবে বন্ধু নৌকা ভেড়াও.....
না জানে কহি কেয়সি হে এ জীন্দেগানি......
.....................................বাংলার লাঠিয়াল
জেল থেকে বলছি
আরও অজস্র গান ..............
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৮
মামুন আকন বলেছেন: হ্যা ভাই , তার গাওয়া গান গুলো সত্যিই অনেক সুন্দর । “মা” কে নিয়ে গাওয়া গানটা তো আরো সুন্দর ।
৭| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২২
সেলিম আনোয়ার বলেছেন: তিনি মা নিয়ে গান গেয়েছেন সেট ব্যাপক প্রসিদ্ধি লাভ করে ।আবার বাবা নিয়ে গেয়েছেন সেটাও ঠিক তেমন জনপ্রিয়তা পেয়েছিল ।
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৫
মামুন আকন বলেছেন: ভাই , গুরু তো গুরুই । তার গাওয়া সব গানই হিট ।
৮| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৩
জবরুল আলম সুমন বলেছেন: প্রিয় শিল্পীর জন্মদিনে শুভেচ্ছা। শুভ জন্মদিন গুরু......
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৭
মামুন আকন বলেছেন: আপনার প্রতি ও রইলো অনেক অনেক শুভেচ্ছা । ধন্যবাদ ভাই ।
৯| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
সেলিম আনোয়ার বলেছেন: গুরুর গেট আপন এক্সেপশনাল । তার ভক্তরা তাকে ঘিরে কেমন উন্মাদনায় থাকে । উনার কনসার্টে না গেলে কেউ বুঝবে না । কিংবা টিভি ভিডিওতে না দেখলে বিশ্বাস করবে না । তার এলোমেলো চুল এলোমেলে পাগল পাগল কথা মালা সবাইকে মাতিয়ে রাখে । দর্শক ও চিল্লিয়ে দাবী জানায় গুরু বিবাগী গা ..........................
গুরু জীবনের গান গায় লেইস ফিতা লেইস......বেদের মেয়ে জোছনা .....গুরু গাইলে গান অসাধারণ হয়ে ওঠে।
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৮
মামুন আকন বলেছেন: আপনি ঠিকই বলছেন ভাই ।
১০| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪
কিরমানী লিটন বলেছেন: গুরুর জন্য ভালোবাসা-ভক্তকেও ...
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১১
মামুন আকন বলেছেন: আপনার প্রতি ও রইলো অনেক অনেক শুভেচ্ছা । ধন্যবাদ ভাই ।
১১| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:০৯
অগ্নি সারথি বলেছেন: গুরুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
প্রথম ছবিটা কি জেমসের নাকি হাসানের? আমার ভূল হলে হতেও পারে।
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১০
মামুন আকন বলেছেন: আপনার ভুুল হয়নী । আমারই ভুল ভাই । ধন্যবাদ ভাই আপনাকে ভুল ধরিয়ে দেবার জন্য ।
১২| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০
তাপস কুমার দে বলেছেন: গুরুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শিল্পীর জন্মদিনে শুভেচ্ছা।
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৮
মামুন আকন বলেছেন: ধন্যবাদ ভাই ।
১৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২
কষ্টের পৃথিবী বলেছেন: শুভ জন্মদিন গুরুকে।
"মা" গানটি শুনছি এখন।
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১২
মামুন আকন বলেছেন: ধন্যবাদ ভাই । গুরুকে পছন্দ করার জন্য ।
১৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৭
সিপন মিয়া বলেছেন: "ছেলে আমার বড় হবে, মাকে বলত সে কথা।"
"হবে মানুষের মতো মানুষ এক, লেখা ইতিহাসের পাতায়।"____গানটা গুরুর মুখে অসাধারণ লাগে। শুভ জন্মদিন গুরু।
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৩
মামুন আকন বলেছেন: এই গানটা আমারও একটা পছন্দের গান ।
১৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬
অন্ধকারে একজন বলেছেন: তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার?
তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা?
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
পোষ্টে ৫ম +
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৭
মামুন আকন বলেছেন: অসাধারন । ধন্যবাদ আপনাক ।
১৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪০
বিদ্রোহী সিপাহী বলেছেন: জন্মদিনে শুভেচ্ছা গুরুকে, সাথে আপনাকেও
ধন্যবাদ ভাই।
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৯
মামুন আকন বলেছেন: ভাই আপনকেও অনেক অনেক ধন্যবাদ ।
১৭| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৯
আব্দুল্যাহ বলেছেন: ধন্যবাদ, প্রথম ছবিটি অনেক ভালো লাগল। বাকী ছবিগুলোও সুন্দর তবে আগের দেখা
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:১৩
মামুন আকন বলেছেন: আপনাকে ও ধন্যবাদ
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শুভেচ্ছা।
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪২
মামুন আকন বলেছেন: ধন্যবাদ
১৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৪
হাসান রাজু বলেছেন: ভরা নদীর বাঁকে রে বন্ধু
ঢেওয়ে ঢেওয়ে দোলে গান
চলে যেতে হবে ভেবে
কেঁদে উঠে মন প্রাণ
মনে রেখ কেবল একজন ছিল
ভালবাসতো শুধুই তোমাদের ।
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৩
মামুন আকন বলেছেন: অসাধারন
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: গুরুকে জন্মদিনের শুভেচ্ছা।