![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গতকাল আমি সাভারে ছিলাম, ভোটমেশিনদের লাশ হয়ে যাওয়াতে আপনি কতটুকু বিচলিত এবং উদ্বিগ্ন হতে পারেন, তা আমি নিজের চোখে পত্যক্ষ করেছি। আপনি আমাদের লাশ হয়ে যাওয়াতে কতটুকু কষ্ঠ পান এবং উৎকন্ঠিত হন তাও আমি পত্যক্ষ করেছি গতকাল।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গাড়ী থেকে নেমে আপনার হেলেদুলে চলা দেখে আমি ধারনা পেয়েছি, রানা প্লাজা ট্রাজেডি সামান্য নিছক একটি দুর্ষটনা মাত্র, এতে বিচলিত হওয়ার কিছুই নেই।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী , আমি যেমন আপনার গাড়ি থেকে নেমে হেলেদুলে যাওয়ার ঘঠনা পত্যক্ষ করেছি, ঠিক তেমনি মাননীয় দিলীপ বড়ুয়ার গাড়ি থেকে নেমেই দৌড়ে এসে উদ্ধারকার্যে শরিক হওয়ার চেষ্ঠাও পত্যক্ষ করেছি,যতক্ষন ছিলেন ততক্ষন তার উদ্বিগ্নতাও ছিল লক্ষনীয় ।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনার দিনের কর্মকান্ড দেখার পর রাতে বিবিসিকে দেয়া স্বাক্ষাতকার পড়ে একটুও বিচলিত অথবা বিব্রত হইনি। আমি আপনার কাছ থেকে এর বেশী কিছু আশাও করিনি।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,
আমাদের (ভোটমেশিন দের) লাশ নিয়ে আর কত রাজনীতি করবেন ?
আর কত লাশ পড়লে আপনার মনে আচড় লাগবে ?
এই নিরীহ মানুষদের লাশগুলা কি আপনাকে একটুও লজ্জিত করে না ?
আমার ভাই-বোনের নিথর দেহ নিয়ে রাজনীতি না করলে কি হয় না ?
মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, রক্তের আল্পনায় রঞ্জিত এই নিথর পায়ের লাথি কী অনুভব করতে পারেন??
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি জানি এবং বিশ্বাস করি ভুল মানুষেরই হয়, এখনও সময় আছে নিজেকে শুধরানোর চেষ্ঠা করুন, এখনও সময় আছে মন থেকে এসব নিথর দেহের কাছে ক্ষমা প্রার্থনা করে, তাদের ভোটমেশিন নয় মানুষ হিসেবে বিবেচনা করুন।
নাহলে শেষ বিচারের দিনও কিন্তু এসব নিরীহ মানুষ আপনাকে ক্ষমা করবে না।
(মাননীয় দিলীপ বড়ুয়ার সম্মানে প্রথম অংশ নিয়ে না লিখার চিন্তা করলেও বিবিসিকে দেয়া আপনার ঘৃণ্য স্বাক্ষাতকারের পর বাধ্য হলাম।)
২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন: কত বড় ফাজিল ননসেন্স আর হিপোক্রেট হলে এমন কথা বলতে পারে ভেবে পাইনা
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮
কাজী মামুনহোসেন বলেছেন: ভাই ঘঠনাস্থলে উনার কর্মকান্ড দেখার পর থেকেই আমার মেজাজ খারাপ
এই পোস্ট লিখার সময় বারবার নিথর দেহগুলা আমার চোখের সামনে ভেষে উঠছিল, আর সাথে উনার কর্মকান্ডের কথাও মনে হচ্ছিল।
মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল
বার বার গালী চলে আসছিল
বহু কষ্ঠে শালীন থাকার চেষ্ঠা করেছি।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১২
আমি মেহমান বলেছেন: আপনার সাথে একমত - আপনার মতো আমিও উপদ্রুত ও উদ্বিগ্ন ।
তবে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে দোষে তেমন লাভ নেই। এটা উনার জন্য তেমন আলাদা কিছু না। সহানুভূতিহীন, দাম্ভিক ও অবান্তর মন্তব্যের পর মন্তব্য করেই যাচ্ছেন আর তার জন্য পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা ও সমর্থন।
দোষটা উপরে - নীচে তার প্রতিফলন হচ্ছে মাত্র!
