নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইট পাশ ব্লগার

জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই, বেঁচে থাকার চেয়ে উপভোগ্য আর কিছুই হতে পারেনা। মানুষের উপকার করার মত আনন্দদায়ক কাজ পৃথিবীতে আর একটিও নেই।

কাজী মামুনহোসেন

https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত

কাজী মামুনহোসেন › বিস্তারিত পোস্টঃ

আমরা বিচারের দাবীতে গিয়েছিলাম কারও পপুলালিটি বাড়ানোর জন্য নয়

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

আমরা আমাদের মা-বোনের ধর্ষনের বিচার চাইতে শাহবাগ গিযেছিলাম

আমারা আমার ভাইয়ের হত্যার বিচার চাইতে চাইতে শাহবাগ গিয়েছিলাম



আমরা ন্যায় বিচারের দাবীতে নিজ দ্বায়িত্বে শাহবাগে গিয়েছিলাম, আমরা যুদ্ধাপরাধীদের ফাসির দাবীতে আন্দোলন চালিয়ে নিচ্ছিলাম।



আমরা কারও নেতৃত্বে অথবা কারও অনোরোধে আন্দোলন করিনি। আমরা গিয়েছিলাম ৪০ বছরের পাওনা উসল করতে , আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমাদের মা-বোনের ধর্ষক এবং আমার ভাইয়ের হত্যাকরীর ফাসী না হলে বাড়ি ফিরব না।



কিন্তু আজ কি হল ? আজ কেন সময় বেধে আন্দোলন করার নির্দেশ এল ?

আমরা কি ওখানে কোন ব্যাক্তির নির্দেশে আন্দোলন করছিলাম ?

আমরা কোন দলের ফায়দা হাসিলের জন্য আন্দোলন করছিলাম ?

আমরা কি বিশেষ কোন ব্যাক্তির জনপ্রিয়তা অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওযার সিদ্ধান্ত নিয়েছিলাম ?

আজকের এই সিদ্ধান্ত নেয়ার আগে কি আমাদের মতামত নেয়া হয়েছিল?



আমরা বলতে চাই আমরা কোন ব্যাক্তির নির্দেশে আন্দোলনের মাঠ ছাড়ব না, আমরা আমাদের লক্ষে অনড়, আমরা যুদ্ধাপরাধীদের ফাসি না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। আমরা সেখানে পপোলারিটি অর্জন করতে যাই নাই, আমারা আমাদের আন্দোলনকে ঘিরে কারও ব্যাক্তি স্বার্থ হাসিল করতে দেব না।



আপনারা যদি আন্দোলন বন্ধ করে ঘরে ফিরে যেতে চান তা আপনাদের ব্যাপার , আপনাদের স্বার্থ উদ্ধার হয়ে গেছে আপনারা ঘরে ফিরে যান সমস্যা নাই, আমরা আপনাদের বাধা দেব না তবে এতটুকু মনে রাখবেন আমরা আমাদের লক্ষে অনড়, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না, আমাদের পূর্বপুরোষেরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। আমরা তাদের রক্তকে অপমান করব না আমরা বাংলার জারজ সন্তানেদের ফাসিতে না ঝুলিয়ে বাড়ি ফিরব না।



জয় বাংলা

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

শেখ ইরফান বলেছেন: সবাই শাহবাগ আসুন, আন্দোলন থামে নাই, সময় যারা বেধে দিয়েছে এটা তাদের নিজস্ব মত। এখানে কোন নেতা নেই, কোন নেতার ডাকে আমরা হাজির হই নাই

কোন পার্র্ট টাইম যুদ্ধের মধ্যে নাই আমরা, সারাক্ষন আছি,. শাহবাগ ঘুমাবে না

জয় বাংলা
আসুন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই আসতেছি সমস্যা নাই তবে পার্ট টাইম নেতারা ওখানে আছে নাকি ?
থাকলে আগে ওদের তাড়ান ?

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

আমি বীরবল বলেছেন: আমি শাহাবাগে থাকার জন্য মেস ছেড়ে দিয়েছিলাম। এখন বলছে-ওখানে রাত ১০টার পর থাকা যাবেনা :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.