![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২২ নভেম্বার হতে যাচ্ছে বিপিএলের তৃতীয় আসরের জাঁক জমক উদ্বোধনী অনুষ্ঠান , দেশের খ্যাত নামা তারাকারা ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন হৃতিক ও জ্যাকুলিন এবং গায়ক গেগে ।
এর আগে বিবিপিএলের তৃতীয় আসরের খেলোয়াড়দের নিলাম চলতি মাসের ৩১ তারিখ হতে পারে , তবে নিলামের তারিখ এগিয়ে আনার সম্ভাবনাও রয়েছে । ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে মারমার- কাটকাট এই টুর্নামেন্ট ।
২২ নভেম্বরের উদ্বোধনী আয়োজন মাতাতে ঢাকায় আসছেন বলিউড তারকা হৃতিক রোশন , নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ ও গায়ক কেকে । জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ।
বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে । এছাড়া সাংস্কৃতিক আয়োজনে বিদেশি এই তিন তারকার পাশাপাশি অংশ নেবেন এদেশের বেশ কয়েকজন খ্যাতনামা শিল্পী ।
দুই- একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে বিস্তিরিত জানানো হবে । ভাবা হচ্ছে গত দুই আসরের উদ্বোধনী অনুষ্ঠাকে ছাড়িয়ে যাবে এবারের আয়োজন ।
তথ্য সুত্রঃ
জাগ্রত বাঙ্গালী
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬
মানবী বলেছেন: ভারত পাকিস্তান সীমান্ত বরাবরই অস্থির, গুলি পাল্টাগুলি চলে প্রায় সারাবছর।
দুদিন আগে মুম্বাই শহরে পাকিস্তানী গজল গায়ক গুলাম আলীর গানের অনুষ্ঠান উদ্যোক্তারা ক্যেন্সেল করতে বাধ্য হয় সেখানের জঙ্গীদল শিবসেনার হুমকীর মুখে, কারন ব্দুক যুদ্ধে পাকিস্তানি সেনার হাতে ভারতীয় সেনার মৃত্যু।
আমাদের জঙ্গীরা দা কুড়াল নিয়ে নিজের দেশের মানুষ মারতে ব্যস্ত। আর আমরা বরাবর সীমান্তে ভারতীয় সেনাদের হাত মার খেয়ে চলেছি একতরফা, তারপরও তাদের নায়ক গায়ক দেশে এলে বর্তে যাই। ভারতীয় পোশাক, ভারতীয় টিভি চ্যানেল ছাড়া আমাদের রুচেনা।
স্বার্থপর নির্লজ্জ জাতি আমরা, প্রতিনিয়ত ফেলানীদের আত্মার সাথে বিশ্বাস ঘাতকতা করে চলেছি।