![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত
মুনাফিকের তিনটি বৈশিষ্ঠ,
১) আমানত খিয়ানত করে,
২) যখন কথা বলে তখন মিথ্যা বলে এবং
৩) ওয়াদা ভঙ্গ করে
এবার আসুন হেফাজতিদের সাথে মুনাফিকের মিল খুঁজি
সব ব্লগার নিশ্চই নাস্তিক নয় ?
মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্টের সাথে কি নিচের ছবিগুলার মিল নেই ?
আমরা হযরত মুহাম্মদ (স.) এর জীবনীতে দেখতে পাই তিনিও বিধর্মীদের উপর কথনও অন্যায়, অত্যাচার বা হত্যাযজ্ঞতে মেতে উঠেননি বরং আমরা দেখেছি ভালোবাসা দিয়ে তাদের হৃদয় জয় করেছেন।
নিচের ছবি কি প্রমাণ করে হেফাজতিরা হযরত মুহাম্মদ (স.) এর আদর্শে বিশ্বাস করে ?
টুপি এবং পাগড়ি ইসলামের একটি অংশ। আমার জানামতে মহানবী (স.) টুপি এবং পাগড়ি পড়তেন।
হেফাজতিরা সেই টুপি এবং পাগড়ির উপর জুতা উঠিয়ে কি টুপি এবং পাগড়ি কে অপমান করল না ?
এটা কি ধর্ম অবমাননার মধ্যে পড়ে না ?
গত ৬ জানুয়ারী দৈনিক আমারদেশ পত্রিকায় একটি সংবাদ ছাপা হয় যার শিরোনাম ছিল "আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন"। এখানে আলেম বরতে তারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বুঝিয়েছেন। সংবাদে বলা হয়েছে গতকাল বাদ জুম্মা অর্থাৎ ৫ জানুয়ারী এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে এবং সংবাদে কাবার ঈমাম সহ কয়েকজন আলেমের ছবি ছাপা হয়েছে। কিন্তু আমারদেশের ঐ ছবি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখা যায় আসলে ঐ ছবিটি কোন মানববন্ধনের না। ছবিটি কাবার গিলাফ পরিবর্তনের ছবি। এবং ছবিটি অরবি একটি সাইটে ১৭ অক্টোবর ২০১২ সালে আপলোড করা হয়। তার মানে ঐ ছবিটি ৫ জানুয়ারী ২০১৩ এর ছবিও না।
সেখানে আদৌও বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিষয়ে কোন লেখা নেই। পবিত্র কাবা শরিফ ও তার খতিবকে জড়িয়ে এমন মিথ্যা সংবাদ কি ইসলামের অবমাননা নয়? এটা কি মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত নয়?
অবশ্যই এটা ধর্ম অবমাননা, এই সংবাদের সাথে মোনাফেকের দ্বিতীয় বৈশিষ্ঠর সাথে মিল আছে, এই সংবাদ সহ বহু সংবাদ আছে যা পড়লে স্পষ্ঠ প্রমাণিত হয় আমার দেশ মুনাফেক পত্রিকা । তাছাড়া আমার দেশ আমাদের পবিত্র কাবা শরিফ ও কাবা শরিফের ঈমামকে নিয়েও মিথ্যাচার করেছে। যা স্পষ্ঠ ধর্মঅবমাননা।
আর সেই ধর্ম অবমাননা কারী এবং মোনাফেক পত্রিকাকে ছায়া হিসেবে ব্যাবহার করে হেফাজত সমর্থকরা ঢালাওভাবে সকল ব্লগারেকে নাস্তিক ঘুষনা করে তাদের হত্যা করার ফতোয়া দিচ্ছেন, এটা কি মুনাফেকি এবং ধর্ম অবমাননায় সমর্থন দেযা নয় ?
