![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত
আমার পিতা একজন মুক্তিযোদ্ধা, তিনি তেমন পড়াশোনা করতে পারেননি , মোটামুটি মানের শিক্ষিত বলতে পারেন।
উনার আত্নসম্মানবোধ প্রখর ছিল, উনি নিজের এবং তার স্বজাতিকে বৈষম্মের শিকার হতে দেখে কষ্ঠ পেতেন, হায়েনারা বাঙালীকে মানুষের মত মূল্যায়ন করে না বলে উনার খারাপ লাগত। উনি সবসময় বৈষম্মহীন গর্বিত এক বাঙালী জাতির স্বপ্ন দেখতেন।
উনি বিশ্বাস করতেন একমাত্র স্বাধীনতাই সব সমস্যা দুর করতে পারে। তাই মাত্র ১৮-২০ বছর বয়সে শত্রু খতম করে দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে গিয়েছিলেন। নয় মাস ধরে প্রতি মূহুর্তে নিজের জীবন বাজী রেখে যুদ্ধ করে বাঙালীদের স্বাধীনতা অর্জনে ভুমিকা রেখেছিলেন।
উনি তার বিনিময়ে কিছুই আশা করেননি, অভাব অনটন বিহীন সম্মানীত জীবন যাপন করার স্বপ্ন ছিল তার মধ্যে।
দেশ স্বাধীন হয়েছে বহু বছর, এতদিনে বাবা বহুকিছু দেখেছেন। আমিও বাবার বড় সন্তান হিসেবেও বহুকিছু দেখেছি। এতদিনে আমার উপলব্ধি হয়েছে মুক্তিযোদ্ধারা দেশের শেস্ঠ সন্তান শুধু বইয়ের পাতায়। তাদেরকে সবসময় লিখিত ভাবে সম্মান দেয়া হয় আর বাস্তবে শুধু অপমান ছাড়া আর কিছু করা হয় না। যাই হোক এগুলা বিশাল ঘঠনা সামনে হয়ত ধারবাহিক ভাবে লিখব।
গতকালের একটা ঘঠনা বলি
দেশে আবার মুক্তিযোদ্ধাদের নতুন করে সনদ দেয়া হচ্ছে। আর এ জন্য ২ কপি ছবি জমা দিতে হবে, আর সেই ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করাতে হবে। বাবা গতকাল সকালে সেই ছবি সত্যায়িত করানোর জন্য মতিঝিলস্থ রাজউক ভবনে গিয়েছিলেন।
এ ভবনে তিন তলায় সর্বমোট ৪০ টারও বেশী কক্ষ আছে আর সব কক্ষ মিলিয়ে এ ভবনে গেজেটেড কমকর্তা রয়েছেন আমার ধারনা মতে প্রায় ৩০ জনেরও বেশী।
আর এই রাজউক ভবনে আমার বাবাকে ২ কপি ছবি সত্যায়িত করার জন্য প্রতিটা রুমে রুমে যেয়ে সম্মানীত গেজেটেড কর্মকর্তাদের অনোরোধ করতে হয়েছে। সম্মানিত গেজেটেড কমকর্তারা একজন মুক্তিযোদ্ধার ছবি সত্যায়িত করতে সতর্ক অবস্থান নিয়েছিলেন। তারা তার এই অনোরোধের প্রেক্ষিতে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে একপ্রকার তাড়িয়ে দিয়েছিলেন। X#
আমার বাবা তার মুক্তিযোদ্ধা সনদ দেখানোর পরও অনেক সম্মানিত গেজেটেড কর্মকর্তারা জিজ্ঞেস করেছেন, আপনাকে ত আমার চিনি না আমার কোন আপনার ছবি সত্যায়িত করব?
