নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইট পাশ ব্লগার

জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই, বেঁচে থাকার চেয়ে উপভোগ্য আর কিছুই হতে পারেনা। মানুষের উপকার করার মত আনন্দদায়ক কাজ পৃথিবীতে আর একটিও নেই।

কাজী মামুনহোসেন

https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত

কাজী মামুনহোসেন › বিস্তারিত পোস্টঃ

সামুতে ঘাপটি মেরে থাকা পেইড ব্লগারদের চিনে রাখুন (অনেক নিরব থেকেছি, আর নয়) X((X((

২৩ শে জুন, ২০১৩ রাত ৯:০৩

"পেইড ব্লগার" !! সামুতে আসার আগে থেকেই আমি এই শব্দের সাথে পরিচিত। আজ পর্যন্ত এই বিষয় নিয়ে যাদের সাথে কথা বলেছি, তাদের প্রত্যেকেই চরম বিরক্তি আর ঘৃণার সাথে এই শব্দ উচ্চারন করতেন। অনেকেই অমুক তমুককে পেইড ব্লগার আখ্যায়িত করে তাদেরকে বর্জন করার পরামর্শ দিতেন। কেন তাদের বর্জন করব এমন প্রশ্নের উত্তরে অনেকেই অনেক ধরনের কথা বলেছেন ব্যাখ্যা দিয়েছেন, তাদের ব্যাখ্যাকে যদি কম কথায় এবং সহজ ভাষায় উপস্থাপন করতে চাই তাহলে যা লিখতে হবে তা হল, "যারা ব্লগিং করার বিনিময়ে পারিশ্রমিক নিয়ে থাকেন তারাই পেইড ব্লগার"।



সাম্প্রতিক সময়ে আমার কয়েকজন প্রিয় বড় ভাই, একটি বোমা ফাটানো তথ্য দিয়েছেন তা হল, সামুতে একাধিক পেইড ব্লগার রযেছেন, তারা পারিশ্রমিকের বিনিময়ে দিন রাত অক্লান্ত ভাবে ব্লগিং করে যাচ্ছেন। আমি তাদের প্রশ্ন করেছিলাম কারা কারা পেইড ব্লগার, তাদের নাম বলেন আমাকে ? তারা আমার প্রশ্নের উত্তরে যা বললেন তা হল, "সামুতে অনেক পুরানো ব্লগার আছেন যারা অনেক দিন ধরেই পারিশ্রমিকের বিনিময়ে ব্লগিং করে যাচ্ছেন, শুধু তাই নয় বর্তমান সময়ের অনেক জনপ্রিয় এবং একটিভ ব্লগার এই লিস্ট লম্বা করাতে ভুমিকা রাখছেন। খুঁজতে থাক, চোখ-কান খোলা রাখ তাহলেই পেইড ব্লগার পেয়ে যাবি।"



আমি একটু সন্দেহ প্রবণ মানুষ, কোন তথ্য আমার কানে আসলে তার আগাগোড়া জানতে না পারা পর্যন্ত আমার ঘুম আসেনা। তাছাড়া যে বিষয়টি আমার সামনে এসেছে তা কোন সামান্য বিষয় নয়, এটা বাংলা ব্লগ এবং আমার মত ব্লগারদের জন্য বিশাল একটা ব্যাপার। তাই এই বিষয়ে আগাগোড়া জানার জন্য এবং পেইড ব্লগারদের লিস্ট বের করে জনগনের সামনে প্রকাশ করা জন্য ফেলুদার অনুপ্রেরণা আর ডিবির সহায়তায় "মিশন পেইড ব্লগার (কোড নেম পিজি)" নিয়া সামুতে নেমে পড়লাম। দিন-রাত পরিশ্রম করে পেইড ব্লগারদের খোঁজ করা শুরু করলাম,