আমি নাস্তিকদের সাথে সাথে মুনাফেক এবং ধর্ম অবমাননাকারী হেফাজতিদের বিচার চাই।
বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবিতে জুতা নিক্ষেপ করল হেফাজত সমর্থকরা (ছবি কথা কয় পর্ব ১)
প্রত্যেক ব্লগারকে হত্যা করতে চায় হেফাজত সমর্থকরা !!! (ছবি কথা কয় পর্ব ২)
হেফাজতের লগে জামাতের কোন স্বম্পর্ক নাই, কোন হালায় কয় ? (ছবি কথা কয় পর্ব ৩)
চরম নারীবিদ্ধেষী হেফাজত সমর্থকের প্রাণ রক্ষা করল, এক নাস্তিক নারী (ছবি কথা কয় পর্ব ৫)
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২
কাজী মামুনহোসেন বলেছেন: ঘন ঘন রং বদলান ভালা না
Click This Link
আপনি মফিজ হইতে পারেন, তবে আমরা মফিজ না..
আমি টাকা খাইয়া হেফাজত বিরোধীতা করি ভালা কথা কিন্তু
আফনে হেফাজত সমর্থন করেন আবার হেফাজত সমর্থকরা আফনের ফাসী চায়, বহুত জটিল ব্যাফার !!
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
মৃন্ময় বলেছেন: Click This Link
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬
কাজী মামুনহোসেন বলেছেন: ওরা ধর্ম ব্যাবসায়ী
লিংকের জন্য ধন্যবাদ,
৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০
আলতামাশ বলেছেন: মুনাফিদের তিনটা বৈশিষ্টও তো ঠিকমত বলতে পারলেন না, আফসুস লাগে আপনারাই আবার ইসলামের ব্যাখ্যা দেন?
পোস্টের প্রথম অংশ পড়েই আপনার ব্যাখ্যা সম্পর্কে ধারনা পেয়ে গিয়েছি, তাই বাকি অংশগুলো নিয়ে কিছু বলার প্রয়োজনীয়তা বোধ করছি না।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯
কাজী মামুনহোসেন বলেছেন: ঠিকমত বলতে পারলাম না কিন্তু ভুল বলি নাই,কি বলেন ?
আর যদি ভুল বলে থাকি
ভালা কথা, মুনাফিদের তিনটা সঠিক বৈশিষ্ট জানান । আপনার দেয়া বৈশিষ্টের সাথেও যে হেফাজতের মিল আছে তা পরমাণ হইরা দেই!!!
পোস্টের মধ্য এবং শেষ অংশে লম্বা লম্বা আইখ্যাআলা মূলী বাঁশ ছিল, দুংখজনকভাবে আফনি মিস করছেন....
৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
ওছামা বলেছেন: আমার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমার ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাকে শ্বাস নিতে দাও।আমি ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০০
কাজী মামুনহোসেন বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ
৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
ঘুড্ডির পাইলট বলেছেন: আমি নবিজীর কার্টুন প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম ! এখন আমিও কি নাস্তিক হয়া গেলাম ?
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০১
কাজী মামুনহোসেন বলেছেন: নিজের নামের সাথে নাস্তিক ট্যাগ মুছে ফেলতে অভিলম্বে
জামাত-শিবির তথা হেফাজত এবং তাদের সমর্থনকারী দলে যোগ দিন
৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
যোগী বলেছেন:
দারুন লিখেছিস ভাই।
এই ব্যাপারে আমার ঐ পোষ্টায় সংক্ষেপে একটা কমেন্টের আন্সারে লেখা আছে।
অ.ট. মেইল দিয়েছি
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৫
কাজী মামুনহোসেন বলেছেন: হুমম, মুনাফিকের তিনটি বৈশিষ্ঠ, আপনার পোস্টের মন্তব্য থেকেই কপি করা..
৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই ভাল হয়েছে, প্লাস নিবেন, চালিয়ে যান, ওদের মুখোশ নেংটি সব খোলার পথে।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৫
কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই, সামনে আরও আইতাছে...
পিলাস দেয়ার জন্য ধন্যবাদ
৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯
কোবা সামসু বলেছেন: এক নাস্তিক মুনাফেক একজন আলেম ওলামাদের কয় নাস্তিক মুনাফেক
০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৬
কাজী মামুনহোসেন বলেছেন: হেফাজতের মতে কিন্তু আফনিও নাস্তিক ..