আমার বৃদ্ধ বাবা প্রায় দুই ঘন্ঠা ধরে দুই কপি ছবি সত্যায়িত করার জন্য রাজউকের ৩ তলার প্রায় সব রুমের কর্মকতাদের অনোরোধ করার পরও তার ছবিতে কোন সম্মানিত গেজেটেড কর্মকর্তাদের সাইন আর সীল জোঠেনি।[
শেষমেষ এক কমকর্তা আমার বাবাকে সিলেটের এক গেজেটেড কমর্তার রুম নাম্বার বলে তার কাছ থেকে যেয়ে সত্যায়িত করাতে বলেন কারন আমাদের গ্রামেরবাড়িও সিলেট। যাই হোক সিলেটের ওই কর্মকর্তার রুমে যাওয়ার পরে ঘঠে আরেক বিপত্তি, ভদ্রলোক আজ অফিসে আসেননি এখন কি হবে।
বাবা আবার পাশের রোমের সম্মানিত গেজেটেড কমকর্তা নির্বাহী প্রকৌশলী, মোঃ শাহজাহান এর কাছে যেয়ে অনোরোধ করেন কিন্তু প্রথমে তিনিও দিতে রাজী হননি। তারপর তাকে বহু কষ্ঠে বুঝিয়ে এবং বহুবার অনোরোধ করে অবশেষে পেলেন সেই বহুল কাঙ্খিত গেজেটেড কর্মকর্তার সীল।
বাবার মুখে এই ঘঠনা শুনার পর আমি বিব্রত হইনি কারন বোঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এরকম বহুবার দেখেছি। একসময় মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্ব বোধ করলেও এখন কেমন জানি মনে হয়।
এসব ঘঠনা শুনার পর শুধু বাবার সেই স্বপ্নগুলার কথা মনে হয়।
---------------------------------------------------------------------------
উনি নিজের এবং তার স্বজাতিকে বৈষম্মের শিকার হতে দেখে কষ্ঠ পেতেন, বাঙালীকে মানুষের মত মূল্যায়ন করে না বলে উনার খারাপ লাগত। উনি সবসময় বৈষম্মহীন গর্বিত এক বাঙালী জাতির স্বপ্ন দেখতেন। উনি বিশ্বাস করতেন একমাত্র স্বাধীনতাই সব সমস্য দুর করতে পারে।
---------------------------------------------------------------------------
হ্যা বাবা তোমার স্বপ্ন আজ সত্যি হয়েছে, বাঙালী আজ বৈষম্যহীন গর্বিত এক জাতী। তারা আজ সমঅধিকার পায়। তাদরেকে আজ আর শাষক বাহিনী বন্দুকের নলের ভয়ে মাথা নত রেখে কথা বলে না। তাদেরকে আজ আর কেউ নির্বিচারে হত্যা করে না। বাঙালীরা আজ তাদের যোগত্যা অনুষারে চাকুরী পায়।
হ্যা বাবা বাঙালীরা আজ গেজেটেড কর্মকর্তা,
তারা আজ আর সেদিনের মুক্তিযোদ্ধাদের অর্জনের কথা মনে রাখে না,
লাখ লাখ মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তার মাঝে তোমার মত সমান্য এক মুক্তিয়োদ্ধাকে অপমান করলে কার কি আসে যায় ?
১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪৩
কাজী মামুনহোসেন বলেছেন: জনাব আমার আর এসব দেখতে দেখতে ব্যাথা লাগে না, জীবনে এরকম পরিস্থিতিতে বাবাকে বহুবার পড়তে দেখেছি,
সামনে হয়ত লিখব সবগুলা
২| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৮
পিয়ার আহসান বলেছেন: e dhoroner ghotona ami ageo onek bar shunechhi. Khubi dukkho jonok.
Beshir vag sorkari gezetted officer ra nijeder bektigot porichitir bairer lokder sahajjo koren na. Amar sob kagoj potro jotoi original hok, tate onader kichhui jay ase na. They are so mean & pathetic.
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০
কাজী মামুনহোসেন বলেছেন: মানুষের বিবেক যখন লোপ পায়, একজন মানুষ যখন জ্ঞানপাপীতে পরিণত হয় যখন তাদরে কাছে মানবিকতার চেয়ে টাকার মূল্য বেশী হয়ে যায়, তখনী এরকম অবস্থার সৃষ্ঠি হয়.....