যেসব জনপ্রিয় ব্লগারদের আমার সন্দেহ হয় তাদের পিছু নেয়া শুরু করলাম। নিয়মিত তাদের পর্যবেক্ষনে রাখলাম, দীর্ঘ পাঁচ দিনের শ্বাস রুদ্ধকর অভিজান পরিচালনা করার পর অবশেষে এল সেই মহেন্দ্রক্ষন, ম্যাগনিফায়িং গ্লাস দিয়ে খুঁজে বের করলাম সেইসব পেইড ব্লগার দের, যারা এতদিন ঘাপটি মেরে ব্লগিং করছিলেন সামুর এই বিস্তীর্ণ প্রান্তরে। এক এক করে বের করলাম সেইসব পেইড ব্লগারদের সকল তথ্য - উপাত্ত।



আমি অবাক হয়ে লক্ষ করলাম, সেই বড় ভাইরা ঠিকই বলেছিলেন, সামুতে অনেক পুরানো ব্লগার এবং নতুন ব্লগার আছেন যারা পারিশ্রমিকের বিনিময়ে ব্লগিং করেন। আমি তাদের নামের লিস্ট সংগ্রহ করেছি, তারা কি কারনে পেইড ব্লগার হয়েছেন অথবা কিসের বিনিময়ে ব্লগিং করেন তার খোঁজও আমি পেয়েছি। আমি আজ কাউকে ছাড় দেব না, পেইড ব্লগারদের লিস্ট আমি সবার সামনে প্রকাশ করব, তারা কি কারনে বিপথগামী হলেন সে তথ্য সবার সামনে ফাঁস করে দেব।



তবে তার আগে, আপনাদের একটা দুঃসংবাদ দিয়ে নিই, তা হল -



মিশন পেইড ব্লগার পরিচালনা করতে যেয়ে আমি পেইড ব্লগিং এর ফাদে পড়ে গেছি, নিজের অজান্তেই পেইড ব্লগিং এর মায়া জালে আটকা পড়ে গেছি। :((:((



আপনি কি হতাশ হচ্ছেন, আমি পেইড ব্লগার হয়ে গেছি তাই আপনাদের কোন তথ্য দেবনা এ্মন কিছু ভাবছেন ?



তাইলে একটু খাড়ান, আগে একটা ডায়লগ দিয়ে নিই, তারপর কাজের কথা আসি,



"চৌধুরী সাহেব আমি পেইড ব্লগার হইতারি কিন্তু মানুষ হিসেবে সৎ" :D:D



আমি আপনাদের আজকে হতাশ করতে চাইনা, আমি আর আপনাদের কাছে কোন তথ্য গোপন রাখতে চাইনা, আমরা (সকল পেইড ব্লগার) কিসের বিনিময়ে ব্লগিং করি করি তা আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই।



আমরা (পেইড ব্লগার) ব্লগিং করার বিনিময়ে যা যা পাই তা হল -



ব্লগিং করার বিনিময়ে আমরা ব্লগারদের কাছ থেকে উৎসাহ পাই।

ব্লগিং করার বিনিময়ে আমরা ব্লগারদের কাছ থেকে অনুপ্রেরণা পাই ।

ব্লগিং করার বিনিময়ে আমরা পাঠকদের কাছ থেকে ভালবাসা পাই।

ব্লগিং করার বিনিময়ে আমরা কতৃপক্ষের কাছ থেকে সহায়তা পাই।

ব্লগিং করার বিনিময়ে আমরা আনন্দ পাই।



হ্যা আমি পেইড ব্লগার হতে পেরে গর্বিত, আশা করি সামুর সকল ব্লগার একদিন পেইড ব্লগারে পরিণত হবেন। :):)