হেফাজত কইলাম আফনারও ফাসী চায়...
অতএব, নিজের ফাসী না চাইলে এবং নিজে নাস্তিক না হইলে হেপাজতের পক্ষ নিয়া কথা কওয়া হইতে বিরত থাকুন...
নাইলে, 'সকল ব্লগার নাস্তিক' এই কথায় সমর্থন দেযার দায়ে আফনেরে ঘাড় ধইরা ব্লক করুম...
৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওই কে আছিস ধর ছাগুটারে অপঘাতে মরার আগে কোবায় দে!
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৫
কাজী মামুনহোসেন বলেছেন: ধুর ভাই, ওর মানষিক চিকিৎসা দরকার.....
১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০২
ম.র.নি বলেছেন: কিরে 'ডেড ম্যান ব্লগিং' কি সব আবজাব যুক্তি দাড় করাইছেন???যুক্তিবিদ্যায় কি রেফার্ড লয়া পাস করসেননি? আরেক পি এইচ ডি অলা কয় ভালা অইছে।ঐ যে কইলাম কথা কইলে মিছা কয়
আর মুনাফেকের ব্যাপারটা স্কুলে ধর্ম ক্লাসে শিখছিলাম, মোটামোটি এমনই, তয় ব্লগার আলতামাশ বিস্তারিত বলতে পারে।আপনারাতো এগোলো শিখবেন না, আপনারা শিখবেন 'বলি দেয়া পশুর মাংস বিসমিল্লাহ বলে খাওয়া যায়।'
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৮
কাজী মামুনহোসেন বলেছেন: এই যায়গায় কি কি মিথ্যা কইলাম ? প্রমাণ করেন
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৯
কাজী মামুনহোসেন বলেছেন: হেফাজতের মতে কিন্তু আফনিও নাস্তিক ..
হেফাজত কইলাম আফনারও ফাসী চায়...
অতএব, নিজের ফাসী না চাইলে এবং নিজে নাস্তিক না হইলে হেপাজতের পক্ষ নিয়া কথা কওয়া হইতে বিরত থাকুন...
নাইলে, 'সকল ব্লগার নাস্তিক' এই কথায় সমর্থন দেযার দায়ে আফনেরে ঘাড় ধইরা ব্লক করুম...
১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৫
হারিয়ে যাওয়া কেউ বলেছেন: ঐ ছাগু, তোরে দিকভ্রান্ত*পথিক ছাগু তার পোষ্টে কাঁঠালপাতা খেতে ডাকে। তাড়াতাড়ি যা।
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২০
কাজী মামুনহোসেন বলেছেন: দুরে সইরা মর.....
১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২
লেখক বলেছেন: ঘন ঘন রং বদলান ভালা না
Click This Link
আপনি মফিজ হইতে পারেন, তবে আমরা মফিজ না..
আমি টাকা খাইয়া হেফাজত বিরোধীতা করি ভালা কথা কিন্তু
আফনে হেফাজত সমর্থন করেন আবার হেফাজত সমর্থকরা আফনের ফাসী চায়, বহুত জটিল ব্যাফার !!
খালি ল্যাঞ্জায় পাড়া মারেন ক্যা?
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
কাজী মামুনহোসেন বলেছেন:
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০
আলতামাশ বলেছেন: আপনি তো এইট পাশ, তা নাইনে কি ভর্তি হয়েছিলেন?
নাইনে পড়লে তো হাদিসটা জানার কথা!
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৭
কাজী মামুনহোসেন বলেছেন: আফনি নিজেই হাদিসের বর্ণনা দিয়া বাধিত করেন....
১৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩
কোবা সামসু বলেছেন: আলেম ওলামাগো কস ধর্ম অবমাননাকারী কিরে মালাওন কাইলকা কি গাজা মাজা খাইছিলি?
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৮
কাজী মামুনহোসেন বলেছেন: ছামছু ডাক্তার দেখা....