আপনাকে ধন্যবাদ
৩| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪৮
বাংলাদেশী দালাল বলেছেন: লিখার শিরোনামা যুক্তি সংগত।
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই, বাংলার প্রতিটা ঘরে একজন করে বাংলাদেশী দালাল দরকার
শুভ কামনা রইল
৪| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪২
পাস্ট পারফেক্ট বলেছেন: সবসময় আবেগ ভাল না। যুক্তি অনুসারে অপরিচিত কাউকে সত্যায়ন করে দেওয়ার কথা না। আমি যদি কাউকে না চিনি তাহলে কি করে তাকে সত্যায়ন করতে পারি? গেজেটেড কর্মকর্তা কি শুধু রাজউকেই বসে??? আর কোথাও পাওয়া যায় না?
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২
কাজী মামুনহোসেন বলেছেন: হ্যা ভাই ভাল বলছেন
একজন বৃদ্ধ মানুষ মুক্তিযোদ্ধা সনদ দেখানোর পরও আপনারা যদি তাকে না চেনেন তাহলে কোথায় যাব বলেন ?
ভাই ঢাকায় কে কয়জনকে চেনে, আমি আমার ২ কপি ছবি সত্যায়িত করার জন্য কি আমাকে বিলবোর্ড অথবা প্রত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পরিচিত হব ?
হ্যা ভাই গেজেটেড কর্মকর্তা সব জায়গাতেই বসে, এবং সব জায়গায় গেলেই আপনার মত আবেগ দিযে ভাববে না, সব জায়গা থেকেই রাজউকের মত অপব্যাবহার করবে।
৫| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৭
মুক্ত মণ বলেছেন: ছবি সত্যায়িত জিনিসটার মানে কি? এই ছবি এই লোকের এইতো? এতে চেনা জানা হতে হবে কেন? আর এই সত্যায়িত নামের আহাম্মকি দেশে কতদিন চলবে? যেখানে আবেদনপত্র জমা দিবে সেখানকার লোকদের চোখ নেই? ডোনাল্ড ডাকের ছবি সত্যায়িত করে নিয়ে গেলেই আমার ছবি বলে চালিয়ে দেয়া যাবে?
এতো ডিজিটাল বাংলাদেশ শুনি, সরাসরি ছবি তোলার ব্যাবস্থা করতে ক্ষতি কি?
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন মন্তব্য, ১০০ ভাগ সহমত
ভাল থাকবেন, ধন্যবাদ
৬| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭
ঝটিকা বলেছেন: আমি মুক্ত মনের সাথে সহমত। তবে ভাই এটাও তো সত্যি অনেক ভুয়া মুক্তি যোদ্ধাও আছে। আমাদের পাড়ায়ই এমন একজন আছে। যে খুবই খারাপ লোক, মদ গাজা চুরি সবই করত। এখন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে বুক ফুলিয়ে হাটে।
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫
কাজী মামুনহোসেন বলেছেন: ঝটিকা ভাই ভাল বলেছেন, তবে একজন ভুয়া মুক্তিযোদ্ধা কখনও রাজউকের মত অফিসে ছবি সত্যায়িত করানো জন্য ২ ঘন্ঠা অবস্থান করবে না।
৭| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৪
বোকামন বলেছেন: এরকম অভিজ্ঞতা আমার বাবার ক্ষেত্রেও হয়েছে ....
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬
কাজী মামুনহোসেন বলেছেন: জনাব আমার আর এসব দেখতে দেখতে ব্যাথা লাগে না, জীবনে এরকম পরিস্থিতিতে বাবাকে বহুবার পড়তে দেখেছি,
সামনে হয়ত লিখব সবগুলা
৮| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হ্যা বাবা বাঙালীরা আজ গেজেটেড কর্মকর্তা,
তারা আজ আর সেদিনের মুক্তিযোদ্ধাদের অর্জনের কথা মনে রাখে না,
লাখ লাখ মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তার মাঝে তোমার মত সমান্য এক মুক্তিয়োদ্ধাকে অপমান করলে কার কি আসে যায় ?