পেইড ব্লগারদের প্রতি আল্টিম্যাঠেম : সামুতে ঘাপটি মেরে থাকা পেইড ব্লগারদের বলছি, গুলি কিন্তু আপনাদের কানের খুব পাশ দিয়া গেছে। এখনও সময় আছে, আমারে দাওয়াত দিয়া হালকা পাতলা আপ্যায়নের ব্যাবস্থা করেন। নাইলে কইলাম হাটে হাড়ি ভাঙ্গুম, জনসম্মুখে আপনাদের মান সম্মান নিয়া টানাটানি শুরু কইরা দিমু। এখনও সময় আছে মিশন পেইড ব্লগারের পরিচালক মামুনের সাথে হাত মেলান, নাইলে কইলাম..... X(X(



বি: দ্র: - অনলাইনে অফলাইনে সব যায়গায় "পেইড ব্লগার" শব্দটি শুনতে শুনতে আমি বিরক্ত, তাই "মিশন পেইড ব্লগার" পরিচালনা করতে বাধ্য হলাম।

মন্তব্য ৭২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:১৩

সায়েদ রিয়াদ বলেছেন: খাটি পেইড ব্লগ বললে সেই সোনারে বলা যায় ;) সারাদিন ম্যা ম্যা ।

২৪ শে জুন, ২০১৩ রাত ৩:১০

কাজী মামুনহোসেন বলেছেন: :-B :-B :D :D :D

২| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:১৫

খাটাস বলেছেন: শ্বাসরুদ্ধকর অভিযান শ্বাসরুদ্ধ করে পড়লাম, আপনার পেমেন্ট দিলাম, পাইছেন??? ;) ;)

২৪ শে জুন, ২০১৩ ভোর ৪:৫৩

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ । :) :)

৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:২৯

একজন আরমান বলেছেন:
আমারে কেউ টাকা দেয় না :(

২৪ শে জুন, ২০১৩ ভোর ৫:০১

কাজী মামুনহোসেন বলেছেন: দুইদিনের জীবন, টাকা দিয়া কি হবেরে পাগলা !! :D :D


আপনের যা টাকা আছে তা আমাকে দিয়ে দিতে পারেন। ;) ;)

৪| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:২৯

ম্রিয়মাণ বলেছেন: পেইড ব্লগিং এর বিষয়টা ম্যাচ ফিক্সিং এর মত, প্রমাণ করা কঠিন।
ভারত আর পাকিস্তান দু'তরফেই পেইড ব্লগাররা কাজ করছে বলে আমার বিশ্বাস।
এবার সময় এসেছে আপনার মত পেইড ব্লগারদের সত্যের পক্ষে দাঁড়ানোর। আমিও সে চেষ্টা করছি।

২৪ শে জুন, ২০১৩ ভোর ৫:৪৯

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৫| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৩২

কাকপাখী বলেছেন: শ্বাসরুদ্ধ অভিজানের শেষে বাকরুদ্ধ হলাম ।সবশেষে সবশুদ্ধ পেমেন্টও দিলাম ।

২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:০১

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ। :D :D

৬| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৩৪

মামুন রশিদ বলেছেন: অতি মুল্যবান সময় নষ্ট করে ব্লগিং করি, কিছু পেমেন্ট পাইলে মন্দ হয়না । কোন লাইন ঘাট পাইলে আমারে বইলেন, সিলেট আইলে ফুচকা খাওয়ামুনে ;)

২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

কাজী মামুনহোসেন বলেছেন: আমিও লাইনের খোঁজে আছি, পাইলে জানামুনে ;);)

৭| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৪৫

আরজু পনি বলেছেন:

X( X((

মেজাজটা পুরাই বিলা হইয়া গেল !