২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৯
কাজী মামুনহোসেন বলেছেন: ভাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আপনি যেমন ধারনা পুষন করতেছেন তিনি ঠিক ততটুকু খারাপ না। ঠিক তেমনি মাননীয় বিরোধী দলীয় নেত্রীও ততটা খারাপ না।
তারা দুজনি, দেশকে ভালবাসেন, দেশের মানুষকে ভালবাসেন তবে তাদের খারাপ রুপ বের করার জন্য আশে পাশের মানুষ গুলাই দায়ী।
২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫০
কাজী মামুনহোসেন বলেছেন: আমি ওখানে দাড়ায়া কান্না থামাইতে পারতেছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল এসব নিরীহ মানুষদের লাশ হয়ে পড়ে থাকতে দেখে। ঠিক সে সময় মখা আলমগিরের আগমন, আমি ভাবছিলাম উনি সম্ভবত মন থেকে স্বইচ্ছায় এসব মানুষদের সমবেদনা জানাতে এসছেন, কিন্তু উনার কর্মকান্ডে অবাক হলাম।
উনার চালচলন দেখে মনে হল যারা মারা গেছেন তারা মানুষের পর্যায়েই পড়েন না। উনার কর্মকান্ড দেইখা, মেজাজ খারাপ হয়েছিল, অনেক কিছু করতে মন চাচ্ছিল সে সময়, বহুত কষ্ঠে নিজেকে আটকায়া রাখছিলাম।
উনি যে লোক দেখানোর জন্য এখানে এসেছিলেন, তা উনার চাল চলন দেখেই প্রমাণ পাওয়া গেছে।
ধন্যবাদ
৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫১
পিয়ার আহসান বলেছেন: sorkari amla montri hole ki dhoroner problem hoy, seta ontoto amra bujhlam. Eder hridoy nai, peshar proti moho ache, onno datar proti ondho anugotto ache.
Amar ek business partner bolen, 'sottikar Rajnitibidera tulonamulok beshi udar hon, karon tara sadharon manusher kachakachi thaken, kintu Mo Kha Alamgir er moto amlara montri hole desher jonno bipod.' - eta Alamgir saheb montri hobar por oi lok bolechilen.
২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫০
কাজী মামুনহোসেন বলেছেন: আমি ওখানে দাড়ায়া কান্না থামাইতে পারতেছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল এসব নিরীহ মানুষদের লাশ হয়ে পড়ে থাকতে দেখে। ঠিক সে সময় মখা আলমগিরের আগমন, আমি ভাবছিলাম উনি সম্ভবত মন থেকে স্বইচ্ছায় এসব মানুষদের সমবেদনা জানাতে এসছেন, কিন্তু উনার কর্মকান্ডে অবাক হলাম।
উনার চালচলন দেখে মনে হল যারা মারা গেছেন তারা মানুষের পর্যায়েই পড়েন না। উনার কর্মকান্ড দেইখা, মেজাজ খারাপ হয়েছিল, অনেক কিছু করতে মন চাচ্ছিল সে সময়, বহুত কষ্ঠে নিজেকে আটকায়া রাখছিলাম।
উনি যে লোক দেখানোর জন্য এখানে এসেছিলেন, তা উনার চাল চলন দেখেই প্রমাণ পাওয়া গেছে।
৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৯
মেহেদী_বিএনসিসি বলেছেন: আপ্নে ওই বাদশাহ আর বেশ্যার মধ্যে তুলনা করলেন........। কোথায় সেই জন্মগত বামঘরনার রাজনীতিবিদ দিলীপ বড়ুয়া........আর কোথায় সেই আমলা থেকে কনভার্ট হওয়া ব্যাবসায়ী হরিলুটের রাজনীতিবিদ ওই মহিউদ্দিন আলমগীর
দুইটা দলই কেন যে বারে বারে সব খাঁটি বলদাগুলারে স্বরাষ্ট্রমন্ত্রী বানায় আল্লাহই মালুম
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪
কাজী মামুনহোসেন বলেছেন:
৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২১
আমি শুধুই পাঠক বলেছেন: প্রত্যেকবার আমরা কিছু মস্তিষ্ক বিকৃত অপদার্থ জানোয়ারদের স্বরাষ্ট্রমন্ত্রি হিসেবে পাই। ইনি তার ব্যাতিক্রম হবেন কেন।
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮
কাজী মামুনহোসেন বলেছেন: সকল স্বরাষ্ট্রমন্ত্রি অপদার্থ নন, হালের কয়েকজন অপদার্থের জন্য সবাইকে দায়ী করবেন না।
৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১
চলতি নিয়ম বলেছেন: যায় দিন ভালো, আসে দিন খারাপ।
ছাগল দিয়ে হাল চাষ না হইলেও, স্বরাষ্ট্র মন্ত্রনালয় চালানো যায়। বারেবারে আমরা সেটাই দেখছি।
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১২
কাজী মামুনহোসেন বলেছেন: সকল স্বরাষ্ট্রমন্ত্রি অপদার্থ নন, হালের কয়েকজন অপদার্থের জন্য সবাইকে দায়ী করবেন না।
ধন্যবাদ
৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
আলতামাশ বলেছেন: আমার মনের কথাটাই লিখেছেন
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ
৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
নিয়েল হিমু বলেছেন: গন মানুষের মনের কথা গুলোই বলেছেন ।
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই....