১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
কাজী মামুনহোসেন বলেছেন:
৯| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১২
হাসানুর বলেছেন: আমি মুক্ত মনের সাথে সহমত
১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
কাজী মামুনহোসেন বলেছেন: মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ
১০| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৭
আহলান বলেছেন: একজন মুক্তিযোদ্ধা তার হাটুর বয়সি কারোর কাছে গিয়ে সত্যায়িত হবেন, এর চেয়ে রাজাকার হয়ে মরে যাওয়া অনেক সম্মানের ....
১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
কাজী মামুনহোসেন বলেছেন:
১১| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪
সাহেবুল বলেছেন: আপনার লেখা পড়ে কিছু লিখবো ভেবেছিলাম। এখন আর লিখতে ইচ্ছা হচ্ছে না। লেখা লেখার জায়গায় পরে থাকলে, কারো কিছু আসবে যাবে না।
১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
কাজী মামুনহোসেন বলেছেন: লেখা লেখার জায়গায় পরে থাকলে, কারো কিছু আসবে যাবে না।
সহমত
১২| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯
অেসন বলেছেন: আপনার শিরোনাম এর সাথে আমি একমত। কিন্তু ভুলে যাবেন না, আমরাই হত্যা করেছি আমাদের জাতির পিতাকে। সুতরাং আমাদের জাতির
কাছে কোন কিছু আশা না করাটাই ভালো। এই দেশের জন্য আপনার বাবা যা দিয়েছে তা আপনাদের জন্য সন্তুষ্টি বা গর্ব হয়ে থাকুক। সেক্ষেত্রে কষ্ট কম পাবেন।
১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
কাজী মামুনহোসেন বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ জনাব
আমরা এতটাই ইতর জাতী যে, আমাদের জন্য কাজ করে আমরা সবার আগেই তাকে বিতাড়িত করি।
এ নিয়ে আমার কোন দুংখ নাই, কষ্ঠ হয় না
বিশ্বাস করবেন কিনা জানী না তবে এ জাতীর অংশ হতে পেরে আমি সবসময় গর্ব বোধ করি
১৩| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২
কোবা সামসু বলেছেন: আমার বৃদ্ধ বাবা প্রায় দুই ঘন্ঠা ধরে দুই কপি ছবি সত্যায়িত করারা জন্য রাজউকের ৩ তলার প্রায় সব রুমের কর্মকতাদের অনোরোধ করার পরও তার ছবিতে কোন সম্মানিত গেজেটেড কর্মকর্তাদের সাইন আর সীল জোঠেনি।
১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
কাজী মামুনহোসেন বলেছেন: লেখক বলেছেন: জনাব আমার আর এসব দেখতে দেখতে ব্যাথা লাগে না, জীবনে এরকম পরিস্থিতিতে বাবাকে বহুবার পড়তে দেখেছি,
সামনে হয়ত লিখব সবগুলা
১৪| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
সজিব তৌহিদ বলেছেন: আসলে সত্যায়িত সিস্টেমটাই গলদ মার্কা। কতজন সঠিকভাবে তা করে থাকে সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আমার জানা মতে, বেশির ভাগ মানুষ দুই নাম্বার সত্যয়িত করে কাজ চালিয়ে নেয়। এই পদ্ধির অবসান হওয়া জরুরি..
১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
কাজী মামুনহোসেন বলেছেন: সহমত..........