আমিতো ফেসবুকে লিংক দেইখা ভয়ে ভয়ে আসলাম যে, আমার গোয়েন্দাগিরির পেটে লাথি মারতে আইসা মামুন কার কার নাম প্রকাশ করলো দেখি !............
হুররররর

২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

কাজী মামুনহোসেন বলেছেন: আপনে এইরাম কইরা কথা বলেন কেন, মিশন পেইড ব্লগারের পরিচালক মামুনের কি কোন দাম নাই ?? :(( :(( :((

৮| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: পরিচালনা অনেক ধারালো হয়েছে, অনেক দৃশ্যে শ্বাস রুদ্ধ হয়ে আসছিল! তবে ভিলেন না থাকায় ডিসিমডিসিম আওয়াজ মিস করেছি এবং পুলিশ না থাকায় শেষের দিকে'র সেই চিরায়ত ডায়লগটা মিস করেছি -

হ্যন্ডস আপ - পেইড ব্লগিং নিজের হাতে তুলে নেবেন না :)

২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:০৫

কাজী মামুনহোসেন বলেছেন: হ্যন্ডস আপ - পেইড ব্লগিং নিজের হাতে তুলে নেবেন না :)


ভাই আপনে এইরাম ডায়লগ দিতারবেন জানলে আপনেরে পরিচালকের আসনে বসতে বাধ্য করতাম। B-) B-)

৯| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৫৪

হাসান মুহিব বলেছেন: ভয়ঙ্কর কথা বাত্রা; কেও টাকা দেয় না; তবুও আত্মতৃপ্ত

২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:০৬

কাজী মামুনহোসেন বলেছেন: :D :D :D

১০| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৫৬

মোমেরমানুষ৭১ বলেছেন: নেন আমনের পাওনা।

২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:০৮

কাজী মামুনহোসেন বলেছেন: জাল নোট, এই টাকা দিয়া সদাই কিনতে যেয়ে গনধোলাই খাইছি !!! X(( X((

১১| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:০০

নিয়েল হিমু বলেছেন: হাহাহা দারুন লাগলও

২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:০৯

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ। :):)

১২| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:১৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: আমাকে কি কারনে জানি পেইড ব্লগার মনে কর এক সুন্দরী কন্যা পেইড ব্লগার হওয়ার আবেদনপত্র জমা দিয়েছিল বুঝি নাই। কিন্তু চাকরিটা দিতে পারি নাই। সেদিন পেইড ব্লগারের গুরুত্বটা বুঝেছি। :(

২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:১৭

কাজী মামুনহোসেন বলেছেন: আমার সাথে যোগাযোগ করতে বলেন।

পেইড ব্লগার বানিয়ে দিতে না পারলেও, হাতে হারিকেন ধরিয়ে দিতে পারব। :D :D

১৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:২৫

প্রজন্ম৮৬ বলেছেন: অবশ্যই পেইড ব্লগার আছে।

যারা কিছুদিন পর পর ভিন্ন ভিন্ন নিকে আসে তাদের বেশিরভাগই পেইড।

আমি একবার একটা পোস্টে ( গভীর রাতে একজনের পোস্টের লিংক দিয়ে রিপোস্ট) লেখককে কমেন্ট করতে দেখেছিলাম যে, সে ঐ পোস্ট ৬০০ টাকার বিনিময়ে দিয়েছে।

কিন্তু কিছুক্ষনপর ঐ কমেন্ট মুছে ফেলে আবার :|

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১১

কাজী মামুনহোসেন বলেছেন: B:-) B:-) B:-)

১৪| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:২৪

আমিনুর রহমান বলেছেন:



আমি ভুই পাইয়া গেছিলাম এই ভেবে এইবার বুঝি আমার নামটা শেষ পর্যন্ত ফাঁস হইয়া গেল কিন্তু পোষ্ট শেষে দেখলাম তুমি জেনে ও নাম নেওনি। তোমাকে অনেক ধইন্ন্য।




পোষ্টে সুপার্ব +++

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১২

কাজী মামুনহোসেন বলেছেন: এখনও সময় আছে মিশন পেইড ব্লগারের পরিচালক মামুনের সাথে হাত মেলান, নাইলে কইলাম..... :P :P :D :D

১৫| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৩২

মাক্স বলেছেন: ডড়াইসি ;)