এখনও সময় আছে
১৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪
আলতামাশ বলেছেন: প্রথম দুইটা ঠিক আছে, তিন নম্বরটা হল, যখন ওয়াদা করে ভঙ্গ করে
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
কাজী মামুনহোসেন বলেছেন: জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ,
এখন বলেন হেফাজতিরা মুনাফেক তা প্রমানিত হয়েছে কি না ?
না হলে কেন ?
১৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২
আলতামাশ বলেছেন: ভাই, একটা হাদিসও ঠিকমত বলতে পারেন না। আপনাদের ফতোয়া অনুযায়ি আমি কিভাবে তাদের মুনাফিক বলি???? :#> :#> :#>
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯
কাজী মামুনহোসেন বলেছেন: কেন ভাই আপনার দেয়া তৃতীয় পয়েন্ট ছাড়া বাকী দুই পয়েন্টে ত ভুল ছিল না....
গীবত গাওয়া নিশ্চই ইসলামের পক্ষে নয় ?
মুনাফেকরা ত গিবতও করে, কি বলেন ?
আমার কথায় বলার দরকার নাই, নিজের কি বিবেক নাই ?
যারা ফতোয়া বেশী জেনে তা নিয়ে ব্যাবসা করে তাদের পক্ষেই থাকবেন তাহলে ?
১৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মামুন ভাই,
সালাম।
আমি আসলে ব্লগিঙ করার উপযুক্ত মানুষ না। আর সব মন্তব্য জবাব দিচ্ছি না, কারণ আমার নেট লাইনও নাই এখন। যা নাজারা দেখাল সহব্লগাররা।
হ্যা, কুরআন শরীফের আয়াত।
এখানে আমাদের কোনই ব্যাখ্যা দিতে হবে না। কারণ ব্যাখ্যা দিয়ে দিয়েছেন স্বয়ং রাসূল দ.'র সম্মানিত আসহাব রা. গণ। সেই ব্যাখ্যা তাফসীর গ্রন্থসমূহে বর্তমান।
কিন্তু আমাদের শেখানো হয় ভ্রান্ত কথা।
আমাদের শেখানো হয়, কুরআন পড়। কোনকিছু ফলো করো না, শুধু কুরআন পড়ো।
কিন্তু আল্লাহ কুরআনে বলছেন,
এই সেই কুরআন যার মাধ্যমে অনেককে করা হয় পথপ্রাপ্ত আর অনেককে পথভ্রষ্ট (লিড অ্যাস্ট্রে)
তাই,
দাঁতের ব্যথা হলে যেমন আমরা নিজেরা ডেন্টিস্ট্রির বই না পড়ে বরং ডেন্টিস্টের কাছে যাই, এমনকি একটা গরু জবাই করতে হলে যেমন আমরা বুচারির বই পড়ে সে থেকে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে বরং কসাই ডেকে আনি, ঠিক তেমন নয়, বরং তারচে বেশি গুরুত্বপূর্ণ কুরআন থেকে জানা।
কারণ, বাকি সবই ইহকালীন। একমাত্র কুরআনই ইহ এবং পরকালীন।
ইহকালীনে যদি আমরা এত সাবধানতা অবলম্বন করি, তাহলে ইহ এবং পরকালীন গ্রন্থ, যা স্বয়ং আমাদের মহান স্রষ্টার বাণী, সেটার বিষয়ে কী সাবধানতা অবলম্বন করতে হবে?