১০| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
ইউনুস খান বলেছেন: যে কয়জন রাজনীতিবিদ উচ্চ শিক্ষিত তাদের মাঝে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অন্যতম। কিন্তু উনার কথা-বার্তা, ভাব-ভঙ্গী খুবই নিন্ম মানের।
উনি সাগর-রুনীকে নিয়ে ইঙিতপূর্ণ বাজে মন্তব্য করেছিলেন। তখন থেকেই উনাকে ঘৃণা করি।
গতকাল তিনি বিবিসিতে যা বললেন তা আমাকে খুবই ক্ষুব্ধ, হতাশ ও লজ্জিত করেছে।
এ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীগুলো এমন হয় কেনো?
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬
কাজী মামুনহোসেন বলেছেন: সকল স্বরাষ্ট্রমন্ত্রি অপদার্থ নন, হালের কয়েকজন অপদার্থের জন্য সবাইকে দায়ী করবেন না।
ধন্যবাদ
১১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কেমন দেশ এটা? এত মানুষ মৃত্যুর মুখে তাদের বাঁচানোর জন্য কাটিং টুলস, অক্সিজেন, ডেটল, টর্চ লাইট কিনে দিতে হয় সাধারণ মানুষকে। আর মন্ত্রীরা কোটি কোটি টাকা দুর্নীতি করে গাড়ি কিনে, বাড়ি কিনে।
স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, লিঙ্ক দেন।
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৬
কাজী মামুনহোসেন বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বিবিসিকে বলেছেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ইমারত নির্মাণের নিয়ম কানুন যথাযথ অনুসরণ করা হয়নি বলেই এই দুর্ঘটনা ঘটেছে।তবে একইসাথে মন্ত্রী বলেন, কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, ভবনটি ধসে পড়ার পেছনে সেটাও একটি সম্ভাব্য কারণ হতে পারে। মন্ত্রী জানান, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তারপরই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Click This Link
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৮
কাজী মামুনহোসেন বলেছেন: সহমত আপা, তারা আমাদের লাশ নিয়ে কাঁদা ছুড়াছুড়ি করে। একজন আরেকজনকে বিশ লক্ষ টাকা অনুদান দেয়ার অনোরোধ জানায়। কিন্তু এসব অসহায়াদের জন্য নিজের পকেট থেকে এক পয়সাও খরচ করেনা ।
১২| ২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৪
নাইট রিডার বলেছেন: ঐ নিথর পায়ের লাথি স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পর্শ করবে না, তিনি জানেন যে মরে গেছে সে আর ভোট দেবে না, আর ভোটের রাজনীতি তে একজন বা এক হাজার জন গার্মেন্টস কর্মী থেকে একজন শিল্পপতির টাকা অনেক কাজে দেবে। তাই এখানে বিল্ডিং মালিক বা গার্মেন্টস মালিক রা যে বহাল তবিয়তে থাকেবন তা বলাই বাহুল্য, আর তাদের বাঁচাতে এবং রাজনৈতিক ইস্যু তৈরির জন্যই তার এহেন প্রলাপ। একটা ব্যাপার নিশ্চিত থাকুন উনি জেনে বুঝেই কথাটা বলেছেন, যারা ঊনাকে বেকুব বা পাগল মনে করছেন তারা ভুল করছেন। ইটস এ গেম।
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯
কাজী মামুনহোসেন বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৭
কাজী মামুনহোসেন বলেছেন: কারও অনুভতিতে আঘাত লাগলে আমি দুংখিত....