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১৩

কাজী মামুনহোসেন বলেছেন: আপনের লগে আমার বহুত হিসাব নিকাশ বাকী আছে..... ;);):D :D

১৬| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৩৯

মাগুর বলেছেন: আপনি তো মিয়া অভিযান চালাইতে গিয়া পেইড ব্লগারের সংজ্ঞাই পাল্টায়া দিলেন :P

ভালো হয় নাই /:)
তয় পেমেন্ট স্বরুপ কিছু পিলাস দিয়া গেলাম: +++++++

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১৫

কাজী মামুনহোসেন বলেছেন: পেম্নেট দিছেন দেইখ্যা কিছু কইলাম না, নাইলে..... /:) ;);)

১৭| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৪১

একাকী বাংলাদেশি বলেছেন: পেইড ব্লগার তো আছেই........... মানুষের লেখার স্টাইল দেখলেই বুঝা যায় কোনটা পেইড................ আবার কতগুলা আছে বুঝা যায় না কিন্তু আসলে পেইড। আবার কতগুলা আছে মীরজাফইরা ব্লগার। এগুলা ভাব দেখায় ভয়াবহ জাতীয়তাবাদী ব্লগার কিন্তু দেখা যাবে আসলে পেমেন্ট নেয় হাম্বাগো কাছ থিকা। ওর কাম হইলো জাতীয়তাবাদী গুলারে ধরা খাওয়ানো।

১৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪০

কাজী মামুনহোসেন বলেছেন: মাথার উপ্রে দিয়া গেল.....

১৮| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৫৯

নস্টালজিক বলেছেন: হা হা! এটা মজার ছিলো!

দারুন লিখসেন!


শুভেচ্ছা, মামুন!

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১৬

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ। :):)

১৯| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:০৬

মনিরা সুলতানা বলেছেন: :)

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১৬

কাজী মামুনহোসেন বলেছেন: ;);)

২০| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:২৯

বাংলাদেশী দালাল বলেছেন:
গবেষনা চরম হয়েছ। পূর্ণাঙ্গ প্রতিবেদন চাই।

+++++

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১৭

কাজী মামুনহোসেন বলেছেন: সামনে আছে শুভদিন, মামুন ভাইরে ভোট দিন.... ;);)

২১| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:৩৯

দুরন্ত-পথিক বলেছেন: আরে ভাই আমি পেইড ব্লগারের নাম জানব বলে এইখানে আসছিলাম।এইটা কিছু হইল?

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১৮

কাজী মামুনহোসেন বলেছেন: ছরি ম্যান..... =p~=p~=p~

২২| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি যা কিছুর বিনিময়ে করেন আমি ও তাই!
কিন্তু টাকা পয়সার লাইন টা চিনাইয়া দিলে খুশী হুতুম!

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১৯

কাজী মামুনহোসেন বলেছেন: খাড়ান মিয়া, আগে আমারে লাইন চিনতে দেন, তারপর আপনেরা.... ;);)

২৩| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:০১

শিপু ভাই বলেছেন:
পেইড ব্লগার আছে।

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১৯

কাজী মামুনহোসেন বলেছেন: সম্ভবত।

২৪| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:০৬

হাসান মাহবুব বলেছেন: নেন আপনার পেমেন্ট ++++++++++++++++++++++++++

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:২০

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই। ;);)

২৫| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:১৮

আমি কবি নই বলেছেন: We all know they exist.