কুরআন যারা বোঝেন ও বোঝান,
তাঁরা এই বিষয়ে এক্সপার্ট। তাঁরা জীবনের টানা ষাটটা বছর সত্তরটা বছর শুধু জ্ঞান আহরণ করেছেন। মুখস্ত করে নয়, ডিগ্রি নিয়ে নয়, বরং প্রতিদিন ১৫-২০ ঘন্টা ব্রেইনস্টর্মিং করে। মেধার চূড়ান্ত বিকাশ দেখিয়ে। কুরআন বুঝতে তাঁরা ৫০ টি সহিহ হাদিস গ্রন্থ ঘেঁটেছেন, তারিখ ই ইসলাম, সমস্ত সিরাত গ্রন্থ এবং সমস্ত তাফসীর ঘেঁটেছেন।
এঁদেরই নাম ইমাম আবু হানিফা, এঁদেরই নাম ইমাম মুসলিম, বুখারী, মালিক, শাফি, হাম্বল আলাইহিমুর রাহমা।
অথচ আমরা এখন এঁদের মানতে নারাজ। এঁদের না মানলে যে ইসলাম কখনোই বোঝা যাবে না, সেই খবর নেই।
এইযে আমাদের অনেকেই শুধু কুরআন পড়েই বোঝার চেষ্টা করেন, ফলে পথভ্রষ্ট হন, এর পিছনে দায়ী দলগত প্রণোদনা। দায়ী, ওইসব ইমাম যা শিক্ষা দিয়েছেন, এর বিপরীত শিক্ষা দেয়া। কারণ, তাদের শিক্ষার বিপরীত 'বিদআত' বা আবিষ্কার আমরা করব, আবার তাঁদের মানব তা তো হবে না।
যেখানেই কাফির পাও, হত্যা কর...
পরিস্থিতি-
*মুসলিমরা আক্রমণ করেনি, আক্রান্ত হয়েছে। যুদ্ধগ্রস্ত হয়েছে।
*যুদ্ধে মুসলিমরা আক্রমণকারী অস্বীকারকারী তথা কাফিরদের বিরুদ্ধে অস্ত্র নিলেও তাদের ভিতরে যে বিশ্বজনীন মমতা ভরে দিয়েছেন আমাদের রাসূল দ., সে মমতার কারণে মুসলিমরা সম্মুখ সমরেও হত্যা করতে পারছেন না।
*এদিকে মুসলিমরা নিহত হচ্ছেন।
তাই,
সম্মুখ সমরের ক্ষেত্রে,
এই আয়াত নাযিল হয়,
যার অর্থ হল,
যুদ্ধের সময়, যুদ্ধের ক্ষেত্রে, যেখানে যে অবস্থায় পাও, আক্রমণকারী শত্রুকে হত্যা কর, নচেৎ তোমাদের নিহত করা হবে।
এই পরিস্থিতিতে বিশ্বজনীন মমতা কাজে আসছে না।
এই অতি সাধারণ বিষয়টাকে আমরা কোথায় নিয়ে গেছি! আল্লাহ মুসলিম জাতিকে আপন পরিচয় দান করুক। মুসলিম কখনো কোনদিনই কোনক্রমেই কাউকে হত্যা করতে পারে না, যদি না সম্মুখ ব্যাটল হাজির হয়। সম্মুখ ব্যাটলে যখন দুই পক্ষ থাকে, তখন তারা এক পক্ষের সৈন্যদের অন্য পক্ষ হত্যা করে, সেটা সর্বযুগে সব জায়গাতেই প্রতিষ্ঠিত।
ভাল থাকবেন ভাই। আল্লাহ চাইলে কথা হবে।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭
কাজী মামুনহোসেন বলেছেন: ভাই অনেক কিছু জানলাম, কাজে লাগবে....
আর জানার জন্য আপনাকে নিয়মিত বিরক্ত করব।
কৃতজ্ঞতা রইল
ভাল থাকবেন
১৮| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮
জুবায়ে১২ বলেছেন: এরা হইল হেফাযতে কুফরী । কিসের ইসলাম এর জন্য আন্দোলন এদের ? সব টাকা খাওয়ার ধান্দা । দেখেন না ৪৫ কোটি টাকা আহাম্মক শফি হজম করছে ।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯
কাজী মামুনহোসেন বলেছেন: সব টাকা খাওয়ার ধান্দা ।
১৯| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:১৮
মইনুল হাসান মুক্ত বলেছেন: এই ছবিটাও ফটোশপড । কি বলেন ?
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
শিরোনাম বলেছেন: লেখক বলেছেনঃ সব ব্লগার নিশ্চই নাস্তিক নয় ?
অবশ্যই সব ব্লগার নাস্তিকও না আবার ইসলাম বিদ্বেষীও না।
ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগারদের আপনে কি শাস্তি চান?