১৫| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
রূপস আমীন বলেছেন:
ভালো মানুষ কদর পায় না। ভুয়া সিল মারলেই ভালো হত। কত জন ভুয়া সিল সাপ্পর মাইরা নিজে সই দিয়া কাম সারে। সরি, আমি সত্যি কথাই আর বাস্তবতার খাতিরে বললাম। ডাক্তার অথবা কলেজের টিচার এর কাছে গেলে এরকম অপমানিত হতেন না।
১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
কাজী মামুনহোসেন বলেছেন: ওখানে যাওয়ার আগে যদি এরকম পরিস্থিতে পড়ার কথা জানাতেন তাহলে হয়ত উনি ওখানে না গিয়ে ডাক্তার অথবা কলেজের টিচার এর কাছে যেতেন
মূল্যবান বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই
১৬| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
রওনক বলেছেন: আপনার বাবার অভিজ্ঞতা খুবই দু:খ জনক।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২
কাজী মামুনহোসেন বলেছেন:
১৭| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার পিতার প্রতি শ্রদ্ধা।
এবং ক্ষমা চাইছি সেই সকল কুলাঙ্গারের দুর্ব্যবহারের জন্য।
আর মুক্তমেনর সাতে ১০০ ভাগ সহমত্ । মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর সহ এইরকম আরও কত যে প্রহসন রয়ে গেছে-- ভাবা যায় না।
অথচ চেতনার ধান্ধায় তারা কতইনা অন্তপ্রাণ!!!
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
কাজী মামুনহোসেন বলেছেন: ভাই অসধারন মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ,
মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর সহ এইরকম আরও কত যে প্রহসন রয়ে গেছে-- ভাবা যায় না।
অথচ চেতনার ধান্ধায় তারা কতইনা অন্তপ্রাণ!!!
১৮| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
যোগী বলেছেন: মডুদের অনুরোধ করছি জাতীর শ্রেষ্ট সন্তানদের নিয়ে লেখা এই পোষ্টের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
কাজী মামুনহোসেন বলেছেন: যোগী মশাইকে ধন্যবাদ .....
১৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪
আশফাক সুমন বলেছেন: "বাংলার প্রতিটা ঘরে একজন করে বাংলাদেশী দালাল দরকার"-
লিখকের সাথে সহ মত।
খুবই মন খারাপ করা ঘটনা এটা ।
সমবেদনা জানাচ্ছি। লজ্জিত হচ্ছি ।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫১
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ জনাব, আমার আর এসব দেখতে দেখতে কষ্ঠ লাগে না, জীবনে এরকম পরিস্থিতিতে বাবাকে বহুবার পড়তে দেখেছি,
২০| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪২
স্পাইসিস্পাই001 বলেছেন: খুব ব্যথা পেলাম পড়ে..... আসলে আমরা স্বাধীনতা কে এখনও হৃদয়ে ধারন করতে পারি নি তার জন্যই হয়তো এমন ঘটনা ঘটে.....
আপনার বাবার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ... তাকে আমার পক্ষ হয়ে এই কথাটা জানালে খুব খুশি হবো.....
আপনি মুক্তিযোদ্ধার সন্তান এটা আপনার গর্ব... কারও কথায় নেগেটিভ ভেবে বসে থাকবেন না..... অনেকেই আছে আপনাদের সম্মান করার জন্য......
ভাল থাকবেন ..... ধন্যবাদ ভ্রাতা......
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
কাজী মামুনহোসেন বলেছেন: বাবাকে অবশ্যই জানাব,
মূল্যবান মন্তব্য দেযার জন্য ধন্যবাদ,
ভাল থাকবেন, শুভ কামনা রইল
২১| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
শিপু ভাই বলেছেন:
কষ্ট লাগলো!!!
আপনার বাবার প্রতি শ্রদ্ধা!!!
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
কাজী মামুনহোসেন বলেছেন: মূল্যবান মন্তব্য দেযার জন্য ধন্যবাদ জনাব,
ভাল থাকবেন, শুভ কামনা রইল
২২| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
একজন ঘূণপোকা বলেছেন: শিপু ভাই বলেছেন:
কষ্ট লাগলো!!!
আপনার বাবার প্রতি শ্রদ্ধা!!!
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
কাজী মামুনহোসেন বলেছেন: লেখক বলেছেন: মূল্যবান মন্তব্য দেযার জন্য ধন্যবাদ জনাব,
ভাল থাকবেন, শুভ কামনা রইল
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৬
মুচি বলেছেন: ব্যস্ত মানুষ সব। তাদের কি সময় আছে। হায় বাংগালী, তারা কি বুঝবে মুক্তিযোদ্ধাদের মর্যাদা?
ব্যথা পেলাম বড়।