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:২০

কাজী মামুনহোসেন বলেছেন: সম্ভবত।

২৬| ২৪ শে জুন, ২০১৩ রাত ৩:৪০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমি পেইড। যান নিজেই ফাঁস করে দিলাম =p~

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:২১

কাজী মামুনহোসেন বলেছেন: এখনও সময় আছে মিশন পেইড ব্লগারের পরিচালক মামুনের সাথে হাত মেলান, নাইলে কইলাম..... X(X(;);)

২৭| ২৪ শে জুন, ২০১৩ রাত ৩:৪৪

ভূতাত্মা বলেছেন: আমি পেইড বলগার খামু!!! B:-) B:-)

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:২১

কাজী মামুনহোসেন বলেছেন: আমারেও একটু দিয়েন, ব্যাফুক ক্ষিদা লাগছে..... B-) B-)

২৮| ২৪ শে জুন, ২০১৩ সকাল ৭:২৫

চলতি নিয়ম বলেছেন: লিস্ট কই =p~

২৭ শে জুন, ২০১৩ রাত ১:৫৫

কাজী মামুনহোসেন বলেছেন: খুইজা লন, এতকিছু জানাইলাম এইবার কি লিস্টও খুঁইজা দিতে হবে ? B-) B-)

২৯| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৭

মিলটন বলেছেন: ব্লগের এইমূহুর্তের সবচেয়ে পুরাতন ব্লগারদের মধ্যে আমি একজন। নিকট অতীতের রেকর্ড অনুসারে আমার চেয়ে পুরাতন তেমন কেউ নেই যারা নিয়মিত ব্লগে আসেন। আমার ব্লগ বয়স প্রায় সাত বছর ৪ মাস। আমিতো সেই প্রথম থেকেই বেতন পাই ব্লগিং এর জন্য। এখনও পাচ্ছি। এখন তো আবার প্রত্যেক পোষ্টের রয়েলিটিও পাই। আরো কত কিছু.....

২৭ শে জুন, ২০১৩ রাত ২:২৬

কাজী মামুনহোসেন বলেছেন: :D :D :D

৩০| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

ঈশ ব্লগিং করে যদি কিছু ইনকাম করতে পারতাম খারাপ হত না :( ;)

২৭ শে জুন, ২০১৩ রাত ২:২৬

কাজী মামুনহোসেন বলেছেন: হুমম :(:(

৩১| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:০১

তুহিন সরকার বলেছেন: এক সঙ্গে আছি ভালই আছি কি বলেন মিয়া ভাই। পেইড ব্লগার বুঝিনা।
পোস্টের জন্য ধন্যবাদ, শুভকামনা রইল।

২৭ শে জুন, ২০১৩ রাত ২:২৭

কাজী মামুনহোসেন বলেছেন: এক সঙ্গে আছি ভালই আছি। পেইড ব্লগার বুঝিনা।

সহমত।

৩২| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: পেইড ব্লগার কারা জানা থাকলে ভাল হত। পোস্ট পেইড নাকি প্রিপেইড। ভালো লিখেছেন। ++++

২৭ শে জুন, ২০১৩ রাত ২:২৮

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৩৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ৩:০২

সপ্নাতুর আহসান বলেছেন: এইসবের পাশাপাশি কিছু কাঁচা পয়সা পাইলে খারাপ হইত না। ভাই লাইনটা কাইন্ডলি যদি একটু ধরায় দিতেন B-)

২৮ শে জুন, ২০১৩ রাত ৩:৫২

কাজী মামুনহোসেন বলেছেন: খাড়ান মিয়া, আগে আমারে লাইন চিনতে দেন, তারপর আপনেরা.... ;);)

৩৪| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৩

ডট কম ০০৯ বলেছেন: যাক জীবনে একজন অরিজিনাল পেইড ব্লগারের দেখা পাইলাম।

ভাই আসেন কুলা কুলি করি।

২৮ শে জুন, ২০১৩ ভোর ৪:০৪

কাজী মামুনহোসেন বলেছেন: হ্যা ভাই, তাড়াতাড়ি আইসা পড়েন। B-) B-)

৩৫| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪

আমি তুমি আমরা বলেছেন: তিন বছরে কুনু ট্যাকাটুকা পাইলাম না রে... ... :(

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৯

কাজী মামুনহোসেন বলেছেন: হুমম :(:(:(

৩৬| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :( :)

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৪

কাজী মামুনহোসেন বলেছেন: :-B =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.